Saturday, August 30, 2014

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে


রাতুল যখন বলল , এখন থেকে আপনাকে তুমি করে বলব ।
নীলা কিছুটা অবাক হয়ে বলল , হঠাৎ এই ইচ্ছে ? 
রাতুল বলল , কেন আপনিই ত চান তুমি করে বলি । 
হুম, তাত চাই । তুমি ডাকটা কত রোম্যান্টিক । কিন্তু তোমার তো লজ্জা করে । 
নীলার তখন মনে পড়ল , রাতুল এই লজ্জার কারণে বিয়ের সাড়ে তিন বছরেও তুমি করে বলতে পারছেনা । প্রথম প্রথম বিয়ের আগের মতোই তুই করে বলতো । নীলা নিজেও বিয়ের আগে তুই করে বলত । এনগেজমেন্তের পর আপনা আপনি তুমিতে চলে গেল । কিন্তু রাতুল তুই করেই বলছিল । তার নাকি তুমি বলতে লজ্জা লাগে । নীলারও যে খুব খারাপ লাগত , তা না । তবে কোন কোন সময় তুমি টা শুনতে ভীষণ ইচ্ছে করত ।লোকজনের ভ্রু কোঁচকানো আর নীলার অভিমানে তুই, তুমিতে না গিয়ে আপনিতে প্রমোশন পেল । সেই থেকে এখন পর্যন্ত আপনি চলছে । কেউ যখন বলে , একি তোর বর আপনি বলে কেন ? নীলা হেসে উত্তর দেয় , আমাকে ভয় পায় তাই। 
রাতুলের মুখে তুমি বলা শুনে নীলার মনে কেমন কেমন যেন একটা অনুভূতি হল । অনেক ভাল লাগার অনুভূতি । মনে হচ্ছে সে নতুন করে প্রেম করছে । 
গানের ভাষায় তার বলতে ইচ্ছে করে , তুমি বলে ডাকলে বড় মধুর লাগে ।
৭৯ টি মন্তব্য
Rabbaniরব্বানী চৌধুরী০২ মে ২০১২, ১৯:৫০
" নীলার তখন মনে পড়ল , রাতুল এই লজ্জার কারণে বিয়ের সাড়ে তিন বছরেও তুমি করে বলতে পারছেনা "

শুভেচ্ছা। লেখাটা ভালো হয়েছে। ভালো থাকবেন। ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২০:০৪
ভাল লাগল শুনে খুশি লাগছে । ধন্যবাদ এবং শুভেচ্ছা ।
Ilannitaইলা০২ মে ২০১২, ১৯:৫৭
দারুন লাগলো!
"তুমি বলে ডাকলে বড়ো মধুর লাগে..!
এখন থেকে আর আপনি বলে ডেকো না..আমাকে.,আমাকেএএ..."

গানটা আমি পারি
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২০:০৬
তাই নাকি ? তাহলে তো তোমার থেকে শুনতে হয় । গানের প্রথম লাইনটা সারাদিন মাথায় ঘুরছে ।
Ilannitaইলা০২ মে ২০১২, ২০:১২
এমন কিছু গান আছে যেগুলো সারাদিন মাথায় ঘোরে যেমন
আরতি মুখোপাধ্যায়ের একটা গান আছে 
"তোমার তখন একুশ বছর প্রায়..
আমি তখন অষ্ঠাদশী ছোয়ায়..."
 শুনেছো এটা?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২০:১৩
না , শুনিনি ।
Ilannitaইলা০২ মে ২০১২, ২০:২৪
শুইনো...তারপর এটাও মাথায় ঘুরবে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২০:৩০
হুম, শুনব। দেখি আজ রাতেই পারি কিনা ।
সারাদিন কোথায় থাক ? ক্লাস ছিল ?
Ilannitaইলা০২ মে ২০১২, ২০:৫৯
আজকে আমার পরীক্ষা ছিলো।১ম সেমিস্টার শেষ করলাম আজ (বড় হয়ে গেছি)
বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসছি,পথে আম্মু ১০ বার ফোন দিয়েছিলো।
ফোন পরীক্ষা দেবার সময় সাইলেন্ট করেছি আর লাউড দিতে মনে নাই!!
কি বকাটাই না খাইলাম...মাগো !!বকার ঠেলায় জ্বর আসছিলো,আবার চলেও 
গেছে হি হি
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২২:৪৩
আহ , বৃষ্টিতে ভিজেছ । কতদিন ভিজি না । 
আম্মু এত ঘন ঘন বকা দেয় ।
তাহলেত বিপদ ।
agnidiptoshimantoমোঃ মুজিব উল্লাহ০২ মে ২০১২, ২০:৩১
পড়লাম আপু
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২০:৩৬
কেমন লাগল ? লেখা ছাড়ার পর আমার খুব লজ্জা লাগে । মনে হয়, ছি ছি এই পচা লেখাটা পোস্ট করা উচিত হয়নি ।
sagar923রফিকুল ইসলাম সাগর০২ মে ২০১২, ২০:৫০
আপনার লেখা এই প্রথম পড়লাম।
ভালো লাগলো ।
গল্পটা অনেক ছোট হয়ে গিয়েছে আরও বড় হলে ভালো হতো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২০:৫৪
ধন্যবাদ, আমার ব্লগে আসার জন্য । 
হুম , আমি নিজেও বুঝতেছি ছোট হয়ে গিয়েছে । আমি কেন জানি লেখা বড় করতেই পারিনা ।
Badal1995শওকত হোসেন বাদল০২ মে ২০১২, ২১:০৮
হেভি হয়েছে আপু।
ছোটা প্যাকেজ বড়া ধামাকা.............
....................................
....................................
শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২২:৪৫
সত্যি বললেন ? ------

