Tuesday, September 9, 2014

দেখে এলাম মারবুরগ স্লশ ( শেষ পর্ব -ছবিসহ )


প্রথম পর্বের লিঙ্ক ঃ 

একটা রুমে বিভিন্ন যুদ্ধাস্ত্র । এক একটা বিশাল বর্ম দেখে ভয় লাগছিলো ঐগুলি নিয়ে কিভাবে যুদ্ধ করতো ভেবে ।সেই শতাব্দীর অস্ত্রগুলি দেখে বুঝা যায় কত যুদ্ধ এরা করেছিলো । একদম উপরের ফ্লোর যেতে বারণ ছিল বলে দেখা যায় নি । আবার পুরো ভবনের সব দিকও দেখতে দেওয়া হয়নি । শুধু পিছনের অংশ দেখার জন্য উন্মুক্ত ছিল । সব দেখা শেষ করে দুই তিন মিনিটের দেরীর জন্য একঘণ্টা অলস সময় কাটালাম বাসের অপেক্ষায় বসে থেকে । আমার খুব ইচ্ছা ছিল এই পাহাড়ি রাস্তার পাশে গড়ে উঠা বাড়িগুলো হেঁটে হেঁটে দেখে যাওয়ার । কিন্তু বাইরে জার্মানির অকেশনাল বৃষ্টি থাকায় এবং সঙ্গে বাচ্চারাও তাদের wagen থাকায় কেউ রাজী হল না । তাই অগত্যা আবার বাসে চড়লাম । বাসে উঠেই খুব অবাক হলাম একজন পঞ্চাশ পেরুনো মহিলা ড্রাইভার কে দেখে । অথচ কি দক্ষ আর কোমল ভাবেই না সে গাড়িটি চালিয়ে নিল । এমন খাড়া রাস্তায় তার বাস চালানোও আমাকে কম মুগ্ধ করেনি । 

আমার কাছে মারবুরগ শহরটিকে আমাদের শহরের চেয়ে বেশ ঘন লেগেছিলো । মনে হচ্ছিলো একটা বাড়ি আরেকটা বাড়ির গা ঘেঁষে লেগে আছে । এটা এই শহরের পুরনো অংশ বলেই নাকি এমন ঘনবসতি । নতুন দিকটা নাকি অনেক খোলামেলা । তা অবশ্য রেলস্টেশনের দিকে গিয়ে কিছুটা বুঝা গেলো । পুরনো মারবুরগের প্রতিটা বাড়ি অনেক সুন্দর এবং ভিন্ন নকশার । এই শহরেও একটি বিশ্ববিদ্যালয় আছে । যা মারবুরগ বিশ্ববিদ্যালয় নামেই বেশি পরিচিত । যদিও এর নাম Philipp university of Marburg . মারবুরগ শহরে পাহাড়ের অনেক উপরে একটি হাসপাতাল আছে যা গিসেন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ ভাবে পরিচালিত হয় । এর একটু কাছেই বোটানিক্যাল গার্ডেন আছে যা নাকি দেখার মত । কিন্তু আমাদের হাতে সময় ছিল না । এই শহরে সেন্ট এলিজাবেথ চার্চ নামে একটি বিখ্যাত চার্চ আছে । যা দেখতে পর্যটকদের ভিড় লেগেই থাকে । আর জার্মানির অন্য সব শহরের মতোই এই শহরটিও বেশ পরিস্কার পরিচ্ছন্ন । 

ক্যাসল এবং শহর দেখা শেষে আমরা সন্ধ্যা ৭ টায় বাসায় ফিরি । এই আসা যাওয়া এবং মিউজিয়াম দেখতে গিয়ে আমার একার ২০ ইউরো খরচ হয়েছে । আমার বরের অবশ্য শুধু মিউজয়াম দেখতে ইউরো দিতে হয়েছিলো । তাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড আছে বলে বাস ট্রেন সব জার্নি ফ্রি । এছাড়া খেতে যা খরচ হয়েছিলো । এই ঘুরে বেড়ানো আমার ভালো স্মৃতির একটি অংশ হিসেবে জমা হয়ে রইলো । 

