Thursday, September 11, 2014

ছোট্ট দুটি মেয়ে




উৎসর্গ ঃ সাওদা, ফাতিমা আর আমার প্রথম ছড়ার সকল পাঠককে । 

ছোট্ট দুটি মিষ্টি মেয়ে 
ফাতিমা আর সাওদা 
খেলতে গেলেই তাদের মাঝে
ঝগড়া লাগে সদা । 

একই মাসে জন্ম তাদের 
সন টাও যে একই 
যতই লাগুক যুদ্ধ তাদের
মিল যে আছে ঠিকই । 

মা ফাতিমা চঞ্চল বেশি 
খুব করে লাফালাফি 
সাওদাও যে তাকেই দেখে 
খুলে দুষ্টুমির ঝাঁপি ।

দুজনেরই সব কিছুতেই 
চায় যে দখলদারি 
এই নিয়ে লেগে যায় 
নিমিষেই মারামারি । 

রঙের মাঝে তাদের প্রিয় 
গোলাপি টা বেশি 
এই মে তে স্কুলে যাবে দুজন
হাত ধরে পাশাপাশি 

খুনসুটি তারা যতই করুক
দুজন ভালো বন্ধু
বাড়ছে তারা গায়ে মেখে
বাংলাদেশী গন্ধ। 



অফ টপিক ঃ সাওদা কে এই ব্লগের অনেকেই চিনেন । ফাতিমা আমার বরের কলিগের ছোট মেয়ে। আমরা জার্মানিতে একই বিল্ডিঙের একই ফ্লোরে থাকি। তাই দুজনের খাতিরও বেশি , ঝগড়াও হয় বেশি। এটা আমার প্রথম ছড়া। পারি না তবুও চেষ্টা করলাম।
১১০ টি মন্তব্য
rodela2012ঘাস ফুল২৮ মার্চ ২০১৩, ২১:১৮
দখল
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২১:১৯
সাবাস।
rodela2012ঘাস ফুল২৮ মার্চ ২০১৩, ২১:১৮
বইনের বাড়িত ঠিকই দখল নিতে পারছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২১:৩৭
খুব ভালো করেছেন । তার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
rodela2012ঘাস ফুল২৮ মার্চ ২০১৩, ২১:২২
প্রথম ছড়ার জন্য অভিনন্দন। 
ছড়া পড়ে মনেই হল না যে এটা আপনার লেখা প্রথম ছড়া। খুব ভালো হয়েছে। 
সাওদা মামুনি আর তার বান্ধবী ফাতিমা মামুনির জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা রইলো। বেঁচে থাকুক তার পাশাপাশি হাজার বছর। ধন্যবাদ জেসমিন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২১:৪০
ভালো লাগলো জেনে মনে শান্তি পাইলাম। জানি না লাগলেও বলবেন।
fardoushaফেরদৌসা২৮ মার্চ ২০১৩, ২১:২৩
বাহ বাহ জেসমিন আপা দারুণ ছড়া লিখেছেন। 

