Saturday, September 13, 2014

দ্যা নীলসাধু'স হট সিট :: ৬৫ তম পর্ব ♥ আজকের অতিথি ব্লগার লুৎফুন নাহার জেসমিন (১)

দ্যা নীলসাধু'স হট সিট :: ৬৫ তম পর্ব ♥ আজকের অতিথি ব্লগার লুৎফুন নাহার জেসমিন



প্রথম আলো ব্লগ এক অচেনা সুতোর বন্ধন। আমরা অনেকেই হয়ত এখন পর্যন্ত অনেক প্রিয় মুখকেই দেখিনি, কিন্তু ব্লগের সাদা পাতায় কাল অক্ষরে তার দেয়া পোষ্ট মন্তব্যে দিনে দিনে বাড়ে আন্তরিকতা ভালবাসা। টের পাই বন্ধনের! সেই তাকে মনে হয় কত আপন। ব্লগের পোষ্ট পড়ে, মন্তব্য পড়ে আগ্রহ সৃষ্টি হয় প্রিয় সেই মানুষটি সম্পর্কে জানার। যা কোন মতেই হয়ে উঠেনা কারণ ব্লগ ভার্চুয়াল। একেকটি নিকের আড়ালে একেকজন ভিন্ন মানুষ। জানার এই অদম্য আগ্রহের কথা ভেবে প্রিয় ব্লগারকে জানতে, তার কথা শুনতে, তার পছন্দ অপছন্দ, শৈশব কৈশোর, স্বপ্ন আশার কথা শুনতে আমাদের এই লাইভ আড্ডার আয়োজন;
দ্যা নীলসাধু’স হট সিট! 
প্রথম আলো ব্লগ তথা বাংলা ব্লগিং কমিউনিটির একটি জনপ্রিয় অনুষ্ঠান। 




আজকের এই পর্বে অতিথি হিসেবে আছেন প্রথম আলো ব্লগের জনপ্রিয় ব্লগার –
নন্দিত
সুপ্রিয় লুৎফুন নাহার জেসমিন

ব্লগার লুৎফুন নাহার জেসমিন আমাদের সবার কাছেই একজন অতি প্রিয় সহ ব্লগার। প্রথম আলো ব্লগে দীর্ঘদিন ধরে ব্লগিং করছেন। নানা স্বাদের অসাধারণ কিছু পোষ্ট দিয়ে যাচ্ছেন নিয়মিত। পাশাপাশি বুদ্ধিদীপ্ত আন্তরিক মন্তব্য দিয়েই সবার কাছেই একজন কাছের ব্লগারের পরিণত হয়েছেন। সহ ব্লগারদের সঙ্গে সুন্দর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুস্থ সুন্দর শালীন ব্লগিং করছেন শুরু থেকেই। ইতিমধ্যে তিনি আমাদের সকলের প্রিয় মুখে পরিণত হয়েছেন তার নিজ গুণে।

 আজ দ্যা নীলসাধু’স হট সিট! এ কথা হবে - আড্ডা হবে ব্লগার লুৎফুন নাহার জেসমিন'র সঙ্গে।


ব্লগার লুৎফুন নাহার জেসমিন'র বর্তমান অবস্থান গিসেন, জার্মান।
তিনি প্রথম আলো ব্লগে আছেন ১ বছর, ৭ মাস, ৫ দিন, ১৪ ঘন্টা, ১৮ মিনিট।
ব্লগে তিনি এ পর্যন্ত সর্বমোট ৪৫টি পোষ্ট দিয়েছেন।
সর্বমোট মন্তব্য করেছেন ৩৮৮৩টি।

 তার প্রিয় ব্লগারের তালিকায় কোন সহ ব্লগার নেই এবং প্রিয় পোষ্টের তালিকায় রয়েছে সহ ব্লগারদের দেয়া ১টি পোষ্ট। তার সম্পর্কে আরও জানতে ক্লিক করুন এই লিংক। ব্লগার লুৎফুন নাহার জেসমিন'র ব্লগবাড়ী 

আপনারা প্রশ্ন করে যাবেন; অতিথি যতক্ষণ সময় দিতে পারে আপনাদের তিনি তা দেবেন। তা হতে পারে ১০ মিনিট, ৩০ মিনিট অথবা ২, ৩, ৪ ঘণ্টা। হয়তো তিনি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জানাতে নাও পারতে পারেন। ধৈর্য ধরুন তিনি সময় করে সব প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই। আপনাদের যা জানতে ইচ্ছা করে তাই নিয়ে প্রশ্ন করুন। প্রশ্নের বিষয়ে কোন ধরা বাধা নিয়ম নেই তবে অতিথি ব্লগারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়-তিনি উত্তর দিতে কুণ্ঠিত বোধ করবেন এমন প্রশ্ন না করলে ভালো হয়। 

আসুন আমরা সৃজনশীল হই। নিজের স্বকীয়তার প্রমাণ রাখি আমার দেয়া সকল পোষ্ট এবং মন্তব্যে - পরিপূর্ণ একজন ব্লগার হিসেবে সহ ব্লগারের কাছে নিজেকে তুলে ধরি। সম্মান শ্রদ্ধা ভালোবাসায় লালন করি বাংলা ব্লগিং এর ক্ষেত্রটিকে।

সুপ্রিয় ব্লগার বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন।
নিজে প্রশ্ন করুন; অন্যজনকে প্রশ্ন করতে উৎসাহিত করুন।
আড্ডা জমিয়ে তুলুন।



ধন্যবাদ। শুভ প্রথম আলো ব্লগিং।
প্রথম আলো ব্লগ আমাদের সকলের ভালোবাসার ব্লগ 


৫১৯ টি মন্তব্য
nuru07নূর মোহাম্মদ নূরু১৯ জানুয়ারি ২০১৩, ১৩:৩৯
লুৎফুন নাহার আপু
আমাদের না জানিয়ে
হট সিটে বসে গেলেন
এটা কী ঠিক হেলো?
আমাদের কী শীত গ্রীষ্ম নাই?
ভালো থাকুন আর শীতের দিনে
হট সিটের উষ্মতা উপভোগ করুন।
শুভেচছা রইলো
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৩:৫১
আমি নিজেই তো বুঝতে পারলাম পোস্ট প্রকাশিত হওয়ার পর । তার আগে তো মনে হয়েছিলো আজ হবে না ।
ভাই কি শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছেন নাকি ?
সঙ্গে থাকেন । তাহলে মনে সাহস পাই ।

অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই আপনাকে পেয়ে ।
nuru07নূর মোহাম্মদ নূরু১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২৯
প্রথমেই যখন আছি তখন শেষ পর্যন্ত থাকার
একটা দ্বায়িত্ব ঘাড়ে চেপে বসলো। আছি সাথে,
যাচ্ছিনা কোথায় ও। সাহস নিয়ে এগিয়ে চলুন
সকল প্রকার সহযোগীতার প্রতিশ্রুতি রইলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩৩
এটাকেই বলে আন্তরিকতা । অনেক ধন্যবাদ । 
মনে সাহস পেলাম ।
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ০০:৩৯
হট সীটের আজকের এই পোষ্ট সঞ্চালক নির্বাচিত পোষ্ট না হবার জন্য খুব খুব দুঃখ পেলাম একজন সাধারন ব্লগার হিসেবে এবং নিন্দা জানালাম
moutushi1basharমৌটুশি বাশার১৯ জানুয়ারি ২০১৩, ১৩:৪২
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৩:৫৪
আশা করি পাশে থাকবেন ।
শুভেচ্ছা রইলো ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৩:৫২
আজকের হট সিটের অতিথি লুৎফুন নাহার জেসমিন আপাকে আমাদের সোয়া কোটি অভিনন্দন ও শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৩:৫৬
অনেক অনেক ধন্যবাদ রব্বানি ভাই । ভালো লাগছে আপনাদের দেখে ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:০৫
ছুটির দিনের সকালটা মাটি হল নাকি হট সিটে বসে দিনটা স্মরণীয় হল !!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:০৮
দিনটা স্মরণীয় করার জন্যই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম । মাটি হবে কেন ? একদম না ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৩:৫৯
অতিথি লুৎফুন নাহার জেসমিন আপার কাছে প্রশ্ন হল- হাতে আংগুল গুলি কোথায় বেশি ব্যস্ত থাকে মেয়ে সওদার দিকে !! নাকি বরের (আমাদের পলাশ ভাই) দিকে নাকি !! কী বোর্ডে !!!  আজ অন্তত কী বোর্ডে খট খট শব্দের ঝড় উঠুক।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:০২
অতিথি লুৎফুন নাহার জেসমিন আপার কাছে প্রশ্ন হল- আজ হাতের আংগুল গুলি কোথায় বেশি ব্যস্ত থাকবে মেয়ে সওদার দিকে !! নাকি বরের (আমাদের পলাশ ভাই) দিকে নাকি !! কী বোর্ডে !!! 

আজ অন্তত কী বোর্ডে খট খট শব্দের ঝড় উঠুক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:১১
আজ সময়টা ব্লগের জন্যই বেশি রাখবো । তারপরও মেয়ে যেহেতু ছোট তাই তার দিকেও একটু রাখতে হবে ।

দোয়া করবেন যেন ঝড় ঠিকমত উঠাতে পারি ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২৮
আশা রইল কী বোর্ডে যেন ঝড় উঠে, ঢেউ উঠে - মনে পড়ে গেল বিখ্যাত গানের লাইন " ও পদ্মা রে, ঢেউয়ে তোর ঢেউ উঠায় যেমন চাঁদেরও আলো। " 

ব্লগ আজ চাঁদেরও আলোয় আলোকিত হোক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৪২
চমৎকার বলেছেন , ব্লগ আজ চাঁদের আলোয় আলোকিত হোক । 
AhmedRabbaniআহমেদ রব্বানী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:০০
জেসমিন আপর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:১২
ধন্যবাদ আহমেদ রব্বানি ভাই ।ভালো থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:০৯
সন্চালক মহাদয়ের কাছে অনুরোধ রইলো বরাবরের মত পোষ্টটি যেন ষ্টিকি হয়।
albatrossbdডাঃ এনামুল হক এনাম১৯ জানুয়ারি ২০১৩, ১৪:১৭
হটসিটের শুভেচ্ছা। প্রোফাইলে পিকচারে দেয়া ছবিটা কার? আপনার ছবি আপলোড করুন প্লিজ।
রান্না করেন নিশ্চয়ই, সবচেয়ে ভালো কি রান্না করতে পারেন যা খেয়ে অনেকেই প্রশংসা করেছে? একদিন দাওয়াত ছাড়াই তা খেতে চলে এলে মাইন্ড করবেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২৩
ধন্যবাদ এনাম ভাই ।

প্রোফাইল পিকচারে দেয়া ছবিটা আমার মেয়ের ।

আমি পর্দা করি । তাই নিজের ছবি দিতে পারছি না । আশা করি বুঝেছেন ।

হুম , রান্না নিজের হাতেই করতে পছন্দ করি ।

হি হি ।এইটা একটু চিন্তার বিষয় । তবে গত সপ্তাহে চিকেন বিরিয়ানি রান্না করে অনেক কেই মুগ্ধ করে দিয়েছিলাম ।

একদম না । ঢাকায় এলে ভাবীকে নিয়ে চলে আসবেন । আসার আগে একটা ফোন করবেন । তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে ।

অনেক ধন্যবাদ এনাম ভাই ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩৭
" চিকেন বিরিয়ানি রান্না করে অনেক কেই মুগ্ধ করে দিয়েছিলাম " 

অবাক করা কথা, দেশে যখন ছিলেন তখন এমন কথা তো শুনিনি কখনো। হেটে হেটে না হয় সানার পাড় বা রূপায়ন সিটিতে চলে যেতাম। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩৯
্মানে কি ? তখন কি জিজ্ঞেস করেছিলেন কি রান্না করতে পারি ?

