Saturday, August 30, 2014

একি যন্ত্রণায় পড়লাম- ----


কেমন লাগে বলুন তো ? গত বছর আমার বর যখন স্কলারশিপ পেল পি এইচ ডি করার জন্য , কি যে আনন্দ হয়েছিল । কিন্তু কিছু মুহূর্ত পর মনটা খারাপ হয়ে গেল , ও চলে যাবে এটা ভেবে । সেই ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মাস গুলি কেমন চোখের পলকে উড়ে উড়ে চলে গিয়েছিল । প্রতিদিন মনে হয়েছে , হায় হায় আরেকটা দিন শেষ হয়ে গেল । মে মাস এত তাড়াতাড়ি কেন আসছে তাই ভেবে খুব রাগ হত । তারপর সে চলে গেল । যেদিন গেল সেদিন থেকে শুরু হল এক কষ্টকর অভিজ্ঞতা । এক একটা দিন মনে হচ্ছে এক যুগ । গত এই এক বছরে কত বার যে গালাগাল দিয়েছি দিনগুলি কে । কেন তারা এত দেরিতে শেষ হচ্ছে । ক্যালেন্ডারের পাতায় চোখ বুলাতে বুলাতে চোখ ব্যাথা হয়ে যাচ্ছে । আগামি মে মাসে ইনশয়াল্লাহ তার অবসান হবে । পাঁচ মাসের জন্য আসবেন দেশে । যাওয়ার সময় আমাদের নিয়ে যাবেন । আজ সন্ধ্যায় হঠাত মনে পড়ল , ওর সাথে যদি যাই তার মানে ত আমি দেশে খুব বেশি হলে ছয় কি সাত মাস আছি । হায় হায় , আর মাত্র এই কটা দিন । কিভাবে থাকব সবাইকে ছেড়ে ? আর সেই থেকেই মনটার উপর খুব রাগ হচ্ছে । কেন তার এমন দুইরকম আচরণ । আমাকে শুধু কষ্ট দেওয়া । একবার বিদায়ের বিরহ , তারপর অপেক্ষার বিরহ , এখন আবার সবাইকে ছেড়ে যাওয়ার কষ্ট । একি যন্ত্রণায় পড়লাম ।
৬০ টি মন্তব্য
Ilannitaইলা২৮ এপ্রিল ২০১২, ২২:২১
হি হি আমার ও এমন হয়  
তুমি যাবা গিয়ে আমার জন্য মজার মজার গিফট পাঠাবা(সবাই আছে আবার তালে! 
হি হি  )
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২২:৪৮
সরি, নেট খুব জ্বালাচ্ছে । 

হি হি , অপেক্ষায় থাক ।
Ilannitaইলা২৮ এপ্রিল ২০১২, ২২:৫৮
জেসমিন জেসমিন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:০২
পরের লাইন---- ?
Ilannitaইলা২৮ এপ্রিল ২০১২, ২৩:০৬
পারি না
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:২১
তাহলে থাক । 

তোমার ইমু ব্যবহার করাটা দারুণ লাগে ।
Ilannitaইলা২৮ এপ্রিল ২০১২, ২৩:৩০
পুরা এক্সপার্টদের মতো না বলো??
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:৪৩
হুম, একদম একশতে একশ ।
polashmiahপলাশমিঞা২৮ এপ্রিল ২০১২, ২২:২৩
উভয় সংকট!! কাচা আম না তেতুল কোনটা খাই
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২২:৪৯
সত্যি , উভয় সঙ্কট । আজকাল কম দেখা যায় কেন ?
polashmiahপলাশমিঞা২৯ এপ্রিল ২০১২, ০৬:০৮
বড়াপা, আপনার কাছে আজ নালিশ করতেছি। আমি অসুস্থ মানুষ। ব্লগে আমি মনানন্দে সময় কাটাই। কাজ শেষ ঘরে এসে ঘুমাই। রশীদভাইজানে আমার সব আরাম কুল্লে হারাম করে দিয়েছেন। ওনাকে নতুন উপন্যাস একটা লিখে দিতে হচ্ছে। আমি ভেবেছিলাম প্রথম পৃষ্টা পড়রে বলবেন, ভাই আমি আসলে আপনার মত লেখক চাই না।

কিন্তু হিতে উল্টা হয়ে গেছে। পাঠকরা এখন উনাকে হুমকি দিচ্ছে, বলছে পরের বার আরো বেশী লেখা চাই না পাইলে খবর আছে  

আমার অবস্থা কাহিল!

