Tuesday, September 9, 2014

আলু দিয়ে মজাদার নাশতা





অনেক দিন কোন রেসিপি নিয়ে হাজির হই না । আজ দিতে ইচ্ছা করলো । আজ বৃহস্পতিবার । আজকের রেসিপি বাচ্চারা নিশ্চয় খুব পছন্দ করবে ,সঙ্গে বড়রাও । আজ আমি আলুর একটি নাশতা কিভাবে করতে হয় তা জানাবো । একেবারেই সহজ এবং সময়ও কম লাগে। আমরা একে আলুর চিপস বলি। যেহেতু ক্রিসপি হয় । অনেক আপুরা অথবা ভাবীরা হয়তো বাসায় করেন । যারা কখনো করেন নি তারা করে দেখতে পারেন । আমাদের ব্লগার ভাইরাও চেষ্টা করে দেখতে পারেন। ভাবীদের অসুস্থতায় তাদের মাঝে মাঝে তো ধাক্কা খেতেই হয় । তখন বেশ কাজে লাগবে । 


উপকরণ ঃ

আলু – মাঝারী থেকে ২ টি 
বেসন – ৩ টে চামচ
কর্ণ ফ্লাওয়ার- ১ টে চামচ 
ডিম- ১ টি 
মরিচ গুড়া – সামান্য 
হলুদ গুড়া –সামান্য 
জিরা গুড়া- সামান্য 
লবন – পরিমান মত 
তেল- ভাজার জন্য । 

প্রস্তুত প্রণালী ঃ 

প্রথমে আলু ছিলে সামান্য পাতলা করে চাকতির মত কাটবেন । ধুয়ে সামান্য লবণ দিয়ে মেখে রাখবেন । এতে নরম হয়ে যাবে । 

একটি পাত্রে তেল ছাড়া বাকি সব উপকরণ পানি দিয়ে গুলাবেন । যদি আলুর উপর আস্তরণ মোটা চান তাহলে ঘন করে গুলাবেন না হয় একটু পাতলা করবেন । সেটা আপনার পছন্দ মত । 

চুলায় কড়াই বা নন স্তিকি প্যান দিয়ে গরম হলে তেল গরম করুন । এবার বেসনের গোলায় আলুর টুকরাগুলো একে একে ডুবিয়ে তেলে ভাজুন । সোনালী বাদামী হলে নামাবেন । গরম গরম মচমচে এই নাশতা খেতে অনেক মজাই লাগে ।তো হয়ে যাক ঝটপট 

১৩৩ টি মন্তব্য
fardoushaফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
সবার আগে আমিই খেতে আসলাম 
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:০০
শুরু করে দিন আপা । যে আগে আসবে সেই তো আগে খাবে ।
fardoushaফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
আমিই প্রায়ই এটা করি। আকিফের খুব পছন্দ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:০২
আমার মেয়েও বেশ পছন্দ করে ।
sopnerdin45এনামুল রেজা৩১ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
আমিও আইসা পড়সি...
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৩
হি হি ,তাইলে খাইতে বইসা পড়েন । 
sopnerdin45এনামুল রেজা৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৫
এই বস্তুতে আমি বরাবর ফিদা আপু..বসুম না মানে, হাত ধুয়ে নামতেসি মাঠে...
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৬
হা হা হা । ভালো ভালো ।
sopnerdin45এনামুল রেজা৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৭
kabul2010নাসির আহমেদ কাবুল৩১ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
দারুণ খাবার। ধন্যবাদ শেয়ার করার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৭
কাবুল ভাইকে দেখে অনেক ভালো লাগলো । শুভেচ্ছা নিবেন ।
rodela2012ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
আমি পেরথম শিখলাম। আইজই বানাইয়া খামু। যদিগো বইনে মজা না লাগে, তয় আমি কিন্তু গিসেনে আইয়া পরমু। আপনার মাস্টরি ছুটানের লাইগা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৯
ভালো না লাগলে আপনি তৈরি করতে পারেন নাই । সেটা কি আমার দোষ হবে ? 
ঠিক আছে গিসেনের দরজা আপনার জন্য খোলাই থাকবো । আপনি যখন খুশি চলে আসবেন ।
shahidulhaque77শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ২১:০২
এ খাবার আমার খুব পছন্দ। কে যে দাওয়াত করে খাওয়াবে সেই চিন্তা করছি। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:১২
আমি তো দেশে নাই । আপাতত ভাবীরে বলেন ।
shahidulhaque77শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
হা হা হা- বাসায় গিয়েই বলবো। আপনার পক্ষ থেকে এই রেসিপি দিয়ে নাস্তা বানিয়ে খাওয়াবে। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২২:২১
ধন্যবাদ চায়ের জন্য ।
Maeenমাঈনউদ্দিন মইনুল৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৪
রেসিবি বুঝবেন সমঝদারেরা - আমি বুঝি খাবার। খাবারের ছবি ইয়াম্মি!!!
অনেক মজা হবে বুঝাই যাচ্ছে। গিসেনে একটা দাওয়াত দেন, আফা 

