Thursday, September 4, 2014

আপন মনে হাসি


ছোট্ট মেয়েটির বয়স কত হবে ? এই ৫/৬ বছর হবে । সে টি ভি দেখতে খুব পছন্দ করতো । কার্টুন তার পছন্দের অনুষ্ঠান । ছোটদের অনুষ্ঠানগুলিও । আবার সিনেমা নাটক দেখতেও সে পছন্দ করতো । তো সেই ছোট্ট মেয়ের মনে ভাবনা চলতো , একদিন এই টি ভি তো ভেঙে যাবে । তখন তো সবাই টি ভি থেকে বের হয়ে আসবে । কাকে কাকে সে বাসায় রেখে দিবে তা নিয়ে ভাবতে গিয়ে হিমশিম খেত ।আর একটু বড় হয়ে সে যখন টি ভি তে প্রোগ্রাম কিভাবে হয় তা জানতে পারলো তখন নিজের বোকামিতে নিজেই হেসে খুন ।


আরও পরের একটি ঘটনা তাকে নিয়ে । তখন সে ক্লাস ফোরে পড়ে ।এই নিয়ে দুইবার সে ট্রেন ভ্রমণ করছে । আগেরবারের কথা তার মনে নেই তেমন । তো এবার যখন তারা ট্রেনে ঢাকা আসছিল সে জানালার পাশেই বসেছিল ।হঠাৎ সে আবিস্কার করলো দূরে উজ্জ্বল আলোর ছোট ছোট পতাকা দেখা যাচ্ছে । সে খুব অবাক হয়ে দেখছিল । এবং ভাবছিল পতাকাতে কি আলো লাগিয়েছে নাকি ? না হয় এমন জ্বলছে কেন ? ট্রেন যত আগাচ্ছে পতাকাগুলো তত বড় হচ্ছে । হঠাৎ সে আবিস্কার করলো আরে এতো জানালা । রাতের বেলা লাইট জ্বলছে দেখে দূর থেকে পতাকার মত মনে হচ্ছে । সে মনে মনে খুব হাসল । তারপর ট্রেন কমলাপুর স্টেশনে আসলো তারা ভাইবোন সব গাড়ির জন্য বাইরে এসে দাঁড়ালো । হঠাৎ সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল । একে অপরকে বলছিল , আরে তোর জামা এমন রঙ হয়ে গেছে কেন ? তারপর তারা যখন স্টেশন থেকে কিছু দূর এলো , তখন বুঝতে পারলো এটা আসলে স্টেশনের সোডিয়াম বাতির জন্য হয়েছে । 

এরও বছর খানিক পরের কথা । তখন সে ক্লাস ফাইভে পড়ে । একদিন সকাল বেলা তারা তিন ভাইবোন খাটের উপর বসে পড়ছিল । তো হঠাৎ খাট নড়তে লাগলো ।সে আর তার বোন ভাবল বিড়াল বুঝি খাট নাড়ছে । তারা হুশ হুশ করতে লাগলো । এর মধ্যেই থেমে গেলো । পরে তার বাবা বলল, ওটা ছিল ভূমিকম্প । 

তা ছোট বন্ধুরা তোমাদেরও আছে নাকি এমন মজার কোন ঘটনা । যা মনে পড়লে আপন মনে হাসি পায় ।


[ আজ বৃহস্পতিবার । শিশুদের জন্য লেখার দিন । কিন্তু নতুন কিছু লিখতেই পারছি না । আবার এই লেখাটিও ব্লগ থেকে হারিয়ে গিয়েছে । তাই লেখাটি রি পোস্ট করলাম । ]
৪৫ টি মন্তব্য
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা১৫ নভেম্বর ২০১২, ১৯:৩৫
আজ বৃহস্পতিবার। শিশুদের জন্য লেখা লিখতে মনে নেই। 
আপনার জন্য অবিরাম শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২০:০৩
এখন ঝটপট লিখে পোস্ট করে দিন । অবিরাম শুভেচ্ছা ।
KohiNoorমেজদা১৫ নভেম্বর ২০১২, ১৯:৪৩
সুন্দর মজার ঘটনা জেসমিন। ভাল থেকো। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২০:০৮
ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন । আপনার প্রাণচাঞ্চল্য দারুণ লাগে । আপনি ব্লগিং খুব উপভোগ করার চেষ্টা করেন ।
Rjamilরশীদ জামীল১৫ নভেম্বর ২০১২, ১৯:৫২
ভাল লেখাগুলো বারবার পড়তেও ভাল লাগে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:৫৭
কৃতজ্ঞতা । ভালো থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী১৫ নভেম্বর ২০১২, ১৯:৫৮
যদিও এই পোষ্টটি আগেও পড়েছি তবুও বরারের মত খুবই ভালো লাগলো। আর বেশি ভালো লাগলো যে আপনি বৃহস্পতিবারের কথা মনে রেখেছেন। শিশুদের নিয়ে পোষ্ট দিচ্ছেন। 

