Thursday, September 4, 2014

সূর্যের হাসি : আনন্দের লুটোপুটি


অনেকদিন পর সূর্যের হাসি দেখলাম । মনে হোল আপনজনের দেখা পেয়েছি । সত্যিই তাই মনে হোল । মনের ভিতর আনন্দের লুটোপুটি শুরু হয়ে গেলো । আনন্দে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করলো ।একটা উৎসব উৎসব লাগলো । আর তাই তাড়াতাড়ি তৈরি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম সুরজের আলো গায়ে মাখতে । সেই সাথে মনে পড়লো দেশের কথা । কতদিন এই সূর্য কে বকা দিয়েছি এত তাপের জন্য । গ্রীষ্মকালের সূর্য একটু মেঘের আড়ালে গেলে স্বস্তি প্রকাশ করতাম । বৃষ্টি হলে আনন্দে মন নেচে উঠত । আর এখন সুরজ হয়ে গিয়েছে দুর্লভ কিছু । গত একমাসে খুব ভালো করে মনে হয় ৩/৪ দিন সূর্য উঠেছে । এছাড়া দুই একদিন হয়তো উকি দিয়েছে , কিন্তু কর্ম ব্যস্ততার জন্য দেখার সুযোগ মিলেনি । এখানে আসার পর লোকজন কে দেখে মনে হয়েছে , জার্মানিদের অনেক কিছু আছে কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাস নেই । অকারণে হাসতে পারে না । কেমন রোবট রোবট লাগে ওদের । এই কয়দিন থেকে এখন নিজের ভিতরকারটা কেমন যেন হয়ে যাচ্ছে । এক ঘেয়ে আবহাওয়া । রোদ নেই ,মেঘলা আকাশ, কুয়াশা , প্রায়ই বৃষ্টি আর ঠাণ্ডা তো আছেই । এই কারণেই মনে হয় মানুষগুলো কেমন নিষ্প্রাণ । আর তাই রোদ উঠলেই তাদের মাঝে দেখা যায় আনন্দ । লোকজন রাস্তায় বেরিয়ে পরে ।খোলা মাঠে ঘুড়িও উড়াতে দেখলাম । ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে । দারুণ ভালো লাগায় মনটা ভরে গেলো । একটা গান মনে পরে গেলো , আহা কি আনন্দ আকাশে বাতাসে । 





বাড়িগুলোয় রোদের খেলা



বিস্তীর্ণ মাঠ চোখ জুড়িয়ে দিচ্ছিল ।



ঘুড়ি উড়ছে মনের আনন্দে । 



আকাশে মেঘের ভাসাভাসি । 





দূর আকাশে মেঘ ভেসে যায় । 





বাচ্চাদের খেলা । 




ছবি তুলেছে পলাশ । ধন্যবাদ তাকে ।
৪৯ টি মন্তব্য
mukto75মুক্তমন৭৫২৬ নভেম্বর ২০১২, ২১:৩০
জেসমিন আপা, 
আসসালামুয়ালাইকুম। ছবিগুলাতো দেখছি দারুণ ফাটাফাটি ---- 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২১:৩২
ওয়ালাইকুম সালাম । তাই নাকি ? ভালো লাগলো জেনে ভালো লাগছে । 
আপনি কেমন আছেন ?
mukto75মুক্তমন৭৫২৬ নভেম্বর ২০১২, ২১:৪০
আমি ভালো আছি আপা। তবে পলাশ ভাইয়ের ছবির হাত তো দেখি দারুণ----  
সবগুলা ছবিই বেশ সুন্দর আইছে। তয় ঘুড়ির ছবি আমার কাছে সবচাইতে দারুণ লাগছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২২:০৭
রোদ মিস হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি বের হতে গিয়ে ক্যামেরা নিতে মনে ছিল না । তাই মোবাইলেই তুলতে হয়েছে । ক্যামেরা হলে আরও বেশি ভালো করে ছবি তোলা যেত । 