শুভেচ্ছা 
fardoushaফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৬
আমিও কইলাম বানাই মাঝে মাঝে 
sopnerdin45এনামুল রেজা৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৮
আমিও কইলাম বানাই মাঝে মাঝে 

দেশে আইসা লন, ধরতাসি....

lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৪
দাওয়াত তো সেই কবেই দিয়ে রাখলাম । সামারে চলে আসেন । সে পর্যন্ত নিজেরা তৈরি করে খান । আপনি তো এখন কিছুটা জানেন কিভাবে এইসব কাজ করতে হয় । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:২১
ফেরদউসা আপা আমার আগে দেশে যাবে । অরিত্র ,আপাকেই আগে ধরেন ।
sopnerdin45এনামুল রেজা৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৩
কাউরে ছাড়া হইতোনা..
আগে আসলে আগে ধরা পলিসি....
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৪
আমি জানি । 
sopnerdin45এনামুল রেজা৩১ জানুয়ারি ২০১৩, ২১:৩১
Maeenমাঈনউদ্দিন মইনুল৩১ জানুয়ারি ২০১৩, ২২:১২
নাইজেরিয়া আপা আর গিসেন আপা একসাথে একটা দাওয়াত মারেন। 
এর পরে যা অইবার অইবো! মানে যাইতাম নায় 

তয়, দেশে আসলে আগে আসলে আগে ধরা নীতিতে আগাবো। সৌজন্যে অরিত্র! 

আমি এহন কিছুটা জানি? তাই আফনে কন? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২২:১৯
ওককে আগাইতে থাকেন । 

আফনেই তো সেদিন কিছুটা জানাইলেন । তাই তো বললাম । 
rodela2012ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ২১:০৬
যহন আমি আইলাম তহনতো কাউরে পাইলাম না। অহন দেখছি আমার ভাগ্যেই জুডে কিনা সন্দিহান লাগতাছে। এতো মেজবান কইত্তে আইল?
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৬
খাবার দেখলে তো মেজবান আসবেই । আপনি কথা কম বলে খাওয়া শুরু করেন । হৈচৈ করতে করতে দেখবেন সব শেষ ।
rodela2012ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ২২:৪৮
আফাগো! আর কি বাকি আছে না সব ফুতুর?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ০১:৫৭
এতক্ষণ কি আর থাকে !!!
baganbilas1207কামরুন্নাহার৩১ জানুয়ারি ২০১৩, ২১:১০
আমি হাজি - - - র। জেসমিন আপা। চলবেতো !!!!!!!!!!!

অসংখ্য ধন্যবাদ আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:২০
অবশ্যই আপা । আপনাদের সবাইকে তো চাই । 
শুভেচ্ছা নিবেন । 
dhighi০০১দীঘি৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৩
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৫
হায় হায় খাওয়ার চোটে দীঘির মুখে দেখি কোন কথা নাই ।
dhighi০০১দীঘি৩১ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
প্রিয়তে নিছি। পরে ট্রাই করে দেখব।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
হুম, ট্রাই করে দেখো । আশা করি ভালো লাগবে ।
clyclonআজ তোমায় ধ্বংসের নিমন্ত্রণ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৪
নাসতা খাওয়ার সময় কই।সকালে ঘুম থেকে উঠতেই দুপুর দুটা বেজে যাই।.....

আমাদের ব্লগার ভাইরাও চেষ্টা করে দেখতে পারেন।...স হ ম ত
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৭
এই নাশতা বিকেলে চায়ের সাথেই বেশি ভালো লাগবে ।তখন খেয়ে দেখবেন । 
শুধু সহমত জানালেই হবে না । বানিয়ে জানান ।
clyclonআজ তোমায় ধ্বংসের নিমন্ত্রণ৩১ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
ম্যাডাম আমি বাচ্চাদের দলে।

আপনি শুধু ভাই এবং ভাবিদের বলেছেন???

