Monday, September 15, 2014

Blog profile

লুৎফুন নাহার জেসমিন

Flag Counter

Hit Counter
  • গিসেন, জার্মানি ।
  • ৩ বছর, ৩ মাস, ১০ দিন, ২ ঘন্টা, ৩৩ মিনিট
  • ৭৫ টি
  • ৮৭৪৬ টি

Saturday, September 13, 2014

দ্যা নীলসাধু'স হট সিট :: ৬৫ তম পর্ব ♥ আজকের অতিথি ব্লগার লুৎফুন নাহার জেসমিন (৩)



দ্যা নীলসাধু'স হট সিট :: ৬৫ তম পর্ব ♥ আজকের অতিথি ব্লগার লুৎফুন নাহার জেসমিন



প্রথম আলো ব্লগ এক অচেনা সুতোর বন্ধন। আমরা অনেকেই হয়ত এখন পর্যন্ত অনেক প্রিয় মুখকেই দেখিনি, কিন্তু ব্লগের সাদা পাতায় কাল অক্ষরে তার দেয়া পোষ্ট মন্তব্যে দিনে দিনে বাড়ে আন্তরিকতা ভালবাসা। টের পাই বন্ধনের! সেই তাকে মনে হয় কত আপন। ব্লগের পোষ্ট পড়ে, মন্তব্য পড়ে আগ্রহ সৃষ্টি হয় প্রিয় সেই মানুষটি সম্পর্কে জানার। যা কোন মতেই হয়ে উঠেনা কারণ ব্লগ ভার্চুয়াল। একেকটি নিকের আড়ালে একেকজন ভিন্ন মানুষ। জানার এই অদম্য আগ্রহের কথা ভেবে প্রিয় ব্লগারকে জানতে, তার কথা শুনতে, তার পছন্দ অপছন্দ, শৈশব কৈশোর, স্বপ্ন আশার কথা শুনতে আমাদের এই লাইভ আড্ডার আয়োজন;
দ্যা নীলসাধু’স হট সিট! 
প্রথম আলো ব্লগ তথা বাংলা ব্লগিং কমিউনিটির একটি জনপ্রিয় অনুষ্ঠান। 




আজকের এই পর্বে অতিথি হিসেবে আছেন প্রথম আলো ব্লগের জনপ্রিয় ব্লগার –
নন্দিত
সুপ্রিয় লুৎফুন নাহার জেসমিন

ব্লগার লুৎফুন নাহার জেসমিন আমাদের সবার কাছেই একজন অতি প্রিয় সহ ব্লগার। প্রথম আলো ব্লগে দীর্ঘদিন ধরে ব্লগিং করছেন। নানা স্বাদের অসাধারণ কিছু পোষ্ট দিয়ে যাচ্ছেন নিয়মিত। পাশাপাশি বুদ্ধিদীপ্ত আন্তরিক মন্তব্য দিয়েই সবার কাছেই একজন কাছের ব্লগারের পরিণত হয়েছেন। সহ ব্লগারদের সঙ্গে সুন্দর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুস্থ সুন্দর শালীন ব্লগিং করছেন শুরু থেকেই। ইতিমধ্যে তিনি আমাদের সকলের প্রিয় মুখে পরিণত হয়েছেন তার নিজ গুণে।

 আজ দ্যা নীলসাধু’স হট সিট! এ কথা হবে - আড্ডা হবে ব্লগার লুৎফুন নাহার জেসমিন'র সঙ্গে।


ব্লগার লুৎফুন নাহার জেসমিন'র বর্তমান অবস্থান গিসেন, জার্মান।
তিনি প্রথম আলো ব্লগে আছেন ১ বছর, ৭ মাস, ৫ দিন, ১৪ ঘন্টা, ১৮ মিনিট।
ব্লগে তিনি এ পর্যন্ত সর্বমোট ৪৫টি পোষ্ট দিয়েছেন।
সর্বমোট মন্তব্য করেছেন ৩৮৮৩টি।

 তার প্রিয় ব্লগারের তালিকায় কোন সহ ব্লগার নেই এবং প্রিয় পোষ্টের তালিকায় রয়েছে সহ ব্লগারদের দেয়া ১টি পোষ্ট। তার সম্পর্কে আরও জানতে ক্লিক করুন এই লিংক। ব্লগার লুৎফুন নাহার জেসমিন'র ব্লগবাড়ী 

আপনারা প্রশ্ন করে যাবেন; অতিথি যতক্ষণ সময় দিতে পারে আপনাদের তিনি তা দেবেন। তা হতে পারে ১০ মিনিট, ৩০ মিনিট অথবা ২, ৩, ৪ ঘণ্টা। হয়তো তিনি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জানাতে নাও পারতে পারেন। ধৈর্য ধরুন তিনি সময় করে সব প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই। আপনাদের যা জানতে ইচ্ছা করে তাই নিয়ে প্রশ্ন করুন। প্রশ্নের বিষয়ে কোন ধরা বাধা নিয়ম নেই তবে অতিথি ব্লগারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়-তিনি উত্তর দিতে কুণ্ঠিত বোধ করবেন এমন প্রশ্ন না করলে ভালো হয়। 

আসুন আমরা সৃজনশীল হই। নিজের স্বকীয়তার প্রমাণ রাখি আমার দেয়া সকল পোষ্ট এবং মন্তব্যে - পরিপূর্ণ একজন ব্লগার হিসেবে সহ ব্লগারের কাছে নিজেকে তুলে ধরি। সম্মান শ্রদ্ধা ভালোবাসায় লালন করি বাংলা ব্লগিং এর ক্ষেত্রটিকে।