" তারা হুশ হুশ করতে লাগলো । এর মধ্যেই থেমে গেলো । পরে তার বাবা বলল, ওটা ছিল ভূমিকম্প । " 

ধিরে ধিরে শিশুরা এক সময় সবাই জেনে যায়, সবই বুঝতে পারে বড়দের মত । শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২০:২০
ঠিক বলেছেন ,সময়ের সাথে সাথে শিশুরা অনেক পরিণত হয়ে উঠে । বড়দের খুব একটা মনে থাকে না প্রথম দিকে । ভালো থাকবেন ।
masumbadalমাসুম বাদল১৫ নভেম্বর ২০১২, ২০:০৩
চমৎকার


বয়স বৃদ্ধি আর পরিস্কার উপলব্ধির সুন্দর উপস্থাপন
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:৫৯
ধন্যবাদ মাসুম ভাই । শুভেচ্ছা ।
fardoushaফেরদৌসা১৫ নভেম্বর ২০১২, ২০:০৪
ছোট সময় আমিও যে এমন কত মজার কাণ্ড করতাম। 

কিছু আমার মনে আছে আর কিছু আমার মা মাঝে মাঝে বলে। 

লেখাটা পড়ে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২০:২১
দুই একটা আমাদের সাথে শেয়ার করেন । আমরা জেনে আনন্দ পাই ।
sularyআলভী১৫ নভেম্বর ২০১২, ২০:১২
স্মৃতিময় ছোট বেলা,
খেলেছি অনেক খেলা।
ছিলনা কোন জালা,
এখন দূর্ভোগের পালা।
সারাদিন নিচ্ছি ঠেলা,
কাজে নেই কোন হেলা।
গিন্নি তাও বকছে মেলা,
তাঁর তো আঠারো কলা!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২০:১৬
হা হা । দারুণ বলেছেন । শেষের দুই লাইন নিয়ে আমরাও কিছু বলতে পারি । কিন্তু বলবো না ।
sularyআলভী১৫ নভেম্বর ২০১২, ২০:২৫
আপনাদের বলার যেমন সময়,
আমাদের শুনতেও নেই ভয়!
ও দিকে যেন কে কথা কয়?
তাহলে এখান থেকে যায়!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২০:২৭
আসুন হবে । আজ খালি বানান ভুল করছি ।
MatirMoynaমাটিরময়না১৫ নভেম্বর ২০১২, ২০:১৫
ওসুবিধা নাই।

আবার দিয়েছেন আবার পড়েছি।

আবার ভালো লাগিয়েছি।

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২০:১৭
আবার পড়েছেন বলে আমারও আবার ভালো লাগিয়াছে । 

শুভেচ্ছা ।
MatirMoynaমাটিরময়না১৫ নভেম্বর ২০১২, ২১:২০
আপা আছেন কেমন আজকে???
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:২৩
ভালো আছি । অনেক ঠাণ্ডা ।
MatirMoynaমাটিরময়না১৫ নভেম্বর ২০১২, ২১:২৫
সবে তো শুরু হইলো।

খেলা তো বহুত বাকী আছে আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:২৭
হুম , সেটাই তো সবাই বলছে । 

আপনাকে কি কখনো জিজ্ঞেস করেছিলাম আপনি কোথায় থাকেন ?
MatirMoynaমাটিরময়না১৫ নভেম্বর ২০১২, ২১:২৮
না আপা। জিজ্ঞেস করেন নাই।

তয় এখন কি জিজ্ঞেস করবেন??? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:৩০
এটা কি করা হইলো না ?
MatirMoynaমাটিরময়না১৫ নভেম্বর ২০১২, ২১:৩১
 