ব্লগে আসলে লেখা হয় না তাই হরতা করেছি। জানি না আর কয় দিন লাগবে! 


আপনার খবর কি?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৪:৪৫
তাহলেত বলতে হয় , আপনিও মধুর যন্ত্রণায় আছেন । 
বড় কিছুর জন্য ছোট স্বার্থ ত্যাগ দেওয়া যায় । আমরা সেটা মেনে নিব । 
কিন্তু কাজ শেষ হলে কিন্তু আবার ব্লগে বেশী করে সময় দিয়েন । 
এইত চলছে আমার দিন , আঙ্গুলের কর গুনে গুনে । 
polashmiahপলাশমিঞা২৯ এপ্রিল ২০১২, ১৭:১৫
আজ একশ পৃষ্টায় হাত দিয়েছি।

টুনি যখন জানলে যে নতুন বই লিখে দিচ্ছি তখন কপাল কুঁচকে বলেছিল, নতুন বই কেন, আপনার কাছে বইর আকাল পড়েছে নাকি?

ঢং করে আমি এখন ঢঙি হয়েছি।

জি শেষ হলেই আবার বগল বাজানি শুরু করব।
আপনি কোন দেশে যাবেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৮:৫১
টুনি যখন জানলে যে নতুন বই লিখে দিচ্ছি তখন কপাল কুঁচকে বলেছিল, নতুন বই কেন, আপনার কাছে বইর আকাল পড়েছে নাকি?

জার্মান ।
nchakmaগঙ্গা২৮ এপ্রিল ২০১২, ২২:২৮
ওহ আপু, আমি বিরহে বিরহে দিন যাপন করি, আমার রোগ দেখি আপনারেও পাইলো, আপসুস।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২২:৫২
চিমটি । 
shahidulhaque77শাহিদুল হক২৮ এপ্রিল ২০১২, ২২:৩৪
হায় হায় কয় কি ! 
যাক এ নিয়ে আগামী কাল একটা কবিতা লিখব।
আপাগো, জীবনে ঐ বিরহ রোগটা আমার হয় নাই। যেদিন বিয়ে করেছি সেদিন থেকেই সাথে রেখেছি। তাই ঐ রোগের উপসর্গ আমার জানা নেই। তই যেখানে থাকবেন ভাল থাকবেন এই কামনা থাকল।
এখন একটা গান করেন, সে যে কেন এল না............ মজা দেখাবো।
polashmiahপলাশমিঞা২৮ এপ্রিল ২০১২, ২২:৩৬
ও গুরু, ই তা কি তা কইলেন?

আমি তো জানি আপনার কলিজায় অহর্নিশ বিরহের তুষেরাগুন জ্বলে!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২২:৫৪
ইস , ভাবীর কি ভাগ্য । দাঁড়ান , আমার বরকে আজকেই আপনার কথা বলব। 

গানটা ত দারুণ গেয়েছেন ।
shahidulhaque77শাহিদুল হক২৮ এপ্রিল ২০১২, ২২:৫৭
না, গুরু, যেখানেই যাই সাথেই যাই। পবিত্র হজ্বও করেছি এক সাথেই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:২৩
আমাদেরও ইচ্ছে আছে একসাথে হজ্ব করার ।
jannatiজান্নাতী২৮ এপ্রিল ২০১২, ২২:৩৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২২:৫৫
হুম জান্নাতি দারুণ সঙ্কটে আছি ।
sazzad77সাজ্জাদ হোসাইন২৮ এপ্রিল ২০১২, ২২:৩৬
মজার এবং দারুণ যন্ত্রণা। 
 

তবে এমন সময় আসলেই দু টানায় পড়ে যায় মন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২২:৫৬
আমি এমন মজার আর দারুণ যন্ত্রণা আর চাইনা । 

ভাল থাকবেন ধুসর ।
sazzad77সাজ্জাদ হোসাইন২৮ এপ্রিল ২০১২, ২৩:২২
ধন্যবাদ
 

কামনা করি মনের সব আশা পূরণ হোক
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২৮ এপ্রিল ২০১২, ২২:৫৩
আপা আপনি দেখছি উভয় সংকটে আছেন। অপেক্ষার প্রহর অম্ল মধুর উভয়ই হতে পারে। শুভ কামনা রইল আপনাদের জন্য॥।।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:০৫
সত্যি, অনেক সঙ্কট । 

