Friday, September 12, 2014

মায়ের চিঠি




আমার হৃদস্পন্দন , 
হ্যাঁ তাই তো , তুই আমার হৃদস্পন্দন । আমার প্রতিটি নিঃশ্বাসের সাথেই যেন তোকে আমি অনুভন করছি । একটা মুহূর্ত কি তোকে ছাড়া এখন আর ভাবা যায় ? কত আগ্রহ আর ভালবাসার ফসল তুই !! তোকে নিয়ে হাজারো ভাবনা , কত কি পরিকল্পনা । আমি কি খেলে তুই সঠিক পুষ্টি পাবি ? কতক্ষণ ঘুমালে তোর শরীর সুস্থ্য থাকবে , কোন বাহনে চড়লে তোর ক্ষতি হবে না । জানিস দোতালা থেকে উঠানামা করতে গিয়ে তোর ক্ষতি হতে পারে ভেবে তোর বাবা মাকে নানু বাসায় নিয়ে এসেছে । পত্রিকায় নবজাতক শিশুকে নিয়ে কোন লেখা থাকলেই মা তা কেটে নিয়ে রেখে দিই চুপিচুপি , কাজে লাগবে ভেবে । দোকানে ছোট শিশুর কিছু দেখলে এখনই কিনে নিয়ে আসতে ইচ্ছে করে । মা বাবার এখন সব চিন্তা সাধ্যের মধ্যে তোর জন্য একটা সুস্থ্য পরিবেশ তৈরি করা । 

কিন্তু ... কিন্তু সত্যিই কি পারব তেমন পরিবেশ তৈরি করতে ? তুই এমনই এক দেশে জন্মাবি যেখানে হাজারো সমস্যায় মানুষ প্রতিনিয়ত ধুকছে । তোর ছোট্ট শরীরটার সঠিক বেড়ে ওঠার জন্য ফল খেতে বলে সবাই , কিন্তু তাতে বিষাক্ত দ্রব্য মেশানো । মাছ খাব তাতে ফরমালিন দেওয়া , মুরগি খাব্ তাতেও নাকি ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়া যাচ্ছে , শুনছি বাজারে ডিমেও নাকি কি ভেজাল হচ্ছে । সব কিছু বেছে খেয়ে না হয় তোকে পৃথিবীতে নিয়েই আসব , তারপর তোকেও একই রকম করে বেছে বেছে খাইয়ে আদর মমতায় বড় করে তুলব । তুই টুকটুক করে বড় হয়ে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাবি । মা তোকে শুধু নাশ্তার বক্স আর পানি দিতে চাইলেও সমাজের অসুস্থ্য জ্ঞান আহরণের প্রতিযোগিতার জন্য তোর ব্যাগে অনেকগুলো বই দিয়ে দিতে হবে । না হলে নাকি তুই অনেক পিছিয়ে পড়বি । দেশে এখন কচি কচি মাথাগুলোকে শুরুতেই নাকি মহাজ্ঞানী হয়ে উঠতে হবে । আর তাই আনন্দের শৈশব বাদ দিয়ে তোকে সারাদিন এই বই ঐ বই নিয়ে বসে থাকতে হবে । তোকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়েও মা কি চিন্তামুক্ত থাকতে পারব , তাও কি সম্ভব ? রাস্তায় কোন দুর্ঘটনায় মা – তুই দুজনেই গাড়ির নিচে পড়ব ,কে জানে ? অথবা রাজনৈতিক দলাগুলোর কোন্দলের মাঝে পড়ে বাসে পুড়ে জান দিতে হয় । আমাদের ঢাকা এখন মৃত্যুপুরী । এখানকার দূষণীয় বাতাস গ্রহণ করেই তোকে বেড়ে উঠতে হবে । সমাজে এখন শুধু মন্দের দাপাদাপি । কিছু ভাল থাকলেও তা ঢাকা পড়ছে খারাপের ভিড়ে । ভাবতে গেলেই গা শিউরে উঠে মন দমে যায় । 

ছোট্ট প্রাণ আমার , তুই কি মায়ের এমন চিঠিতে ভয় পাচ্ছিস ? ভাবছিস এত মন্দের মাঝে কেন আমাকে নিয়ে আসছ ? ভয় পাসনা জান আমার । মাঝে মাঝেই ভয় হচ্ছে , মন খারাপ হচ্ছে । এতসব ভয়াবহ অবস্থার মধ্যে তোকে কিভাবে টিকিয়ে রাখব , কিভাবে প্রকৃত মানুষ করে তুলব ভেবে । কিন্তু পরক্ষনেই আল্লাহর উপর ভরসা রেখে নতুন দিনের অপেক্ষায় থাকি । আমাদের ভালবাসা , যত্ন আর সঠিক পদক্ষেপের মাধ্যমে নিশ্চয় আমরা সুস্থ্যভাবে তোকে বেড়ে উঠতে সাহায্য করব । কারণ তোরাই তো ভবিষ্যতের কাণ্ডারি , এই দেশ যে তোদের হাত ধরেই ঘুরে দাঁড়াবে । 

