Friday, September 12, 2014

আসুন জানি ব্লগার লুৎফুন নাহার জেসমিন'কে


 

এটা একটা মজার ও আকর্ষনীয় সিরিজ। আমরা অনেক ব্লগারকে তো চিনি, কিন্তু তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে ইচ্ছে করে যা জানা হয়ে উঠে না। সে জন্যই এই পোষ্ট। এখানে প্রতি সপ্তাহে একজন ব্লগার নিজের সম্পর্কে নিজের মুখেই আমাদের জানাবেন। আমাদের জানাবেন তার পরিবার, ছোটবেলা, পড়াশোনা, ভালোলাগা-ভালোবাসা, শখ,আদর্শ এবং আরও অনেক তথ্য। সমাজের কোন জিনিসটা বদলে দিতে চান কি বদলাতে চান না। প্রধানমন্ত্রী হলে কি করতেন, নিজের তিনটি গুন, তিনটি দোষ এরকম আজব আজব মজার কথা। আজকের ব্লগার "লুৎফুন নাহার জেসমিন"। আসুন তার মুখেই শুনি তার সম্পর্কে।

 

অবস্থান - গিসেন, জার্মান । 
ব্লগে আছেন - ১ বছর, ৬ মাস, ২২ দিন, ১৪ ঘন্টা, ৪১ মিনিট
সর্বমোট পোস্ট - ৪২ টি
সর্বমোট মন্তব্য - ৩৩৬৫ টি




 

 আমার পরিবারঃ আমার মা বাবা, আমরা দুই বোন , তিন ভাই , আমার স্বামী ও আমার মেয়ে। 

আমার ছোটবেলাঃ বাবা সরকারি চাকরি করতেন বলে ছোট বেলা কেটেছে ফেনী, ময়মনসিংহ, কুমিল্লা ও ঢাকায় । এখন ঢাকাতেই সেটেল । 

আমার পড়াশোনাঃ অনেকগুলো স্কুলে পড়েছি । ঢাকার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দিয়েছি , দনিয়া কলেজ থেকে এইচ,এস,সি এবং গার্হস্থ অর্থনীতি কলেজ থেকে শিল্পকলায় অনার্স , মাস্টার্স । রেজাল্ট ঃ চারটা প্রথম শ্রেণী । ( অনেকদিন পর কেউ জিজ্ঞেস করলো ) 

আমার ভালোলাগাঃ বন্ধুদের সাথে আড্ডা মারতে , বই পড়তে , নতুন কোন রেসিপি পছন্দ হলে রান্না করতে এবং ইদানিং ব্লগিং করতে ।

আমার ভালোবাসাঃ আমার পরিবার । 

আমার শখঃ একটা লাইব্রেরী থাকবে যেখানে আমার সব পছন্দের বই থাকবে । 

যা আমি কাউকে বলতে চাই নাঃ বলতেই তো চাই না ,এখানে বলবো কেন ? 

যা আমি সবাইকে বলতে চায়ঃ নিজের দায়িত্বটুকু সবাই ঠিকমত পালন করুন তা যত ছোটই হোক । 

আমি প্রধানমন্ত্রী হলে যা করতামঃ আমার ক্ষমতার লোভ নাই । 

সমাজের যে জিনিসটা বদলাতে চাইঃ ফালতু বিষয় নিয়ে আধুনিক হওয়ার প্রবণতা , ছাত্র রাজনীতি । 

সমাজের যে জিনিসটা বদলাতে চাই নাঃ পারিবারিক বন্ধন অটুট থাকা । এটা খুব জরুরী । 

আমার প্রিয় লেখকঃ কাজী আনোয়ার, সমরেশ মজুমদার । 

আমার প্রিয় বইঃ রক্ত আগুন প্রেম – আশুতোষ মুখোপাধ্যায়ের । 

পছন্দের পোষাকঃ এখন থ্রিপিস , আগে শাড়ি খুব পছন্দ করতাম । 

নিজের যে স্বভাবটা বদলে দিতে চাইঃ ঘরের মানুষদের সাথে চট করে রেগে যাওয়াটা বন্ধ করতে চাই কারণ তারা খালি রাগটাই দেখে । কিন্তু পারছি না । 

আমার তিনটি গুনঃ না বলতে পারি না , কিছু মজার খাবার রান্না করতে পারি আর তো চোখে পড়ে না । 

আমার তিনটি দোষঃ তিনটাই শেষ করা যাবে না অনেক আছে । তারপরও বলি – না বলতে পারি না এটা আমার দোষও । ঘরের লোকদের সাথে খুব রাগ করি , যেখানে পড়ালেখা সেখানে আমি নাই , আমি বোকা টাইপের , একটু জেদি , ইমোশনাল । 

রেগে গেলে যা করিঃ আমার মা, ভাই বোনের সাথে খুব চিল্লাচিল্লি করি , বরের সাথে বেশির ভাগ সময় রাগ করে চুপ করে থাকি । 

আমার আদর্শঃ প্রত্যেক মুসলমানের নবীজির জীবন আদর্শ হওয়া উচিত । তারপরেই আমার মায়ের অনেকগুলি দিক আমাকে খুব প্রভাবিত করে , আমার বাবারও । তারপরে আমি আমার স্বামীর ভালো দিকগুলি খেয়াল করার চেষ্টা করি । 

আমার ইচ্ছে হয়ঃ সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে খুব ইচ্ছা হয় , প্রিয় মানুষগুলোকে গিফট দিতে ইচ্ছে হয় , তাদের চমকে দিতে ইচ্ছে হয় । 

প্রিয় ব্লগারঃ বলা যাবে না । যারা ভুলে বাদ যাবেন তারা মনে কষ্ট পাবেন । 

প্রিয় ব্লগঃ আমার প্রথম আলো ব্লগ । 

পেশাঃ ঘর সামলানো , বাচ্চা মানুষ করা আপাতত । 

আমার স্বপ্নঃ আমার প্রিয় বান্ধুবি লিমাকে নিয়ে একটি বুটিক হাউজ দেওয়ার স্বপ্ন দেখি । শুরুও করেছিলাম কিন্তু হোল না । দেখি আবার শুরু করা যায় কিনা ।

 ব্লগারদের উদ্দ্যেশেঃ এখানে আমরা সবাই আমাদের অবসর সময়টুকু কাটাতে এসেছি । তাই স্মৃতি যেটুকু জমা হবে তা যেন ভালো অনুভূতি নিয়ে হয় । কারো উপর কেউ কষ্ট নিবেন না । 

