Thursday, September 4, 2014

গিসেনের পার্কে এক বিকেল


সবার মন খারাপ । আসুন ছবিগুলো দেখে মন ভালো করে নিই । 



পার্কে যাওয়ার রাস্তা 






আমি গাছগুলোর রঙের খেলা দেখে মুগ্ধ 





















এই গাছের দিকে তাকিয়ে মনে হয়েছিলো জেন আগুন লেগেছে 



কাশফুল ! আমি খুব আনন্দিত 









বেলা শেষে ------------------

গিসেনের একমাত্র পার্ক । বিশাল বড় । এখনো পুরোটা দেখা শেষ করতে পারিনি ।
৩৬ টি মন্তব্য
kamaluddinকামাল উদ্দিন২২ অক্টোবর ২০১২, ০৮:০৩
ওখানকার গাছগুলো কিন্তু বেশ সুন্দর, তবে ছবিতে আর একটু আলো হলে ভালো হতো ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ১৫:১৭
হুম, সূর্য ডোবার একটু আগে বের হয়েছিলাম তাই পর্যাপ্ত আলো পাইনি । 

শুভেচ্ছা কামাল ভাই ।
kamaluddinকামাল উদ্দিন০১ নভেম্বর ২০১২, ১৮:২৯
আপনাকে ও শুভেচ্ছা 
Unnanউননুর২২ অক্টোবর ২০১২, ০৮:২৯
শরতে প্রকৃতিতে রঙের খেলা মনমুগ্থকর. ধন্যবাদ ছবির জন্য.
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ১৫:১৮
আপনাকেও অনেক শুভেচ্ছা আর শুভকামনা ।
azimhossainআজিম হোসেন ’আকাশ’২২ অক্টোবর ২০১২, ০৯:২৭
সবাইকে ঈদ শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ১৫:১৯
শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।
solaiman94সোলাইমান ইসলাম নিলয়২২ অক্টোবর ২০১২, ১০:২৩
দুএকটা ছবি কাছাকাছি আসছে। আমার বেলায়ও এটা হয়। ছবিগুলো সুন্দর হয়েছে। 
শুভ কামনা সম্পুর্ণ প্যাকেজ আই মিন পুরো প‍‍রিবারের জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ১৫:২১
হুম, তাইতো দেখছি । দুই ক্যামেরার তোলা ছবি একসাথে করতে গিয়ে এটা হয়েছে মনে হয় । 

শুভেচ্ছার জন্য ধন্যবাদ । আপনার জন্যও শুভেচ্ছা রইলো ।
Rabbaniরব্বানী চৌধুরী২২ অক্টোবর ২০১২, ১৪:৫৬
গিসেনের পার্কে এক বিকেল বেলা আমাদের শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিসেনের পার্কের অবন্থানটা কোথায় জানালে আরো ভালো হতো।

এখনো আমাদেন মন ভালো নয়, ব্লগে এখনো সমস্যা আছে। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন। ঈদ মোবারক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ১৫:২৫
সমস্যা দেখি এখনো যায় নি । আমার নামের পাশে ছবি নেই । এক ঘণ্টা ধরে চেষ্টা করে তারপর ঢুকতে পারলাম । 

আমরা যে শহরে থাকি তার নাম গিসেন ।এটি ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ৮০ কিমি দূরে । এই শহরের একমাত্র পার্ক গিসেন পার্ক । আমাদের বাসা থেকে ৭ /৮ মিনিটের দুরত্ত ।
Rabbaniরব্বানী চৌধুরী২৪ অক্টোবর ২০১২, ২১:৩৯
গিসেন শহর নিয়ে বেশ জানা হলো। ভালো থাকবেন। ঈদ মোবারক।
neelsadhooনীলসাধু২৪ অক্টোবর ২০১২, ১৪:২৩
শুভেচ্ছা জেসমিন 


আহারে কি সুনসান পার্ক। কোন মানুষ নেই।
বাংলাদেশের পার্কের কথা ভাবলে কান্না পায়। 

ঈদ মোবারক জেসমিন  

lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২০:৩১
হুম, নীল ভাই খুবই নিরব । লোকজন হাঁটছে , বাচ্চারা খেলছে তারপরও কেমন চুপচাপ । নিরিবিলি হাঁটার এমন পরিবেশ আমাদের দেশে চিন্তাই করা যায় না । 