দেশে আসি । দেখা যাবে কত আসেন । বললেই তো বলবেন , যাত্রাবাড়ীর জ্যাম ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:০৭
যাত্রাবাড়ীর জ্যামটার কথা যাতে না বলতে পারেন সে জন্য তো বললাম হেটে হেটে যেতাম।

আর জানব না কেন !! দিয়েছিলেন তো নানান মজার মজার রেপিসি ব্লগে। হোম ইকোনোমিক্সে পড়েছেন রান্না জানবেন না এ আবার কেমন কথা !!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৫:২০
হুম , বুঝতে পারলাম কথায় হারানো যাবে না ।
agnidiptoshimantoমোঃ মুজিব উল্লাহ১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২১
অভিনন্দন, আপু।
সময় অনেক ভালো কাটুক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২৪
ধন্যবাদ মুজিব ।

আপনারা পাশে থাকলে অবশ্যই আনন্দে কাটবে ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২২
শুভেচ্ছা অভিনন্দন আজকের হট সিটের অতিথি সহ ব্লগার সুপ্রিয় লুৎফুন নাহার জেসমিন এর জন্য। আশা করছি আজকের দিনটি আনন্দে কাটবে তার। পাশাপাশি আমরাও নানা অজানা কথা জানতে পারব প্রিয় এই ব্লগার সম্পর্কে। জানায় চেনায় আমরা এক অন্যের কাছাকাছি যেতে পারবো। আমাদের মাঝে বন্ধন দৃঢ হবে আরো!!
এভাবেই ব্লগের গন্ডি ছাড়িয়ে সামাজিক জীবনেও আমরা এক হয়ে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি।

আমি চেষ্টা করবো রাতে এসে জেসমিনকে আবার দেখে যেতে। আমি ছাড়াও এই ব্লগের সবাই জেসমিনকে খুবই পছন্দ করে তাই আমি আশাবাদী হট সিটের সময়টা ভালো কাটবে জেসমিনের। শুভেচ্ছা শুভকামনা। 

আমি কিছুটা অসুস্থ। গতকাল পাবলিক লাইব্রেরীতে পুর্বি নির্ধারিত সভায় যেতে পারিনি।
ডাক্তার দেখিয়েছি। আজকেও যাবো ডাক্তারের কাছে। গতকাল প্রায় মারাই যাচ্ছিলাম। স্ট্রোকের মতন ছোট খাট একটা ঘটনা ঘটেছে। আমার জন্য দোয়া করবেন সবাই।

fardoushaফেরদৌসা১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২৬
নীলদার জন্য দোয়া রইল। সাবধানে থাকবেন। আগে নিজের শরীর তারপর অন্য কিছু ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩০
প্রথমেই নীল ভাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ।

আমিও ঠিক তাই ভাবি । আমাদের আন্তরিকতায় ভার্চুয়াল সম্পর্কগুলি সামাজিক জীবনেও আমাদের এক সাথে চলতে সাহায্য করবে ।

আপনি সুস্থ হয়ে উঠুন আগে । তারপর ব্লগ । আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো ।

ভালো থাকবেন । 
nuru07নূর মোহাম্মদ নূরু১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩১
চিন্তিত ও উদ্বিঘ্ন!
আগে শরীরের যত্ন নিন
পরে কথা হবে। আপনার
দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
fardoushaফেরদৌসা১৯ জানুয়ারি ২০১৩, ১৪:২৯
জেসমিন আপাকে হটসিটে দেখে খুব ভাল লাগছে।

অভিনন্দন জেসমিন আপা।

Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩৩
মনে হচ্ছে তাজা ফুল তবে সুগন্ধি পাচ্ছি না।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩৬
ফেরদউসা আপাকে অনেক ধন্যবাদ ।
পাশে থাকবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩৬
রব্বানি ভাই , বিদেশের ফুল তাজা হলেও গন্ধিবিহিন ।
fardoushaফেরদৌসা১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৩৮
একটু আগে আমার বরের ফোন পেয়ে ঘুম ভেঙ্গে গেল। তাই ভাবলাম একটু ব্লগে উঁকি দেই, দেখি জেসমিন আপা হটসিটে । তাই হাতের কাছে যে ফুল আছে তাই দিয়ে দিলাম।
এই গন্ধ নাক দিয়ে পাবেন না, মন দিয়ে পেতে হয় 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৪০
ঠিক বলেছেন আপা , এই গন্ধ মন দিয়ে নিতে হয় । 
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৪২
তালে আমাদের দেশটাই ভালো, ফুলে অনেক সুগন্ধি এখানে। বলার কিছু নাই আমাদের ফেরদৌসা আপা যা পাঠায় যেমন, কেক, আইস ক্রিম, বিরাণী সবগুলি একই রকম কোন স্বাদ সুগন্ধি পাই না, তবে তিনি কথা দিয়েছেন দেশে আসলে নিজ হাতে সব তৈরি করে আমাদের খাওয়াবেন। অপেক্ষায় থাকলাম।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৪৩
তাহলে আমাদের দেশটাই ভালো, ফুলে অনেক সুগন্ধি এখানে। বলার কিছু নাই আমাদের ফেরদৌসা আপা যা পাঠায় যেমন, কেক, আইস ক্রিম, বিরাণী সবগুলি একই রকম কোন স্বাদ সুগন্ধি পাই না, তবে তিনি কথা দিয়েছেন দেশে আসলে নিজ হাতে সব তৈরি করে আমাদের খাওয়াবেন। অপেক্ষায় থাকলাম।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৪৬
" গন্ধ নাক দিয়ে পাবেন না," 

তবে নাক রেখে কী হবে !!

নাকের কাজ মন দিয়ে দারুন বৈজ্ঞানিক আবিষ্কার তো। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৫৩
রব্বানি ভাই ফেরদউসার আপার বাসায় যাওয়ার সময় আমারেও নিয়েন । আমি অন্যের হাতের রান্না খাইতে ভালা পাই ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৪:৫৫
হা হা হা । নাক অন্যের কাজে গলানোর জন্য রেখে দেন ।

এটা বৈজ্ঞানিক আবিস্কার না ।এটা ভালোবাসার আবিষ্কার । 
fardoushaফেরদৌসা১৯ জানুয়ারি ২০১৩, ১৫:১২
আমিও অন্যের হাতের রান্না ভালা পাই।
মাঝে মাঝে ভাবি ইস আমাকে যদি রান্না করতেই না হত, কত শান্তিতে থাকতাম 
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:১৩
ভালো থাকার জন্য কিছু একটা আবিষ্কার করে দিয়েন তো, দেখব আপনারা কেমন বৈজ্ঞানিক !!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৫:২৩
ভালো থাকার জন্য নতুন করে কিছু আবিষ্কার করতে হবে না । আগে থেকে যা যা বলা আছে তা ফলো করেন । দেখেন কেমন ভালো থাকেন । 
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪২
" আগে থেকে যা যা বলা আছে তা ফলো করেন । দেখেন কেমন ভালো থাকেন । " 

ভালো থাকার জন্য দারুন আবিষ্কার তো !! ডাক্তারী ফলো আপে ও নানান ফলো আপে থাকার চেষ্টা করে দেখব।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:২০
এবারে বলুন - বিদেশে থেকে এখন দেশটাকে কেমন দেখতে পাচ্ছেন !!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:১১
দেশের জন্য টান হাজার গুণে বেড়ে গিয়েছে । এ এক অন্য চোখে দেখা ।
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি১৯ জানুয়ারি ২০১৩, ১৫:২২
নীল সাধুর হট সিটে
আজ এসেছে,হাল ধরেছে
লুৎফুন নাহার জেসমিন
প্রিয় সব সহ ব্ললগারদের
প্রশ্ন, শুভেচ্ছা, অভিনন্দন
ভালবাসায় সিক্ত সারাদিন।

আমার শুভেচ্ছা, অভিনন্দন নিন ।আপনার কাছে একটি প্রশ্ন রাখি
আপনার নামের অথঁ কি ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪০
অনেক ধন্যবাদ ছাইফুল ভাই কে ।
জেসমিন তো ফুলের নাম । লুৎফুন অর্থ দয়ালু , সৌজন্যতা , ভদ্রতা ইত্যাদি আর নাহার অর্থ দিন । এবার ঠিক করে নিন ।
haradhansharmaবিকাল১৯ জানুয়ারি ২০১৩, ১৫:২৫
শুভেচ্ছা অতিথিকে।

কারো প্রতি নয় আবার সকলের প্রতি-------------

পোষ্টি প্রকাশিত হয়েছে দেখছি ১।৩৩--------
স্টিকি হয়নি ১।২২(ক্লীকের ব্যাপার, তাই আর পর হয়েছে কিনা জানতে পারব মন্তব্য পোষ্ট করার পর)

কিন্তু এমন একটি জনপ্রিয় পষ্টের প্রতি এমন অবিচার না কারিগরী ত্রুটি(!) জানিনা; যাই হোক অচিরেই হট সিট অধিকারীকে যথার্থ মর্যাদা দিবে ব্লগ তাই আশাকরি।

এবার যিনি হট সিটের সম্মানিত অতিথির প্রতি-------

আপনাকে ধানমণ্ডি দেখেছিলাম ইফতার মাফিলে, বোরকা পড়ে ছিলেন; জার্মানীতেও কি সেভাবেই থাকেন। বিব্রত হবেন না দয়া করে; এ প্রশ্নের পেছনে আমার আরো কিছু প্রশ্নের উত্তর লুকায়িত; তাই আশা করব; সত্য উত্তরটাই দিবেন।

ধন্যবাদ।
haradhansharmaবিকাল১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৩০
১।২২ এর স্থলে ৩।২২ হবে----------
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৩
সঞ্চালকের মনে হয় অথিতি পছন্দ হয় নাই । 

আমি জার্মানি এসেও বোরকা পরছি । আল্লাহর রহমতে এখনো কোন সমস্যায় পড়িনি ।
অনেক ধন্যবাদ বিকাল দা কে পাশে পেয়েছি বলে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৩৯
অতিথি বানান ভুল করেছি ।
sopnerdin45এনামুল রেজা১৯ জানুয়ারি ২০১৩, ২০:০২

সঞ্চালক কে থোড়াই কেয়ার।

আজকের অতিথি আমাদের সবার পছন্দের....
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:২০
আমি আপ্লুত । অনেক ধন্যবাদ অরিত্র । 
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:২৭
ব্লগে চোখ পড়তেই মনে হল পোষ্টে লেখা আছে আজ ব্লগার লুৎফুন নাহার জেসমিনের ৬৫ তম বিবাহ বার্ষিকী । হতে পারে মনের ভুলে পড়েছি তবে সত্যই যদি আজ আপনার ৬৫ তম বিবাহ বার্ষিকী হত - আপনার অনুভুতি শেয়ার করুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৭
সেটা তো হবে আমার জন্য পরম সৌভাগ্য ।ভাবেন তো দুই বুড়া বুড়ি একসাথে ৬৫ তম বিবাহ বার্ষিকী পালন করছি । সুন্দর দৃশ্য । তবে বুড়া হয়ে গেলে তো আবার একজন এক সন্তানের ভাগে পড়ে যাবো । তখন কি আর এমন মনে হবে ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৫৫
কারো জীবনে ৬৫ টা বিবাহ বার্ষিকী পালন পালন করা সত্যই এক পরম ভাগ্যের কথা। আপনি ১০০ তে ১০০ নম্বর পেয়েছেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৩৮
apeLKhondokerআপেল খন্দকার১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৩৪
হট সিটে বসায় আপনার প্রতি ফুলেল শুভেচ্ছা।


বলুন তো উপরের ফুল গুলোর নাম কি?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৫৬
আপনাকেও শুভেচ্ছা ।

ও আল্লাহ ! এত সোজা । এ তো জেসমিন ফুল ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৩৮
১. প্রথম স্কুলের যাবার কথা কি মনে আছে?
২. কে গিয়েছিলো সাথে?
৩. প্রথম কোন স্কুলে ভর্তি হয়েছিলেন?
৪. প্রথম ক্লাসের কথা কি মনে আছে?
৫. প্রথম বছর পরীক্ষার রেজাল্ট কি ছিলো?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:০৪
প্রথম স্কুলের যাবার কথা কি মনে আছে?

