Friday, September 5, 2014

দেখে এলাম মারবুরগ স্লশ ( জার্মানি )



সামনে থেকে প্রাসাদের রেপ্লিকা 



পিছন থেকে



হঠাৎ করেই ঠিক করা হোল আমরা পাশের শহরে অবস্থিত একটি প্রাসাদ দেখতে যাবো । যা Hessen state এর প্রধানের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হত । আমরা যে শহরে গেলাম সে শহরটির নাম মারবুরগ । প্রাসাদটি Marburg schloss বা castle নামে পরিচিত । মারবুরগ শহরটি জার্মানের ১৬ টি স্টেট এর একটি স্টেট Hessen এ অবস্থিত । এর আয়তন ১২৪.৫ বর্গ কিমি । এর জনসংখ্যা ১৮,১৪৭ ( ২০১১) । এই শহরের পুরাতন অংশেই এই Marburg schloss অবস্থিত । এটি সম্ভবত ১১ শতাব্দীর দিকে তৈরি হয়েছিলো স্টেট প্রধানের কার্যালয় ও বাসস্থান হিসেবে । এটি সমুদ্র সমতল থেকে ২৮৭ মিটার উপরে । সম্পূর্ণ প্রাসাদটি পাথর দিয়ে তৈরি । অসম্ভব দৃষ্টিনন্দন এই প্রাসাদ বর্তমানে মারবুরগ বিশ্ববিদ্যালয়ের জাদুঘর হিসেবে পর্যটনের জন্য দেখার সুবিধা করে দিয়েছে । যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারবুরগ শহরে কোন ক্ষতি হয়নি তাই পুরাতন মারবুরগ শহর ও প্রাসাদটি পর্যটকদের দেখার জন্য খুব সুন্দর একটি জায়গা । এই শীতেও প্রচুর দর্শনার্থীর দেখা মিলেছিল । 


আমরা সকাল ১০ টায় বাসা থেকে বের হয়ে ১১ টার মধ্যে পৌঁছে গেলাম শহরে । আমাদের শহর থেকে প্রায় ২৫ – ৩০ কি মি দূরে অবস্থিত । ট্রেনে করে যেতে হয় । ট্রেনে করে যাওয়ার পথে পাহাড়ের ঢালে গড়ে উঠা শহরগুলি দেখতে খুব চমৎকার লাগছিলো । মারবুরগ শহরটিও পাহাড়ের উপরে তৈরি । বিশেষ করে পুরনো অংশটুকু । এত উপরে এত সুন্দর সুন্দর বাড়িগুলো ২০০-৩০০ বছর আগে কিভাবে তৈরি করেছে ভাবতে গিয়ে অবাক হয়েছি । প্রত্যেকটি বাড়ি আগের নকশা অক্ষুন্ন রেখেই বাড়িগুলোর ঐতিহ্য ধরে রেখেছে ।

তো আমরা যেহেতু সারাদিনের জন্য বের হয়েছিলাম তাই প্রথমে একটি বাসে উঠে পুরো শহরটি প্রায় একটা চক্কর দিয়ে দেখে নিলাম । বাসটি একটা জায়গায় নিয়ে গেলো যেখানে উঠতে উঠতে পুরো শহরটি একেবারে নীচে পড়ে রইলো ।কেমন অন্যরকম এক উত্তেজনায় ভাসছিলাম ।সেখান থেকে আবার শহরের মূলকেন্দ্রে এসে প্রাসাদে যাওয়ার জন্য আলাদা একটি বাসে চড়ে বসলাম । আসল অবাক হওয়ার পালা তখনই শুরু হোল । এত খাড়া আর বাঁক নেওয়া রাস্তা দিয়ে কিভাবে বাসটি চলছিলো ভাবতে গিয়ে শিহরিত হচ্ছিলাম । বাসে থাকায় কোন ছবি তোলার সুযোগ পাই নি । উঠছি তো উঠছি । শেষে প্রাসাদের কাছে চলে এলাম ।বাস থেকে নেমে মুখ থেকে প্রথমে যে শব্দটি বের হয়ে আসলো তা ছিল , অপূর্ব । সত্যিই অপূর্ব । অত উপর থেকে শহরের অনেকটাই দেখা যাচ্ছিল । দূর পাহাড়ে গড়ে উঠা শহরের বাড়িগুলো দেখা যাচ্ছিল । দেখার পাশাপাশি চলছিলো ছবি তোলা । 