নীচে ক্যাসলের কিছু ছবি আপনাদের জন্য দিলাম । এতে কিছুটা দেখে নেয়া যাবে আশা করি । যদিও মিউজিয়ামের ভিতরের কোন ছবি তুলতে পারিনি । 





ঐ দূরে স্লশ দেখা যায় । 




এখানে এসে বাস থেকে নেমে স্লশ দেখা শুরু হয় । 




নীচের দৃশ্য । 



দূর পাহাড়ের শহর । 



স্লশে ঢোকার পথে ঢালু রাস্তা 



মিউজিয়ামে যাওয়ার ফটক । 



একাংশ । 





পর্যটকরা দেখছেন । 









চার্চ দেখা যাচ্ছে । 






মারবুরগ স্লশ ।
৬৬ টি মন্তব্য
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
একি লিঙ্ক দেখি আসলো না । ধুর, প্রথম চেষ্টা করলাম । তাও বিফল । 
mukto75মুক্তমন৭৫০২ জানুয়ারি ২০১৩, ২২:০৩
কিসের লিংক???
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২২:০৫
আগের পর্বের লিঙ্ক দিতে চাইলাম । যদি কারো মিস হয় তাহলে পুরোটা একসাথে পড়তে পারবে ।
Maeenমাঈনউদ্দিন মইনুল০২ জানুয়ারি ২০১৩, ২১:১০
চোখ জুড়ালো মন পুরালো - তৃষ্ণা থেকে গেলো!
মনে থাকবে সেই ৫০ পেরোনো মহিলা ড্রাইভারকে যিনি পাহাড়ের গায়ে বাস চালাতে পারেন।
আমাদের দেশে মটরবাইকে মহিলা দেখলে লাইনে লাইনে মানুষ উষ্টা খায়!! কী আর কমু!!!

জেসমিন আপাকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২১:২৪
যে দেশে একলা একটি মেয়ে বেশি রাত করে হাঁটতে পারে না তাদের জন্য মোটর সাইকেল চালানো দেখা তো বিষম খাওয়ার মতোই লাগবে । 

ধন্যবাদ মইনুল ভাই কে পাশে আছেন বলে ।
Bedouinমুহাম্মদ সাঈদ আরমান০২ জানুয়ারি ২০১৩, ২১:১৭
আগের পর্ব গুলোও দেখে এসেছি । আপনার প্রবাসের দিন গুলো স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে । 
শুভকামনা সতত
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২১:২৮
আল্লাহ এমন সুযোগ করে দিলেন বলে শুকরিয়ার শেষ নেই । 
আপনাকে দেখে ভালো লাগলো । কেমন আছেন ?
incrediblezimনাজিম-উদ-দৌলা০২ জানুয়ারি ২০১৩, ২১:৩০
শেষ পর্ব পড়ে আগের পর্ব গুলো পড়ার ইচ্ছা জাগল। সময় করে পড়ব ভাবছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
ধন্যবাদ এই পর্ব পড়ার জন্য । আশা রাখছি আগের পর্বও পড়বেন । আজ গল্প আছে নাকি ?
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান০২ জানুয়ারি ২০১৩, ২১:৩১
আপনার প্রবাসের দিনগুলো কাটুক এমনিভাবে সারাবছর।

শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
আপনার শুভকামনা অনেক ভালো লাগা জন্ম দিল ।
vuterachorভূতের আছড়০২ জানুয়ারি ২০১৩, ২১:৪৬
 
আবারও অসাধারণ ভ্রমণ পোস্ট । আমি আজকের পোষ্টে চেস্টা করলাম কিছু খুঁত ধরতে। 
অথচ পারলাম না। পুরণো পোস্টগুলো দেখুন আর আজকের পোস্ট দেখুন ,নিজেই অবাক হবেন। 

বাসে উঠেই খুব অবাক হলাম একজন পঞ্চাশ পেরুনো মহিলা ড্রাইভার কে দেখে । অথচ কি দক্ষ আর কোমল ভাবেই না সে গাড়িটি চালিয়ে নিল । এমন খাড়া রাস্তায় তার বাস চালানোও আমাকে কম মুগ্ধ করেনি ।
 = ঠিক এমনই চাচ্ছিলাম জীবনযাত্রাকে তুলে আনা। 

