Thursday, September 11, 2014

ভালোবাসায় মোড়ানো মায়ের চিঠি --





আমার সোনামণি , 
খুশি হয়েছিস সোনামণি ডাকায় ? ছোটবেলায় সোনামণি না বললে গাল ফুলিয়ে ফেলতি। মায়ের হাতের লেখা দেখে চমকে গেলি ? তোকে চমকে দেওয়ার জন্যই যে এই চিঠি লেখা । তা না হলে এই সময় কেউ কি মায়ের হাতের লেখা চিঠি পড়তে পড়তে শ্বশুর বাড়ি যায় ? হুম, তুই সবার সাথে গল্প করতে গিয়ে বলবি “হ্যা, যায়”। এই চিঠিটা লিখতে বসে শুধু মনে হচ্ছে চিঠিটা যখন তুই পড়বি তখন তোর মাঝে কতরকম অনুভূতি মিলেমিশে এক অন্য অদ্ভুত অনুভূতি তৈরি হবে। সব মেয়েরই হয় । এ যে জীবনের এক খুব বড় সত্য। প্রত্যেক নর-নারী এই চমৎকার অনুভূতির সাথে পরিচিত। যা হয় খুব ঘোর লাগা । 

ভাবতেই অবাক লাগছে , আমার সেই ছোট্ট মেয়েটাও আজ সেই দিনের জন্য তৈরি। প্রত্যক বাবা মায়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত ক্ষণ হচ্ছে প্রথম সন্তান আগমনের সম্ভাবনার খবর পাওয়া। আমাদের জন্যও ছিল। ডাক্তারের পরামর্শে যদিও পরের আটটা মাস গিয়েছে প্রচণ্ড সাবধানতার মাঝ দিয়ে । কি ভয়ংকর সেই দিনগুলি । পৃথিবীতে আসার পর যে ছোট্ট মানুষটি একটুও স্থির থাকতে পারেনি সে কিনা মায়ের গর্ভে একদম নড়তে চাইতো না । তোর মা টা সারাক্ষণ কান খাড়া করে রাখতো কবার তুই মায়ের পেটের ভিতর খেলা করলি তা শোনার জন্য। তোর জন্মের পর ১২ ঘণ্টা পর মায়ের যখন জ্ঞান ফিরে এলো তখনও জানতো না কি বাবু এলো ? সিস্টার যখন আমার কাছে তোকে নিয়ে এলো জিজ্ঞেস করতে তোকে দেখাল। কি যে ভালো লেগেছিলো । কি তুলতুলে ভরাট গোলাপি একটা মুখ। সব মায়েরই বুঝি এমন আনন্দ হয় । 

হাসপাতাল থেকে নিয়ে এসে আমার প্রধান কাজ হয়ে গেলো তোর দেখাশোনা করা। সারাক্ষণ ইচ্ছে করতো তোর মুখের দিকে তাকিয়ে থাকতে। কিন্তু কে যেন বলল নতুন বাচ্চার দিকে নাকি মায়ের বেশিক্ষণ তাকাতে হয় না। তাহলে নাকি নজর লাগে।তাই বেশি তাকাতাম না। তারপরও বারবার তোর মুখটার দিকে চোখ চলে যেত। সেই মায়াভরা মুখটা বউ সাজেও নিশ্চয় পরীর মত দেখাবে। মা নাহয় তখনও চুরি করে দেখে নিব। 

সেদিনের ছোট্ট মেয়েটা একটু একটু করে বড় হয়ে গেলি। মাথায় ঝুঁটি করে, বিনুনি দুলিয়ে যে সারাক্ষণ খেলে বেড়াত সারা ঘরময়। কত আবদার,কত জেদ। তারপর একটা সময়ের পর কিছুটা স্থিরতা আসা, বাবা মা কিভাবে চাইছে তা মেনে চলার চেষ্টা, সময়ের সাথে সাথে একজন নারী হয়ে উঠা। আমরা তোকে স্বাধীনতা দিয়ে জীবনের সঠিক নিয়মগুলো মেনে চলার পথ দেখিয়েছি । তুইও তা পালন করেছিস বিশ্বাসের সাথে। 

