Friday, September 12, 2014

জুরিখ ভ্রমণ ( শেষ অংশ )




পূর্বের পর্বের লিঙ্ক

আমরা হাঁটতে হাঁটতে লেকের কাছে চলে এলাম । কুয়াশায় ঢাকা তবুও আন্দাজ করছিলাম কতটা সুন্দর হতে পারে । লম্বা ও চওড়া লেক । প্রায় ৪০ কিমি লম্বা এবন তিন কিমি চওড়া লেকের অপর পাশে পাহাড় তার মাঝে মানুষের বসতি । কুয়াশা ঢাকা আবহাওয়ার মাঝেও পাহাড়ের গায়ে গড়ে উঠা ঘরবাড়িগুলো চমৎকার লাগছিল । তারও পিছনে আবছা আরও উচু পাহাড় । অফসিজন হওয়ায় লেকের মাঝে জলযানগুলো ঘাটে নীরবে অবস্থান করছিল । বড় বড় রাজহাঁসগুলোর উপস্থিতি , পাখিদের কলকাকলি কিছুটা হলেও ঝলমলে লেক না দেখতে পারার মনের দুঃখ দূর করতে সাহায্য করেছিল । আমরা বেশ অনেকটা সময় লেকের পাশে বসে কাটিয়ে ছিলাম । যেহেতু আবহাওয়া ভাল ছিল না তাই পর্যটক ছিল বেশ কম । অনেকটা নিরিবিলিই সময় কাটানো গিয়েছিল । বসে আছি হঠাৎ রাস্তার পাশ থেকে হৈ চৈ শুনে এগিয়ে গেলাম । বেঞ্চ এর উপর দাড়িয়ে দেখতে পেলাম রাস্তার অপর পাশে অনেক লোক একসাথে জড়ো হয়ে মনের আনন্দে বালিশ দিয়ে একে অপরকে বাড়ি দিচ্ছে আর তুলা উড়াচ্চে । আহারে মনে সুখ থাকলে কত কিই না করা যায় । বেশ অনেকক্ষন দাড়িয়ে তাদের পাগলামি দেখে আমরা আবারো লেকের কাছে ফিরে গেলাম । লেকের চমৎকার পরিবেশের মাঝে হাঁটতে বেশ লাগছিল । যদিও হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই ফাঁকে জুরিখের আবহাওয়া নিয়ে বলে ফেলি । এখানে মোটামুটি চারটি ঋতুই । আমরা বসন্তের দিকে গিয়েছিলাম । তাপমাত্রা ১০/১১ ছিল । গরমে তা বেড়ে গড়ে ২২-২৩ এ যায় ।যাই হোক, আমরা জুরিখ হর্ন পর্যন্ত এসে আবার ফিরতি পথ ধরলাম । 