আপনাকে ১০ এ ১০ দিলাম। 
তবে একটি আকাঙ্ক্ষা রয়েই গেলো বিখ্যাত চার্চ ছবি ও বর্ননা । 
আমি আবার কোথায় গেলে সেখান কার ধর্মীয় স্থাপনা গুলো দেখি ও জানার চেস্টা করি। 
আর ইয়োরোপের চার্চগুলোতো স্পেশাল। কারন সরকারও অনেক সময় চার্চকে সমীহ করে চলে। এবং একটা সময় এই চার্চই ছিলো ক্ষমতার কেন্দ্রবিন্দু। 


ভালো লাগা রেখে গেলাম। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২১:৫৭
ধন্যবাদ এমন একটি আন্তরিক মন্তব্যের জন্য । এভাবেই পাশে চাই । আমাকে এই ব্যাপারে ছদ্মবেশী ভাইও কিছু পরামর্শ দিয়েছিলো । 

আসলে চার্চ দেখার সময় পাইনি । তাই তেমন কিছু লিখতে ও ছবি দিতে পারলাম না । 
সত্যি অনেক ধন্যবাদ । এখন থেকে নিয়মিত পাশে থাকবেন ।
vuterachorভূতের আছড়০২ জানুয়ারি ২০১৩, ২২:১৮
পাশে আগেও ছিলাম 
এখনো আছি আগামিতেও থাকবো। শুধু লিখে যান।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
monakash71মনের আকাশ০২ জানুয়ারি ২০১৩, ২১:৪৬
অনেক ভাল লাগলো ,মনে হোল আপনার সাথে আমি ও ঘুরে এলাম ,
শুভেচ্ছা আপু (অনেক)


lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
্তাই নাকি মনের আকাশ ? সঙ্গে থাকবেন তাহলেই ঘুরে আসা হবে । 
একটু পর বার্তা দিচ্ছি ।
Rabbaniরব্বানী চৌধুরী০২ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
" সেই শতাব্দীর অস্ত্রগুলি দেখে বুঝা যায় কত যুদ্ধ এরা করেছিলো । একদম উপরের ফ্লোর যেতে বারণ ছিল বলে দেখা যায় নি । আবার পুরো ভবনের সব দিকও দেখতে দেওয়া হয়নি । " 

ভ্রমন কাহিনীর দারুন বর্ণনা, ছবিগুলি ও ভ্রমনের বর্ণনা খুব ভালো লাগলো, ভ্রমন ছাড়া সৃষ্টিকে বুঝা যায় না, বুঝা যায় না ইতিহাসের গুরুত্ব। পকেটে টাকা থাকলেই হয় না ভ্রমনের জন্য চাই মানসিকতা। শুভেচ্ছা জানবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২২:০৭
এই ক্যাসলের গল্প পলাশের কাছে শুনেছিলাম , ছবিও দেখেছিলাম কিন্তু নিজের চোখে দেখার আনন্দই আলাদা । তা মনে থাকবে অনেক দিন । 
ধন্যবাদ রব্বানি ভাই সময় করে পোস্টে এলেন দেখে ।
Rabbaniরব্বানী চৌধুরী০২ জানুয়ারি ২০১৩, ২২:৩০
ছবির দেখা, আর নিজের চোখের দেখার মধ্যে অনেক তথাৎ । 

সময় করে পোষ্টে আসব কেন !! আমি সব সময়ই পোষ্টে থাকি। ভালো থাকবেন।
fardoushaফেরদৌসা০২ জানুয়ারি ২০১৩, ২২:০২
চমৎকার ছবি আর সেই সাথে বর্ণনা । 

আপনার মাধ্যমে দেখা হল অনেক কিছু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২২:১৯
ধন্যবাদ ফেরদউসা আপা । সাথে ছিলেন দেখে ভালো লাগলো ।
mukto75মুক্তমন৭৫০২ জানুয়ারি ২০১৩, ২২:১০
চমৎকার ভ্রমন কাহিনী। এত সুন্দর করে আপনি লিখেছেন, প্রতিটি পর্ব খুব চমৎকার ফুটে উঠেছে আপনার লেখাতে। এখানেই লেখকের সার্থকতা। 