মজার স্মৃতিঃ আমার বোন কে নিয়ে কিছু মজার স্মৃতি আছে । ওর বাসে রিকশায় উঠলে ব্যালেন্স রাখতে সমস্যা হয় । তো একবার চার বান্ধুবি মিলে মার্কেটে যাচ্ছিলাম ।যাত্রাবাড়ী এসে ঠিক করলাম দোতালা বাসে করে যাবো । অফিস টাইম বলে অনেক ভিড় ছিল । তো বাসে উঠতে পারলেও দোতালায় আর যেতে পারিনি । নিচে গেইটের কাছে দাঁড়ালাম । হঠাৎ দেখি মেরি মানে আমার বোন নেই । এদিক ওদিক তাকিয়ে দেখি সে নিচে বসে আছে । বাসের ব্রেকে সে পড়ে গেছে । অন্যরা হাসবে কি আমরাই হাসতে হাসতে শেষ । তখন অবশ্য বয়স কম ছিল । অল্পতেই হাসি পেত । 

দুঃখের স্মৃতিঃ ২০১০ সালে আমার ভাই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যখন এলাকার বখাটে ছেলেদের হাতে বিনা কারণে মার খেয়েছিল সেই কথা মনে পড়লে আমার মাথার মধ্যে কেমন অসহ্যনীয় চাপ তৈরি হয় । সেদিনের সেই অসহায় মুহূর্তের কথা আমি ভুলতে পারবো না। 

লজ্জার স্মৃতিঃ আমার এক বান্ধুবির ফ্রেন্ড এর বাসায় আমাদের দাওয়াত দিয়েছিল । এই প্রথম যাচ্ছি তাই আমাদের এক বান্ধুবি খুব সেজেছিল , আরেকজন মোটামুটি সেজেছিল । আমি কি মনে করে যেন সাজিনি । তার বাসায় গিয়ে দেখি তার বাবার চল্লিশা খাওয়ার আয়োজন হয়েছে । যদিও দোষটা আমার সেই বান্ধুবির ফ্রেন্ড এর । কিন্তু সেদিন আমরা ভীষণ লজ্জা পেয়েছিলাম । 

আমার আসল নাম/বয়সঃ লুৎফুন নাহার জেসমিন । বয়সঃ বললে তো বুড়ি আপা বলবেন । 

মডারেটার হলেঃ একসাথে অনেকগুলো পোস্ট না ছেড়ে প্রত্যেকটা পোস্ট যাতে প্রথম পাতায় কিছুটা থাকার সুযোগ পায় সেই ব্যবস্থা করতাম । 

ব্লগিং বলতে বুঝিঃ নিজের অনুভূতি, আবেগ নিয়ে লেখা এবং সমাজের নানা দিক নিয়ে লেখার এক দারুণ প্লাটফর্ম । 

ছেলেদের সমন্ধে ধারণাঃ এরা খুব প্রতিশোধ পরায়ন । ছেলেদের এই দিকটা খুব ভয় পাই । এদের দায়িত্ব কাঁধে নেওয়ার ব্যাপার আমায় মুগ্ধ করে । 

প্রিয় খাবারঃ রিচ ফুড বেশি ভালো লাগে , এছাড়া আম, ফুচকা , মুড়ি ভর্তা , আইসক্রিম । 



আরো জানুন-

 আসুন জানি ব্লগার কামালউদ্দিন' কে 

আসুন জানি ব্লগার ইলা' কে 

আসুন জানি ব্লগার শামসুল আরেফিন' কে 

আসুন জানি ব্লগার ভুতের আছড়' কে

আসুন জানি অজানা পথিক'কে 

আসুন জানি ব্লগার পাপলু বাঙ্গালী' কে 

আসুন জানি ব্লগার বিজিত' কে 

 আসুন জানি ব্লগার নির্ঝর নাসির'কে
২৩১ টি মন্তব্য
Tirzokতীর্যক নীল০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২১
কে আপনি?
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
লেখক একজন ভারতীয় নাগরিক।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
আমি মাইর  লাগবো নাকি 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
আমি মাইর  লাগবো নাকি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৪
কাকে বলছেন !!
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৪
@ রব্বানী চৌধুরী 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৫
জেসমিন আপা, উনি আমার বন্ধু। ফাজলামো করছেন 
Tirzokতীর্যক নীল০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
কেউ পরিচয় দিলোনা।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩০
আমি তীর্যক নীল 
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
শোনেন জেসমিন আপা, আমরা যখন ভারতে গেলাম, যাওয়ার আগে ফৈরা ভাইকে বার্তা দিলাম, যদি হোটলে একবেলা খাওয়াতে হয় এই ভয়ে ফৈরা ভাই বার্তার উত্তর না দিয়ে লুকিয়ে থাকলেন !!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
হা হা । ঠিক কইছেন ফৈড়া ভাই ।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৩
মাইর  এখন ফৈরা ভাই এর মাথায় হিট করলো।
Tirzokতীর্যক নীল০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৩
ফৈরা ভাইকে ভালমতো খাইয়ে শিক্ষা দিয়ে দেন।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৪
শোনেন জেসমিন আপা, আমরা যখন ভারতে গেলাম, যাওয়ার আগে ফৈরা ভাইকে বার্তা দিলাম, যদি হোটলে একবেলা খাওয়াতে হয় এই ভয়ে ফৈরা ভাই বার্তার উত্তর না দিয়ে লুকিয়ে থাকলেন !!! 

farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
রব্বানী ভাই, ১০-১৫ জন খেলে খাওয়াতে পারতাম কিন্তু আপনাকে কিভাবে খাওয়াবো  আমার তো ঘটি বাটী শেষ হয়ে যাবে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
এটা কি ঠিক হইলও ফৈড়া ভাই ? 

রব্বানি ভাই সে মনে হয় ব্যস্ত ছিল ।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪১
জেসমিন আপা, ২১ অক্টোবরের লেখা সেই চিঠি ফৈরা ভাই এর কাছে আছে - পড়ুন কী লিখেছিলাম। 

" ফৈরা ভাই কেমন আছেন !! আশা রাখছি কুশলই আছেন। অনেক দিন পরে আপনার সাথে ব্লগে দেখা হলো। আগামী ২৬ তারিখে কিছু সময় কোলকাতায় থাকব আপনার ভাবি সহ, কোলকাতা হয়ে দিল্লী যাওয়ার আশা আছে। ভালো থাকবেন।" 

