Tuesday, September 9, 2014

অচেনা এই মন !!





কদিন ধরে মনটা কোন এক অজানা কারণে বিষণ্ণ হয়ে আছে। কারণ টা কি তাই ধরতে পারছিনা । এমন না বরের সাথে কোন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে । অথবা মা বাবার কোন খারাপ খবর পেয়েছি । কিন্তু ঠিক টের পাচ্ছি কিসের যেন এক চাঁপা দীর্ঘশ্বাস বুকের মাঝে দৌড়াদৌড়ি করছে। অথচ তা যে কি তাই খুজে পাচ্ছি না। আর তাই অকারণে মন খারাপ। মনের এই দিকটা কে কেন জানি খুব অচেনা লাগে। ভারী অদ্ভুত এক ব্যাপার। নিজের মন তাই সবসময় বুঝতে পারি না। অথচ অন্যের মন নিয়ে আমরা খেলা করি। মাঝে মাঝে যখন কারো উপর খুব কষ্ট লাগে এই ভেবে, সে কেন আমার মনের কথা বুঝতে পারে না ।তখন নিজের মনকে জিজ্ঞেস করি , তুই কি তার মনকে বুঝতে পারছিস ?তোর ঠিক এমন হলে কি করতি ? তখন খারাপ লাগাটা কিছুটা কমে যায়। আবার অন্যসময় তা ভুলে গিয়ে মন ঠিকই অভিমান করে বসে থাকে। হায় মন তোকে নিয়ে কি করি। 

সেই ছোটবেলা থেকে দেখেছি কেন যেন মাঝে মাঝেই মন অকারণে কেমন দুঃখী দুঃখী হয়ে উঠে । কোন কিছুই তখন ভালো লাগে না। অথচ খুঁজতে গিয়ে দেখতাম কই কিছু তো হয় নি। তবে কি মন একঘেয়েমিতায় ভুগে? একই রকম জীবন যাপন , নিত্যদিন একই কাজ করা । চারপাশের পরিবেশ একই রকম দেখা। সেই জন্যই কি? এমন না যে নিজের চারপাশ নিয়ে , মানুষগুলো নিয়ে খুব বিরক্ত।বরং কাজের ফাঁকে ফাঁকে এর ওর সাথে কথা বলা, মেয়ের সাথে দুষ্টুমি করা,বরের সাথে সময় কাটানো , বাকী সময় ল্যাপটপের মনিটরে চোখ রাখা আর মাঝে মাঝে টেবিল বসে জানালা দিয়ে বাইরে প্রকৃতিকে দেখা খুব উপভোগ করি। বাইরে যখন অনবরত তুষার পড়তে থাকে তার সাথে বাংলাদেশের বৃষ্টিকে মিলাতে চেষ্টা করা, যখন ঝলমলে রোদ উঠে সবদিক আলোকিত করে দেয় তখন নিজের মনটাও যেন হেসে উঠে, আবার গাছে গাছে পাখিদের দৌড়াদৌড়ি দেখে আনমনে চেয়ে থাকা বা তাদের কিচিরমিচির শব্দে পুলকিত হওয়া সবই ভালো লাগে। তবে কেন মনটা অকারণে খারাপ হয়ে যায়? 

আসলে হয়তো শুধু নিজের ভালো থাকার উপর মন ভালো থাকা নির্ভর করে না । বন্ধু বান্ধব পরিচিতদের যখন কোন মন খারাপ করা খবর পাই তখন মনের মাঝে কিসের যেন এক পাথর এসে চেপে ধরে। হয়তো তার মতো করে তার কষ্টটা ছোঁয়া যায় না তবে মনটা ঠিকই খারাপ হয়ে যায়। মনে হয় কিছু যদি একটা করতে পারতাম । যখন নিজের কিছু করার থাকে না তখন আল্লাহর কাছে দোয়া করি সব কষ্ট দূর করে দাও না হয় সামলানোর শক্তি দাও। এছাড়া যে আর কিছু করার নেই। 

আজ মন নিয়ে এই টাইপের কথাগুলি যেমন মনে আসছে তেমনি আবার দেখা যায় মন অকারণে খুব ভালোও থাকে। নিজের অজান্তে মনের ভিতর কোন এক আনন্দের সুর বাজতে থাকে কোন কারণ ছাড়াই। তখন ইচ্ছে করে সবাইকে নিয়ে খুশির ভেলায় চড়তে। আনন্দে , হৈ চৈ করে কাটিয়ে দিতে।

হায় মন ! তুই বড়ই অচেনা !!
৮২ টি মন্তব্য
fardoushaফেরদৌসা১৩ মার্চ ২০১৩, ২১:৩২
আজ মন নিয়ে এই টাইপের কথাগুলি যেমন মনে আসছে তেমনি আবার দেখা যায় মন অকারণে খুব ভালোও থাকে। নিজের অজান্তে মনের ভিতর কোন এক আনন্দের সুর বাজতে থাকে কোন কারণ ছাড়াই। তখন ইচ্ছে করে সবাইকে নিয়ে খুশির ভেলায় চড়তে। আনন্দে , হৈ চৈ করে কাটিয়ে দিতে।

হায় মন ! তুই বড়ই অচেনা !!
 