আমার কাছে ভাল লেগেছে। সাওদা আর ফাতিমার জন্য আদর রইল। 
এই ব্লগে আমি যখন ১ম এসেছি তখন একটা ছড়া পোস্ট করেছিলাম ৮ লাইনের। তার মধ্যে ৪ লাইন একদম ঠিক ছিল, বাকি ৪ লাইনে ছন্দ তাল নাকি মিলে নাই। তখন কাবুল ভাই আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ছড়া ঠিক করে দিয়েছিলেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২১:৪৯
জেনে ভালো লাগলো আপনার মনে ধরেছে । আসলে কিছুই পারি না । তবুও সাহস করে শুরু করলাম। ২য় টা কবে লিখতে পারবো জানি না। 
আপনার ছড়া পড়েছি হয়তো এখন মনে পড়ছে না ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৮ মার্চ ২০১৩, ২১:২৪
প্রথম ছড়ার শুভেচ্ছা রইল। আর ওদে‍শ কি বালুর দেশ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:১৬
না , পাহাড়ের দেশ। কিন্তু বাচ্চাদের খেলার জায়গাগুলো তারা বালু দিয়ে রাখে যাতে বাচ্চারা বালু নিয়ে খেলতে পারে। আর আমরা করি উল্টাটা। তারা বাচ্চাদের কোন কিছুকেই না করে না। পানি নিয়ে খেলার জন্য আলাদা পোশাক পরিয়ে খেলতে নামিয়ে দিবে।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৮ মার্চ ২০১৩, ২২:৪৪
আর আমরা বাচ্চাদের ধুলা থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসি। আসলে আমাদের ধরনা ঠিক নয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:৪৯
কোন কোন ক্ষেত্রে অবশ্যই ঠিক নয় । খেলতে গেলে কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত। তাতে তাদের মনের আনন্দটুকু পূর্ণ হবে।
sularyআলভী২৮ মার্চ ২০১৩, ২১:২৬
সওদা এবং ফাতিমা যেন দু’টি বোন,
সারা বাড়ি মাতিয়ে রাখে ওরা সারাক্ষন!
একে অপরের কাছা-কাছি হৃদয়ের স্পন্দন,
একদিন তারা বড় হয়ে যোগাবে সবার মন!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:১৭
্বাহ! আপনি তো ওদের নিয়ে আমার চেয়ে অনেক বেশি সুন্দর করে লিখলেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:১৮
আমি অবশ্য মাত্র শুরু করলাম । তাই অতটা ভালো হয়নি।
Emdad57বালুচর২৮ মার্চ ২০১৩, ২১:৩১
প্রথম ছড়া লিখে আপনি
করলেন বাজিমাৎ
ছড়া লিখে হবেন একদিন
রিটন সাক্ষাৎ ।---------------শুভ শুভকামনা করছি ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:২৩
অত লাগবে না । আপনাদের ভালো লাগলেই হবে।
বালু ভাইকে আমার পোস্টে পেয়ে আমি অনেক আনন্দিত। 
কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন।
Maeenমাঈনউদ্দিন মইনুল২৮ মার্চ ২০১৩, ২১:৪২
“খুনসুটি তারা যতই করুক
দুজন ভালো বন্ধু
বাড়ছে তারা গায়ে মেখে
বাংলাদেশী গন্ধ।”

প্রথম ছড়া তো ভালো হয়েছেই, বক্তব্যও ভালো হয়েছে।

প্রথম ছড়ায় আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। ছড়াকারদের কেলাবে স্বাগতম!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:২৮
হি হি হি । অভিনন্দন গ্রহণ করলাম। কেলাবে কি আর যোগ দিতে পারুম? আমার কি সে যোগ্যতা আছে? 
আমি তো শুধু টেরাই করলাম। ধন্যবাদ পাশে থাকার জন্য। 
KohiNoorমেজদা২৮ মার্চ ২০১৩, ২১:৪৩
বালুচর ভাইয়ের আরেক জন ছড়াকার পেলেন
প্রামানিক ভাই শাহিদুল ভাই 
জেসমিন আর বালুচর ভাই, সকলকেই শুভেচ্ছা। 

সাওদা আর ফাতিমাকে অনেক্কক্কক্কক আদর।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:৩৫
ওরে আমার মেজদা , এত বড় ছড়াকারদের সাথে আমাকে মিলাবেন না। আমার দৌড় খুব বেশি দূর হবে না। 
আমি শুধু চেষ্টা করলাম। 
আপনার আদর পৌঁছে দেব। দোয়া করবেন তাদের জন্য।
KohiNoorমেজদা২৯ মার্চ ২০১৩, ১৩:০০
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:১৭
আমীন । 
sularyআলভী২৮ মার্চ ২০১৩, ২২:২৩
লিখেছেন আপনি দারুন ছড়া,
যেন পাঠকের হৃদয় কাড়া!
আপনার প্রথম ছড়ার জন্য,
আমরা পাঠক আজ ধন্য...................
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:৩৯
এ আপনার উদারতা 
তাই বলছেন এমন কথা 
আমি কি আর লিখতে পারি 
দেখলাম একটু চেষ্টা করি।
meghneelমেঘনীল২৮ মার্চ ২০১৩, ২২:৩৯
আপা প্রথম ছড়ার জন্য শুভেচ্ছা।