এক বেলা হোটেলে খাওয়ানোর ভয়ে বার্তার উত্তর দেন নি।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৩
ফৈরা ভাই, আমরা দল বল মিলে ১০-১৫ জনই ছিলাম, জেসমিন আপা সাক্ষ্যি।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৪
দাড়ান বার্তা দেতছি 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
আপনার জন্য খাবার বাংলাদেশ পাঠালাম  
মনে দুঃখ কইরে কান্না কাটি কইরেন না 

lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
দরকার হয় রব্বানি ভাইয়ের পোস্ট দেখেন ।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
রবি ঠাকুরের কথায় - এমন কিছু দুঃখ আছে, তা ভুলে যাওয়ার মত আর বড় কোন দুঃখ নাই। তাই ফৈরা ভাইএর মাথায়্‌ একটা  দিয়ে দুঃখ ভুলে গেলাম্
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
ভুলেই যান রব্বানি ভাই । তয় পরের বার আমরা সবাই যখন যাবো তখন ছাইড়া দিয়েন না ।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২২
আমাদের সবার প্রিয় লুৎফুন নাহার জেসমিন আপাকে আমাদের কোটি শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৬
অনেক ধন্যবাদ রব্বানি ভাই ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২২
১ ম 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
কেঠা ১ম !!!
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৪
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৬
shahidulhaque77শাহিদুল হক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল প্রিয় আপা আর দার্শনিক ভাইয়ের জন্য। 
সাথে ফুলেল শুভেচ্ছা উভয়ের জন্য। 

farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৭
ধন্যবাদ শাহিদুল ভাই।
সাথে থাকুন...
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৮
শাহিদুল ভাইকে অনেক শুভেচ্ছা ।
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৪
হুম...
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৫
আমিও হুম । 
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
দাড়ান আগে পইড়্যা আসি 
sopnerdin45এনামুল রেজা০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৪
শুভেচ্ছা জেসমিন আপু। মেলা কিছু জানা গেল।
sopnerdin45এনামুল রেজা০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
এই লন ফুল।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:২৯
অরিত্র অন্বয়  

আমার জন্য কই 
sopnerdin45এনামুল রেজা০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩০
খ্যাকজ!! এই লন আপ্নের..
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩০
আমার প্রিয় ফুল বেলি আর গন্ধরাজ । এই ফুলগুলো অনেক সুন্দর । ধন্যবাদ অরিত্র ।
sopnerdin45এনামুল রেজা০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
অনেক শ্রদ্ধা ও শুভেচছা
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৭
ধন্যবাদ ভাইজান,।
ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৭
আপনাকে অনেক ধন্যবাদ ।
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
প্রিয় ব্লগঃ আমার প্রথম আলো ব্লগ । 

এই ব্লগের মালিক কি আপনি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৫
হুম, ব্লগাররা না থাকলে সে ব্লগের গুরুত্ব কতখানি । তাই আমার ব্লগ ।
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪২
তবে তো আমিও মালিক 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
অবশ্যই ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
ব্লগ কেনা-বেচা হচ্ছে নাকি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
কেমনে বুঝলেন !!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
কেমনে বুঝলেন !!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৪
ফৈরা দার্শনিক ভাইকে অনেক ধন্যবাদ । আশা করবো আমাদের সব প্রিয় ব্লগারদের এই রকম পোস্টে দেখতে পাবো ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
ইনশাল্লাহ।
ধন্যবাদ না দিয়ে কিছু টাকা দেন  
রাব্বানী ভাইকে খাওয়াতে হবে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
আমার কাছে টাকা নাই । ইউরো আছে । 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২০:০২
ইউরো কি  
টাকা ছাড়া কিভাবে চলাফেরা করেন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৭
আপনেরে কমু ক্যান ?
vuterachorভূতের আছড়০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৫
গুড জব 
ফৈরা ভাই --এই সিরিজটি আবার শুরু করেছেন। ভালো লাগলো। 
জেসমিন আপাকে শুভেচ্ছা ও অভিনন্দন। 

অনেক কিছু জানা হলো এবং উত্তর গুলো বিচক্ষনতার সাথেই দিয়েছেন। 
শুভ কামনা
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৯
থ্যাঙ্কু ভুত ভাই।
ভুতের কাছে এমন প্রশংসা পাওয়া ভাগ্যের ব্যাপার।
তাড়াতাড়ি শেষ করুন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
শুভেচ্ছা ভূতের আছর কে । আমার তো কেমন জানি লাগছে ।
vuterachorভূতের আছড়০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৩
ফৈড়া ভাই০ শেষ করলাম 
vuterachorভূতের আছড়০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
জেস্পা- আপনার কেমন লাগছে? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৭
জেস্পা !!! আচ্ছা , ডাকার অধিকার আছে । 
ঐ যে , যে ইমু টা দিলেন তেমন লাগছে ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
জেস্পা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
ঐ মিয়া হাসবেন না । ঐ নামে খালি ভূত ভাই ডাকবো ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
ভুত ভাই, এবার এটাকে 
vuterachorভূতের আছড়০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
জেসমিন+ আপা= জেস্পা । 
vuterachorভূতের আছড়০৭ জানুয়ারি ২০১৩, ২০:০০
। ঐ নামে খালি ভূত ভাই ডাকবো ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৩
moutushi1basharমৌটুশি বাশার০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪২
মানি না , জেসমিন আপা আমার ৮০% উত্তর কপি করছে , হের লগে তো দেখি আমার স্বভাবের বেজায় মিল । ফৈরা দার্শনিক আমারে যদি জিগায় ( সম্ভাবনা নাই) আমি কি উত্তর দিমু ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৪
হা হা হা । আমি তো নকল করে পরীক্ষা দিই নাই । শুধু কয়েকবার মজা করে ক্লাস টেস্টে করেছিলাম । 
আপনি তাইলে আমারটা কপি করে দিয়ে দিবেন ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
মৌটুশি বাশার 

সম্ভাবনা আছে। কারণ এই সিরিজে মেয়েদের জন্য ৩০% সংরক্ষিত  
মেয়ে ব্লগার কম তাই আপনি প্রস্তুত হোন 
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ২০:০০
আমার নম্বর কবে আসবে। নাকি জীরো বলে জীরোতেই থাকবো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৪
নিক পালটাইয়া নেক্সট করে ফেলেন । 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৮
নেক্সট না কইর‌্যা জীরু করলেই হবে 
AKhayeshফেনা০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৩
"মজার স্মৃতিঃ আমার বোন কে নিয়ে কিছু মজার স্মৃতি আছে । ওর বাসে রিকশায় উঠলে ব্যালেন্স রাখতে সমস্যা হয় । তো একবার চার বান্ধুবি মিলে মার্কেটে যাচ্ছিলাম ।যাত্রাবাড়ী এসে ঠিক করলাম দোতালা বাসে করে যাবো । অফিস টাইম বলে অনেক ভিড় ছিল । তো বাসে উঠতে পারলেও দোতালায় আর যেতে পারিনি । নিচে গেইটের কাছে দাঁড়ালাম । হঠাৎ দেখি মেরি মানে আমার বোন নেই । এদিক ওদিক তাকিয়ে দেখি সে নিচে বসে আছে । বাসের ব্রেকে সে পড়ে গেছে । অন্যরা হাসবে কি আমরাই হাসতে হাসতে শেষ । তখন অবশ্য বয়স কম ছিল । অল্পতেই হাসি পেত । "
---- আপু হাসবেন না। আমি এই পর্যন্ত দুইবার পড়েছি। ঘটনা আমার সাথে মিল আছে। 
ভাল থাকবেন বেশি বেশি। আপনার সন্তানকে আমার অনেক আদর দিবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
আচ্ছা হাসলাম না । কিন্তু --- 

