Wednesday, September 3, 2014

মা এবং অনুভূতি


বকুলের মনে এক অজানা আনন্দ ঢেউ খেলে যাচ্ছে । খেতে গেলে পেটের সব উঠে আসতে চাইছে , খুব অবসাদ লাগছে , শরীর টা ঝিম ধরে আছে – এগুল তার আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে । একটা সম্ভাবনা তার মনে উঁকি দিচ্ছে । কিন্তু যদি না হয় তাই কারো সাথে বলতেও পারছেনা । এমনকি তার বর শিমুল কেও নয় । তারপর যখন টেস্ট করে পজিটিভ আসল । সে মা হতে চলেছে এই খুশিতে তার চোখ দিয়ে পানি চলে এল । মায়ের কথা খুব মনে পড়ছে । মা কতনা খুশি হত এই দিনটির কথা শুনে ।মাও বুঝি এমন খুশির জোয়ারে ভেসেছিল তার আগমনের কথা শুনে । 

এই নয়টা মাস প্রতি মুহূর্তে দুষ্টু বাবুটা জানান দিয়ে যাচ্ছে সে আসছে । দিন যত গড়াচ্ছে শরীরের কষ্টগুলো প্রকট হয়ে উঠছে । মাঝে মাঝে বকুল তার পেটে হাত রেখে বাবুটাকে মৃদু ধমক দেয়, এই ছেলে মাকে খুব কষ্ট দেওয়া হচ্ছে, না ? বাইরে এসেও বুঝি জ্বালাবি । কিন্তু পরক্ষনেই ভাবে , একি আমি ছেলে ভাবছি কেন ? যদি মেয়ে হয় । তাহলেত বাবুটা ঠোঁট ফুলিয়ে চোখ ছলছল করে বলবে , তুমি বুঝি আমাকে চাওনি ? তখন বকুল ভীষণ লজ্জা পেত । এই জন্য বকুল খুব খুশি হত যদি তার দুটোই হত । ও শিমুলকে বললে, শিমুল বলে, একটা সামলাতেই দেখবে জান বেরিয়ে যাবে । আর তুমি দুইটা চাইছ !

এই সময়টা মাকে তার খুব মনে পড়ছে । আজ মা বেঁচে থাকলে তাকে কত যত্ন আত্তির করত । কত কি মজার মজার খাবার খাওয়াত । বিয়ের পর মা প্রায়ই বলতেন , একটা নাতি নাতনীর মুখ দেখা । আমি মরে গেলে বাবুর যত্ন একা একা নিবি কিভাবে ? তখন সে কপট রাগ দেখিয়ে বলত, তুমি মা বেশি বেশি বল । তুমি মরেও যাবে না , আমার বাবুর মানুষ করা নিয়ে চিন্তাও করতে হবে না । বকুল মায়ের গলা জড়িয়ে ধরে বলত , তুমি বাবুর আদরটা আমাকেই দাও । আমি কাউকে ভাগ দিব না । মা গাল টিপে বলত , ওরে হিংসুক । সেই মা টা এমন হুট করে চলে গেল । 
মা তাকে কত আগলে রেখেছিল । সকল ঝামেলা থেকে মেয়েকে আড়ালে রাখার জন্য তার সেকি চেষ্টা ছিল । সবকিছুতেই মায়ের নিষেধ ছিল , তুই পারবিনা । আমাকে দে , আমি করে ফেলব । পারলে মা হয়ত তার পড়ালেখাটুকুও করে দিত । মায়েরা বুঝি এমনই হয় । বকুল শুয়ে শুয়ে চোখের পানি ফেলে আর ভাবে , খুব তো আমাকে চোখের আড়াল করতে চাইতে না , এখন যে আমি একা হয়ে গেলাম । বকুল ভাবে, আমি কেমন মা হব ? পারব তো সবটুকু ভালবাসা দিয়ে তাকে সত্যিকারের মানুষ করতে ? 