সুপ্রিয় ব্লগার বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন।
নিজে প্রশ্ন করুন; অন্যজনকে প্রশ্ন করতে উৎসাহিত করুন।
আড্ডা জমিয়ে তুলুন।



ধন্যবাদ। শুভ প্রথম আলো ব্লগিং।
প্রথম আলো ব্লগ আমাদের সকলের ভালোবাসার ব্লগ 


Numan75নুমান

২০ জানুয়ারি ২০১৩, ০১:১৭আমার একটি মাত্র প্রশ্ন। নীচের এ ফলটির নাম কি বলতে হবে


lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:২২
আমি জানি না নুমান । একটু বলে দেন ।
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০১:২৩
আমি জানি। কইমু??? 
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০১:২৪
নুমান ভাই অনুমতি দিলে আমি কইতে পারি--- 
fardoushaফেরদৌসা২০ জানুয়ারি ২০১৩, ০১:২৯
আমি জানি এইটা হচ্ছে কাঁটা ফল 
Numan75নুমান২০ জানুয়ারি ২০১৩, ০১:৩০
সত্য কথা হইল, আমিও জানি না

মুক্তমন৭৫ ভাই, বলুন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৩৭
মুক্তমন ভাই বলেন । আপা অবশ্য বলেছে ।
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০১:৪১
ডুরিয়ান ফল।

খুব বিশ্রী গন্ধ হয় বাট খেতে বেশ সুস্বাদু নাকি। যদিও আমি কখনই টেস্ট করিনি। তবে একটি দেশের মানুষদের খুব খুবই প্রিয় একটি ফল এটি।

এখন বলেন দেখি, কোন দেশের মানুষদের খুব প্রিয় ফল এটি???
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৪৪
হি হি মনে হয় আন্দাজ করতে পেরেছি ।
Numan75নুমান২০ জানুয়ারি ২০১৩, ০১:৪৪
ফেরদৌসা আপা আমার অনুমতি ছাড়া উত্তর দিছেন, তাই এ উত্তর হয়নি
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০১:৪৮
আন্দাজ টা বলেন @ জেসমিন আমা। নাকি অন্ধকারে ঢিল মারতে চাইতাছেন??? 

নুমান ভাই, ফেরদৌসা আপার উপরে মাইন্ড কইরেন না। উনার উত্তর তো সঠিক হয়নি--- 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৫৭
আন্দাজেই তো করলাম । মনে হয় নাইজেরিয়া । 
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০২:০৩
নাহ, নাইজেরিয়া তো নাই ই । কারণ নাইজেরিয়া হলে অবশ্যই ফেরদৌসা আপাই বলে দিতে পারতো।

আপনাকে আরও ২ টা চান্স দিচ্ছি। চেষ্টা করে দেখেন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০২:০৫
তাহলে কি আপনি যে দেশের সাগরে আছেন ?
মালয়েশিয়া বা সিঙ্গাপুর ?
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০২:২০
মালয়েশিয়া বা সিঙ্গাপুর ?

উঁহু, ঠিক হলো না। আপনার চান্স শেষ। 
এখন আপনে কইলে আমি বলতে পারি---
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০২:২২
আপনিই বলুন । আমি ফেইল ।
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০২:৩২
ঠিকাছে। হার মেনেছেন যেহেতু, সেকারণেই বলে দিচ্ছি---
ইন্দোনেশিয়ার খুব ফেভারেট একটা ফল এটি। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০২:৫৯
ইশ , মালয়েশিয়া না বলে ইন্দোনেশিয়া বললেই তো হত । 

যাই হোক জানা হোল । আর ভুল হবে না ।
Rabbaniরব্বানী চৌধুরী২০ জানুয়ারি ২০১৩, ০১:৩৪
একটি সংবাদ জানাই আমি এখন 
Rabbaniরব্বানী চৌধুরী২০ জানুয়ারি ২০১৩, ০১:৩৫
সবাইকে অসংখ্য শুভেচ্ছা। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৩৬
ঠিক আছে রব্বানি ভাই । আজ সারাদিন আপনি আমাকে যেভাবে সময় দিলেন আমি অনেক কৃতজ্ঞ ।
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০১:৩৭
MainulAminমাইনুল আমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৩৮
প্রিয় রব্বানী ভাইকে সালাম ----।
সংবাদটা কি ---? ঝটপট বলে ফেলুন দেখি ----------------------------
MainulAminমাইনুল আমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৪২
প্রিয় মুক্তমন ভাই । সালাম জানাই
কেমন আছেন --?
আমি ভালো তবে নেট ভালো যাচ্ছে না একদম । লিখতে বা পড়তে কোনটাই পারছি না সহজভাবে -----
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০১:৪৫
আলহামদুলিল্লাহ। ভালো আছি প্রিয় মাইনুল আমিন ভাই। আপনি কেমন আছেন? আপনাকে আগের মতো সময় দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততার জন্য। সব সংবাদ ভালো তো?
MainulAminমাইনুল আমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৩৫
আমি ভাবছিলাম দেরিতে আসাতে একটা রাগ দেখাবেন । পুরো হটসিট ঘুরে দেখলাম কোথাও আপনার রাগের চিহ্ন দেখলাম না । আপনার কি রাগ নেই ----?

তাই সাহস পেলাম ----বলেনতো--------------

আমদের দেশে শিক্ষিত অনেক ছেলেমেয়ে এখন মিছিলে রাস্তায় গাড়ি ভাঙ্গে,
গাড়ি-বাড়িতে আগুন দেয় , মানুষ মারে, পুলিশ মারে ---------এরা কি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা -----?

