Wednesday, September 3, 2014

উপলব্ধি --


রিতু , নিতু দুই বোন । তারা গত মাসের শেষের দিকে এই মফস্বল শহরে এসেছে ।তার বাবা আহমেদ সাহেব একজন সরকারী চাকরিজীবী । তাই উনাকে নতুন নতুন শহরে যেতে হয় । ফলশ্রুতিতে , রিতু নিতুকেও স্কুল পাল্টাতে হয়। তারা চতুর্থ শ্রেণীতে পড়ে । এই নিয়ে তারা তিন নাম্বার স্কুলে ভর্তি হল ।ওদের এই বারবার স্কুল পাল্টান ভাল লাগেনা । কারণ নতুন করে বন্ধু বানাতে হয় । তো , আহমেদ সাহেব তাদের কে শহরের একটি নাম করা স্কুলে ভর্তি করে দিলেন । স্কুল বাসা থেকে খুব দূরে নয় । হেঁটে গেলে ১০/১২ মিনিটের মত লাগে ।
প্রথমদিন তিনি ওদের সঙ্গে করে স্কুলে নিয়ে গেলেন । আবার আসার সময় নিয়েও আসলেন । দ্বিতীয় দিনও অফিসে যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিয়ে গেলেন । কিন্তু যাওয়ার সময় তারা রিকশা নিয়ে চলে যাবে , এটাই ঠিক হল । স্কুল ছুটির পর দু’ বোন ভাবল,খুব বেশি তো দূরে নয় । চল , হেটেই চলে যেতে পারব । এই বলে তারা স্কুল থেকে বের হল । কিন্তু কিছুদূর গিয়ে তাদের মনে হল, তারা তো আসার সময় এই রাস্তা দিয়ে আসেনি । দু’জন ভয় পেয়ে গেল । নিশ্চিত হওয়ার জন্য একটা দোকানে জিজ্ঞেস করল । দোকানদার বুঝল ওরা রাস্তা ভুল করে ফেলেছে । উনি তাদের জিজ্ঞেস করলেন , কোথায় যাবে ? ওরা বাসার ঠিকানা বললে, দোকানদার একটা রিকশা ডেকে ওদের তুলে দিলেন । ওরা বাসায় চলে এল । খুব বেশি দেরি না হওয়ায় তার মা বিচলিত হন নি । কিন্তু ওদের মুখে ঘটনা শুনে চিন্তায় পড়লেন । বাসা থেকে বলে দেওয়া হল , যতদিন না রাস্তা ভাল করে চিনছ ততদিন রিকশায় আসা যাওয়া করবে । সিদ্ধান্ত হল, তার বাবা জাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাবেন আর আসার সময় তারা রিকশায় আসবে । এভাবে রাস্তা চিনে ফেলতে পারবে । তখন যেভাবে সুবিধা সেভাবে আসবে । 

এভাবে তাদের স্কুলে আসা যাওয়া চলছিল । এর মধ্যে তাদের নতুন বান্ধুবি হল ।নতুন স্কুল ভাল লাগতে শুরু করল । তো একদিন কি জন্য যেন তাদের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল । ওদের এক বান্ধুবি কেয়া বলল, চল আমদের বাসায় বেড়াতে যাবে । আসার সময় আমাদের গাড়িতে করে বাসায় পৌঁছে দিব । নিতু রা প্রথমে একটু দোটানায় পড়লেও পরে রাজি হয়ে গেল । ভাবল , স্কুল ছুটি যখন আগেই হয়েছে বাসায় তো সময়মত যাওয়াই যাবে ।কেয়াদের বাসায় তারা ভালই মজা করল । কেয়ার মা অবশ্য বলেছিল এভাবে না বলে আসা উচিত হয়নি । বাসায় শুনলে টেনশন করবে । এদিকে কেয়ার বাবা গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ায় রিতুদের বাসায় পৌঁছে দিতে দেরি হয়ে গেল । বাসায় তো বাবা মা দুশ্চিন্তা শুরু করলেন । না জানি সেদিনের মত আবার রাস্তা হারিয়ে ফেলল মেয়েরা । নিতুর বাবা স্কুলে গেলেন খোঁজ নেওয়ার জন্য । গিয়ে দেখেন স্কুল ছুটি হয়ে গিয়েছে আগেই । উনি এবার ভীষণ চিন্তায় পড়ে গেলেন । কিছুক্ষণ খোঁজা খুঁজি করে আবার বাসায় এলেন । বাসায় এসে দেখেন , মেয়েরা বাসায় এসেছে । রাগের মাথায় খুব বকা দিলেন । পরে যখন মাথা ঠাণ্ডা হল , তখন তাদের বুঝিয়ে বললেন । আর কখনো বাবা মা কে না বলে কোথাও যাবে না । কোথাও যেতে ইচ্ছে করলে , বাসায় আগের দিন জানাবে । আমরা যদি মনে করি যেতে পারবে , তাহলেই যাবে । রিতু , নিতু বাবার কথা সব সময় মনে রাখল ।তারা আর এমন ভুল করল না ।
৩৮ টি মন্তব্য
polashmiahপলাশমিঞা১৭ মে ২০১২, ১৯:১৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ মে ২০১২, ২১:০৫
আজকে চা খাওয়া হয়নি । ভাল করেছেন দিয়ে । অনেক ধন্যবাদ ।
Rabbaniরব্বানী চৌধুরী১৭ মে ২০১২, ১৯:১৯
উপহার ছাড়া প্রথম হইলাম।