সে অবাক হয়ে নিজের ভিতরের পরিবর্তন লক্ষ্য করে । যে বাবুটা তার ভিতর একটু একটু করে বড় হচ্চে , তার জন্য বকুলের টান তীব্র থেকে তীব্রতর হচ্ছে । এ এক অপার্থিব টান । সন্তান আর মায়ের টানের বুঝি কোন তুলনা হয়না । মা প্রায়ই বলত, মা হও । তখন বুঝবে সন্তান কি জিনিস । 

সন্ধ্যা থেকে বকুলের শরীর টা ভাল লাগছিল না । কেমন এক অচেনা অস্বস্তি হচ্ছে । শিমুল একবার ফোন করে জিজ্ঞেস করেছিল , কেমন লাগছে ? ওকেও কিছু বলেনি ।ভেবেছে ঠিক হয়ে যাবে । রাত যত বাড়ছিল তত খারাপ লাগাটা বাড়ছিল । ভোরে নামাজ পড়তে উঠে বাথরুমে গেল । বের হয়ে আসার সময় রক্তে সব ভেসে যাচ্ছিল । ওর মাথাটা ঘুরে উঠলো এত রক্ত দেখে । অনেক কষ্টে রুমে এসে শিমুলকে ডেকে তুলল । বকুল ভয়ে কাঁদছিল তার বাবুটা বাঁচবে কিনা আশংকায় । শিমুল তাকে আশ্বস্ত করল । একটা এ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে গেল । নার্স যখন বাচ্চার হার্ট বিট চেক করছিল তখন বকুল কান খাঁড়া করে রাখল । ও শুনছিল হার্ট বীট কিন্তু তবুও ওর বিশ্বাস হচ্ছিল না । নার্স কে জিজ্ঞেস করে শিউর হয়ে নিল । রক্ত জোগাড় করে আনুশাঙ্গিক সব করতে যখন সময় নিচ্ছিল বকুলের খালি মনে হচ্ছিল ডাক্তার এত দেরী করছে কেন ? আমার বাবুটা যদি না বাঁচে । সিজার হওয়ার পর যখন জ্ঞান ফিরল, নার্স একটা তুলতুলে বাবু নিয়ে এসে বলল, দেখেন আপনার বাবুটাকে । খুশিতে বকুলের চোখ দিয়ে পানি চলে এল । তার কাছে মনে হল , মা দূর থেকে তাদের দুজন কে দেখছে । বকুল মনে মনে বলল, মা , তোমার মেয়েও মা হওয়ার অনুভূতি পেল । তুমি দোয়া করো ।
৬৭ টি মন্তব্য
Ilannitaইলা১৩ মে ২০১২, ২০:২৮
Ilannitaইলা১৩ মে ২০১২, ২০:৩২
প্রথম হবার প্রাইজ দাও 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৩৫
কি চাই বল ?
Ilannitaইলা১৩ মে ২০১২, ২০:৩৮
দিলা তো চিন্তায় ফালাইয়া!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৪১
চিন্তা করতে থাক । 
Ilannitaইলা১৩ মে ২০১২, ২০:৪৬
খেলুম না কিন্তু!
সবাই খালি আমার সাথেই গিফট নিয়া টাল্টি বাল্টি করে!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৫০
আচ্ছা যাও , দেখা হলে একসাথে ঝালমুড়ি আর --- খাব । খালি অংশটুকু বললাম না । অন্যরা জানলে ভাগ বসাবে । 
এখন  নাও ।
Ilannitaইলা১৩ মে ২০১২, ২৩:১১
কবে যে দেখা হবে!  
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২৩:১৩
ইনশয়াল্লাহ , একদিন দেখা হয়ে যাবে । 
Ilannitaইলা১৩ মে ২০১২, ২০:৩০
ইসসস কি অনুভুতি!মা হবার আনন্দটাই হয়ত এমণ!আমার খালামনিকে দেখছি
পুরা ২ দিন কান্না করতে!
খুব ভালো লাগলো
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৪২
হুম, মা হওয়ার অনুভূতি আলাদাই । 
শুভেচ্ছা রইল ।
sagar923রফিকুল ইসলাম সাগর১৩ মে ২০১২, ২০:৩৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৪৩
ধন্যবাদ সাগর ।
sazzad77সাজ্জাদ হোসাইন১৩ মে ২০১২, ২০:৪৩
লিখার অনেকগুলো বাক্য মন ছুঁয়ে গেল।

শুভেচ্ছা এবং শুভকামনা
 

ইলা আপু চিন্তায় ব্যস্ত,আপনি আমাকে দিয়ে দেন পুরস্কার।
অনেক গুলো আইস-ক্রিম দিলেই হবে
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৪৫
লেখাটা কেমন হল ? এত আইসক্রিম দিয়ে কি হবে ? আগে ইলাকে ম্যনেজ করেন ।
sazzad77সাজ্জাদ হোসাইন১৩ মে ২০১২, ২০:৫৫
লিখাটা আমার মনে ধরেছে। 
এখন থেকে বেশী করে আপনার পিছু নিব যেন লিখা অনেকদিন পর পর না দেন। 