সমুদ্র সমতল থেকে ২৮৭ মিটার উপরে প্রচণ্ড বাতাস আর ঠাণ্ডা জমিয়ে দিচ্ছিল । এর মাঝেই মুগ্ধ নয়নে দেখছিলাম এই বিশাল স্থাপত্য । আমি এর আগে শুধু আমাদের জাতীয় জাদুঘর আর সোনারগাঁ জাদুঘর দেখেছিলাম। টিকেট কেটে মিউজিয়ামের ভিতর ঢুকলাম । এবার আরও অবাক হওয়ার পালা । কি চমৎকার সব নিদর্শন । ১১ শতাব্দীতে গড়ে উঠা এই প্রাসাদের চতুর্থ সংস্করণ বর্তমান স্থাপনা । মোট চারটি ফ্লোর নিয়ে দাড়িয়ে আছে । বড় হল রুম , প্রার্থনা রুম চমতকার কারুকার্যময় । ছবি তোলা নিষেধ বলে ক্যামেরা গলার সাথে ঝুলিয়ে রেখেই শান্ত রইলাম আর মনে মনে আফসোস করতে লাগলাম । একটার পর একটা রুম দেখে দেখে হেঁটে চলছি আর অবাক হচ্ছি অত আগে সুন্দর সব জিনিস কিভাবে তৈরি হত । বড় বড় পাথর খণ্ডগুলো কিভাবে উঠালো আর কিভাবেই বা খোদাই করে এত নিখুঁত নকশা করেছিলো । তখনকার সব আসবাবপত্রগুলি ছিল খুব কারুকার্যময় । কি সুন্দর আর বৈচিত্র্যপূর্ণ চিনামাটির তৈজসপত্র । বাহারি সব অলঙ্কার , পোশাক ,কারপেট ।

চলবে ----
৮৫ টি মন্তব্য
shahidulhaque77শাহিদুল হক০১ জানুয়ারি ২০১৩, ২২:১৮
খুব সুন্দর পোস্ট। অনেক কিছু জানা ও একই সাথে দেখাও হয়। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল। ভালো থাকবেন। অনেক অনেক ভালো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২২:২৭
ঠিক বলেছেন শাহিদুল ভাই । এমন সুযোগ পাওয়া অনেক আনন্দের । আল্লাহর কাছে শোকর । 
আপনাকে দেখে খুব ভালো লাগলো ।
Rabbaniরব্বানী চৌধুরী০১ জানুয়ারি ২০১৩, ২২:২২
আগের মন্তব্য আবার কোথায় গেল !!

দ্বিতীয় বার মন্তব্যের জন্য গিফট প্রযোজ্য। 

হ্যা, আমরাও বেশ অবাক হয়ে Marburg schloss বা castle নিয়ে অনেক কিছু জেনে নিলাম। নব বর্ষের শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২২:২৩
দুঃখিত , শিরোনামে ভুল ছিল । তাই ঠিক করতে হয়েছে । কি চাই বলুন । 
নববর্ষের শুভেচ্ছা রইলো ।
Rabbaniরব্বানী চৌধুরী০১ জানুয়ারি ২০১৩, ২২:৪১
যখন দেশে আসবেন তখন চকলেট নিয়ে আসার কথা, ওখানে আরও দুইটা চকলেট যোগ করে দিলেই হবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৬
ঠিক আছে , মনে থাকবে । 
Jolrashiনুসরাত জাহান আজমি০১ জানুয়ারি ২০১৩, ২২:৪১
ভালো লাগলো আপু. প্রাসাদটা খুব সুন্দর.
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৭
পরের পর্বে কিছু ছবি দিব । 
আসলে সামনে থেকে দেখার সৌন্দর্য আলাদা ।
Jolrashiনুসরাত জাহান আজমি০১ জানুয়ারি ২০১৩, ২২:৫৭
হুম. তাতো জানিই. 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:১১
মন খারাপ করে না আপুনি । আমি শুধু এর সৌন্দর্য উপলব্ধি করার জন্য বলেছি এই কথা ।
Jolrashiনুসরাত জাহান আজমি০১ জানুয়ারি ২০১৩, ২৩:২৪
 পরের ছবি দেখার জন্য অপেক্ষা করছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩১
ওকে । ভালো থেকো ।
sopnerdin45এনামুল রেজা০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৬
আসল প্রাসাদের ছবি কই আপু?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৮
পরের পর্বে আসছে ।
sopnerdin45এনামুল রেজা০১ জানুয়ারি ২০১৩, ২২:৫১
হুম। ঠিকাসে...আইতে থাকুক।
ভ্রমণ বিত্তান্তি হিসেবে প্রথম পর্ব চমৎকার হইসে......