মন আসলে আমাদের সবারই এমন। এই ভাল এই মন্দ। আপনার মত ভাল হয়ে উঠুক তাড়াতাড়ি। 

আমার মত যারা অল্পতেই ইমোশনাল হয়ে পড়ে মন নিয়ে তারা আরও বিপাকে পড়ে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২২:১৭
তা ঠিকই বলেছেন । আজ খারাপ তো কাল ভালো । 
ইমোশনালদের আরও বেশি সমস্যা। যাক আমার দলে একজন পাওয়া গেলো ।
KohiNoorমেজদা১৩ মার্চ ২০১৩, ২১:৩৬
মন কারবারি বেঁচে মন
কিনতে চায় তা কতজন
মন বেঁচে কিনে কি ধন 
বুঝিনা তো সেই কারণ। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২২:১৮
আমিও বুঝি না । 
nomaansarkarনোমান সারকার১৩ মার্চ ২০১৩, ২১:৩৭
মন হচ্ছে ছায়ার মতন, ডানে আর বায়ের আলাদা আলাদা অচেনা যেন রূপ ,কেবল নিজের বলে চেনা আর আপন মনে হয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২২:২৪
মাঝে মাঝে নিজের মনকেও কেমন অচেনা মনে হয়।
shuddhooশারদ শিশির১৩ মার্চ ২০১৩, ২১:৪০
কিন্তু ঠিক টের পাচ্ছি কিসের যেন এক চাঁপা দীর্ঘশ্বাস বুকের মাঝে দৌড়াদৌড়ি করছে। অথচ তা যে কি তাই খুজে পাচ্ছি না। আর তাই অকারণে মন খারাপ। মনের এই দিকটা কে কেন জানি খুব অচেনা লাগে। ভারী অদ্ভুত এক ব্যাপার। নিজের মন তাই সবসময় বুঝতে পারি না। অথচ অন্যের মন নিয়ে আমরা খেলা করি। মাঝে মাঝে যখন কারো উপর খুব কষ্ট লাগে এই ভেবে, সে কেন আমার মনের কথা বুঝতে পারে না ।তখন নিজের মনকে জিজ্ঞেস করি , তুই কি তার মনকে বুঝতে পারছিস ?তোর ঠিক এমন হলে কি করতি ? তখন খারাপ লাগাটা কিছুটা কমে যায়। আবার অন্যসময় তা ভুলে গিয়ে মন ঠিকই অভিমান করে বসে থাকে। হায় মন তোকে নিয়ে কি করি। 

সেই ছোটবেলা থেকে দেখেছি কেন যেন মাঝে মাঝেই মন অকারণে কেমন দুঃখী দুঃখী হয়ে উঠে । কোন কিছুই তখন ভালো লাগে না। অথচ খুঁজতে গিয়ে দেখতাম কই কিছু তো হয় নি। তবে কি মন একঘেয়েমিতায় ভুগে? একই রকম জীবন যাপন , নিত্যদিন একই কাজ করা । চারপাশের পরিবেশ একই রকম দেখা। সেই জন্যই কি? 


মাঝে মাঝে টেবিল বসে জানালা দিয়ে বাইরে প্রকৃতিকে দেখা খুব উপভোগ করি। বাইরে যখন অনবরত তুষার পড়তে থাকে তার সাথে বাংলাদেশের বৃষ্টিকে মিলাতে চেষ্টা করা, যখন ঝলমলে রোদ উঠে সবদিক আলোকিত করে দেয় তখন নিজের মনটাও যেন হেসে উঠে, আবার গাছে গাছে পাখিদের দৌড়াদৌড়ি দেখে আনমনে চেয়ে থাকা বা তাদের কিচিরমিচির শব্দে পুলকিত হওয়া সবই ভালো লাগে। তবে কেন মনটা অকারণে খারাপ হয়ে যায়? 

আসলে হয়তো শুধু নিজের ভালো থাকার উপর মন ভালো থাকা নির্ভর করে না । বন্ধু বান্ধব পরিচিতদের যখন কোন মন খারাপ করা খবর পাই তখন মনের মাঝে কিসের যেন এক পাথর এসে চেপে ধরে। হয়তো তার মতো করে তার কষ্টটা ছোঁয়া যায় না তবে মনটা ঠিকই খারাপ হয়ে যায়। মনে হয় কিছু যদি একটা করতে পারতাম 


হায় মন ! তুই বড়ই অচেনা !!
 


