Saturday, August 30, 2014

কে কি করবেন ?


সবাই কে বাংলা নববর্ষের শুভেচ্ছা । অনাবিল আনন্দে কাটুক সবার বছরের প্রথম দিন । এবং সারা বছর তার রেশ থাকুক ।

ব্লগ পড়তে পড়তে হঠাৎ মনে হল, আমার সকল ব্লগ বন্ধুরা কালকের সারাদিনের জন্য কি কি আয়োজন রেখেছেন । এই যেমন আমরা তারকাদের জিজ্ঞেস করি , কিভাবে কাটবে আপনার দিন টি ? আমারও খুব জানতে ইচ্ছে করছে কি কি করবেন আপনারা ? যেমন ঃ আমি কাল সকালে আমার শশুর শাশুড়ি দেশে যাবেন বলে তাদের তৈরি হতে সাহায্য করব । বৈশাখ নিয়ে আমার সকালে কোন আয়োজন নেই। দুপুরে বিরিয়ানি রান্না করব । আমার দেবর জা কে নিয়ে খাব । দই মিষ্টি তো আছেই । বিকেলে কোন নাশতা তৈরি করব আর ফাঁক পেলে ব্লগিং করব । আমার বর কে খুব মিস করব ।সে এখন জার্মান আছে । তারা অবশ্য সেখানে নিজেদের মত করে আয়োজন করছে । গতবার আমরা ময়মনসিংহ এ ছিলাম । বিকেলে মেয়েকে নিয়ে তার বাবা মেলা থেকে ঘুরে এসেছিল । 

তো বন্ধুরা শুরু হয়ে যাক শেয়ার করা । 
৫৫ টি মন্তব্য
meherajsarmin1পাহাড়ী১৪ এপ্রিল ২০১২, ০০:৩৭
শুভ নববর্ষ ...
আমি কাপ্তাই যাচ্ছি বৈসাবি তে...। বিকেলে শহরে ফিরে পাঁচমিশালী বুফেতে খাবো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০০:৫১
শুভ নববর্ষ ...
হুম, ভালই মজা হবে দেখছি ।
Kazi007কাজী তুষার১৪ এপ্রিল ২০১২, ০০:৩৭
কাইল সকালে আমি পন্তা ভাত আর পুঢা মাছ দিয়া ভাত খামু তারপর জমপেশ একখান ঘুম দিমু 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০০:৫৩
কি মাছ বললেন ? ঘুম ভাল কাজে দিবে । 
Kazi007কাজী তুষার১৪ এপ্রিল ২০১২, ০১:১১
ইলিশতো অনেক দাম 
তাই পুঁটি মাছ দিয়ে খাব

আমাদের দেশে এই মাছকে পুঢা মাছ বলে
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০০:৪০
ওহ ! অবশেষে এল । সেই কখন দিলাম । এখন তো সবাই ঘুমাতেই চলে যাচ্ছে সকালে বের হবে বলে । 
সঞ্চালকের মাথায় বারি । 
Shohiduzzamanপাপলু বাঙ্গালী১৪ এপ্রিল ২০১২, ০০:৪৪
মারেন মারেন জোরে মারেন...........
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০০:৫০
কেমন লাগে বলুন তো । কত দারুন একটা আড্ডা হত । আমি আজ সবচেয়ে বেশি সময় দিলাম ব্লগে ।
Shohiduzzamanপাপলু বাঙ্গালী১৪ এপ্রিল ২০১২, ০০:৪৩
বেশ কয়েকটা অনুষ্ঠান আয়োজনের সাথে জড়িত । 
অতএব বুঝতেই পারছেন দৌড় কাকে বলে। 
বড় বড় উৎসবগুলো আমার এরকমই কাটে । খাওয়া নেই দাওয়া নেই শুধু দৌড় আর দৌড়। 
বন্ধুবান্ধবের সাথে কালকের কিছু একটা সময় কাঠবে আশা রাখছি এখন পর্যন্ত।
শরীরও সায় দিচ্ছে না বেশি খারাপ হলে হয়তো ল্যাপটপ ছাড়া উপায় নাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০১:০৮
বেশি দৌড়ায়েন না । তাহলে শরীর সত্যি খারাপ হবে ।
Rapunzelরাপুনজেল১৪ এপ্রিল ২০১২, ০০:৪৩
আমার কোন প্লান নেই, ঘরে টিভি দেখেই পার করে দিব সারাদিন। নববর্ষের শুভেচ্ছা রইল
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০০:৫৫
আপনাকেও শুভেচ্ছা । ঘরেই থাকেন । সবাই বের হলে টিভি দেখবে কে । 
Rapunzelরাপুনজেল১৪ এপ্রিল ২০১২, ০১:০০
ঠিক বলেছেন !! 
abcপঞ্চসুখ১৪ এপ্রিল ২০১২, ০১:২৫
আমি দেশের বাইরে থেকে বলছি। এবারই প্রথম দেশের বাইরে পহেলা বৈশাখ পালন করছি। আমরা এখানে কয়েকজন বাঙালি মিলে আয়োজন করেছি। আমাদের মেনু হচ্ছে পান্তা ভাত, মরিচ পোড়া, কাচা পেয়াজ, শুটকি ভর্তা, পোলাও, মুরগি ভুনা, চিংড়ি দোপেয়াজু, কাবাব, অ্যাপল জুস, অরেঞ্জ জুস, কোলা ড্রিংক্স.....আমি বুজতে পারছি অনেকে লিস্ট দেখে অবাক হয়ে যাবেন। কী আর করা খাওয়া দিয়ে দেশের কথা ভুলে থাকা আর কী। তবে দুজন প্রোফেসর কে ও আমন্ত্রণ করেছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০১:২৮
আলু ভর্তার কথা তো লিখলেন না ।
abcপঞ্চসুখ১৪ এপ্রিল ২০১২, ০১:২৯
সরি, বলতে ভুলে গিয়েছিলাম আলু ভর্তাও আছে।।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০১:৩৩
দেখেন তো আর কি কি বাদ পড়েছে ?
abcপঞ্চসুখ১৪ এপ্রিল ২০১২, ০১:৩৪
আরও আছে ফ্লাটেন ব্রেড এবং কেক, পায়েস ডেজার্ট হিসাবে খাওয়া হবে...
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০১:৩৬
এত্ত কিভাবে খাবেন ? 