বাচ্চাগুলোর জন্য আদর রইলো।শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ মার্চ ২০১৩, ২২:৪৩
ধন্যবাদ মেঘনীল । আপনার জন্যও শুভেচ্ছা রইলো।
sopnerferiwalaস্বপ্নের ফেরিওয়ালা২৮ মার্চ ২০১৩, ২৩:১১
আপা প্রথম ছড়ার জন্য শুভেচ্ছা। চমৎকার ছড়া লিখে বলে লিখতে পারে না এটা মেনে নিতে পারলাম না। ছড়া সুন্দর হয়েছে আরও লিখতে থাকুন আপা। সওদা আর ফাতিমার জন্য ভালোবাসা রইল। আর আপনার জন্য শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৫:৫৪
আসলেই লিখতে পারি না। এটা কৌতূহল বশে লিখে ফেললাম। আরও হয়তো দুই একটা লেখা হয়ে যাবে। কিন্তু খুব বেশি মনে হয় পারবো না। কারণ জ্ঞান কম। তবে আপনারা সবসময় পাশে থাকেন এটাই বেশি ভালো লাগে।
Rabbaniরব্বানী চৌধুরী২৯ মার্চ ২০১৩, ১২:৩২
ছড়ার জগতে স্বাগতম। সাওদা ও ফাতিমার জন্য রইল আদর। 

ভালো লাগলো ছড়া, নিয়মিত লিখবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৫:৫৮
স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ। 
আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম। 
ব্যস্ততা কি কমছে না ? আপনি খুব কম আসেন ব্লগে।
rodela2012ঘাস ফুল২৯ মার্চ ২০১৩, ১২:৩৯
আপা ব্লগের দরজা খুলছে। জাগোন থাকলে আইয়া পড়েন। কাইল সারা রাইত এইযে দরজা ধাক্কাইলাম। খুলার কোন নাম গন্ধ আছিল না। সাহেবের এতক্ষনে ঘুম ভাঙছে। বজ্জাত কুনখানকার।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:০৬
হা হা হা । আমি দরজা ধাক্কাইনি । শুধু খেয়াল রাখছি । জানি তো মাঝে মাঝেই ব্লগরে ভুতে ধরে।
akchowdhuryএ কে ‍চৌধুরী২৯ মার্চ ২০১৩, ১৪:১০
অপূবর্ব,অত্যান্ত চমৎকার।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:১৬
অনেক অনেক ধন্যবাদ।
Shreyasiশ্রেয়সী২৯ মার্চ ২০১৩, ১৪:২৩
সাওদা আর ফাতিমার জন্য 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:২২
আর আমার জন্য? 
শুভেচ্ছা নিও। 
Shreyasiশ্রেয়সী৩০ মার্চ ২০১৩, ০১:৪৫
তোমার জন্যও আপু  
(গোপনে) 
shuddhooশারদ শিশির২৯ মার্চ ২০১৩, ১৪:২৫
আপা ব্লগের দরজা খুলছে। জাগোন থাকলে আইয়া পড়েন। কাইল সারা রাইত এইযে দরজা ধাক্কাইলাম। খুলার কোন নাম গন্ধ আছিল না। সাহেবের এতক্ষনে ঘুম ভাঙছে। বজ্জাত কুনখানকার। 

কাইলকেই পইড়াছি কিন্তু দরজা খুলতে হারিনি।যাই হোক প্রথম ছড়া লিখনের জণ্য অভিনন্দন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:২৮
বুঝতে হবে , ব্লগ একটু রেস্টে আছিল। 
ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য। 
shuddhooশারদ শিশির২৯ মার্চ ২০১৩, ১৬:৩১
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:৩৩
ভাবার কি আছে? তার কি ক্লান্তি লাগতে পারে না? 
আর না হয় বলতে হয় ব্লগারদের রেস্ট দিয়েছে। 
WAHIDUDDINওয়াহিদ উদ্দিন২৯ মার্চ ২০১৩, ১৪:২৮
খুনসুটি তারা যতই করুক
দুজন ভালো বন্ধু
বাড়ছে তারা গায়ে মেখে
বাংলাদেশী গন্ধ।