হোয়াট ইজ মাইন্ড? ব্রেন এ্যকশন কল্ড মাইন্ড। মনের দুটি স্বত্তা থাকে একটি হল চেতন অপরটি অবচেতন। অবচেতনে যারা থাকে যা থাকে তা নিয়ে হয়তো আমাদের ভিতরটা কখনো কখনো পাথরের মত ভারী হয়ে পড়ে আমাদেরই অজান্তে।আর তখনই এমন হয়।নিজেকে অকারণ উদাসীণ আর বিষণ্ণ লাগে।(জেসমিন এটা আমার নিজের থিওরি।না পছন্দ হলে ক্ষমা করবেন)
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২২:৩৩
হুম, এটাও একটা কারণ হতে পারে।
shmongmarmaএস এইচ মং মারমা১৩ মার্চ ২০১৩, ২১:৪২
বরং কাজের ফাঁকে ফাঁকে এর ওর সাথে কথা বলা, মেয়ের সাথে দুষ্টুমি করা,বরের সাথে সময় কাটানো , বাকী সময় ল্যাপটপের মনিটরে চোখ রাখা আর মাঝে মাঝে টেবিল বসে জানালা দিয়ে বাইরে প্রকৃতিকে দেখা খুব উপভোগ করি। বাইরে যখন অনবরত তুষার পড়তে থাকে তার সাথে বাংলাদেশের বৃষ্টিকে মিলাতে চেষ্টা করা, যখন ঝলমলে রোদ উঠে সবদিক আলোকিত করে দেয় তখন নিজের মনটাও যেন হেসে উঠে, আবার গাছে গাছে পাখিদের দৌড়াদৌড়ি দেখে আনমনে চেয়ে থাকা বা তাদের কিচিরমিচির শব্দে পুলকিত হওয়া সবই ভালো লাগে। তবে কেন মনটা অকারণে খারাপ হয়ে যায়? 

কাঁদো মন কাঁদো হৃদয় কাঁদো স্বপ্ন...........লেখাটা ভাল লাগল ভীষণ প্রিয় জেসমিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২২:৩৭
বেশি কাঁদলে তো আবার ডুবে যাবার ভয় থাকবে। 
অনেক শুভকামনা রইলো ।
Rabbaniরব্বানী চৌধুরী১৩ মার্চ ২০১৩, ২১:৪২

গোলাকার এই পৃথিবীতে দুঃখ- সুখ, কষ্ট- আনান্দ ঘুরে ঘুরে আসে। মন সত্যই খারাপ থাকলে এই সূর্য মুখি ফুলটার কথা ভাবুন আপনারও মন নেচে নেচে উঠবে, কিছুটা হলেও মন চেনা হয়ে উঠবে। শুভেচ্ছা জানবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২২:৪১
অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ফুল দিয়ে মন ভালো করার চেষ্টায় । 
এত সুন্দর ঝলমলে ফুল দেখলে মন কি আর খারাপ থাকতে পারে?
KohiNoorমেজদা১৩ মার্চ ২০১৩, ২১:৪৪
অচেনা মনকে আমি চাই যে চিনিতে
মাঝে মাঝে ইচ্ছা করে
মনের ঘোড়া দৌড়াইতে।। 
চিনি না সেই মনের ঘোড়া
থাকতো তারা জ়োড়া জোড়া
এখন আমি পাগল পারা
যাব আমি মনের হাটে মনটা কিনিতে। 


ধন্যবাদ জেসমিন-এখনই লিখলাম। পুরো ভাবনায় লিখবো পরে। ধন্যবাদ। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:০৪
আমরা আগামীকাল হয়তো মেজদার কাছ থেকে অসাধারণ একটা গান পাবো অচেনা এই মন নিয়ে। 
এক কথায় বলবো অসাধারণ। 
KohiNoorমেজদা১৪ মার্চ ২০১৩, ০০:১৯
এখনই দিতে পারি লিখে কিন্তু তা সঠিক হবে না। তবে দেব ইনশাল্লাহ
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:৩১
আচ্ছা পরে দিবেন তাহলে।
Mostaqছেলেমানুষ১৩ মার্চ ২০১৩, ২১:৪৫
মাঝে মাঝেই এমন হয় যে সব ঠিক আছে, তবুও বিষণ্ণ থাকে মন। আমার ধারণা মন মাঝে মাঝে বিষণ্ণ থাকতে পছন্দ করে 

শুভেচ্ছা ও ভালবাসা। ভাল থাকুন সবসময়। মন ও ভাল থাকুক। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:১১
তাই হবে বোধহয় । মনেরও শখ আহ্লাদ আছে। 
আপনাদের এত শুভকামনায় মন ভালো হবেই । 
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১৩ মার্চ ২০১৩, ২১:৪৬
আপা মন ভালো লাগানিয়া কিছু কাজ করে যাও। শৈশব কৌশোরের সেই পাগলামো খেলা গুলো খেলতে পারো সওদার সাথে । নইলে এরকম আরও আরও সুন্দর কয়েকটা লেখা লিখে ফেল ঝটপট ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:২১
হি হি ভালো পরামর্শ দিয়েছ। এর পরে ট্রাই করে দেখবো। 
অনেক শুভেচ্ছা রইলো।
sularyআলভী১৩ মার্চ ২০১৩, ২১:৫২
ভাল হয়ে যাক জেসমিন আপুর মন,
এই দোয়া করি আমরা সারাক্ষন,