ততক্ষণে ঘড়ির কাঁটায় তিনটার মত বেজে গিয়েছে । ক্ষুধাও অনুভব হল । তাই শহরের মাঝে হাটা ধরলাম । উচু নিচু পথ ধরে দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম । নানান রকম দামী পণ্যের দিকে চেয়েই শান্তি লাগছিল । বিলাসী নগরী জুরিখের জিনিসের দাম যে আকাশ ছোঁয়া তা একটু উঁকি দিয়ে দেখার ইচ্ছে ছিল । কিন্তু সময় স্বল্পতায় বাদ দিতে হল । যদিও উদ্দেশ্য ছিল হালাল খাবারের দোকান খুঁজে বের করা কিন্তু যে রাস্তা ধরে হাঁটছিলাম তার কাছাকাছি জুরিখ বিশ্ববিদ্যালয় ভবন , ম্যাপে দেখাচ্ছিল । তাই তা দেখে যাওয়ার আগ্রহ দেখাল পলাশ । অগত্যা আবার হাঁটা শুরু করলাম । বেশ চড়াই রাস্তা পার হয়ে সেখানে গিয়ে সামনে থেকে ছবি তুলে চলে আসতে হল বন্ধ বলে । জুরিখে অনেক জাদুঘর আছে । হাতে সময় নিয়ে না আসলে পরিপূর্ণ ভাবে দেখা সম্ভব নয় তা কোনভাবেই । নতুন একটি শহরে আসলাম অথচ কোন জাদুঘর দেখা হবে না সেটা কিভাবে হয় তাই zurich zoological museum এ ঢুকে পড়লাম । যদিও পেটের মধ্যে আগুন জ্বলছিল ক্ষুধায় । খুব চমৎকারভাবেই সাজানো ছিল মিউজিয়ামটি । কিন্তু বেশ অনেকটা পথ হাঁটায় ঠিক উপভোগ করতে পারিনি । সেখানে সঙ্গে থাকা হালকা কিছু মুখে দিয়ে ঘণ্টা খানেকের মত দেখে বের হয়ে এলাম । একটু উচু কোন জায়গা থেকে শহরটা দেখার ইচ্ছে ছিল । সামনেই একটা খোলা জায়গা পেয়ে সেখান থেকে দেখার চেষ্টা করলাম । কিন্তু কুয়াশাপূর্ণ আবহাওয়া বারবার বাঁধা দিল । তাই ফিরতি পথ ধরলাম গাড়িতে উঠার জন্য । স্টেশনের কাছাকাছি এসে খাবারের দোকান থেকে কিছু খাবার কেনা হল । তিনগুণ দাম দিয়ে খাবার কিনতে হল ।বেশ অনেকটা পথা জার্নি করে জার্মানি ফিরে আসতে হবে বলে তাড়াতাড়ি গাড়ির কাছে ফিরে আসলাম । 

ফেরার পথে আমরা অন্য একটি পথে জার্মানির বর্ডার শহর Konstanz দিয়ে বের হয়ে এলাম । এই শহরে Lake Constance Bodensee নামে একটি বিখ্যাত লেক আছে । খুবই অল্প সময়ের জন্য আমরা সেখানে নেমে আমাদের চিহ্ন রেখে এলাম । রাত ১১ টায় সহিসালামতে ফ্রাঙ্কফুর্ট পৌঁছে গেলাম । সেখান থেকে আমাদের গিসেনের বাসায় আসতে আরও ঘণ্টাখানেক লেগেছিল । এভাবেই আমার স্বপ্নের সুইজারল্যান্ড ভ্রমণ শেষ হল । যদিও তার ছবি স্বপ্নই রয়ে গেল । 



যাই ভেসে অনেক দূরে 



এমন অনেক রাজহাঁস ও নানান পাখির সমাবেশ ছিল লেকে 





লেকের পাড়ে সাজানো রাস্তা 



সৌন্দর্য বিলিয়েছিল চমৎকার এই বৃষ্টিভেজা প্যানসি ফুলগুলো 





মনের সুখে মারামারি করছিল বালিশ দিয়ে সুখি মানুষগুলো 



লেকের পাশে সুন্দর বাড়ি 



জুরিখ বিশ্ববিদ্যালয়ের ভবন 



মিউজিয়ামের ভিতর 



আমার মেয়ে পাখির ডাক শুনছিল কানে যন্ত্র লাগিয়ে 

৫৬ টি মন্তব্য
Mzarin31আরজু মুন জারিন৩০ জুন ২০১৪, ২০:৫৫
চমত্কার তোমার ভ্রমন জুরিখ পর্ব জেসমিন। সুন্দর গুছিয়ে লিখা , প্রানবন্ত সরল বর্ণনা। অনেক মুগ্ধতা জেসমিন তোমার পোস্ট এ। এখন পড়ছি। শেষ করে আবার মন্তব্য দিব কেমন। 

শুভেচ্ছা রইল। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুন ২০১৪, ২২:০২
পোস্ট দিয়েছিলাম সেই চার ঘণ্টা আগে । ইচ্ছে ছিল মেয়েকে আনতে যাওয়ার আগেই পোস্টে সময় দিব । যাই হোক বাইরে যাওয়ায় দেরি হয়ে গেল । 