অনেক ধন্যবাদ ।
AKhayeshফেনা০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৮
এ এ এ আম্মু ............ আপু হাসবেনা বলে আবার হাসতেছে................
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৯
ঠিক আছে আর হাসবো না ।
Tirzokতীর্যক নীল০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
এই ব্লগে পোষ্ট স্টিকি হওয়ার যোগ্যতা কি?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
জানা নাই । দাঁড়ান সঞ্চালক কে জিজ্ঞেস করি ।
Tirzokতীর্যক নীল০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
জিজ্ঞেস করে কিছু জানা গেলো কি?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
ওহ । আমি তো বার্তা দিই নি । ব্যস্ত আছি । আমার জানার দরকার নাই ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
তীর্যক ভাই, এর আগের পোষ্ট সঞ্চালক সাহেব সাব-স্টিকি করেছিলেন।
দেখা যাক এবার কি হয়
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
কিছু মজার খাবার রান্না করতে পারি 

আমাদের খাওয়াবেন না? কি কি রান্না করতে পারেন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
কি খাইতে চান বলেন ।
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
সব চেয়ে ভালো কি রান্না করেন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:০১
পানি সিদ্ধ ।
Niloy1073নির্ঝর নাসির০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
জেসমিন আপা সম্পকে' অনেক কিছু জানলাম।
দারুন লাগলো
ফৈরা ভাইকে ও শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
ধন্যবাদ নির্ঝর ভাই কে । শুভকামনা রইলো ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৭
ধন্যবাদ মুনলাইট ভাই।
ভালো থাকবেন সবসময়।
শুভেচ্ছা।
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
ডাশোনিক ভাই, আমারে কিছু খাবার দিন। ক্ষিদা লাগছে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৯
firoj07জীরো০৭ জানুয়ারি ২০১৩, ২০:০২
আহা! জ্বীভে জল 
sularyআলভী০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৮
চমৎকার সাবলিল ভাবে সব প্রশ্নের উত্তর দেয়ার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ ও বেলী ফুলের শুভেচ্ছা.........

lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:০১
আলভী ভাইকে অনেক ধন্যবাদ চমৎকার এই ফুলের জন্য ।
ifatara2013ইফাত শারমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৫
ভালো উদ্যোগ..শুভেচ্ছা লেখকের জন্যে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৯
আপনার জন্য শুভেচ্ছা ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:০০
ধন্যবাদ আপা।
শুভেচ্ছা 
sularyআলভী০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৪
এই রেসিপিটা আমার খুব পছন্দ দেশে ফিরলে কোন এক বৈশাখে দাওয়াত দিয়ে খাওয়াবেন কিন্তু........।

lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৮
আমি নিজে অবশ্য পান্তা ভাতে খুব একটা মজা পাই না । ঠিক আছে , আপনার পছন্দের কথা মনে থাকবে ।
abcপঞ্চসুখ০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৫
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৬
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:০২
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:০২
Maeenমাঈনউদ্দিন মইনুল০৭ জানুয়ারি ২০১৩, ২০:১৬
জেসমিন আপা সম্পর্কে অনেক কিছু জানলাম: “ঘরের লোকদের সাথে খুব রাগ করি , যেখানে পড়ালেখা সেখানে আমি নাই , আমি বোকা টাইপের , একটু জেদি , ইমোশনাল । ............সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে খুব ইচ্ছা হয় , প্রিয় মানুষগুলোকে গিফট দিতে ইচ্ছে হয় , তাদের চমকে দিতে ইচ্ছে হয় ।”- বাঙালি মেয়ে! 

চমৎকার কাজটি করে যাওয়ার জন্য দার্শনিক ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা!!!
চালিয়ে যান আছি সাথে!!
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২০:২০
ধন্যবাদ মইনুল ভাই।
ভালো থাকুন সবসময়।
ভালোবাসা জানবেন 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২০:২০
ধন্যবাদ মইনুল ভাই।
ভালো থাকুন সবসময়।
ভালোবাসা জানবেন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
বাঙালি মেয়ে! --- সন্দেহ করার সুযোগ নাই । 

ধন্যবাদ মইনুল ভাই কে ।
dhighi০০১দীঘি০৭ জানুয়ারি ২০১৩, ২০:২৩
জানলাম এই প্রিয় আপুনিটিকে। শুভেচ্ছা তার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
তোমাকেও শুভেচ্ছা দীঘি । 
abcপঞ্চসুখ০৭ জানুয়ারি ২০১৩, ২০:২৪
আনন্দদায়ক ইন্টারভিউ তবে কিছু কিছু উত্তর আছে কূটনৈতিক.
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
কোণটা কোণটা বলেন তো ।
abcপঞ্চসুখ০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৯
আমি প্রধানমন্ত্রী হলে যা করতামঃ আমার ক্ষমতার লোভ নাই ।
প্রিয় ব্লগারঃ বলা যাবে না । যারা ভুলে বাদ যাবেন তারা মনে কষ্ট পাবেন । 
যা আমি কাউকে বলতে চাই নাঃ বলতেই তো চাই না ,এখানে বলবো কেন ? 
এগুলো কূটনৈতিক উত্তর!!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৩
আমি প্রধানমন্ত্রী হলে যা করতামঃ আমার ক্ষমতার লোভ নাই---- আসলে প্রধানমন্ত্রী হওয়ার তো কোন চান্স নাই । যা নাই তা নিয়ে ভাবতে যাবো ক্যান । 
বাকি দুইটা একটু কূটনীতি করতে হয় । বুঝেন না । 
kabirbdboyকাছের মানুষ০৭ জানুয়ারি ২০১৩, ২০:২৪
জেসমিন আপু সম্প্রর্কে অনেক কিছু জানলাম। 


শুভেচ্ছা রইল আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৮
আপনার জন্য রইলো অনেক শুভকামনা । ভালো থাকবেন ।
abcপঞ্চসুখ০৭ জানুয়ারি ২০১৩, ২০:২৭
ফৈরা দার্শনিক ভাই কে ধন্যবাদ এই ধরনের সাক্ষাতকারের ব্যবস্থা করার জন্য.
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:৫০
হুম, একে একে সকল ব্লগারদের আমরা জানতে পারবো এই উদ্যোগের মাধ্যমে ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৩
ধন্যবাদ এবিসি।
শুভেচ্ছা আপনার জন্য
shahidulhaque77শাহিদুল হক০৭ জানুয়ারি ২০১৩, ২০:২৯
জেসমিন আপা নাচছে দেখি
খুশির তালে ধিনতা
রব্বানী ভাই করছে বসে
খাবার নিয়ে চিন্তা।
ফৈরা কারে ধইরা আনে
নীল বসে তা ভাবছে
জীরো কবে হিরো হবে
এসব নিয়ে ভাবছে।
ভূতের আছর পড়লো দেখে
বেড়ে গেছে ভাবনা
ফেনা এবার তেনা চিপায়
যেতেই হবে পাবনা।
শারমিন আপা দেখছে বসে
আলভীদে কর্ম
নাসির বসে ভাবছে একা
ব্লগবাসীর ধর্ম।
আজকে আমি বেকার বসে
আড্ডা নিয়ে ভাবছি
এত্তলোকের জটলা দেখে
ভয়ে ভয়ে কাঁপছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২০:৫০
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৪
সবাইকে এক করে দিলেন ভাইজান 
shahidulhaque77শাহিদুল হক০৭ জানুয়ারি ২০১৩, ২০:৩২
কাছের মানুষ এবিসি আর
মইনুল ভাইকেও দেখছি
দিঘি আপার আগমনে
নতুন করে লেখছি।
ধন্যবাদ আর শুভেচ্ছাটা
সবার তরে রইল
আড্ডা দেখে মনে কোণে
হাসির জোয়ার বইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:০০
আপনার ছড়া এই পোস্টে আরও বেশি আলো ছড়াল । 
kabirbdboyকাছের মানুষ০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৮
শাহিদুল ভাইয়ের তাতক্ষনিক ছড়াগুলি আমাকে মুগ্ধ করে সবসময়ই। 