যদি বিশ্ব-বিদ্যালয় থেকে পাশ করা হয় ---- তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে ওই প্রতিষ্ঠানে লেখপড়া করানো উচিত হবে কিনা ----?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০১:৪৩
আমি তো অনেকবার বলেছি আমার অনেক রাগ আছে । তবে সবাইকে দেখাই না । তাই দেখেন নাই ।

সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন । এভাবে যদি বিশ্ববিদ্যালয় নামধারী প্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় সন্ত্রাসী করে বেড়ায় তাহলে আমাদের সন্তানদের কি আমাদের পড়ানো উচিত হবে ?

এটা আসলেই ভাবার মত একটা বিষয় ।
Rjamilরশীদ জামীল২০ জানুয়ারি ২০১৩, ০১:৫৩
সালাম আপা। শুভেচ্ছাটা জানাতে এলাম।
একটু দেরি করে ফেলেছি।
রাগ কইরেন না।

কী করবো বলেন। বইমেলা নিয়ে খুব ব্যস্ত তো। দুপুর দুইটা থেকে একটানা রাত একটা পর্যন্ত দুইটা বই সেটিং শেষ করলাম আজ। আপনি শুনে খুশি হবেন দু'টিই আপনার দু'জন প্রিয় ভাই'র বই।
একটি বই হচ্ছে জিনজিরের। অপরটি আরমানের।

পরে সময় করে মন্তব্যগুলো পড়বো। আপনাকে জানবো , আরো বেশি।
আপাতত শুভেচ্ছা আপা। মেয়েটির জন্য ভালবাসা।
-------------------------
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০২:০১
কোন সমস্যা নেই জামিল ভাই ।

আপনি এসেছেন তাতেই আমি খুশি । না আসলেও বুঝে নিতাম ব্যস্ত অথবা চোখে পড়েনি ।

ভালো লাগলো শুনে যে দুই ভাইয়ের বই এর কাজ এগিয়ে যাচ্ছে ।

আপনার জন্যও অনেক শুভেচ্ছা ।

-------------------------
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০২:০১
একটি বই হচ্ছে জিনজিরের। অপরটি আরমানের। 
দুইজনের জন্যই শুভকামনা রইলো। 
Rjamilরশীদ জামীল২০ জানুয়ারি ২০১৩, ০২:০৭
আহ! খুশি হলাম আপা।
আমি আরো ভাবছিলাম রাগ-টাগ করেন কিনা‍!

মুক্তমন ভাই।
ধন্যবাদ আপনাকে।
আপনার জন্য আপনার পছন্দের একজনের একটি প্রচ্ছদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০২:১২
রাগ করবো কেন ?
হয়তো মন খারাপ হত ।

খুব সুন্দর প্রচ্ছদ ।
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০২:১৮
জিনজির এর বইটির প্রচ্ছদ বেশ চমৎকার হয়েছে প্রিয় রশীদ জামীল ভাই। খুব সুন্দর।
fardoushaফেরদৌসা২০ জানুয়ারি ২০১৩, ০২:৩৪
সেই বইয়ের কপি যেন উপহার হিসাবে পাই 

উপহার পাইতে ভালাই লাগে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০৩:০১
আমিও লাইনে আছি । 
kuhookকুহক২০ জানুয়ারি ২০১৩, ০২:০৪
সালাম জানবেন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০২:০৬
ওয়ালাইকুম সালাম । আররে কুহক ভাই যে । কেমন আছেন ?
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০২:৩৪
জেসমিন আপা। ভালো থাকবেন। অনেকক্ষণ ছিলাম। আগামী কাল আবারও কথা হবে ইনশাআল্লাহ। আজকে উঠতে হচ্ছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে।  আল্লাহ হাফেজ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ০২:৫৮
ঠিক আছে , মুক্তমন ভাই । আপনাদের ভালোবাসায় আমি অভিভূত । অনেক খানি সময় পাশে থেকে সংগ দিলেন । পোস্টটিকে সুন্দর করলেন ।

আমারও উঠতে হবে । যদিও ঘুমাতে আরও দুই ঘণ্টা বাকী আছে ।

ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ০৮:১২
কালকে সারাদিন রেল লাইন ধরে চিটাগাং এর দিকে হেটেছি, তাই আমার সব প্রশ্ন আমি আজ করতে চাই । উপরে ৪১৮টি মন্তব্য অলরেডি দেখতে পাচ্ছি, সবগুলো পড়া আমার দ্বারা সম্ভব নয়, কোন প্রশ্ন প্রশ্ন কমন পরে গেলে আমি দায়ী নই 
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ০৮:১৬
কালকে সারাদিন, হটসিটে থাকে হাতের অবস্থা কেমন, আর কীবোর্ড ঠিক আছে তো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:১৮
হাত কি বোর্ড ঠিক আছে। কিন্তু পিঠ ব্যথা হয়ে গিয়েছিল।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ০৮:২২
আমাদের দেশে তো কয়েকদিন আগে শীত গেল প্রচন্ড, আমরা কাবু হয়ে গিয়েছিলাম । আপনি কখনো কি শীতে কাবু হয়েছেন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:২০
কাবু হওয়ার সুযোগ এবার দেশে থাকলে ছিল। আগে তো এত শীত কখন পড়েনি।
Jolrashiনুসরাত জাহান আজমি২০ জানুয়ারি ২০১৩, ১১:১২
আপু। কাল নেট চরম স্লো ছিল, কোন পেইজ ওপেন হচ্ছিলো না। আসতেও পারিনি।

তবে নীল ভাইয়ার প্রশ্নের ঝুড়ি দেখে তো টাস্কি খাইয়া গেসি। 

আপু, সব শেষে আমার একটা প্রশ্ন, কাল সারাদিন কেমন কাটল?