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:২৫
আপনার দোয়া যাবে না বৃথা 
লিখে দিলাম এই কথা।
shahidulhaque77শাহিদুল হক১৩ মার্চ ২০১৩, ২২:০৩
“মনের কথা বলবো কারে,

“কে আছে সংসারে।
আমি ভাবি তাই,
আর না দেখি উপায়
কার মায়ায় বেড়ায় ঘুরে।।”


“মন তুমি সহজে কি সই হবা।
ডাবার ঘরে মুগুর পলে
সেই দিনে গা টের পাবা।” 


“ বিষয় বিষে চঞ্চল মন দিবা-রজনী
মন তো বুঝালে বোঝে না ধর্ম-কাহিনী।”


“মনেরে বুঝাতে আমার হল দিন আখেরী।
বোঝে না মন আপন মরণ একি অবিচারী।।”


লালন সাঁইয়ের কিছু সংগীতে মনের বিষয়ে সুন্দর সুন্দর কথা আছে। মন সত্যিই এক আজব বিষয়। এটা মনের একপ্রকার অস্থিরতা। বা জোয়ার-ভাটা। অনিয়ন্ত্রিত মনের মাঝে অযথাই মেঘ ভেসে বেড়ায়। কখনো ছায়া পড়ে কখনো রোদের ঝিলিক দেয়। ভালো থাকবেন। শুভকমনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:২৮
মনের এই অত্যাচারে মাঝে মাঝে খুব দিশেহারা লাগে। 
লালন সাঁইয়ের মন নিয়ে কথাগুলি ভাবনার খোরাক যোগায় । 
শুভকামনা রইলো শাহিদুল ভাইয়ের জন্য।
ruupaiনীল রুপাই১৩ মার্চ ২০১৩, ২২:০৯
চৈতন্য সত্তায় পূর্ণতা আনুক আকাঙ্ক্ষা
অরক্ষিত অন্ধকারে মমতার প্রণতি স্পর্শ
শব্দের নোনা-চুলায় পুড়িয়ে অক্ষরের রাত--

চমৎকার থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:৩৯
বাহ খুব সুন্দর করে বললেন তো । 
মেলাদিন পর আপনাকে আমার ব্লগে দেখে আমার মন বেশ ভালো হয়ে গেলো । কেমন আছেন?
ruupaiনীল রুপাই১৩ মার্চ ২০১৩, ২৩:৪৯
হুম চলছে জীবন...
আপনারই বা কি খবর? জানা হয়না আসা হয়না বলে। সো স্যরি।.... বাবুটা নিশ্চই অনেক বাড়ন্ত হয়ে উঠছে... শুভ কামনা বরাবর।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:০১
আমরা আছি ভালোই সব কিছু মিলিয়ে। 
হ্যাঁ মেয়ে এখন বেশ বড় হয়ে যাচ্ছে। সঙ্গে পাকামিও বেড়েছে । 