আপনাকেও অনেকদিন পরে দেখলাম । এখন থেকে নিয়মিত পাব আশা করি। 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:১২
শাহিদুল ভাইয়ের জবাব নাই 
shahidulhaque77শাহিদুল হক০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪২
প্রিয় কাছের মানুষ, শুভেচ্ছান্তে - হ্যাঁ, আজি আমি ফ্লাশ নিয়েছি। ১০ গিগা ফ্রি। তাই যত্ত খুশি ব্লগিং করতে পারব।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
তাহলে তো আজ ব্লগ খুব জমবে ।
meghneelমেঘনীল০৭ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
আপু সর্ম্পকে অনেক কিছু জানা গেলো।আপু শুভেচ্ছা জানবেন।

ফৈরা দার্শনিক ভাইকে অজস্র হৃদ্যতা।সুন্দর একটা উদ্যেগ মূলক পোষ্টের জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:০১
ধন্যবাদ মেঘনীল । শুভেচ্ছা নিবেন ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৪
শুভেচ্ছা মেঘনীল।
ভালো থাকুন।
শুভ ব্লগিং।
aabirঅরূপ অভিলাষী০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪১
আপনার প্রিয় কিছু বইয়ের নাম বলেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৫
রক্ত , আগুন প্রেম -আগেই বলেছি । 
এছাড়া সাতকাহন , পথের পাঁচালি , মাসুদ রানার দুই তিনটি বই , হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার খুব ভালো লাগা কিছু বইয়ের মধ্যে পড়ে । 
শুভেচ্ছা রইলো ।
fardoushaফেরদৌসা০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৩
জেসমিন আপু সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল। 

ফৈরা ভাইকে ধন্যবাদ জেসমিন আপাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিবার জন্য 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৯
্দিলে ভালো কিছু দিতেন। আমি কি ছাগল যে পাতা খাবো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:১০
ক্যান , আগে পরিচয় ছিল না বুঝি । 
fardoushaফেরদৌসা০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৩
আগেও ছিল অল্পসল্প, কিন্তু এখন ব্যাপক আকারে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৪
ও আইচ্চা , তাহলে ঠিক আছে । 
meermusabberaliমীরের লেখা০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৪
শুভ কামনা @ জেসমিন 

দার্শনিক ।আছেন কিমুন মিয়া ভাই ? আপ্নের এই আয়োজন টা আমার ভালো লাগে 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৬
আপনার উপ গোঁসা করছি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:১১
আপনার জন্যও শুভকামনা ।
jinjinmiyaজিনজিন মিয়া০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৮
বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর রক্তাক্ত সন্ত্রাসঃ 
বিএসএফ এর গুলিতে নিহত ফালানির ২য় মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি



sularyআলভী০৭ জানুয়ারি ২০১৩, ২১:১৯
আপু অনেক খিদে পেয়েছেন আপনার পছন্দের রেসিপি খেয়ে নিন........
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
মেনুগুলোর নাম জেনে নিই । আর কি কি উপাদান আছে বলেন । গত তিনামাস তো তাই দেখে আসছি । উপাদান না দেখে কিছু কেনা হয় না ।
jinjinmiyaজিনজিন মিয়া০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩০



বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর রক্তাক্ত সন্ত্রাসঃ বিএসএফ এর গুলিতে নিহত ফালানির ২য় মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি 



lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪২
এমন শ্রদ্ধায় তার কিছু আসবে যাবে ? একটা যোগ্য প্রতিবাদ যেখানে হয় নাই ।
jinjinmiyaজিনজিন মিয়া১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:২৩
আমার প্রতিবাদ আমি করেছি ভারতীয় ফৈরার পোষ্টে এসে। আপনি কি করেছেন?
JAVED79এম ই জাভেদ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩১
গিসেন এ থাইকা কি মজা পান। বাংলায় কথা বলতে না পারার কষ্ট কত তা আমি হাড়ে হাড়ে বুঝি। জার্মান রা তো দুই চক্ষে ইংলিশ দেক্তে পারে না। তয় জার্মান ভাষা কি রপ্ত করে ফেলেছেন ? আপনার সব কিছু শুনে ভাল লাগল - অনেকে তো উরা ধুরা নিক খোলে ব্লগে । আপনি কেন নিজ নামে খুললেন ?
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
" আপনি কেন নিজ নামে খুললেন ? " 

আমরা অনেকেই নিজেকে লুকাই না বলে আমাদের নিজেদের নামে নাম। শুভেচ্ছা জানবেন জাভেদ ভাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪০
গিসেনে এসেছি বরের সাথে । তিনি যেখানে নিবেন সেখানেই তো যেতে হবে । হুম, জার্মানরা ভুলেও ইংলিশ বলে না । বিশেষ করে রাস্তায় , দোকানে । নারে ভাই , ডয়েচ এখনো শিখিনি । আপনি আজকে আবার মনে করিয়ে দিলেন আমাকে ডয়েচ শিখতে হবে । কিন্তু ঐ যে পড়ালেখা দেখলেই আমার ফাঁকি দিতে ইচ্চে করে । 

আমি তো আর লেখক হবো না যে আমার ছদ্মনাম রাখতে হবে । আমি নিজের নামেই পরিচিত হতে চাই । 