তোর অপেক্ষায় মা
৮৩ টি মন্তব্য
Kabirsalma123সালমা কবীর০৮ জুন ২০১৪, ১৯:৩৮
ভাল লাগল।পরিবেশ প্রাসঙ্গীক
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২০:১৫
ধন্যবাদ আপু  
শুভেচ্ছা নিবেন ।
Maeenমাঈনউদ্দিন মইনুল০৮ জুন ২০১৪, ২০:০৯
ওয়াও... ওয়াও!
ওস্তাদের মার নিশি রাতে! ... একদম স্পন্দন এলেন অবশেষে 
আমার এক বন্ধু তাদের প্রথম সন্তানের নাম রেখেছে স্পন্দন...
প্রেয়সী তার প্রিয়তমকে ডাকে স্পন্দন!

মায়ের কাছেন সন্তান সত্যিই হৃদয়ের স্পন্দন... প্রাণাংশ!
আপনার চিঠিতে তা-ই প্রকাশ পেলো অনাগত সন্তানের জন্য। 
আপনার মাতৃহৃদয়ের পরশ পেলাম, জেসমিন আপা 
ছুঁয়ে গেলো... সত্যি  


একটি বিষয় উদ্ধৃতি না দিয়ে পারছি না:
// মা তোকে শুধু নাশ্তার বক্স আর পানি দিতে চাইলেও সমাজের অসুস্থ্য জ্ঞান আহরণের প্রতিযোগিতার জন্য তোর ব্যাগে অনেকগুলো বই দিয়ে দিতে হবে। না হলে নাকি তুই অনেক পিছিয়ে পড়বি। দেশে এখন কচি কচি মাথাগুলোকে শুরুতেই নাকি মহাজ্ঞানী হয়ে উঠতে হবে।// 
আমাদের দেশের অনেক মা-বাবা এটি বুঝতে পারেন না।
এসময়ে শিশুদের আনন্দ করা, হইহুল্লা করা, দুষ্টুমি করা... একটু অনিয়ম করা তাদের বেড়ে ওঠারই অংশ।
এটি অনেকেই বুঝেন না।


চিঠির মাধ্যমে চলমান সমাজের ক্ষতগুলো তুলে ধরেছেন...
মুগ্ধ হলাম... সেলাম লইয়েন কিন্তুক 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২০:২৪
অনেকদিন পর লিখতে পেরে বেশ আনন্দ লেগেছিল । সাথে টেনশন কি লিখলাম ভেবে । 

এমন মন্তব্য পেয়ে খুশিতে আটখানা । 
হুম, সন্তানতো মায়ের একটি অংশ । এই একটা বিষয়ে ভাল অভিজ্ঞতা আছে তো তাই ঘুরে ফিরে এই নিয়ে কিছু লেখা এসে যায় । 

দেশের বাইরে আসার ফলে এই একটা জিনিস খুব ভালভাবে দেখছি , সন্তান বড় হয় আনন্দের মাঝ দিয়ে , শিখে খেলার ছলে । ফলে সব মাথায় এমনিতেই ঢুকে যায় । অথচ দেশে ওষুধের মত গুলে খাওয়ানো হচ্ছে শিক্ষাকে 

আপনি মুগ্ধ হওয়ায় আমি কিছুটা ভরসা পাইলাম । 
জী বিনয়ের সাথে সালাম নিলাম । 
KohiNoorমেজদা০৮ জুন ২০১৪, ২০:১০
কি যে দুনিয়া আসলো। কোন কিছুই খাওয়া যায় না, খাওয়ানো যায় না। মহা ফাপরে আছি। 

লেখাটা প্রাসঙ্গিক, সুন্দর। ভাল লাগলো। ধন্যবাদ জেসমিন
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২০:২৭
আসলেই ভাবতে গেলে শিউরে উঠতে হয় । বাংলাদেশের মানুষকে ব্যবসায়ীরা মানুষ ভাবে না । 

ধন্যবাদ মেজদা লেখা পড়ে মতামত জানানোর জন্য । 
KohiNoorমেজদা০৮ জুন ২০১৪, ২০:৩৫
আমি এই ভয়ে ফল মুল খুব সাবধানে খাই। শুধু ফল মুল নয়-----সবই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২০:৫০
সাবধানে খেতে গেলে ফল খাওয়া বাদ দিয়ে দিতে হবে অথবা নিজের গাছে ফল ধরাতে হবে । কিন্তু গাছ লাগানোর জায়গা কোথায় ?
Jolrashiনুসরাত জাহান আজমি০৮ জুন ২০১৪, ২০:৩০
কেমন আছ আপু?? 