KohiNoorমেজদা১৪ মার্চ ২০১৩, ০০:২১
সাওদা, মনটা খুব খারাপ কেন ? নিশ্চয় “মা” মেরেছে ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:২৯
মেজদা, মা বুঝি খালি মারি ? 
ভাব নিয়ে ছবি তুলেছে তাই এমন লাগছে ।
ruupaiনীল রুপাই১৪ মার্চ ২০১৩, ০১:১৯
খবু সুন্দরও হচ্ছে... অনেক অনেক আদর....
narunabdনাসরিন চৌধুরী১৩ মার্চ ২০১৩, ২২:১৭
আপু শুভেচ্ছা রইল ।আপনার লেখাটা পড়েই লগ ইন করলাম।আমাদের মনটা এমনই।কারন অকারনে মন ভাল ও হয় খারাপ ও হয়।অনেক সময় এটা এক ঘেয়েমি থেকেও হয়।আমার আগে যখন অকারনে মন খারাপ হতো তখন চলে যেতাম বান্ধবীদের বাসায় ,সারাদিন বাইরে ঘুরতাম ,গল্প করতাম------কখন যে সময়টা কেটে যেত টেরই পেতামনা।বাসায় যখন ফিরতাম তখন মন ফুরফুরে।আর এখন যদি এমন হয় তাহলে এখন ও আমি আমার সবচেয়ে প্রিয় বান্ধবীও আমার ছোট বোনটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি,গল্প করি অথবা বাইরে থেকে ঘুরে আসি তারপরই দেখি মনটা খুব ভাল হয়ে গিয়েছে।মানুষের একটু চেন্জ দরকার।মন যখন খারাপ হয় তখন একা না থাকাটাই ভাল।কোন কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারলে --------মন সহজে মগজকে কাবু করতে পারেনা।অবশ্য এটা আমার চিন্তা।আপনার মন ভাল হয়ে উঠুক-----------সে প্রত্যাশায় রইলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:৪৬
হ্যাঁ , নাসরিন আপা ঠিক বলেছেন । একই রকম পরিবেশে থাকতে থাকতে হয়তো এমন লাগে। সবাইকে ছেড়ে দীর্ঘ পাঁচ মাস দূরে আছি বলেই হয়তো অকারণে মন খারাপ হয়ে আছে। 
দেশে থাকতে খুব বেশি হলে এক মাস শ্বশুর বাড়ি থাকতাম। তারপর হাঁটা ধরতাম আমাদের বাসায়। সেই আমি পাঁচ মাস ------ 
আশা করি ঠিক হয়ে যাবে।
jannatiজান্নাতী১৩ মার্চ ২০১৩, ২২:৩৩
আমারও মাঝে মাঝে এমন হয়! জানি না কেন হয়?! আপুর মন ভালো হয়ে যায় যেন!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মার্চ ২০১৩, ২৩:৪৭
আমিও জানি না রে আপু। 
তোমার শুভকামনা অবশ্যই কাজে লাগবে। 
neelsadhuনীল সাধু১৩ মার্চ ২০১৩, ২২:৩৩
হায় মন ! তুই বড়ই অচেনা !! 

হুম মন বড়ই বেয়ারা কিসিমের ব্যাবহার করে মাঝে মাঝে। 
তবে ভালো মন্দ সুখ দুঃখ মন ভালো মন খারাপ সবই একটা চক্রের মতন। একটার পর একটা সে আবার চলেও যায়। 

বিষণ্ন ভাব কেটে যাক। বেয়ার মন দূরে থাক। 
মন ফুরফুরে হয়ে উঠুক এই কামনা করি। 

তবে মনটা এমন না করলে এই সুন্দর পোষ্টটি তৈরী হতোনা সে কারনে মনকে ধন্যবাদ জানাই 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:০৪
হুম তা জানি । একটা চক্রের মাঝেই ঘুরে মন । কিন্তু খারাপ হলে কেমন অস্থির লাগে। 
বেয়াড়া বলেই হয়তো। 

তাই তো দেখতে পাচ্ছি। ভাগ্যিস মন খারাপ হয়েছিলো আর তাই আপনি এত সুন্দর সুন্দর সব কথা বলে গেলেন। 
অনেক অনেক শুভেচ্ছা নীল ভাই। 
neelsadhuনীল সাধু১৪ মার্চ ২০১৩, ১৩:৫৬
Emdad57বালুচর১৩ মার্চ ২০১৩, ২২:৫২
দূষ্টু সময় আনমনে আসে বিজন নিরালায়
কাঙ্খিত সুখ আছড়ে পড়ে কাঁচের জানালায়।
সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ কবি ।
শুভেচ্ছা নিন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:০৬
আমি আবার কবি হইলাম কবে বালু ভাই?  
আপনার লেখা লাইন দুটি মনটা চাঙা করে দিল । 
অনেক অনেক শুভেচ্ছা । খুব ভালো লাগলো আপনাকে পেয়ে।
asrafulkabirআশরাফুল কবীর১৩ মার্চ ২০১৩, ২২:৫৩
বাইরে যখন অনবরত তুষার পড়তে থাকে তার সাথে বাংলাদেশের বৃষ্টিকে মিলাতে চেষ্টা করা, যখন ঝলমলে রোদ উঠে সবদিক আলোকিত করে দেয় তখন নিজের মনটাও যেন হেসে উঠে, আবার গাছে গাছে পাখিদের দৌড়াদৌড়ি দেখে আনমনে চেয়ে থাকা বা তাদের কিচিরমিচির শব্দে পুলকিত হওয়া সবই ভালো লাগে। তবে কেন মনটা অকারণে খারাপ হয়ে যায়?  

#শুভেচ্ছা আপনাকে জেসমিন...