ধন্যবাদ জাভেদ ভাই ।
KohiNoorমেজদা১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:৩৮
জেসমিনকে জারমান ভাষা শিখানোর দায়িত্ব নিলাম। বল গুটেন মাগ= শুভ সকাল
meermusabberaliমীরের লেখা০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
 কুলা কুলি কইরা গোসসা ভুইল্যা যাই আহেন
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৪৯
আইসেন ভাইজান
KohiNoorমেজদা০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
স্বাগতম জেসমিন। 
কিছুক্ষন আগে ব্লগে এসে দেখলাম ফৈরা দার্শনিকের পোস্ট। 
আমার খুব ভাল লাগছে তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। 
ধন্যবাদ ফৈরা দার্শনিক ও জেসমিনকে। প্রশ্ন নয় জানার চেষ্টা করবো।
প্রশ্ন করলে আমাকে মাষ্টার মাষ্টার মনে হয়। 
তাই শুধু জানাজানি। 

lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
ক্যান মাস্টার মাস্টার আগবে কেন ? 
ঠিক আছে আপনি জানতে থাকুন । আপনাকে দেখে অনেক ভালো লাগলো । 
ভালো থাকবেন মেজদা । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
লাগবে হবে ।
KohiNoorমেজদা০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
প্রিয় বান্ধবীর নামঃ 
তোমার স্বামীর সবচেয়ে প্রিয় গুন যা তোমার বেশী ভাল লাগেঃ
মেয়েকে কবে সর্বশেষ চড় মেরেছোঃ 
তোমার নিজের লেখা সবচেয়ে বেশী প্রিয় লেখাটি পোস্ট কর আবারঃ
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:০৪
এটা একটা কঠিন প্রশ্ন ।চার পাঁচজন বান্ধুবি আমার খুব প্রিয় তালিকায় । --- লিমা, শিউলি , নাজমা, সুরভি, হাসিনা, মিলি, এবং আমার সবসময়কার বান্ধুবি আমার বোন মেরি । কিন্তু খুব মান অভিমান হয় লিমার সাথে । 

সব কিছুর মধ্যে আল্লাহর হুকুম কি আছে তা খুঁজে মেনে চলার চেষ্টা । আর সব কিছুকে পজিটিভ ভাবে দেখার চিন্তা । 
মেয়েকে মনে হয় পরশুদিন একটা মাইর দিয়ে ছিলাম । পরে অবশ্য খারাপ লেগেছে । 

নিজের লেখা পোস্ট আবার প্রকাশ করবো ? অন্যরা বিরক্ত হবে না ?
KohiNoorমেজদা০৭ জানুয়ারি ২০১৩, ২২:১৩
মেয়েদের গাঁয়ে হাত তুলা খুব অন্যায়। প্রতিবাদ করলাম। আজ পর্যন্ত আমি আমার মেয়েকে কোনদিন একটা থাপ্পড় দেই নাই। সত্যি বলছি। 

যাদের শরীরে রক্ত আছে তারা বিরক্ত হবে না। পোস্ট কর।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:১৮
হুম, ঠিক নয় জানি । কিন্তু মাঝে মাঝে এমন করে আর আমার মেজাজটাও চট করে গরম হয়ে যায় । 

আচ্ছা করছি ।
KohiNoorমেজদা০৭ জানুয়ারি ২০১৩, ২২:২৮
তোমার মেজাজকে ১০০ ডিগ্রি সেন্সিয়াসে সিদ্ধ করে ফেল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
ঘরের লোকদের সাথে কেন জানি কনট্রোল করতে পারি না । অথচ আগে একদম ঠাণ্ডা মানুষ ছিলাম ।
KohiNoorমেজদা০৭ জানুয়ারি ২০১৩, ২২:৫৬
 
মাথায় বরফ দিয়ে ৩ মাস শুয়ে থাকবে, সব ঠাণ্ডা হয়ে যাবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জানুয়ারি ২০১৩, ১৫:১২
নিউমোনিয়া হয়ে যাবে তো মেজদা । 
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
 

আপু তোমাকে মনে হল ঘরে থেকেও মটা আকাশের মত 
তাই
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫১
তোমার কোন কথা টা এখন বেশি মনে হচ্ছে?
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫২
তোমার কোন কথা টা এখন বেশি মনে হচ্ছে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
তোমাকে এতক্ষণ দেখছিলাম না কেন তাই মনে হচ্ছিল ।
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
>
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক০৭ জানুয়ারি ২০১৩, ২১:৪৯

পোলাউ-এর সাথে মোবাইল খায় কেমনে? এইটা তো মাথায় ঢুকছে না। ছবিটা‍তো জেসমিনের বাসার ডাইনিং টেবিলের ছবি ম‍নে হচ্ছে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
হুম, এটা বাসার একটি দাওয়াতের ছবি । মোবাইল দিয়ে খাবারের খবর দেওয়ার জন্য রেখেছিলাম ।
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২২:০০
এ রকম দাওয়াত কবে পাবো?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:১৭
দেখা যাক ।
JAVED79এম ই জাভেদ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫০
ফইরা দার্শনিকের কাছে জানতে চাই( রব্বানি ভাই ও ভাল বলতে পারবেন ) ঃ 

কলকাতায় নাকি আত্মীয় স্বজনের বাড়িতে গেলে বলে - 

দাদা কি খেয়ে এসেছেন , নাকি গিয়ে খাবেন ? 

আরেকটা শোনা কথা ঃ তারা নাকি গল্প করে বলে দাদা আধ খানা ডিমের পুরোটাই একে বারে খেয়ে ফেল্লুম । 

কাহিনী কি সত্য ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
হা হা । আমিও শুনেছিলুম ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
এসব কে ফাস করলো 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
এসব কে ফাস করলো 
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
 

খাবার দেখে লোভ হল,কিন্তু কয়েকটা কি বোঝা যাচ্ছে না যে ????
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:২৮
কেন বোঝা যাবে না । দাঁড়াও বলি । এখানে - পোলাউ , খিচুড়ি , চিকেন গ্রিল , জর্দা, সালাত আছে ।
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ জানুয়ারি ২০১৩, ২২:০১
:'






আমি সবার শেষ এ 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:১৬
কি আর করবা । কাঁদো কেন ? শেষে আসলে যেন কি পাওয়া যায় । ছোটবেলায় শুনেছিলাম ।
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ জানুয়ারি ২০১৩, ২২:২৫


lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
এইতো পাখি এখন বিরাট খুশি ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৬
চাতক বাছা, সোনা গুলা আমাকে দাও  তুমি চা খাও বাছা 
meermusabberaliমীরের লেখা০৭ জানুয়ারি ২০১৩, ২২:০৬
মোর ফেডে খেদা ! মোরে কেই খাওয়াইবেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:১৪
উপরে তো অনেক খাবার দেওয়া আছে । খেয়ে নেন । তাতে যদি কম মনে হয় হাড়িসহ দিয়ে দিলাম ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:১৪
meermusabberaliমীরের লেখা০৭ জানুয়ারি ২০১৩, ২২:২২
মোর তো গ্যেসের স্মইস্যা আছে ! গ্যাষ্টিকের ওষুদ আছে ?
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ জানুয়ারি ২০১৩, ২২:২৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:২৯
সমাধান হয়েছে ?
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২২:৪০
 

মোর তো গ্যেসের স্মইস্যা আছে ! গ্যাষ্টিকের ওষুদ আছে ? মীরের লেখা ভাইয়ের জন্য
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৫২
্কিছু লাগ্লে কইবেন 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৫২
্কিছু লাগ্লে কইবেন 
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০৭ জানুয়ারি ২০১৩, ২২:২৭
শ্রদ্ধা আপা, আপনার সম্পর্কে জেনে ভালো লাগল। প্রিয় মানুষদের সবকিছু জানলে ভালোই লাগে।
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ জানুয়ারি ২০১৩, ২২:২৯
প্রিয় মানুষদের সবকিছু জানলে ভালোই লাগে। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩১
ধন্যবাদ অপু । প্রিয় মানুষদের পাশে দেখলে খুব ভালো লাগে । শুভেচ্ছা নিবেন ।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩১
ভাই জান, ব্লগে আসা কমিয়ে দিয়েছেন কেন?
আপনার স্বাস্থ্য বিষয়ক পোষ্ট গুলোকে মিস করছি 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
চাতক, নিজের ছবি দাও কেন ?
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৭
চাতক, নিজের ছবি দাও কেন ? 