অনাগত সন্তানকে লেখা চিঠিটা দারুন লাগলো আপু। 
সন্তান পৃথিবীতে আসছে, তাকে নিয়ে উৎকণ্ঠার শেষ নেই মায়ের। এমনটাই তো হবার কথা। আর হবেইবা না কেন? চারিদিকে যে সব ভ্যাজাল জিনিসপত্র। কার মাথা ঠিক থাকে এসব দেখে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২০:৫২
বেশ ভাল আছি । 

চারদিকে এতসব ভেজাল সাধারণ মানুষ যদি চিন্তায় পড়ে যায় একজন হবু মায়ের সেই চিন্তা বহুগুণ বেশি । 

তোমার নোয়াখালীর চিঠি অফলাইনে পড়েছি । এখনো মন্তব্য দেওয়া হয় নি । দাড়াও আসিতেছি
Jolrashiনুসরাত জাহান আজমি০৮ জুন ২০১৪, ২০:৫৪
চারদিকে এতসব ভেজাল সাধারণ মানুষ যদি চিন্তায় পড়ে যায় একজন হবু মায়ের সেই চিন্তা বহুগুণ বেশি । সত্যি কথা।
shohel121পরানের কথা০৮ জুন ২০১৪, ২১:০৫
এখন কচি কচি মাথাগুলোকে শুরুতেই নাকি মহাজ্ঞানী হয়ে উঠতে হবে । আর তাই আনন্দের শৈশব বাদ দিয়ে তোকে সারাদিন এই বই ঐ বই নিয়ে বসে থাকতে হবে । তোকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়েও মা কি চিন্তামুক্ত থাকতে পারব , তাও কি সম্ভব ? রাস্তায় কোন দুর্ঘটনায় মা – তুই দুজনেই গাড়ির নিচে পড়ব ,কে জানে ? অথবা রাজনৈতিক দলাগুলোর কোন্দলের মাঝে পড়ে বাসে পুড়ে জান দিতে হয় । আমাদের ঢাকা এখন মৃত্যুপুরী । এখানকার দূষণীয় বাতাস গ্রহণ করেই তোকে বেড়ে উঠতে হবে । সমাজে এখন শুধু মন্দের দাপাদাপি । কিছু ভাল থাকলেও তা ঢাকা পড়ছে খারাপের ভিড়ে । ভাবতে গেলেই গা শিউরে উঠে মন দমে যায় । 

সময়ের চিত্রায়ণ খুব সুন্দর হয়েছে আপা। আমরা যেনো আজ মৃত্যুপুরীতেই নিঃশ্বাস নিচ্ছি। 
মুক্তি কি আছে?

শুভেচ্ছা আপা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:১৩
জানি না ভাই । ভাবতে গেলেই নিজেদের সন্তানদের জন্য আমরা এক মৃত্যুপুরী রেখে যাচ্ছি । এর দায় এড়াতে পারব ? 

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য । শুভেচ্ছা আপনাকেও ।
shohel121পরানের কথা০৮ জুন ২০১৪, ২১:২১
কষ্ট পাই।
শুধু তাই।
আর কিছু---------?
করার নাই।

(আমরা জিম্মি)
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:২৭
neelsadhuনীল সাধু০৮ জুন ২০১৪, ২১:১২
 

শুভেচ্ছা জেসমিন  
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:১৫
শুভেচ্ছা নীল ভাই । মতামত চাই 
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক০৮ জুন ২০১৪, ২১:২৫
এই চিঠিটা স্টিক করা হোক।

পারলে কেউ এই চিঠিটা আমাদের প্রধানমন্ত্রীমার কাছে পৌঁছিয়ে দাও। উনিতো মা, তাই না?

সালাম জানবেন। মা'রা কত চিন্তা করে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:৩০
অনেক দিন আগে আপনি আমার আরও একটি পোস্ট স্টিকি করতে বলেছিলেন । মনে আছে । 

প্রধানমন্ত্রী মা হয়েও চোখ বন্ধ করে আছেন । তার সন্তানরা বড় হয়ে গিয়েছে বলে হয়ত । 

সন্তানের মঙ্গল নিয়ে মায়ের দুশ্চিন্তাই যে বেশি । 
সালাম গ্রহন করলাম । 
আপনিও সালাম নিবেন ।
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক০৮ জুন ২০১৪, ২১:৩৩
তবুও মা। মায়ের জন্য দোয়া করতে হয়। সন্তরাও বড় হবে। হয়তো ধুকে ধুকে মরবে তবুও মা ডাকতে হয়।

মা শব্দে শান্তিস্বস্তি আছে।

মঙ্গল হোক!

ওয়াস্সালাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:৩৫
আল্লাহ যদি উনাকে এই দুশ্চিন্তাগুলো স্বপ্নে দেখাতেন তাহলে হয়তো উনি এভাবে চুপ থাকতে পারতেন না । 
হুম, মা মানেই শান্তির আধার ।
Numan75নুমান০৮ জুন ২০১৪, ২১:২৬
আমি এসেছিলাম
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:৩২
তা তো বুঝলাম । লেখা কেমন হল ? 
আছেন কেমন ?
Numan75নুমান০৮ জুন ২০১৪, ২১:৩৪
আমি ভাল। আপনি?

