Thursday, September 4, 2014

ফ্রেমে বন্দী গিসেন ( জার্মানি )


কিছু ছবি শেয়ার করলাম । যদিও ছবি তোলায় দক্ষ নই । 





এটা গিসেনের থিয়েটার ।



এটা একটি গির্জা । 

এটা হসপিটাল । 





একটি বাসার সামনে বাস স্ট্যান্ড 



সাওদা ও তার বাবা বাসের জন্য বসে আছে । 



এটা পলাশের ইন্সটিটিউট । 



ইন্সটিটিউটের মাঠে রোদ পেয়ে এক মেয়ে উপুড় হয়ে বই পড়ছে । 



এটা ওভারব্রিজ । 





ওভারব্রিজের উপর থেকে নেয়া ছবি । 





কবুতর । 



এটা মার্কেট এলাকায় ।
৫৬ টি মন্তব্য
Rabbaniরব্বানী চৌধুরী১৬ নভেম্বর ২০১২, ২১:৩৫
আপাতত আমি জার্মানের গিসেন শহরে বসে আছি।
rrishiঋষি১৬ নভেম্বর ২০১২, ২২:১৭
ধন্যবাদ রব্বানী চৌধুরী! আমিও! 
শুভেচ্ছা জেসমিন
mukto75মুক্তমন৭৫১৬ নভেম্বর ২০১২, ২২:২২
সংগে আমিও---------- 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২২:২৪
তাই নাকি ? তাহলে তো রব্বানি ভাই কে খুঁজতে হয় ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২২:২৮
হায় আল্লাহ এতজনকে একলা কিভাবে খুঁজবো ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ নভেম্বর ২০১২, ০৪:১৪
রব্বানি ভাই , ভাই ঋষি ও মুক্তমন ভাই কে ধন্যবাদ । 
ভালো থাকবেন সবাই ।
KohiNoorমেজদা১৬ নভেম্বর ২০১২, ২১:৩৮
আমার কাছে সবচেয়ে যে ছবিটা ভাল লেগেছে- সাওদার বাবা দাঁড়ি ওয়ালা পলাশের ছবি। 
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৬ নভেম্বর ২০১২, ২১:৪২
সাওদার বাবা দাঁড়ি ওয়ালা পলাশের ছবি।
mukto75মুক্তমন৭৫১৬ নভেম্বর ২০১২, ২২:২২
সাওদার বাবা দাঁড়ি ওয়ালা পলাশের ছবি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২২:২৯
আমি কিন্তু মাইন্ড করছি । বলে দিলাম । আর পরিবারের ছবি দিব না । 
KohiNoorমেজদা১৬ নভেম্বর ২০১২, ২২:৫৬
চোখ রাগ করে না জেসমিন। ছোট্ট মানুষের কত রাগ। আর আমি কমু না। ওকে ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২৩:১৪
রাগ করতে মানা করলেন তাই করলাম না । কিন্তু হাসলেন ক্যান সেটা বলেন।
KohiNoorমেজদা১৬ নভেম্বর ২০১২, ২৩:৪৪
আমি হাসলাম কই। ইমু গুলো কেন হাসছে এটা ফেরদৌসা বলতে পারবে। 
Asive359আছিব চৌধুরী১৬ নভেম্বর ২০১২, ২১:৪১
চমৎকার ছবি গুলো, দেখে মনে হল মাত্র একটা ঘুরপাক খেলাম জার্মানিতে লুল
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২২:৩০
ধন্যবাদ আছিব । ভালো থেকো ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৬ নভেম্বর ২০১২, ২১:৪১
শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ নভেম্বর ২০১২, ০৪:২১
আপনাকেও ধন্যবাদ । অনেক দিন পর দেখলাম ।
Numan75নুমান১৬ নভেম্বর ২০১২, ২১:৪৫
চমৎকার।
ধন্যবাদ আপা আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ নভেম্বর ২০১২, ০৪:২৭
ভালো লাগলো জেনে । আপনাকে কম কম দেখা যায় ।
meghneelমেঘনীল১৬ নভেম্বর ২০১২, ২১:৪৭
ছবিগুলো বলে দিচ্ছে শহরটা কত সুন্দর।ধন্যবাদ আপা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ নভেম্বর ২০১২, ১৭:৩০
ধন্যবাদ মেঘনীল । আপনার নিকটা এত ভালো লাগে ।
fardoushaফেরদৌসা১৬ নভেম্বর ২০১২, ২১:৫০
সুন্দর ছবি তুলেছেন তো । 

