Thursday, September 4, 2014

আরিয়ার জন্মদিন


আরিয়া ভীষণ খুশি । আজ বাবা অফিস যাওয়ার আগে বলেছে এবার তার জন্মদিন খুব বড় করে করা হবে । কোন একটি রেস্টুরেন্টে পার্টি দেওয়া হবে । আরিয়া তো শুনে লাফাতে লাগলো । ইয়াহু , কি মজা । এবার অনেক বড় কেক অর্ডার দেওয়া হবে। নতুন জামা জুতা তো প্রতিবারের মত থাকবেই । এছাড়া বাবা বলেছে আরও বিশেষ কি পুরুস্কার নাকি থাকবে । তার সব বন্ধুদের আসতে বলে দিয়েছে । আরিয়া সেই সকাল থেকে কোন কাজেই আর মন দিতে পারছে না । বারবার শুধু তার জন্মদিন পালন সংক্রান্ত চিন্তাগুলি মাথায় চলে আসছে । গতবছর তার সপ্তম জন্মদিনও অনেক আনন্দে কেটেছে ।দেশের বাহিরে থাকা খালামনিরাও ছিল সেবার । এবার অবশ্য ফারিয়ারা থাকবে না । সে ভাবল ফারিয়ার সাথে যখন নেটে কথা বলবে তখন সব জানাবে । উত্তেজনায় দুপুরে খেতে বসে সে বেশি খেতে পারলো না । মা তাকে একবার বকাও দিল , না খাওয়ার জন্য । বাবা অফিস থেকে আসার পর সে আবারো জিজ্ঞেস করল , বাবা সকালে যা বলেছে ঠিক কিনা । বাবা তার গালটা টিপে দিয়ে বলল, হুম মামনি সত্যি, সত্যি সত্যি । তিন সত্যি । কিন্তু এখনো এক সপ্তাহ বাকি আছে । তুমি নাকি এখনি খুব লাফালাফি করছ? সব ঠিকমত চলতে হবে। এখন লক্ষ্মী মেয়ের মত ঘুমিয়ে পড় । আরিয়া ঘাড় কাত করে বলল , আচ্ছা বাবা । গুড নাইট । 


