Friday, September 5, 2014

ক্রিসমাসের সাজে গিসেন ( জার্মানী ) -২


আগেই বলেছি রাস্তায় প্রচুর অস্থায়ী দোকান বসেছিল এবং প্রচুর লোকসমাগম ছিল । বেশির ভাগ দোকান খাবারের , চকলেটের , এবং পানীয়র । এছাড়া অন্য আইটেম নিয়েও কিছু দোকান ছিল । বেশ কয়েকটি দোকান দেখলাম শুধু গরম ওয়াইন বিক্রি করে । এখানে বলে গ্লু ভাইন । শীতে এরা খুব খায় । লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে খাচ্ছিল । সবাই রাতের খাবারও সেখানে সেরে নিচ্ছিল । যেহেতু সেসব খাবারের মধ্যে হালাল খাবার পাওয়া কঠিন তাই আমরা শুধু চেয়ে থাকা আর বাদাম , পপকরন খেয়েই খুশি ছিলাম । 























এক জায়গায় দেখলাম কৃত্রিম স্কি মাঠ তৈরি করা হয়েছে । সেখানে অল্প বয়সীরা স্কি করছিলো । সেই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠাণ্ডায় হাত জমে যাচ্ছিল । তাড়াতাড়ি সেখান থেকে সরে এলাম । একটা দোকানে ঢুকে গরম হয়ে নিলাম । 




স্কি করছে , পিছনে বিল্ডিং টা জাদুঘর । 



ক্লোজ করে তোলা জাদুঘরের দেওয়াল । 





তারপর আরও কিছুক্ষণ হেঁটে কিছু কেনাকাটা করে বাসায় চলে এলাম ।২৫ তারিখের পর অস্থায়ী দোকানগুলো থাকবে না । আবার আগামী বছর দেখার অপেক্ষায় আছি । এখানে ৩১ শে ডিসেম্বর খুব আতজ বাজি ফোটানো হয় । অসম্ভব সুন্দর নাকি দেখতে ।কিন্তু তা শুরু হয় অনেক রাত করে । ফলে দেখার লোভ জাগলেও যাওয়া সম্ভব নয় মেয়ের কথা ভেবে । না হয় আরেকটা মজার অভিজ্ঞতা নেওয়া যেত । 

আরও কিছু ছবি ---- 












এটা কাছে থেকে দেখতে পারিনি । দূর থেকে দেখলাম ঘুরছে । 




ফুলের দোকান । 


৮২ টি মন্তব্য
mukto75মুক্তমন৭৫২৫ ডিসেম্বর ২০১২, ২০:০৭
খুব সুন্দর সব ছবি---------
mukto75মুক্তমন৭৫২৫ ডিসেম্বর ২০১২, ২০:০৯
সবাই রাতের খাবারও সেখানে সেরে নিচ্ছিল । যেহেতু সেসব খাবারের মধ্যে হালাল খাবার পাওয়া কঠিন তাই আমরা শুধু চেয়ে থাকা আর বাদাম , পপকরন খেয়েই খুশি ছিলাম । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:২০
সত্যি ভাই । আমার রাস্তায় বেরুলে খাওয়ার অভ্যাস । কিন্তু এখানে সব দোকানে খাওয়া যায় না । একটা না দুইটা টার্কিশ দোকানেই খেতে হয় । অথচ সারা রাস্তায় খাবার ,কফির গন্ধে মৌ মৌ করে । 