আপনি আজ আপনার যে ভ্রমন কাহিনী এখানে লিখেছেন, তা আমাদের সকলের কাছেই মনে হয়েছে আপনার চোখ দিয়ে যেন সেখানে ঘুড়ে এসেছি। অথচ এখানে অনেকেই এমন ভাবে সব ভ্রমন কাহিনী লিখে থাকে যে যেন সে তার কোনো স্ট্যাটাস ফেসবুকে শেয়ার না করে ব্লগ বন্ধুদের সংগে আড্ডা দেয়ার জন্য শেয়ার করছে।

এভাবেই লিখতে লিখতে একদিন খুব ভালো মানের একজন লেখক হবেন, এমনটাই আমি প্রত্যাশা করছি এবং কামনাও করছি প্রিয় জেসমিন আপা। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২২:২৩
আমি লেখাটি লিখতে চেয়েছি একটু যত্ন করে । তাই একটু সময়ও নিয়েছিলাম । চেয়েছিলাম জায়গাটির পাশাপাশি যেন শহরটিকেও সবার কাছে তুলে ধরা যায় । 

মনে হচ্ছে কিছুটা পেরেছি । ভালো লাগলো আপনার আন্তরিক মন্তব্য । আমার পোস্টে যা ভালো লাগবে তা যেমন বলবেন তেমনি যেটা খারাপ লাগবে তাও বলবেন । আমি অপেক্ষায় থাকবো । 

ভালো থাকবেন আপনিও ।
mukto75মুক্তমন৭৫০২ জানুয়ারি ২০১৩, ২৩:২৭
আমার পোস্টে যা ভালো লাগবে তা যেমন বলবেন তেমনি যেটা খারাপ লাগবে তাও বলবেন 

অবশ্যই আপা। বলবো। ভালো থাকবেন। শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২৩:৪৩
ধন্যবাদ । 
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০২ জানুয়ারি ২০১৩, ২২:৩২
ছবি তোলার সাথে সাথে দেখছি লেখালেখির ক্ষেত্রেও আপনার হাত পাকা হয়ে উঠছে আপু।

ভ্রমণ কাহিনী হিসেবে দু'টো লেখাই অসাধারণ। শুভেচ্ছা রইল 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
লজ্জা পাচ্ছি কিন্তু । আপনাদের প্রশংসা আমাকে আরও উৎসাহিত করবে । 
ভালো থাকবেন । 
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি০২ জানুয়ারি ২০১৩, ২৩:১৩
খুব ভালো ছবি আর অসাধারন বর্ণনা ।

আপনার লেখার মাধ্যমে আমরা দেখলাম ও জানলাম অনেক কিছু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২৩:৪৫
আপনাকে আমার পোস্টে পেয়ে খুশি হলাম । ভালো থাকবেন ।
moutushi1basharমৌটুশি বাশার০২ জানুয়ারি ২০১৩, ২৩:২২
শেষ থেকে শুরু করলাম , ছবি গুলো তো সুন্দর ই , সাথে আপনার বর্ণনার ধরণ , ঠিক যেন বসে গল্প করছেন । অনেক ভালো ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২৩:৪৭
আপনার মন্তব্য খুব আপন আপন লাগে । অনেক ধন্যবাদ ।
kamalghatailশ্যামল নওশাদ০২ জানুয়ারি ২০১৩, ২৩:৪৩
আহা! কী অপরূপ সব ছবি। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২৩:৪৬
তাই ? এসেছেন দেখে ভালো লাগলো ।
asrafulkabirআশরাফুল কবীর০২ জানুয়ারি ২০১৩, ২৩:৫১
বাসে উঠেই খুব অবাক হলাম একজন পঞ্চাশ পেরুনো মহিলা ড্রাইভার কে দেখে । অথচ কি দক্ষ আর কোমল ভাবেই না সে গাড়িটি চালিয়ে নিল । এমন খাড়া রাস্তায় তার বাস চালানোও আমাকে কম মুগ্ধ করেনি । 

#দারুন পোস্ট এককথায়..আপনার লেখা এবং বর্ণনার ভাষা দুটোই দারুন হয়েছে...খোলা জানালাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে মারবুরগ স্লশ দেখানোর জন্য 