সঙ্গে ওরস্যালাইন রাইখেন ।
abcপঞ্চসুখ১৪ এপ্রিল ২০১২, ০১:৪০
আপা এটা বাংলাদেশ না। এখানে কোনও কিছুতে ভেজাল নেই। তারপরও ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, দরকার হলে ওরস্যালাইন কাজে লাগানো যাবে..
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ০১:৪৪
এটা বাংলাদেশ না ঠিক আছে কিন্তু আপনারা তো বাংলাদেশী । পেটে ভেজাল থাকতে পারে । 
Badal1995শওকত হোসেন বাদল১৪ এপ্রিল ২০১২, ০৮:১৩
শুভ নববর্ষ জেসমিন
.............................
............................. 
দেশের বাড়িতে ছিলাম তাই দেখা বা পড়া হয়নি...
দু একটা লেখা দেখলাম।পরে পড়বো।
ভাল থেকো আপি...........
....................................
....................................
সুন্দর কাটুক নতুন বছর
এই কামনায়............. ভাইয়া।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:০৬
শুভ নববর্ষ ---ভাইয়া 
আপনার দিন গুলিও অনেক আনন্দে কাটুক । 

বললেন না , আজ কিভাবে কাটাবেন দিন টা । মেয়েরা মেলায় নিয়ে যাওয়ার বায়না ধরেনি ?
vuterachorভূতের আছড়১৪ এপ্রিল ২০১২, ০৮:৩৬
আমার কোনো নতুন পরিকল্পনা নেই। সব স্বাভবিক থাকবে। 
শুভ বর্ষের শুভেচ্ছা রইলো---------- ইলিশের ভরি ১২ হাজার তাই শুধু পান্তা আর কাচা মরিচ খেয়ে নিন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:০৯
ইলিশের ভরি !!!!

পান্তা আমি খাইনা । 

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ----- 
mdumeralikhanমোঃউমর আলী খান১৪ এপ্রিল ২০১২, ১০:০১
এক গাদা ল্যাব জমে আছে,করার চেষ্টা করবো। প্রবাসে বসে মিস করবো দেশের মানুষের উৎফুল্লতাকে,আনন্দকে।

শেষ রেখে দেওয়া ইলিশ মাছটার একটা ব্যবস্থা করবো। না পান্তা-ইলিশ না।এক দিনের বাঙালি আমি না।কি রান্না করা যায় আপু বুদ্ধি দিন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:১৩
শুভ নববর্ষ ---