আর লেখাটা পড়তেছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:৩৬
আমিও ভাল । পড়েন । 
মতামত দিয়েন 
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম০৮ জুন ২০১৪, ২১:৩০
চমৎকার! 
ধন্যবাদ, বোন জেসমিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:৩৩
অনেক অনেক ধন্যবাদ আবুহেনা ভাই 
সালাম নিবেন ।
sazzad77সাজ্জাদ হোসাইন০৮ জুন ২০১৪, ২১:৩৫
অনেকদিন পর আপনার লিখা পড়লাম,ভালো লাগলো।একদম প্রতিটি মায়ের বলা,না বলা কথাগুলো ফুটে উঠেছে।

মা বাবার এখন সব চিন্তা সাধ্যের মধ্যে তোর জন্য একটা সুস্থ্য পরিবেশ তৈরি করা
অনেকগুলো লাইন থেকে এটা এ লাইনটাকে মার্ক করলাম এ জন্যযে সত্যি প্রতিটি বাবা মা তার সন্তানের জন্য সুন্দর একটা পরিবেশের জন্য কাজ করেন।অনেক সন্তান হয়তো বড় হয়ে ভাবে পুরোটাই সে যে সমাজে ছিল তার প্রভাব আসলে ধর্ম সমাজ জাতি এসবই তো বাবা মা'র কাছ থেকে আল্লাহ্‌র রহমতে সন্তানের প্রাপ্তি।এ প্রাপ্তিটুক স্বীকার করে নিলেই পরিবারগুলো অনেক সুন্দর ভাবে গড়ে উঠবে যা জাতি তথাপি রাষ্ট্র গঠনে সহায়ক ভুমিকা পালন করবে। 

আপনাকে আন্তরিক ধন্যবাদ সুন্দর চিঠির জন্য প্রিয় আপু 
শুভেচ্ছা এবং শুভকামনা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জুন ২০১৪, ২১:৪৭
আরেহ সাজ্জাদ দেখি । 
ভিশন ভাল লাগছে তোমাকে দেখে । 
একজন সন্তান সঠিক ভাবে বড় হওয়ার জন্য ঘর, বাহির সব জায়গায় সুস্থ পরিবেশ লাগে । 
এবং সর্বোপরি আল্লাহর রহমত । 

সত্যি খুব খুশি হলাম । 
ভাল থেকো । 
sazzad77সাজ্জাদ হোসাইন০৮ জুন ২০১৪, ২১:৫৯
আপু আপনার লেখা দেখেই লগইন করলাম। 
আরও লেখা পাবো সেই আশা রইল। 

lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:১৭
সত্যিই ভীষণ ভাল লাগায় মন ভরে গেল । 
তোমার চিঠি কোথায় ? পড়ার অপেক্ষায় আছি ।
Numan75নুমান০৮ জুন ২০১৪, ২১:৪৪
ফেবুতে আপনার বানী দেখলাম অনেকদিন পর লেখালেখির অপচেষ্টা 


এমন অপচেষ্টা চলতে থাক। আর হ্যাঁ, উপরে দেখলাম আমাদের বড়ভাইসাব বলেছেন পারলে কেউ এই চিঠিটা আমাদের প্রধানমন্ত্রীমার কাছে পৌঁছিয়ে দাও 

আমিও তাই মনে করি।

হায়রে মা! এত বড় হওয়ার পরও আমার মা আমাকে নিয়ে এসব চিন্তা সর্বদা করেন। তিনি কোন ফল, মাছ ইত্যাদি কিছুই খান না। বলেন, আমার ছেলে খাচ্ছে না। খাইলেও তো আমি দেখছি না।
Numan75নুমান০৮ জুন ২০১৪, ২২:০১
ফেবুতে দাওয়াত পেয়ে লগইন করেছি। 

ভাল লাগে না ব্লগে আসতে। কিন্তু আপনাদের খবর পাইলে দৌড়ে আসার চেষ্টা করি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:১৬
আহারে সেই দিনগুলি কোথায় চলে গেল । দিনের বেশিরভাগ সময় কাটত ব্লগে । 