#আমাদেরকে আর কষ্ট করতে হবেনা...এখন আমরা খোঁজ করব..পৃথিবীর কোন কোন দেশে আমাদের জানালারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন..তাদেরকে এক করতে পারলেই ১০০% কাজ সম্পন্ন হয়ে যাবে 

#অনায়াসে বিশ্ব ভ্রমণ...অনেক অনেক ধন্যবাদ,ভাল থাকুন সবসময়
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ০২:০২
খোলা জানালা , দারুণ বলেছেন তো । দেখি জানালা দিয়ে কতদূর দেখানো যায় । খালি আপনার ভাইজানের জন্য দোয়া কইরেন । সে সময় করতে পারলে আর রাজী থাকলে এমন কিছু জানালা দিয়ে বারবার দেখাইতে পারবো । বাকিটা আল্লাহর ইচ্ছা । 

আপনার মন্তব্য পেলে খুব ভালো লাগে । ভালো থাকবেন আশরাফুল ভাই ।
chomok001মোঃ হাসান জাহিদ০৩ জানুয়ারি ২০১৩, ০০:১৫
আপনার সাথে যেন আমিও ঘুরে এলাম । চমৎকার একটি পোস্ট । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ০২:৫৯
অনেক ধন্যবাদ জাহিদ ভাই । 
sonnasiসন্ন্যাসী০৩ জানুয়ারি ২০১৩, ০০:২৫
বাহ সুন্দর লাগল ছবি গুলো তবে আপনার প্রথম পর্বের লিংক পেলাম না। যাক আমি পরে সময় করে আপনার পোস্টে যেয়ে দেখে নিব। ধন্যবাদ পোস্টের জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ২৩:৩৮
লিঙ্ক ঠিকমত দিতে পারিনি । ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য ।
Rjamilরশীদ জামীল০৩ জানুয়ারি ২০১৩, ০২:৫৭
ছবি আর বর্ণনা দুটোই অসাধারণ!
আপনাকে বিশ্ব ভ্রমণে পাঠিয়ে দিতে পারলে কাজ হত।
সারা বিশ্বের চমতকার সব জায়গাগুলো দেখা হয়ে যেতো আমাদের।

শুভেচ্ছা আপা
-------------অবিরাম ভাল থাকুন।

-----------------------
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ২৩:৪০
িশ্ব ভ্রমণে কি ভাইজানের অর্থায়ন থাকবে নাকি ? তাহলে আমি তৈরি হই । 

ধন্যবাদ জামিল ভাই সবসময় পাশে থাকার জন্য ।
fardoushaফেরদৌসা০৩ জানুয়ারি ২০১৩, ০৩:২৮
ব্লগিং এ টাইম বেশি দিয়ে আকিফের পড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মানে তাকে ইংরেজি পড়াতে হয়না, সে নিজেই পারে, আবার স্কুলে ও সব শেষ করে দেয়। 
বাসায় আমি বাংলা পড়াই। এজন্য একটু ওর দিকে সময় বেশি দিচ্ছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ২৩:৪৪
এটা একটা ভালো কাজ করছেন । ছেলের দিকে মনোযোগ বেশি দেওয়া দরকার । তবে একেবারে ভুলে যাইয়েন না । আমারও এখানে সময় কমাতে হবে ।
Jalampwdআলম পিডাব্লিউডি০৩ জানুয়ারি ২০১৩, ০৯:৫৩
অসাধারণ ছবি আর সেই সাথে অসাধারণ আপনার ধারা বর্ণনা। খুবই ভাল লাগল। যত দিন জামার্নী আছেন তত দিন আপনার চোখ দিয়ে আমাদের কে জার্মান দেখাবেন।
শুভ কামনা রইল। ভাল থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ জানুয়ারি ২০১৩, ০০:০২
েখানোর মত জায়গাগুলি অবশ্যই দেখাব । অনেক ধন্যবাদ আলম ভাই । শুভেচ্ছা রইলো ।
kamaluddinকামাল উদ্দিন০৩ জানুয়ারি ২০১৩, ১০:৩৭
এস দেখলে শুধুই ছুটে যেতে ইচ্ছে করে........
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৪
আহারে । আপনার তো এমন লাগবেই ।
kamaluddinকামাল উদ্দিন০৪ জানুয়ারি ২০১৩, ০৮:০০
ঔষধ কি আপা ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ জানুয়ারি ২০১৩, ২৩:০৯
ভিসার জন্য দাঁড়ান । 
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৫
শেয়ার করতে থাকুন দারুন সব ছবি। শেষ পর্ব মানে! আরো ছবি পোস্ট দিতে হবে। 