কে এফ সি এর ব্রাঞ্চ দিয়েছে গত নভেম্বরে কিন্তু এখানে হালাল খাবার পাওয়া যায় না । ইউরোপে এলাম অথচ কে এফ সির স্বাদ নিতে পারলাম না ।
mukto75মুক্তমন৭৫২৫ ডিসেম্বর ২০১২, ২১:২২
ইউরোপে এলাম অথচ কে এফ সির স্বাদ নিতে পারলাম না 
 একই সমস্যায় আমাদেরও পরতে হয় হর হামেশাই-----------
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৭
তাই ঘরে বসে দুধের স্বাদ ঘোলে মিটাই ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান২৫ ডিসেম্বর ২০১২, ২০:০৯
ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৩
দেখার জন্য ধন্যবাদ । কেমন আছেন ?
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
আলহামদুলিল্লাহ।আপনি?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:০০
ভালো আছি । এখন মনে হয় কম আসেন । নিয়মিত হবেন ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান২৫ ডিসেম্বর ২০১২, ২১:০৫
নিয়মিত হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ।
MatirMoynaমাটিরময়না২৫ ডিসেম্বর ২০১২, ২০:১০
চরম সুন্দর---
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৪
তাই ? আসলে এত লোক ছিল ফাঁকা পাওয়া যাচ্ছিল না । তার মধ্যেই তোলা ।
MatirMoynaমাটিরময়না২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৬
।।তাদের শপিং ইয়ের কান্ড দেখলে মনে হয় এতো পয়সা কই পায় তারা?

আর সবাই বলে রেসেশন নাকি জার্মানীকে শেষ করে দিছে.। 

lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩০
এদের তো আর সঞ্চয় করার মাথা ব্যথা নাই । তাই যা ইনকাম করে তার প্রায় সব খরচ করে ফেলে । খাও , দাও ,ফুর্তি করো এই হোল তাদের বৈশিষ্ট্য ।
MatirMoynaমাটিরময়না২৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
আহারে জীবন আমাগো এমন হইলে কি হইবে??
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:০১
তাদের জীবন হয়তো আনন্দের কিন্তু আমাদের আছে তৃপ্তি । পরিবারের জন্য কিছু করার ।
MatirMoynaমাটিরময়না২৬ ডিসেম্বর ২০১২, ১৯:৪৫
কথা কিন্তু ঠিক বলেছেন--
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৪
ছবিটা সুন্দর হয়েছে ।
MatirMoynaমাটিরময়না২৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৫ ডিসেম্বর ২০১২, ২০:১০
ছবিগুলো ভাল লাগল। ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৪
আপনাকেও অনেক ধন্যবাদ ।
nomaansarkarনোমান সারকার২৫ ডিসেম্বর ২০১২, ২০:১৫
আনন্দ ভাগ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৭
আপনার জন্যও শুভেচ্ছা । কেমন আছেন নোমান ভাই ?
kamaluddinকামাল উদ্দিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৪
চমৎকার 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৩
ধন্যবাদ কামাল ভাই । আপনি থাকলে নিশ্চয় আরও সুন্দর করে তুলে ধরতে পারতেন ।
kamaluddinকামাল উদ্দিন২৭ ডিসেম্বর ২০১২, ০৯:১০
আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার না, আমি আপনারই মতো সৌখিন ফটোগ্রাফার । সুতরাং আমার ছবি এর চাইতে ভালো হওয়ার কোন সম্ভাবনা নাই, ধন্যবাদ ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ ডিসেম্বর ২০১২, ১৫:১৯
farida143ফৈরা দার্শনিক২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৭
ছবি গুলো কি আপনার তোলা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
হুম, আমার তোলা । অদক্ষ হাতে তোলা তো । তাই বেশি ভালো আসেনি ।
farida143ফৈরা দার্শনিক২৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
হেব্বি হইছে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:০০
Maeenমাঈনউদ্দিন মইনুল২৫ ডিসেম্বর ২০১২, ২০:২৮
হুম, দেখার খায়েস আরও বেড়ে যাচ্ছে। শেষে দেখবেন আপনাকে ভিজা যোগার করার অনুরোধ জানাচ্ছি। 
মেরি ক্রিসমাস!!! ঠাণ্ডায় যেন জমে না যান, খিয়াল রাখবেন!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৭
গত তিন চারদিন তাপমাত্রা ৭ থেকে ১১ এর মধ্যে । তাতে আমরা মাঝে মাঝে ঘেমে যাচ্ছি । আজ প্রায় সারাদিন হিটার বন্ধ করেই রেখেছিলাম ।তো বুঝুন । 