আমার বিশ্বাস নতুন পরিবারে গিয়ে তুই নিজেকে মানিয়ে নিতে পারবি আন্তরিকতার সাথে। বিয়ে একটা মেয়ের জন্য শুধু তার স্বামীর সাথে নতুন জীবন শুরু করা নয় একটা নতুন পরিবারের সাথেও শুরু করা । আর এই ক্ষেত্রে মেয়েটি যদি দুই পরিবার থেকে সহযোগিতা পায় তবে তার জন্য এটা খুব আনন্দের জায়গা । তুই একদম ভয় পাবি না। মনে রাখবি , এক মায়ের কাছ থেকে তুই আরেক মায়ের কাছে যাচ্ছিস । তুই আন্তরিকভাবে তোর ভালোবাসা , দায়িত্ব দিয়ে তাদের কাছে টেনে নিলে তারাও তোকে তাদের মনে ঠাই দিবেন।

আমরা তোকে আমাদের বিবেচনায় যোগ্য ছেলের হাতে উঠিয়ে দিচ্ছি । তোরা দুজন নিজেদের ভালোবাসা , বিশ্বাস আর সহযোগিতার হাত দিয়ে জীবনকে সহজ করে তুলিস।সব সময় মনে রাখবি আমাদের সকল অবস্থায় আল্লাহ আমাদের সাথে থাকেন। আমরা তাকে স্মরণ রাখলে তিনি আমাদের জীবন সহজ করে দিবেন। 

অনেক কথা বলে ফেললাম মা , তাই না ? এবার তোকে আসল চমকের খবর দিই। তার আগে একটু বলে নিই। তোর বাবার সাথে যখন এ্নগেজমেনট হোল তার কয়মাস পর আমাদের বিয়ে হয়েছিল । সেই কিছুদিন তোর বাবার সাথে ফোনে বেশ আলাপ হত। তোর বাবা একদিন বলল, বাসর রাত পূর্ণিমার রাতে হলে কেমন হয় ? এবং বাসায় না হয়ে কোন সুন্দর জায়গায় হলে? আমি তো শুনে খুব খুশি। কিন্তু পরে মনে হোল যদিও পূর্ণিমার রাতে বিয়ের তারিখ ফেলা সম্ভব কিন্তু নতুন বউ শশুর বাড়ি না গিয়ে অন্য কোথাও উঠবে এটা সবাই কিভাবে দেখবে? দুই পক্ষই বা রাজি হবে নাকি ? তাই ভাবনাটা বাদ দিতে বললাম । কিন্তু মনের মাঝে একটা আক্ষেপ রয়ে গেলো । 

মনে মনে ঠিক করে রাখলাম আমার ছেলে বা মেয়ের বিয়েতে আমি সেই ইচ্ছে পূরণ করবো । আর তাই তোর শশুর শাশুড়ির সাথে কথা আগেই ঠিক করে রেখেছি তোদের প্রথম রাত হবে ফয়েস লেক রিসোর্টের সুন্দর একটি বাংলোয় যেখানে চাঁদের আলোয় তোরা আবিস্কার করবি ভালোবাসার নতুন সংজ্ঞা ।জীবনের এই বিশেষ দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে পারবি । 

বিয়ের পর মেয়েরা নাকি পর হয়ে যায় ? কে করে ? মা বাবা কখনো করেন না । তাদের কাছে তাদের সন্তান সেই আগের মতই থাকে। তবুও বারবার মনে হচ্ছে তোকে কতদূরে সরিয়ে দিচ্ছি । আজ এই দিনে মায়ের কথা খুব মনে পড়ছে । মায়েরও বুঝি এমন লেগেছিল তার মেয়েকে বিয়ে দিতে গিয়ে । 

তোর জন্য আর আমার নতুন ছেলেটার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো । 
ইতি 
মামনি ।