ধন্যবাদ ভাইয়া , পড়ার জন্য । 
শুভেচ্ছা রইল ।
meghla123456মেঘলা_দুপুর০২ মে ২০১২, ২১:২০
"তোমার তখন একুশ বছর প্রায়..
আমি তখন অষ্ঠাদশী ছোয়ায়

--------- এই গানটা সম্ভবত আরতি মুখোপাধ্যাএর ( বানান টা আনতে পারতাছিনা ) গাওয়া । চমৎকার গান ।

জেসমিন গল্পটারে বড় করন দরকার । গল্প বড় করতে ওস্তাদ জিঞ্জির । ওর কাছ থেইকা টেকনিক শিখতে পারেন ।
এইটা কি আবার সত্যিকারের জেসমিন বেগমের ঘটনা কিনা তা ঝান্তে চাই 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২২:৫১
সবার আগে বলেন , আপনাকে দেখিনা কেন ? সেদিন একটু দেখলাম । কিন্তু ধরতে পারলাম না । 

হুম, আমি যখন ই কোন লেখা লিখি তখন খালি জিঞ্জির ভাইয়ের কথা মনে পড়ে । উনার এক একটা কমেন্ট আমার লেখার চেয়েও বড় হয় । সত্যি উনার কাছ থেকে তালিম নিতে হবে । 
জিঞ্জির ভাই , আপনি কোথায় ? 

কেন এমন মনে হল , এটা আমার ? 
dollarজিনজির০২ মে ২০১২, ২২:৫৬
‍এই তো আমি আপা! এমন করে হৃদয় ভরে ডাকলে, না এসে কি পারা যায়? আমি আছি আপনার পাশেই। পরীক্ষার কারনে খালি একটু গুল হইয়া গেছিলাম। ভাল আছেন নিশ্চই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২২:৫৮
হুম ভাল আছি । কিন্তু বলেন ত আমার কি হবে ? লিখতে গেলেই দুই লাইনে শেষ ।
dollarজিনজির০২ মে ২০১২, ২৩:০১
বড় কইরা লিখতে চান নাকি? আমার তো আপনার ছোট ছোট লেখাই খুব ভাল লাগে। মনে হয় এক একটা আঙ্গুর। দেখেন না, আমার লেখা এক একটা হয় কাঠালের সাইজ!!! খাইতে গেলে বিরাট দিগদারির মধ্যে পরে সবাই। সবার কষ্ট দেইখা আমি হাসি। খুব খারাপ মানুষ আমি।
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২১:৩৮
তুমি আর আপনি আসলে আপনি বলে কাউকে আদেশ নির্দেশ করা যায়না 
অনেক বড় মাপের মানুষদের দেখেছি ছোটদেরও আপনি করেই বলে।
আর তুমি করে আদেশ নির্দেশ গালি দেয়া সহজ । আপনি বলে গালি দেয়া কষ্টকর। তুমি আর তুই খুব কাছের শব্দ আমার মনে হয়, আবার অনেকে বলেন তুমি বললে আপন মনে হয়। যত ঝামেলা বাংলা ভাষায় অন্য ভাষায় একটাই শব্দ। 
যাই হোক ছোটর ভিতরে সুন্দর একটি গল্প বললেন । ভালো লাগলো।
রোজ কিন্তু গল্প শুনিয়ে ঘুম পরাতে হবে ব্লগ বেবিদের হুম 
Ilannitaইলা০২ মে ২০১২, ২১:৪১
ভূত কি নিজেকে এখনও বেবি ভাবে?? লজ্জা পাচ্ছি!
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২২:৪৬
আমিতো ছূড বেবি কত কিছু যে ঘটে যায় দেখতে পাইনা।
বেবি না তো কি? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২২:৫৩
কেন , গল্প টা কি ছোটদের মনে হল । না হয় লিখাটা একটু ছোট হয়েছে । 
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২২:৫৬
 আরে আমার কথা কেউ বুঝেনা গল্প ছোটদের বলিনি।  গল্প ছোট -------