ইলা আপু মেনে যাবে। নাইলে একটা আইস-ক্রিম দিয়া দিব
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২১:০৮
আমি ভাই এত লিখতে পারি না । তবে গত কয়দিন লিখতে না পেরে মন টা অশান্ত ছিল । আজ অনেকটা ভাল লাগছে । হায়রে ব্লগ কি জাদু করল!
agnidiptoshimantoমোঃ মুজিব উল্লাহ১৩ মে ২০১২, ২০:৪৩
পড়লাম। 
শুভেচ্ছা নিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৪৬
খারাপ হল না ভাল হল, তাতো বললেন না । 
আপনিও শুভেচ্ছা নেন ।
chomok001মোঃ হাসান জাহিদ১৩ মে ২০১২, ২০:৪৮
খুব ভাল লাগল | 

ভাল থাকুন । ধন্যবাদ ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২০:৫১
ধন্যবাদ জাহিদ । 

শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
ana86মোহাম্মদ এনামুল কবির১৩ মে ২০১২, ২১:০১
সুন্দর হয়েছে গল্পটা । মা কত বড় ! সৃষ্টিকর্তার পরে তার স্থান । আপনাকে ধন্যবাদ ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২১:০৯
শুনে ভাল লাগল । 
ভাল থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী১৩ মে ২০১২, ২১:১৩
একটা তুলতুলে বাবু নিয়ে এসে বলল, দেখেন আপনার বাবুটাকে । খুশিতে বকুলের চোখ দিয়ে পানি চলে এল । তার কাছে মনে হল , মা দূর থেকে তাদের দুজন কে দেখছে । 

অনেক ভালো লাগল। 

অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
vuterachorভূতের আছড়১৩ মে ২০১২, ২১:২৯
বকুলকে খুব পরিচিত মনে হলো।
গল্প ভালো লাগলো।
শুভেচ্ছা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২৩:১২
বকুল কে ত চেনা লাগবেই । সব মায়ের অনুভূতিই ত বকুলের মত । 
ভাল লাগল শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম ।
vuterachorভূতের আছড়১৪ মে ২০১২, ০০:১৫
আপনি স্বস্তি পেয়েছে জেনে আমিও স্বস্তি পেলাম 
vuterachorভূতের আছড়১৪ মে ২০১২, ০০:৫৮
পোস্ট দিয়ে নিজের খবর নেই
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মে ২০১২, ০৮:০৩
সাওদা অসুস্থ । তাই বেশীক্ষণ বস্তে পারিনি । সন্ধ্যায় কিন্তু অনেক্ষন ছিলাম । তখন আপনারা নাই । 
vuterachorভূতের আছড়১৪ মে ২০১২, ০৯:৪০
আল্লাহ গো
আপনি কি ঝগড়া জানেন নাকি? 


ভালো কথা সওদার কি হয়েছে? এখন কেমন আছে? 
vuterachorভূতের আছড়১৪ মে ২০১২, ২১:৩৬
আমিও এই ভাবছি ওর জ্বর হয়েছে।
যাই হোক বাচ্চাদের যত এলোপথি চিকিৎসা কম করা যায় । এর দীর্ঘ্যমেয়াদি রিএকশন খারাপ।
তাই ভালো হোমিও পেলে ভালো হয়।
আর ভালো কথা --- দাওয়া , দোয়া, দান এই তিন মিলে আনে অফুরক্ত কল্যাণ ।
দান করুন ওর জন্য দ্রুত সুস্থ হবে---দান অক্যলানের ৭০ টি দরজা বন্ধ করে দেয়।
যে ব্যাক্তি দিনে ও রাতে প্রকাশ্যে ও গোপণে দান করে তার থাকবেনা বিপদ ও পেরেশানি ।
আর মায়ের দোয়া তো আছেই সাথে ভালো চিকিৎসা
ইনশল্লাহ দোয়া করছি দ্রুত সুস্থ হবে
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মে ২০১২, ০০:৪১
ওকে হোমিও চিকিৎসাই দিচ্ছি । আমি সাধ্যমত চেষ্টা দান করার । 

আমাকে ঝগড়াটে কেন বলা হল ?
dollarজিনজির১৫ মে ২০১২, ০১:০৬
আমার নাহার আপা ঝগড়া করতে পারে না! সে খুব ভাল। এই খালি একটু মাঝে মাঝে গাল ফুলায় আর কি!!!!!!!!!!!!!!!!!!!!! এইটা কিচু না, সাইরা যাইব!!!