ঈদ মোবারক ভাইয়া । ভালো থাকবেন ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৪ অক্টোবর ২০১২, ১৮:১১
সুন্দর ছবি। বর্ণনা থাকলে আমাদের অনেক কিছু জানা হতো। 
শুভকামনা আপনার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২০:৩৪
আসলে ব্লগের এই অবস্থায় মনে হল কিছু ছবি পোস্ট দিই । সবার ভালো লাগবে । তাই তাড়াতাড়ি দিলাম । 
ঈদ মোবারক ।
ayesha1960আয়েশা আহমদ২৪ অক্টোবর ২০১২, ২০:১৭
ছবিগুলো সুন্দর ।
ঈদ মোবারক ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২১:২৩
ধন্যবাদ । ভালো থাকবেন ।
fardoushaফেরদৌসা২৪ অক্টোবর ২০১২, ২০:৩৫
দারুন সব ছবি । আমাদের জন্য ছবি পোস্ট করবেন বেশি বেশি সাথে কিছু বর্ণনা ও
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২১:২৫
ফেরদৌসি আপু ধন্যবাদ। চেস্টা থাকবে নতুন কিছু দেখলেই আপনাদের সাথে টা শেয়ার করার । কিন্তু ইদানিং কেন জানি লিখতে খুব আলসেমি লাগে । পড়তেই ভালো লাগে সবার পোস্ট ।
jamalhossainsজামাল হোসেন সেলিম২৪ অক্টোবর ২০১২, ২১:২১
একই কথা আপনাকেও বলছি- 
গত দুই দিন সাইন ইন করতে পারছিলাম না। 
প্রথম আলো রোগ থেকে উঠলেও মাথাটা মনে হয় এখনো গরমই রয়ে গেছে। একারনেই হয়তো চিনতে পারছিলো না আমাকে। 
রাগে দূঃখে মনটা আসলেও ভালো ছিল না। ভালো করেছেন ছবিগুলো দিয়ে। 
ঈদের অগ্রীম শুভেচ্ছা রইলো।

ঈদ মোবারক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২১:২৬
হা হা , ভালোই বলেছেন ব্লগ নিয়ে । 

ভালো থাকবেন । ঈদের শুভেচ্ছা রইলো ।
asrafulkabirআশরাফুল কবীর২৪ অক্টোবর ২০১২, ২২:২৩
আমরা যে শহরে থাকি তার নাম গিসেন ।এটি ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ৮০ কিমি দূরে । এই শহরের একমাত্র পার্ক গিসেন পার্ক । আমাদের বাসা থেকে ৭ /৮ মিনিটের দুরত্ত ।


#অনেক সুন্দর ছবি তুলেছেন, কৃতিত্ব দিতেই হচ্ছে, অভিনন্দন আপনাকে জেসমিন, ঈদ শুভেচ্ছা। 

#ঘরে বসে থেকেও আমাদের প্রিয় ব্লগারের ক্যামেরার লেন্সের মাধ্যমে দারুন গিসেন পার্ক ঘুরে আসলাম, খুব ভালো লেগেছে, শুভেচ্ছা আবারো। 

#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ নভেম্বর ২০১২, ০৩:২১
ধন্যবাদ আশরাফ ভাই । 
ভালো লাগলো আপনাকে দেখে । 
আমি ছবি তেমন ভালো তুলতে পারিনা । কিন্তু এত সুন্দর প্রকৃতি দেখে না তুলে পারলাম না । 
ভালো থাকবেন সব সময় ।
nuru07নূর মোহাম্মদ নূরু২৫ অক্টোবর ২০১২, ১০:০৫
এতদিন মনে করতাম কাশ ফুল শুধু আমাদের !!
এখনতো মনে হয় কাশ ফুলের মালিকানা নিয়েও
যুদ্ধ করতে হবে। অনেক ভালো লাগলো ছবিগুলে
দেখে। আসলে প্রকৃতি সব মানুষ, সব দেশের জন্য
অবারিত, অকৃত্তিম। । ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা জানবেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ নভেম্বর ২০১২, ০৩:১৯
হুম, আমিও ভেবেছিলাম কাশফুল শুধু আমাদের কিন্তু সেদিন দেখে খুব অবাক হয়েছিলাম । 
ভালো থাকবেন ।
salahuddinsiteসালাহ্ আদ-দীন২৭ অক্টোবর ২০১২, ০৭:২২
অনেক সুন্দর ছবি আপি। কেমন লাগছে পরবাসে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ নভেম্বর ২০১২, ০৩:১৮
ভালো আছি । এইতো ভালো যাচ্ছে দিনগুলি ।
mmrnetমুস্তাফিজ ৭১২৯ অক্টোবর ২০১২, ১৩:৩০
সত্যি ছবিগুলো খুব ভাল লেগেছে।

আপনাকে ঈদের শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ নভেম্বর ২০১২, ০৩:১৭
ঈদ মোবারক । 
জেনে ভালো লাগলো ।
perveskabir12পারভেজ কবির১২৩০ অক্টোবর ২০১২, ১২:৪৯
সুন্দর , ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ নভেম্বর ২০১২, ০৩:১৬
আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।
ihsanbsমোঃ ইসানুল হক ইহ্‌সান০১ নভেম্বর ২০১২, ১৬:৫৬
সুন্দর
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ নভেম্বর ২০১২, ১৭:০২
ধন্যবাদ ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১২ নভেম্বর ২০১২, ২২:৫১
আপা এরকম আরও কিছু ছবি দেখতে চাই। প্রবাসে ভালো কাটুক আপনার প্রতিটি মূহুর্ত।

জানবেন পাশেই আছি সবসময়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ নভেম্বর ২০১২, ২২:৫৫
আমার তো বাইরে গেলেই খালি ক্যামেরা টিপতে ইচ্ছে করে কিন্তু কিছুটা লজ্জা লাগে । লোকে কি ভাববে মনে করে । আবার ব্লগে দিলেই বা সবাই কি মনে করে । 

আপনারা চাইলে অবশ্যই দিব । 
জানি , আমার সহব্লগারদের আমি পাশেই পাবো । শুভেচ্ছা ও শুভকামনা ।

No comments:

Post a Comment