আমার ছবি আপনি কই দেখলেন ?  ওটা তো আপনার ছবি 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৪৪
মিথ্যা কতা বলতে নেই  
monakash71মনের আকাশ০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
ব্যস্ততার মাঝে সম্ভব হচ্ছে আমাদের সময় দিতে? 
তুমি ধন্য 
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৪০
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২৩:২১
আজকে কাজ কিছু ছেঁটে ফেলেছি । মেয়েও কিছুক্ষণ ঘুমাল । তাই সম্ভব হোল ।
kamalghatailশ্যামল নওশাদ০৭ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
লুৎফুন নাহার জেসমিন আপা সম্পর্কে এদিক-সেদিক নানাদিক জানলাম। অনেক কিছু পেয়েছেন।জানলাম আপনি চারটি প্রথম শ্রণী পেয়েছেন। আমি আপনাকে ৫ম 'প্রথম শ্রেণী'র ডিগ্রি প্রদান করলাম। আর সেটি দিলাম ব্লগিং এর উপর। আপনি ভালো থাকবেন। দেশে আসলে জানাবেন।
farida143ফৈরা দার্শনিক০৭ জানুয়ারি ২০১৩, ২২:৪৭
আমি আপনাকে ৫ম 'প্রথম শ্রেণী'র ডিগ্রি প্রদান করলাম। আর সেটি দিলাম ব্লগিং এর উপর। 

নাওসাদ ভাইকে শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২৩:২২
আপনার উপহার আমি সানন্দে নিলাম । কিন্তু সেই যোগ্যতা কি আমার হয়েছে ? 

ভা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জানুয়ারি ২০১৩, ২৩:২৩
ভালো থাকবেন । 
MonzuEshaমঞ্জু ঈসা০৭ জানুয়ারি ২০১৩, ২৩:০০
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জানুয়ারি ২০১৩, ০০:১১
চমৎকার ছবি ।
nomaansarkarনোমান সারকার০৭ জানুয়ারি ২০১৩, ২৩:১২
অনেক ভালো লাগল এসে এখানে । অনেক অনেক শুভেচ্ছা রইল । ভালো থাকবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জানুয়ারি ২০১৩, ০০:১০
ধন্যবাদ নোমান ভাই । আপনাকে দেখে ভালো লাগলো ।
meermusabberaliমীরের লেখা০৭ জানুয়ারি ২০১৩, ২৩:২০
ঘুম গেছিলাম !মুশার কামড়ে উইঠা গেছি ।মুশারী আছো কেইরের কাছে ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জানুয়ারি ২০১৩, ০০:১০
আমার এখানে মশাও নাই মশারীও নাই ।
chomok001মোঃ হাসান জাহিদ০৮ জানুয়ারি ২০১৩, ০০:০৭
জেসমিন আপুকে অভিনন্দন । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জানুয়ারি ২০১৩, ০০:১১
ধন্যবাদ জাহিদ ভাই । শুভেচ্ছা নিবেন । 
Numan75নুমান০৮ জানুয়ারি ২০১৩, ০০:০৭
লুৎফুন নাহার জেসমিন আপাকে

ফৈরা ভাইকে
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জানুয়ারি ২০১৩, ০০:১২
নুমানকেও শুভেচ্ছা জানাই ।
Rjamilরশীদ জামীল০৮ জানুয়ারি ২০১৩, ০১:০৪
ব্লগের সবগুলো মুখই প্রিয় মুখ। কিন্তু কিছু কিছু মুখ আছে একটু বেশিই প্রিয়। জেসমিন আপা তেমন একজন মানুষ। উনাকে ভাল না লাগার কোনো কারণ নেই। ভাল লিখেন। ভাল লেখায় কথা বলেন। ব্লগের সকলেই আপন ভাবেন। অসাধারণ একজন মানুষ। শুভেচ্ছা জেসমিন আপার জন্য। 
-----------------------------