#আপনার মন খারাপ হওয়াতে আমাদের পাঠক সকলের লাভই হয়েছে, ভাল কিছু লাইন আমরা পেয়েছি, একটি লেখা উপভোগ করতে পেরেছি 

#ছু মন্তর ছু..আপনার মন ভাল হয়ে যাক, এ প্রত্যাশা

#কনশাস, সাবকনশাস এবং আনকনশাস স্টেট নিয়ে শিশির ভাইয়ের আলোচনা ভাল লেগেছে, শুভেচ্ছা উনাকে

#ভাল থাকুন
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:০৯
আপনার ছু মন্তর ছু কাজে লেগেছে কবির ভাই। 
ভালো লাগলো আপনাকে দেখে। অনেক অনেক শুভেচ্ছা রইলো। আমারও লাভ হোল। আপনাকে আমার পোস্টে পেলাম। 
sularyআলভী১৩ মার্চ ২০১৩, ২২:৫৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:০৭
শুভ রাত্রি। 
mamunrashid1287মামুন অর রসিদ১৩ মার্চ ২০১৩, ২৩:১৮
মাঝে মাঝে আমারও অকারনে মন খারাপ থাকে .-------------
vuterachorভূতের আছড়১৩ মার্চ ২০১৩, ২৩:৪৮
হুম,
এরকম সবার মন কখনো কখনো বিষণ্ণ হয়, 
যার কারণ খুঁজে পাওয়া যায়না। 
আমারও এরকম হয় বর্ষায় দিনে ঝুম বৃষ্টি দেখলে হয়। 

তবে এটা সাময়িক আবার এমনিতেই কেটে যায়। 
এরকম হলে ভালো সিনেমা ভালো বই পড়তে পারলে 
অথবা হালকা ব্যায়াম করলে মন ভালো থাকে। 
সুন্দর অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০০:৩৪
জানি এমনি এমনি ঠিক হয়ে যাবে। 
হয়ে গিয়েছেও । এই মেঘ এই রোদ্দুর আর কি । 

সুন্দর পরামর্শ দিলেন।বই অবশ্য পড়া হয়। 
বাকিগুলো ট্রাই করে দেখবো।
vuterachorভূতের আছড়১৪ মার্চ ২০১৩, ০১:১৮
ট্রাই গুলো এক একজনের জন্য একেক রকম
অনেক খোলা আকাশের নিচে বড় একটা দম নিয়েই প্রাণ প্রাচুর্যে ভরে উঠে। 
কীসে যে মানুষ তৃপ্ত বোঝা দাঁয়
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০১:২২
তা অবশ্য ঠিক বলেছেন। একেকজন একেক ভাবে মন ভালো করার চেষ্টা করে।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী১৩ মার্চ ২০১৩, ২৩:৫৫
মন, এইটার কথা আর কইয়েন না, বড়ই নচ্ছার জিনিস 

ক্যান খারাপ হয় ক্যান ভালো হয় কিছুই বুঝিনা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০১:২৩
বুঝলাম মেহেদী ভাই। 
বড্ড ফাজিল একটা জিনিস।
dhighi০০১দীঘি১৪ মার্চ ২০১৩, ০০:১৯
মন না যেন মতি!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০১:২৬
খারাপ বল নাই। 
শুভেচ্ছা দীঘি । 
Rjamilরশীদ জামীল১৪ মার্চ ২০১৩, ০০:৩৫
মনাকাশ, আকাশের মতো, এই দেঘ এই রোদ্র 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০১:০৯
হুম , ঠিক তাই। বড়ই আজিব। 
Rjamilরশীদ জামীল১৪ মার্চ ২০১৩, ০১:১১
এর লিগাই তো মনের আরেক নাম হৃদাকাশ। 
আকাশের মত রং পাল্টায় বলেই তো---

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০১:১৭
ওরে আল্লাহ ! মাথা তো খারাপ হয়ে যাবে। 
Rjamilরশীদ জামীল১৪ মার্চ ২০১৩, ০১:২১
meermusabberaliমীরের লেখা১৪ মার্চ ২০১৩, ০০:৪৫
ভাগ্নী রে দেখলে মুনে অনেক জিদ আছে ।।।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০১:০৫
আর কইয়েন না তার জিদের কাছে আমার জিদ হারায়ে গেছে ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক১৪ মার্চ ২০১৩, ০১:২১
আমার সব জবাব আগেই সব দিয়া দি‍ছে তাই ধন্যবাদ দিলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মার্চ ২০১৩, ০১:২৭
আমি তাই খুশি মনে নিলাম। ভালো থাকবেন।
rodela2012ঘাস ফুল১৪ মার্চ ২০১৩, ০৪:০১
আসলে হয়তো শুধু নিজের ভালো থাকার উপর মন ভালো থাকা নির্ভর করে না । বন্ধু বান্ধব পরিচিতদের যখন কোন মন খারাপ করা খবর পাই তখন মনের মাঝে কিসের যেন এক পাথর এসে চেপে ধরে। হয়তো তার মতো করে তার কষ্টটা ছোঁয়া যায় না তবে মনটা ঠিকই খারাপ হয়ে যায়। মনে হয় কিছু যদি একটা করতে পারতাম । যখন নিজের কিছু করার থাকে না তখন আল্লাহর কাছে দোয়া করি সব কষ্ট দূর করে দাও না হয় সামলানোর শক্তি দাও। এছাড়া যে আর কিছু করার নেই। 