ধন্যবাদ আপু , আপনার আন্তরিক মন্তব্য খুব ভাল লাগল । 
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা । 
Mzarin31আরজু মুন জারিন৩০ জুন ২০১৪, ২০:৫৭
ছবিগুলি অসাধারণ। তোমার নিজের তোলা ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুন ২০১৪, ২২:০৫
জী আপু , প্রকৃতির , নতুন কোন জায়গার ছবি তুলতে আমার বেশ আনন্দ লাগে । 
ধন্যবাদ
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক৩০ জুন ২০১৪, ২১:০৭
চমৎকার ছবি। খুব ভাল লাগল। ছবি এবং বর্ননা। শুভ্চেছা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুন ২০১৪, ২২:১০
অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই । 
শুভেচ্ছা নিবেন
Maeenমাঈনউদ্দিন মইনুল৩০ জুন ২০১৪, ২১:১০
//বেঞ্চ এর উপর দাঁড়িয়ে দেখতে পেলাম রাস্তার অপর পাশে অনেক লোক একসাথে জড়ো হয়ে মনের আনন্দে বালিশ দিয়ে একে অপরকে বাড়ি দিচ্ছে আর তুলা উড়াচ্চে। আহারে, মনে সুখ থাকলে কত কিই না করা যায়।//
চারপাশের ছবি দেখলেই বুঝা যায়, সুখ তাদের কোত্থেকে আছে  

সুন্দর কিছু ছবি পেলাম এবার। ফটোগ্রাফারের রুচি আছে, সেটা নিশ্চিত বলা যায় 
Maeenমাঈনউদ্দিন মইনুল৩০ জুন ২০১৪, ২১:১৪
=কোত্থেকে আসে
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুন ২০১৪, ২২:১৮
হুম, ওদের পরিবেশ , আবহাওয়া , বিত্ত সব মিলিয়েই ওদের মনে এত সুখ । 
আমার দেশের এত হাঙ্গামা বইতে হলে দেখা যেত এরা কতটা সইতে পারে । 

ফটোগ্রাফার বলিয়া লজ্জা দিয়েন না ।  এখনো শেখার পথে । 

অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন 
diponkar07দীপংকর চন্দ৩০ জুন ২০১৪, ২১:২২
যাই ভেসে অনেক দূরে 

ছবিটা একটু অন্যরকম। কেন? টেকনিক্যাল কোন কালার?

অনেক ভালো লাগলো সব মিলিয়ে।

শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুন ২০১৪, ২২:২৩
ছবিটা ঠিকই আছে নীল রঙটা বাড়িয়ে দিয়েছিলাম । তাই অন্যরকম লাগছে 

ধন্যবাদ পোস্ট পড়ে মতামত জানানোর জন্য । 
অনেক অনেক শুভকামনা । 
muntradeসাফি আব্দুল্লাহ৩০ জুন ২০১৪, ২১:৩৮
খুব সুন্দর ভ্রমন বৃত্যান্ত। লিখ‍তে থাকুন। আর আমা‍দের ম‍নে ইর্শা জাগান। ধন্যবাদ আপনার সুন্দর লেখা‍র জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুন ২০১৪, ২২:২৫
ওকে , আরও কিছু স্টকে আছে দিয়ে আরও বেশি করে ঈর্ষা জাগিয়ে দিব । আপনারা পড়লেই লেখার সার্থকতা । অবশ্য ভাল লাগলে বা মন চাইলেই শুধু পড়বেন । 
শুভকামনা 
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক৩০ জুন ২০১৪, ২২:২৭
খুবই সুন্দর।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুন ২০১৪, ২২:৪২
অনেক অনেক ধন্যবাদ হাক ভাই 
tmboss172তৌফিক মাসুদ০১ জুলাই ২০১৪, ০১:৩৪
গত পর্বও পড়েছিলাম। কিন্তু নেট এত্ত স্লো হয়ে গেল যে মন্তব্য দিতে দিতেই লগ আউট। 