বলেছি ছোটর ভিতরে ছোট একটি গল্প লিখেছেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:০০
আচ্ছা আচ্ছা , আমি বুঝেছি । অসুবিধা নাই , আমি লিখলে ছোটই হইব। 
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২৩:০৩
হইবে না বড় দিতে হবে নাইলে কলাম আন্দুলনে যামুগা 
চোখে থাকবে আপনার দেয়া সানগ্লালাস 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:০৫
=)
অক্কে অক্কে ।
chomok001মোঃ হাসান জাহিদ০২ মে ২০১২, ২২:৩১
একটু ছোট হয়েছে | কিন্তু ভাল লাগলো |
ধন্যবাদ | ভাল থাকুন | আরও লিখুন |
এই আশাবাদ ব্যক্ত করছি |
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২২:৫৪
ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল ।
sazzad77সাজ্জাদ হোসাইন০২ মে ২০১২, ২২:৫৩
আপু দারুণ লিখছেন 
অনুগল্প দারুণ।ছোট লিখায় অনেক টান উঠে এসেছে।
 

যাক আমার ইচ্ছে পূরণ হল তাই আরেকবার ধন্যবাদ জানাই, 
আপনার লিখা পেলাম
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২২:৫৫
আপনার কথা মাথায় ছিল বলে আজ লিখলাম । 
ভাল লাগল বলে প্রেরণা পেলাম । 
ভাল থাকবেন ।
dollarজিনজির০২ মে ২০১২, ২২:৫৮
আপা সাজ্জাদ ভাইরে একটা অভিনন্দন দেন। হ্যার লেখা প্রকাশ হইছে কালান্তরে। সাজ্জাদ ভাই, আমার ‍অভিনন্দন গ্রহন করুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:০২
ওহহ , সরি , ভুলে গিয়েছি । ধূসর ভাইকে অভিনন্দন । সেই লেখাটা ব্লগে দিবেন কবে ?
sazzad77সাজ্জাদ হোসাইন০২ মে ২০১২, ২৩:০৪
আপা জিনজির ভাই এরও লিখা কালান্তরে বের হইছে।
দু জনের জন্য দোয়া করবেন

জিনজির ভাই আমারও শুভেচ্ছা জানবেন
sazzad77সাজ্জাদ হোসাইন০২ মে ২০১২, ২৩:০৬
জেসমিন আপু আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই
আমার কথা আপনি মনে নিয়েছেন,সত্যি খুব ভালো লাগলো। 
আমারা আসলে এক পরিবার। 


 

আপনাকে আমার প্রিয় তালিকায় নিলাম ব্লগের এবং সেই সাথে মনের।আমারা একটি পরিবার 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:১২
আসলেই আমরা এক পরিবার । 
এই ভালবাসা পেয়ে আমি খুব উদ্বেলিত । 
ধন্যবাদ ধূসর ভাই । অসম্ভব ধন্যবাদ ।
sazzad77সাজ্জাদ হোসাইন০২ মে ২০১২, ২৩:২৩
আপনি আমাকে বললে কালান্তর আপনার কাছে পাঠিয়ে দিব

lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:৫৬
পরে জানাব । 
dollarজিনজির০২ মে ২০১২, ২২:৫৪
আহারে, ‍‍এইরাম কইরা আইজ পুর্যন্ত কেউ ডাকল না!! আপছুছ!! আমি ডাকলে সবাই থাকে দৌড়ের উপরে।

রোমান্টিক লেখাটা খুবই ভাল লাগল। যাহাকে বলে অসাধারন এবং চমৎকার। নাহার আপা তো বাজিমাত কইরা দিলেন। আমার দুখ, ক্যান যে আমি রোমান্টিক গল্প লিখবার পারি না! শিখন লাগব। অতি ভাল হইছে আপনার গল্প। আরও লিখেন। অপেক্ষায় রইলাম।

মন্তব্য করতে দেরী হয়ে গেল। পরীক্ষা বেটাকে একটা ধমক দেওয়া লাগব। আর কত নিবি। নিতে ‍নিতে তো ফকির বানাইয়া দিলি!!! ব্যাটা বদ পরীক্ষা!!!