না মনে নেই ।

কে গিয়েছিলো সাথে?

বাবা আর বোন গিয়েছিলো । কারণ আমাদের দুই বোনকে একসাথে এক ক্লাসেই ভর্তি করানো হয়েছিলো ।

প্রথম কোন স্কুলে ভর্তি হয়েছিলেন?


ফেনী শহরের একটি স্কুল । নাম - শাহিন একাডেমী ।

প্রথম ক্লাসের কথা কি মনে আছে?
প্রথম বছর পরীক্ষার রেজাল্ট কি ছিলো


দুটোর একটাও মনে নেই ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৩৯
১. প্রথম কবে স্যারের হাতে বেতের বাড়ি [যদি খেয়ে থাকেন] খেয়েছিলেন মনে পরে?
২. স্কুলের প্রথম দিকের বন্ধুদের কথা মনে আছে?
৩. সবচে ভালো সম্পর্ক হয়েছিলো কার সাথে?
৪. সাথে সাথে কি এখনো যোগাযোগ আছে?
৫. সে সময়ের ৩ জন বন্ধুর নাম বলেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:১২
স্কুলের প্রথম দিকের বন্ধুদের কথা মনে আছে? 

একজনের নাম মনে আছে - জেসিকা ।

এছাড়া পাশাপাশি বাসার দুই তিনজন বন্ধু ছিল - শাহিনুর , রত্না , মঞ্জু ।

এদের মধ্যে শাহিনুরের সাথে বেশি ঘনিষ্ঠতা ছিল ।

সাথে সাথে কি এখনো যোগাযোগ আছে?

এখন আর কারো সাথে যোগাযোগ নেই ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪০
১. হাই স্কুলে সবচে পছন্দের সাবজেক্ট ছিলো কি?
২. সবচে অপছন্দের?
৩. পড়াশুনা ভালো লাগতো নাকি লেখা পাড়া?
৪. কোন স্যারের অবদান বেশী ভালো রেজাল্টের পেছনে?
৫. বাবা/মা কে বেশী উতসাহ দিতেন পড়াশোনায়?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:২০
হাই স্কুলে সবচে পছন্দের সাবজেক্ট ছিলো কি?

গণিত ।

সবচে অপছন্দের?

ইংরেজি

. পড়াশুনা ভালো লাগতো নাকি লেখা পাড়া?

কোনটাই ভালো লাগতো না । খালি ফাঁকি দিতাম ।

কোন স্যারের অবদান বেশী ভালো রেজাল্টের পেছনে?
আগেই বলে রাখি আশানুরূপ রেজাল্ট করতে পারিনি । তবে আমাদের বাসায় যে স্যার পড়াতেন তিনি খুব উৎসাহ দিতেন । তার নাম এস এম সাঈদ । খুব ভালো একজন মানুষ ।

বাবা/মা কে বেশী উতসাহ দিতেন পড়াশোনায়?

মা খেয়াল রাখতেন বেশি । তবে আমার বোন সবচেয়ে বেশি লেগে থাকতো । ওর জন্য ফাঁকি দেয়া কঠিন হত ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪০
১. ঘুরতে ভালো লাগে নাকি বাসায় বসে থাকতে?
২. কোন কোন জায়গায় ঘুরেছেন এ পর্যন্ত?
৩. শহর ভালো লাগে নাকি গ্রাম?
৪. পাহাড় নাকি সমূদ্র ভালো লাগে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:২৯
১. ঘুরতে ভালো লাগে নাকি বাসায় বসে থাকতে?

ঘুরতে খুব ভালো লাগে ।ঘোরাঘুরির মধ্যে কোন আলসেমি নাই । 

. কোন কোন জায়গায় ঘুরেছেন এ পর্যন্ত?

দেশে বেশ কয়েকটি জেলায় যাওয়া হয়েছে । তারমধ্যে - ময়মনসিংহ , গাজিপুর , বগুড়া , খুলনা , পটুয়াখালী , মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ , চিটাগাং , সেন্ট মারতিন , কোম্পানীগঞ্জ, কুমিল্লা , ফেনী ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪১
১. বাংলাদেশের সবচে সম্ভাবনাময় দিক কোনটি বলে মনে হয়?
২. পর্যটন খাতে উন্নয়নের জন্য কি করা যেতে পারে?
৩. বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ন - কারন কি বলতে পারবেন?
৪. বাংলাদেশের সবচে সম্ভাবনাময় পর্যটন স্পট কোনটি বলে আপনি মনে করেন?
৫. এসব এলাকার উন্নয়নে সরকার কি আন্তরিক বলে মনে করেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৫৬
১. বাংলাদেশের সবচে সম্ভাবনাময় দিক কোনটি বলে মনে হয়?

বাংলাদেশের বর্তমানে যে দিকটি কে আমার সম্ভাবনার দিক মনে হয় তা হোল আউট সরসিং । এই দিকে যথেষ্ট পরিমাণ নজর দিলে আমরা দারুণ সাড়া ফেলতে পারবো ।

২. পর্যটন খাতে উন্নয়নের জন্য কি করা যেতে পারে?


পর্যটন খাতে উন্নয়নের জন্য পর্যটন যুগ উপযোগী নীতিমালা করতে হবে সর্বপ্রথমে ।


৩. বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ন - কারন কি বলতে পারবেন?

এটা মনে হয় স্বভাবজাত ।


৪. বাংলাদেশের সবচে সম্ভাবনাময় পর্যটন স্পট কোনটি বলে আপনি মনে করেন?


সেন্ট মারতিন ।

৫. এসব এলাকার উন্নয়নে সরকার কি আন্তরিক বলে মনে করেন?

খুব একটা মনে হয় না ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪১
১. বাংলাদেশের প্রিয় লেখক কে?
২. কার বই পড়ে সময় কাটাতে ভালো লাগে?
৩. এমন কোন বই কি আছে যা পড়ে কেদেছেন?
৪. প্রিয় কোন লেখককে কি চোখে দেখেছেন সামনা সামনি?
৫. প্রিয় বই নিয়ে সিনেমা করাকে কিরকম মনে হয়?
mukto75মুক্তমন৭৫২০ জানুয়ারি ২০১৩, ১৩:৩১
এখনও উত্তর নাই ক্যান??? হাতের ব্যাথা??? 

@ নীল সাধু ভাই, ইস, প্রশ্ন বানে জর্জরিত করে ফেলেছেন দেখছি আপাকে---- 

জীবনেও যেন এমন কষ্ট কেউ না পায়--- 
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪২
১. দাদা বাড়ি কোথায়?
২. নানাবাড়ি কোথায়?
৩. মামা/খালা কতজন?
৪. দাদাবাড়ি/নানাবাড়ি কি যাওয়া হত?
৫. দাদাবাড়ির চে' নানাবাড়ি সবার প্রিয় হয়। আপনার বেলায়?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:১৪
১. দাদা বাড়ি কোথায়?

নোয়াখালী

২. নানাবাড়ি কোথায়?
নোয়াখালী । পাশাপাশি গ্রামে ।

৩. মামা/খালা কতজন?
চার মামা , তিন খালা । এক চাচা , দুই ফুফু ।


৪. দাদাবাড়ি/নানাবাড়ি কি যাওয়া হত?


হুম,এস এস সি পর্যন্ত প্রতি বছর যাওয়া হত । এখন দুই তিন বছর পর পর যাই ।


৫. দাদাবাড়ির চে' নানাবাড়ি সবার প্রিয় হয়। আপনার বেলায়? 


আমার বেলায়ও তাই । আমার নানাবাড়ির সবাই এত আদর করতো সেই আদর স্নেহ এখনো একটুও কমেনি । আমাদের ছেলে মেয়েরাও তা পাচ্ছে ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪২
১. দেশের জন্য নেতা ভাল না নেত্রী ভালো?
২. নারীর ক্ষমতায়ন কি চোখে দেখেন?
৩. নারী নেত্রীদের মধ্যে কে প্রিয়?
৪. নারীর কি ঘরে ভালো নাকি কর্মক্ষেত্রে?
৫. নারীর জন্য আমাদের দেশে যেসব বাধা আছে তা দুর করতে করতে কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন?
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪২
১. টিভি দেখেন নিয়মিত?
২. কোন চ্যানেল ভালো লাগে?
৩. সিরিয়াল ভালো লাগে নাকি ছোট নাটক?
৪. প্রিয় টিভি অভিনেত্রী কে?
৫. প্রিয় অভিনেতা?
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৩
১। সকালের নাস্তা কয়টার সময় করেন ?
২। প্রথম কার বিয়ের দাওয়াত খেয়েছেন?
৪। কোন তরকারী দিয়ে ভাত খেতে বেশী ভাল লাগে?
৫। কোন মাছ খেতে আপনার সবচেয়ে প্রিয়?
৬। মাছ ভাজি খেতে পছন্দ না ঝোল খেতে?
৭। কখনো বাজারে গিয়ে ঠকা খেয়েছেন?
৮। কখনো দোকানদারের সাথে ঝগড়া হয়েছে?
৯। কোনোদিন কাঁটাগলা ইলিশ মাছ খেয়েছেন?
১০। কোন ভর্তা খেতে সবচেয়ে বেশি মজা?
১১। নিজের রান্না করা সেরা খাবার কি?
১২। কার রান্না খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন?
fardoushaফেরদৌসা১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৪
নীলদা এত প্রশ্ন কোথায় পাই 
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৬
কপি পেষ্ট   

জেসমিন আমারে না মারতে আসে এই ভয় করছি।
আমি অফিস থেকে বের হব। ভালো থাকবেন সবাই। দোয়া করবেন। আল্লাহ্‌ হাফেয। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:৩৯
১। সকালের নাস্তা কয়টার সময় করেন ?

দশটা সাড়ে দশটার মধ্যে ।

২। প্রথম কার বিয়ের দাওয়াত খেয়েছেন?

এইটা তো ভাই মনে নেই ।

৪। কোন তরকারী দিয়ে ভাত খেতে বেশী ভাল লাগে?


মাংস আর কোন ভর্তা হলে ।

৫। কোন মাছ খেতে আপনার সবচেয়ে প্রিয়?


ইলিশ , চিংড়ি , পাবদা , এখানে এসে স্যামন মাছ খুব পছন্দ হয়েছে ।

৬। মাছ ভাজি খেতে পছন্দ না ঝোল খেতে?


ভাজা মাছ ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:৪৫
৭। কখনো বাজারে গিয়ে ঠকা খেয়েছেন?

কাঁচা বাজার করা হয়নি । শপিং করতে গিয়ে দুয়েকবার তো ঠকেছিই 

৮। কখনো দোকানদারের সাথে ঝগড়া হয়েছে?


আল্লাহ মাফ করুক । আমি নিরীহ টাইপের মানুষ ।

৯। কোনোদিন কাঁটাগলা ইলিশ মাছ খেয়েছেন?