পরে কথা হবে।

আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
miahvaiমিঞাভাই১৭ মে ২০১২, ১৯:২১
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ মে ২০১২, ২১:০৭
রব্বানি ভাই , মিয়াঁ ( বানান ভুল বলে সরি ) ভাই হাসছে কেন ? উনি প্রথম হতে পারেন নি দেখে না আপনি ? 
ভাল থাকবেন । শুভকামনা ।
Rabbaniরব্বানী চৌধুরী১৭ মে ২০১২, ২২:০৭
বড় মুশকিলের কথা হল। ভালো মানুষদের কাছে, প্রিয় মানুষদের কাছে আমরা কী দ্রুত পৌঁছাতে পারি !!! আমাদের দুই জন জনপ্রিয় নেত্রী আছেন। আমরা ইচ্ছা করলেই কি দুই জন জনপ্রিয় নেত্রীর কাছে পৌঁছাতে পারব !! এই দ্বিতীয় হওয়াতে লজ্জার কিছু নেই। 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
Rabbaniরব্বানী চৌধুরী১৭ মে ২০১২, ১৯:২২
' রাগের মাথায় খুব বকা দিলেন । পরে যখন মাথা ঠাণ্ডা হল , তখন তাদের বুঝিয়ে বললেন ।" 

মেয়েদের বেলায় প্রায় সব বাবারা এ রকমই হয়। বাবার চিত্র ফুটিয়ে তুলেছেন। 

। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ মে ২০১২, ২১:০৯
একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি । মেয়েরা তো বাবার কাছে আদুরী ।
shahidulhaque77শাহিদুল হক১৭ মে ২০১২, ১৯:৩৬
আর কখনো বাবা মা কে না বলে কোথাও যাবে না । কোথাও যেতে ইচ্ছে করলে , বাসায় আগের দিন জানাবে । আমরা যদি মনে করি যেতে পারবে , তাহলেই যাবে । রিতু , নিতু বাবার কথা সব সময় মনে রাখল ।তারা আর এমন ভুল করল না ।

খুব সুন্দর শিক্ষণীয় গল্প। বেশ ভাল লাগল। শুভেচ্ছা সতত।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ মে ২০১২, ২১:১০
ধন্যবাদ , শাহিদুল ভাই । আপনাদের মন্তব্যে সাহস পাই । ভুল পেলে জানাবেন ।
nomaansarkarনোমান সারকার১৭ মে ২০১২, ২০:৩৪
অনেক সুন্দর ! ভাল লাগল । শুভেচ্ছা অনেক ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ মে ২০১২, ২১:১৬
ধন্যবাদ , নোমান ভাই । আপনার সেই আইডিয়ার খবর কি ?
Saminaসামিনা আলী১৭ মে ২০১২, ২১:০৩
এনডিনংটা শিক্ষনীয়। বাবা মা বুঝিয়ে বললে সন্তানরা ঠিকই বোঝে।আর বাচ্চাদেরও না বলে কোথাও যাওয়া উচিত নয়
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ মে ২০১২, ১৪:১৪
ঠিক বলেছেন , বাচ্চাদের সব কিছু সম্পর্কে ধারণা দিতে হবে । তাহলে তারা বুঝতে পারবে । 
ধন্যবাদ ।
Srm123মানচেষ্টার১৭ মে ২০১২, ২১:০৯
খুব সুন্দর লিখেছেন জেসমিন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ মে ২০১২, ১৪:২২
ধন্যবাদ ভাই। 
attariqসফেদ কুহেলি১৭ মে ২০১২, ২১:৫১
আপা, অসাধারণ , আজকের দিনে প্রথম বোধহয় আপনার শিশুতোষ গল্প পড়লাম।।