ভালো যেন থাকা হয়। 
Rabbaniরব্বানী চৌধুরী২০ জানুয়ারি ২০১৩, ১৩:৩৭
" কাল নেট চরম স্লো ছিল " 

কই আমাদের নেট তো স্লো ছিল না, আপনার নেটের চালক কি গরু ছিল !! মানে আপনি গরুর গাড়িতে বসে ছিলেন !!! তা হলে গান শুনেন, আমাদের মুক্তমন ৭৫ ভাই এর দেশের গান শুনেন।

" ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে।।
যেদিন গাড়িয়াল উজান যায়
নারীর মন মর ছুইরা রয় রে
ওকি গাড়িয়াল ভাই…
হাঁকাও গাড়ি তুই চিল মারির বান দরে রে।।
আর…কি কব দুষ্টের জ্বালা…গাড়িয়াল ভাই
গাঁথিয়াছি কনমালা রে।
ওকি গাড়িয়াল ভাই…
কত কাঁদি মুই নিদুয়া পাথারে রে।।" 
Jolrashiনুসরাত জাহান আজমি২০ জানুয়ারি ২০১৩, ১৫:৪২
আমার নেটের স্পীড অনেক কম। কালকে তো অনেক স্লো ছিল। আমার ছোট আনটির সাথে স্কাইপি তে কথা বলার কথা ছিল। নেটের কারনে কথাই বলতে পারিনি।
Rabbaniরব্বানী চৌধুরী২০ জানুয়ারি ২০১৩, ১৫:৫২
স্কাইপি তে কথা বলা সে তো বিনা পয়সায় কথা বলা। যাক কথা বলা হয়নি তাই তো আপনার মনটা খারাপ, দুঃখই বটে, তবে কেটে যাবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:২২
আমার জীবনের একটা স্মরণীয় দিন ছিল গতকাল। এত লম্বা সময় ধরে জীবনে কখনো আড্ডা দেই নি।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১১:২৩
শহুরে যান্ত্রীক পরিবেশ ? নাকি গ্রামীন সবুজ পরিবেশ ? কোনটা আপনার ভালো লাগে ? কেন লাগে ? আর বাংলাদেশের শহর কিংবা গ্রামের সাথে জার্মানের শহর কিংবা গ্রামের পার্থক্যটা কেমন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:২৭
শহুরে যান্ত্রীক পরিবেশ ? নাকি গ্রামীন সবুজ পরিবেশ ? কোনটা আপনার ভালো লাগে ? 
গ্রামীন সবুজ পরিবেশ আমার ভালো লাগে।
কেন লাগে ?
কোন কৃত্তিমতা এই জন্য।
আর বাংলাদেশের শহর কিংবা গ্রামের সাথে জার্মানের শহর কিংবা গ্রামের পার্থক্যটা কেমন ?
জার্মানের শহর কিংবা গ্রামের পার্থক্য করা মুশকিল। এখানে সবখানে সব সুবিধা আছে আর ঘর বাড়ি সবখানে প্রায় একরকম। কিন্তু বাংলাদেশের শহর কিংবা গ্রাম দেখলেই বোঝা যায়।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১১:২৪
ভার্চুয়াল সম্পর্ক/পরিচয় কি আপনার কাছে ভিত্তিহীন বলে মনে হয় ?
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১৭:৩৩
মনে হয়, আপনি ব্যস্ত, তাই.......
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
ভার্চুয়াল সম্পর্ক/পরিচয় কি আপনার কাছে ভিত্তিহীন বলে মনে হয় ?
না আমার কাছে ভিত্তিহীন বলে মনে হয় না। সম্পর্ক মানেই হল মস্তিষ্কের একটা কেমিক্যাল বিক্রিয়া সেটা ভার্চুয়াল বা বাস্তব জগত তাতে কিছু আসে যায় না।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৩
কামাল ভাই রাতে ঘুমাতে গিয়েছিলাম সারাদিন এক বিশাল আড্ডার পর তাই উত্তর দিতে দেরি হয়ে গেল মাইন্ড কইরেন না।।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৮
মাইন্ড করার কিছু নাই, বুঝতে পারছি পিঠের ব্যাথাটা আপনাকে খুব ভুগিয়েছে 
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৪
ব্লগের প্রান পোষ্ট, পোষ্টের প্রান গঠনমূলক মন্তব্য। শুধুমাত্র ইমো ব্যবহার করে মন্তব্য করাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ??
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২১:১১
আমি নিজে চেষ্টা করি গঠনমূলক কিছু বলে উৎসাহ দিয়ে মন্তব্য করতে । অনেকসময় কবিতার বেলায় যেটা হয় তা হোল ,
কবিতা আমি তেমন বুঝিনা ,
লিখতে তো পারিই না ।
কিন্তু রোম্যান্টিক কবিতা পেলে সবসময় পড়তাম । ব্লগে এসে আরও বিভিন্ন ধরনের কবিতা পড়ছি । তার সব বুঝি না । কিন্তু দেখা যায় পড়তে খারাপ লাগে নি । সেক্ষেত্রে ভালো লেগেছে এটা বলে হলেও মন্তব্য করার চেষ্টা করি । একেবারে কিছু না বলে শুধু ইমো ব্যবহার করা আমার ঠিক পছন্দ না । তা আমি খুব একটা করিও না ।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৫
অবসর কিভাবে কাটান ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২১:১৩
্বই পড়ে , ব্লগিং করে এবং সুযোগ পেলে আড্ডা দিয়ে ।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
আদর্শলিপি পড়েছেন কি?? আদর্শ লিপি বই থেকে শেখা কোন আদর্শ কি ধরে রেখেছেন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২১:১৮
পড়েছিলাম কি না মনে পড়ছে না । প্রথম পড়ালেখা শুরু Kinder garten এ । সেখানে ছিল কি না সন্দেহ আছে । তবে অন্যকে সম্মান দেওয়ার চেষ্টা করি , ভালো ব্যবহার করার চেষ্টা করি ।
kamaluddinকামাল উদ্দিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
মনের দুঃখে কখনো কি বনে গিয়েছিলেন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২১:২০
না ভাই । আমাদের দেশের মেয়েরা মনের দুঃখে একদিন বেশী সময় রাস্তায় থাকতেই ভয় পাবে । সেখানে বনে ?
kamaluddinকামাল উদ্দিন২১ জানুয়ারি ২০১৩, ০৭:৪৩
রাস্তায় ভয় আছে কিন্তু জঙ্গলে আমার মনে হয় নিরাপদ 
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২০ জানুয়ারি ২০১৩, ২১:২০
কখনো কি চট্টগ্রাম এসেছেন?