অপেক্ষা করতে করতে টায়ার্ড । বলতে পারেন আমি অপেক্ষার পি এইচ ডি করছি আর সে ---

ধন্যবাদ অপু ।
vuterachorভূতের আছড়২৮ এপ্রিল ২০১২, ২৩:০২
খুব সুন্দর করে প্রকাশ করেছেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:০৬
ধন্যবাদ ভূত ভাই ।
vuterachorভূতের আছড়২৯ এপ্রিল ২০১২, ০০:২০
আমার জন্য কি পারফিউম আনার কথা ছিলো? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ০০:২৬
না , সানগ্লাস ।

vuterachorভূতের আছড়২৯ এপ্রিল ২০১২, ০০:৩৬
ও তাইতো মনেই ছিলো না।
 ব্যাবহার করলে কিন্তু নিবোনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৪:৪৯
না না , তা কি হয় নাকি ? 

আপনি বলে কথা । 
আমি ভূত ভুই পাই । 
Rjamilরশীদ জামীল২৮ এপ্রিল ২০১২, ২৩:০৫
কী বলব এই অনুভূতিকে? 
কষ্টানন্দের বরফগলা কি বলা যায়? 

সুন্দর হোক আপনাদের আগামী।
----------------------
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:২৫
বাহ ! ভাল বলেছেন । কস্টানন্দের বরফগলা ---

ধন্যবাদ শুভকামনার জন্য ।
ehasan48আলইমরান২৮ এপ্রিল ২০১২, ২৩:২০
বেশ খুশির খবর।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:৩৩
হুম।
শুভেচ্ছা রইল ইমরান ভাই ।
agnidiptoshimantoমোঃ মুজিব উল্লাহ২৮ এপ্রিল ২০১২, ২৩:২৩
পড়লাম আপু 
ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:৩৫
আপনাকেও ধন্যবাদ মুজিব । 
ভাল থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী২৮ এপ্রিল ২০১২, ২৩:২৩
যেতে নাহি দিব । যেতে নাহি দিব । ' সবে 
কহে ‘ যেতে নাহি দিব ' । তৃণ ক্ষুদ্র অতি 
তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী 
কহিছেন প্রাণপণে ‘ যেতে নাহি দিব ' । 
আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব-নিব , 
আঁধারের গ্রাস হতে কে টানিছে তারে 
কহিতেছে শত বার ' যেতে দিব না রে ' । 
এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে 
সব চেয়ে পুরাতন কথা , সব চেয়ে 
গভীর ক্রন্দন — ‘ যেতে নাহি দিব ' । হায় , 
তবু যেতে দিতে হয় , তবু চলে যায় । 
চলিতেছে এমনি অনাদি কাল হতে । 
প্রলয়সমুদ্রবাহী সৃজনের স্রোতে
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ এপ্রিল ২০১২, ২৩:৪৪
শুভেচ্ছা রইল ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ এপ্রিল ২০১২, ২৩:৪৮
কিভাবে থাকব সবাইকে ছেড়ে ? 

দেশের বাইরে এক অন্যরকম অনুভূতি। নিজ দেশ ও দেশের মানুষ সর্বোপরি কাছের আত্মীয়স্বজনদের
কাছা কাছি থাকা এর তুলনা নেই। যাই হোক দিস ইস লাইফ, আপনাদের প্রত্যাগমন সুভ হোক। ভালো থাকার প্রত্যাশা আপনাদের সবার জন্যই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ০০:০৩
এটাই শেষ কথা --দিস ইজ লাইফ । 

ভাল থাকবেন ।
Badal1995শওকত হোসেন বাদল২৯ এপ্রিল ২০১২, ০০:০৮
স্বামীর আগমনে দুজনকে আগাম শুভেচ্ছা। 
যেতে নাহি দেব হায়..... তবুও ?

....................................
....................................
সমস্যা নেই যেখানে থাকো 
প্রথম আলো ব্লগের সাথে থেকো।
শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৪:৫১
আপনাদের জন্য তো ব্লগের সাথে থাকতেই হবে। 

শুভেচ্ছা ।
Shongkhobasসেলিনা ইসলাম২৯ এপ্রিল ২০১২, ০০:৩৩
একজনকে ছেড়ে থাকার যে কষ্ট আপনি অনুভব করেছেন ধরে রাখেন দেশের সবাইকে ছেড়ে থাকার কষ্ট তারচেয়ে শতগুন ! যখন এই একজনকে ছেড়ে ছিলেন পাশে ছিল অনেকেই কিন্তু যখন এই একজনকে নিয়ে থাকবেন তখন পাশে শুধুই এই একজন । কষ্ট আর কষ্ট ...! তবে নিঃসন্দেহে প্রবাসে কিছুটা হলেও এই কষ্ট লাঘব করবে এই ব্লগ ...আপনার লেখাটা পড়ে অনেক কষ্ট লাগছে তাই সান্ত্বনা দেবার জন্য অনুভুতিটুকু ঝাড়লাম । শুভেচ্ছা ও শুভকামনা
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৪:৫২
সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ শঙ্খবাস । 