বাচ্চাদেরত বানাতে বলেন নাই.................. 

আর বাচ্চাদের বানাতে বললে আমরা মানিব কেন..............    

সুতরাং সাবদান ভুলেও এ কথা উচ্চারণ করিবেন না।........
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
আরে ধ্বংস দেখি সময়মত ছোট হয়ে গিয়েছে । 
ওকে ওককে আমরাই আপনেরে বানিয়ে খাওয়ামু । 
sularyআলভী৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৯
ধন্যবাদ প্রিয় আপু সুন্দর পোষ্টের জন্য.......

lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৮
এটা কি খাবার ?
sularyআলভী০১ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:১১
শীতের দেশী পিঠা পাঠালাম......নামটা আপনিই বলুন......।

agnidiptoshimantoমোঃ মুজিব উল্লাহ৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৩
মজার রেসিপি তো!
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:৩১
খেতে কিন্তু সত্যিই ভালো লাগে । 
muktomon71মুক্তমন ৭১৩১ জানুয়ারি ২০১৩, ২১:৩০
রান্না করি মাঝে মাঝে চেষ্টা করে দেখবো আপনার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় রইলাম ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:৩২
্তাহলে তো আপনি সহজেই তৈরি করতে পারবেন । 
আমার হাতের রান্না খাইতে হলে অপেক্ষাইতে থাকেন দুই বছর ।।
Rabbaniরব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫২
মনে হচ্ছে - আলু দিয়ে মজাদার নাশতার রেসিপি মত আমি নিজেই তৈরি করতে পারব। আপনাদের ভাবীদের অসুস্থতার কথা বলছেন কেন !! আমরা কি নিজেরা মজাদার খাবার তৈরি করতে পারি না !! 

আমার জীবনে এ পর্যন্ত তো কোর নারী বাবুর্চীর নামই শুনি নি !! 

যাক অনেক দিন পর মজাদার রেসিপি উপহার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২২:২৭
আমরা কি নিজেরা মজাদার খাবার তৈরি করতে পারি না !!---সেটা ভাবীদের জিজ্ঞেস করলেই জানা যাবে ।

নারী বাবুর্চির নাম শুনেন নি তার কারণ অন্য কিছু ।

হুম, অনেকদিন পর দিলাম । ধন্যবাদ আপনাকেও রব্বানি ভাই । ভালো থাকবেন ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক৩১ জানুয়ারি ২০১৩, ২২:৫৮
দারুন খাবার। ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৪৩
বাসায় করে দেখবেন ।
MatirMoynaমাটিরময়না০১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০০
গন্ধে গন্ধে এতোদুর ছুটে আসছি---

দেন কিছু দেন খাই---
MatirMoynaমাটিরময়না০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩০
আপনার সাথে রাগ করছি-- আপনি কিছু খাইতে দেন নাই আমাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৪২
সরি কালকে আর পোস্টে ঢোকা হয় নি । তাই দেখিনি ।
আমি আপনার জন্য পরে ভালো খাবার নিয়ে আসবো । এখন এই পোস্টের খাবারই খান ।
MatirMoynaমাটিরময়না০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৫০
থিক আছে দেন তাইলে খাই---
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:০৩
এখন আর নতুন কি দিই !! বসেন দেখি কিছু পাই কিনা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:০৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:০৯
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:১১
ময়না খাইতে থাকেন আমি একটু কাজকর্ম করি । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:১২
chomok001মোঃ হাসান জাহিদ০১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৫৬
আহ্‌ হা জীভে পানি এসে গেলো !!!  

দেখি একদিন চেষ্টা করে দেখতে হবে তৈরী করা যায় কিনা । অসংখ্য ধন্যবাদ আপু । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৪৮
খুব সহজ । জাহিদ ভাই আপনি অনায়াসেই পারবেন ।
Shongkhobasসেলিনা ইসলাম০১ ফেব্রুয়ারি ২০১৩, ০৭:১৫
 
