Saturday, August 30, 2014

অনলাইনে কেনাকাটা : দারুন মজা


@};আমার বর পি.এইচ.ডি করতে জার্মান আছে । এই বছর মে’তে দেশে আসবে ৫ মাসের জন্য । তাই ফেরার সময় সবার জন্য টুকটাক কিছু কিনছে । আমরা দুজন লিস্ট করে কেনাকাটা করছি । আমি কিন্তু দেশে । তবে নেটের বদৌলতে আমরা দুজন দুই প্রান্তে থেকেও একসাথে গিফট পছন্দ করতে পারছি । প্রথম ও যখন বলল , আমি তো শুনে বুঝতেই পারিনি । পরে ও যখন বিস্তারিত বলল , লিঙ্কগুলো পাঠাল, তখন আমি মনের আনন্দে জিনিস পছন্দ করতে লাগ্লাম । কি মজা! একটার পর একটা আইটেম খুঁটে খুটে দেখ । পছন্দ হলে ঘরে বসেই অর্ডার দাও । বাসায় এসে হাজির । দারুন ব্যবস্থা । কি বলেন ।
১০ টি মন্তব্য
Rongpencilরঙপেন্সিল২৮ ফেব্রুয়ারি ২০১২, ০০:৪৭
হাহাহাহাহা...। চলতে থাকুক আপনার কেনাকাটা। উপভোগ করুন প্রযুক্তির অবদান। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ ফেব্রুয়ারি ২০১২, ০১:৫৫
ধন্যবাদ ।
Bedouinমুহাম্মদ সাঈদ আরমান২৮ ফেব্রুয়ারি ২০১২, ০০:৫৫
হুম দারুন খবর । তই বেশী আর্ডার দিয়ে বেচারার বারটা বাজাবেন না 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ ফেব্রুয়ারি ২০১২, ০২:০০
না ভাই, নিজের জন্য কিছুর অর্ডার দিইনি ।কাছের মানুষদের জন্য একটু গিফট আর কি ।
abcপঞ্চসুখ২৮ ফেব্রুয়ারি ২০১২, ১৭:০৬
উপোভোগ করার মতই বিষয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ ফেব্রুয়ারি ২০১২, ২২:৩৫
জী , ঠিক বলেছেন ।
Niloy1073নির্ঝর নাসির২৮ ফেব্রুয়ারি ২০১২, ১৭:৩৭
দারুন ব্যাপারতো....
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ ফেব্রুয়ারি ২০১২, ২২:৩৪
হুম, অনেক দারুন ।
vimrulwala‍িভমরুল ওয়ালা০৮ এপ্রিল ২০১২, ০০:১৬
আমার গিপট কই
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১২, ০০:২৫
কেন ,পাননি ? আমিতো সেই কবে পাঠিয়েছি ।

1 comment:

  1. অনলাইন শপিং সাইটগুলো যেমন ব্যস্ত্ মানুষের সময় বাঁচিয়েছে, ঠিক তেমনিভাবে আপনাকে আর শপিং সাইটের খোঁজে বিভিন্ন পেজে ঘুড়তে হবে না। আপনার প্রয়োজনের দিকটিা মাথায় রেখে দেশের সবগুলো অনলাইন শপিং সাইট নিয়ে একটি ওয়েব পোর্টাল তৈরী করেছি, যাতে করে আপনাকে আর বিভিন্ন শপিং সাইটের ঠিকানা আর মনে রাখতে না হয়, http://www.allonlineshopbd.com/
    শুধুমাত্র উপরের লিঙ্ক এর আড্রেস মনে লাখলেই দেশের সবগুলো অনলাইন শপিং সাইটের লিঙ্ক পাওয়া যাবে।

    ReplyDelete