ধন্যবাদ দার্শনিক।
আমাদের প্রিয় এই মানুষটিকে আরো বেশি পরিচয় করিয়ে দেয়ার জন্য।
ভালবাসা নিন-----------------------------
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ জানুয়ারি ২০১৩, ১৫:৩৭
এই কথাগুলি অনেক স্নেহ ভালোবাসা থেকেই বললেন । আমি আপ্লুত । 
দোয়া করবেন জামিল ভাই । 
আপনার জন্য অনেক শুভেচ্ছা ।
bashudebবাসুদেব খাস্তগীর০৮ জানুয়ারি ২০১৩, ০৮:৩৬
ব্লগের প্রিয় মুখগুলোর মধ্যে জেসমিন আপা একজন।অনেক কিছুই জানা হলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ জানুয়ারি ২০১৩, ২০:০১
শুভেচ্ছা রইল আপনার জন্য।
tmboss172তৌফিক মাসুদ০৮ জানুয়ারি ২০১৩, ১৫:৩৭
জানা হল জেসমিন আপা সম্পর্কে, যদিও আগে কিছু কিছু জানতাম। 
ভাল একটা উদ্যোগ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ জানুয়ারি ২০১৩, ২০:০০
শুভেচ্ছা মাসুদ । ভালো থাকবেন ।
jasminএজসইমব০৯ জানুয়ারি ২০১৩, ০৬:৫৬
বিশ্বের অন্যতম তথ্য ভাণ্ডার ও সামাজিক যোগাযোগ মাধ্যম - www.hedaet.com
১. ফোরাম / ব্লগ : আপনি যে কোন লিখা বা বিজ্ঞপ্তি (পাত্র-পাত্রী, বন্ধুত্ব, চাকুরী, কাজ চাই, নিউজ, খেলা-ধুলা, বাড়ী-ভাড়া)প্রকাশ করতে পারবেন ফ্রিভাবে / বিনা পয়সায়। 
২. কমেন্ট শো: www.hedaet.com সাইটের হোম পেজেই কোন মন্তব্য লিখলে তাৎণিক দেখা যায় গ্রুপ চ্যাট-এর মতো। 
৩. লিঙ্ক ডিরেক্টরী: ষাট ক্যাটাগরীতে প্রায় ২০০০০ (বিশ হাজার) ওয়েব সাইটের ঠিকানা পাবেন। 
৪. Translate / অনুবাদ: আপনি সেকেণ্ডের মধ্যে প্রতি পৃষ্ঠা (ইংরেজী/আরবী থেকে বাংলা বা) যেকোন ভাষায় অনুবাদ করতে পারবেন। 
৫. সার্চ বক্স: গুগল, ইয়াহুর মতো রয়েছে আমাদের সার্চ বক্স। বিশ্বের যা কিছু খুজতে চান, সেকেণ্ডের মধ্যে খুজে পাবেন। 
৬. ফেসবুক: এ সাইট থেকেই ফেসবুকের লাইক বাটন ইউজ করতে পারবেন। 
৭. অনলাইনে আয়: আনলাইনে আয় আমাদের ফোরামে ধারাবাহিকভাবে জানতে পারবেন।
৮. আপনার ওয়েব সাইট ফ্রি যোগ করা: আমাদের ডিরেক্টরীতে, আপনার পছন্দ, য়ে কোন ওয়েব সাইট যোগ করতে পারবেন ফ্রি ভাবে।
৯. আমাদের হোম পেজেই ২৪ সংখ্যার ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
১০. আগামী দশ দিনের আবহাওয়া দেখতে পাবেন, হোম পেজ থেকেই।
১১. প্রায় চল্লিশ প্রকারে কয়েক শত মনপুত ছবি দেখতে পাবেন।
১২. অন্যান্য: হেদায়েত ডট কম সাইটে ফ্রি ম্যাসেজ, ফ্রি ফ্যাক্স পাঠানো, লাইফ স্পোর্টস ও মুভি দেখার লিঙ্ক সুবিধা পাবেন। আমাদের ফোরাম পড়ে জানতে পারবেন, কোথায় নতুন প্রযুক্তির কৃষিযন্ত্র পাওয়া যায়, বিনা পয়সায় ইন্টারনেটের গতি কি করে বাড়াবেন, ইন্টারনেটে বাংলা কি করে লিখবেন, মোবাইলে বাংলা লিখা দেখার নিয়ম, বাংলাদেশে কোথায়-কোথায় কর্ম সংস্থানমূলক ট্রেনিং দেয়া হয়, তার ঠিকানা; বাংলাদেশের সকল পোষ্ট কোড নম্বর; র্্যাব, পুলিশ, হাসপাতাল, ফায়ার সার্ভিসের জরুরী কয়েক হাজার টেলিফোন নম্বর; স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক জরুরী কথা, বাংলাদেশের কোথায়-কোথায় ফ্রি সেবা দেয় তার ঠিকানা, কম্পিউটার ও সফটওয়ার বিষয়ক জরুরী বিষয়গুলো ; বাংলাদেশে বৈজ্ঞানিক প্রযুক্তির খবর, গুণীজনদের জীবনী; কিভাবে ওয়েব সাইট খুলতে হয়; ঢাকার ভিখারুন্নেছা নুন স্কুল ও রাজশাহীর সাফল্য কোচিংয়ের প্রথম শ্রেণী ভর্ত্তি গাইড ফ্রিভাবে পড়তে পারবেন, এমন দেশী-বিদেশী বহু তথ্য পাবেন সম্পূর্ণ ফ্রিভাবে। আমাদের সাইটের মাধ্যমে ইমেইল একাউন্ট অচিরেই খুলতে পারবেন। অনলাইন লাইফ টিভি চ্যানেল খোলার প্রচেষ্টাও রয়েছে। প্রতিদিন আমাদের সাথে থাকুন, মতামত দিন কমেন্ট বক্সে, www.hedaet.com -এর ফোরাম পড়লে আপনার জীবনের জরুরী বিষয়গুলো জানতে পারবেন। www.hedaet.com 
১২. এস.ই.ও.- যেকোন ওয়েব সাইট প্রচারের জন্য আমাদের রয়েছে, ২০০০ ডু ফলো লিঙ্ক, ২০০০ ডিরেক্টরী, ২০০০ ফোরাম এর লিঙ্ক। 
http://www.facebook.com/pages/Hedaetcom/140363176074057 
Welcome www.hedaet.com - Best Social Media and information database
1. Forum/Blog: You can publish free of any written or notifications (Bride-Groom, Buy-sale, Friendship, Sports, News, etc).
2. Comment show: Any comments on hedaet. com home page.
4. Translate / Translation: You are seconds per page, 
5. Search Box: Same Google or yahoo, .
6. Facebook like botton on hedaet. com.
7. Online earn: .
8. Free to add your web site: .
11. SEO - 2000 directiorys, 3500 Do follow link/ Social book markink, the names of 2000 forum links.
http://www.facebook.com/pages/Hedaetcom/140363176074057
tusharahasanতুষার আহাসান১২ জানুয়ারি ২০১৩, ০০:০৯
আমাকে কবে সুযোগ দেবেন?????????????
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
পুরুষদের জন্য ৭০ % কোটা । সো নো টেনশন ।
tusharahasanতুষার আহাসান১৮ জানুয়ারি ২০১৩, ২০:৩০
ধন্যবাদ জেসমিন বোন, আপনার বিষয়ে অনেক জানলাম,শুভ কামনা।

দার্শনিক- আমার দ্যাশের ভাই,তাই একটু মজা করলাম।
dollarজিনজির১২ জানুয়ারি ২০১৩, ০০:১৩
আমার এই বোনটা সম্পর্কে আমি খুব সামান্য জানি। সেটি হল, বোনটি অনেক চমতকার একজন মানুষ। এখন এখান থেকে আরও কিছু জানলাম। বোনের জন্য শুভকামনা রইল। সাথে ভাই এবং ভাগ্নিটার জন্যও।

ধন্যবাদ দার্শনিক ভাই, চমতকার পোষ্টটির জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
জিঞ্জির ভাই তো আমাকে ভালো বলবেনই । কারণ আমি তার নাহার আপা । 
দেরীতে হইলেও এই পোস্টে আসলেন অনেক ধন্যবাদ । 
ভালো থাকবেন । তাড়াতাড়ি ব্যস্ততা কমাবেন ।
meherajsarmin1পাহাড়ী১৮ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
হাসিখুশি , মিষ্টি সদা ... অদ্ভুত ! এই মেয়েটার কি কোন না পাওয়া নেই ? কেমন তুষ্টি সারাবেলা ... 

আপু , আমি তোমাকে এমন ই জানি । সহজের চেয়ে সহজ ...  

শুভেচ্ছা জেনো সবসময় 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জানুয়ারি ২০১৩, ২০:৫০
তুমি ভালোবাসার দৃষ্টিতে দেখ বলেই এমন মনে হচ্ছে । 

অনেক ভালো লাগলো তোমাকে দেখে । তুমিও শুভেচ্ছা নিও । 

No comments:

Post a Comment