নতুন ব্লগারদের উদ্দেশ্য কিছু বলবেন।আপনার উপদেশ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২১:২৭
গিয়েছিলাম । একবার চিটাগং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম । আর একবার বিয়ের পর কক্সবাজার যখন গিয়েছিলাম তখন ।

আমি নিজে যা করেছি টা হোল , প্রচুর পোস্ট পড়েছি , সবার সাথে পরিচিত হয়েছি মন্তব্য দিয়ে ,ফাঁকে ফাঁকে নিজে পোস্ট দিয়েছি । যদিও ভালো লিখতে পারি না ।

নতুন দের বলবো , শুধু নিজের পোস্ট দিয়েই অপেক্ষা করবেন না সবাই আপনার পোস্ট পড়তে দৌড়ে চলে আসবে । তার জন্য সবার সাথে পরিচিত হন । ভালো ভালো লেখা দেন । আপনার পোস্টে অন্যের মন্তব্যের উত্তর দিন । শালীন ভাবে ব্লগিং করুন । এই তো ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২০ জানুয়ারি ২০১৩, ২১:২২
আগামী শনিবারের আগ পর্যন্ত এ হট সিট চলবে।

১। নিজেকে মানুষ হিসেবে কেমন ভাবেন?
২। দেশে ফিরে কি করতে চাইবেন?
৩। দেশে কবে ফিরবেন?
৪। নিজের কি নিয়ে গর্ব করেন?
৫। নিজের কোন কোন দিকটা বদলে দিতে চান?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২১:৪০
১। নিজেকে মানুষ হিসেবে কেমন ভাবেন?

মোটামুটি মানের ।

২। দেশে ফিরে কি করতে চাইবেন?


আসলে ঐভাবে ভাবিনি । একটা বুটিক চালু করার ইচ্ছে আছে ।

৩। দেশে কবে ফিরবেন?

আশা করি ২০১৪ এর শেষের দিকে ।

৪। নিজের কি নিয়ে গর্ব করেন?

মানবিক বোধ আছে ।

৫। নিজের কোন কোন দিকটা বদলে দিতে চান? 

মেজাজটা । 
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২০ জানুয়ারি ২০১৩, ২৩:০১
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২০ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রেজাল্ট কি ?
ভতি হতে পারেন নাই?
নাকি অন্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২২:০৬
না ভাই পরীক্ষায় টিকি নাই ।

তাই ভর্তিও হতে পারিনি ।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিক্স কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২০ জানুয়ারি ২০১৩, ২২:১২
ধন্যবাদ অবিরত।
তবে বলতে হয় দূভাগ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের।একজন ভাল লেখিকা হারিয়েছে।
বাংলাদেশের কোন জায়গা আপনার প্রিয়? এবং কেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২২:৫৫
কি যে বলেন ! যোগ্য ছিলাম না দেখেই পরীক্ষায় টিকি নাই ।
আর আমি কি লেখিকা । আমি ব্লগার মাত্র । লেখিকা হওয়ার অনেক যোগ্যতা লাগে ।

আমার প্রিয় একটি জায়গা হোল ময়মনসিংহ । ছোটবেলায় পাঁচটি বছর সেখানে কেটেছে । সেই স্মৃতি , মায়া এখন রয়ে গিয়েছে । অবশ্য স্বামীর চাকরীর সূত্রে আবার থাকা হবে আমার এই প্রিয় জায়গায় ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২০ জানুয়ারি ২০১৩, ২২:১৪
আপনি জানতে আমার ছেলে মাহির এর বয়স।
ওর এখন ছয় বৎসর পুরাল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ১৫:৩২
ছেলে তো তাহলে বড় হয়ে গেলো ।
Rabbaniরব্বানী চৌধুরী২০ জানুয়ারি ২০১৩, ২২:২২
প্রায় লক্ষ্য করা যায় - আপনি, আপনার পোষ্টে মন্তব্যকারীর উত্তর নিয়মিত দেন না - এর রহস্য কী !!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২২:৩১
কে বলল ? রব্বানি ভাই ? কিন্তু আমি তো মনে হয় দেওয়ার চেষ্টাই করি । তবে একটা বিষয় হোল , ইদানিং সময় হেরফের হয়ে যাচ্ছে । আর যেদিন পোস্ট দিই সেদিন কেন জানি একটা না একটা ঝামেলা সামনে এসে দাঁড়ায় ।
তাই হয়তো এমন হয় ।
Rabbaniরব্বানী চৌধুরী২০ জানুয়ারি ২০১৩, ২৩:১০
কেউ বলে নি, আর কারো বলার কথাও নয়, দল বল নিয়ে মেয়েদের মত আমার কী আড্ডা দেওয়ার সময় আছে !! এটা আমার একটি গানিতিক গননা, এবং ভুল আছে কম তাই তো মনে হচ্ছে।