আপনার আলু পাকোড়া দেখে আমিও এড করলাম ফুলকপির পাকোড়া যদিও তার পাশে আলুও আছে । 
যেভাবে বানাতে হবে>আপনার রেসিপি সব ঠিক থাকবে আপু শুধু ফুলকপি ছোট ছোট টুকরা করে হাল্কা সিদ্ধ করে আলুর জায়গায় দিতে হবে। এই একই বেশনের গোলাতে ঢেঁড়স, পুই পাতাসহ মিক্স ভেজিটেবল দিয়েও পাকোড়া বানিয়ে খাওয়া যায়। যা অনেক মুখোরোচক। (আপনার রন্ধন প্রণালীগুলো দেখে মাঝে মাঝে আমারও দিতে ইচ্ছে হয় কিন্তু দেয়া হয়ে উঠেনা তাই আজ আপনার সাথে রসুইখানায় গিয়ে এইটা শেয়ার করলাম ধন্যবাদ আপু শেয়ার করার জন্য শুভকামনা জানবেন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
হ্যাঁ আপা , আপনি যেগুলোর কথা বললেন সেগুলি দিয়েও অনেক মজা হয় খেতে ।

আপনার কাছ থেকেও মজার মজার রেসিপি আশা করছি । আসলে ছোটদের নিয়ে কিছু দিতে গেলে খাওয়া দাওয়ার ব্যাপারও আসে তাই মাঝে মাঝে বৃহস্পতিবার আসলে দিয়ে ফেলি । 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে । ভালো থাকবেন ।
sularyআলভী০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১০
একুশের বই মেলায় আপনাকে স্বাগতম.......।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৪:২৬
দাওয়াত গ্রহণ করলাম ।
sizarsalamসিজার সালাম০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
আপু দাওয়াত কবে পাব ? খুব ভাল লাগল । শুভ কামনা  ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৪:২৭
অপেক্ষাইতে থাকেন । তার আগে বাসায় বানিয়ে খেয়ে ফেলেন ।
salahuddinsiteসালাহ্ আদ-দীন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০০
এটা আলু পাকুরা না? আমার ভাল লাগেনা কারন এটা অনেক তৈলাক্ত হয়। তবে চিকেন কাটলেট অনেক ভাল লাগে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৬
পাকোরা না । চিপস এর মত । তেল ঝরিয়ে টিস্যু পেপারে রাখলে তো তেমন তেল থাকে না । 
তোমার দেয়া রেসিপিতে সেদিন সারডিন রান্না করেছিলাম । দারুণ হয়েছিলো । ধন্যবাদ তোমাকে ।
Jolrashiনুসরাত জাহান আজমি০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:১৩
আপু,আম্মু মাঝে মাঝে এটা করে দেয়। আমি করি না। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:১৪
আর আম্মুর হাতে নয় । এখন থেকে নিজে নিজে নাশতা তৈরি করে খাবে আর খাওয়াবে ।
Jolrashiনুসরাত জাহান আজমি০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:২১
আইলশা মাইয়া আমি। ঠিক আছে, বড় আপু যখন বলসে, দেখি চেষ্টা নেয়া যাবে, কি বল?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:২৩
অবশ্যই । এইতো লক্ষ্মী মেয়ে । 
Jolrashiনুসরাত জাহান আজমি০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:২৮
তুমিই চিনলা,কেউ চিনতে চায় না। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:২৯
তোমার প্রিয়জনরা সবাই চিনে শুধু একটু ভাব নেয় আরকি ।
KohiNoorমেজদা০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩২
নুসরাত তো আলু ছাড়া কিছু খায় না। সুতরাং আলুর নাম নইলে জিহবায় পানি আসে এই পাগলীর। 
Jolrashiনুসরাত জাহান আজমি০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩৩
তাই মনে হয় আপু।

মেজদাও দেখি ভালো চিনে ফেলসে। 
KohiNoorমেজদা০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:১৭
এমনিতেই আমি আলু খেতে খেতে আলু হইয়া গেছি, আবার আলুর তৈরী নাস্তা। দুনিয়াতে আর কিছু নাই জেসমিন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:১৮
আমি কিন্তু আলু কম খাই । 
আপনি না খাইতে চাইলে অন্য কিছু দিমুনি মেজদা । 
KohiNoorমেজদা০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:২৯
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩২
হায় হায় কাঁদেন কেন ? আমি তো বললাম অন্য কিছু দিব । পিঠা চলবো ? দাঁড়ান নিয়ে আসি । 
KohiNoorমেজদা০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৫৯
ভাপা পিঠা নাই, শীতের দিনের পিঠা এখন খাই নাই। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০২
আমি এই জার্মানি বসে ভাপা পিঠা কোথায় পাবো ? 
ভাবীরে বলেন সুন্দর করে বানিয়ে দিবে ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩৯
দারুন তো।
ভাতের পরিবতেঁ আলু খান।
দেশের মান বাচাঁন, বাচাঁন ধান।