না ,খাওয়া হয়নি ।

১০। কোন ভর্তা খেতে সবচেয়ে বেশি মজা?

শুঁটকির ভর্তা আর ডাল ভর্তা ।

১১। নিজের রান্না করা সেরা খাবার কি?

নিজের ঢোল নিজে পিটাইতে শরম লাগে । 

১২। কার রান্না খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন 

কিছু রান্না আছে মা খুব ভালো করেন , আবার শাশুড়ির কিছু আইটেমও বেশ মজার হয় । আমার বোনের হাতের রান্নাও ভালো । এছাড়া আমার বান্ধবী নাজমার হাতের রান্না খুবই চমৎকার ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:৪৬
প্রশ্ন তো করেই ফেলছেন নীল ভাই । মাইর দিয়া আর কি হইব । আমি উত্তর দিতে থাকি ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৪
১। আপনার আদর্শ ব্যক্তি কে?
২। বিখ্যাত কোন ব্যক্তিকে দেখেছেন?
৩। ওনাদের অটোগ্রাফ নিয়েছেন?
৪। কোন খেলা দুচোখে দেখতে পারেন না ?
৫। ক্রিকেট খেলা দেখেন?
৬। ফুটবল খেলা দেখেন?
৭। আপনার প্রিয় খেলোয়াড় কে?
৮। আপনার প্রিয় খেলা কি?
৯। খেলতে গিয়ে কি কখনো মারাত্নক আঘাত পেয়েছেন?
১০। আপনার হাত-পা কি কখনো ভেঙ্গেছে?
fardoushaফেরদৌসা১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৫
সবার সব প্রশ্ন নীলদা একাই করে ফেলেছেন 
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৮
নীল দা সব প্রশ্ন আপনি তো করে ফেলেন আর আমরা তো ঠুটো জগন্নাথ হয়ে গেলাম।

ছোট বাবু হলে তো ফিডার মুখে দিয়ে দিনটা কাটিয়ে দিতাম !!!! 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:০৮
রব্বানি ভাই তো এখন ঘুমিয়েই কাটাতে গেলেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:০৭
১। আপনার আদর্শ ব্যক্তি কে?

আমাদের নবিজী । এছাড়া আমার মা , বাবা ।

২। বিখ্যাত কোন ব্যক্তিকে দেখেছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪২ তম সমাবর্তনে অমর্ত্য সেন কে দেখেছি ।

৩। ওনাদের অটোগ্রাফ নিয়েছেন?

না । সে টা সম্ভব হয়নি । বন্ধুরা মিলে সমাবর্তন নিয়ে মজায় ব্যস্ত ছিলাম । অটোগ্রাফ নেওয়ার চিন্তায় আসে নি ।
৪। কোন খেলা দুচোখে দেখতে পারেন না ?

খেলা নিয়ে তেমন আগ্রহ নেই ।তাই দেখাদেখির কিছু নেই ।

৫। ক্রিকেট খেলা দেখেন?

আগে খুব দেখতাম । পত্রিকা হাতে নিয়ে আগে খেলার পাতা পড়তাম । এখন আর দেখা হয় না ।

৬। ফুটবল খেলা দেখেন?


বিশ্বকাপের খেলাগুলো দেখা হয় । এছাড়া আগ্রহ পাই না ।

৭। আপনার প্রিয় খেলোয়াড় কে?


ক্রিকেটে আমার প্রিয় খেলোয়াড় ছিলেন , ওয়াসিম আকরাম , ব্রায়ান লারা ,বাংলাদেশে বুলবুল ,রফিকের খেলা ভালো লাগতো । ইদানিং খেলা দেখা হয় না । শুধু খবর নিই ।তবে সাকিব কে ভালোই লাগে ।

৮। আপনার প্রিয় খেলা কি?

ক্রিকেট ।

৯। খেলতে গিয়ে কি কখনো মারাত্নক আঘাত পেয়েছেন?

বাইরে খুব বেশি দৌড়াদৌড়ি করতাম না।


১০। আপনার হাত-পা কি কখনো ভেঙ্গেছে?

না ভাই । লাফালাফি কম করেছি তো ।তাই ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৫
১। কাঠাঁলকে জাতীয় ফল হিসেবে আপনার কেমন লাগে? আপনার কি মনে হয় কাঁঠালকে জাতীয় ফল নির্ধারণ করা ঠিক আছে?
২। চা নাকি কফি কোনটা আপনি বেশী পছন্দ কর?
৩। হঠাৎ রেগে গেলে কি করেন?
৪। রাগের বশবর্তি হয়ে আপনি কি কখনও কাউকে মেরেছেন?
৫। সবচাইতে বেশী রাগ হয়েছিলেন কবে? কেন?
৬। 'মাইরের মধ্যে ভাইটামিন আছে' – য়াপনার কি মনে হয় এই উক্তির মধ্যে সঠিক পরিমান ভাইটামিন সন্নিবেশিত আছে?
৭। ‘প্রাণ থাকলে প্রাণী হয় কিন্ত মন না থাকলে মানুষ হয়না’- আপনার কাছে কি চরনটা যুক্তিসংগত মনে হয়? উত্তরের স্বপক্ষে যুক্তি দিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৪৯
১। কাঠাঁলকে জাতীয় ফল হিসেবে আপনার কেমন লাগে? আপনার কি মনে হয় কাঁঠালকে জাতীয় ফল নির্ধারণ করা ঠিক আছে?

আমি কাঁঠাল তেমন পছন্দ করি না । আমকে জাতীয় ফল ঘোষণা করলে ভালো হত । কারণ ঠিক যে কারণে কাঁঠাল হয়েছে সে কারণগুলো তো আমেরও কম নেই ।

২। চা নাকি কফি কোনটা আপনি বেশী পছন্দ কর?

দুটোই ভালো লাগে । তবে এখানে এসে কফিটাই বেশি খাচ্ছি । ঝামেলা কম মনে হয় কফি বানাতে , তাই ।

৩। হঠাৎ রেগে গেলে কি করেন?

বাসায় হলে তো রাগটা প্রকাশ করি । কিন্তু বাইরে দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত রাখি ।

৪। রাগের বশবর্তি হয়ে আপনি কি কখনও কাউকে মেরেছেন?


আমার মেঝ ভাইটা আমার হাতে মার খেয়েছে ।

৫। সবচাইতে বেশী রাগ হয়েছিলেন কবে? কেন?

এখন তো মনে পড়ছে না ।

৬। 'মাইরের মধ্যে ভাইটামিন আছে' – য়াপনার কি মনে হয় এই উক্তির মধ্যে সঠিক পরিমান ভাইটামিন সন্নিবেশিত আছে?

যে বলেছে তাকে জিজ্ঞেস করতে হবে ।

৭। ‘প্রাণ থাকলে প্রাণী হয় কিন্ত মন না থাকলে মানুষ হয়না’- আপনার কাছে কি চরনটা যুক্তিসংগত মনে হয়? উত্তরের স্বপক্ষে যুক্তি দিন। 

যুক্তিসঙ্গত তো বটেই । দেখেন না , আজকাল মানুষের মন নষ্ট হয়ে গিয়েছে বলেই তো তারা আর মানুষের মত আচরণ না করে শুধুমাত্র প্রাণীর মত আচরণ করছে ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৭
আপনার আদর্শ ব্যক্তি কে?
আপনার প্রিয় রঙ কি ও কেন?
আপনার প্রিয় মানুষ কে?
আপনার প্রিয় প্রাণী কি ও কেন?
আপনার প্রিয় কাজ কি ও কেন?
আপনার প্রিয় গান কি?
আপনার প্রিয় দেশ?
আপনার প্রিয় সিনেমা?
আপনার প্রিয় সিনেমার বিশেষ দৃশ্য সম্বন্ধে জানতে চাই।
আপনার প্রিয় পাখি কোনটা?
আপনার প্রিয় ফুল কোনটা?
আপনার প্রিয় ৫টা বইয়ের নাম বলুন?
আপনার সবচেয়ে অপ্রিয় লেখক কে?
আপনার সবচেয়ে অপ্রিয় সাহিত্য কোনটা?
আপনার সবচেয়ে অপ্রিয় পত্রিকা কোনটা?
আপনার সবচেয়ে অপ্রিয় বা বিরক্তিকর টিভি অনুষ্ঠান কোনটা?
আপনার সবচেয়ে অপ্রিয় রঙ কি ও কেন?
আপনার সবচেয়ে অপ্রিয় মানুষ কে?
আপনার সবচেয়ে অপ্রিয় প্রাণী কি ও কেন?
আপনার সবচেয়ে অপ্রিয় কাজ কি ও কেন?
আপনার সবচেয়ে অপ্রিয় গান কি?
আপনার সবচেয়ে অপ্রিয় দেশ কোনটা?
আপনার সবচেয়ে অপ্রিয় সিনেমা কোনটা?
আপনার সবচেয়ে অপ্রিয় পাখি কোনটা?
আপনার সবচেয়ে অপ্রিয় ফুল কোনটা?
আপনার সবচেয়ে অপ্রিয় কোনো বইয়ের নাম জানতে চাই।
কে আপনার সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ?
কে আপনাকে সবচেয়ে বেশী ভালবাসে?
আপনার প্রিয় শিক্ষক কে?

আর নাই প্রশ্ন। বাকী প্রশ্ন রাতে হবে। 
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৫৯
আপা, আপনি নীল দার কাছ থেকে অনেক হোম ওয়ার্ক পেয়েছেন, কে জি ওয়ানের ছাত্রীর মত না কেঁদে চুপচাপ হোম ওয়ার্কগুলি শেষ করুন ততক্ষণে আমি একটু ঘুমিয়ে আসি। ছুটির দিন তাই ঘুমাতে গেলাম।
nuru07নূর মোহাম্মদ নূরু১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৫৯
লুৎফুন নাহার জেসমিন আপু যদি
যথাযথ ভাবে নীল'দার সবল
প্রশ্নের উত্তর দিতে পারেন তা হলে
কষ্ট করে আর কাউকে কোন প্রশ্ন
করতে হবেনা। নীল'দা এ-টু-জেড
সব প্রশ্ন করে ফেলছেন। নীল'দা
যদি অসূস্থ্য না থাকতেন তা হলে
জেসমিন আপুর খবর আছিলো।
আপু চোঁখ বন্ধ করে উত্তর দেন তো!
কোন ভয় ডর করবেন না, মে হু না !!
apeLKhondokerআপেল খন্দকার১৯ জানুয়ারি ২০১৩, ১৬:১৪
নীলদার প্রশ্ন গুলো হচ্ছে কপি পেষ্ট করা (উনি নিজেই স্বীকার করেছেন), আর কপি মানে যে নকল তাতো আমরা সবাই জানি। তাছাড়া এ প্রশ্ন গুলো আগে ফাঁসও হয়েছে। তাই প্রশ্নকর্তাকে এক্সপেল্ড করা যায় কিনা তা সবাইকে ভেবে দেখতে অনুরোধ করছি!!!
Numan75নুমান১৯ জানুয়ারি ২০১৩, ১৬:১৫
নীল দা তো আমাদের জন্য কোন প্রশ্ন বাকি রাখলেন না
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৫৭
আরও আছে নাকি নীল ভাই !!!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:১২
আমি জানি নুরু ভাই আমার পাশেই আছেন । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:৪২
আপনার আদর্শ ব্যক্তি কে?

মহানবী এবং বাবা ও মা ।

আপনার প্রিয় রঙ কি ও কেন?


নীল, সাদা ।

আপনার প্রিয় মানুষ কে?

