Thursday, September 11, 2014

ইউরোপ ভ্রমণ : গন্তব্য সুইডেন ( শেষ পর্ব )


আমরা সুইডেন ভ্রমণ শেষে কীলে আমার বরের সহকর্মী মহিউদ্দিন ভাইয়ের বাসায় বেড়ানোর প্রস্তাব পেয়ে থেকে গেলাম।জাহাজ থেকে নেমে তার বাসায় পৌঁছে আড়াই ঘণ্টার মত থেকে গোসল , নামাজ, খাওয়া দাওয়া করে আবার বেড়িয়ে পড়লাম নতুন কিছু দেখার জন্য। তার আগে কীল সম্পরকে একটু বলি। 
কীল, Schleswig-Holstein স্টেটের একটি বড় এবং জনবহুল শহর যা উত্তর জার্মানিতে অবস্থিত। এটি হামবুর্গ থেকে প্রায় ৯০ কি মি উত্তরে অবস্থিত। এর আয়তন ১১৮. ৬ বর্গ কি মি এবং জনসংখ্যা ২৪২,০৪১ ( ৩১ ডিসেম্বর ২০১১)জন। 
আমাদেরকে মহিউদ্দিন ভাই কীল শহর না ঘুরিয়ে শহর থেকে একটু দূরে নতুন এক জায়গায় নিয়ে গেলেন। যা কীল শহর থেকে ১৯ কিমি দূরে অবস্থিত। ছোট্ট সেই শহরটির নাম Laboe. এটি Plön জেলার একটি পৌরসভা এবং Baltic Sea এর উপকূলে অবস্থিত। 
তো আমরা বাসে এক ঘণ্টার জার্নি শেষে Laboe তে গিয়ে পৌঁছালাম। যাওয়ার পথে গ্রাম চোখে পড়লো। এই দেশে শহরের বাড়িগুলোর চেয়ে গ্রামের বাড়িগুলো মনে হয় বেশি সুন্দর। দেড় তলা দুই তলার বাড়ি সামনে কিছু জায়গা নিয়ে তৈরি হয়। দেখে মনে হয় ছবির মত । কিছু বাড়ির ছাদ ছন দিয়ে তৈরি দেখলাম । বাস থেকে নেমে কিছুদূর গিয়ে সুন্দর একটি বীচ দেখতে গেলাম।যদিও বীচটি কিছুটা কৃত্রিম ভাবে তৈরি। সেদিনের দিনটিও রোদে ঝলমলে ছিল । তাই প্রচুর লোকের সমাগম ছিল। বীচটিকে কেন্দ্র করে রাস্তার পাশে প্রচুর হোটেল, রেস্তোরা, ছোট খাবার দোকান এবং আইসক্রিমের দোকান গড়ে উঠেছে । রোদ উপভোগ করার জন্য দোকানগুলির বাইরেও বসার ব্যবস্থা ছিল ।চারদিকের চমৎকার প্রকৃতি দেখতে দেখতে বেশ অনেকটা পথ হেঁটে আমরা একটা সাবমেরিন দেখতে গেলাম। সেটা বীচের পাশেই। U 995 নামে সাবমেরিনটি দ্বিতীয় বিশ্বে জার্মানের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলো । এটি ১৯৪৫ সালে নরওয়ে দখল করে নেয় এবং ১৯৪৮ সালে জার্মানিকে ফেরত দিয়ে দেয় । ১৯৭২ সালে মিউজিয়াম শিপ হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় Laboe তে । মাসুদ রানার বইতে অনেকবার সাবমেরিন নিয়ে পড়ায় এটির ভিতরে যাওয়ার জন্য আমি ও আমার বর এক বাক্যে রাজি হয়ে গেলাম । দুইজনে ৭ ইউরো দিয়ে টিকেট কেটে ভিতরে ঢুকলাম । আমি ঢুকে তো থ। এ তো লোহা লক্করের গুদাম। চারদিকে শুধু মেশিন আর মেশিন । কত টাইপের তা নিজের চোখে না দেখলে বুঝা যাবে না । আমার কল্পনার চেয়ে অনেক চাপা জায়গা । এর মধ্য দিয়ে সাবমেরিনের মানুষগুলো কিভাবে চলাচল করতো ভেবে আমি অবাক হলাম। এই সাবমেরিনটি চালাতে ৫০ জন ক্রু লাগতো। এত যন্ত্রপাতির মাঝেই রান্নার জায়গা , থাকার জায়গা , বাথরুম সবকিছুই ছিল । এত সংকীর্ণ জায়গার মধ্যে এতগুলো মানুষ কিভাবে পানির নীচে দিনের পর দিন থাকতো ভাবতে গিয়ে কেমন যেন লাগলো। তাই বেরিয়ে আসলাম । আমার বর অবশ্য খুব ধীরে সুস্থে দেখে তার অনেকদিনের কৌতূহল মেটাচ্ছিল । 
রাস্তার ওপাশে Laboe Naval Memorial মাথা উচু করে দাঁড়িয়ে আছে। এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সম্মানে তৈরি করা হয় । ১৯২৭ সালে শুরু হয়ে ১৯৩৬ সালে সম্পন্ন হয়।সেটা দেখার মত পর্যাপ্ত সময় আমাদের হাতে না থাকায় আমরা বাইরে থেকে কিছু ছবি তুলে নিলাম। এর পর আমরা হাঁটতে হাঁটতে পানির কাছে গেলাম। সেখানে বাচ্চারা বালুর মাঝে মজা করে খেলল । আমরাও কিছু ছবি তুলে ফেরার জন্য ঘুরলাম। যদিও ইচ্ছে ছিল ছোট শিপে করে কীলে যাওয়ার কিন্তু ছুটির দিন থাকায় ছয়টার মধ্যেই শিপ বন্ধ হয়ে গেলো। তাই আমরা আবার বাসে করে কীল চলে এলাম। সেদিন রাতে সেখানে থেকে পরদিন ট্রেনে করে গিসেন চলে এলাম। সবকিছু খুব সুন্দর ভাবে শেষ হলেও শেষ ট্রেন থেকে নামার সময় আমাদের ভ্রমণসঙ্গী হুমায়ূন ভাই তার পিঠের ব্যাগ ভুলে ট্রেনে ফেলে চলে আসলেন। সেই ব্যাগে ছিল বেশ কিছু ইউরো, দুইটা স্মার্ট ফোন ,ক্যামেরা, পাসপোর্ট, চাবি আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজ। আমাদের সব আনন্দ মুহূর্তে পানসে হয়ে গেলো। আমার বরও ও তিনি আবার ট্রেন স্টেশনে গেলেন। ব্যাগে যে মোবাইল ছিল তাতে কল দিলে একজন জার্মানি রিসিভ করে বলল , সে ব্যাগটি পেয়েছে ।পরের দিন সকাল বেলা আসলে দিতে পারবে। তিনি পরদিন সকাল বেলা গিয়ে ব্যাগ নিয়ে আসলেন । বাসায় এসে দেখেন সব আছে শুধু ক্যামেরাটি নেই। বুঝা গেলো ভদ্রলোক নিজের পুরুস্কার নিজেই পছন্দ করে নিয়ে নিলেন । 
শেষ হোল আমার সুইডেন ভ্রমণ কাহিনী । 