এমন আন্তরিকতায় ঋণী হয়ে গেলাম । 

দোয়া করবেন যেন অপচেষ্টা একটু নিয়মিত হয় । 

অনেক অনেক শুভকামনা ।
Mzarin31আরজু মুন জারিন০৮ জুন ২০১৪, ২২:১২
হ্যাঁ তাই তো , তুই আমার হৃদস্পন্দন । আমার প্রতিটি নিঃশ্বাসের সাথেই যেন তোকে আমি অনুভন করছি । একটা মুহূর্ত কি তোকে ছাড়া এখন আর ভাবা যায় ? কত আগ্রহ আর ভালবাসার ফসল তুই !! তোকে নিয়ে হাজারো ভাবনা , কত কি পরিকল্পনা । আমি কি খেলে তুই সঠিক পুষ্টি পাবি ? কতক্ষণ ঘুমালে তোর শরীর সুস্থ্য থাকবে , কোন বাহনে চড়লে তোর ক্ষতি হবে না । জানিস দোতালা থেকে উঠানামা করতে গিয়ে তোর ক্ষতি হতে পারে ভেবে তোর বাবা মাকে নানু বাসায় নিয়ে এসেছে । পত্রিকায় নবজাতক শিশুকে নিয়ে কোন লেখা থাকলেই মা তা কেটে নিয়ে রেখে দিই চুপিচুপি , কাজে লাগবে ভেবে । দোকানে ছোট শিশুর কিছু দেখলে এখনই কিনে নিয়ে আসতে ইচ্ছে করে । মা বাবার এখন সব চিন্তা সাধ্যের মধ্যে তোর জন্য একটা সুস্থ্য পরিবেশ তৈরি করা ।

চমত্কার একটি চিঠি। অনেক অনেক ভাললাগা ,ভালবাসা চিঠিতে জানিয়ে গেলাম বোন জেসমিন। ভাল থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:১৪
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে । আমি লিখতে পারি না । তবুও মাঝে মাঝে দুঃসাহস দেখাই । 
খুব ভাল লাগল । অনেক অনেক শুভেচ্ছা ।
Mzarin31আরজু মুন জারিন০৮ জুন ২০১৪, ২২:১৪
আল্লাহর উপর ভরসা রেখে নতুন দিনের অপেক্ষায় থাকি । আমাদের ভালবাসা , যত্ন আর সঠিক পদক্ষেপের মাধ্যমে নিশ্চয় আমরা সুস্থ্যভাবে তোকে বেড়ে উঠতে সাহায্য করব । কারণ তোরাই তো ভবিষ্যতের কাণ্ডারি , এই দেশ যে তোদের হাত ধরেই ঘুরে দাঁড়াবে । (*

অপূর্ব মেসেজ অনাগত সন্তানের জন্য। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:১২
ধন্যবাদ আপু , পছন্দের অংশটুকু কোট করার জন্য । 
শুভকামনা । 
diponkar07দীপংকর চন্দ০৮ জুন ২০১৪, ২২:২৯
তোরাই তো ভবিষ্যতের কাণ্ডারি , এই দেশ যে তোদের হাত ধরেই ঘুরে দাঁড়াবে । 

ভালো লাগা অনিঃশেষ জানবেন।
শুভকামনা। সবসময়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:১১
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য । শুভকামনা
Rabbaniরব্বানী চৌধুরী০৮ জুন ২০১৪, ২২:৩০
ধন্যবাদ আপা, অবশেষে চিঠি এলো। চিঠিতে শুধু একটা লুক দিয়ে গেলাম আজ, কাল চিঠির বিশ্লষন করে পড়ে নিব। 

সংসারী মানুষ নানান যন্ত্রনায় থাকতে হয় বিশাল জগৎ সংসার আমার, তাহাদের নিয়ে এখন কেবল ঘরে ফিরলাম। ভালো থাকবেন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:১১
এই চিঠি লেখার পিছনে আমার চেয়ে আপনার অবদান বেশি । চিঠি লিখব লিখব করছিলাম কিন্তু লেখা আর হয়ে উঠছিল না । আপনি নিয়মিত তাগাদা না দিলে সেদিন এক বসায় লেখাই হত না । 


অপেক্ষায় থাকলাম মতামতের জন্য । যদিও আগামীকাল নিজে কখন সময় দিতে পারব জানি না । বাসায় কিছু মেহমান আসবে । তাই সারাদিন ব্যস্ততা থাকবে । আহারে সংসার শুধু কাজ আর কাজ ।
Numan75নুমান০৮ জুন ২০১৪, ২২:৫৫
আপা আবার কই গেলেন। নিজে হাজির না থাকলে কথা কইমু কার লগে!
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:০৪
ভাইরে আজ আমাদের ছুটির দিন । মেয়ে , মেয়ের বাপ বাসায় থাকে । তাই ব্যস্ততা বেশি । 
সরি , সময়মত থাকতে না পারায়
MatirMoynaমাটিরময়না০৯ জুন ২০১৪, ০০:১০
ঠিক বুঝতে পারছি না কি লিখা উচিত। 

প্রথমত আবেগে আমি ভিজে গেছি। 
দুই-- বাস্তবতা কি দেখিয়ে দিলেন আপা- 
তিন-- অপেক্ষার প্রহর অনেক লম্বা আর মধুর-