সাওদা অসুস্থ? দ্রুত সুস্থ্য হোক এই কামনা রইল। হবে নিশ্চিত, কারন সাওদার মা'র উপর আল্লাহ পাকের রহমত আছে। মায়ের উপর থাকা আর মেয়ের উপর থাকা, একই কথা। দ্রুত সুস্থ হোক। হেসে উঠুক খলবল করে, মামার কথা শুনে।
vuterachorভূতের আছড়১৫ মে ২০১২, ২০:১৮
আমাকে ঝগড়াটে কেন বলা হল ? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মে ২০১২, ২০:২১
ওকে , মেনে নিলাম । আর বললে -----
vuterachorভূতের আছড়১৫ মে ২০১২, ২০:৪৯
meherajsarmin1পাহাড়ী১৩ মে ২০১২, ২১:৩৭
মা মা... অনেককেই সিজারিয়ান টেবিলে কিংবা লেবার রুমে মা হতে দেখি... ওদের কষ্ট দেখে দেখে আমার ভয় ঢুকে গেছে ... কি যে হবে  

নিশ্চয় আপনার নিজস্ব অনুভূতি ... তাইনা?? 

কি সৌভাগ্যবতী  শুভেচ্ছা নিন
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২৩:০৯
হুম , নিজের অনুভূতি থেকেই লেখার চেষ্টা করলাম । 
আপনার জন্য শুভেচ্ছা ।
doyleদোয়েল১৩ মে ২০১২, ২১:৫২
বেশ ভালো লিখেছেন। অভিনন্দন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২৩:০৭
ধন্যবাদ । আপনার জন্য রইল শুভেচ্ছা ।
meghla123456মেঘলা_দুপুর১৩ মে ২০১২, ২১:৫৫
জেসমিন তোমার গল্পের ছলে বলা এই অনুভূতি খুব ভালো লাগলো ।
গল্পটা পড়ে আমার নিজের ও মা হবো এই অনুভূতি টা মনে পড়ে গেলো । একেবারেই অন্য রকম একটা অনুভূতি তাই না জেসমিন ? এটা শুধু মাত্র যারা শন্তান গর্ভে ধারন করেছেন তারা মাত্রই বুঝবেন । আমি সেই অনুভূতি গুলি কিংবা একজন বাবু হবার পর তার গায়ের মিষ্টি গন্ধ , গায়ের ওম আরও অনেক কিছুই এখন ও খুব মিস করি ।

ভালো থেকো জেসমিন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ মে ২০১২, ২৩:০৭
হুম, খুব অন্যরকম অনুভূতি । সাওদা বড় হয়ে যাচ্ছে এটা ভেবে মাঝে মাঝে কেমন যেন লাগে । মনে হয় , আমার এই ছোট্ট সাওদাকে ত আর পাব না । 
আপু লেখার মধ্যে কি কোন অসঙ্গতি ছিল বা অন্য কিছু যোগ করলে ভাল লাগত ? এমন মনে হয় ? 

আপনিও ভাল থাকবেন ।
dollarজিনজির১৫ মে ২০১২, ০০:৪২
‍িবরাট অসংগ‍িত ‍িছল, কান্দাইছেন!! এইটাই অসংগ‍িত! আপনার জ‍িরমানা হইছে!!
meghla123456মেঘলা_দুপুর১৫ মে ২০১২, ০০:৪৩
লিখার মাঝে কোনও অসঙ্গতি ছিলনা । মায়ের অনুভব আসলে কোনও কিছুর সাথেই তুলনিও নয় ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মে ২০১২, ০০:৪৬
শুনে ভরসা পেলাম । দেখি নতুন কিছু লিখতে পারি কিনা ।
dollarজিনজির১৫ মে ২০১২, ০০:৫৯
অতি সত্য কথা। যা শুধু মায়েরাই জানে।
bishadnilimaবিষাদনীলিমা১৪ মে ২০১২, ০০:২১
পড়তে ভালো লাগলো! 