আমার পরিবারের সবাই ।

আপনার প্রিয় প্রাণী কি ও কেন?


আমার কোন প্রাণীর প্রতি আলাদা কোন টান নেই । তবে এদের প্রতি দয়া দেখাতে ভালো লাগে । যেমন খাবার দেয়া , অহেতুক লাঠি দিয়ে মার না দেওয়া । দূর থেকে পাখি দেখতে ভালো লাগে ।

আপনার প্রিয় কাজ কি ও কেন?

গল্পের বই পড়তে খুব ভালো লাগে ।


আপনার প্রিয় গান কি?


নির্দিষ্ট কোন গান প্রিয় নেই । অনেকগুলোই আছে ।

আপনার প্রিয় দেশ?


আমার প্রিয় দেশ বাংলাদেশ । থাকুক তার হাজারো সমস্যা ।

আপনার প্রিয় সিনেমা?


প্রিয় সিনেমার নামটি বলতে পারছি না । কারণ ছবিটা কখনোই প্রথম থেকে দেখতে পারি নি । শুধু জানি শাবানা , আলমগীর ও একজন শিশুশিল্পী অভিনীত ।

আপনার প্রিয় সিনেমার বিশেষ দৃশ্য সম্বন্ধে জানতে চাই।


ছবিটির মধ্যে ছোট বাচ্চাটি তার মাকে চিঠি লিখে প্রতিদিন আকাশে বেলুনেরর সাথে উড়িয়ে দিত আর অপেক্ষায় থাকতো কখন মায়ের চিঠি আসবে ।একদিন অনেকগুলো বেলুন যখন উড়ে আসছিলো তখন সে আনন্দে চিৎকার বলছিল , হুররে মামনির চিঠি এসেছে , সেই দৃশ্যটি।

আপনার প্রিয় পাখি কোনটা?

প্রিয় পাখি টিয়া ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৮
আপনার প্রিয় ফুল কোনটা?

প্রিয় ফুল বেলি ।

আপনার প্রিয় ৫টা বইয়ের নাম বলুন?

রক্ত আগুন প্রেম , সাতকাহন , শঙ্খনীল কারাগার , আশালতার একটি বই নাম মনে আসছে না , মাসুদ রানার কয়েকটা বই ।

আপনার সবচেয়ে অপ্রিয় লেখক কে?

থাক , তা জেনে লাভ কি ?


আপনার সবচেয়ে অপ্রিয় বা বিরক্তিকর টিভি অনুষ্ঠান কোনটা?


টক শো গুল ।

আপনার সবচেয়ে অপ্রিয় রঙ কি ও কেন?

আগে গোলাপি আর হলুদ রং খুব বিরক্তি সৃষ্টি করতো । এখন সেভাবে কোন রঙ আর খারাপ লাগে না ।

আপনার সবচেয়ে অপ্রিয় মানুষ কে?


যারা অহেতুক নিজের ঢোল পিটায় ।

আপনার সবচেয়ে অপ্রিয় প্রাণী কি ও কেন?


সাপ । আমি ভয় পাই ।

আপনার সবচেয়ে অপ্রিয় কাজ কি ও কেন?


কাপড় ধোয়া ।

আপনার সবচেয়ে অপ্রিয় গান কি?

অনেকগুলোই আছে ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ২২:২১
নুমান ভাই - আমার প্রশ্ন শেষ হয় নাই। 
আরো আছে। রাতে করবো ভেবেছি 
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৬
নুরু ভাই, আপেল ভাই, রপ্ব্বানী ভাই, নুমান ভাই - সবার জন্য ভালোবাসা রইলো। 
আমি আরো প্রশ্ন নিয়ে রাতে আসবো ভাবছি 
tmboss172তৌফিক মাসুদ১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৮
আমি ঠিক ভেবে ছিলাম, জেসমিন আপা নীলদার হট সিটে না বসতে পাড়লেও হট লিষ্টে আছে। ধন্যবাদ নিলদা কে চরম একতা সিলেকশা করেছেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:১৩
ধন্যবাদ মাসুদ । এ নীল ভাইয়ের ভালোবাসার প্রকাশ ।
haradhansharmaবিকাল১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৪৯
হাসছি নীলদার প্রশ্ন দেখে----------------------------

মাইকেল বালাক এক শটে মাঠ পার করে দিত বল, দৌড়াতো খেলার শেষ অবধি। সে দেশে গিয়ে আপা আশা করি তার কাছাকাছি ষ্টামিনা পেয়েছেন; সো সব প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে দেখিয়ে দিবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:১৫
বালাকের মত স্ত্যামিনা কি আমার হবে ? তবে আমার স্ত্যামিনাও খারাপ না । সহজে কাইত হই না ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৫:৫৮
ব্লগের যে স্পীড । পেইজ তো খুলতেই চায় না । কখন যে এত প্রশ্নের উত্তর দিব ।
আস্তে আস্তে দিচ্ছি ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৬:০০
আপা, আপনি নীল দার কাছ থেকে অনেক হোম ওয়ার্ক পেয়েছেন, কে জি ওয়ানের ছাত্রীর মত না কেঁদে চুপচাপ হোম ওয়ার্কগুলি শেষ করুন ততক্ষণে আমি একটু ঘুমিয়ে আসি। ছুটির দিন তাই ঘুমাতে গেলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:০৬
সে কি চলে যাচ্ছেন ? আচ্ছা ঘুম থেকে উঠে আবার যোগ দিবেন ।
rajiulhasan713রাজিউল হাসান রাজু১৯ জানুয়ারি ২০১৩, ১৬:০৬
অভিনন্দন লুৎফুন নাহার জেসমিন আপুকে, হট সিটে বসার জন্য। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:১৩
ধন্যবাদ রাজুকে । শুভেচ্ছা নিবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:০৮
. প্রথম কবে স্যারের হাতে বেতের বাড়ি [যদি খেয়ে থাকেন] খেয়েছিলেন মনে পরে?

হুম, খেয়েছি । ক্লাস ওয়ানে পড়ি তখন । বাসায় একজন টিচার রাখা হয়েছিলো । তো আমার তার কাছে পড়তে ইচ্ছা করতো না । একদিন পড়তে আসছি না দেখে মাইর দিয়েছিলেন । আম্মা রাগ করে টিচার কে বাদ দিয়ে নিজেই পড়াতে শুরু করলেন ।
Numan75নুমান১৯ জানুয়ারি ২০১৩, ১৬:১৩
সালাম

অভিনন্দন আপনাকে
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:২৩
ধন্যবাদ নুমান ভাই ।
sopnerdin45এনামুল রেজা১৯ জানুয়ারি ২০১৩, ১৬:১৩
কেয়া বাত হায়!! আজ প্রিয় জেসমিন আপু হট সিটে...
ব্লগে ঢুকেই মনটা ভাল হয়ে গেল।
সবার আগে বলেন দেখি হট সিট এ বসার অনুভূতিটা কেমন হচ্ছে আপু....

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:২৩
আরে অরিত্র যে ।

খুব ভালো লাগছে । কিন্তু প্রশ্নের চাপে চ্যাপ্টা হওয়ার অবস্থা ।

শুভেচ্ছা আপনার জন্য । 
sopnerdin45এনামুল রেজা১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৫০
তাইতো দেখছি!! সবাই নির্মম ভাবে আমার বোনটাকে প্রশ্ন করেই যাচ্ছে!!

তবে সাথে আছি। আমি নতুন প্রশ্ন করবোনা। শুধু সাথে আছি। মোটেই ভয় পাবেন না আপু....
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:১৬
একদম ভয় পাচ্ছি না অরিত্র ।
baganbilas1207কামরুন্নাহার১৯ জানুয়ারি ২০১৩, ১৬:২৪
জেছমিন আপাকে অনেক অভিনন্দন। ঢাকা-র শীত শেষের পথে, তাই বলবো হট সীটে কেমন অনুভব করছেন ?

নীল দা- র প্রশ্নের ষড়যন্ত্র - র জালে জড়িয়ে গেলাম। করবার মত কোন প্রশ্নই খুঁজে পাচ্ছি না। তাই সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাই - - - -


lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৩৭
জার্মানিতে কিন্তু - ৫ ।

হুম, তাই তো দেখা যাচ্ছে । সবার কষ্ট কমিয়ে দিলেন ।

অনেক ধন্যবাদ আপনাকে কামরুন আপা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৩৬
৩. শহর ভালো লাগে নাকি গ্রাম?

দুটোর আবেদন দুই রকম ।

৪. পাহাড় নাকি সমূদ্র ভালো লাগে?

দুটোই ভালো লাগে ।
tmboss172তৌফিক মাসুদ১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৩৮
অভিনন্দন আপাকে। এবার প্রশ্ন করতে করতে হয়রান হইয়া যামু।
১। ছোটদের কোন কাজ আপনাকে ভাল লাগে?
২। আপনার বাবুটা বড় হয়ে কি হতে চায়?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৪৮
একবার করতে থাকেন ।

১। ছোটদের কোন কাজ আপনাকে ভাল লাগে? 

বাচ্চাদের তো সব কিছুই মজা লাগে । তবে তাদের আধো বোলের কথাগুলি খুবই মজা লাগে ।

২। আপনার বাবুটা বড় হয়ে কি হতে চায়? 

সে তো আর বুঝে বলে না । তবুও মাঝে মাঝে বলে বড় হয়ে বাবার মত হবে , মায়ের মত রান্না করবে , বিয়ে করবে ।
nuru07নূর মোহাম্মদ নূরু১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৫২
সঞ্চালক সাহেবদের দীবা নিদ্রার রেশ এখনো কাটেনাই বোধ হয়।
তাই হট সিট ও আজ স্টিকি হতে ব্যার্থ! ঘুম চোখে কী আর যথা
কর্ম করা সম্ভব!!

সঞ্চালক মহোদয় দয়া করে ধোয়া ওঠা
এক পেয়ালা কফি পান করুন আর
ফিরে আসুন বাস্তবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৬:৫৮
উনার মনে হয় অতিথি পছন্দ হয় নি নুরু ভাই । 
mmrnetমুস্তাফিজ ৭১১৯ জানুয়ারি ২০১৩, ১৭:০৮


সুপ্রিয় নুরু ভাই, সঞ্চালক সাহেবকে আমার তরফ থেকেও এককাপ লেবা চা, কারণ মনে হচ্ছে এককাপে হবে না.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:০৫
১. বাংলাদেশের প্রিয় লেখক কে?

কাজী আনোয়ার হোসেন , হুমায়ূন আহমেদ , আনিসুল হক ।

২. কার বই পড়ে সময় কাটাতে ভালো লাগে?

কাজী আনোয়ার এর লেখা বই । এছাড়া যে কোন ভালো বই পড়তেই আমার ভালো লাগে ।


৩. এমন কোন বই কি আছে যা পড়ে কেদেছেন?

আমি আবার খুব সহজেই কেঁদে ফেলি । এমন অনেক বই আছে যেগুলি পড়ে চোখের পানি টপটপ করে পড়েছে । শঙ্খনীল তার মধ্যে একটি ।

৪. প্রিয় কোন লেখককে কি চোখে দেখেছেন সামনা সামনি?


আনিসুল হক কে দেখেছিলাম এক বইমেলায় ।তার সাথে কথা বলেছি । অটোগ্রাফ নিয়েছি ।


৫. প্রিয় বই নিয়ে সিনেমা করাকে কিরকম মনে হয়?