জেসমিন আপুর ছবি গুলো কিন্তু দারুন হয়েছে। নাম দিয়ে রাখলেই পারতেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:১৩
কোন সমস্যা নাই । আপনি পড়তে পেরেছেন তাতেই হবে । 
ছবিতে নাম দেওয়ার মত যোগ্যতা এখনো হয় নি । চেষ্টা করছি এখনো শেখার 
ভাল থাকবেন 
kamaluddinকামাল উদ্দিন০১ জুলাই ২০১৪, ০৭:১৩
শুধুই যেতে ইচ্ছে করে.............ভালো লাগা মন থেকে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:১২
দোয়া করি , কোন একদিন চলে যাওয়ার সুযোগ পান । 

শুভেচ্ছা কামাল ভাই
Kabirsalma123সালমা কবীর০১ জুলাই ২০১৪, ০৯:০৭
চমৎকার চমৎকার ছবি। সেআ সাথে বর্ননাও খুব ভাল লাগল জেসমীন । শুভ্চেছা রইল
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:১১
অনেক অনেক ধন্যবাদ আপু । আপনাকেও শুভেচ্ছা । 
MirHamidহামি্দ০১ জুলাই ২০১৪, ০৯:৫৪
রাস্তার অপর পাশে অনেক লোক একসাথে জড়ো হয়ে মনের আনন্দে বালিশ দিয়ে একে অপরকে বাড়ি দিচ্ছে আর তুলা উড়াচ্চে । আহারে মনে সুখ থাকলে কত কিই না করা যায় । 

হা হা হা ...................

ছবি আর বর্ণনায় ভাল লাগার একটি পোস্ট। ধন্যবাদ আপু। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল........................
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:০৯
যাক , ভিন্ন দেশের কথা বলে মজা দিতে পারলাম তাহলে । 

অনেক অনেক শুভেচ্ছা । রমজানে দোয়া করবেন
Jalampwdআলম পিডাব্লিউডি০১ জুলাই ২০১৪, ১০:২৯
অনেক দিন পর আপনার ভ্রমন কাহিনী পড়লাম। অনেক ভাল লাগল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:০৬
হুম, অনেকদিন পরই দেওয়া হল 
সময় করে পড়েছেন সেই জন্য কৃতজ্ঞতা
KASHEM95এম, এ, কাশেম০১ জুলাই ২০১৪, ১১:১০
চমৎকার ছবি আর লেখনি

শুভ কামনা রইলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:০৫
অনেক অনেক ধন্যবাদ । 
শুভকামনা আপনার জন্য 
AhmedRabbaniআহমেদ রব্বানী০১ জুলাই ২০১৪, ১১:৪৯
অসাধারণ ভ্রমণ কাহিনি আর সেই সাথে ছবি।ধন্যবাদ আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:০৫
ধন্যবাদ আহমেদ রব্বানি ভাই সময় করে পোস্ট পড়ার জন্য ।
Rabbaniরব্বানী চৌধুরী০১ জুলাই ২০১৪, ১১:৫৩
শুভেচ্ছা জানেবন আপা, 

ছবি ও বর্ণনা খুবই চমৎকার আর বিশেণ ভাবে ভালো লাগলো লেকের পাড়ে সাজানো রাস্তা এর ছবিটি, চমৎকার একটি ফটোগ্রাফী। 

ভালো থাকবেন অনেক অনেক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:০২
একটা ছবি আলাদা করে মনে দাগ কাটায় কষ্ট সার্থক হল । অবশ্য কষ্ট করে নয় আনন্দের সাথেই ছবি তুলেচিলাম । 

ধন্যবাদ রব্বানি ভাই সব সময় পোস্ট পড়ে মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহ দেওয়ার জন্য ।
Chhobiএই মেঘ এই রোদ্দুর০১ জুলাই ২০১৪, ১২:২০
বাচ্চাদের মত বালিশ দিয়া খেলে মজার তো

লেখা আর ছবিগুলো জীবন্ত লাগল । অনেক অনেক ভাল লাগা রইল আপি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:০১
হুম, পাগলামি আর কি । 
ছবি আপুকে দেখে বেশ ভাল লাগল । অনেক অনেক ভাল থাকবেন
Rabbaniরব্বানী চৌধুরী০১ জুলাই ২০১৪, ১২:৩২
আমার মেয়ে পাখির ডাক শুনছিল কানে যন্ত্র লাগিয়ে 