অফটপিক ঃ দেখতে দেখতে দুইটা বছর পার করে দিলাম ব্লগে । দিতে পারলাম না তেমন কিছুই । তবে অনেক ভালোবাসা পেলাম সবার কাছ থেকে । তাই সবার কাছে অনেক কৃতজ্ঞতা । 
৫৯ টি মন্তব্য
baganbilas1207কামরুন্নাহার১৫ জুন ২০১৩, ১৮:৪৮
শুভেচ্ছা, পড়ে পরে মন্যব্য করছি।   
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ১৯:৩৫
ঠিক আছে আপু । আপনার জন্যও শুভেচ্ছা । 
KohiNoorমেজদা১৫ জুন ২০১৩, ১৮:৫৯
দুই বৎসর পুর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা প্রিয় জেসমিন। 
চিঠি তো, জীবন কথন। ভাল লেগেছে। শুভেচ্ছা। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২০:১৭
আমি ভালো লিখতেই পারি না । তবুও খালি লোভ জাগে লেখার । তাই এই প্রচেষ্টা ----
ভালো থাকবেন মেজদা ।
Rabbaniরব্বানী চৌধুরী১৫ জুন ২০১৩, ১৯:০২
" সেদিনের ছোট্ট মেয়েটা একটু একটু করে বড় হয়ে গেলি। মাথায় ঝুঁটি করে, বিনুনি দুলিয়ে যে সারাক্ষণ খেলে বেড়াত সারা ঘরময়। কত আবদার,কত জেদ। তারপর একটা সময়ের পর কিছুটা স্থিরতা আসা, বাবা মা কিভাবে চাইছে তা মেনে চলার চেষ্টা, সময়ের সাথে সাথে একজন নারী হয়ে উঠা। আমরা তোকে স্বাধীনতা দিয়ে জীবনের সঠিক নিয়মগুলো মেনে চলার পথ দেখিয়েছি । তুইও তা পালন করেছিস বিশ্বাসের সাথে। " 

সে দিনের ঐ ছোট্টরা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। ছোট্ট শিশু. কিশোর- কিশোরী, তরুণ-তরুনী এই সময় কালটা যেন খুব দ্রুত ছুটে চলে। সেই সময়ের স্রোতে চলায় এ চিঠি লেখা।

খুব ভালো লাগলো চিঠির কথামালা। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২০:২১
হুম, দিন চলে যায় । খুব দ্রুত। কেউ তাল মিলাতে পারে কেউ পারে না । 

লিখতে পারি না । দিব কি দিব না ভাবতে ভাবতে দিয়ে দিলাম । যদিও কাল অনেকক্ষণ অপেক্ষা করে আবার আজকে প্রকাশ করলাম ।
Rabbaniরব্বানী চৌধুরী১৫ জুন ২০১৩, ১৯:১০
প্রথম আলো ব্লগে দ্বিতীয় বর্ষে আপনার পদার্পণে সকলের পক্ষ্য থেকে আপনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। শুভ হোক আপনার পথ চলা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২০:৫৪
দুই বছর পার করে দিলে কি ২য় বর্ষে পদার্পণ হয় নাকি ৩য় বর্ষে পদার্পণ হয় ? 
যাই হোক , আপনাদের শুভকামনা আমার ব্লগিয় জীবন আনন্দের করে তুলবে ।
Rabbaniরব্বানী চৌধুরী১৫ জুন ২০১৩, ২৩:৫৬
"দুই বছর পার করে দিলে কি ২য় বর্ষে পদার্পণ হয় নাকি ৩য় বর্ষে পদার্পণ হয়" 

বৃদ্ধ হতে আর কতটা বাকি !! এই ধরণের ভুল তো হবেই, তাই বলে ভুল ধরিয়ে দিতে হয় নাকি !! ভাগ্য ভালো যে আপনাকে চিনতে পেরেছি। ভাগ্যিস লিখে নি- ভালো থাকবেন আকতারী আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ জুন ২০১৩, ০০:০০
হা হা হা । ভুল ধরিয়ে দিয়েছি নাকি ? শুধু বলতে চেয়েছি এবার মনে হয় চশমা নিতে হবে । 
Rabbaniরব্বানী চৌধুরী১৬ জুন ২০১৩, ০০:০৮
" বলতে চেয়েছি এবার মনে হয় চশমা নিতে হবে " 

একেবারে শুভাকাংখী না হলে এ সব কথা কে বলে বলুন। ধরুন আপনাকে একটা ব্যাংককের চেক ইস্যু করব, সেখানে ১ এর পরে ৬ শূণ্যের জায়গায় যদি ৭ শূণ্য বসিয়ে দেই তখন আমার কি অবস্থা হবে বলুন তো !! 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ জুন ২০১৩, ০০:১০
আপনার যাই হোক আমার লাভই হবে । 

ধুমাইয়া শপিং করতে পারবো ।
nuru07নূর মোহাম্মদ নূরু১৫ জুন ২০১৩, ১৯:২৬
প্রথম আলো ব্লগে দ্বিতীয় বর্ষে পদার্পণে 
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২১:০৭
দুই বছর পার করে দিলে কি ২য় বর্ষে পদার্পণ হয় নাকি ৩য় বর্ষে পদার্পণ হয় ? 