আপনার রেসিপি পড়ে আমার কলেজ জীবনের কথা মনে হলো।
একদিন কলেজ তাড়াতাড়ি ছুটি হল।বাসায় এসেছি।
আমার আম্মু ও বোনেরা বেড়াতে গেছে নানার বাড়ী।
বাসায় কোন রান্না নেই।
কি আর করা রান্না শুরু করলাম।ভাত রান্না হল। এবার সহজ রান্না আলু ভতাঁ করব।
আলু সিদ্ধ করলাম।আলুর চপ বানালাম।একটু মজার স্বাদ আনার জন্য তেলে ভেজে নিলাম।
অনেক সময় নিল।তারপর হাতমুখ ধুয়ে টেবিলে খেতে বসলাম।
কিন্তু কেমন যেন লাগছে।কি কারণ আলু ভতাঁ এতো খারাপ লাগছে।কেমন জানি পানসে পানসে লাগছে?
অনেকক্ষণ পরে বুজলাম লবন দিই নাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০৪
হা হা হা অনেক মজার স্মৃতি । 

আমি আলু কম খাই । ভাতের পরিবর্তে সম্ভব না ।
Numan75নুমান০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০৮
দেশে এসে আমাদেরকে দাওয়াত করবেন
দেখবেন কে কত খাইতে পারে 


দারুন হয়েছে আপা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:১৩
আচ্ছা দেখবো কে কত খেতে পারে ! 

দেরীতে আইলেন । তবে ফুল দিয়ে গেলেন দেখে কিছু বললাম না ।
Numan75নুমান০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:১৭
আমি কিন্ত আগে আরো কতেক বার এসেছি আপা

তখন আপনি অনলাইনে ছিলেন না তাই চুপে চুপে খেয়ে চলে গেছি
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২০
হায় হায় কয় কি !! 
সেইজন্যই তো বাকীরা কম পাইল !
Numan75নুমান০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২২
তার মানে আপনার ভাইরে পেটুক মনে করলেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:২৬
আরে না পেটুক ভাববো কেন ? একটু খাইতে পছন্দ করে । এই আর কি ।
Numan75নুমান০৫ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩১
তাইলে ঠিকাছে

আমার ভাগনিটা কেমন আছে।
তার জন্য কি কম্পিউটার কিনা হয়েছে
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৪৮
আপনার ভাগনি ভালো আছে । 
আরে না এত তাড়াতাড়ি কিসের কম্পিউটার কিনে দিব ? আরও বড় হোক । 
এখন আমাদেরগুলোতে বসে , ট্যাবলেটে গেমস খেলে ।
sularyআলভী০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৫
আন্দোলন অব্যাহত ভাবে চলবে,
যতক্ষন না রাজাকাররা এভাবে ঝুলবে!

lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৪
একদম ঠিক কথা ।
sularyআলভী০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৪
rezaulmasudরেজাউল মাসুদ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:১০
পোস্ট টা বেশ ভাল লাগল ,চেষ্টা করে দেখব পারি কিনা
তবে স্বাদ না হলে কিন্ত আপু আপনি দায়ী 
অনেক ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৭
মজা না হলে বুঝতে হবে আপনি কিছু কম দিয়েছেন বা বেশি দিয়েছেন । আমি দায়ী হব কেন ? 