আর চার--- কেমন আছেন আপা??
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ০১:০২
অনেক কিছুই বলে ফেলেছেন । তাতেই আমি ধন্য ।  
জী ভাল আছি । আপনি ?
narunabdনাসরিন চৌধুরী০৯ জুন ২০১৪, ০৩:৩৫
হুম পড়েছিলাম সেই দুপুরে আর মন্তব্য দিচ্ছি এই শেষ রাতে ।পেলাম তাহলে চিঠি সহ ফুল ওয়ালীকে। বেশ সুন্দর লিখেছো । ভাবনাটাও বেশ সমসাময়িক । আমরা আসলে আমাদের সন্তানদের জন্য কেমন বাসযোগ্য পৃথিবী রেখে যাচ্ছি সেটাই ভাবনার বিষয় ।কিন্তু ভাবে কজন বল ! 
অনাগত সন্তানকে নিয়ে সাবলীল একটি চিঠি পড়লাম ।
ভাল থেকো। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:০২
এক সময় মন্তব্য করলেই হল । না করলেও অসুবিধা নাই । তবে পাঠকের মতামত পেলে লেখাটা কেমন হল জানা যায় । জী অবশেষে এলাম । চিঠি লেখা এক সময় খুব আনন্দের কাজ ছিল । আর তাই দিয়েই ফেললাম একটা । 


সন্তানের ভবিষ্যৎ নিয়ে , তার জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি এটা সবাই কম বেশি ভাবে । তবে তা শুধু নিজেরটুকু ভেবে । সম্মিলিত ভাবে ভাবলে আজ এই অবস্থা হয়তো হত না । 

অনেক ধন্যবাদ নাসরিন , ব্যস্ততার মাঝেও ভালবাসার প্রকাশ রেখে যাওয়ায় । 
তুমিও ভাল থেকো । 
missildhakaভোরের মিছিল০৯ জুন ২০১৪, ০৩:৪২
সালাম জানবেন আপু ,
প্রথমে এক অজানা ভয়ে চিঠিটা পড়তে চাইনি ।কেন জেন মনে হল এই প্রথম আমি আপনার কোন লেখা পড়ছি তাই আপনার ব্লগ বাড়ীতে আসা । 
এর আগে আপনার কোন লেখা এর আগে আমার পড়া হয়নি আমি জানি না আপনি কোন বিষয়ের উপর লেখা লেখি করেন কিন্তু আজকের এই চিঠিটা খুব সুন্দর করে ছুছিয়ে লিখেন ।। শুধু এইটুকু বলি নিয়মিত লিখুন ।
আজ ভাল মন্দ সমালোচনা করব না ।শুভেচ্ছা নিন ভাল থাকুন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:১০
ভয় কিসের ভেবে অবাক হলাম । শেষ পোস্ট দিয়েছিলাম ১ লা বৈশাখ । দীর্ঘ বিরতি এবং অনিয়মিত বলে আমার লেখা আপনার চোখে পড়েনি । আমি স্পেশালি কোন বিষয়ের লেখক নই । বলতে পারেন ব্লগিং করার জন্য কিছু লেখা লিখেছিলাম । আপনার আগ্রহ হলে আমার ব্লগ বাড়ি ঘুরে আসতে পারেন । 

আর লেখায় কোন ভুল পেলে অবশ্যই কোনরকম দ্বিধা ছাড়া জানাবেন । না হয় শুধরানো যাবে না । 
অএঙ্ক অনেক ধন্যবাদ আমার লেখা পড়ে মতামত জানানোর জন্য । 
ভাল থাকবেন ।
kamaluddinকামাল উদ্দিন০৯ জুন ২০১৪, ০৮:২৩
ব্যতিক্রমী চিঠি, আর চিঠির মাঝে ফুটে উঠেছে আমাদের সমাজের অসঙ্গতির চরম চিত্র।