শুভেচ্ছা ।
abcপঞ্চসুখ২৯ এপ্রিল ২০১২, ০০:৫৮
সবাইকে ছেড়ে বাইরে থাকা আসলেই খুব কষ্টকর। এটা বাইরে না আসলে বোঝা যাবে না। বাইরে যান তাহলে বুঝতে পারবেন। তবে আপনার বর যেহেতু পিএইচডি করতে গেছে তারমানে বেশিদিন থাকতে হবে না। ওই সময়টুকু দেখতে দেখতে কেটে যাবে...সুখময় হোক দিনগুলো...
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৬:১৬
সেটাই রক্ষা , বেশিদিন থাকা লাগবেনা ।
mdumeralikhanমোঃউমর আলী খান২৯ এপ্রিল ২০১২, ০৯:৩৭
এগুলো বিচ্ছিরি উভয় সঙ্কট,তবু ও যেতেই হবে; জীবনের জন্য।

যেখানেই যান ব্লগের আশেপাশে থাকবেন। পালানোর চেষ্টা করবেন না।খবরদার
যাত্রা শুভ হোক
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৬:১৮
এখনি টা টা দিচ্ছেন কেন ? যেতে এখন ও কিছু মাস বাকি আছে । 

কথা দিচ্ছি , একদম পালাবনা । 
Nayem01কাজী নায়ীম২৯ এপ্রিল ২০১২, ১২:১৮
উভয় সংকটে পরেছেন দেখা যায়। যাত্রা শুভ হোক এই কামনাই করি। আপনার ও আপনার বরের জন্য শুভ কামনা রইলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ এপ্রিল ২০১২, ১৬:১৮
ধন্যবাদ নায়িম । 

ভাল থাকবেন ।
kamaluddinকামাল উদ্দিন২৯ এপ্রিল ২০১২, ১৭:২০
হুমম, এমনটি হয় । মানুষ কোনটিই ছাড়তে চায় না । আর আপনজনদের ছেড়ে যাওয়ার ইচ্ছে কোন কালে কার হয়েছে ?

তাই বলে আবার আমাদের ব্লগ ছেড়ে যাবেন না যেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ এপ্রিল ২০১২, ০০:৩৩
আপনাদের ছেড়ে যাব কিভাবে ? আপনারা তো আমার সঙ্গেই থাকবেন । আমি লগ ইন করলেই সবাই লম্বালম্বি লাইনে থাকব । 
kamaluddinকামাল উদ্দিন০২ মে ২০১২, ১৩:৫৩
খিক খিক খিক 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ মে ২০১২, ১৫:১৬
dollarজিনজির২৯ এপ্রিল ২০১২, ২১:১১
পরীক্ষার চাপে আমার কাধ ব্যাকা হইয়া গেছে!! তাইতো এত ভাল কথাগুলো মিস ‍করেছি!!! উফ, কি যে রাগ লাগছে পরীক্ষার উপর!!!

নাহার আপা, সত্যিই, বড়ই যন্ত্রনার বিষয়!!! যাহাকে বলে, হরষে বিষাদ!!! আনন্দ আর দুখ এক সাথে। দুই বাপের দুই পোলা, খালি মা একটা!!! ভ্যাজালটা এই খানেই!!!

আপনার জন্য এই ভা‍ইয়ের তরফ থেকে অনেক অনেক শুভ কামনা রইল। সব সময় ভাল থাকুন, কোন কষ্ট যেন স্পর্শ না করে আপনাকে। আজ দোয়া করছি আপনার জন্য, 'হে আল্লাহ, আমার বোনরে তুমি রেখো, দুধে ভাতে। আমিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ এপ্রিল ২০১২, ০০:৩৭
হুম, আপনার পরীক্ষা ছিল বলেই রাগ করিনি । না হয় এত দেরিতে পোস্টে আসার জন্য জরিমানা ধরা হত । 

হি হি , দুধে ভাতের দোয়া । সঙ্গে একটা কলা হলে আমি গাপুস গুপুস করে খেতাম । 

এমন শুভাকাঙ্খি থাকা ভাগ্যের ব্যাপার । 
ভাল থাকবেন । 

No comments:

Post a Comment