আরিয়া ঘুমুতে গিয়ে নানা কথা ভাবতে লাগল । কাকে কাকে ইনভাইট করবে মনে মনে তার একটা লিস্ট করতে লাগল । সুহানা, সায়রা, মাইশা, টুকু , লাবিব, লাইবা সবাইকে বলতে হবে । বিন্দুটা একটু পাজি কিন্তু আরিয়া তাকেও জন্মদিনে আসতে বলবে । তার কয়েকজন মিসকেও বলবে । বিশেষ করে শায়লা মিসকে । শায়লা মিস খুব ভালো । তিনি তাদের অনেক ভালো ভালো বিষয়ে জ্ঞান দেন । ভাবতে ভাবতে আরিয়া ঘুমিয়ে পড়ল । 
ঘুমের মাঝেও সে জন্মদিন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল । সে সবাইকে দাওয়াত দিল । এবার শায়লা মিসকে দাওয়াত দিতে গেল । মিস দাওয়াত পেয়ে খুশি হল ।
বলল, আমি খুশি হলাম তোমার দাওয়াত পেয়ে । কিন্তু এমন জন্মদিন তো তুমি সবসময় পালন করো । বন্ধুদের দাওয়াত দাও, আত্মীয়রা আসে। মজার মজার খাবার খাও, গিফট পাও । কিন্তু এবার কি তুমি অন্যভাবে তোমার জন্মদিন পালন করতে পারো না ? 
আরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে ? 
মিস একটু হেসে বলল, তুমি যদি তোমার এই জন্মদিনে কিছু অন্যরকম শিশুদের নিয়ে কেক কাটো তাহলে কি আরও বেশি আনন্দ হবে না ? 
আরিয়া বলল, অন্যরকম শিশু মানে ? 
এই যেমন ধরো , তোমাদের বাসার কাজের বুয়ার বাচ্চারা, তোমাদের ড্রাইভারের বাচ্চারা , তোমাদের বাসার পাশে কোন গরীব বাচ্চারা , যারা কখনো এইভাবে জন্মদিন পালন করা দেখেনি। মজার মজার খাবার তাদের ভাগ্যে জোটে নি । কেক কাটা কি জিনিস তারা জানে না । তুমি যদি তাদের নিয়ে এই আনন্দটুকু উদযাপন করো তাহলে দুটো ভালো কাজ হবে । 
- গরীব শিশুরা একটা দিন খুব আনন্দে কাটাবে 
- যেহেতু আল্লাহ গরীবদের ভালবাসেন তাই আল্লাহ তোমার উপর খুব খুশি হবেন, তুমি গরিবদের কাছে টেনে নিয়েছ দেখে । 
আরিয়া একটু ভাবল । আর তখনই তার ঘুম ভেঙে গেল মামনির ডাকাডাকিতে ।
“আরিয়া জলদি উঠো স্কুলের সময় হয়ে গিয়েচে। হাত মুখ ধুয়ে তৈরি হতে হবে”। আরিয়া লক্ষ্মী মেয়ের মত উঠে স্কুলে জাওয়ার জন্য তৈরি হল । মা খাবার টেবিলে তাকে নাস্তা খাওয়াতে খাওয়াতে জিজ্ঞেস করলো,”কাকে কাকে দাওয়াত দিতে চাও জানাবে । তোমার বাবা সেভাবে লিস্ট করবেন” । আরিয়া কিছু না বলে মাথা নাড়ল ।সে বাবার সাথে স্কুলে চলে গেল । 
বিকেলে সে ছাদে একটু হাঁটতে গেল ।ছাদের কিনারায় দাঁড়িয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে ছিল । সেখান থেকে একটি ছোট মেয়ে তার দিকে তাকিয়ে হেসে দিল। সেও হাসল । মেয়েটিকে জিজ্ঞেস করল, কেমন আছ ? মেয়েটি বলল, ভালো । 
তোমার নাম কি ? – আরিয়া । 
আমার নাম বিলকিস । 
তোমার জন্মদিন কবে? – আরিয়া
জন্মদিন! সেটা আবার কি ? আমি তো জানি না । - বিলকিস 
আরে যেদিন তুমি পৃথিবীতে এসেছ , সেদিনই জন্মদিন । -আরিয়া । 
হি হি , জন্মদিন কবে সেই খবর দিয়া কি করুম । আচ্ছা জন্মদিন কি করে ? – বিলকিস । 
জন্মদিনে কেক কাটে , মজার মজার খাবার খায়, সুন্দর সুন্দর উপহার পায় । এই যেমন –জামা, পুতুল, গাড়ি আরও কত কি । - আরিয়া
ঠিকমত দুইবেলা খাইবার পাইনা আর জন্মদিন । বুঝছি এগুলা বড়লোকের জিনিস । আপা আপ্নেরাই জন্মদিন করেন । আমাদের মনে রাখারও দরকার নেই । - বিলকিস

আচ্ছা আমি যদি তোমাকে আমার জন্মদিনে আসতে বলি তুমি আসবে ? – আরিয়া

সত্যি কইতাচেন আপা । আমু না আবার । তয় আপনের মা ঢুকতে দিব তো ? -বিলকিস 
সেটা আমি দেখব । ঠিক আছে তোমার সাথে পরে কথা বলব । আমি এখন যাই । -আরিয়া। 
আচ্ছা । 
আরিয়া রাতে খাবার টেবিলে বসে চুপচাপ খেয়ে নিল । তারপর বাবা যখন শোবার ঘরে গিয়ে টিভি দেখতে বসল তখন বাবার গলা জড়িয়ে ধরে বলল , বাবা আমার এবারের জন্মদিন আমি অন্যভাবে পালন করতে চাই । আমি আমাদের বাসার কাজের বুয়ার , ড্রাইভার কাকার বাচ্চাদের, আমাদের পাশের বস্তির বাচ্চাদের দাওয়াত দিতে চাই । ওরা তো গরীব । ওদের খুশি করলে আল্লাহ খুশি হবেন । তুমি রাজী তো বাবা ?

রায়হান সাহেব কিছুটা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হেসে দিলেন । বললেন, আমি খুব রাজী মা । আমার খুব ভালো লাগছে ভেবে আমার মেয়ে গরীবদের নিয়ে ভাবার চেষ্টা করছে । ঠিক আছে তোমার জন্মদিন আমরা এদের নিয়ে পালন করব ।