নতুন বছরে আপনার জন্য সর্বাধিক সাফল্য কামনা করছি।
শ্রদ্ধা জানবেন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ২১:৪২
বেশি ছবি দিলে বিরক্ত হবেন । অনেক ভালো লাগলো একবার এসে দেখা দিয়েছেন । জানি , চোখে পড়লে আসবেনই ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক০৪ জানুয়ারি ২০১৩, ২২:৪৪
চমৎকার ভ্রমনের ছবি এবং বণর্না। খুব ভাল লাগল। ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ জানুয়ারি ২০১৩, ২৩:০৮
অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই ।
JAVED79এম ই জাভেদ০৬ জানুয়ারি ২০১৩, ০৫:৫১
আগের পর্বের চেয়ে ভাল হয়েছে। ভ্রমন বৃত্তান্ত চালিয়ে যাবেন কিন্তু। আমরা খালি পড়ব মুগ্ধতা নিয়ে। ভাল থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
আগে তো নতুন জায়গায় ভ্রমণ করি । তারপর নাহয় মুগ্ধতা । ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ।
bashudebবাসুদেব খাস্তগীর০৮ জানুয়ারি ২০১৩, ০৮:৫৭
দারুন সব ছবি। ভালো লাগলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ জানুয়ারি ২০১৩, ২৩:৪৮
ধন্যবাদ বাসুদেব ভাই । আগামী সপ্তাহে একটা দারুণ জায়গার ছবি দেওয়ার ইচ্ছা আছে ।
Jolrashiনুসরাত জাহান আজমি১৪ জানুয়ারি ২০১৩, ২৩:৪৬
দারুণ ছবি, সাথে দারুণ লেখা। ভ্রমন কাহিনি এখন থেকে তুমি খুব ভালো লিখতে পারবে আমার মনে হচ্ছে। জার্মান ভালো লাগলো।

ভালো থেকো আপু। ( আমি কিন্তু মাত্র দাঁত মেজে আসলাম।)
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ জানুয়ারি ২০১৩, ২৩:৫০
তুমি যখন সার্টিফিকেট দিলা তাইলে ভালোই লিখেছি । আগামী সপ্তাহে চোখ রেখ । নতুন একটি জায়গা নিয়ে আসবো । 

তোমাদের আন্তরিকতার জন্যই ব্লগ খুলে বসে থাকি । 
ভালো থেক । 

শোবার আগে দাঁত মেজে নিতে হয় । 
sopnerdin45এনামুল রেজা১৪ জানুয়ারি ২০১৩, ২৩:৫১
ট্যুরটা মজা করেই এনজয় করলাম জেসমিন আপু। ভাল লাগলো খুব।

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ জানুয়ারি ২০১৩, ২৩:৫৪
তাহলে তো সার্থক । ভালো থাকবেন । 
jamalhossainsজামাল হোসেন সেলিম১৫ জানুয়ারি ২০১৩, ০০:০৯
হ্যাঁ, অনেক আকর্ষনীয় স্থানেরই অনেক সময় ছবি তোলা যায় না। কখনো এটা একটা বিজনেস ট্রিক্স, কখনো নিরাপত্তার কারনে। অনুমতি থাকে না। পরে আফসোস হয় যে জন্য। তবুও যতটুকু দেখেছি আপনার বদৌলতে তাতেই বা কম কিসে? অনেক ধন্যবাদ আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জানুয়ারি ২০১৩, ০০:২৫
ঠিক বলেছেন । চেষ্টা করলাম আমার চোখে দেশের বাইরের একটি জায়গা থেকে ঘুরিয়ে আনতে । 

ধন্যবাদ সেলিম ভাই । ভালো থাকবেন ।
AmiTarannumআমিনা তারান্নুম০৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৫৪
অনেক ভাল লাগলো।
শুভেচ্ছা.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৪৮
আপনাকেও শুভেচ্ছা । ভালো থাকবেন

No comments:

Post a Comment