Saturday, August 30, 2014

কিছু কথা



ব্লগে আমার অবস্থান যদিও অনেকদিন কিন্তু আমি গত দুই মাস ধরে নিয়মিত ।
প্রতিদিন কিছুক্ষণের জন্য হলেও ব্লগে আসি । হাতে সময় থাকলে লগ ইন করি,
না হয় নয় । প্রতিদিন কিছুক্ষণের জন্য থাকতে গিয়ে বুঝেছি ব্লগে কিছুটা আস্থিরতা 
চলছে । কিন্তু এর গভিরতা কতটা বুঝতে পারছিনা । বোঝার কথাও নয়। কারণ আমি
পাঠক ব্লগার । ব্লগে একটা জিনিস দেখেছি । পরিচিত কিছু ব্লগারদের পোষ্টে প্রচুর
মন্তব্য , প্রদর্শন থাকে । এটাকে অনেকেই ভালোভাবে দেখছেন না ।অনেকে আবার 
এই মন্তব্যগুলোকে আড্ডা দেওয়া বলছেন । সেটাও ঠিক আছে ।কিন্ত আমার মনে হয় 
এসব সমালোচনার কি আছে । যেসব ব্লগারদের পোস্টগুলো বহু প্রদর্শিত ও অনেক মন্তব্য থাকে,সেগুলো তারা অর্জন করতে পেরেছেন বলেই , হচ্ছে ।তারা একে অপরের সাথে একটা বন্ধনে জড়িয়ে পড়েছেন বলেই আড্ডা দেওয়ার মত মন্তব্য করে থাকেন । আমরা 
যারা নতুন ব্লগার তারা সময় নিয়ে লেখা পড়লে , চোখে পড়ার মত পোস্ট দিলে মনে হয় একসময় আমরাও তাদের সাথেই যোগ দিব । এখনো আছি । আমি গত দুই দিন ধরে একটা প্রকল্প হাতে নিয়েছি । একেকজন ব্লগারের পোস্টগুলো দেখার চেষ্টা করছি ।এভাবে যতদিন লাগে সব ব্লগারের বাড়িতে ঘুরে আসার ইচ্ছে আছে । প্রথমে জনপ্রিয়দের দিয়ে শুরু করলাম । সবার সম্পর্কে জানা দরকার । জানতে পারলেই তার সম্পর্কে একটা কিছু বলা যায় । না হয় কিছু বলা উচিত নয় । সবাই দোয়া করবেন । ইচ্ছেটা যেন দিরঘায়িত হয় ।
১২ টি মন্তব্য
Kazi007কাজী তুষার০৭ ফেব্রুয়ারি ২০১২, ০১:০৬
আপনার জন্য শুভেচ্ছা রইল
ripon89রিপন ঘোষ০৭ ফেব্রুয়ারি ২০১২, ০২:১৭
শুভেচ্ছা রইলো। শুভ হোক ব্লগিং।
khairul_খায়রুল...।০৭ ফেব্রুয়ারি ২০১২, ০২:৩৬
স্থির অস্থির এটাই এই ব্লগের মনে হয় নিয়ম। কেউ আসবে কেউ যাবে। আমরা যারা শুধুই পাঠক আছি তারা কিছু ভাল লেখা থেকে বন্চিত হব। এভাবেই ত চলছে। শুভকামনা আপনার জন্য, আপনার ইচ্ছেটা যেন সফল হয়।
Saifbhuyanসাইফ ভূঁইয়া০৭ ফেব্রুয়ারি ২০১২, ০৩:১৫
অনেক জনপ্রিয় ব্লগারের বিশেষ লেখাগুলো নানান কারনে মুছে ফেলা হয়েছে। ব্লগে কেন, ভাইয়ে-ভাইয়ে একসাথে থাকতে গেলেও মনোমালিন্য হয় আর ব্লগেতো বহূমত বহূপথ। এখানে মতানৈক্য হতেই পারে আবার মতবিরোধ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ ধরতে চায়। অতএব বিশেষ চিন্তার কিছু নেই। শুভ ব্লগিং।
CDKHUKONখোকন চন্দ্র দে০৭ ফেব্রুয়ারি ২০১২, ০৫:০০
এর গভিরতা কতটা বুঝতে পারছিনা । বোঝার কথাও নয়।
আমরা ক্ষণিকের অথিতি মাত্র।

আমি মনে করি নতুন হোন আর পুরাতন হোন আর অভিজ্ঞ হোন অনভিজ্ঞ হোন সবাইকে মন্তব্য করে উৎসাহ দেওয়া।
শুভ সর্বসং ব্লগিং
sopnerferiwalaস্বপ্নের ফেরিওয়ালা০৭ ফেব্রুয়ারি ২০১২, ০৯:৩৬
আপনার জন্য শুভ কামনা রইল.....
imtiaz007ইমতিয়াজ ০০৭০৭ ফেব্রুয়ারি ২০১২, ০৯:৪৫
আপনার জন্য শুভেচ্ছা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ ফেব্রুয়ারি ২০১২, ১৬:৪৩
সবাইকে ধন্যবাদ ।
abcপঞ্চসুখ২৮ ফেব্রুয়ারি ২০১২, ১৭:১০
ব্লগ তো এই রকমই। তারপর ও এর কিছু পজিটিভ দিক আছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ মার্চ ২০১২, ০১:১২
হুম , তাই ।
Tirthaবাউন্ডুলে তীর্থ০৪ মার্চ ২০১২, ২১:০৭
কিছু কথা'র কথাগুলো বেশ ভাল লাগেছে.....
আপনার উদ্যোগ সফল হোক
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ মার্চ ২০১২, ০১:১১
ধন্যবাদ । দোয়া করবেন ।

No comments:

Post a Comment