আপনাকে আমার পোস্টে পাওয়া খুব বিরল কিছু । ভালো লাগলো খুব । 
লেখাটা কেমন হোল তা তো বললেন না । 
শুভেচ্ছা নিবেন এবং ভালো থাকবেন ।
MUSADDEK71মোসাদ্দেক১৫ জুন ২০১৩, ১৯:৩৫
শুভকামনা জানবেন প্রিয় চিঠির জন্য
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২১:৪১
ধন্যবাদ চিঠি টি পড়ার জন্য । 
শুভেচ্ছা রইল ।
salahuddinsiteসালাহ্ আদ-দীন১৫ জুন ২০১৩, ১৯:৫১
মায়ের কথা মনে পড়ছে। কেমন আছ মা?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২১:৪৮
মা কে ফোন দাও । কথা বলে মন ঠাণ্ডা করো । 
Jolrashiনুসরাত জাহান আজমি১৫ জুন ২০১৩, ২১:১৫
দুই বছর পূর্তি উপলক্ষে খুব সুন্দর একটা চিঠি পড়লাম। 

চিঠিটা পড়ার সময় আমার এক মুহূর্তের জন্য মনে হল, এটা তুমি আমাদের সাওদা মামনি কে উদ্দেশ্য করে লিখেছ। এতো আগে আগে লিখলা যে??? কাহিনী কি?? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২২:১৩
চিঠিটা লিখতে গিয়ে কিছুটা আমার মাথায়ও এসেছিল । কিন্তু আসলে ধারণা করে লেখার চেষ্টা করলাম । কোন কাহিনী নেই । 
তোমার ভালো লাগলো জেনে আমিও খুশি হলাম ।
meghneelমেঘনীল১৫ জুন ২০১৩, ২১:২৬
অভিনন্দন আপা।

চিঠিটা সুন্দর লিখেছে।
শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২২:২৬
ধন্যবাদ মেঘনীল । 
আপনাদের মত লিখতে পারি না । তবুও লোভ হয় । আর সেখান থেকেই এই চেষ্টা । 
শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২২:৩১
জানি না কি লিখলাম । আপনাদেরই বা কেমন লাগলো । 
পড়ে গেলেন জেনে ভালো লাগলো । 
শুভেচ্ছা রইলো জমির ভাই ।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী১৫ জুন ২০১৩, ২২:১৬
বাসর রাত পূর্ণিমার রাতে হলে কেমন হয় ? এবং বাসায় না হয়ে কোন সুন্দর জায়গায় হলে? 

এইটা তো মাথায় ঢুকায়া দিলেন 

মায়েরও বুঝি এমন লেগেছিল তার মেয়েকে বিয়ে দিতে গিয়ে 

এই লাইনটা অনেকবেশি মনে দাগ কাটলো, এক পরিস্থিতিতে অভিন্ন অনুভুতি, কিছুটা ব্যাথাতুর, কিছুটা আনন্দ মাখানো 

শুভেচ্ছা জানবেন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২৩:১৭
এইটা তো মাথায় ঢুকায়া দিলেন তাইলে আমার তো কিছু খাওয়া পাওনা হইলো । 
প্ল্যান করুন । দারুণ চমকে দিতে পারবেন । 

এক পরিস্থিতিতে অভিন্ন অনুভুতি, কিছুটা ব্যাথাতুর, কিছুটা আনন্দ মাখানো ঠিক তাই । প্রায় সবার বেলায় একই রকম । 
ধন্যবাদ মেহেদী কে সুন্দর ন্তব্য করে যাওয়ার জন্য ।
Maeenমাঈনউদ্দিন মইনুল১৫ জুন ২০১৩, ২২:২৬
আরেকটি সুন্দর চিঠি। বিয়ের পূর্বে কন্যার কাছে মায়ের চিঠি। কে আর এতো সুন্দরভাবে জীবন গড়ার পরামর্শ দিতে পারে, মা ছাড়া? 