আপনার প্রশংসা জায়গা মত জানিয়া দিয়েছি । 
ভালো থাকবেন ।
mukto75মুক্তমন৭৫২৬ নভেম্বর ২০১২, ২২:১৩
আপনারাও ভালো থাকবেন। শুভকামনা রইলো। 
arman786‌আরমানউজ্জামান২৬ নভেম্বর ২০১২, ২১:৩১
যদি শিরোনাম থেকে শুরি করি আর বর্ননা অথবা ছবিতে শেষ করি 
এককথায় অসাধারন
চমৎকার আপু..
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২২:১৩
আপনার মন্তব্য খুব অনুপ্রেরনা দিল । ভালো থাকবেন ।
shmongmarmaএস এইচ মং মারমা২৬ নভেম্বর ২০১২, ২১:৩৩
রোদ নেই ,মেঘলা আকাশ, কুয়াশা , প্রায়ই বৃষ্টি আর ঠাণ্ডা তো আছেই । এই কারণেই মনে হয় মানুষগুলো কেমন নিষ্প্রাণ । আর তাই রোদ উঠলেই তাদের মাঝে দেখা যায় আনন্দ ।

লেখাটা ভীষণ ভাল লাগল....... অপূর্ব সব ছবিগুলো ................শুধু কবিতা লিখতে ইচ্ছে করে । ভাল থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২২:১৫
হুম , এমন পরিবেশে আপনাদের মত কবিদের জন্য দারুণ সুযোগ এনে দেয় । কিন্তু আমিতো আর কবি নই । তাই একটু দুকলম লিখলাম । 

ভালো লাগছে আপনাকে দেখে । ভালো থাকবেন ।
sularyআলভী২৬ নভেম্বর ২০১২, ২১:৩৬
সুর্যের এত হাসি দেখে,
খালি গায়ে রোদ্র মেখে।
হারিয়ে যায় সব রেখে,
আনন্দের অশ্র বইছে চোখে!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২২:২২
কাল সকালে দেশের এত খারাপ খবরগুলো শুনে মনটা ভীষণ খারাপ ছিল । ক্ষণে ক্ষণে মনে পড়ছিল । কিন্তু সূর্যের আলো দেখে মনের ভিতর টা কেমন ভালোলাগায় ভরে গিয়েছিলো ।
ana86মোহাম্মদ এনামুল কবির২৬ নভেম্বর ২০১২, ২১:৩৮
কাব্যিক আর মনছোঁয়া ছবিগুলো পোস্ট করার জন্য আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছবিগুলো দেখার পর সবাই অভিভূত হয়ে যাবে নিশ্চয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ০১:২৫
খুব ভালো লাগলো আপনার আন্তরিক মন্তব্য পেয়ে । ভালো থাকবেন ।
salahuddinsiteসালাহ্ আদ-দীন২৬ নভেম্বর ২০১২, ২১:৪৭
আমি সব সময় ছবি পাগল। ছবি গুলো দেখে ভাল লাগল। অনেক দিন ছবি পোষ্ট দেই না এখন দিতে ইচ্ছে হচ্ছে! 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ০১:০৮
তাহলে তো খুব দ্রুত ছবি পোস্ট পাচ্ছি । কি বলেন ?
KohiNoorমেজদা২৬ নভেম্বর ২০১২, ২১:৪৯
জেসমিন, তোমাকে মন খারাপ করলে আমরা মুঠো মুঠো রোদ তোমার জন্য পাঠাবো। 
এই লেখার মধ্যে আমরা বুঝতে পারি আমাদের দেশটা কত সুন্দর। 
সব ঋতুতে আমাদের মনের নানা সুখ, দুঃখ নাই। দুঃখ শুধু আর্থিক। 

অনেক ধন্যবাদ পলাশ ভাইকে, এত সুন্দর ছবিগুলির জন্য। 
দুইজনকে শুভেচ্ছা আর একজনকে আদর আর আদর। 
sularyআলভী২৬ নভেম্বর ২০১২, ২২:১১
কোহিনুর ভাই আমাদের দেশে বইছে শোকের আঁধার, আজ উঠেনি সুখের সুর্য মামা.........
KohiNoorমেজদা২৬ নভেম্বর ২০১২, ২২:১৩
তা শুধু জার্মানিতে জেসমিনের জন্য, বাংলাদেশে যারা আছে তাদের জন্য নয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ০১:০৭
আপনার আন্তরিক মন্তব্য মনটা ভালো লাগায় ভরিয়ে দিল । 
সত্যিই তাই , আমাদের দেশে সব আছে শুধু অর্থ কম । আর তাই আমরা এত মূল্যহীন । 