জার্মান ও দেখা হল কিছুটা 

আরও ছবি চাই
salahuddinsiteসালাহ্ আদ-দীন১৬ নভেম্বর ২০১২, ২১:৫৭
জেসমিন আপির ছবি তোমার ছবি থেকে অনেক সুদর হয়েছে। 
তোমার ছবি তোলার হাত তো মাশাআল্লাহ্‌!! :-
fardoushaফেরদৌসা১৬ নভেম্বর ২০১২, ২২:২১
থাক আমি কিচ্ছু বলবনা 

কথায় কথা বাড়ে 
mukto75মুক্তমন৭৫১৬ নভেম্বর ২০১২, ২২:২৪
না না, কথা বলেন, আমরা তো দেইখাই ফ্যালাইলাম সব। হাত কার পাকা, তা কি আর কইতে হইবো!!! 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২২:২৫
এই এখানে সবাই মিলে আপুর পিছনে লেগেছেন কেন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২২:২৭
হুম, শেয়ার করার উদ্দেশ্য হোল যারা দেখতে আগ্রহী তারা দেখতে পারবে । 
ভালো লাগলো শুনে স্বস্তি পেলাম । @ ফেরদৌসা
salahuddinsiteসালাহ্ আদ-দীন১৬ নভেম্বর ২০১২, ২১:৫৯
কবুতর আমার খুব প্রিয় তাই কবুতরের ছবিটাই আমার খুব ভাল লেগেছে! 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২৩:১৯
কবুতরের ছবিটা এর চেয়ে বেশি ভালো কিছুতেই উঠাতে পারলাম না । খালি এদিক ওদিক দৌড় দিচ্ছিল । আরও অনেকগুলো কবুতর ছিল । 
ধন্যবাদ ।
Rabbaniরব্বানী চৌধুরী১৬ নভেম্বর ২০১২, ২২:৩২
সড়ক গুলিকে আমার কাছে আমাদের গুলিস্থান, যাত্রাবাড়ির মোড় আর মগ বাজারের মোড়ের মত যানজট মুক্ত মনে হচ্ছে।
KohiNoorমেজদা১৬ নভেম্বর ২০১২, ২৩:৫০
সড়ক গুলিকে আমার কাছে আমাদের গুলিস্থান, যাত্রাবাড়ির মোড় আর মগ বাজারের মোড়ের মত যানজট মুক্ত মনে হচ্ছে।

আল্লাহ্‌রে, হয় জার্মানিরে ঢাকায় আনো নইলে ঢাকাকে জার্মানিতে নিয়া যাও। রব্বানী কি মাইরটা দিলো । 

nomaansarkarনোমান সারকার১৬ নভেম্বর ২০১২, ২২:৫৯
ছবি ভালো উঠিয়েছেন। ছবি গুলো দেখে ভালো লাগল ।
Rjamilরশীদ জামীল১৬ নভেম্বর ২০১২, ২৩:০০
সাওদা ও তার বাবা বাসের জন্য বসে আছে । 
দুলাভাইকে সালাম দিলাম।
সাওদার জন্য ভালবাসা।

---------
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২৩:২৮
দুলাভাইকে জানিয়ে দিব । 
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।
KohiNoorমেজদা১৬ নভেম্বর ২০১২, ২৩:৫১
আমারো সালাম দিও আপু জেসমিন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ নভেম্বর ২০১২, ১৭:২৯
হুম, কোহিনূর ভাই পৌঁছে দিয়েছি । 
Maeenমাঈনউদ্দিন মইনুল১৬ নভেম্বর ২০১২, ২৩:০১
ছবি তো খুবই সুন্দর।

আচ্ছা, মানুষ কই ভাই? এইটা কোন শহর অইলো?
মনে পড়ে আমাদের ফার্মগেট নিউমার্কেট অথবা বঙ্গবাজারের কথা?
fardoushaফেরদৌসা১৬ নভেম্বর ২০১২, ২৩:০৬
আচ্ছা, মানুষ কই ভাই? এইটা কোন শহর অইলো?
মনে পড়ে আমাদের ফার্মগেট নিউমার্কেট অথবা বঙ্গবাজারের কথা? 
এইডা কিছু হইল 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২৩:২২
হা হা , মইনুল ভাই এটা একটা মজার কথা বলেছেন । এখানে মানুষ কিছু নির্দিষ্ট জায়গা ছাড়া দেখা যায় না ।সারা শহরে মাত্র ৪০ হাজার লোক থাকে । তাই বলে ভাইবেন না এটা আমাদের কোন এলাকার সমান । 