জুনে নতুন কোন দেশে যাওয়ার প্ল্যান চলছে । সেখান থেকে ঘুরে এসে আবার আপনাদের মাঝে নতুন কোন ভ্রমণ কাহিনী নিয়ে হাজির হব । সবাই ভালো থাকবেন । 


নদীতে ইয়ট চলছে 


ঐ দূরে জাহাজ যাচ্ছে নরওয়ের উদ্দেশ্যে ।


পর্যটকের সমাগম ।


বীচে লোকজন হাঁটছে । 


সাবমেরিন। 


এমন সব যন্ত্রপাতি । 


সাবমেরিনের ভিতর পথ। 


ঘুমানোর জায়গার পাশে ভ্রমণসঙ্গী হুমায়ূন ভাই । 




হ্যাচ। 



এই মুখের ভিতর দিয়ে আসা যাওয়া করতো ।



রান্না ঘর। 


উড়ন্ত পাখি। 


ইয়ট।


একলা পাখি।
১২৪ টি মন্তব্য
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৫
সদা হাসি খুশি থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৪
দোয়া করবেন। 
Rabbaniরব্বানী চৌধুরী১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৫
ইউরোপ ভ্রমণের শুভ সূচনা আবারও শুরু হোক শীঘ্রই । বর্ণনায় পরে আসছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৫
আপনার কথা আল্লাহ কবুল করেন। অপেক্ষায় থাকলাম ।
KohiNoorমেজদা১৭ এপ্রিল ২০১৩, ১৯:৪১
খুব সুন্দর হুমায়ুন ভাই। আর জাহাজের সহ বিবরণ। ভাল লাগলো। চলতে থাকুক ইউরোপ ভ্রমন। ধন্যবাদ জেসমিন
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
হি হি হি । হুমায়ূন ভাইকে তাহলে জানাতে হবে। ভীষণ ছবি তুলতে পছন্দ করেন । আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি ছবি উনার পাওয়া যাবে। 