হাপ্পি নিউ ইয়ার......
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২২:৫৪
ধন্যবাদ অরিত্র । পুরোটা একসাথে দিতে গেলে অনেক বড় হয়ে যেত । তা বিরক্তি জাগাত । 

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাই । কেমন কাটল ?
sopnerdin45এনামুল রেজা০১ জানুয়ারি ২০১৩, ২৩:৪০
দিন তো আপু ভালই গেল প্রথমটা। আপনার?

হু, ভ্রমণ পোস্ট ভেঙ্গে ভেঙ্গে দিলেই জমে। এটা ঠিক। তবে পুরোটা দিলেও বিরক্ত হতাম না। ভ্রমন কাহিনী অসম্ভব ভাল লাগে আমার।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৪৩
অন্য সব দিনের মতোই গেলো ।
MatirMoynaমাটিরময়না০১ জানুয়ারি ২০১৩, ২২:৫৭
আমি খেলুম না।

আমি সবার আগে মন্তব্য করছিলাম হেইডা কই???
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:০৯
আপনি যে ১ম হইছিলেন আমার চোখে পড়েছে । তাই কাইন্দেন না ।
MatirMoynaমাটিরময়না০১ জানুয়ারি ২০১৩, ২৩:২০
খাবার দেন কান্না থামাতে যদি চান---
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:২২
কি খাইবার চান । পিঠা আছে, কেক আছে , পোলাউ , মুরগী সব আছে ।
MatirMoynaমাটিরময়না০১ জানুয়ারি ২০১৩, ২৩:২৩
অল্প অল্প করা সবগুলাই দেন। আমি আবার একটো সর্বভুক প্রানী --
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:২৫
হা হা , ঠিক আছে অপেক্ষা করেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩৮
সব খান থেকে একটু একটু খেয়ে দেখেন ।
MatirMoynaমাটিরময়না০১ জানুয়ারি ২০১৩, ২৩:৪১
আগে কইয়া দিলাম--

সবার চোখ বন্ধ রাখো। কেউ আমার খাবারের দিকে নজর দিবা না। --

আহ -- শুরু করিলাম আল্লাহর নামে--

বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ----
mukto75মুক্তমন৭৫০১ জানুয়ারি ২০১৩, ২৩:০১
আসসালামুআলাইকুম আপা। কি খবর? বেশ ঘুড়ে বেড়াচ্ছেন তাহলে!! ভালোই। আমাদের এভাবেই নিয়মিত আপডেট করবেন--- ঘড়ে বসে আমরাও ঘুড়ে বেড়িয়ে আপনার চোখেই অনেক কিছুকে সামনে দেখতে পারবো---  শুভ নববর্ষ ২০১৩
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:২১
ওয়ালাইকুম সালাম । খবর ভালো । গত সপ্তাহ ভালোই ঘোরাঘুরি চলেছে । যে জায়গাগুলি দেখে খুব ভালো লাগছে সেগুলিই আপনাদের সাথে শেয়ার করছি । 