মানুষের মনটা আসলেই বিচিত্র। এটা যে কখন খারাপ হয় আর কখন ভালো, কেন খারাপ হয় আর কেনই বা ভালো হয় বুঝা বড় দায় হয়ে যায়। নিজে ভালো থাকার মাঝে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের খারাপ সংবাদ এলে সকলেরই মন খারাপ হয়ে যায়। বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক শান্তি খুঁজে। উদাসীন করে তোলে। খুব ভালো লাগলো লেখাটা জেসমিন আপা। ধন্যবাদ আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ মার্চ ২০১৩, ১৭:০১
আসলেই তাই।সবাইকে নিয়েই আমাদের ভালো থাকা। শুধু নিজে আনন্দে থাকলে মন প্রফুল্ল থাকতে পারে না । 
আপনাকে পেয়ে খুব ভালো লাগলো।
Shongkhobasসেলিনা ইসলাম১৪ মার্চ ২০১৩, ০৫:১৫
লেখাটা পড়েই একটা গানের কথা মনে পড়ে গেল
"মন তোরে পারলাম না বুঝাইতে রে--তুই সে আমার মন" কেন মনে পড়ল জানিনা। শেয়ার করলাম । 
খুব সুন্দর কিছু কথা লিখেছেন যা মনছুয়ে গেছে। নিজের মনকে নিজেরই মাঝে মাঝে বুঝতে কষ্ট হয়! আসলে সেখানে কী হচ্ছে এবং কেন হচ্ছে এই বিষয়টি মাঝে মাঝেই ধুয়াশা লাগে...মনে হয় এটা সবারই কমবেশী হয়। তবে আমি মনে করি যাদের মনটা বেশী সরল, বেশী ভালবাসা যে মনে সেই মনটাই অস্থিরতায় ভোগে বেশী। 
ধন্যবাদ লেখাটা শেয়ার করার জন্য। শুভকামনা
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ মার্চ ২০১৩, ১৭:০৪
আপনার লিঙ্ক ধরে গানটা শুনলাম। 
সত্যিই মন খুব অদ্ভুত এক ব্যাপার। আপনার মন্তব্য আমারও মন ছুঁয়ে গেলো। ভালো থাকবেন আপু।
tuhinsarkerতুহিন­সৱকার১৪ মার্চ ২০১৩, ০৭:৪৮
মনের ব্যপারটা আজব
কখন সে যে কি চায় 
নিজেই বুঝে না।

ধন্যবাদ একটা আত্মপলব্ধি পোস্টের জন্য।
আপনাদের জন্য শুভকামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ মার্চ ২০১৩, ১৭:০৭
ঠিক বলেছেন। আমিও তাই বলতে চেয়েছি । 
আপনি মনে হয় আমার পোস্টে এই প্রথম এলেন। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম১৪ মার্চ ২০১৩, ০৯:২১
পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ও রহস্যময় বিষয় হলো মানুষের মন। আপনার লেখায় আপনি যা হাতড়ে বেড়িয়েছেন, তা' লক্ষ লক্ষ বছর ধরে মানুষ হাতড়ে বেড়াচ্ছে। ফলাফল শুন্য। সৃষ্টিকর্তার কিছু অমোঘ বিধানের (যেমন মৃত্যু) মতো মানুষ তার মনের রহস্যও কখনো ভেদ করতে পারবে না। মানুষ নামের প্রাণীটিকে এই ভাবেই সৃষ্টি করা হয়েছে। তবু মনস্তত্ত্বের রহস্যময় পটভূমিকায় আপনার ব্যক্তিগত মনঃসমীক্ষণ নিয়ে লেখাটি ভালো লাগলো। গদ্যে আপনার হাত ভালো। লিখে যান, বোন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ মার্চ ২০১৩, ১৭:০৯
আবুহেনা ভাই আপনি !!! অনেক ভালো লাগলো আপনাকে দেখে। 
আপনিই অনেক কিছু বলে দিলেন । আপনার উৎসাহ দেওয়া আমাকে লিখতে প্রেরণা দিবে।
tmboss172তৌফিক মাসুদ১৪ মার্চ ২০১৩, ১০:৪২
আসলেই মন বড় আচেনা, এইতো গত কাল মন খারাপ নিয়ে একটা কবিতা লিখে কবি হয়ে গেলাম। আপনি একটা প্রবন্ধ লিখে ফেললেন। 