ধন্যবাদ মেজদা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম১৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
ফুরিয়ে গেল? আফসোস হচ্ছে, বোন জেসমিন। জুনে আপনার কাঙ্খিত সফর শেষে আবার এমন দৃষ্টিনন্দন ছবি ও চমৎকার তথ্যবহুল বর্ণনা ব্লগে পাওয়ার আশা করছি। 
শেষ পর্বের বর্ণনা ও ছবিগুলো আগের মতই চমৎকার। অনেক ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২০:০৩
হুম, ফুরিয়ে গেলো । ফুরিয়ে তো যেতেই হবে। 
আমি অবশ্য লেখাটা শেষ করতে পেরে কিছুটা রিলাক্স হলাম । 
অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন বলে । দেখা যাক কোথায় যেতে পারি । তখন আবার লেখা নিয়ে হাজির হব।
kamaluddinকামাল উদ্দিন১৭ এপ্রিল ২০১৩, ১৯:৫৭
এই সব দেখলে ঘরে থাকতে মুন্চায় না, কি যে করি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২০:০৭
আসলেই তো এমন কিছু দেখলে বারবার ছুটে যেতে ইচ্ছে করে। 
আপনি সুযোগের অপেক্ষায় থাকেন । এছাড়া তো আর কিছু করার নাই । 
kamaluddinকামাল উদ্দিন১৭ এপ্রিল ২০১৩, ২০:১১
সময় সুযোগ আর টাকা সব একসাথে মিললে তবেই না 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২০:৫৩
হ্যাঁ , সব একসাথে মিললে তবেই তো । দোয়া করি যেন মিলে যায় । 
kamaluddinকামাল উদ্দিন১৮ এপ্রিল ২০১৩, ২০:২৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ২০:৩৮
রোজা রেখেছি । চা ইফতারের পরের জন্য রেখে দিলাম । 
kamaluddinকামাল উদ্দিন১৮ এপ্রিল ২০১৩, ২০:৫০
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ২৩:৩৫
অনেক ধন্যবাদ । একটু পরে কাজে লাগাবো ।
kamaluddinকামাল উদ্দিন১৯ এপ্রিল ২০১৩, ০৯:১২
rodela2012ঘাস ফুল১৭ এপ্রিল ২০১৩, ২০:০৩
এখন শুধু ছবি দেখে গেলাম আপা। দুর্দান্ত সব ছবি তুলেছেন। তবে পুরো দিনের কামানের ওপর আলবাট্রসের ছবিটা অসাধারণ হয়েছে। আলবাট্রসটা যে আপনাকে দেখে পালিয়ে যাইনি তাতেই আমি আশ্চর্য হলাম। পরে আবার আসবো বর্ণনার ওপর মন্তব্য দিতে, যা এখনো পড়া হয়নি। ধন্যবাদ জেসমিন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২০:৫৭
রাস্তার ওপার থেকে জুম করে তুলেছিলাম বলে টের পায়নি । তবে আমি বেশ কয়েকটা ছবি তুলে ছিলাম তার বিভিন্ন ভঙ্গী তলার জন্য। কিন্তু তার কোন নড়ন চড়ন ছিল না । মনে হোল ধ্যানে বসেছে ।
hshohorabসোহরাব হোসাইন১৭ এপ্রিল ২০১৩, ২০:০৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২০:৫৯
আসলেই দেখি আর ভাবি আল্লাহর সৃষ্টি এই পৃথিবী কত সুন্দর।
আমার ব্লগে এই প্রথম আসায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
ভালো থাকবেন ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা১৭ এপ্রিল ২০১৩, ২০:০৪
বর্ণনা আর ছবি সাথে থাকলে পোস্ট এমনিতেই ভালো লাগে। তবে শেষ পর্ব তাই অন্যকোন ছবি পর্বের অপেক্ষায়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:০২
বাবলা ভাইকে আবারো পেয়ে খুব ভালো লাগলো। 
শুভেচ্ছা নিবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২০:০৯
এক ঘণ্টার জন্য বাইরে গেলাম । পরে এসে যোগ দিব ।
hshohorabসোহরাব হোসাইন১৭ এপ্রিল ২০১৩, ২০:২১
আপনে ছুটি লইলেন কেন ।ছুটি নাই আপনের
sularyআলভী১৭ এপ্রিল ২০১৩, ২০:২৬
বাইরে থেকে এসে আওয়াজ দিয়েন.....।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:০৩
হি হি । ফিরে আসলাম। ছুটি নাই কেন সোহরাব ভাই ?
shohorab921কবি মন১৭ এপ্রিল ২০১৩, ২২:০৭
এত চমত্‍কার পোষ্ট দিয়া আপানে ছুটি নিবেন এইটা কেমনে হয় ?আপনে আমাগো লগেই থাকবেন । সুন্দর সুন্দর রিপ্লে দিবেন ।সেইগুলান শুইনাও কিছুটা মন জুড়াক ।আচ্ছা রবীন্দ্রনাথের ছুটি কবিতাটি মনে আছে আপা ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২২:০৯
আমি আপনাদের সঙ্গেই আছি। পোস্ট দিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করি । না গো ভাই আমার কবিতাটি মনে নাই ।
shohorab921কবি মন১৭ এপ্রিল ২০১৩, ২২:১৬
সোহরাব মিয়াই দেখি পালাইল
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২২:১৯
তাই তো দেখছি ।
hshohorabসোহরাব হোসাইন১৭ এপ্রিল ২০১৩, ২২:২৩
আমি পালাই নাই । এই যে । আমি সবই দেখছি ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২২:২৬
হুম, এটাও দেখলাম । দেখতে থাকুন । 
Chatokpakhi1to6চাতক পাখ ।১৭ এপ্রিল ২০১৩, ২০:২৬
চিন্তা করতাছি আমি একটা ইয়ট কিনা ফালামু  আর সাবমেরিন তো আমি বানামু 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:০৭
ইয়ট কিনলে বোনটারে খবর দিও। যেভাবেই হোক হাজির হয়ে যাবো । 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ২০:৩৫
খুব সুন্দর ভ্রমণ কাহিনী আর সাথে ছবির বর্ণনায় চমৎকার একটি দৃশ্যের অবতারণা করলেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:০৯
আপনি উপভোগ করলেন জেনে আমি শান্তি পেলাম । 
ভালো থাকবেন । অনেক অনেক শুভেচ্ছা । 
meherajsarmin1পাহাড়ী১৭ এপ্রিল ২০১৩, ২০:৪৮
উপভোগ্য ! 