আমার এই জিনিস একদম পছন্দ না । বই পড়ে আমি আমার নিজের মত করে চরিত্র টিকে কল্পনা করি । কিন্তু সিনেমায় তার মিল খুঁজে না পেলে খুব বিরক্তি লাগে ।
sopnerdin45এনামুল রেজা১৯ জানুয়ারি ২০১৩, ১৭:২১
আপুর পছন্দের সাথে দেখি আমার পছন্দের অনেক মিল।
আমি এখনো মাসুদ রানার ঘোর ফ্যান।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:২৪
আমি ট্যাবলেটে কিছু মাসুদ রানার বই আপলোড করে সঙ্গে রেখেছি । যাতে যখন তখন পড়া যায় ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:২৩
১. দেশের জন্য নেতা ভাল না নেত্রী ভালো?

দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারলে নেতা বা নেত্রী কোন বিষয় না ।

২. নারীর ক্ষমতায়ন কি চোখে দেখেন?


আমাদের দেশের অর্ধেক নাগরিক মেয়ে । আর তাই নারীর ক্ষমতায়ন অবশ্যই প্রয়োজন আছে । তবেই দেশে একটি পরিবর্তন আসা সম্ভব ।

৩. নারী নেত্রীদের মধ্যে কে প্রিয়?
দুজনের ক্ষমতাই তো দেখা হয়ে গেছে । তারা কি কারো প্রিয় হওয়ার অবস্থাতে আছে ? তাদের থেকে মুক্তি চাই । 
৪. নারীর কি ঘরে ভালো নাকি কর্মক্ষেত্রে?


নারী কে কর্মক্ষেত্রে আসতেই হবে । তবেই সে পরিবারে , সমাজে নিজেকে দৃঢ় ভাবে উপস্থাপন করতে পারবে ।


৫. নারীর জন্য আমাদের দেশে যেসব বাধা আছে তা দুর করতে করতে কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন? 


নারীকে মানুষ হিসেবে দেখতে হবে ,সম্মান দিতে হবে
নারীকে শিক্ষিত হতে হবে ।
তার মতামতের গুরুত্ব দিতে হবে । আরও তো অনেক কিছুই আছে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:২৫
প্রশ্নের উত্তর জায়গা মত না গিয়ে এখানে আসছে কেন ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৭:৩২
. টিভি দেখেন নিয়মিত?

খুব একটা দেখা হয় না । রাতে ঘুম আসার আগে একটু দেখি ।
২. কোন চ্যানেল ভালো লাগে?

আলাদা করে কোন বিশেষ চ্যানেল নয় । যখন যে চ্যানেলে যে অনুষ্ঠান ভালো লাগে তাই দেখি । সেটা বিনোদন মূলক চ্যানেল হোক বা ডিসকভারি চ্যানেল হোক বা কার্টুন চ্যানেল হোক ।

৩. সিরিয়াল ভালো লাগে নাকি ছোট নাটক?


ছোট নাটক ।

৪. প্রিয় টিভি অভিনেত্রী কে?

শমী কায়সার , তারিন , তিশা ।

৫. প্রিয় অভিনেতা? 

জাহিদ হাসান , মাহফুজ আহমেদ ,আরেকজন অভিনেতা আছেন কিন্তু নাম মনে আসছে না ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৮:২৬
শুভ সন্ধা  কেমন আছেন আপা,

বিবাহ পূর্ব জীবন , বিবাহাত্তর জীবন , প্রবাস জীবন - এই তিন জীবনের মধ্যে কোন জীবনটাকে প্রিয় মনে হচ্ছে !!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৩৪
ধন্যবাদ চায়ের জন্য ।
জী ভালো আছি । আবার উঁকি দিলেন বলে খুশি হলাম ।
তিনটা জীবনেরই আলাদা আলাদা ভালো লাগা আছে । বিয়ের আগের সেই চিন্তামুক্ত বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জীবনটা খুবই আকর্ষণীয় ছিল ।
আবার বিয়ের পর আলাদা মর্যাদা বৃদ্ধি ,তাও কম সম্মানের নয় ।
এবং এই প্রবাসে সবাইকে দূরে রেখে স্বামী , সন্তানকে নিয়ে নিজের আলাদা একটা ছোট সংসার ।এটাও অন্যরকম অনুভূতি ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৫১
" তিনটা জীবনেরই আলাদা আলাদা ভালো লাগা আছে । " এক শত তে এক শত নম্বর।

আমার কোন প্রবাস জীবন নেই তাই মাঝে মাঝে ভাবি আমার যদি একটা " একা একা জীবন " থাকত !!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:১৯
আমার কোন প্রবাস জীবন নেই তাই মাঝে মাঝে ভাবি আমার যদি একটা " একা একা জীবন " থাকত !!! --- আফসোস কইরেন না । সুযোগ আসতে কয়দিন ?
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৩৩
এবার দেখেন সওদার নানু কি বলছে আপনাকে - কি জেসমিন !!! সেই সাত সকাল থেকে ব্লগ নিয়ে পড়ে আছো সওদাকে খাবার নাস্তা দিছো, জামাই এর খবর রাখছ, জামাইকে নাস্তা দিছো, এক ব্লগ তোমার মাথাটা শেষ করে দিয়েছে !! 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৩৭
হা হা হা ।

সাওদার নানু তো জানেই না। তবে সাওদার বাবা আজ অনেক দায়িত্ব নিজের হাতে নিয়েছে । সকাল থেকে মেয়ের দেখাশোনা , আমাদের নাস্তা খাওয়ানো সব সেই করেছে । আমি শুধু খটখট করেই যাচ্ছি।

ব্লগ আসলেই একটু ফাঁকিবাজ করে দিয়েছে ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৫৩
" সাওদার বাবা আজ অনেক দায়িত্ব নিজের হাতে নিয়েছে " 

মনে হচ্ছে কোন না কোন ভাবে সাওদার বাবাকে ম্যনেজ করে রেখেছেন !!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে এই শর্তে। ও আবার খিচুড়ি খুব পছন্দ করে।
abcপঞ্চসুখ১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৩৯
আজকের অতিথিকে আভিনন্দন।
অনেক কিছু জানা গেল। আরও জানা যাবে ধিরে ধিরে।
শুনেছি আপনার রাগ বেশি। যখন আপনি রাগ করেন তখন পলাশ ভাই কি করে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:০৪
হুম, স্বীকার করি আমার রাগ বেশি ।

বেশির ভাগ সময় রাগ ভাঙান আবার কিছু সময় নিজেই অভিমান করে বসে থাকেন । তখন আমার রাগ আরও বেড়ে যায় ।
আপনাকে বিশেষ ধন্যবাদ আমার সাথে থাকলেন বলে ।
abcপঞ্চসুখ১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৪০
আর পলাশ ভাই রাগ করলে আপনি কি করেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:০৭
হা হা হা । কি করবো ? রাগ ভাঙাই । তবে সে রাগ করে কম ।
abcপঞ্চসুখ১৯ জানুয়ারি ২০১৩, ১৮:৪৫
মেয়েদের কাজের ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এটা সত্য কিন্তু কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে তা বললেন না। না হলে ব্রাক এ যে ডাক্তার মেয়েটি মারা গেছে সেই ঘটনার পুনরাবিত্তি ঘটতে পারে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:২০
হুম, ঠিক বলেছেন । কাজের পরিবেশ তৈরি করা জরুরী । না হয় বাবা মা সন্তানদের কর্মক্ষেত্রে পাঠিয়ে বাড়তি টেনশনে থাকবেন বা পাঠাতে চাইবেন না ।
SHAHEEN1শাহীন মাহমুদ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
জেসমিন আপা সালাম। হট সীটে আপনাকে দেখে ভীষণ ভাল লাগছে। আপনার জন্য শুভ কামনা---
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
ওয়ালাইকুম সালাম শাহিন ভাই । ভালো লাগলো আপনাকে দেখে ।
kabiraahmedকবির য়াহমদ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫৮
গল্প এবং উপন্যাসের মধ্যে পার্থক্য-সম্পর্কের দিকগুলো সাহিত্যের বিষয়তাত্ত্বিক দিক নির্ধারনে কী কোন ভূমিকা রাখে? এ সম্পর্কে আপনার মূল্যায়ন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৪২
আমি প্রশ্নটি ভালো করে বুঝিনি । আমার জ্ঞান অতি অল্প ।
meherajsarmin1পাহাড়ী১৯ জানুয়ারি ২০১৩, ২০:১৯
ওয়াও ... আপু তুমি !
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
হুম , আমি । তোমরা এত দেরী করলা ? 

শুভেচ্ছা নিও ।
KohiNoorমেজদা১৯ জানুয়ারি ২০১৩, ২০:২৭
আমি শনিবারে ব্যস্ত থাকি আর নীল সাধু আমার সাথে বেঈমানী করে এই দিনটা বেছে নিয়েছে যাতে আমি কাউকে শুভ সকাল বা শুভ অপরাহ্ন বা শুভ সন্ধ্যা বলতে না পারি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৮
আপনি শুভরাত্রি বলবেন । সেটা নিশ্চয় অনেকেই বলতে পারবে না । 
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ২২:১৯
মেজদা 
KohiNoorমেজদা১৯ জানুয়ারি ২০১৩, ২০:২৮
সারাদিনের ক্লান্তিতে এখন কি খেতে মন চায় প্রিয় জেসমিন।
আমি এসেছি, যতরকম সহযোগিতা লাগে বলবা।
কোন টেনশন নিও না। 
sopnerdin45এনামুল রেজা১৯ জানুয়ারি ২০১৩, ২০:৩২
খাদ্য সরবরাহকারি হিসেবে বড় ভাইজান খুব হাই থটের অধীকারি....
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
আমি মাত্র দুপুরের খাবার শেষ করলাম । এখন আইসক্রিম খাচ্ছি ।
ঠিক আছে কিছু মনে চাইলে জানামু ।
আমার মেজদা আমার খাওয়ার চিন্তা করলো । আর কারো মনে আসে নাই ।
মেজদার জন্য 
shuddhooশারদ শিশির১৯ জানুয়ারি ২০১৩, ২০:২৮
হাত তো আপনার শেষ তাই প্রশ্ন নয় অভিনন্দন জানিয়ে গেলাম

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
খুব বেশি না । ভালোই লাগছে ।
অনেক ধন্যবাদ পাশে থাক্লেন বলে । আপনার জন্যও শুভেচ্ছা ।
KohiNoorমেজদা১৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
প্রথমে একটা প্রশ্নঃ
এক বৃদ্ধা মহিলা রান্না করছে।
অন্য বৃদ্ধা মহিলা এসে জিজ্ঞাসা করলো- বু, পোলাপান কয় জন ?
উত্তরে মহিলা বললো- ডাইল রান্দধি
শুনে দ্বিতীয় মহিলা বললো- আল্লায় বাঁচাইয়া রাখুক ।

এখানে কোন জন কানে শুনে না।? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
্দুজনের কানেই সমস্যা আছে ।
KohiNoorমেজদা১৯ জানুয়ারি ২০১৩, ২২:১৫
কেমনে ? বুঝিইয়া কও।
Maeenমাঈনউদ্দিন মইনুল১৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
জেসমিন আপা! হায় হায় আপনি হটসীটে, আমি কই?!!
ভাই, পারিবারিক সমস্যায় গত কয়েকদিন ধরে মানসিক অস্থিরতায় আছি। ব্লগে সময় দিতে পারছি না।

আপনাকে হটসিটে দেখে অনেক খুশি হলাম। এত লিখতে পারেন, আর নীলসাধু ভাইয়ের ঝুলিতেও এত্তো প্রশ্ন! অনেক কিছু জানতে পারলাম আপনার উত্তরগুলো থেকে।

বিদেশে থেকেও যেভাবে দেশকে ধারণ করে আছেন আর ব্লগিং-এর মাধ্যমে দেশের মানুষের সাথে যে সেতুবন্ধন সৃষ্টি করেছেন, এটি আমার কাছে ভালো লাগে।