শুভকামনা রইল আপনার জন্য 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মে ২০১২, ০৮:০৩
আপনার জন্যও শুভকামনা । ভাল থাকবেন ।
Bedouinমুহাম্মদ সাঈদ আরমান১৪ মে ২০১২, ০০:২৫
চমৎকার 
হৃদয় ছুঁয়ে যাওয়ার মত একটা লেখা। অভিনন্দন। 
শুভকামনা সতত
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মে ২০১২, ০৮:০৭
আপনার মন্তব্য পড়ে অনেক অনেক ভাল লাগছে । 
ভাল থাকবেন ।
Shongkhobasসেলিনা ইসলাম১৪ মে ২০১২, ০০:৫৫
অতুলনীয় অনুভূতি -শুভেচ্ছা রইল ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মে ২০১২, ০৮:০৮
ধন্যবাদ শঙ্খবাস। ভাল থাকবেন ।
rashedanuরাশেদ আবদুল্লাহ অনু১৪ মে ২০১২, ০৩:২৫
অসাধারণ। চমৎকার লিখেছেন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ মে ২০১২, ০৮:০৯
ভাল লাগল শুনে আমার সাহস বাড়ল আরেকবার লিখার । শুভেচ্ছা রইল ।
dollarজিনজির১৫ মে ২০১২, ০০:৪১
''তুমি বুঝি আমাকে চাওনি ?''

এই লাইনটা পড়ে চোখ ছল ছল করে উঠল!!! কেন এভাবে লিখেন? বুকের মধ্যে এভাবে খামচে ধরে? আপনার উপর অনেক রাগ করলাম! কথা বলব না!!!

শেষের লাইন কটা আমার রাগ পানি করে দিল নাহার আপা! রাগ নাই! কোন রাগ নাই!

অসাধারন লিখেছেন। খুব খারাপ লাগছে এটাই ভেবে যে, আমি নির্বোধ এই লেখা মিস করেছি!!! নিজেই ঠকেছি! আমি কাকে বকব? নিজেকেই বকি!

ভাল থাকুন নাহার আপা, খুব ভাল থাকুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মে ২০১২, ০০:৪৫
হুহ , দেরী করে আসবেন আর খালি ----

আপনার মন্তব্য পড়লে আমি ভরসা পাই এই ভেবে, আর কারো ভাল না লাগুক আমার জিঞ্জির ভাইয়ের ঠিক ই ভাল লাগবে । 

অনেক ভাল লাগা রইল ।
dollarজিনজির১৫ মে ২০১২, ০১:০১
এই তো আ‍বেগে বাইন্ধা ফালাইলেন!!!! যামু কই?

এই ভরসা খুব ভাল, খুব ভাল। জিনজির এটাই চায়। আর কিছু না।

ভাল থাকবেন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মে ২০১২, ১৬:০০
Rabbaniরব্বানী চৌধুরী১৫ মে ২০১২, ১৫:৪৫
এখন প্রায় চৌনে চারটা 

বুঝতে পালাম

জেসমিন আপা, মেঘলা দুপুর আপা, ইলা আপা একসাথেই সাইন ইন করলেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মে ২০১২, ১৫:৫৮
তাই নাকি ? খেয়াল করিনি তো ?
Rabbaniরব্বানী চৌধুরী১৫ মে ২০১২, ১৬:০৬
খেয়াল করেছিলাম, তবে ব্যপারটি কাকতালিও ভাবেই হয়েছে। তবুও খুব ভালো লেগেছে"

ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ মে ২০১২, ১৬:২৩
আমারও জেনে ভাল লাগল । আমার সহ ব্লগার রা আমাকে গুরুত্ব দিচ্ছে তাই ভেবে ।

ভাল থাকবেন । শুভেচ্ছা রইল ।
Asive359আছিব চৌধুরী১৫ মে ২০১২, ২২:৪৫
চমৎকার,শুভেচ্ছা রইল।

মা বলে কথা।
পৃথিবীর সব মায়ের জন্য শ্রদ্ধা ও ভালবাসা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৬ মে ২০১২, ১৬:২৮
আপনার জন্যও শুভেচ্ছা । ভাল থাকবেন ।
abcপঞ্চসুখ২১ মে ২০১২, ২৩:০৪
এই অনুভুতি একমাত্র মা ই বুঝবে। আর কেউ বুঝবে না যেভাবে বুঝান হোক না কেন। খুব হৃদয় স্পর্শী লেখা হেয়েছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ মে ২০১২, ১৬:৫৬
ধন্যবাদ । সত্যিই তাই , মা না হওয়া পর্যন্ত কোন নারীও তা বুঝবে না ।

No comments:

Post a Comment