দেখার লোভ জাগিয়ে রাখতে পেরে ভালো লাগছে । কিছুটা সার্থক , নাকি ?
Emdad57বালুচর২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩২
শে্যার করার জন্য ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:০৫
দেখার জন্য আপনাকেও ধন্যাবাদ ।
kabirbdboyকাছের মানুষ২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
ছবি গুলো মারাত্বক সুন্দর লাগল আপু। ধন্যবাদ শেয়ারের জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:০৫
জেনে ভালো লাগলো । কেমন আছেন ?
kabirbdboyকাছের মানুষ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
এইত আপু ভাল আছি। আপনিও ভাল আছেন আশা করি। 

আপনাদের ওখানে শীত মনে হয় খুব। শীতের কিছু ছবি শেয়ার দিয়েন । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৬
হুম, ভালোই শীত থাকে এখানে । তাপমাত্রা ৯ আজ , কিন্তু ফীলস লাইক ২ । 

দেখি কিছু ছবি দেওয়া যায় নাকি ।
mmi007মনিরুল ইসলাম (মনির)২৫ ডিসেম্বর ২০১২, ২০:৪০
ভাল লাগল ছবি গুলো, ভিন্ন সংস্কৃতী তার পরেও উৎসব তো উৎসবি।
ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:০৪
আমারও তাই মনে হয়েছে । সব দেশেই উৎসবে সবাই আনন্দে মেতে উঠে ।
monakash71মনের আকাশ২৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৭
ভাল লাগলো তো আর কিছু?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:০৩
আর কিছু কি ? আরও ছবি চাইছেন ? সেটা নতুন কোন উপলক্ষ নিয়ে হাজির হব । 

ভালো থাকবেন মনের আকাশ ।
Rabbaniরব্বানী চৌধুরী২৫ ডিসেম্বর ২০১২, ২১:১৬
ক্রিসমাসের সাজে গিসেন আর সেই সাথে অনেক ভালো সময় কাটাচ্ছেন আমরা দেশে গরম গরম নানান পিঠা খাচ্ছি। ভালো থাকবেন আর বরফের উপরে হাটবেন। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২১:২১
আহারে শীতের পিঠা ।  কবে যে খাবো ? 

গত কয়দিন তুষার পড়া বন্ধ । ধন্যবাদ রব্বানি ভাই । আপনিও ভালো থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী২৫ ডিসেম্বর ২০১২, ২২:২৫
ধানন্ডিতে বেশ কয়েক রকমের পিঠা খেয়েছি তাই শেয়ার করা। আর সত্য বলতে আপনারা যে ক্রিসমাসের সাজে সেজেছেন এতে বেশ হিংসা হয়েছে। কয়েক রকমের পিঠা খেয়েছি কথাটা বলে হিংসা দূর করে ফেললাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:৩০
ঠিক আছে , কাটাকাটি হইলেই ভালো ।
Jolrashiনুসরাত জাহান আজমি২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
অনেক সুন্দর, আপু. খুব ভালো লাগলো ছবি দেখে. 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৫
দেখে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো । ভালো থেকো আজমি ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি২৫ ডিসেম্বর ২০১২, ২২:১৬
ছবি খুব ভালো লাগলো , '
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:৩০
ধন্যবাদ ।
saddobesi123ছদ্মবেশী২৫ ডিসেম্বর ২০১২, ২৩:২৪
জেসমিন আপা,
আপনার চোখে আমরা আপনার দেশ দেখিতে চাই 
এভাবেই পোস্ট দিয়ে যান 
খুব ভালো হয়েছে পোষ্ট ও বিবরণ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২৩:৩১
ধন্যবাদ ছদ্মবেশী । 

আপনার মন্তব্য আমাকে উৎসাহ যোগাবে নিঃসন্দেহে । 
পাশে থাকায় ভালো লাগলো । 
ভালো থাকবেন ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২৬ ডিসেম্বর ২০১২, ০০:০০
আমার দুইটা আপা দেশের বাইরে আছে বলেই ছবিগুলো দেখার সুযোগ হয়েছে।