আপনার পোস্টগুলোও অনেক কৌতূহল নিয়ে আসে অদেখা দেশ জার্মানি সম্পর্কে। এভাবে লিখতে থাকুন আমাদের জন্য।

আপনার মেয়ের জন্য অনেক স্নেহাশীষ রইলো। আমিও দু’মেয়ের বাবা - বড় মেয়ে জুলাইয়ে প্রথম শ্রেণীতে পড়বে। ছোট মেয়ে স্কুল শুরু করবে জুলাই থেকে।

অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য জার্মানিকে তুলে ধরবেন ব্লগে। যতটুকু আপনি দেখেন ততটুকু যেন আমরা পড়তে পারি। শুভেচ্ছা অফুরন্ত!! 
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
প্রিয় মইনুল,
আপনার দু মেয়ের জন্য অনেক আদর রইলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
জেসমিন আপা! হায় হায় আপনি হটসীটে, আমি কই?!!
ভাই, পারিবারিক সমস্যায় গত কয়েকদিন ধরে মানসিক অস্থিরতায় আছি। ব্লগে সময় দিতে পারছি না

আপনি মনে হয় ভাবী কে নিয়ে ব্যস্ত ।
আগে ভাবীর দিকে খেয়াল দিন । দোয়া করছি মানসিক অস্থিরতা যেন খুব তাড়াতাড়ি দূর হয় ।

আপনাকে হটসিটে দেখে অনেক খুশি হলাম। এত লিখতে পারেন, আর নীলসাধু ভাইয়ের ঝুলিতেও এত্তো প্রশ্ন! অনেক কিছু জানতে পারলাম আপনার উত্তরগুলো থেকে

জেনে ভালো লাগলো । নীল ভাই এতোগুলো প্রশ্ন ধরিয়ে দিয়ে চলে গেছেন । আমি আর কি করবো । বসে বসে উত্তর দিচ্ছি ।

বিদেশে থেকেও যেভাবে দেশকে ধারণ করে আছেন আর ব্লগিং-এর মাধ্যমে দেশের মানুষের সাথে যে সেতুবন্ধন সৃষ্টি করেছেন, এটি আমার কাছে ভালো লাগে।

আপনাদের টানেই , দেশের মানুষের সাথে থাকার টানেই ব্লগে বসে থাকি ।


আপনার পোস্টগুলোও অনেক কৌতূহল নিয়ে আসে অদেখা দেশ জার্মানি সম্পর্কে। এভাবে লিখতে থাকুন আমাদের জন্য।

যখন জার্মানি আসি তখন আমার এক বান্ধবি বলেছিল , যা দেখবি সব আমাদের দেখাবি । আর নিজের কাছে মনে হোল যারা বাইরে থাকে তাদের চোখ দিয়েও অন্য দেশকে তুলে ধরা যায় । তাই এই চেষ্টা ।

আপনার মেয়ের জন্য অনেক স্নেহাশীষ রইলো। আমিও দু’মেয়ের বাবা - বড় মেয়ে জুলাইয়ে প্রথম শ্রেণীতে পড়বে। ছোট মেয়ে স্কুল শুরু করবে জুলাই থেকে।

জেনে ভালো লাগলো আপনি দুই কন্যার বাবা । আপনার সন্তানরা যেন আপনার গর্বের কারণ হয় ।


অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য জার্মানিকে তুলে ধরবেন ব্লগে। যতটুকু আপনি দেখেন ততটুকু যেন আমরা পড়তে পারি। শুভেচ্ছা অফুরন্ত!! 

আমার চেষ্টা থাকবে । আপনার জন্যও শুভেচ্ছা ।
Maeenমাঈনউদ্দিন মইনুল১৯ জানুয়ারি ২০১৩, ২১:৪২
হুম, বাবলা ভাই, ধন্যবাদ।
আপনি কি আমার সাথে কোনভাবে মিলে গেছেন নাকি? 

অনেক শুভেচ্ছা।


জেসমিন আপাকেও ধন্যবাদ। আমার শুভেচ্ছাকেও আপনি প্রশ্ন হিসেবে ধরে নিয়ে চমৎকার উত্তর দিয়েছেন। ভালো লাগলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:৫৪
kabirbdboyকাছের মানুষ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৮
আপুকে হট সীটে দেখে ভাল লাগল।

কেমন কাটছে হট সীটে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫০
এই মুহূর্ত তো সবার খুব ভালো লাগে । আমারও লাগছে ।
কেমন আছেন ?
kabirbdboyকাছের মানুষ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
এইতো চলছে ভাল।

আপাতত কোন প্রশ্ন খুজে পাচ্ছি না। উপরে প্রশ্ন উত্তর পরে অনেক কিছু জানলাম । 


অভিনন্দন রইল 

পরে আসছি প্রশ্ন নিয়ে
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:০১
নীল ভাই এত প্রশ্ন দিয়ে গেছে আর প্রশ্ন খুঁজে পাওয়াই কঠিন ।
ঠিক আছে আবার আসবেন ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
হটসিটে জেসমিন আপাকে অভিনন্দন।
দুর থেকে দুরে থেকে বাংলাদেশের মানুষের সাথে থাকেন। এ আমাদের জন্য বড় প্রাপ্তি। 
আপনার দারুন সব ছবির পোস্ট বেশ ভালো লাগে। 
আগের প্রশ্নগুলোতে আমার প্রশ্নের উত্তর পেয়েছি। 
আপনার মেয়েকে আদর দিবেন। 

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:০৯
এ আপনাদের উদারতা । ভালো লাগলো আপনাকে দেখে । আমি ভালো লিখতে পারি না । তাই ছবির মাধ্যমে তুলে ধরি অনেক কিছু ।

আপনার জন্যও শ্রদ্ধা রইলো ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৯ জানুয়ারি ২০১৩, ২১:১২
আমি বুঝলাম না এই পোষ্ট কেন স্টিকি হল না!!!!!!!!!!!!!!!!!!!!!!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:২২
উত্তর জানা নেই ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৯ জানুয়ারি ২০১৩, ২১:১৫
যাই হোক আপু কেমন আছেন? পলাশ ভাই ও সওদা কেমন আছে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২১:২৪
ভালো আছি । পলাশ ও সাওদা দুজনেই ভালো আছে ।
আপনি কেমন আছেন ?
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৯ জানুয়ারি ২০১৩, ২২:৩০
আলহামদুলিল্লাহ ভাল আছি।
vuterachorভূতের আছড়১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৭
অভিনন্দন প্রিয় জেস্পা আপনি নিজের প্রতিভা দিয়েই
হট সিটে বসার সক্ষমতা অর্জন করেছেন। এবং এজন্য আয়োজক নীল ভাইকেও ধন্যবাদ আপনাকে
অতিথি করার জন্য। 

আমার কোন প্রশ্ন নেই কারণ উপরে প্রশ্নের বহর দেখে আমি বাক হারানোর উপক্রম।
যাই হোক সবাই দেখছি স্টিকি নিয়ে আলোচনা করছে-- এ ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে
স্টিকি হলে নিঃসন্দেহে এই পোষ্টের শোভা আরো বাড়তো । প্রথম থেকেই যখন করা হয়নি অতএব বুঝে নিতে হবে এটা হবেনা আগেই এক প্রকার নির্ধারিত হয়ে আছে হয়তো।
এখন তা হলে কি করা?

যদি একটু ব্যাতিক্রম ভাবে চিন্তা করেন তাহলে বিষয়টি খুবই সহজ হয়ে যায়। যেমন এখন পর্যন্ত একমাত্র হট সিটের অধিকারিণী হচ্ছেন আপনি যার পোষ্ট স্টিকি হয়নি। ছোট খাট ব্লগ ইতিহাস। এবং আপনি সে ইতিহাসের অংশ। ধরুন আগামী পর্বে যে আসবে তারটাও যদি স্টিকি না হয় তাতেও আপনি ইতিহাস কারণ আপনাকে দিয়েই শুরু এই প্রথার। স্টিকি দিয়ে সস্মান দরকার নেই আপনি ব্লগারদের কাছে আপনার মতই থাকবেন। তাই আপনার জন্য শুভ কামনা রইলো।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ২২:১৬


শুভেচ্ছা সুপ্রিয় ভুতের আছড়।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৮
এখন পর্যন্ত একমাত্র হট সিটের অধিকারিণী হচ্ছেন আপনি যার পোষ্ট স্টিকি হয়নি। ছোট খাট ব্লগ ইতিহাস। এবং আপনি সে ইতিহাসের অংশ। 
vuterachorভূতের আছড়১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৯
 আপনার জন্যও শুভেচ্ছা
তবে আর প্রশ্ন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
ভূতের আছর ভাইকে দেখে খুব ভালো লাগলো ।

পোস্ট স্তিকি হওয়া নিয়ে কিছু বলার নেই । থাকলে আরও বেশি জমত । সবাই একবার হলেও উঁকি দিয়ে যেতেন এই আর কি । এছাড়া হারাবার আর কি আছে ?

তারপরও আজ সারাদিন প্রিয় সহ ব্লগাররা যেভাবে পাশে থেকে সংগ দিলেন তা মুগ্ধ করার মত ।

যে জিনিস আপনা থেকে পাই না সে জিনিসের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ থাকে না ।

ভালো থাকবেন ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ২২:১০
শুভেচ্ছা সবার জন্য।
আজকের অতিথি জেসমিনের জন্য শুভকামনা!

হট সিটের সকল পর্ব সঞ্চালক নির্বাচিত করা হয় - এটাই ছিল স্বাভাবিক। 
হট সিটের পর্ব শুরু পর থেকে এই প্রথম কোন হট সিটের পোষ্টকে সঞ্চালক নির্বাচিত করা হয়নি।

সকালের পোষ্ট ছাড়া হল দুপুরে।
দুপুরে ভেবেছিলাম হয়তো সঞ্চালনা পরিষদের সদস্য ডেস্কে নেই তাই সঞ্চালক নির্বাচিত করা হয়নি।
তারপর আর ব্লগে আসা হয়নি আমার। আমি ভেবেছিলাম পরে কোন এক সময়ে এই পোষ্ট যথানিয়মে সঞ্চালক নির্বাচিত করা হয়েছে। এখন লগ ইন করে আমি অবাক হলাম।

আমরা সঞ্চালক মহোদয়ের বক্তব্য চাইছি। 
আমরা ব্লগ কর্তৃপক্ষের সহযোগিতা চাই এই বিষয়ে। 


ধন্যবাদ সবাইকে। 
হট সিটের অতিথি সহ পোষ্টে আগত সকল সহব্লগারদের জন্য অফুরান ভালোবাসা রইলো।
চলুক জানা অজানার কথার ফুলঝুড়ি 
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৭
আমরা সঞ্চালক মহোদয়ের বক্তব্য চাইছি।
আমরা ব্লগ কর্তৃপক্ষের সহযোগিতা চাই এই বিষয়ে। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
আপনি এখন কেমন আছেন ? সেই যে প্রশ্ন দিয়ে চলে গেলেন আমি খালি লিখেই যাচ্ছি ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ২২:১৮
জেসমিন - আমি আর প্রশ্ন করুম 

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৪
স্টকে আরও আছে নাকি ? 
vuterachorভূতের আছড়১৯ জানুয়ারি ২০১৩, ২২:২৫
সে আর কি কইবে? আমরা ব্লগাররাই দাবী জানাই আপনি এই কর্ম থেকে নিজেকে
নিভৃত রাখুন। দানব বন্ধন করা না লাগে।
এত প্রশ্ন এটা মানুষ মরার কৌশল 
ssssssroyসুবাস রায়১৯ জানুয়ারি ২০১৩, ২২:২০
প্রশ্ন নয় শুভেচ্ছা জানাতে আসা। ভালো থাকবেন। অভিনন্দন আপনাকে। শুভেচ্ছা রইল নীলদার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:৪৩
ধন্যবাদ । আপনার জন্যও শুভেচ্ছা রইলো ।
sularyআলভী১৯ জানুয়ারি ২০১৩, ২২:২১


শীতের সময় হট সিট,
যেমন মজা তেমন হীট!
সবার সাথে করছেন মিট,
আপনি আজ দারুন ফিট!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:৪৪
:
কোথায় ছিলেন সারাদিন ?
শুভেচ্ছা নিবেন ।
meermusabberaliমীরের লেখা১৯ জানুয়ারি ২০১৩, ২২:২১
প্রথমে আপাকে শুভ কামনা ! তারপর প্রশ্ন 

১. নিজেকে মানুষ হিসেবে কত দিবেন ?
২.কোন পরিচয়ে বেশি ভালো লাগে ?
৩.প্রেম করছেন কয়টি ?
৪.প্রিয় ৫ জন ব্লগারের নাম বলুন ?
৫.প্রিয় রঙ কি ?
৬.নিজেকে নিয়ে একটা সত্য কথা বলুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:৫০
১. নিজেকে মানুষ হিসেবে কত দিবেন ?