নববর্ষের শুভেচ্ছা নিবেন এবং ভাবীকেও জানাবেন ।
mukto75মুক্তমন৭৫০১ জানুয়ারি ২০১৩, ২৩:২৭
ঠিক আছে আপা। খুব ব্যস্ত, তাই খোদা হাফেজ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:২৮
খালি ব্যস্ত ব্যস্ত । ঠিক আছে , আল্লাহ হাফেজ । 
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক০১ জানুয়ারি ২০১৩, ২৩:১৪
আরো ছ্বি কই?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:১৯
আগামীকাল দিব ইনশয়াল্লাহ ।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী০১ জানুয়ারি ২০১৩, ২৩:১৫
বর্ননা শুইনা লোভ লাইগা গেলো 

দেখতে যাইবার মন চায় 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:২৯
আল্লাহ কপালে রাখলে দেখতেও পারেন ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান০১ জানুয়ারি ২০১৩, ২৩:২১
আপু আপনি ব্লগে থাকাতে কি সুবিধে আমাদের জার্মান সর্ম্পকে জানা হয়ে গেল ।

আরও জানার অপেক্ষায়.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩০
চেষ্টা করছি কিছুটা উপস্থাপনের । 
অনেক ধন্যবাদ আপনার উপস্থিতিতে । ভালো থাকবেন । শুভ নববর্ষ ।
CDKHUKONখোকন চন্দ্র দে০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ২৩:৩৯
ধন্যবাদ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা রইলো ।
JAVED79এম ই জাভেদ০১ জানুয়ারি ২০১৩, ২৩:৫৮
খালি রেপ্লিকা তে মন ভরেনা আফা। বেশি বেশি ছবি দেন। বর্ণনা ভাল হইছে। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ০০:০৪
ছবি আগামী পর্বের জন্য রেখে দিলাম । তখন দেখবেন ।
vuterachorভূতের আছড়০২ জানুয়ারি ২০১৩, ০০:০৯
 অসাধারণ অসাধারণ একটি পোস্ট। 
আপনি যে এতো পরিপক্ক লেখিকা হয়েছেন সত্যি খুশী হলাম। 
নান্দনিক বর্ননায় ভ্রমণ পোষ্ট। এবং শেষের দিকে আর একটি ছবি থাকলে ভালো হতো। 

নুরেমবার্গ ও হামবূর্গ নিয়ে ভ্রমণ অবিজ্ঞতা হলে পোষ্ট দিবেন। আমি সহযোগিতা করবো সে পোষ্টে । আমার হাতে সময় হলে আমিই দিতাম। ভ্রমণ পোষ্টে সেখানকার জীবনযাত্রা তুলে ধরাও একটা শিল্প। 
সেটাও মাথায় রাখবেন। 
অনেক ধন্যবাদ পোষ্টের জন্য 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ০১:৫৪
আপনি যে এতো পরিপক্ক লেখিকা হয়েছেন সত্যি খুশী হলাম। ---

নুরেনবারগ, হামবুর্গ যাওয়া হবে কি না জানি না । গেলে অবশ্যই দেওয়ার চেষ্টা থাকবে । 
আপনার পরামর্শগুলি মাথায় রাখবো । ছবি পরের পর্বে দিব দেখে এখানে আর দিই নি । 
ভালো লাগলো আপনাকে দেখে ।
KohiNoorমেজদা০২ জানুয়ারি ২০১৩, ০০:০৯
আমাদের বিদেশের অনেক কিছু দেখা হয়ে যায়। ধন্যবাদ জেসমিন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ০৩:০২
একটু চেষ্টা আর কি মেজদা । ভালো থাকবেন ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা০২ জানুয়ারি ২০১৩, ০০:৩৪
বিদেশের কতরং মনে কেবল প্রশ্ন জাগে। আপনার পোস্টগুলো এসব প্রশ্নের এক একটির উত্তর পেয়ে যাই।
এ ধরণের পোস্ট দিতে থাকুন অবিরত। 