খুব ভালো লাগলো আপনাকে দেখে । আপনার অনেকগুলি পোস্ট অফ্লাইনে বসে পড়া হয়েছে কিন্তু মন্তব্য দেওয়া হয়নি । দেশের বাইরে আপনাদের উজ্জ্বল উপস্থিতি গর্বিত করে । 
ভালো থাকবেন ।
sularyআলভী০৭ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:১৩
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৮
আমার এখানে এখনো সকাল তাই শুভ সকাল জানালাম ।গত দুইদিন খুব ব্যস্ত ছিলাম । তাই ব্লগে সেভাবে সময় দিতে পারিনি । আজ আশা করি পারবো । 
ধন্যবাদ আলভী ভাইকে নিয়মিত খোঁজ নেওয়ার জন্য ।
sularyআলভী০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:০৯
sularyআলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:২০
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৫
ধন্যবাদ আলভী ভাই । ব্যস্ততা আমাকে দেয় না অবসর ।
sularyআলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:৪৮
জেসমিন আপার এত মজাদার নাস্তা দেখে না এসে কি পারা যায়। খালি হাতে আসব! তাই আমার হাতের বানানু প্যাটিস নিয়ে আসলাম।হাহাহাহাহা। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৮
আপা , আমার তো খেতে ইচ্ছে করছে । আমি প্যাটিস বানাতে পারি না । রেসিপিটা জানাবেন আপা ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১১ ফেব্রুয়ারি ২০১৩, ০২:৫১
কামরুন্নাহার আপু, ঠিক আছে আমি আমার পরবর্তি পোষ্টটাতে প্যাটিসের রেসেপিটা দেব। আর সেটা সবার জন্য তো দেবই তবে শুধু আপনার জন্যই দেওয়ার মেইন উদ্দেশ্য থাকবে। ভাল থাকবেন।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১১ ফেব্রুয়ারি ২০১৩, ০৩:০৫
খুবই দুঃখিত  জেসমিন আপু আপনার নামটা লিখতে গিয়ে কামরুন্নাহার আপুর নাম লিখে ফেলেছি। কিছু মনে করবেন না। আর বুড়ি মা'মনিটাকে আমার অনেক অনেক আদর দেবেন।ভাল থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৪
কোন সমস্যা নেই আপা , আমাদের দুজনের নামের সাথে নাহার থাকাই এই ঝামেলায় পড়লেন । এটা হতেই পারে । আমি রেসিপির অপেক্ষায় থাকলাম ।
sularyআলভী১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫২
আপু আপনি কি আপনার সর্বশেষ পোষ্ট টা এক নজর ঘুরে দেখেন না......

lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৫
তেমন নিয়মিত হতে পারছি না । তাই ব্লগে এসে অন্য লেখা পড়ে নিজের পোস্টে আসতে আর মনে থাকে না । 
আমার খুব প্রিয় একটি ফুল । অনেক ধন্যবাদ ।
sularyআলভী১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
দ্রুত রেসপন্স করার জন্য ধন্যবাদ প্রিয় আপু........আপনার জন্য আরো বেলী ফুল......।

lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৫
আবারো ধন্যবাদ আলভী ভাই । এই ফুলটা যতবার দেখি ততবার মনের মধ্যে কেমন অন্যরকম অনুভূতি হয় । 
অনেক অনেক ধন্যবাদ ।
sularyআলভী১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৮
আপনাকে তো ব্যস্ত করে ফেললাম আপু....এই নেন আপনার প্রিয় ফুল.....

sularyআলভী১০ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:১৩
sularyআলভী১১ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:১৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০০
এখন এখানে দুপুর । তাই শুধু ধন্যবাদ জানাই ।
sularyআলভী১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৮
এক আলুর নাস্তা আর কতদিন খাবো আপু...? অন্য কিছু দেন....

lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২২
হা হা । ব্যস্ত আছি । লিখতে পারছি না কিছু । আপনি বলছেন তাই দেখবো চেষ্টা করে ।
kamaluddinকামাল উদ্দিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২১
আলুর সব আইটেমই আমার কাছে প্রিয়, সুতরাং,,,,,,,,,,,,,
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২২
ওহহো , তাহলে তো আমার এই পোস্ট সার্থক ।
kamaluddinকামাল উদ্দিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩১
একদিন আপনার বাসায় আলু খাওয়ার দাওয়াত দিন আমিও সার্থক হই 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৮
দেশে আসি , ভাবীকে নিয়ে একদিন চলে আসবেন ।
kamaluddinকামাল উদ্দিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৩
কবে আসবেন আপু ? আমি কিন্তু অপেক্ষায় থাকবো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৪
আরও ১ বছর ৮ মাস অপেক্ষা করতে হবে । 
আমিও অপেক্ষায় থাকবো । 
kamaluddinকামাল উদ্দিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫১
তাহলে শুরু হলো কাউন্ট ডাউন 
sularyআলভী১১ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০১
Ilannitaইলা১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১১:২১
এইটা আমি পারি 
কেমন আছেন আপু?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩১
আররে ইলা দেখি । 
আমি ভালো আছি । তুমি ? 
অনেকদিন পর এলে ব্লগে । ভালো থেক । 

No comments:

Post a Comment