অনেক গুলো সুন্দর কথা আছে যা উদ্ধৃত করার মতো।
অসম্ভব ভালো লেগেছে। 

জেসমিন আপাকে অনেক অনেক শুভেচ্ছা
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২৩:৪১
আপনার অপেক্ষায় ছিলাম মানে আপনার মন্তব্যের । বিচারকরা ভালো বললে শান্তি লাগে । 

সব অবস্থায় মঙ্গল কামনা মা ছাড়া আর কে করতে পারে ? তাই আমি গর্বিত । 

শেষ হয়ে গেলো চিঠি প্রতিযোগিতা । অনেকগুলো লেখার ইচ্ছে ছিল । কিন্তু সময়ের সাথে পেরে উঠতে পারিনি । 
আমি কিন্তু আপনার লেখা চিঠি পাবো আশা করেছিলাম । 

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ।
Chatokpakhi1to6চাতক পাখ ।১৫ জুন ২০১৩, ২২:৫১
চিন্তা করছিলাম একটা চিঠি লিখবো , , , না ,!!!!! এখন আর লিখা হবে না , , , কারন , যদি পুরুস্কার পাইয়া যাই তাহলে জেসমিন আপার ভাগে কম পড়বে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ জুন ২০১৩, ২৩:৫৪
নাচতে না জানলে উঠান বাঁকাই হয় । 
Shreyasiশ্রেয়সী১৫ জুন ২০১৩, ২৩:২২
বেশ একটা রোমান্টিকতা মাখানো স্মৃতিমেদুরতা আছে। সাথে মায়ের স্নেহচুম্বনের স্নিগ্ধতা। অদ্ভুত সুন্দর আপু।। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ জুন ২০১৩, ০০:০৫
এত সুন্দর মন্তব্য পেলে অনেক সাহস পাই । তোমাদের সুন্দর সুন্দর সব লেখা পড়ে আমার খালি আফসোস হয় আমাকে দিয়ে কিছুই হবে না । 

তোমার উপস্থিতি আমায় অনেক আনন্দ দিল । ভালো থেকো । নিজের যত্ন নিও । 
neelsadhuনীল সাধু১৫ জুন ২০১৩, ২৩:৩৫
ভালোবাসায় মোড়ানো মায়ের চিঠি -- খুব ভাল লেগেছে জেসমিন। 
বেশ যত্ন এবং ভাবনা মিশিয়ে আবেগ দিয়ে লেখা চিঠি!! 

অনেকদিন পর মন্তব্য করছি এমন মনে হচ্ছে। 
ব্লগে সময় দিতে পারছি না বলে মন খারাপ  

বর্ষপুর্তিতে অনেকনেক শুভকামনা রইলো, 
পরিবারের সবার জন্য শুভকামনা। 

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ জুন ২০১৩, ০০:২৭
শুভেচ্ছা নীল ভাই ।
নীল ভাইয়ের মতামত পেয়ে সত্যিই ভরসা পাইলাম । 
মনে অনেক ভাবনাই আসে কিন্তু লিখতে গেলে সাজাইতে পারি না । বড্ড যন্ত্রণাদায়ক । 
শেষে এটা লিখে ফেললাম । 

আরও দুই একটা মাথায় ছিল । কিন্তু সময় -----। 
আপনার চিঠি পড়ার অপেক্ষায় রইলাম । হোক না সবার শেষে । 

শুভকামনার জন্য অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।
akthermahmudআখতার মাহমুদ১৬ জুন ২০১৩, ০০:১৩
মিষ্টি একটা চিঠি............. আর হবেই না বা কেন, মা-কে নিয়ে লেখাতো!!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জুন ২০১৩, ২৩:৪৮
হুম, মিষ্টি সম্পর্কগুলোকে নিয়ে মিষ্টি কিছুই রচিত হয় । 
অনেক অনেক শুভেচ্ছা নিবেন ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৬ জুন ২০১৩, ০০:২৩
সব সময় মনে রাখবি আমাদের সকল অবস্থায় আল্লাহ আমাদের সাথে থাকেন। 