অনেক অনেক শুভকামনা ।
KohiNoorমেজদা২৭ নভেম্বর ২০১২, ০১:৩২
আমরা খুব তাড়াতাড়ি উন্নত করতে পারতাম যদি একটা ভাল সৎ সরকার পেতাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ০১:৩৪
এই ব্যাপারগুলো আমি আপনি বুঝি রাজনীতিবিদরা কেন বুঝে না ? তাহলে কি সেই জায়গায় গেলে আমরাও এমনি হয়ে যাবো ।
sularyআলভী২৬ নভেম্বর ২০১২, ২২:৪৭
আপনার সুর্য দীঘল বারী,
আমাদের দেশ মত্যুপুরি!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ০০:৪৬
ভাই , এত দূরে থেকেও আমি সেই কষ্টকে অনুভব করছি । করার চেষ্টা করছি । এর আগে যে বহুবার আমরা একই দৃশ্য দেখেছি । সমাধান কিছুই নেই । বরং যেন নিয়ম হয়ে দাঁড়াচ্ছে ,প্রতি বছর কিছু মানুষ এভাবে মরবে আর বাকিরা সবাই মিলে কিছুদিন শোকগাথা লিখব । 

ভালো থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী২৬ নভেম্বর ২০১২, ২২:৫৮
মেঘে মেঘে ঢাকা আকাশে আর রোদের খেলায় আমরাও প্রকৃতির সৌন্দর্য শেয়ার করে নিলাম, অনেক সুন্দর ও চমৎকার ভাবে ছবিগুলি তোলা হয়েছে যত্নের সাথে। ইদানিং আমরা ঢাকায় কোন ছবিও তুলতে পারছি না মুক্ত আকাশের, আকাশ কেমন যেন ঘোলা ঘোলা হয়ে থাকে। 

চমৎকার সব ছবিগুলি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ০০:৩৮
ভালো লাগলো আপনার উৎসাহমূলক মন্তব্য । 

হুম, ইদানিং শীতে ঢাকার আবহাওয়া কেমন যেন ভেজা ভেজা থাকে । 
ছোটবেলার সেই শীতকাল খুব মিস করি । 
ভালো থাকবেন রব্বানি ভাই ।
dollarজিনজির২৬ নভেম্বর ২০১২, ২৩:১৪
মানুষ গুলা রোবট হইলেও দ্যাশ সুন্দর। যাহাকে বলে উন্নত দেশ। সব কিছু কেমন ঝা চকচকে!!!

সূর্যের দেখা পাওয়ায় ভাল লাগল। শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২৩:৪৮
বাব্বাহ , জিঞ্জির ভাই মেলাদিন পর আমার পোস্টে এলেন । 

হুম, দেশ বহুত উন্নত । ছবির মত সাজানো । কিন্তু তাপ নাই ।
Rjamilরশীদ জামীল২৬ নভেম্বর ২০১২, ২৩:৩৪
সূর্যের হাসি তো দেখি বড়ই মায়াবি 
.....................এতো দিন খেয়াল করি নাই কেনো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২৩:৪৬
আমি এখানে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি । 
কেমন আছেন জামিল ভাই ?
Rjamilরশীদ জামীল২৭ নভেম্বর ২০১২, ০০:৫৮
জি আপা, ভাল আছি আমি
আপনারা তিনজন ভাল তো ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ০১:০৩
আমরা তিনজনই আল্লাহর রহমতে ভালো আছি । দোয়া করবেন ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৬ নভেম্বর ২০১২, ২৩:৩৬
‍েলখা ছবি দুটাই ভাল লাগল
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ নভেম্বর ২০১২, ২৩:৪৭
ধন্যবাদ প্রামাণিক ভাই । 
ভালো থাকবেন ।
nomaansarkarনোমান সারকার২৭ নভেম্বর ২০১২, ১১:০৮
অনেক অনেক সুন্দর রোদে ভরা ছবি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ২১:৩১
ধন্যবাদ নোমান ভাই । ভালো থাকবেন ।
sularyআলভী২৭ নভেম্বর ২০১২, ১৯:২৫
আমাদের এখানেও আজ বেশ ঠান্ডা, তাই আজ আবার আপনার দুর্লব সুর্যের তাপ নিতে আর এক বার ঘুরে গেলাম.
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ২১:৩৩
শুনে খুব ভালো লাগলো । একটা কথা বলবেন ? আপনি কি কাল একটু বিরক্ত ছিলেন আমার এই পোস্ট দেখে ? দেশে এত বড় শোকের মাঝখানে আসলে এমন পোস্ট দেওয়া উচিত হয় নি । কিন্তু গতকাল না দিলে পরে কেমন যেন লাগতো ।
fardoushaফেরদৌসা২৭ নভেম্বর ২০১২, ২২:০২
বাহ অনেক সুন্দর ছবি। যা কিছু দেখবেন সব কিছু ক্যামেরা বন্দি করে রাখেন। 