ইলিশ কিভাবে খাবেন? যেভাবে আপনার ভাল লাগে ।
আমার অবশ্য ভাজা টা খেতে ভালই লাগে । আরেক ভাবে করা যায় । আমার শাশুড়ি করেন । দারুন হয় । ইলিশ টা হালকা ভেজে তারমধ্যে একসাথে মাখানো পেয়াজ,অল্প আদা , রসুন, জিরা বাটা , লবন, হলুদ, মরিচ দিয়ে ভাজা ভাজা রান্না করুন । দেখেন কেমন লাগে ।
mdumeralikhanমোঃউমর আলী খান১৪ এপ্রিল ২০১২, ১৮:২৫
রন্ধন প্রক্রিয়া চলমান,ভাল একটা গন্ধ পাচ্ছি,দেখা জাক, ধন্যবাদ আপনাকে
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ২১:১৫
আমার রেসিপি অনুসরন করছেন ? আল্লাহ মান ইজ্জত রাইখ । 
mdumeralikhanমোঃউমর আলী খান১৪ এপ্রিল ২০১২, ২১:৩৭
আপনার রেসিপির জন্য ধন্যবাদ।অনেক ভালো একটা রেসিপি ছিল এটা। দারুন হয়েছে, যদিও আমার রান্নার হাত ভালই  ,খেয়ে শান্তি পেলাম। আপনার এই দারুন রেসিপির জন্য ধন্যবাদ আপু
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ২১:৪৭
দাঁড়ান এইটা নিয়ে একটা পোস্ট দিয়ে দি । কি বলেন
mdumeralikhanমোঃউমর আলী খান১৪ এপ্রিল ২০১২, ২২:২৬
নিশ্চয়ই,কেন না
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ২৩:৩৯
সাহস পেলাম । 
ভাল থাকবেন ।
Niloy1073নির্ঝর নাসির১৪ এপ্রিল ২০১২, ১১:৫০
বাংলা নববষে’র শুভেচ্ছা রইল।ভাল থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:১৫
আপনাকে ও নববর্ষের শুভেচ্ছা । 
nomaansarkarনোমান সারকার১৪ এপ্রিল ২০১২, ১১:৫৪
আজ ভর্তা সব ধরনের , তিলের ,কালিজিরা ,বাদামের ,ছোট্ট চিংড়ি ,শুটকি ,টাকি মাছের ভর্তা ! সুটকি দিয়ে লতি । তিন ধরনের চাটনি ,আমের , তেতুলের্‌ ,ধনিয়া পাতা সাথে আমার টবের পদিনা পাতা (অল্প ) । কৈ মাছে দোপেয়াজা । রুই মাছের ঝোল । বাচ্চাদের জন্য মুরগী । এই আমাদের বোন ভাইদের একত্রে সম্মেলিত ঘরোয়া পিকনিক আজ ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:১৯
ওরে বাবা এত কিছু । 
আমিও তিনদিন আগে অনেক রকম ভর্তা দিয়ে ভূরিভোজন করেছি । তাই আফসোস হচ্ছে না । 

খুব আনন্দে কাটুক আপনাদের ঘরোয়া পিকনিক । এটাই আসল নতুন বছরের আনন্দ । 

শুভ নববর্ষের শুভেচ্ছা । 
dollarজিনজির১৪ এপ্রিল ২০১২, ১২:৩০
নাহার আপা নববর্ষের শুভেচ্ছা রইল। আহা, ভাইজান জার্মান শুনে মনটা কিঞ্চিত কেমুন কেমুন জানি করল। কারন আমার ভাবিও বাংলাদেশে একা থাকে বাচ্চাকাচ্চাদের নিয়ে। (যদিও আমরাও থাকি আশেপাশে। তবু ভাই তো ভাইই, তার অভাব তো আর পূরন হওয়ার নয়!!!) ভাই ‍বৈদেশে (কাতারে সরকারী চাকুরে, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার)। এই কিছুক্ষন আগে ভাবির সাথে কথা বললাম, তার মন খারাপ মনে হল!!!

যাক, নিজের কথা বলি। আজ আর ক্চ্ছিু করব না। কারন সকাল থেকে মেলা কিছু করে এসেছি। সাথে ছিল আশাপূর্ণা দেবী। তাহার অনুরোধেই এই বিরক্তিকর গরমে রোদ ভ্রমন সারিয়া ল‍ইলাম। এখন খাইব দাইব তবে ঘুমাইতে পারিব না। কারন কালান্তর এ লেখা দিতে হবে, সেটাই টাইপ করব আর কটব ছিড়ব ইত্যাদি ইত্যাদি। ব্যাস আজকের জন্য এই। ও, আর একটা কথা, রাতে বন্ধুদের সাথে হবে জম্পেস আড্ডা। যা আমাদের তিন বন্ধুর প্রতিদিনের এক্সক্লুসিভ।