অনেক ভাল লাগল।আবেগ ও ভালবাসায় মিশ্রিত লেখাটি হৃদয় কেড়ে নিল।
ধন্যবাদ আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জুন ২০১৩, ০০:০৪
অনেক দিন কামরুল কে পেলাম । শুভেচ্ছা নিবেন । দেরীতে উত্তর দেওয়ার জন্য সরি ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১৬ জুন ২০১৩, ০০:৫২
খুব সুন্দর আরেকটি চিঠি পেলাম জেসমিন। বেশ সুন্দর লিখেছো তোমার চিঠিটা। ভালোলাগা আর শুভকামনা দুটুই রইল। আর তোমার ব্লগে দুই বৎসর পুর্তি উপলক্ষ্যে রইল আমার আন্তরিক প্রানঢালা ভালবাসা আর শুভেচ্ছা। সেই সাথে কামনা রইল তোমার ব্লগিং জীবন হোক শুভ, আনন্দময় এবং প্রাণবন্ত।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জুন ২০১৩, ০০:২৫
এত্ত সুন্দর কেক । আর আমি এত দেরীতে উত্তর দিচ্ছি । সরি আপু। 
লেখাটি ভালো লেগেছে আপনি বেশ কয়েকবার বলেছেন । খুব ভালো লাগলো । 
MustafizSardarমোস্তা‍ফিজুর রহমান১৬ জুন ২০১৩, ০০:৫২
চিঠির এক একটা জায়গা এক এক রকম দোলা দিয়েছে।

প্রত্যক বাবা মায়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত ক্ষণ হচ্ছে প্রথম সন্তান আগমনের সম্ভাবনার খবর পাওয়া। 

এমেন ববর শোনা পৃথিবীতে স্বর্গ সুথ পাওয়ার মত।

সেই মায়াভরা মুখটা বউ সাজেও নিশ্চয় পরীর মত দেখাবে। 

বাবা মায়ের মন এমনই হয়। শুরুতেই কত ভাবনা। কত পরিকল্পনা।

মনে মনে ঠিক করে রাখলাম আমার ছেলে বা মেয়ের বিয়েতে আমি সেই ইচ্ছে পূরণ করবো । আর তাই তোর শশুর শাশুড়ির সাথে কথা আগেই ঠিক করে রেখেছি তোদের প্রথম রাত হবে ফয়েস লেক রিসোর্টের সুন্দর একটি বাংলোয় যেখানে চাঁদের আলোয় তোরা আবিস্কার করবি ভালোবাসার নতুন সংজ্ঞা ।জীবনের এই বিশেষ দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে পারবি । 

এই অংশটুকুর কোন তুলনা নেই। পুরো চিঠিটাকে একটা আলাদা মর্যাদা দিয়েছে।

বিয়ের পর মেয়েরা নাকি পর হয়ে যায় ? কে করে ? মা বাবা কখনো করেন না । 

বাবা মা সত্যিই কখনো পর হয় না।
rodela2012ঘাস ফুল১৬ জুন ২০১৩, ০১:৪৩
দুই বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দন জেসমিন আপা। 
বিয়ের পূর্বে নিজের মেয়ের কাছে মায়ের আবেগঘন চিঠি বেশ ভালো লাগলো। বিয়ের পূর্বে কিছুটা উপদেশ দিয়ে সাথে ভালোবাসার কথা জানিয়ে আর চাওয়া পাওয়া মিশিয়ে খুব সুন্দর একটা চিঠি। বেশ গছিয়ে লিখেছেন আপা। ভালো লাগলো। ধন্যবাদ।
ssangrammগোলাম মোস্তফা১৬ জুন ২০১৩, ০৩:২৬
অনেক ভাল লাগল আপু .............
fardoushaফেরদৌসা১৬ জুন ২০১৩, ০৩:৩৩
অনেক সুন্দর লিখেছেন, এই লেখা লিখতে গিয়ে আপনার কিছুটা রিহার্সেল ও হয়ে গেল ভবিষ্যতের জন্য  

হয়ত লেখার সময় আপনার মাথায়ও তা কাজ করছিল। 

আমার বিশ্বাস নতুন পরিবারে গিয়ে তুই নিজেকে মানিয়ে নিতে পারবি আন্তরিকতার সাথে। বিয়ে একটা মেয়ের জন্য শুধু তার স্বামীর সাথে নতুন জীবন শুরু করা নয় একটা নতুন পরিবারের সাথেও শুরু করা । আর এই ক্ষেত্রে মেয়েটি যদি দুই পরিবার থেকে সহযোগিতা পায় তবে তার জন্য এটা খুব আনন্দের জায়গা । তুই একদম ভয় পাবি না। মনে রাখবি , এক মায়ের কাছ থেকে তুই আরেক মায়ের কাছে যাচ্ছিস । তুই আন্তরিকভাবে তোর ভালোবাসা , দায়িত্ব দিয়ে তাদের কাছে টেনে নিলে তারাও তোকে তাদের মনে ঠাই দিবেন। 