বাহ্ বেশ বড়ও হয়েছে সাওদা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২২:৫৬
হুম, দেখতে দেখতে চার বছর হয়ে গেল
shohel121পরানের কথা০১ জুলাই ২০১৪, ১২:৩৯
ছবিঃঃঃ অসাধারণ!!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২২:৫৬
অনেক অনেক ধন্যবাদ  
ভাল থাকবেন
shsiddiqueeছাইফুল হুদা ছিদ্দীকি০১ জুলাই ২০১৪, ১৪:০১
অসাধারন সুন্দর সব ছবি।ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২২:৫৩
ধন্যবাদ ছাইফুল ভাই । ইদানিং ছবি তোলায় দারুন মজা পাই । 
sularyআলভী০২ জুলাই ২০১৪, ১০:৫৮
আলসে মেয়ে কোথাকার! এমন চমৎকার পোষ্ট তিন মাস লুকিয়ে রাখাওতো অনেক ধর্যে্র ব্যাপার! এক্সিলেন্ট ফটোগ্রাফ এন্ড আউট ষ্ট্যান্ডিং ডেসক্রিপশন।
sularyআলভী০২ জুলাই ২০১৪, ১৬:২৩
sularyআলভী০২ জুলাই ২০১৪, ১৯:৫৩
sularyআলভী০৩ জুলাই ২০১৪, ১১:০৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২২:৫২


দুঃখিত দেরি হয়ে গেল । 
অনেক অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য । লিখবই না ভেবেছিলাম । পরে আপনাদের সাথেথাকার সুযোগ হবে ভেবে দিয়ে দিলাম। 
ভালথাকবেন আলভী ভাই
sularyআলভী০৩ জুলাই ২০১৪, ২২:৫৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:১০
 
sularyআলভী০৪ জুলাই ২০১৪, ০৯:০১
Badal1995শওকত হোসেন বাদল২২ জুলাই ২০১৪, ২২:১৩
বাহ সওদা তো বেশ বড় হয়েছে.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জুলাই ২০১৪, ২২:২১
আরেহ, বাদল ভাই দেখি !! এতদিন পর !! 
কোথায় ছিলেন ? কেমন আছেন ? 
হুম, সাওদার এখন চার বছর ।
Badal1995শওকত হোসেন বাদল২২ জুলাই ২০১৪, ২২:২৩
তোমার খবর কি ? পলাশ, সওদা ও তুমি কেমন আছো ?
Badal1995শওকত হোসেন বাদল২২ জুলাই ২০১৪, ২২:২৪
আমি ভাল আছি.......
Badal1995শওকত হোসেন বাদল২২ জুলাই ২০১৪, ২২:২৬
তোমার মেয়ের নামটি মনে হয় 
আমি ভুল লিখেছি
.. দুঃখিত আপু
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জুলাই ২০১৪, ২৩:৫৪
না না , ঠিক আছে । কোন সমস্যা নেই । আরবিতে তো সওদাই 

আমরা সবাই ভাল আছি । পলাশ তার পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত । 
আশা রাখি এই বছর শেষের দিকে দেশে চলে আসব । আপনি ব্লগে লেখা দেন । পড়তে চাই
MatirMoynaমাটিরময়না২২ জুলাই ২০১৪, ২৩:৫৬
ছবিগুলো অনেক সুন্দর আপা-- 

দেখি সময় করে একবার ঘুরে আসতে হবে। জীবনে আর আছেই বা কি-
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জুলাই ২০১৪, ০০:০২
আপনারা তো যখন তখন যেতে পারবেন । সময় করে ঘুরে আসেন । আল্লাহ্‌র তৈরি সৌন্দর্য দেখার আলাদা আনন্দ আছে ।
MatirMoynaমাটিরময়না২৩ জুলাই ২০১৪, ০০:০৪
েখি আপা কি করা যায়-- 

কাজ করে আর শরীরে শক্তি আর মনে শান্তি থাকেনা

No comments:

Post a Comment