ভাল থাকুন নাহার আপা, খুব ভাল থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:৩৯
হুম আমারও তেমন ভাল লাগছে না ।
এই গরমে আর বের না হওয়াই ভাল ।

বন্ধুরা মিলে জম্পেস আড্ডা দিন । ইশ, বিয়ের আগে আমারা বান্ধুবিরাও দিতাম । একজনের বাসায় শেষ করে আবার আরেকজনের বাসায় বসে আড্ডা , সেকি দিন গুলি ছিল । এখন তো সবাই যার যার মত ব্যস্ত ।

আপনিও ভাল থাকুন ।
afsanaআফসানা১৪ এপ্রিল ২০১২, ১২:৩৩
শুভ নববর্ষ আপু। কেমন আছেন? আমি জাপানে থাকি। শনিবার দিনটা যদিও জাপানে ছুটি কিন্তু আমার ল্যাব এ হাফ বেলার জন্য যেতে হয়। তাই ল্যাব শেষে বিকেলে বাসায় ফিরে এখানে বাঙ্গালিদের সাথে একটা অনুষ্ঠান আছে। একেকজন এক একপদ রান্না করে নিয়ে যাব। তারপর সন্ধ্যায় একসাথে খাওয়াদাও করব। আমাদের মেন্যু হচ্ছে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুনভাজি সহ আরও কয়েক পদ। এছাড়া পায়েশ, বিভিন্ন রকমের হালুয়া ইত্যাদি। আমি করে নিয়ে যাব গাজরের হালুয়া। এই তো এভাবে গল্প গুজব করে আর সাথে খাওয়া-দাওয়া করে কেটে যাবে দিন টা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:৪২
আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা । এইত আছি ভাল । 
বাহ, দারুন আয়োজন । সময় গুলো ভাল কাটুক ।
474300মিয়া মো: তৌহিদ১৪ এপ্রিল ২০১২, ১২:৪৭
আমার কোন পরিকল্পনা নেই 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ১২:৫০
মন্দ কি ? আজ না হয় অলস সময় কাটান । 

শুভ নববর্ষের শুভেচ্ছা
nomaansarkarনোমান সারকার১৪ এপ্রিল ২০১২, ১৫:৪০
কি ভর্তা , কি চাটনী লতি দিয়ে শুঁটকি ইয়াম ইয়াম !
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ২১:১৬
এইভাবে লোভ জাগাচ্ছেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ২১:১৬
এইভাবে লোভ জাগাচ্ছেন ।
shiponmollahশিপন মোল্লা১৪ এপ্রিল ২০১২, ২১:৩৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ২৩:৪০
শুভ নববর্ষ । 
দিনটা কেমন কাটালেন বললেন নাতো ।
Rongpencilরঙপেন্সিল১৪ এপ্রিল ২০১২, ২২:১৬
কিছুই করলাম না। সবার আনন্দ করা দেখলাম। আর নিজে অন্য সব দিনের মতোই নৈমিত্তিক কাজ করলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ এপ্রিল ২০১২, ২৩:৪২
আমিও আপনার মতই দিন কাটালাম । 
মেয়েটার জ্বর , তার দিকে অনেক মনোযোগ দিতে হয়েছে । 

শুভ নববর্ষ ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১৫ এপ্রিল ২০১২, ০০:৫৬
আপা আজ অনেক ঘুরাঘুরি করেছি। এখন খুব ক্লান্ত। কিছু ছবি তুলেছি। কাল শেয়ার করব। শুভ কামনা আপনার জন্য
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ এপ্রিল ২০১২, ১৭:০৬
ওকে , ছবির জন্য অপেক্ষা করছি ।
moon13রি )০(১৫ এপ্রিল ২০১২, ০৭:০৩
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টো টো করে ঘুরেছি কাল। আজ পরীক্ষা। অথচ এখনও ব্লগে বসে বৈশাখী আমেজ উপভোগ করছি। কি হবে..........আল্লাহ মালুম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ এপ্রিল ২০১২, ১৭:১০
পরীক্ষা নিশ্চয় হয়ে গিয়েছে ? কেমন দিলেন ? শুভ কামনা রইল ।
moon13রি )০(১৬ এপ্রিল ২০১২, ০৫:১৫
পরীক্ষা খারাপ হয়নি। কিন্তু মার্কস খারাপ হলেও হতে পারে।

ভালো থাকবেন 

No comments:

Post a Comment