আজ কোথাও যান নি? শুভ বড়দিন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:০৬
হি হি । তাহলে সত্যিই আনন্দ দিতে পারলাম ।কি বলেন ? আসলে গল্প , কবিতা লিখতে পারি না । আবার সিরিয়াস লেখাও না । তাই এইরকম পোস্ট দিয়ে নিজের ব্লগ সাজাই । 

না । আজ শহরের সব গাড়ি বন্ধ । জার্মানিরা হয়তো তাদের নিজের গাড়ি নিয়ে বের হয় । তারাও নাকি এদিন তেমন বের হয় না । 
শুভ বড়দিন ।
MainulAminমাইনুল আমিন২৬ ডিসেম্বর ২০১২, ০০:০৮
সবাই রাতের খাবারও সেখানে সেরে নিচ্ছিল । যেহেতু সেসব খাবারের মধ্যে হালাল খাবার পাওয়া কঠিন তাই আমরা শুধু চেয়ে থাকা আর বাদাম , পপকরন খেয়েই খুশি ছিলাম । ----------কেন ! ওসব আয়োজনের মধ্যে "কোসার ফুডের" আয়োজন থাকে । " কোসার মানে হালাল ফুড"-----------চেয়ে নিলে হয়ত ওরা দিত । কোসার টা হালাল খাবার -----------সাধারণত জ্যু' রা মানে ইহুদিরা খায় । ইহুদিরা পর্ক বা শূকর খায় না । যাই হোক, সামনে কোসার খাবার খেতে কোন অসুবিধা হবে না আশা করি ।

ভালো থাকুন সবসময় । সুন্দর ছবি এবং সুন্দর পোস্ট । আপনাকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় লুৎফুন নাহার জেসমিন আপা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:০৮
কি জানি ? আমি শুনিনি । জেনে নিতে হবে । 

আমরা সাধারণত বাইরে খেলে কিছু তুর্কি দোকানে খাই । 
আপনাকে পাশে পেয়ে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
KohiNoorমেজদা২৬ ডিসেম্বর ২০১২, ০০:২৫
আমাদের দেশে বিদ্যুতের অভাবের জন্য
আমরা আলো সজ্জা করতে পারি না যদিও 
বিশ্বকাপ ক্রিকেট খেলার বেশ সুন্দর হয়েছিল ঢাকা। 
ধন্যবাদ জেসমিন। ভাল লাগছে ছবিগুলো দেখে। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:১৪
আমরা দেশের মানুষ সেই সময়ের কথাই মনে করবো । কি আর করা । 
ধন্যবাদ মেজদা ।
sopnerdin45এনামুল রেজা২৬ ডিসেম্বর ২০১২, ০১:০১
সব কিছুতেই কেমন উতসবের মুগ্ধ আবেশ।
চমৎকার ছবি গুলির জন্য অনেক ধন্যবাদ জানবেন জেসমিন আপু।

নিরন্তর শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:৩৯
হ্যাঁ , চারদিকে বেশ উতসব মুখর পরিবেশ । 

ভালো থাকবেন । শুভেচ্ছা রইলো ।
Rjamilরশীদ জামীল২৬ ডিসেম্বর ২০১২, ০১:১২
আপনার ক্যামেরার হাত তো দেখি মাশাল্লাহ 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:৩৭
কি যে বলেন !!! 