বুঝাই যাচ্ছে আনন্দে আছো খুব । সবসময় এমন ই থেকো আপু
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:১৫
হ্যাঁ আপুনি ভালোই কাটছে দিনগুলি । দোয়া করো । 
shuddhooশারদ শিশির১৭ এপ্রিল ২০১৩, ২০:৫৮
চোখ বুলিয়ে গেলাম।উড়ন্ত পাখি আর একলা পাখির ছবি দুটা নিতে পারি কপি করে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:০০
অবশ্যই নিতে পারেন । আরও কোনটা ভালো লাগলে তাও নেন । 
শুভেচ্ছা শিশির ভাই ।
Maeenমাঈনউদ্দিন মইনুল১৭ এপ্রিল ২০১৩, ২১:০০
শেষে তো সিনেমার মতো ঘটনা হয়ে গেলো! আমি তো প্রথমে বেশ উদ্বিগ্ন হলাম। যাক ব্যাগের অন্যান্য জিনিস পাওয়া গেলো সেটাই বড় বিষয়, ক্যামেরা কেনা যাবে। 

সামমেরিনের বিবরণ শুনে আমারও দম বন্ধ হয়ে এসেছিলো। ছবি দেখলাম, ভালো লাগলো।

শুভেচ্ছা জানবেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:১৮
হুম, পাসপোর্ট এবং চাবিগুলো পাওয়া গেলো সেটাই বড় পাওয়া । না হয় বেশ ঝক্কি ছিল । 

সাবমেরিন নিয়ে কি আর বলবো । তবে নিঃসন্দেহে অন্যরকম অভিজ্ঞতা । 
আপানকে আজও পেলাম । অনেক ধন্যবাদ ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১৭ এপ্রিল ২০১৩, ২১:০৬
জেসমিন তোমার ভ্রমণ কাহিনীটা পড়লাম এবং চমৎকার সব ছবিগুলো দেখলাম। সব মিলিয়ে খুবই খুবই উপভোগ করলাম। কিন্তু বেচারা হুমায়ূন ভাইয়ের জন্য খুবই খারাপ লাগলো। সত্যিই খুবই ভাল লাগলো তোমার এই সুন্দর ভ্রমণ কাহিনীটা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:২০
শেষের ঘটনাটুকু কিছুটা আনন্দ ফিকে করে দিয়েছিল । 
আপুটাকে আবারো পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আমি তো আপনাদের মত ভালো লিখতে পারি না তাই এগুলো নিয়েই হাজির হই । 
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১৭ এপ্রিল ২০১৩, ২৩:১২
জেসমিন, এই দেখ তুমি কি সুন্দর করে ভ্রমণের বর্ণনাগুলো দাও বা উপস্থাপন করো, আমি কিন্তু ঐভাবে মোটেও পারবনা। আমার কাছেও এখানকার ভেকেশনের অনেক ছবি আছে কিন্তু বর্ণনা দিয়ে লিখা আমার দ্বারা সম্ভব নয় বলেই দেওয়া হয়না। তাছাড়া আমার হাতে ব্লগে বসার সময়ও কম। জেসমিন, তুমি লিখতে থাক, দেখবে অনেক অনেক সুন্দর লিখা লিখে ফেলছো। আর আমি যে বস্তা পচা লিখি, তখন দেখবে আমার লিখাগুলো কিছুইনা। তোমার লিখার অপেক্ষায় রইলাম। ভাল থেকো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:৪২
আপু আপনি ভালো লিখেন । আমি মাঝে মাঝে চেষ্টা করি । আপনারা ভালবেসে পড়েন বলেই ভালো বলেন । পরের লেখা সহজে লেখা হবে কিনা জানি না ।
narunabdনাসরিন চৌধুরী১৭ এপ্রিল ২০১৩, ২১:০৯
জেসমিন বেশ ভাল লাগল তোমার ভ্রমন কাহিনী ও ছবিগুলো।বিশেষ করে সাবমেরিনের ইতিহাস।ছবিগুলো আরো বিমোহিত করেছে।অবশেষে ক্যামেরার ব্যাপারটি ভাল লাগেনি--সাধারণত জার্মানীরা এমন হয়না।ওরা খুবই অনেষ্ট---আসলে কি লোকটা জার্মানি ছিল???আরাবা--বা তুর্কিস--বা নিগ্রোদের মধ্যে এ প্রবনতাটা বেশি।যাই হোক।ধন্যবাদ এত সুন্দর ভ্রমন কাহিনী শেয়ার করার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:৩৮
ভদ্রলোক জার্মানিই ছিলেন । আমরাও খুব অবাক হয়েছিলাম । কারণ কোন জার্মানি এমন হবে তা ধারণায় ছিল না । তবুও ধন্যবাদ বাকী জিনিস ফেরত দিলেন । 