আপনাদের কাছেই আছি দেশী দূরে না। 

লন্ডন । দের ঘন্টা লাগে মাত্র।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২২:০১
তাহলে তো বেড়াতে আসতে হয় । এত হাসি কেন ? 
আর পারলে আপনিই চলে আসুন ।
Maeenমাঈনউদ্দিন মইনুল১৫ নভেম্বর ২০১২, ২০:২৭
রিপোস্ট করলেও আমার জন্য তা ছিলো প্রথম।
সুন্দর লেখা। বড়দেরও পড়ার মতো, হাহাহা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:২৮
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে । 
শুভকামনা ।
sularyআলভী১৫ নভেম্বর ২০১২, ২০:৩৮
এবার তো ফোটালেন হুল,
কোথায় পেলেন বানান ভুল?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:২৫
আপনার সাথে মন্তব্য বিনিময়ে একটা বানান ভুল করেছিলাম তাই লিখেছিলাম । এখন দেখি ঠিক হয়ে গেছে । বাদ দেন । কিছু মনে করবেন না ।
sularyআলভী১৫ নভেম্বর ২০১২, ২১:৩২
মনে করার কি আছে,
সত্য করে বলছি মিছে!
সব পড়ে থাকবে পিছে,
স্মৃতি যেন না যায় মুছে!
nomaansarkarনোমান সারকার১৫ নভেম্বর ২০১২, ২১:১৯
ভালো লাগল । মজার ঘটনা সব স্মৃতি হয়ে গেল ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২১:২৯
সত্যিই তাই । যে দিন চলে যায় সেই দিনই স্মৃতির পাতায় চলে যায় । এ এক অদ্ভুত অথচ বাস্তব ব্যাপার ।
sularyআলভী১৫ নভেম্বর ২০১২, ২১:৫০
মনে করার কি আছে,
সত্য করে বলছি মিছে!
সব পড়ে থাকবে পিছে,
স্মৃতি যেন না যায় মুছে!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২৩:১৪
স্মৃতি কি যায় মুছে ? 
ভালো থাকবেন ।
chomok001মোঃ হাসান জাহিদ১৫ নভেম্বর ২০১২, ২২:২৮
আগেরবার পড়া হয়নি । এবারই প্রথম পড়লাম । শিশুদের জন্যে খুব সুন্দর একটি পোস্ট । ভালো থাকবেন । অনেক অনেক শুভচ্ছা । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২৩:১৫
ধন্যবাদ পড়ার জন্য । আপনিও ভালো থাকবেন জাহিদ ভাই ।
salahuddinsiteসালাহ্ আদ-দীন১৬ নভেম্বর ২০১২, ০৬:৩৯
ছোট বেলা সন্ধ্যায় আমি আর আমার চাচাত বোন খুব ঝগড়া করতাম কারন দুই জনই বলতাম চাঁদ মামা আমার সাথে হাটে তোর সাথে না। এখন মনে হলে খুব হাঁসি পায়। আজ কতদিন ওকে দেখি না। সম বয়সী ছিলাম তাই খুব ঝগড়া করতাম। মাঝে মাঝে যখন ফোনে কথা হয় ঠিক সেই আগের মত রাগিয়ে দেই। বয়স বাড়লেও মনটা কেমন সেই আগের মত রয়ে গেছে। সময়ের ব্যাবধানে আজ ও নিউইয়র্কে মেডিক্যাল সায়েন্স করছে আর আমি এখানে! সব ঠিক থাকলে আগামী বছর ওর বিয়েতে দেশে যাব। প্রায় ১২ বছর পরে আমাদের দেখা হবে অনেক মজা হবে নিশ্চিত। কত্ত বড় হয়েছে কে জানে! আপনার গল্পও খুব ভাল লেগেছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ নভেম্বর ২০১২, ১৯:৪১
১২ বছর দেখা হবে !! তাহলে তো অনেক মজা হবে । যদিও তাকে অন্যরকম এক মানসিক প্রিপারেশনের মধ্যে যেতে হবে । অনেক অনেক মজা করেন ভাই বোন সবাই মিলে । 

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য । 

অনেক অনেক শুভকামনা ।
charumannanচারুমান্নান২০ নভেম্বর ২০১২, ১১:৫৮
নিজের স্মৃতি চারণ বলে মনে হল,,,,,,,,,,,,,,,বেশ তো,,,,,,,,,,শুভকামানা
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ নভেম্বর ২০১২, ১৭:১৫
ছোটদের জন্য ছোটবেলার স্মৃতিচারণ আর কি । 

ভালো থাকবেন মান্নান ভাই ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
আমার ছেলে মাহির বয়স ৫ ,জানতে চায় মানুষ টিভির ভিতর কি ভাবে যায়?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:৫৭
হা হা হা । এই বয়সেই তো এমন ভাবনা আসবে । 
শুভেচ্ছা নিবেন ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২৭ ডিসেম্বর ২০১২, ০৯:৪৪
ধন্যবাদ।ভাল থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩১ ডিসেম্বর ২০১২, ১৫:৩৬

No comments:

Post a Comment