শুভেচ্ছা রইল নাহার আপা। ভাল থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:০৯
ভাল লেগেছে শুনে লজ্জা টা একটু কমেছে । পোস্ট দিয়ে ত খুব বিব্রত হচ্ছিলাম । পচা হল নাকি । যাক এটা যখন খারাপ লাগেনি তাহলে আরও চেষ্টা করব । 

পরিক্ষা কেমন হচ্ছে । কিসের পরীক্ষা দিচ্ছেন ? 

কালান্তরে লিখা প্রকাশ হওয়ার জন্য কি খাওয়াবেন ?
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২৩:১১
পুর্যন্ত কেউ ডাকল না!! আপছুছ 

বাংলা ভাষা তুমি দেশ ছাইর‍্যা আফ্রিকা যা এ দেশে তোর ভাত নাই। সালাম রফিক ব্রকের লগে তুইও কব্ব্রে গেছোগা 
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২৩:১২
কালান্তরে লিখা প্রকাশ হওয়ার জন্য কি খাওয়াবেন ? 

মুড়ি খেলে নিলাম মসজিদের বাস্কের খ্রচে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:১৯
আমার মুড়িতে হবেনা ।
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২৩:২১
সাথে বাতাসাও রাখবে দু খান 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:২৫
এসব শুকনা খাবার আমি খাইনা । অন্য কিছু চাই ।
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২৩:২৭
তাইলে বাতাসা আর মুড়ি পানিতে ভিজাইয়া লইবেন  
আর শুকনো থাকলো না
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:৩০
vuterachorভূতের আছড়০২ মে ২০১২, ২৩:৩৫
 

আমারে মাইর দেহাইলেন --পাল্লেন আফনে? যাইগা কিচ্ছু ল্যাখমুনা 
Rjamilরশীদ জামীল০২ মে ২০১২, ২৩:৩৮
আমারে রাইখ্যা যদি মুড়ু বাতাসা খাওয়া হয়, তাইলে কইলাম-------------------------
--------থাউক, কইলাম না।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:৩৮
সরি সরি । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:৪৬
আমি বাতাসা খাইনা । জামিল ভাই , ঐটা আপনি ই খাইয়েন ।
dollarজিনজির০২ মে ২০১২, ২৩:৫২
লায়ার হওয়ার পরীক্ষা!!! পরীক্ষা খুব ভালই হইতাছে মনে লয়।

প্রকাশ হওয়ার জন্য খাওয়াতে হবে? সর্বনাশ, বলেন কি? আমি ফকিরা মানুষ। খাওয়াইতে পারুম না। তয় খাওয়াইতে চাইলে খাইতে পারুম। আমি খাইতে বড় ভালা পাই।

এখন কন কি খাওয়াইবেন? ক্ষিদা লাগছে। পরীক্ষা দিয়া কিছু খাই নাই এখনও।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:৫৭
ভূত ভাইত , বাতাসা মুড়ি খাওয়াইতে চাইল । তাই খান আপাতত । 
asrafulkabirআশরাফুল কবীর০২ মে ২০১২, ২২:৫৪
তবে কোন কোন সময় তুমি টা শুনতে ভীষণ ইচ্ছে করত । 

#অনেক দারুন অনুভবের লাইন এটি, এর সৌন্দর্য্যটা শুধু উপভোগ করা যায়, পৃথিবীতে কিছু কিছু ব্যাপার থাকে যা কেবলমাত্র অনুভবের মাধ্যমে তার আসল পুলকের স্বাদ গ্রহন করা যায়...