এই কয়দিন ব্যস্ত ছিলেন ? দেখা যায় নি ।
Rjamilরশীদ জামীল২৬ ডিসেম্বর ২০১২, ০১:৪৭
কিছু মানুষের জন্য ডিসেম্বর-জানুয়ারি খুবই ব্যস্ত মাস আপা।
জানুয়ারি পুরা মাসটাই এভাবে যায়,যাবে
কী আর করা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:৫৬
হুম, তাই তো দেখছি । ব্যস্ততার মাঝে পারলে আসবেন । 
আপনি , জিঞ্জির ভাই সবাই ব্যস্ত । এখন কেউ তেমন আসে না ।
Rjamilরশীদ জামীল২৬ ডিসেম্বর ২০১২, ০২:১৫
বেশ কয়েকটি বই তো, অনেক কাজ।
জিনজিরেরও একটি।
সেও মহা ব্যস্ত।
কিছুক্ষণ আহে ঘণ্টা খানিক কথা বলে বলে কাজ করছিলাম আমরা।
-------এই সাড়ে বারোটা পর্যন্ত সে নিয়েই ব্যস্ততা।
কী করবো বলেন। কষ্টানন্দের বিচিত্র এই সময়ে---------

তবুও প্রতিদিন এক নজর এসে আপনাদের দেখে যাই
মন টানে তো-------------------
Rjamilরশীদ জামীল২৬ ডিসেম্বর ২০১২, ০২:১৬
কিছুক্ষণ আহে>কিছুক্ষণ আগে
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ১৯:৩০
বুঝতে পারলাম । 
ভালো ভাবে কাজ শেষ করুন ।
JAVED79এম ই জাভেদ২৬ ডিসেম্বর ২০১২, ০১:২১
আফা , গ্লু ভাইন খাইতে মন চায় ইস, সেঞ্জেন ভিসা করেও এবার ইউরোপ যাওয়া মিস করে ফেললাম। আর যাওয়া হবে কিনা জানিনা। এরকম সুযোগ সব সময় আসেনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:৩৬
ছিঃ , এইসব পচা খাবার খেতে হয় না । জানেন না । 
ইনশয়াল্লাহ , কোন এক সময় সুযোগ পাবেন । তখনকার জন্য দাওয়াত রইলো ।
fardoushaফেরদৌসা২৬ ডিসেম্বর ২০১২, ০১:৪২
খুব ভাল লাগলো ছবি দেখে। 

আসলেই কত কিছু দেখার আছে, জানার আছে। 

একেক দেশে একেক কালচার। 

নিজে না দেখলে অনেক কিছুই অজানা থেকে যেতো ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:৫৮
হ্যাঁ আপা ঠিক বলেছেন । 
এখানে না আসলে অনেক কিছুই দেখা মিস হত । অন্যের মুখে শুনে খুব একটা বুঝা যায় না । দেখতে পারলেই সৌন্দর্য বেশী উপভোগ করা যায় । 
ভালো থাকবেন ।
Numan75নুমান২৬ ডিসেম্বর ২০১২, ০১:৪৬
সুন্দর ছবি
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ০১:৫৮
ধন্যবাদ । ছড়াটি কিন্তু খুব সুন্দর হয়েছে ।
tmboss172তৌফিক মাসুদ২৬ ডিসেম্বর ২০১২, ১০:১০
ছাবি গুলোর সাথে বর্ননা ভাল লাগল। জার্মানি না গেলেও সে দেশ সম্পর্কে জানতে পাড়লাম আপনার মাধ্যমে। ধন্যবাদ জেসমিন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ১৯:৪৪
চেষ্টা করলাম এখান থেকে কিছুটা তুলে ধরতে । 
ধন্যবাদ মাসুদ ।
solaiman94সোলাইমান ইসলাম নিলয়২৬ ডিসেম্বর ২০১২, ১০:১৫
ক্রিসমাসের সাজে গিসেন ( জার্মান ) এর কিছু সুন্দর ছবি দেখলাম। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৪
ধন্যবাদ নিলয় ভাইকে ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৬ ডিসেম্বর ২০১২, ১৪:০০
দারুন লাগলো
ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ডিসেম্বর ২০১২, ২২:০৯
ধন্যবাদ জমির ভাই । ভালো থাকবেন ।
KohiNoorমেজদা০১ জানুয়ারি ২০১৩, ০০:২০
lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ জানুয়ারি ২০১৩, ০১:৫২
খুব সুন্দর মেজদা । আপনার নতুন লেখা কোথায় ?

No comments:

Post a Comment