আমাদের এখানে ওয়েদার খুবই ভাল। সারাবছর সামার।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ২৩:১২
ধন্যাবাদ আপু । আপনার প্রশংসা খুব উতসাহ দেয় । তাইতো বারবার আপনাদের ছবি পোস্ট দিয়ে নক করি । 

গরম লাগে কেমন ঐখানে ? আহারে আপনি তাহলে শীত দেখেন না । আমাদের দেশের শীতটা আমি উপভোগ করি ।
fardoushaফেরদৌসা২৭ নভেম্বর ২০১২, ২৩:১৭
৩ মাস অনেক গরম থাকে। আর অন্য সময় খুব ভাল। আমরা গরম টের পাইনা। রান্নাঘর পর্যন্ত এসি লাগানো । সব বাসায় এমন। বাইরে গিয়ে গাড়ি থেকে বের হলে বুঝতে পারি গরম কেমন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ২৩:২৫
এখানে বাসা, অফিস, দোকান ,বাস সবজায়গায় হিটিং সিস্টেম আছে শুধু বাহিরে হাঁটতে গেলে খবর হয়ে যায় । 
আল্লাহর দুনিয়ায় কত বৈচিত্র্য । অবাক না হয়ে পারা যায় না ।
fardoushaফেরদৌসা২৭ নভেম্বর ২০১২, ২৩:২৮
হুম , দেখার আছে অনেক কিছু, জানার আছে অনেক কিছু। আমাদের এখানে কোন প্রাকৃতিক দুর্যোগ নাই। আল্লাহ্‌র উপহার দেওয়া একটা দেশ । সব দিকে অ্যাটলান্টিক মহাসাগর। তারপর ও কোন দুর্যোগ নাই।
sularyআলভী২৭ নভেম্বর ২০১২, ২২:০৭
যদিও আপনি চির অদেখা,
সুন্দর আপনার হাতের লেখা।
ইচ্ছে করে আপনার কাছে শেখা,
আপনার কথা যেন যাদু মাখা!
বলুন আমি বিরক্ত কেন হবো?
অপেক্ষায় থাকি কখন লেখা পাবো,,,,,,,,,,,,,,,,
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ নভেম্বর ২০১২, ২৩:১০
আপনার বারবার উপস্থিতি আমাকে কৃতজ্ঞ করছে । আর একটুও সংশয় রইলো না । 
কি জানি বলা তো যায় না হয়তো দেখা হতেও পারে ব্লগের কোন প্রোগ্রামে । তবে তা অবশ্যই নেকাবের আড়ালে থেকে । 

খুব ভালো থাকবেন আপনি ।
sularyআলভী২৮ নভেম্বর ২০১২, ০৮:১৩
আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধাবোধ।
এইতো ভার্চুয়াল কনভার্সেশন তো হচ্ছেই! 

আপনি থাকেন গিসেনে,
আমরা থাকি শসানে।
ব্লগের কোন মিশনে,
দেখা হবে ভাষণে?

সে অদৃশ্যের খবর,
পা বাড়ালেই কবর।
না যায় যেন শুন্য হাতে,
চেষ্টা করি দিনে-রাতে।

আপনার নেকাবের কথা শুনে খুব ভালো লাগলো। আল্লাহ যেন আপনার প্রতি সদয় হোন এই কামনা করছি।
আর আপনাদের দোয়াই আমি পাঁচ ওয়াক্ত নামাজ অব্যাহত ভাবে পড়ে যাচ্ছি ইনশাল্লাহ.....।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ নভেম্বর ২০১২, ২০:১৭
আমাদের সবাইকে আল্লাহর হুকুম মতো চলতে হবে । সবাইকে আল্লাহ হেদায়েত দিন । 
ভালো থাকবেন ।
NurayAlamRaympuনুরে আলম রেম্পু২৯ নভেম্বর ২০১২, ০১:৫৪
মন ভরানো আখ্যান ।


ধন্যবাদ আপনাকে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ নভেম্বর ২০১২, ২০:১৬
জেনে ভালো লাগলো । ভালো থাকবেন ।
sularyআলভী২৯ নভেম্বর ২০১২, ২০:৫২
আবারও আপনাকে আর একবার কৃত্জতা জানিয়ে গেলাম,
ভালো থাকবেন,

No comments:

Post a Comment