রাতুলের মুখে তুমি বলা শুনে নীলার মনে কেমন কেমন যেন একটা অনুভূতি হল । অনেক ভাল লাগার অনুভূতি । 

#বাস্তবিক কথন নয়তো? একটু সন্দেহ হচ্ছে....যাই হোক অনেক সুন্দর পরমানু লেখনী, পড়ে ভাল লেগেছে...অভিনন্দন আপনাকে...ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশায় শুভ ব্লগিং

#পুনশ্চ: বিয়ের পরেও যে এটা ঘটতে পারে, তা এটাই প্রথম শুনলাম
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:১৬
খুব ঘটতে পারে । আমি জানি । 

ধন্যবাদ আশরাফ ভাই , অনুপ্রেরণা দেওয়ার জন্য । আপনারা যতদিন উৎসাহ দিবেন ততদিন লেখার সাহস করব ।
ehasan48আলইমরান০২ মে ২০১২, ২৩:০১
ভালো বলেছেন...............
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:১৮
ধন্যবাদ , ইমরান ভাই ।
shiponmollahশিপন মোল্লা০২ মে ২০১২, ২৩:০৬
তুই তুমি আপনি ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:১৭
একটু ঠিক করতে হবে । 

তুই আপনি তুমি । হি হি
masumbadalমাসুম বাদল০২ মে ২০১২, ২৩:১৮
আপা,
গল্পটা এত ভালো লাগলো 
যে
এর পেছনের 
বা
পরের
গল্প গুলোও 
পড়তে ইচ্ছে হচ্ছে।

ধারাবাহিক লেখা আসুক-
এই প্রত্যাশা রইলো।

অনেক অনেক শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:২৭
তাই ?তাহলেত একে সামনে পিছনে দুই দিকে লম্বা করতে হয় । 

আপনার জন্যও শুভকামনা । ভাল থাকবেন ।
attariqসফেদ কুহেলি০২ মে ২০১২, ২৩:৩৯
অনেক ভাল লাগার অনুভূতি । মনে হচ্ছে সে নতুন করে প্রেম করছে ।  

আন্নে জানলেন ক্যামনে
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:৪৬
আমি জানলে আম্নের কি? 
attariqসফেদ কুহেলি০২ মে ২০১২, ২৩:৪৯
কুচ্ছু লা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ২৩:৫৮
হি হি
polashmiahপলাশমিঞা০৩ মে ২০১২, ০০:৫২
তুই- তুমি,
তুমি- আপনি।

স্বামী যখন আপনি বলে তখন কিন্তু বিরাট ঝামেলার কারণ।

তারপর কি হয় জনাতে চাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ মে ২০১২, ০১:১৭
কেন , বিরাট ঝামেলা ?

তারপর কি হবে , জানিনা ত ।
polashmiahপলাশমিঞা০৩ মে ২০১২, ২৩:২১
আমি আমাকে দিয়েই বল, আমি যদি আমার স্ত্রীক আপনি এবং টুনি যদি আমারে তুই বলে ডাক তখন ওর মা এবং ভাইয়ে ওকে বেঁধে পিঠবেন। নীতির উলটা হযে যায় আমার মতে।

তবে হ্যা, তুমি- তুমি। তু-তুমি তখন হয় যখন দুজন খুবই আপন থেকে সংসারী হয়। আমি টুনিকে তুমি ডাকি ও আমাকে আপনি ডাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ মে ২০১২, ২৩:৫১
আপনি তুমি বুঝি আপন হয় না ? 
abcপঞ্চসুখ০৩ মে ২০১২, ০১:২১
আপনার লেখা পড়ে খুব অবাক হলাম। আমার জীবনে এই রকম একটা ঘটনা আছে। যা হোক ভাল হয়েছে। ধন্যবাদ...
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ মে ২০১২, ১০:০১
ওমা তাই নাকি ? আপনাদের তারপর কি হল ? 

ভাল লাগার জন্য ধন্যবাদ ।
kamaluddinকামাল উদ্দিন০৩ মে ২০১২, ০৬:৫১
প্রথম তুই থেকে আপনিতে চলে গিয়েছিল ??  

শুনে বেশ বিনোদিত হলাম 

যাক শেষ পর্যন্ত........
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ মে ২০১২, ১০:০২
এত হাসির কি হল , কামাল ভাই ? এই জগতে কত কিছুই ত ঘটে ।
kamaluddinকামাল উদ্দিন০৪ মে ২০১২, ১১:১০
হুমম
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০৩ মে ২০১২, ১০:১৩
রাতুলের মুখে তুমি বলা শুনে নীলার মনে কেমন কেমন যেন একটা অনুভূতি হল । অনেক ভাল লাগার অনুভূতি । 

কিছু অনুভূতি সত্যি দারুণ। এই যেমন মা যখন প্রথম সন্তানের মুখে মা ডাক শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে।

শুভ কামনা রইল আপা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ মে ২০১২, ১৬:০৭
অপু আপনাকেও ধন্যবাদ ।
SwaponKumarস্বপন কুমার০৫ জুন ২০১২, ২২:০০
তুমি বলে ডাকলে বড় মধুর লাগে ।