নতুন বছরে আপনার জন্য সর্বাধিক সফলতা কামনা করছি। 

শ্রদ্ধা জানবেন। 

lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ০৩:০৫
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো । আমি আমার দেখা জার্মানকে আপনাদের দেখাতে চাইছি । 
ভালো থাকবেন ।
hbadrulবদরুল হোসেন০২ জানুয়ারি ২০১৩, ০১:০২
আপনার লেখা পড়ে আমারও জার্মানী ঘুরে আসতে ইচ্ছা করছে। আপনাকে ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ০৩:০৭
চলে আসুন যদি সুযোগ করতে পারেন । আমার ব্লগে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
Rjamilরশীদ জামীল০২ জানুয়ারি ২০১৩, ০১:২২
বাংলাদেশে বসে জার্মানী দেখার মজাই আলাদা
------------শুভ নববর্ষ আপা

---------------
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ০৩:১৭
ধন্যবাদ । শুভ নববর্ষ ।
MBillahমোতাসিম০২ জানুয়ারি ২০১৩, ০১:৪১
অনেক কিছু জানলাম । ইনশাল্লাহ ফেব্রুয়ারীতে যাব ।আপনাকে নববর্ষের শুভেচ্ছা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ০৩:১৭
তাই নাকি ! তাহলে দাওয়াত রইলো । শুভেচ্ছা ।
Shongkhobasসেলিনা ইসলাম০২ জানুয়ারি ২০১৩, ০৩:৫৮
বুঝলামনা আজ বেশ কয়েকটা পোষ্টে মন্তব্য লিখে 'পাঠিয়ে দিন'-এ ক্লিক করতেই হাওয়া হয়ে গেল । এখানেও তাই !
অনেক কিছু জানলাম ও দেখলাম ভাল লাগল । শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ১৭:০৫
আমারও মাঝে মাঝে এমন হয় । মনে হয় সময় বেশি নিলে এই সমস্যা হয় । 
ধন্যবাদ আপা পড়ার জন্য । খুব ভালো লাগলো আপনাকে দেখে ।
neelporiজল-জোছনা০২ জানুয়ারি ২০১৩, ০৪:৪৯
সবকিছু মিলে অনেক ভাল লাগলো। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ১৭:১৪
স্বাগতম আপনাকে । আপনার নিকটি সুন্দর । 
ধন্যবাদ পড়ার জন্য ।
neelporiজল-জোছনা০৩ জানুয়ারি ২০১৩, ০০:০৭
আপনাকেও ধন্যবাদ এতো চমৎকার একটা পোস্ট এর জন্য।  
এবং আমার নিক পছন্দ করার জন্য।  
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ০০:১০
shyamapokaসুস্মিতা শ্যামা০২ জানুয়ারি ২০১৩, ০৯:০৯
চমৎকার একটা পোস্ট পড়লাম সকালবেলা। জায়গাটা স্বচক্ষে না দেখি, আপনার চোখ দিয়ে তো দেখা হল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ১৭:১৯
ধন্যবাদ শ্যামা আমার পোস্টে এসে লেখাটি পড়েছেন বলে ।
Jalampwdআলম পিডাব্লিউডি০২ জানুয়ারি ২০১৩, ১০:০৫
ধন্যবাদ আপা। আপনার চোখ দিয়ে জার্মান দেখা হল।
শুভ কামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ১৭:২৪
আপনাকেও অনেক ধন্যবাদ আলম ভাই । ভালো থাকবেন ।
tmboss172তৌফিক মাসুদ০২ জানুয়ারি ২০১৩, ১২:০৯
শুভকামনা রইল জেসমিন আপার জন্য। আপনার ভ্রমণ কাহীনী চলতে থাকুক। সাথে আছি সব সময়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ১৭:৩৩
সাথে থাকলেই খুব ভালো লাগবে । ভালো থাকবেন মাসুদ ।
shmongmarmaএস এইচ মং মারমা০২ জানুয়ারি ২০১৩, ১২:৩৯
লেখাটা খুব ভাল লাগল প্রিয়
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ১৭:৩৪
অনেক ধন্যবাদ মারমা ।
neelsadhuনীল সাধু০২ জানুয়ারি ২০১৩, ১৩:০০
পরবর্তীতে আরো বেশী বেশি ছবি সহ পোষ্ট দেখতে চাই জেসমিন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ১৭:৩৭
এইতো আজই অনেকগুলো ছবি নিয়ে হাজির হচ্ছি নীল ভাই । 
fardoushaফেরদৌসা০২ জানুয়ারি ২০১৩, ১৭:১৩
কালকেই পড়েছিলাম । 