যাই হোক এবার বলুন জার্মানী যাওয়ার আগে জার্মানী যাওয়া নিয়ে বেশ অস্থির ছিলেন ( আপনার কতকগুলি পোষ্ট এমন কথা বলে ) থাক, বলা লাগবে না, মানুষ নানান সময়ে নানান কারণে অস্থিরতা অনুভব করে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ০৪:২৯
বয়স হয়ে যাচ্ছে তো তাই এমন অস্থির অস্থির লাগে । আর সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি । 
Jolrashiনুসরাত জাহান আজমি২১ জানুয়ারি ২০১৩, ১০:৫০
নীল ভাইয়ার প্রশ্ন শেষ, রব্বানী ভাইয়ের প্রশ্ন শুরু। 
Rabbaniরব্বানী চৌধুরী২১ জানুয়ারি ২০১৩, ১৫:২৪
মনে হয় না - এতো দিন উল্টা জেনেছি, তা হল মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষ বেশ বয়স স্থির প্রকৃতির হয় আর তা না হলে আমরা বড়দেরকে কেন অনুশরণ করি।
opornaঅপর্ণা২০ জানুয়ারি ২০১৩, ২২:২৭
জেসমিন , উঁকি দিতে আসলাম। এত এত প্রশ্নের ভিড়ে আর কথার ভিড়ে তোমাকে লোড দিতে চাই না।
কেমন আছো ? সাওদা আর পলাশ ভাই কেমন আছে ?
ভাল থেকো। বইমেলা চলে এলো। দেশে থাকলে অন্তত বইমেলাতে হলেও দেখা হত তোমার সাথে । দেশের বাইরে থাকার সময় ঈদের দিন ছাড়াও এই বইমেলা খুব মিস করতাম।
শুভ কামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
আরে আপু আপনি !!!

কি বলে খুশি প্রকাশ করবো বুঝতে পারছি না ।
ভালো আছি আপু । পলাশ ,সাওদা দুজনেই ভালো আছে ।
আপনি কেমন আছেন ?
এবার আমি দেশে থাকলে কোন ভাবেই বইমেলা মিস করতাম না । এর আগে তিন বছর মিস দিয়ে খুবই মনকষ্টে ছিলাম । ভাগ্য খারাপ এবারও মিস ।খুব মিস করবো । অথচ গত তিন বছর আগে বইমেলা হয়েছে আর আমি যাইনি এটা হয়নি ।
দেশে আসি । আপনার সথে আমার অনেক দেখা হবে ।

আরিয়ান কেমন আছে ?
Rabbaniরব্বানী চৌধুরী২০ জানুয়ারি ২০১৩, ২২:৪৪
ছালাম জানবান অপর্ণা আপা, সাইন ইন না করে অফ লাইনে থেকে আপনি যে অনেকের পোষ্ট পড়েন, বেশ বুঝা গেল। আর এও বুঝা গেল যে জেসমিন আপা আপনার অনেক কাছের একজন। শুভেচ্ছা জানবেন।
opornaঅপর্ণা২০ জানুয়ারি ২০১৩, ২২:৫৩
ওয়ালাইকুম আস সালাম রব্বানি ভাই । অফ লাইনে তো অবশ্যই লেখা পড়ি। লগিন করে কমেন্ট করা হয় না এই আর কি ! ভুলে যে যান নি এটাই অনেক কিছু ।

@ হুদাই মিছা কথা কইলা। ঘরের কাছে থাইক্যাই দেখা করতে পার নাই। অন্যদিন বিজি থাকলেও শুক্রবারে তো ফ্রী থাকতাম। দেশে আসলে জানিয়ো। ভাল থেকো। তোমার লাস্ট পোষ্ট করা গল্পটা পড়া হয় নি। লেখালেখি নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে। ঠাণ্ডায় নিজে সাবধানে থেকো, সাওদার যত্ন নিও 
opornaঅপর্ণা২০ জানুয়ারি ২০১৩, ২২:৫৫
@ জেসমিন *** লাস্টের অংশটুকু তোমার জন্য
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২২:৫৮
আসলে দেশ থেকে আসার আগে আমি এত ব্যস্ত ছিলাম শুক্রবারগুলিও বুকিং ছিল অনেক আগেই । 

আপু গল্প কেমন হয়েছিলো ? একটু চেষ্টা করেছি ।

আমাদের এখনো বাসা থেকে তেমন বের হতে হয় না বলে ঠাণ্ডা নিয়ে তেমন ভয় নেই । আপনি ভালো থাকবেন ।
kamaluddinকামাল উদ্দিন২১ জানুয়ারি ২০১৩, ০৭:৪৪
আপনার পারিবারিক জীবনে ব্লগিং এর প্রভাব কেমন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ১৫:৩০
কিছুটা তো আছেই । আমার কিছুটা সময় এখানে চলে যায় । তবে সেটা অবসর মুহূর্তে । তবে এটা কমাতে হবে ।