খুব ভাল লাগল। শুভেচ্ছা নিবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:৩০
ধন্যবাদ ওয়াহিদ ভাই । শুভেচ্ছা নিবেন।
kamaluddinকামাল উদ্দিন২৯ মার্চ ২০১৩, ১৫:৪৫
সওদা আর ফাতিমার প্রতি রইলো অনেক আদর, আর প্রথম লিখা ছড়ার জন্য অবশ্যই শুভেচ্ছা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৬:৫৮
কামাল ভাইয়ের আদর পৌঁছে দিব। আর আমার শুভেচ্ছা গ্রহণ করলাম। 
আপনার জন্যও অনেক শুভেচ্ছা আর শুভকামনা ।
kamaluddinকামাল উদ্দিন২৯ মার্চ ২০১৩, ১৭:০২
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৭:০৪
আমার কফি খাওয়া শেষ হলেই আপনি চা সাধেন । না তো আর করতে পারি না। ধন্যবাদ। 
kamaluddinকামাল উদ্দিন২৯ মার্চ ২০১৩, ১৭:১১
চা খাওয়ার পর কোমল পাণীয় সাধমু
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৭:১৭
কোমল পানীয় কম খাই । আইসক্রিম দিলে খাইবার পারি। 
নেন আপনিও খান। 
kamaluddinকামাল উদ্দিন২৯ মার্চ ২০১৩, ১৯:৪৬
অনেক মজা হইছে, আপনার নিজে হাতে তৈরী বুঝি ?
neelsadhuনীল সাধু২৯ মার্চ ২০১৩, ১৬:৩৯
ছোট্ট দুটি মেয়ে সওদা আর ফাতিমার জন্য অনেক আদর। দোয়া।
বড় হোক তারা। পরিপুর্ণ মানুষ হোক।

আপনার জন্য শুভেচ্ছা জেসমিন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ মার্চ ২০১৩, ১৭:০৭
আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। 
ধন্যবাদ নীল ভাই ছড়াটি পড়ার জন্য। 
bornoheendhakaবর্নহীন২৯ মার্চ ২০১৩, ১৭:৩৪
প্রথম কবিতা ভাল হয়েছে।
সওদা আর ফাতিমার জন্য দোয়া রইল।
আপনাকে অভিনন্দন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ মার্চ ২০১৩, ০০:৩৪
আপনাকে আমার ব্লগে প্রথম আসার জন্য অভিনন্দন । 
আপনাদের অনুপ্রেরণায় আরও লেখার সাহস পাবো । 
ভালো থাকবেন।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম২৯ মার্চ ২০১৩, ১৯:১১
প্রথম ছড়ার জন্য বোন জেসমিনকে অভিনন্দন। বাচ্চা দুটির প্রতি ভালোবাসা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২১:২৭
অনেক ধন্যবাদ আমার পোস্টে এসে ছড়া পড়ার জন্য । শুভেচ্ছা নিবেন।
Numan75নুমান২৯ মার্চ ২০১৩, ১৯:১৭
সালাম

সাওদা, ফাতিমার জন্য আদর আার আপনাকে শুভেচ্ছা। আরো ছড়া চাই। আর ফেরদৌসা আপায় কবিতা একটা লেখে বন্ধ করেদিলেন। কারণ কী?? আপনি জিগাইয়া দেখবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২১:৩০
আরও ছড়া লেখার চেষ্টা করবো । বাকীটা আল্লাহর ইচ্ছা। 
কবিতার বিষয়ে তো আপাকে জিজ্ঞেস করতে হবে। আমি তো জানি না। 
শুভেচ্ছা নিবেন।
tmboss172তৌফিক মাসুদ২৯ মার্চ ২০১৩, ১৯:৩৮
আপা আপনি চালিয়ে যান, সব রকমের লেখায় আপনাকে দেখতে চাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২১:৪২
এমন আন্তরিক চাওয়া পূর্ণ করতে ইচ্ছে করে । 
শুভেচ্ছা নিবেন ।
sularyআলভী২৯ মার্চ ২০১৩, ২১:২৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২১:৪৩
অনেক ধন্যবাদ ।
narunabdনাসরিন চৌধুরী৩০ মার্চ ২০১৩, ০০:০২
জেসমিন প্রথম ছড়া লিখার জন্য অভিনন্দন।সাওদা ও ফাতিমার জন্য অনেক আদর,।ভাল লিখেছো ।শুভকামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২১:৪৯
তোমার ছেলের জন্যও অনেক আদর । 
ছড়া ভালো লাগলো জেনে স্বস্তি পেলাম ।
kabirbdboyকাছের মানুষ৩০ মার্চ ২০১৩, ০০:০৭
ছড়া ভাল হয়েছে আপু।