শুভকামনা আপার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ মার্চ ২০১৩, ১৭:১০
হি হি । তাইলে তো বলতে হয় আপনার মন বারাবার খারাপ হোক । আমরা একজন ভালো কবিকে পাবো ।
Unnanউননুর১৪ মার্চ ২০১৩, ১১:৩১
লেখাটা আমার মন ছুয়ে গ্যালো। আমি ও একই ভুক্ত ভুগি কিনা। তবে ইদানিং নিজের মনকে অনেকটাই বুজতে পারি। তাই আগে ভাগেই প্রস্তুতি নিতে পারি অকারণ ভালো না লাগার থেকে। আপু ছোট করে একটা কথা বলি। মন হচ্ছে আমাদের হৃদয় ব্যান্ক। আমরা যা জমা করব, তারই ফল ভোগ করব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যাই ই চিন্তা করিনা কেন মন সব তার এক্যাউন্টএ জমা করে রাখে। বেশি বেশি দুশ্চিন্তা করলে মন এক সময় আর ভার সইতে পারেনা, তাই মাঝে মাঝেই প্রত্রিক্রিয়ায় বিদ্রোহ করে ভালো না লাগা, দু:খ বোধ, ভারাক্রান্ত থাকা, বিষন্নতায় ভোগা ইত্যাদির মাধ্যমে। তাই মনে কে অটো সাজেসন দিতে হবে, সব ইতিবাচক চিন্তা জমা করতে হবে, ধীরে ধীরে মন ও ফিরিয়ে দিবে সুদ আসলে চক্রবৃদ্ধিহারে সকল ভালো লাগা, প্রফুল্ল থাকা। আপু এমন ও হতে পারে জার্মানিতে কালচারাল শকের কারণে তোমার দৈনিন্দন জীবন প্রায়ই এক ঘেয়েমি লাগে। তাই মাঝে মাঝেই ব্যতিক্রম কিছু করতে পারো। আপু তোমার জন্য অনেক অনেক শুভ কামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মার্চ ২০১৩, ২৩:১৬
খুব মনোযোগ দিয়ে মন্তব্যটি পড়লাম। খুব খুব ভালো লাগলো কথাগুলি। 
নিজের অজান্তেই কিছু নেতিবাচক চিন্তা মনের মাঝে বাসা বাঁধেই। আর তা থেকেই হয়তো মন খারাপ হয়ে যায়।
sularyআলভী১৪ মার্চ ২০১৩, ১৪:১১
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মার্চ ২০১৩, ২২:৪৫
অনেক অনেক ধন্যবাদ আলভী ভাইকে ।
AhmedRabbaniআহমেদ রব্বানী১৪ মার্চ ২০১৩, ১৫:২৭
সবার মন অকারণে বিষণ্ন হয়না আপা।যারা সহজ সরল তাদের মনই কেবল একটু কিছুতেই দু:খ পায়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মার্চ ২০১৩, ২২:৩৪
হবে হয়তো। কেমন আছেন? অনেকদিন পর আপনাকে পেলাম আমার ব্লগে। 
অনেক অনেক শুভেচ্ছা।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১৫ মার্চ ২০১৩, ০২:৪৯
এখনি পড়লাম তোমার লিখাটা জেসমিন। এখন দেখছি আমার মনটাও খারাপ হয়ে গেলো। আশা করছি আজ তোমার মনটা নিশ্চয়ই অনেক ভাল আছে। জানো মাঝে মাঝে আমারও কিন্তু মনটা ভীষন খারাপ হয় অকারণেই। তখন আমি গান শুনি প্রচুর এবং নিজের মত থাকতে চাই। কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনা আমার সাহেব আর ছেলেদের জন্য। জানো জেমিন, এটা সত্যি যে, তুমি বা আমরা যাদের খুবই সুখি ভাব বা ভাবি তাদেরও কিন্তু মন খারাপ হয় অকারণে। তাই ওটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হয় যেমন করেই হোক। মন থেকে দোয়া করছি যেন তোমার মনটা তাড়াতাড়ি ভাল হয়ে যায় এবং সব সময় ভাল থাকো আর আনন্দে থাকো। আরেকটা কথা জেসমিন, তোমার লিখাটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছে, মনটা যেন আমার ছুঁয়ে গেল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মার্চ ২০১৩, ২২:২৯
হায় হায় আমার আপুর মন খারাপ হলে কিভাবে হবে? হ্যা আপু মন ঠিক হয়ে গিয়েছে । কতক্ষণ খারাপ থাকতে পারে যদি কারণ থাকে অজানা। 
আপনার এত আন্তরিক মন্তব্য পড়ে মনটা ভরে উঠলো। অনেক অনেক ভালো থাকবেন আপু।
Maeenমাঈনউদ্দিন মইনুল১৫ মার্চ ২০১৩, ২১:৪৭
আপনার কথাগুলোর সুর খুবই পরিচিত মনে হলো। আমারও এরকম হয়। কারণ জানা থাকে না। 

আশা করছি, এতোক্ষণে জেসমিন আপার মন ভালো হয়েছে।
শুভ কামনা
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মার্চ ২০১৩, ২২:০৮
হুম , হয়েছে। এমন অজানা কারণে মন কি আর বেশীক্ষণ খারাপ থাকতে পারে?
হঠাৎ পাগলামিতে শেয়ার করে ফেললাম। 
আপনার জন্যও অনেক শুভকামনা।

No comments:

Post a Comment