আমাদের স্বামী স্ত্রী দুজনের গল্পের বিষয় এখন ব্লগারদের দেওয়া বিভিন্ন পোস্টও থাকে । সে অনেককেই চিনে ।
kamaluddinকামাল উদ্দিন২১ জানুয়ারি ২০১৩, ০৭:৪৫
ব্লগিং জীবনে কিভাবে প্রবেশ করলেন তার কাহিনী বলুন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ১৫:২৭
পলাশ প্রায়ই বলতো , লেখালেখি শুরু করো । শুধু বসে না থেকে । এতে সময়ও কাটবে । নিজেকে পড়ালেখার সাথে জড়িয়ে রাখতে পারবে । ও প্রায়ই এই ব্লগের কথা বলতো ।
আমার ল্যাপটপে এই ব্লগকে মজিলার বুকমার্কেও নিয়ে রেখেছিলো । কিন্তু কেন যেন ঠিক বসতে ইচ্ছে করতো না । তার চেয়ে বসার ঘরের বুকশেলফের বইগুলোর প্রতি আমার লোভ ছিল বেশি ।
শুধু মাঝে মাঝে ফেসবুকে ঢুকে ছবি দেখে বের হয়ে যেতাম ।

একদিন কি মনে করে ব্লগে ঢুকে রেজিস্ট্রি করার জন্য যা যা করার নির্দেশ দিয়েছে তা করলাম । সেটা মনে হয় ২০১১ এর জুলাই এর দিকে ।
তারপর আর মনে নেই ।
এরপর একদিন প্রথম পোস্ট দিলাম না বুঝেই । কি লিখবো । ভেবে না পেয়ে দুই তিন লাইন লিখে দিলাম । কিন্তু বুঝিনি পোস্ট চলে আসবে । তারপর থেকে নিয়মিত হয়ে গেলাম ।

এই তো এইভাবে । 
kamaluddinকামাল উদ্দিন২১ জানুয়ারি ২০১৩, ০৭:৪৯
ছোট বেলায় কি হতে চেয়েছিলেন, আর বড় হয়ে কি হলেন ? স্বপ্নের সাথে সব মিলেছে কি ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ১৫:২০
ডাক্তার হতে চেয়েছিলাম । এখন তো দেখছেন ---- গৃহিণী ।

স্বপ্নের সাথে কি সব মিলে ? তবে সেটা আমার দোষেই মিলেনি ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২১ জানুয়ারি ২০১৩, ০৯:৪২
ধন্যবাদ জানলাম আপনার প্রিয় একটি জায়গা হোল ময়মনসিংহ ।
"MY MEN SING "
আমার মানুষ গান গায়।পলাশ ভাই কি গান করে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ১৫:২২
না, পলাশের কণ্ঠে তো কোন গান শুনি নি ।
SUMONDASHসুমন দাশ২১ জানুয়ারি ২০১৩, ১১:৪৫
একটু ব্যস্ততার কারনে কত কিছু মিস করে গেলাম !!!
একটু বিলম্বে শুভেচ্ছা রেখে গেলাম ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ১৫:১৭
কোন সমস্যা নেই সুমন দা । শুভেচ্ছা তো শুভেচ্চাই । সে আগে হোক পরে হোক ।
ভালো থাকবেন ।
SUMONDASHসুমন দাশ২১ জানুয়ারি ২০১৩, ১৫:৩৬
যাক বাবা ভয়টা কেটে গেল ।
ভাল থাকুন নিরন্তর ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জানুয়ারি ২০১৩, ১৬:৫৬
shahidulhaque77শাহিদুল হক২১ জানুয়ারি ২০১৩, ১৫:০৮
আমিও বিলম্বে। আমার মনে হয় এবারই প্রথম এই পোস্টটিকে স্টিকি করে নি। তা ছাড়াতো চোখ এড়ানোর কথা না। তবু বিলম্বের জন্য দুঃখিত। পুরো পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম। পরিশেষে আপার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবিরাম শুভকামনা রইল।

lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জানুয়ারি ২০১৩, ১৫:১৬
যেহেতু স্টিকি হয়নি ,অনেকের চোখে না পরাটাই স্বাভাবিক ।
দেরী হলেও সমস্যা নেই , আপনাকে পেয়েছি তাতেই ভালো লাগলো ।

আপনি ভালো থাকবেন । শ্রদ্ধা ও শুভকামনা রইলো ।
kamaluddinকামাল উদ্দিন২১ জানুয়ারি ২০১৩, ১৮:১৭
'মুর্খরা সব শোন,
মানুষ এনেছে গ্রন্থ,
গ্রন্থ আনেনি মানুষ কোন'

..........কাজী নজরুলের এই কথা টুকুর মানেটা বলবেন কি ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জানুয়ারি ২০১৩, ১৬:৫৪
নজরুল সম্ভবত এই কথাটি বলেছিলেন তখনকার লোকজন সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে না , আইনে আইনে এই আছে , ঐ আছে - এসব বলাবলি করছিলেন যখন । তার কথা হচ্ছে ,মানুষ বই তৈরি করেছে তার মানে মানুষের তৈরি যে কোন আইন পরিবর্তন করা যায় । এমন কোন সংবিধান নেই যা পরিবর্তন করা যাবে না । সব আইনই মানুষের প্রয়োজনে তৈরি , আইনের প্রয়জনে মানুষ নয় ।