আরিয়া আনন্দে বাবাকে জড়িয়ে ধরল । তুমি অনেক ভালো বাবা । 
তারপর নির্দিষ্ট দিনে আরিয়ার জন্মদিন পালন হোল সেইসব বাচ্চাদের নিয়ে যারা কখনো এমন আনন্দ করতে পারেনি । এইসব বাচ্চাদের চোখেমুখে খুশির ফোয়ারা ঝরছিল । আরিয়াও ভীষণ খুশি হোল তাদের আনন্দ দেখে । সে তার এই অন্যরকম জন্মদিন পালন করার কথা ডায়রিতে লিখে রাখল ।
৩৩ টি মন্তব্য
Rabbaniরব্বানী চৌধুরী২২ নভেম্বর ২০১২, ১৮:২৯
" আরিয়া আনন্দে বাবাকে জড়িয়ে ধরল । তুমি অনেক ভালো বাবা । 
তারপর নির্দিষ্ট দিনে আরিয়ার জন্মদিন পালন হোল সেইসব বাচ্চাদের নিয়ে যারা কখনো এমন আনন্দ করতে পারেনি । এইসব বাচ্চাদের চোখেমুখে খুশির ফোয়ারা ঝরছিল । " 


আরিয়ার প্রতিটি জন্মদিন এ ভাবেই পালিত হোক । বৃহস্পতিবার শিশু-কিশোরদের নিয়ে এ লেখাটি পোষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল। আশা রাখছি প্রতি বৃহস্পতিবার শিশু-কিশোরদের নিয়ে লিখবেন।ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ১৯:৩০
চেষ্টা থাকবে আগামী সপ্তাহে নতুন কিছু লেখার । দোয়া করবেন ।
MainulAminমাইনুল আমিন২২ নভেম্বর ২০১২, ১৮:৩২
আরিয়ার জন্মদিনের পোস্টটি অতি চমত্কার্ভাবেই ফুটিয়ে তুলেছেন প্রিয় জেসমিন আপা । আরিয়াকে এবং আপনাকে সাথে আরিয়ার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা ---------------। ভালো থেকো মামণি আরিয়া ------------। তোমার জন্যে আনেক অনেক শুভেচ্ছা রইলো আমাদের সবার পক্ষ থেকে -----------------
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ১৯:৩৩
আরিয়াকে আপনার ভালবাসা জানিয়ে দিব । 

ধন্যবাদ আমিন ভাই ।
nomaansarkarনোমান সারকার২২ নভেম্বর ২০১২, ১৮:৩৬
পড়তে পড়তে মনে হয় যেন ভোর হয়ে গেল ,লেখাটার এতটা ভালো লাগার কথা জানিয়ে গেলাম ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২০:৫২
আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম ।
ভালো থাকবেন ।
Jalampwdআলম পিডাব্লিউডি২২ নভেম্বর ২০১২, ১৮:৪২
খুবই চমৎকার, চমৎকার একটা লেখা। গল্পের মাধ্যমে যে ম্যাসেজটা দিলেন সেটা আরও চমৎকার।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২০:৫৩
ধন্যবাদ আলম ভাই । খুব ভালো লাগলো আপনার মন্তব্যে ।
Jolrashiনুসরাত জাহান আজমি২২ নভেম্বর ২০১২, ১৮:৪৪
আপু, গল্পটা তখনও ভালো লেগেছিল। আজ পড়লাম, আবার ভালো লাগলো। 

সব পিচ্চিরা যদি আরিয়ার মতো ভাবতো... 

ভালো যেন থাকা হয়.অনেক অনেক শুভ কামনা। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২০:৫৫
বাচ্চাদের ভাবনার মধ্যে গরীবদের নিয়ে ভাবার বিষয় ঢুকিয়ে দিতে হবে । তাহলে তারা ছোট বেলা থেকেই সেভাবে ভাবতে চাইবে । 
তোমার উপস্থিতি আমাকে আনন্দ দিল । ভালো থেক আপু ।
kamaluddinকামাল উদ্দিন২২ নভেম্বর ২০১২, ১৮:৫২
অনেক অনেক সুন্দর কথকতা । আমরা আসলে গরীরদের নিয়ে এমনটি করে ভাবি না, অথচ ভাবা উচিৎ । রিপোষ্টের জন্যই পড়া হলো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২০:৫৬
ভাগ্যিস লেখাটি সেভ করা ছিল । তাই এমন মন্তব্য পেলাম । 
অনেক ধন্যাবাদ কামাল ভাই ।
kamaluddinকামাল উদ্দিন২৩ নভেম্বর ২০১২, ০৭:১৭
mukto75মুক্তমন৭৫২২ নভেম্বর ২০১২, ১৯:০০
সুন্দর পোষ্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা জেসমিন আপু। ২য় বার পড়েও খুব ভালো লাগলো। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২১:০০
ধন্যবাদ মন ভাই । আপনি কিছু লিখেন না । অনেকদিন আপনার কোন পোস্ট পাই না ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২২ নভেম্বর ২০১২, ২০:০৬
সুন্দর পোষ্টের জন্য অনেক শুভেচ্ছা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২১:০৫
আপনার জন্যও শুভেচ্ছা প্রামাণিক ভাই ।
fardoushaফেরদৌসা২২ নভেম্বর ২০১২, ২০:১০
আগেও পড়েছিলাম । আকিফের জন্মদিন আমরা সব সময় এতিম বাচ্চাদের খাওয়ানোর মধ্য দিয়েই পালন করি। গতমাসে ও আকিফের জন্মদিন উপলক্ষে আকিফের নানু ৮০ জনের মত এতিম বাচ্চার খাওয়ার আয়োজন করেছিল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২১:১০
ধন্যবাদ আপু , আবার পড়েছেন বলে । আকিফের জন্মদিন উপলক্ষ্যে এই আয়োজন অন্যদেরও উৎসাহিত করবে । 
ভালো থাকবেন ।
Rjamilরশীদ জামীল২২ নভেম্বর ২০১২, ২০:১৪
আরিয়াকে ভালসাসার কথা জানিয়ে দেবেন আপা
আরিয়া------- --------ছাওদার জন্য