শুভেচ্ছা আপনাকে
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:১৬
ধন্যবাদ কামাল ভাই । একটু চেষ্টা করলাম আর কি
আপনাকেও অনেক শুভেচ্ছা
kamaluddinকামাল উদ্দিন১১ জুন ২০১৪, ১২:২৭
চেষ্টা করলে কি না হয় 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ জুন ২০১৪, ১৯:৫১
সেটাই 
kamaluddinকামাল উদ্দিন০৯ জুন ২০১৪, ০৮:৩৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:১৬
কফিই ইদানিং বেশি ভাল লাগে । 
বিকালে খেয়ে নিব
kamaluddinকামাল উদ্দিন১১ জুন ২০১৪, ১২:২৬
আমারো ভালো লাগে 
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)০৯ জুন ২০১৪, ০৯:৩৩
হুমমম 'মা' খুব ছোট্র একটি শব্দ, সেই মা হতে পারে একটি দেশ, হতে পারে সত্যিকারের একজন মা। আর সেই মায়ের তাঁর সন্তানদের নিয়ে কতই না ভাবনা, কতইনা স্বপ্ন, কতইনা দুশ্চিন্তা, তাই না? প্রতিটা মা-কেই তাঁর সন্তানদের পরিবেশ, পরিস্থিতি এবং আসে-পাশের চারিপাশ নিয়ে কত কিছুইনা ভাবতে হয়, এটাই চিরাচরিত নিয়ম। মা হয়ে সন্তানকে চমৎকার চিঠি লিখেছ। অসম্ভব ভালো লাগা আর শুভকামনা রেখে গেলাম। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:২৩
আসলে প্রতিটি নারীর মাঝেই একজন মা লুকিয়ে আছে । মা হলে বিষয়টি আরও বেশি উপলব্ধি করা যায় । তখন নিজের মায়ের মত করে কিভাবে কিভাবে যেন সেও একই রকম করে ভাবতে থাকে । এটাই বোধহয় নিয়ম । 
চেষ্টা করেছি আপু । আমার লেখালেখি এখন বন্ধই বলতে গেলে । 
খুব হুশি হলাম আপনাকে পেয়ে । অনেক অনেক ধন্যবাদ । 
ভাল থাকবেন আপু । 
azimhossainআজিম হোসেন ’আকাশ’০৯ জুন ২০১৪, ০৯:৪১
ভাল ‍‍লিখেছেন আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:২৭
অনেক ধন্যবাদ 
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)০৯ জুন ২০১৪, ০৯:৪৩
জেসমিন, তোমার পোষ্টের ছবিটা কিন্তু খুব সুন্দর। জানো, আমার ছোট ছেলে অসি ঠিক এতো বড়ই হয়েছিল, খুবই ছোট্র মাত্র তিন পাউন্ড হয়েছিল। সে হসপিটালে তিন মাস থাকতে হয়েছিল। এখন মাশাল্লাহ সব কিছুই নরমাল এবং বড়ও হয়েছে অনেক। তোমার পোষ্টের ছবিটা দেখে সেই পুরানো কথা মনে পড়ে গেল, তাই বললাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:২৯
তাহলে তো ভালই করেছি । আপুকে কিছুক্ষণের জন্য পুরনো দিনে ফিরিয়ে নিতে পেরেছি । 
সুস্থ থাকুক আপনার সন্তানেরা । 
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি০৯ জুন ২০১৪, ০৯:৫৭
ধন্যবাদ এবং ব্লগে ফিরে আসার জন্য সু-স্বাগতম। 
আজ হতে বছর দেড়েক আগে আপনি আমাকে ব্লগে স্বাগতম জানিয়েছিলেন। 
আমি আজ সুযোগটি গ্রহন করলাম। 

চিঠি এতো শুধু চিঠি নয়।
পুরো দেশের একটা সময়উপযোগী চিত্র তুলে ধরেছেন।
শুধু প্রধানমন্ত্রী নয় দেশের প্রতিটি জনগণ এটা পড়া উচিৎ এবং এখান থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানো উচিৎ। 
আমি এরপরেও যোগ করতে চাই যেখানে আপনি আমি আমরা আছি ইনশা আল্লাহ এদেশে সুদিন আসবে। 
মহান আল্লাহ আমাদের সহায়হোন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:৩৯
বাপরে অতীত মনে রাখা !! ভাল মনের না হলে এটা সম্ভব না । 
আপনাদের তাগাদা থেকে দিয়েই দিলাম । কতক্ষণ থাকব জানি না । দোয়া করেন যেন এর মধ্যেই আর একটা লেখা তৈরি করে ফেলতে পারি । তাহলে হয়তো আরও কিছু বাঁধা পড়বো । 

ঠিক তাই , আশায় থেকেই সমাধান খুঁজে পাওয়ার আশ্বাস । আল্লাহ আমাদের সহায় হন । 
আপনার আন্তরিক মন্তব্যে ভীষণ ভাল লাগলো । 
ভাল থাকবেন ছাইফুল ভাই
Rabbaniরব্বানী চৌধুরী০৯ জুন ২০১৪, ১৪:১০
অনেক অনেক ধন্যবাদ আপা, ভিন্ন মাত্রার একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। 

অনেক সময় মা তাঁদের প্রিয় সন্তানকে নানান অনুভুতিতে, নানান প্রয়োজনে চিঠি লিখে এ চিঠিটি তেমনই একটি চিঠি কিন্তু এটিকে বলা যায় base বা সন্তানকে চিঠি লেখার ভিত্তি যেখান থেকে শুরু হয়েছে আগত সন্তানকে নিয়ে নানান সুখকর ও অনিশ্চিত অনুভুতির মিশ্রনে লেখা চিঠি। 

চিঠিটি পাঠকদের একটি নূতন ধারণা দিবে আর বিশেষ করে যারা আগামীতে মা ও বাবা হবেন তাঁদের জন্য বড় একটি চিন্তার খোরাক ও সচেতনতার পথ দেখাবে। 