৬ এর বেশি পাবো না মনে হয় ।

২.কোন পরিচয়ে বেশি ভালো লাগে ?

বাবা মায়ের আদরের সন্তান এবং আমার মেয়ের মা ।

৩.প্রেম করছেন কয়টি ?

প্রেম করিনি কিন্তু ভালবেসেছি একজনকেই । 

৪.প্রিয় ৫ জন ব্লগারের নাম বলুন ?

মাথা খারাপ বাকী প্রিয়দের মাইর খাই ।

৫.প্রিয় রঙ কি ?


সাদা , নীল ।

৬.নিজেকে নিয়ে একটা সত্য কথা বলুন। 

আমার মধ্যে নরম একটা মন আছে । যা মানুষকে ভালবাসতেই বেশি চায় ।

সবশেষে আপনাকে শুভকামনা ।
neelsadhuনীল সাধু১৯ জানুয়ারি ২০১৩, ২২:৩১
১। মিডিয়া হিসেবে ইন্টারনেটকে আপনার কাছে কেমন মনে হয়?
২। কোন্ মিডিয়াকে আপনি বেশী প্রাধান্য দেন? সংবাদ পত্র, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও নাকি অন্য কিছু?
৩। আপনার দৃষ্টিতে সমাজের প্রতি কোন্ মিডিয়ার দায় দায়িত্ত বেশী বলে মনে হয়?
৪। সংবাদপত্রের স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন?
৫। সংবাদপত্রের উপর বিভিন্ন সরকারী বিধিনিষেধ কি বাক-স্বাধীনতা পরিপন্থী বলে মনে হয়?
৬। রাষ্ট্রীয় নিয়ন্ত্রন বিহীন মিডিয়া একটা স্বাধীন দেশের জন্য কতটুকু কল্যানজনক বলে মনে হয়?
৭। রাষ্ট্র এবং সমাজে সংবাদপত্র সহ সমস্ত ইলেক্ট্রনিক মিডিয়া কি কি পজেটিভ অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন?
৮। আপনার দৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দেশের প্রতি কতটুকু দায়িত্ত পালন করছে? তারা কি ব্যাবসায়ীক সফলতার পাশাপাশি সামাজিক দায়িত্তগুলোর প্রতি সচেতন বলে মনে হচ্ছে?
৯। 'বদলে যাও বদলে যাও' স্লোগানের সাথে একাত্নতা প্রকাশ করে কি আমরা বদলাতে পেরেছি? কতটুকু বদলেছি?
১০। দেশের সুষম উন্নয়নের জন্য সর্বপ্রথম কোন কোন বিষয়গুলো বদলানোর প্রয়োজন বলে আপনি মনে করেন?
১১। কোন্‌ জায়গা থেকে আমাদের বদলানো শুরু করা প্রয়োজন?
১২। সংবাদপত্র খোলেই আপনি কোন খবরগুলো আগে পরেন?
১৩। নিগেটিভ নিউজগুলো আপনার মনে কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে?
১৪। পজেটিভ নিউজ পড়ে নিজের মনের উপর কি কোন গর্বের ছায়া পড়ে?
১৫। সংবাদপত্রের পুরো পেজ জুড়ে বিভিন্ন কোম্পানীর কালার এডগুলোকে আপনি কিভাবে মুল্যায়ন করেন? এটা কি অপচয়, বিলাসিতা নাকি বাজারনীতি বলে মনে করেন?
১৬। যুব সমাজের চরিত্রগঠনে মিডিয়ার কোন ভুমিকা আছে কি?
১৭। ইলেক্ট্রনিক মিডিয়াগুলো কি কি ভুমিকা নিলে যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করা সহায়ক হবে বলে মনে করেন?
১৮। আমাদের সরকার কাঠামোতে কি কোন পরিবর্তনের প্রয়োজন আছে? নাকি যে রকম আছে সেরকমই দেশের উন্নয়নের জন্য যথেষ্ট?
১৯। সরকারী কার্ক্রক্রমে কচ্ছপ গতিকে আপনি কিভাবে মুল্যায়ন করেন? এ থেকে উত্তরনের উপায়গুলো কি কি হতে পারে?
২০। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যাবস্থা চালু হলে দেশের উন্নয়নে কতটুকু ভুমিকা রাখতে পারবে বলে মনে হয়? এটা কি দেশের ভাবমুর্তিকে কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করতে পারে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
আল্লাহ আমারে বাঁচাও । আমি এখন কই লুকাই । [-O
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জানুয়ারি ২০১৩, ২২:৩৬
নীল দা, আপনার কাছে দোয়া চাই। আর আমাদের জেসমিন আপাকে প্রশ্ন কইরেন না। আমাদেরকে একটু কথা বলার চান্চ দিয়েন। অথবা শুধু আপনিই কথা বলেন আমরা এখন ঘুমাতে যাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৪৭
১। মিডিয়া হিসেবে ইন্টারনেটকে আপনার কাছে কেমন মনে হয়?
এটা ছাড়া তো আজকে হট সিটেই বসতে পারতাম না।
২। কোন্ মিডিয়াকে আপনি বেশী প্রাধান্য দেন? সংবাদ পত্র, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও নাকি অন্য কিছু?
সব মিডিয়ার প্রয়োজন আছে। তবে আমি ইন্টারনেট কে বেশি প্রাধান্য দেই।
৩। আপনার দৃষ্টিতে সমাজের প্রতি কোন্ মিডিয়ার দায় দায়িত্ত বেশী বলে মনে হয়?
টেলিভিশন
৪। সংবাদপত্রের স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন?
সব ধরনের মত প্রকাশের স্বাধীনতা তবে হলুদ সাংবাদিকতা সংবাদপত্রের জন্য বিপদজনক।
৫। সংবাদপত্রের উপর বিভিন্ন সরকারী বিধিনিষেধ কি বাক-স্বাধীনতা পরিপন্থী বলে মনে হয়?
যেহেতু আমরা নিজেরা নিজেকে কন্ট্রোল করতে পারি না তাই কিছু বিধি নিষেধ আমাদের মত দেশের জন্য থাকা উচিৎ ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
৬। রাষ্ট্রীয় নিয়ন্ত্রন বিহীন মিডিয়া একটা স্বাধীন দেশের জন্য কতটুকু কল্যানজনক বলে মনে হয়?
সারা পৃথিবীতেই অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতাকে উৎসাহিত করে।
৭। রাষ্ট্র এবং সমাজে সংবাদপত্র সহ সমস্ত ইলেক্ট্রনিক মিডিয়া কি কি পজেটিভ অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন?
অবশ্যই পজেটিভ অবদান রাখতে পারে যদি সঠিক ভাবে ব্যবহার করা যায়।
৮। আপনার দৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দেশের প্রতি কতটুকু দায়িত্ত পালন করছে? তারা কি ব্যাবসায়ীক সফলতার পাশাপাশি সামাজিক দায়িত্তগুলোর প্রতি সচেতন বলে মনে হচ্ছে?
আমি মনে করি আমাদের দেশের মিডিয়া সামাজিক দায়িত্তগুলোর প্রতি সচেতন তবে আরও সুযোগ আছে। প্রথম আলো পত্রিকার সামাজিক কর্মকাণ্ড সত্যিই ইতিবাচক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২০:০৮
১১। কোন্‌ জায়গা থেকে আমাদের বদলানো শুরু করা প্রয়োজন?
আমি নিজে ভাল হয়ে যাই।
১২। সংবাদপত্র খোলেই আপনি কোন খবরগুলো আগে পরেন?
এখন তো কগজের সংবাদপত্র পড়া হয় না। ইন্টারনেট এ প্রথম পাতার খবর গুলোই আগে পড়ি।
১৩। নিগেটিভ নিউজগুলো আপনার মনে কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করড়ি।
খুবই আশাহত হয়ে পড়ি।
১৪। পজেটিভ নিউজ পড়ে নিজের মনের উপর কি কোন গর্বের ছায়া পড়ড়ি।
বিদেশে বসে দেশের কোন পজেটিভ নিউজ পড়লে খুব গর্ব অনুভব হয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২০:১৩
১৫। সংবাদপত্রের পুরো পেজ জুড়ে বিভিন্ন কোম্পানীর কালার এডগুলোকে আপনি কিভাবে মুল্যায়ন করেন? এটা কি অপচয়, বিলাসিতা নাকি বাজারনীতি বলে মনে করেন?
এটা বাজারনীতি। মেনে নিতে হবে। তবে অনেক বাড়াবাড়ি হয়ে যায়। কিছু নীতিমালা থাকা দরকার।
১৬। যুব সমাজের চরিত্রগঠনে মিডিয়ার কোন ভুমিকা আছে কি?
অস্বীকার করার কন উপায় নেই।
১৭। ইলেক্ট্রনিক মিডিয়াগুলো কি কি ভুমিকা নিলে যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করা সহায়ক হবে বলে মনে করেন?
আমি মনে করি সহায়ক হবে
১৮। আমাদের সরকার কাঠামোতে কি কোন পরিবর্তনের প্রয়োজন আছে? নাকি যে রকম আছে সেরকমই দেশের উন্নয়নের জন্য যথেষ্ট?
এই কাঠাম দেশের উন্নয়নের জন্য যথেষ্ট নয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জানুয়ারি ২০১৩, ২০:১৯
১৯। সরকারী কার্ক্রক্রমে কচ্ছপ গতিকে আপনি কিভাবে মুল্যায়ন করেন? এ থেকে উত্তরনের উপায়গুলো কি কি হতে পারে?
দেশকে ভালবাসতে হবে নিজেকে বা নিজের দলকে নয়।
২০। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যাবস্থা চালু হলে দেশের উন্নয়নে কতটুকু ভুমিকা রাখতে পারবে বলে মনে হয়? এটা কি দেশের ভাবমুর্তিকে কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করতে পারে?
যাকাত হচ্ছে ধনী গরিবের আয়ের বৈষম্য কমানোর একটা হাতিয়ার। আর আয়ের বৈষম্য কমাতে পারলে দেশের উন্নয়নেও তা ভুমিকা রাখবে। এটা দেশের ভাবমুর্তিকে কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করতে পারে বলে আমার মনে হয় না।

No comments:

Post a Comment