আজও পড়ে গেলে অনেক ধন্যবাদ রইলো । শুভেচ্ছা নিও ।
AhmedRabbaniআহমেদ রব্বানী১৭ এপ্রিল ২০১৩, ২১:১১
খুব সুন্দর ছিল এই ভ্রমণ কাহিনি।শুভকামনা নিরন্তর প্রিয় আপকে।।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৬
ধন্যবাদ আহমেদ ভাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বলে । ভালো থাকবেন ।
sularyআলভী১৭ এপ্রিল ২০১৩, ২১:৪০
আপু ফিরে আওয়াজ দিতে বলে ছিলাম কিন্তু দেননি। আমি নিজেই সে দায়িত্ব পালন করছি। মন্তব্যে আর কি লিখব, হৃদয়ে এঁকে নিলাম। আর যে ভদ্রলোকটি ব্যাগ ফেরত দিয়েছে তার ব্যাপটারে রসিকতা করেছেন যে সে পুরস্কারটি আগেই নিয়ে গেছে। এটা হয়ত আপনার ধারনা, আর আমার ধারনা কি জানেন? সে টা হল ভদ্রলোক ব্যাগ টি হাতে পাওয়ার আগে ক্যামেরাটি হয়ত অন্য কেউ নিয়ে নিয়েছ। যে এত গুলো ইউরো এবং অন্যান্য জিনিসপত্র ফেরত দিয়েছে, এর আগে ফোনে রেসপন্স করেছে এবং যথাসময়ে ফেরত তা দিয়েছে আর যাই হোক যত দামি ক্যামেরাই হোক সেই ভদ্যলোক নিতে পারেন না। আমি তাঁকে” হ্যাটস্ অফ টু হিম” জানাচ্ছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৫
উপরে তো লিখলাম । নাকি আপনার পোস্টে যেতে বলেছিলেন ? সরি আমি তাহলে বুঝিনি। 
ভদ্রলোককে আমরাও কৃতজ্ঞতা জানাই। আপনার মত আমরাও ধারণা করতে চেয়েছিলাম । কিন্তু ভদ্রলোকের আচরণের জন্যই সন্দেহ করা । কারণ সে ব্যাগ ফেরত দেওয়ার সময় একটা কথা বলারও সুযোগ দেয়নি । এবং পরবর্তীতেও আর ফোন রিসিভ করে নি । কিন্তু হুমায়ূন ভাই তাকে এত বড় উপকারের জন্য ধন্যবাদ স্বরূপ একটা গিফট দেওয়ার জন্য ফোন দিয়েছিল ।
sularyআলভী১৭ এপ্রিল ২০১৩, ২১:৫৫
এই আশংকা থেকেই ফোন রিসিভ করেন নি যে জার্মানীর আইনে চোরের সাস্তি ভয়াবহ। সে কোন ঝামেলায় জড়াতে চাইনি হয়ত। আপনাদের সে প্রশাসনের সাথে যোগাযোগ আছে ভেবে ভয় পেতে পারে। আর যাই হোক বরং সন্দেহ না করে কৃতজ্ঞতা জানিয়ে অন্ততঃ সওয়াবের অধিকারী হয়। আমারও এটা অনুর্বর মস্তিষ্কের ধারনা মাত্র।ধন্যবাদ আপু.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২২:০২
কি জানি আসল ব্যাপার তিনিই জানেন । অবশ্যই কৃতজ্ঞতা জানাই তাকে ।
sularyআলভী১৭ এপ্রিল ২০১৩, ২২:০৯
অনেক ধন্যবাদ আপু....।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২২:১০
muktomon71মুক্তমন ৭১১৭ এপ্রিল ২০১৩, ২২:২২
চমৎকার সব ছবি আর সাথে অনেক তথ্য । ধন্যবাদ আপু ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ২২:৩১
ধন্যবাদ আপনাকে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য ।
sularyআলভী১৭ এপ্রিল ২০১৩, ২২:৫৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:০৭
শুভ রাত্রি ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক১৭ এপ্রিল ২০১৩, ২৩:০০
দারুন পোষ্ট। খুব ভাল লাগল। ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:৩০
অনেক ধন্যবাদ প্রামাণিক ভাইকে । ভালো থাকবেন ।
jossarifজোশ আরিফ১৭ এপ্রিল ২০১৩, ২৩:৩৫
আপুমুনি আমনে যা দেহালেন।জানি না বাস্তবে দেখবার পারুম কিনা তয় এইহানে ছবিগুলান দেইহা বাস্তবে দেহার খুব সখ হইলো।লেহাডা সুন্দর হইছে আপুমুনি আর আমাদের সাথে সেয়ার করনের জন্য ম্যালা থ্যাঙ্কু
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০২:০৩
আফনার ভালো লাগলো জেনে আমি আনন্দিত হলাম । ইনশয়াল্লাহ ভাগ্যে থাকলে কোন একসময় দেহার সুযোগ হইতে পারে । 
আফনাকেও ম্যালা থাঙ্কু। ভালো থাকবেন । 
Rjamilরশীদ জামীল১৮ এপ্রিল ২০১৩, ০০:১১
সুইডেনে কি স্বল্প মূল্যে(কিস্তিতে) মোবাইল পাওয়া যায় ? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:০৫
সুইদেনের খবর আমি ক্যামনে কইতাম ? খোঁজ নিয়ে দেখতে হবে? 
Rjamilরশীদ জামীল১৮ এপ্রিল ২০১৩, ০১:১২
জলদি খোঁজ লাগান। 
বড়ই পেরেশানিতে আছি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:১৪
এমন সমস্যায় তো পেরেশানিতেই থাকার কথা । 
ঘটনা ঘটার সময় কি নিয়ে ভাবছিলেন ?
Rjamilরশীদ জামীল১৮ এপ্রিল ২০১৩, ০১:১৬
ভাবতাছিলাম ফোনটা নিয়া যাউনের পর রাইতে যদি মেজদা ফোন করে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:১৭
Rjamilরশীদ জামীল১৮ এপ্রিল ২০১৩, ০১:১৮
আমার দু:খের দিনে...সরি দু:খের রাইতে আফনে হাস্তাছেন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:২১
সেইজন্য তো হাসি না । হাসি আপনার কথা শুনে। শোকে মাথা আউলা হয়ে গেছে । 
কিন্তু মোবাইলের খোঁজ তো পাই না । 
Rjamilরশীদ জামীল১৮ এপ্রিল ২০১৩, ০১:২৮
আচ্ছা কী মনে হয় আপনার!
আমার মোবাইল হারানোর সাথে মেজদদার কি কুনু ----------
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০১:৩১
আমি জানিনা । মেজদা শুনলে রামদা নিয়ে হাজির হবে।
Rjamilরশীদ জামীল১৮ এপ্রিল ২০১৩, ০১:৩৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০২:০১
KohiNoorমেজদা১৯ এপ্রিল ২০১৩, ১৭:১৪
tmboss172তৌফিক মাসুদ১৮ এপ্রিল ২০১৩, ০১:৫২
আপনার ভ্রমন বিষয়ক লেখাটা ভাল লাগল। সুন্দর ছবিগুলোর সাথে খুব ভাল ধারাবাহিক বররনা। 