শুভেচ্ছা ও ভালবাসা রইল
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ মে ২০১২, ১৪:২৫
ভাল লাগল শুনে মন ভরে উঠল । একটু তাড়াহুড়া করে লিখেছি । 
দুই দিন পর প্রোফাইল পিক দেখি চেঞ্জ হয় । ও' র পরামর্শে বুঝি ? 
vuterachorভূতের আছড়১৭ মে ২০১২, ২২:২৮
শিশুদের জন্য শিক্ষণীয় পোস্ট
অসাধারন হয়েছে লেখাটি।
খুব খুব ভালো হয়েছে। 
------------------------------ এভাবেই লিখে যেতে হবে। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ মে ২০১২, ১৪:২৭
তাই ? চেষ্টা করব আরও লিখতে । 
ভাল থাকবেন -----
asrafulkabirআশরাফুল কবীর১৭ মে ২০১২, ২২:৪৭
#অনকে সুন্দর লিখেছেন, খুব ভাল লেগেছে আপনার উপলব্দি নামক শিক্ষামূলক গল্পটি....আমি নিজেও কিছু শিখলাম, এ সুন্দর গল্পটি থেকে।

#এটার দ্বিতীয় পর্ব করতে পারেন, পারেন এর আরো কয়েকটি পর্ব করতে, ভাল লেগেছে আপনার ধারা বিবরনী।

রিতু , নিতু বাবার কথা সব সময় মনে রাখল । 

কিন্তু কিয়ৎকাল পরেই তারা হাকলবেরী ফিন/টম সয়্যার/দু:সাহসী টিনটিনের মতোই আবার ফন্দি করতে শুরু করলো পরবর্তীতে কোথায় যাওয়া যায়...অভিনন্দন আপনাকে আবারো।

#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশায়, শুভ রিতু, নিতু ব্লগিং
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১৮ মে ২০১২, ০১:২৯
আরও কয়েকটি গল্প লিখুন এরকম
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ মে ২০১২, ১৪:৪১
ধন্যবাদ আশরাফ ভাই । ভাল পরামর্শ দিয়েছেন । আমার মাথায় থাকল । 
আশা করব , সবসময় এমন গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করবেন । 

ভাল থাকবেন , অনেক ভাল ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ মে ২০১২, ১৪:৪২
হ্যাঁ অপু , দেখি লিখতে পারি কিনা ।
sazzad77সাজ্জাদ হোসাইন১৭ মে ২০১২, ২৩:০৯
আহারে পড়তে দেরী হয়ে গেল
ভালো লাগলো খুব

শুভেচ্ছা
লিখা চলুক অবিরাম
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ মে ২০১২, ০০:৫৬
আমি তো আরও দেরি করে ফেললাম । সরি । 
ভাল থাকবেন ।
Kazi007কাজী তুষার১৮ মে ২০১২, ০০:২৬
সুন্দর।শিক্ষনীয় গল্প। অভিনন্দন রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ মে ২০১২, ০০:৫৭
ধন্যবাদ তুষার । শুভেচ্ছা রইল ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১৮ মে ২০১২, ০১:২৯
আপা আপনার বাচ্চাটাকে কয়বার পড়ে শুনিয়েছেন গল্পটা? ও নিশ্চয় খুব খুশি হয়েছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ মে ২০১২, ০০:৫৮
সত্যি কথা , এখনও একবারও শুনাইনি । তবে শুনাব ।
deepankarদিপঙ্কর১৮ মে ২০১২, ০১:৩৮
আপু ভালো লিখেছেন 
ভালো থাকবেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ মে ২০১২, ০০:৫৯
আপনিও ভাল থাকবেন দিপঙ্কর ।
dollarজিনজির১৮ মে ২০১২, ০৪:০৮
নাহার আপা, খুব ভাল লাগল। চমৎকার। বেশি বলব না। কারন তাইলে বলবেন, আমি পাম দিচ্ছি!! তবে আপনার লেখা কিন্তু দিন দিন পাম দেওয়ারই উপযুক্ত হচ্ছে!! বিশ্বাস যদি না হয়, তবে জনগনকে জিজ্ঞেস করে দেখতে পারেন, জিনজির যা বলে ঠিক কিনা?

শুভেচ্ছা রইল।........
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ মে ২০১২, ০১:০৭
আমি আবার কবে বললাম আপনি শুধুই পাম দেন । এইত আজকে প্রশংসা করলেন ।
পোস্টে আপনাকে দেখলে ভাল লাগে ।

শুভেচ্ছা রইল ।
abcপঞ্চসুখ২১ মে ২০১২, ২২:৫১
যদিও আনেক শোনা গল্প তারপরও মাঝে মাঝে স্বরন করা উচিত। ভাল হায়েছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ মে ২০১২, ১৬:৫৭
ধন্যবাদ । ভাল থাকবেন ।
Himaloeএইচ এম মেহেদী হাসান১৬ জানুয়ারি ২০১৩, ১৪:৩৫
শুভেচ্ছা আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ জানুয়ারি ২০১৩, ১৬:১৬
ভালো থাকবেন ।

No comments:

Post a Comment