ভালো বলতে পারলাম কিনা জানি না । আমার কাছে এমন ই মনে হয়েছে ।
kamaluddinকামাল উদ্দিন২৪ জানুয়ারি ২০১৩, ০৮:২১
হতে পারে 
kamaluddinকামাল উদ্দিন২১ জানুয়ারি ২০১৩, ১৮:২৬
বাংলাদেশকে নিয়া ইদানিং খুব ভালো ভালো কথা শুনি, আমাদের দেশ নাকি খুব শীঘ্রই উন্নত দেশে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে, আপনি বাংলাদেশ নিয়ে আপনি কেমন আশাবাদী ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জানুয়ারি ২০১৩, ২০:২৬
গত বছর বাংলাদেশের বার্ষিক জি ডি পি বৃদ্ধির হার ছিল 6.2 । একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে কমপক্ষে ১০ % হতে হয় । আগামি বছর আমাদের জি ডি পি হার বেড়ে
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জানুয়ারি ২০১৩, ২০:২৮
7.2 হবে । তাই বলা যায় বাংলাদেশ অনেক সমস্যা বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়েও একটু একটু করে এগিয়ে যাচ্ছে । এবং সেটা মনে আশাই জাগায়।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২২ জানুয়ারি ২০১৩, ১৮:০৪
আমার মনে হয় পোস্টটিকে স্টিকি না করাতে
একধরনের ভাল হয়েছে সেটা হলো .।
সেই শনিবারের পোষ্টটি আজ অবধি চলছে তো চলছে ।
এবং চলবে অবিরত।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জানুয়ারি ২০১৩, ২০:১৬
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২২ জানুয়ারি ২০১৩, ১৮:০৬
তবে নীল দা কই। হোষ্ট ভাল আছেন তো?জানাবেন দয়া করে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জানুয়ারি ২০১৩, ২০:১৫
হুদা ভাই হয়তো এতক্ষণে জেনে গেছেন , নীল ভাই অসুস্থ । তার জন্য সবাই দোয়া করি ।
JAVED79এম ই জাভেদ২২ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
গত শনি বার ব্লগে ঢু মেরেছি কে বসেছে হট সীটে তা দেখতে। কিন্তু স্টিকি পোস্ট না দেখে হতাশ হলাম।

এভাবে কেন আমাদের চোখ ফাঁকি দিলেন ব্লগ সঞ্চালক বুঝলাম না।

সঞ্চালক কে মাইনাস ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জানুয়ারি ২০১৩, ২০:৪০
স্টিকি না হইলেও আমার কষ্ট নেই । শুধু আপনাদের অনেককেই মিস করেছি যারা সেদিন দেখতে পেলে অবশ্যই আসতেন ।

কোন সমস্যা নেই আজ তো এলেন । শুভকামনা রইলো ।
moutushi1basharমৌটুশি বাশার২৩ জানুয়ারি ২০১৩, ০৪:৫৬
সেদিন ভাইরাস এটাকের কারনে ( আমাকে না ল্যাপটপ কে ) পরে আর আসতে পারিনি । ইচ্ছে ছিল আপনাকে প্রশ্ন করে জ্বালাতে , অবশ্য নীলদা সেই আক্ষেপ রাখে নাই । পুরো মন্তব্য পড়ে আসলাম । এখন আপনার সম্পর্কে আমার ডিসিশন শুনুন , আপনি যতই বলুন না কেন আপনি মেজাজি , আমার মনে হয়েছে আপনি খুব লক্ষ্মী এবং নরম মনের মেয়ে । পুরো হটসীটে আপনার ধৈর্য ও নম্রতা অনুকরণীয় । হুমায়ুন আহমেদ এর ভাষায় "একজন মায়াবতী"
খুব ভালো থাকুন , সবসময় ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:৫১
আপনার ডিসিশান শুনে আমি কিছুটা লজ্জা পেলুম ।  আবার ভালোও লাগছে ।
শুভকামনা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:৫২
abdullahjabarআবদুল্লাহ জাবের২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫৯
nurunnahar13দিনের আলো২৪ জানুয়ারি ২০১৩, ১২:০৮
আমি প্রথম দিনে ব্লগে এসেই আপু আপনাকে...........হট সিটে দেখলাম । অনেক অনেক অভিনন্দন.......।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২০:১৩
তোমাকে অনেক ধন্যবাদ আপু । 
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২৪ জানুয়ারি ২০১৩, ১২:১৫
/// পুরো হটসীটে আপনার ধৈর্য ও নম্রতা অনুকরণীয় ।////

একদম ঠিক কথা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২০:০৭
এভাবে বললে কিন্তু লজ্জা পাই । 
Maeenমাঈনউদ্দিন মইনুল২৬ জানুয়ারি ২০১৩, ১১:৫৩
শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে গেলাম, দেখুন আমি এখনও আপনার সাথে আছি 

পোস্ট স্টিকি হয় নি তাতে কী? সবচেয়ে পঠিত পোস্টে ক্লিক করলে আপনার এই পোস্ট সবার ওপরে দেখা যায়।

hafizurcseহাফিজুর রহমান হাফিজ২৬ জানুয়ারি ২০১৩, ১১:৫৪
"চিকেন বিরিয়ানি রান্না করে অনেক কেই মুগ্ধ করে দিয়েছিলাম"

বলেন কি? কিছু দিন আগেই তো জার্মানি ঘুরে আসলাম। আগে জানলে বিরিয়ানি খেয়ে আসতে পারতাম। আফসুস!!!
sifanশামসুল আরেফিন২৭ জানুয়ারি ২০১৩, ১৩:৩৭
এই শীতে হট সিটে থাকা মন্দ নয়।