সুস্থ থাকবেন পরিবারকে সাথে নিয়েই, যেখানে থাকেন আর যেখানেই যান। শুভকামনা রইল জেসমিন আপার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ০২:০৮
মাসুদকে দেখে অনেক ভালো লাগলো । 
আপনাদের শুভ কামনা থাকলে আল্লাহর রহমতে ভালো থাকবো । 
আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন ।
ssangrammগোলাম মোস্তফা১৮ এপ্রিল ২০১৩, ০২:২১
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ২০:১২
অনেক ধন্যবাদ এত সুন্দর কদম ফুলের জন্য ।
rodela2012ঘাস ফুল১৮ এপ্রিল ২০১৩, ০৩:৩৭
চমৎকার বর্ণনার শেষে এসে এটা কি শুনালেন। আজিব কারবার। ভদ্রবেশী চোর। মানে চোর হইলেও মানুষ খারাপ না। আর যা বললেন, সেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। নিজের পুরস্কার নিজেই নিয়ে নিয়েছেন। তবু বেঁচে গেছেন, কারণ গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো অন্তত ফিরে পেয়েছেন। এর জন্য চোর বেচারি একটা ধন্যবাদ পেতেই পারে। একবালতি দুধের মধ্যে একফোঁটা চুনা হিসাবে রয়ে গেল আপনার ক্যামেরা চুরি। সুইডেন ভ্রমণ কাহিনীর তিন পর্ব দিয়ে আমাদের সুইডেন ঘুরিয়ে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ জেসমিন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ এপ্রিল ২০১৩, ২০:৩৫
খুব সুন্দর ভ্রমণের মাঝে ক্যামেরা গায়েব হয়ে যাওয়া অল্প একটু মলিনতা । আর সেই উপকারীর কাছে অবশ্যই কৃতজ্ঞতা সে সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফেরত দিয়েছে । 
আপনার আন্তরিক মন্তব্য এবং বার বার ফিরে আসা আমাকে এই ভ্রমণ পোস্ট লিখতে অনুপ্রেরণা দিয়েছে। ভালো থাকবেন ঘাস ফুল ভাই ।
fardoushaফেরদৌসা১৮ এপ্রিল ২০১৩, ০৪:৪২
জেসমিন আপা আপনার বর্ণনায় আমি অবিভুত। এত সুন্দর করে কিভাবে বর্ণনা করেন  

আমি হইলাম ফাঁকিবাজ মানুষ, সন তারিখ খুব একটা মনে থাকেনা  

পরীক্ষার খাতায় ও কোন সময় বেশি দরকারি না হলে তারিখ/সন এসব না দেয়ার চেষ্টা করতাম, মনে থাকেনা বা মনে রাখার চেষ্টাও করতাম না। 