পিচ্চি দুইটার জন্য আদর রইল। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২১:৩৯
আপনার আদর পৌছায়ে দিব ।
tuhinsarkerতুহিন­সৱকার৩০ মার্চ ২০১৩, ০৮:০৭
সাওদা, ফাতিমার জন্য ভালবাসা।
ওদের শিক্ষাজীবন সুন্দর ও সার্থক হোক।
শুভকামনা রইল।
আপনার ছড়া সুন্দর হয়েছে,
ধন্যবাদ ভাল থাকবেন আপনাদের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২১:৪৩
আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে । খুব ভালো লাগলো আপনাকে পেয়ে ।
kajirupaiকাজী রূপাই০১ এপ্রিল ২০১৩, ০৩:০০
খুনসুটি তারা যতই করুক
দুজন ভালো বন্ধু
বাড়ছে তারা গায়ে মেখে
বাংলাদেশী গন্ধ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২১:৪৪
পড়ার জন্য ধন্যবাদ ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)০১ এপ্রিল ২০১৩, ০৪:৩৫
জেসমিন, এই দেখো কি চমৎকার ছড়া তুমি লিখে ফেললে মেয়েকে নিয়ে!!!!!! আমি তো সত্যিই মুগ্ধ! সেই তুমিই কিনা শুধু শুধু বলো লিখতে পারোনা!!! অন্নেক সুন্দর হয়েছে কিন্তু। লিখতে থাকো। শুভকামনা রইল। আর তোমার সওদা এবং ফাতিমা এই গুট্টোস দুটুকে আমার অনেক গুলো আদর দিও।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২১:৪৯
হা হা হা । আপু আমি আসলেই তেমন লিখতে পারি না । মাঝে মাঝে চেষ্টা করি একটু । সেটাই আপনাদের পড়তে দিই । 
গুত্তুস দুইটাকে আপনার আদর পৌঁছে দিব । ভালো থাকবেন ।
shohorab921কবি মন০১ এপ্রিল ২০১৩, ০৭:৩৩
আমার সেই সব দিনগুলো মনে করিয়ে দিলেন । আমি আর আমার পিঠাপিঠি বোন ।সারা দিন এক জনের পিছে আরেকজনের লেগে থাকা । অথচ কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না ।
meghhappyমেঘ পিয়ন০১ এপ্রিল ২০১৩, ১৯:০০
গোল গোল গোল 
কোরনা সোরগোল
।রসোগোললা দেখে তার 
হচ্ছে মাথায় গনডোগোল " 
আমার লেখা প্রথম ছ  সাথে একটা মাথা ঘোরার ছবি  
আমি তখন ক্লাস. ওয়ান এ বোধয় । হাবিজাবি ওনেক কিছুই লিখতাম. আমার চাচা অফিস নিয়ে সেগুলো সুন্দর ধবধবে সাদা কাগজে প্রিন্ট আউট করে এনে দিতেন । সব একসাথে পিন লাগিয়ে বই বানাতাম আর এমন ভাব নিয়ে সবাইকে দেখাতাম যেন আমি বিশাল একজন লেখক! !! 