আপনি তো দেখি ভালই বর্ণনা দিয়ে লিখেছেন। ছবি দিবেন বেশি বেশি তাহলে আমাদেরও দেখা হয়ে যাবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২০:৩১
ধন্যবাদ আপা । চেষ্টা করলাম লিখে যতটা সবার কাছে তুলে ধরা যায় । হুম , বেশ কিছু ছবি দিব । আপনি একটু অনিয়মিত হয়ে গেলেন কেন ?
Maeenমাঈনউদ্দিন মইনুল০২ জানুয়ারি ২০১৩, ২০:৪০
বিচিত্র দেশ অদ্ভুত তাহার নাম আর ভয়ংকর তাহার রাস্তাঘাট! (সুবহানাল্লাহ!!)

আমি কই ছিলাম?!! দেরি হওয়াতে মজা একটু কমে গেলো

শুভেচ্ছা গিসেনের জেসমিন আপাকে!!! এরুমই তো চাই!! 

( মানুষের ফডো কেনো বুঝা যায় না, ঘোর প্রতিবাদ জানাই!)
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
হুম, আপনি একটু দেরীতেই আইলেন । ব্যস্ত মানুষ । কোন সমস্যা নাই । তবে একেবারে না আসলে পরিপূর্ণতা পায় না এই আরকি । 

মানুষের ছবি দেখানো প্রধান লক্ষ্য ছিল না বলেই বুঝা যায় না ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০২ জানুয়ারি ২০১৩, ২২:১৩
শ্রদ্ধা আপা। আপনার ভ্রমণগুলো মুগ্ধতার চোখে দেখি। আরও আরও ছবি সহ চলুক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ জানুয়ারি ২০১৩, ২২:১৯
এ আপনার উদারতা । অনেক ভালো লাগলো আপনাকে দেখে ।
chomok001মোঃ হাসান জাহিদ০৩ জানুয়ারি ২০১৩, ০০:০৮
দারুণ একটি পোস্ট !!! গতকাল সময় পাইনি তাই আজ দেখে নিলাম । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ০০:১১
জানি , চোখে পড়লে আসবেনই । 
kabirbdboyকাছের মানুষ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
চমৎকার লাগল আপু 

ইউরোপের বিশাল বাড়ীগুলোর ছবি দেখতে আমার দারুন লাগে। ছবি আরো কিছু দিলে ভাল লাগত।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ২৩:৩৫
ধন্যবাদ কাছের মানুষ । 
বেশি ছবি বিরক্তির সৃষ্টি হত । আরেকদিন কিছু সুন্দর বাড়ির ছবি দিব ।
MatirMoynaমাটিরময়না০৩ জানুয়ারি ২০১৩, ২৩:৩৯
আপা পরের অংশটা কবে দিবেন???
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জানুয়ারি ২০১৩, ২৩:৪১
ময়নার মাথায় বারি । কাল চোখ কোথায় রাখছিলেন ?
Asive359আছিব চৌধুরী০৪ জানুয়ারি ২০১৩, ২১:০৩
ধন্যবাদ খুব ভালো লাগলো, যদিও দেরিতে পোস্ট পড়লাম। তবে আরও ছবি দিলে ভালো লাগতো, আমরা চাই বাংলাদেশে থেকে আমাদের সহব্লগার জেসমিন আপুর দ্বারা বিদেশ দেখি 
সব সময় ভালো থাকুন এই শুভ কামনা রইল 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
যদিও দেরিতে পড়লে তারপরও ধন্যবাদ । দেরি হতেই পারে ।
পরের পোস্টে কিন্তু অনেকগুলো ছবি দিয়েছি ।
তুমিও ভালো থেকো ।

No comments:

Post a Comment