অনেক সুন্দর কথা। মেয়ের বিয়ের সময় বা আগে থেকেই যদি সব মায়েরা তাদের মেয়েদের এই বিষয় গুলি বলে দিত তাহলে আজ শ্বশুর শাশুড়িকে ছেলের বিয়ের পর এত কষ্ট সহ্য করতে হতনা।
এখন বেশির ভাগ সংসারেই দেখি যে ছেলেকে বিয়ে দেবার পরই ছেলের বউ এসে পরিবারে ভাঙ্গন তৈরি করে, এটাই যেন মেইন কাজ। ভাল বউ ও আছে কিন্তু খুবই কম।
fardoushaফেরদৌসা১৬ জুন ২০১৩, ০৩:৩৫
ব্লগে দুই বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক অভিনন্দন 

Sadatsabujসাদাত সবুজ১৬ জুন ২০১৩, ১২:৪৯
মায়ের কথা মনে পরে গেল ।মাকে অনেক দিন দেখি না ।আপুকে ধন্যবাদ সুন্দর চিঠির জন্য ।
Sadatsabujসাদাত সবুজ১৬ জুন ২০১৩, ১২:৫৩
২ বসর পার করলেন আপু, কিন্তু হালখাতা করেন ।সুধু মুখে বললে ত হবে না । মিষ্টি খাওয়ান ।
sularyআলভী২১ জুন ২০১৩, ২১:১৯
আপু দেরীতে আপনাকে দু’বছর পুর্তির শুভেচ্ছা জানাচ্ছি। চমৎকার চিঠির জন্য অনেক ধন্যবাদ। ক’দিন হল ব্লগে এসেছি কিন্তু আপনার সাথে টাইমিং হচ্ছেনা। ভাল থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জুন ২০১৩, ২৩:৪০
ধন্যবাদ আলভী ভাই । 
আসলে আমিই এখন ব্লগে খুবই কম আসি । তাই আপনার সাথে দেখা হচ্ছে না । আশা রাখছি জুলাইএর ৫/৬ তারিখের পর থেকে নিয়মিত হতে পারবো ।
meherajsarmin1পাহাড়ী২২ জুন ২০১৩, ০০:৩২
আহ ... এরকম চিঠি যদি আমিও পেতাম  হয়তো সে সুযোগ ই দেই নি বাবা মাকে । আফসোস  

প্রতিটা মেয়ের জন্য ওই সময়টায় যে ভরসা দরকার যা মুখে বলতে চাইলেও বলা যায় না । তা এমন একটা চিঠির মাধ্যমে যে বলে ফেলা যায় অনায়াসে তা বুঝতে পারলাম । 

ভাল লাগা জেনো আপু ।  

পিচ্চিটার জন্য অনেক আদর 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ জুলাই ২০১৩, ২১:৫৪
হা হা হা । সুযোগ দেও নাই কি আর করার । তুমি তোমার মেয়েকে এমন ভরসামাখা চিঠি লিখে বলে দিও । 
অনেক অনেক শুভেচ্ছা রইলো । সরি দেরীতে উত্তর দেওয়ায় ।
apurbo007rjঅপূর্ব২৭ জুন ২০১৩, ০৭:১৪
অনেক অনেক শুভেচ্ছা রইলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৩, ০৪:০৪
apurbo007rjঅপূর্ব০৪ জুলাই ২০১৩, ২২:৫০
 
ishakkhanইসহাক খান০৭ জুলাই ২০১৩, ১১:২৪
সুন্দর একটি পোস্ট। ভালোলাগা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ জুলাই ২০১৩, ২১:৫২
আমার লেখায় আপনাকে পেয়ে খুব ভালো লাগলো ।
sularyআলভী১০ জুলাই ২০১৩, ২৩:১৫
আপনার টাইম সিডিউল অনুযায়ী আপনাকে ব্লগে এখন কম/বেশী দেখা যাচ্ছে আপু। ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ জুলাই ২০১৩, ০০:২৭
sularyআলভী১১ জুলাই ২০১৩, ১৬:৩৬

No comments:

Post a Comment