এই জীবন ফিরে পেতে ইচ্ছে করে 

মামনিদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৪৯
বাহ ! খুব সুন্দর স্মৃতি। কিছু কিছু স্মৃতি বড্ড আনন্দের । 
আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।
nomaansarkarনোমান সারকার০২ এপ্রিল ২০১৩, ০০:০৭
শুরু তো সবাই কোন না কোন একটা সময় করেই থাকে। খুব ভালো লাগল। কবি হবার আনন্দ আসলেই আলাদা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৩৭
একটু চেষ্টা করলাম আর কি? অনেক ধন্যবাদ পড়ার জন্য।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৫ এপ্রিল ২০১৩, ১৫:০৪
প্রথম ছড়ায় রং ছড়ালে
মন করে উজাড়;
বৃক্ষ বাড়ে দিনে দিনে
কাঠে বাড়ে সার।
এমনি ভাবে লেখা লেখি
খাতার বুকে ছড়া;
ছড়ায় ছড়ায় মনো আকাশে
এক দিন হবে উড়া।
সাওদা মা ছোট্ট মনি
সদা যায় পাঠশালা;
শিক্ষা দীক্ষা অর্জন করে
ঘর করবে উজালা।

প্রথম ছড়া পেয়ে ভালো লাগছে শ্রদ্ধেয় আপু, এমনি ভাবে আরো লিখা চাই।
শুভেচ্ছা.সাওদা ও ফাতেমার জন্য 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৩০
হায় আল্লাহ আমার ছড়া উপলক্ষ্যে আপনি দেখি অসাধারণ এক ছড়া লিখে ফেললেন । সাওদা কে নিয়ে আপনার চাওয়া যেন আল্লাহ কবুল করেন। 
খুঁজে খুঁজে আমার ছড়াখানি পড়ে যাওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা । অনেক অনেক শুভকামনা রইলো।
MatirMoynaমাটিরময়না০৫ এপ্রিল ২০১৩, ২০:১৫
সুবহানাল্লাহ---
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:২২
কি হোল ?
MatirMoynaমাটিরময়না০৫ এপ্রিল ২০১৩, ২০:২৯
কিছু না আপা--

এইতো--

কেমন আছেন ???
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৩২
আলহামদুলিল্লাহ ভালো আছি।
ব্লগে ইদানিং ভালোই দেখছি । কাজের চাপ কম , তাই না?
MatirMoynaমাটিরময়না০৫ এপ্রিল ২০১৩, ২০:৩৬
না ঠিক তা নয়--- 

দুই আড়াই ঘন্টা ফ্রি আছি তাই ভাবলাম আপনার কি করেন একটো দেখে যাই। আসলে আমি নিজেই কাজ থেকে মুক্তি চাইনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৩৯
খুব ভালো । আমাদের এমন প্রতিদিন দেখে যাবেন । 
কাজ থেকে মুক্তি চাইছেন না ? অদ্ভুত কিন্তু সম্ভব। আজ কোন লেখা আছে?
MatirMoynaমাটিরময়না০৫ এপ্রিল ২০১৩, ২০:৪২
এখনো জানিনা তবে দেখি ভেবে কি হয়---
ছড়া ভালো লেগেছে আপা। তাই সুবহানাল্লাহ বলেছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৪৭
তাই নাকি ? কয়েকদিন বেশ কিছু ছড়ার পোস্টে কয়েক লাইন করে মন্তব্য করে ছড়া লিখতে ইচ্ছে করলো তাই লিখে ফেললাম। তবে দৌড় বোধ হয় বেশি দূর হবে না ।
MatirMoynaমাটিরময়না০৫ এপ্রিল ২০১৩, ২০:৫০
চালিয়ে যান আপা--