অনেক অনেক ভালো থাকবেন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:৫৩
চিঠি লেখার আহবান শুরু হওয়ার পরই মাথায় রেখেছিলাম এই বিশয়ে লিখব কিন্তু হয়ে আর উঠছিল না । আপনার নিয়মিত তাগাদা মাথা থেকে লেখাটা বের করেই ছাড়ল । কৃতজ্ঞতা আপনার কাছে । 

এই চিঠি যদি কারো মনে চিন্তার খোরাক যোগায় সেটাই তো আমার পাওনা ।
Rabbaniরব্বানী চৌধুরী০৯ জুন ২০১৪, ১৪:১৯
" কত আগ্রহ আর ভালবাসার ফসল তুই !! তোকে নিয়ে হাজারো ভাবনা , কত কি পরিকল্পনা " 

এমন কোন বাবা- মা খুঁজে পাওয়া যাবে না যাদের মধ্যে আগত সন্তানকে নিয়ে হাজারো ভাবনা, নানান পরিকল্পনা করেন না বা নানান স্বপ্ন দেখেন না। 

একটি সঠিক চিত্র আঁকা হয়েছে চিঠিতে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:৫৭
আসলে এসব অনুভূতি তো সব বাবা মায়েরই একই ।
Rabbaniরব্বানী চৌধুরী০৯ জুন ২০১৪, ১৪:২৮
" কিন্তু তাতে বিষাক্ত দ্রব্য মেশানো । মাছ খাব তাতে ফরমালিন দেওয়া , মুরগি খাব্ তাতেও নাকি ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়া যাচ্ছে , শুনছি বাজারে ডিমেও নাকি কি ভেজাল হচ্ছে । " 

বর্তমানের এই বিষাক্ত বিষয়গুলি আমাদেরকে হত্যা করার সামিল আর যেখানে একজন আগত সন্তানের জন্য এই পরিবেশ কী !! তা কি তাঁর সুস্থ্য ও নিরাপদ পরিবেশের জন্য হবে !! তা আমাদের ব্যাখ্যার বাইরে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ জুন ২০১৪, ১৮:৫৯
জানিনা এই দুর্ভাবনাগুলি কেন আমাদের সমাজের মাথাদের আর ব্যবসায়ীদের মাথায় আসে না । এগুলোর প্রভাব কি তাদের গায়েও পড়ছে না ?
Rabbaniরব্বানী চৌধুরী০৯ জুন ২০১৪, ১৪:৩০
" কিন্তু পরক্ষনেই আল্লাহর উপর ভরসা রেখে নতুন দিনের অপেক্ষায় থাকি । আমাদের ভালবাসা , যত্ন আর সঠিক পদক্ষেপের মাধ্যমে নিশ্চয় আমরা সুস্থ্যভাবে তোকে বেড়ে উঠতে সাহায্য করব । ' 

শেষ পর্যন্ত এটাই আমাদের ভরসা, বেঁচে থাকার অবোলম্বন। 

ভালো থাকবেন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ জুন ২০১৪, ২২:১৩
এই আশা , ভরসা নিয়েই বেঁচে থাকতে হয় । না হয় মানুষ টিকবে কিভাবে ? 
রব্বানি ভাই , আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ শুরু থেকে এই পর্যন্ত পাশে থাকার জন্য । 
আপনিও ভাল থাকবেন ।
fardoushaফেরদৌসা০৯ জুন ২০১৪, ২১:৩৮
বাহ সুন্দর চিঠি , সন্তানের আগমনের শুরুতেই এত এত চিন্তা পেয়ে বসে আমাদের। 

তারপরও আলোর আশায় থাকি আমরা
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ জুন ২০১৪, ২২:১৮
এছাড়া আর উপায় কি 
ধন্যবাদ আপা । 
শুভেচ্ছা নিবেন । 
baganbilas1207কামরুন্নাহার১০ জুন ২০১৪, ১২:৪৪
  
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ জুন ২০১৪, ২২:১৮
ZOMADDERমো: মালেক জোমাদ্দার১৫ জুন ২০১৪, ১৭:০৬
‍চমৎকার
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জুন ২০১৪, ২২:৪০
ধন্যবাদ 
sularyআলভী১৫ জুন ২০১৪, ২২:৩৬
এক কথায় অতি অসাধারনন লেখা! এক লেখায় অনেক উপাদান! তবে মার মত কিন্তু সন্তানের অবারিত শৈশবের সুযোগ থাকছেনা! ধন্যবাদ আপু চমৎকার সৃষ্টিশীল লেখার জন্য।
sularyআলভী১৬ জুন ২০১৪, ১০:৩০
sularyআলভী১৭ জুন ২০১৪, ১২:৩২
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জুন ২০১৪, ২২:৪১
হুম, সন্তানের শৈশব ইট পাথরে বন্দী । 
অনেক অনেক ধন্যবাদ আলভী ভাই

1 comment:

  1. হৃদয় স্পর্শ করলো লিখাটা
    ধন্যবাদ লেখক

    ReplyDelete