------------
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২১:১১
জানিয়ে দিব জামিল ভাই । 
শুভেচ্ছা রইলো ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২২ নভেম্বর ২০১২, ২০:২৭
জন্মদিনের দিনের দারুন পোস্ট। 
শুভ জন্মদিন। 
আপনার জন্য শুভকামনা। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ২১:১২
গল্পের আরিয়াকে উইশ করার জন্য অনেক ধন্যাবাদ । 
ভালো থাকবেন জমির ভাই ।
chomok001মোঃ হাসান জাহিদ২২ নভেম্বর ২০১২, ২৩:১২
খুব সুন্দর গল্প । মুগ্ধ হয়ে পড়লাম । শুভেচ্ছা । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ নভেম্বর ২০১২, ২২:৫৭
অনেক ধন্যবাদ জাহিদ ভাই । আপনাদের উপস্থিতি অনুপ্রেরণা দেয় ।
arman786‌আরমানউজ্জামান২২ নভেম্বর ২০১২, ২৩:২১
খুবই চমৎকার, অনেক ভাললাগল আপু
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ নভেম্বর ২০১২, ২২:৫৭
ধন্যবাদ , আরমান ভাই । 
ভালো থাকবেন ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২৩ নভেম্বর ২০১২, ০১:১৮
তোমাদের বাসার কাজের বুয়ার বাচ্চারা, তোমাদের ড্রাইভারের বাচ্চারা , তোমাদের বাসার পাশে কোন গরীব বাচ্চারা , যারা কখনো এইভাবে জন্মদিন পালন করা দেখেনি। মজার মজার খাবার তাদের ভাগ্যে জোটে নি । কেক কাটা কি জিনিস তারা জানে না । তুমি যদি তাদের নিয়ে এই আনন্দটুকু উদযাপন করো তাহলে দুটো ভালো কাজ হবে । 

ভাবনা গুলো ছড়িয়ে যাক সব শিশুদের অন্তরে। আরিয়া ভাগ্যবান এরকম দুজন মানুষ পেয়েছে ওর সাথে। আরিয়ার জন্য ভালবাসা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ নভেম্বর ২০১২, ০০:১২
ঠিক তাই অপু । ভাবনাগুলো ছড়িয়ে যাক সব শিশুর অন্তরে । 
ভালো থাকবেন ।
KohiNoorমেজদা২৩ নভেম্বর ২০১২, ০২:১৭
আরিয়াকে মনে হল ও কথা শিল্পী হয়ে মাকে বাবাকে আর মামাকে যাদু করবে। 
আরিয়ার জন্ম তারিখ জানতে চাই। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ নভেম্বর ২০১২, ০০:১৪
আরিয়ার মামার ভবিষ্যৎ বাণী যেন সত্যি হয় । 
আমার আরিয়ার জন্মদিন ২১ শে এপ্রিল । এত চকলেট কার জন্য ? আমার জন্মদিনে দিলেন বুঝি ? এবারের জন্মদিনে সেরা গিফট ।
Himaloeএইচ এম মেহেদী হাসান১৬ জানুয়ারি ২০১৩, ১৪:২২
শুভেচ্ছা আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ জানুয়ারি ২০১৩, ১৬:১৫
আপনার জন্যও ।

No comments:

Post a Comment