থেমে গেলেই থামা-- আর বাকী সব নিজের কাছে-- কেউ কিন্তু কবি বা ছড়াকার হয়ে জন্মায়নি। অভিজ্ঞতা আর চর্চা তৈরী করে একজন কবি, ছড়াকার কিংবা গল্পকার।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৫৫
দোয়া করবেন । আপনাদের উৎসাহ প্রেরণা যোগায় ।
jossarifজোশ আরিফ০৫ এপ্রিল ২০১৩, ২০:৩১
যা লিখেছেন না,একদম খাসা।তয় পিচ্চি ২ডা জটিল।মাইন্ড বুলোয়িং
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ এপ্রিল ২০১৩, ২০:৩৩
হা হা হা । খুব মজা করে মন্তব্য দিলেন । পিচ্চি দুইটা আসলেই বিটলা । এখনকার পলাপাইন বলে কথা । 
শুভেচ্ছা নিবেন।
rodela2012ঘাস ফুল০৬ এপ্রিল ২০১৩, ২১:৫২
যাক ব্যাক করেছেন দেখা যায়। কেমন কাটলো আপনার হলি ডে জেসমিন আপা? দুলাভাইকে সালাম আর সাওদা মামুনিকে আমার আদর ও ভালোবাসা দিবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২২:০০
হ্যাঁ ভাই ব্যাক করেছি । কোথায় যামু বলেন ? 
বেড়াতে গিয়েছিলাম । ভালোই কেটেছে । এই নিয়ে পোস্ট দিলাম সেই দুপুর বেলা । এখনো আসে না । 
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০৬ এপ্রিল ২০১৩, ২১:৫৩
খুনসুটি তারা যতই করুক
দুজন ভালো বন্ধু
বাড়ছে তারা গায়ে মেখে
বাংলাদেশী গন্ধ। 


আপু তুমি ছড়াটাও ভালো লেখ । ছোট্ট সোনামনিদের জন্য আদর রইল
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২২:০৩
তাই? তোমরা ভালবাসা নিয়ে পড় বলেই এমন লাগে । শুভেচ্ছা নিও।
sularyআলভী০৬ এপ্রিল ২০১৩, ২১:৫৩
আপু আপনাকে ব্লগে নিয়মিত দেখতে পাচ্ছিনা......
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২২:০৫
বেড়াতে গিয়েছিলাম । আর এখন থেকে একটু কম আসবো ঠিক করেছি। এই মাস থেকে ব্যস্ততা বাড়বে তাই । 
আপনি পোস্ট দিচ্ছেন না কেন ?
sularyআলভী০৬ এপ্রিল ২০১৩, ২২:২৬
পাঠক হিসেবে আছি লেগে,
লেখার স্বাদ মিটিয়েছি আগে!
আপনি আমাদের উপর গেছেন রেগে ?
কেন আগের মত থাকবেন না জেগে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ এপ্রিল ২০১৩, ২২:৩০
ইচ্ছে তো করে সঙ্গেই থাকি 
ঠিক হবে না দেওয়া কাজে ফাঁকি 
তাই তো আমি ভাবছি এবার 
ব্লগকে সময় বেশি দিব না আর। -------------- ঠিক নেই দেখা যাবে ফাঁকি মেরে ব্লগেই বসে আছি।
sularyআলভী০৬ এপ্রিল ২০১৩, ২২:৩৫
কখন ছাড়বে আপনার লেখা,
সেই অপেক্ষায় বসে থাকা!
সবার আগে যেন মিলে দেখা,
হৃদয় দিয়ে পড়বো একা............।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:৪১
আজ দেখেন ।
sularyআলভী০৬ এপ্রিল ২০১৩, ২৩:০২
sularyআলভী০৭ এপ্রিল ২০১৩, ২১:৩৯
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:৪১
শুভেচ্ছা । আমার পোস্ট আজ এসেছে । আপনারটা কখন দিচ্ছেন?
sularyআলভী০৭ এপ্রিল ২০১৩, ২২:১০
ধন্যবাদ আপু। আপনার আজকের পোষ্ট ভিজিট করেছি....।
bishadnilimaবিষাদনীলিমা১২ এপ্রিল ২০১৩, ০১:২৪
অনেক আদর, ভালবাসা এবং দু'আ ফাতেমা এবং সাওদার জন্য 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ এপ্রিল ২০১৩, ২০:১১
আপনার এই দোয়া যেন আল্লাহ কবুল করেন ।
Atreyeeকথামানবী০৮ মে ২০১৩, ১২:১০
ন ভালো করে দিলেন আপু ৷   
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ মে ২০১৩, ২২:১৬
আপনার মন্তব্য আমারও মন ভালো করে দিল । এত পিছনের একটি লেখা পড়লেন । কৃতজ্ঞতা । 
ভালো থাকবেন ।

No comments:

Post a Comment