ছবিতে অনেক কিছু দেখা হল জানা হল। 

যাক শুনে শান্তি পাইলাম যে চোর শুধু আমাদের দেশেই না জার্মানিতেও আছে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ এপ্রিল ২০১৩, ১৫:০৮
আমি নিজেও সন তারিখ মনে রাখতে পারি নাকি ? এতো কিছু টুকে রেখেছিলাম আর বরকেও কিছু জিজ্ঞেস করেছিলাম । 
আমি কোটেশনও তেমন মনে রাখতে পারতাম না । তাই পড়ালেখা অবস্থায় টার থেকেও দূরে থাকতাম । 

তাইতো দেখলাম । জার্মানিরাও মাঝে মাঝে লোভ সামলাইতে পারে না । 
ভালো থাকবেন আপা ।
neelsadhuনীল সাধু১৮ এপ্রিল ২০১৩, ১৪:৪৪
বুঝা গেলো ভদ্রলোক নিজের পুরুস্কার নিজেই পছন্দ করে নিয়ে নিলেন 
হা হা হা 
যাক জার্মা চোরের কাহিনী জেনে ভালো লাগলো 

জুনে নতুন কোন দেশে যাওয়ার প্ল্যান চলছে। সেখান থেকে ঘুরে এসে আবার আপনাদের মাঝে নতুন কোন ভ্রমণ কাহিনী নিয়ে হাজির হব । 
আমরা তবে অপেক্ষায় রইলাম জেসমিন  


শুভেচ্ছা 
সুন্দর পোষ্ট এবং ছবির জন্যে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ এপ্রিল ২০১৩, ১৫:২৫
নীল ভাইকে এই পর্বেও সাথী হিসেবে পেয়ে অনেক ভালো লাগলো । 
শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী১৮ এপ্রিল ২০১৩, ১৭:০৭
ইউরোপ ভ্রমণের ছবি ও বর্ণনা খুবই ভালো লাগলো তবে আফসোস নিজের চোখে কিছুই দেখা হল না। ভ্রমন জ্ঞান অর্জনের বড় একটি অংশ, লেখায় শক্তি যোগায়। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ এপ্রিল ২০১৩, ১৫:৩৫
আমিও ভ্রমণকে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে দেখি । 
আফসোস কইরেন না । আল্লাহ সুযোগ দিলে ঘুরে যাবেন । যেমন গিয়েছিলেন গত ঈদে ভারত ভ্রমণে । 
ভালো থাকবেন রব্বানি ভাই ।
tuhinsarkerতুহিন­সৱকার২০ এপ্রিল ২০১৩, ০৬:২২
শুভকামনা সব সময়।
ভাল থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ১৪:৩৮
আপনার শুভ কামোনার জন্য ধন্যবাদ । 
আপনিও ভালো থাকবেন ।
salahuddinsiteসালাহ্ আদ-দীন২০ এপ্রিল ২০১৩, ০৬:২৮
অনেক সুন্দর হয়েছে এই পোষ্ট। আমিও সাব মেরিন দেখেছি। তবে সেটা খুব সম্ভবত প্রথম বা দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যাবরিত হয়েছিল। এত বড় নয়। অন্য একদিন এ নিয়ে একটা পোষ্ট দেব ভাবছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ২০:৩৮
এটাও ২য় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলো । তোমার সাবমেরিন নিয়ে লেখার অপেক্ষায় থাকলাম ।
zamanislamরফিকুল ইসলাম২০ এপ্রিল ২০১৩, ০৭:৫৭
সাবমেরিন দেখার কৌতোহল মিটলো আর সুন্দর বর্ননায় সুইডেন ভ্রমন । আপনার ছবি তোলার হাত আছে। ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ২০:৫০
আপনার কৌতূহল মেটাতে পারলাম বলে ভালো লাগছে । আসলে চেষ্টা করলাম কিছু ছবি দিয়ে যেন লেখাটাকে প্রতিফলিত করা যায় । সেই চিন্তা মাথায় রেখেই ছবিগুলো তুলেছিলাম। 
শুভকামনা রইলো ।
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ১৪:২৪
সেঞ্চুরী হতে একটু আছে বাকী,
আমি একটু চেষ্টা করে দেখি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ১৪:৩৩
সেঞ্চুরি করা কি খুব জরুরী? 
উদাহরণ আছে ভূরি ভূরি ।
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ১৪:৪৫
আপনার আছে এমন রেকর্ড
অনেক বারই গড়া
আমার কাছে দুঃস্বপই আছে
পাইনি এখনো সাড়া।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ১৫:৫৩
এভাবে কেন বলছেন 
আপনার লেখায় আসল 
মন্তব্য কি তা
করতে পারে বিফল ? 
পাননি , পাবেন 
সেঞ্চুরি গড়বেন ।
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ১৬:০০
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ১৬:০২
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ২০:৩৭
অভিনন্দন আমার পোস্টে শততম মন্তব্য করার জন্য । 
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ২০:২৯
একশত পার করেছি অনেক আগে,
বার বার দেখার ইচ্ছে কেন জাগে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ২০:৩৩
আপনি সত্যিই এভাবে বারবার এসে ঋণী করে ফেলেন । এর চেয়ে বেশি কিছু বলার খুঁজে পাচ্ছি না । 
অনেক ধন্যবাদ আলভী ভাই ।
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ২০:৪৯
অনেক ধন্যবাদ আপু। আমি জানি আপনি ভ্রমণ পিপাসু। আপনার ভ্রমন কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন এতেই আমরা ধন্য। আমরা অজপাড়া অচিন পুরের লোক। আপনাদের কাছ থেকে জেনে অনেক কিছু শেখার চেষ্টা করছি।

lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ২০:৫৩
ভ্রমণ কাহিনী অবশ্যই শেয়ার করবো । আমাদের প্রত্যেকের প্রত্যেকের কাছে কিছু না কিছু শিখার থাকে । সে যেখানেই থাকুক না কেন । 
ভালো থাকবেন আলভী ভাই ।
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ২০:৫৯
তবে আমার কাছে শেখার কিছু নাই,
হাবি-জাবি লেখি শুধু সামনে যা পাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ২১:১৪
এত ভালো লিখেও যদি করেন হায় হায় 
রাগ করা ছাড়া তখন থাকে না উপায় 
চমৎকার সব ছড়া লিখে যাচ্ছেন একে একে 
এক নিমিষেই পড়ে নিই পড়লে তা চোখে ।
vuterachorভূতের আছড়২০ এপ্রিল ২০১৩, ২১:২০
সুন্দর ছবির সাথে বর্ননা আমার কাছে 

বেশ ভালো লেগেছে। পড়তে দেরি হয়ে গেলো এজন্য আপনার জড়িমানা করা উচিত।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ এপ্রিল ২০১৩, ২৩:৫৫
আপনি নিজে থেকে জরিমানা ধার্য করতে বললেন বলে আর করতে ইচ্ছে করলো না । শুধু পরের কোন লেখায় সঠিক টাইমে হাজির না হলে রাগ করবো । 
শুভকামনা ।
vuterachorভূতের আছড়২০ এপ্রিল ২০১৩, ২৩:৫৮
আমি আপনার জরিমানার কথা কইলাম 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ এপ্রিল ২০১৩, ০০:০৩
এইটা আবার কি কন ? 
sularyআলভী২০ এপ্রিল ২০১৩, ২১:২০
আজ অন্যদের পোষ্টেও আপনি অনুকাব্য লিখেছেন। চমৎকার হয়েছে। আপনাকে ছড়ার ডালি নিয়ে হিাজির হতে বলছি। নিশ্চয় ব্যাপক পাঠক প্রিয়তা পাবেন.....।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ এপ্রিল ২০১৩, ০০:২২
ভালোভাবে চর্চা না করে শুরু করা কি ঠিক হবে? আগে চর্চা করি । পরে পোস্ট দেওয়া যাবে ।
Jolrashiনুসরাত জাহান আজমি২০ এপ্রিল ২০১৩, ২২:২৪
আপু, এত সুন্দর করে কি ভাবে লেখো ভ্রমন কাহিনী? অনেক তথ্য দেয়া থাকে, আর সাথে ছবি গুলো দেখে আরো ভালো লাগে।  

যাই হোক, আরেকটা ভ্রমন কাহিনী পড়ার জন্য অপেক্ষায় রইলাম। কোথায় যাবে, ঠিক করেছো?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ এপ্রিল ২০১৩, ০০:২৫
হি হি । কি যে বলে আজমিটা । তোমার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো । 
নেক্সট ট্যুর ইটালি অথবা সুইজারল্যান্ড হওয়ার কথা । 
ভালো থেকো ।
Jolrashiনুসরাত জাহান আজমি২১ এপ্রিল ২০১৩, ১২:২৫
সত্যি কথা বলসি. 

আমি শুনসি সুইজারল্যান্ড অনেক সুন্দর একটা দেশ.. যাই হোক, তোমাদের সামনের ট্যুর টা যেন অনেক ভালো হয়, এই দোয়া করছি। সাথে ছবি দেখার অপেক্ষায়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ এপ্রিল ২০১৩, ১৫:১৮
আমিও শুনেছি । 
ভালো থেকো । 
sularyআলভী২২ এপ্রিল ২০১৩, ১৫:২৪
সুইচ ব্যাংকে আমার জন্য একটা একাউন্ট খুলে আসবেন ঠিক আছে আপু.......
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ এপ্রিল ২০১৩, ১৬:০৩
বিবেচনায় রাখলাম । 
neelbedhi2014নীল ব্যধি২৪ এপ্রিল ২০১৩, ০২:২৪
ভ্রমণ আমার খুব শখের

সেই ছোটকাল থেকেই একা একা বেরিয়ে যেতাম,দেশ এবং দেশের বাইরে যখনি সময় পাই চলে যাই এখনো।

অনেক ধন্যবাদ এমন সুন্দর ছবি বর্ণনা আমাদের সাথে শেয়ার করার জন্য


সুন্দর থাকুন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ এপ্রিল ২০১৩, ১৬:০৫
তাহলে তো আপনার অভিজ্ঞতাগুলো জানার সুযোগ পেতে পারি । লিখে ফেলুন না । 
আপনিও ভালো থাকবেন ।

No comments:

Post a Comment