ধন্যবাদ ।
MatirMoynaমাটিরময়না১৬ নভেম্বর ২০১২, ২৩:৩৩
ইউরোপের সবচেয়ে পরিষ্কার দেশ হলো জার্মানী। ছবিগুলো সুন্দর হইছে আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২৩:৪৩
হুম, খুব সুন্দর , পরিচ্ছন্ন । 
ধন্যবাদ ।
MatirMoynaমাটিরময়না১৬ নভেম্বর ২০১২, ২৩:৪৯
তবে ডয়েস কিন্তু সবচেয়ে বিদ্গুটে ভাষা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ নভেম্বর ২০১২, ১৭:২৮
আর বইলেন না । আমি তো শিখার আগ্রহই পাচ্ছি না ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা১৬ নভেম্বর ২০১২, ২৩:৩৪
আগামীতে আমাদের জন্য একটু বর্ণনা দিবেন এতে আমাদের দেখা হবে সাথে জানাতো হবেইঅ 
ছবি বেশ ভালো লাগল। আপনার জন্য শুভকামনা। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ২৩:৪৪
আলাদা করে বর্ণনা দিব একদিন । ছবির সাথে কিছু লিখতে গেলে আমার সব গোলমাল বেঁধে যায় । 

ধন্যবাদ ।
chomok001মোঃ হাসান জাহিদ১৭ নভেম্বর ২০১২, ০০:২১
চমৎকার তুলেছেন সব গুলো ছবি । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ নভেম্বর ২০১২, ১৭:২৭
ধন্যবাদ জাহিদ ভাই । ভালো থাকবেন ।
Jolrashiনুসরাত জাহান আজমি১৭ নভেম্বর ২০১২, ১৫:৪৯
হুম, মানুষ নাই, রাস্তা ঘাটে জ্যাম নাই. কেমন যেন খালি খালি লাগে.  

আপু, এই দুইটা জিনিসকে মিস করনা? 

আর হ্যাঁ, ভাইয়া কে সালাম দিও, 

পিচ্চিটাকে অনেক অনেক আদর দিও।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ নভেম্বর ২০১২, ১৭:২৭
উমম , কিছুটা তো খালি খালি লাগে । তবে একটা ব্যাপার কি যে জিনিসটা যন্ত্রণা দেয় সেটার চেয়ে যদি ভালো কিছু পাওয়া যায় তখন মানুষ সেটাকে মিস কম করে । 
তবে এখানে যখন বাইরে যাই তখন আমার প্রিয় মানুষগুলোকে খুব মিস করি । মনে হয় তাদের নিয়ে যদি এখানে থাকা যেত । ঘুরা যেত । 

ভাইয়া কে সালাম পৌঁছে দিয়েছি । 
তুমি অনেক ভালো থেক ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২০ নভেম্বর ২০১২, ১০:৪৫
ছবি ভাল লাগল। ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ নভেম্বর ২০১২, ১৭:১২
ধন্যবাদ প্রামাণিক ভাই । ভালো থাকবেন ।
charumannanচারুমান্নান২০ নভেম্বর ২০১২, ১২:১২
এইটা কি ভুতের শহর নাকি?????
লোক জন নাই বললেই চলে,,,,,,,,,,হা, হা,,,,,,,,,,,,,,,,,,,,,,,
দারুন,,,,,,,,,ছবির হাত হচ্ছে
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ নভেম্বর ২০১২, ১৭:১৪
ভূতের শহর নয় । তবে মানুষ খুবই কম । 

আপনার প্রশংসা আমাকে কৃতজ্ঞ করলো ।
tmboss172তৌফিক মাসুদ২৫ নভেম্বর ২০১২, ০৬:২৮
আপনি ফটোগ্রাফার হিসেব আমার চাইতে অনেক ভাল। খুব ভাল ছবি তুলেছেন।
tmboss172তৌফিক মাসুদ২৫ নভেম্বর ২০১২, ০৬:৩০
সবচাইতে কবুতরের ছবিটা ভাল লাগল। ওটা আমার প্রিয় পাখি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ১৮:২৪
ধন্যবাদ তৌফিক । এই খানে দুজন কে পাওয়া গেলো যাদের কবুতর ভালো লাগে । আমার ছবিগুলো দেওয়া সার্থক ।

No comments:

Post a Comment