Thursday, September 11, 2014

নয়নাভিরাম রুইডেসহাইম, জার্মানী( সমাপ্তি )





খাবার শেষ করে আমরা আমাদের ভ্রমণের প্রধান আকর্ষণ ক্যাবল কারে চড়তে হাঁটা শুরু করলাম ।ট্রেন থেকে নামার পর থেকে এই পর্যন্ত যতটুকু পথ হাঁটলাম তাতে চারদিকে পর্যটনের নানান নমুনা দেখতে পেলাম । রাস্তায় প্রচুর পর্যটক , সুসজ্জিত দোকান , প্রচুর রেস্তোরাঁ , আইসক্রিমের দোকান । বোঝাই যাচে খুব জনপ্রিয় একটি জায়গা । দূর থেকে ক্যাবল কার দেখে উত্তেজনায় অস্থির হয়ে রইলাম কখন চড়তে পারবো । কেননা এই প্রথম বলে কথা । আমাদের গাইড সবার টিকেট দিয়ে দিল এবং সিঁড়ি বেয়ে লাইন ধরে আগাতে লাগলাম । ক্যাবল কারে উঠার আগে আমি একটু ভয় পাচ্ছিলাম মেয়ে না জানি আবার কান্নাকাটি করে । কিন্তু সে দেখি বেশ মজা পাচ্ছিল । চমৎকার একটা মুহূর্ত । আনুমানিক ১৪০০ কিমি দূরের Niederwald monument যে পাহাড়ে অবস্থিত সেখানে যাওয়ার জন্য এই ক্যাবল কারের ব্যবস্থা । দুই সিটের এই ক্যাবলগুলো কম বেশি ২০৯ মিটার উপর দিয়ে চলছিল । প্রায় ৮৫ টি ক্যাবল কার ঘণ্টায় প্রায় ৭২০ জন যাত্রী আনা নেওয়া করে । 

ক্যাবল কার থেকে যতদূর চোখ যায় দেখতে পেলাম দারুণ এক চিত্র । দূর পাহাড়ের ঢালে ঢালে শহর , মাঝখান রাইন নদী অনেক দূর চলে গিয়েছে । নিছের দিকে তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর আঙ্গুর ক্ষেত ।তার মাঝ দিয়ে রাস্তা চলে গিয়েছে । সেই রাস্তা দিয়েও পর্যটকরা মনুমেন্টটি দেখতে যাচ্ছে পাহাড়ে । ঘোড়ায় করেও যাওয়ার ব্যবস্থা আছে । রুডেসহাইম শহরটিকেও দেখাচ্ছিল ছবির মত । অল্প কিছুক্ষণের মাঝেই আমরা পাহাড়ে পৌঁছে গেলাম । আমাদের আরও প্রোগ্রাম থাকায় এখানে মাত্র ৪০ মিনিট দেয়া হয়েছিলো Niederwald monument ঘুরে ফিরে দেখার জন্য । কিন্রু এতো সুন্দর জায়গাটি দেখার জন্য সময়টা ছিল খুবই কম । নয়ন ভরে দেখবো নাকি ছবি তুলবো এই আফসোস করতে করতেই সময় শেষ হয়ে গেল । 

চমৎকার এক ভাস্কর্য কর্ম Niederwald monument। ১৮৭১ সালে নেয়া প্ল্যান এবং এর নির্মাণ কাজ শেষ করতে ১২ বছর লেগেছিল । এটি ফ্রাঙ্কো – প্রুশিয়ান যুদ্ধের শেষে জার্মান সাম্রাজ্যের নিদর্শন হিসেবে তৈরি করা হয়েছিল । এটি লম্বায় ৩৮ মিটার ( ১২৫ ফুট) । ২০০২ সাল থেকে এটি UNESCO World Heritage এর অংশ হিসেবে গৃহীত হয় । 


এখানে আমাদের সাথে তিনজন বাংলাদেশীর দেখা হোল । একজন ফ্রাঙ্কফুর্টে স্থায়ী বাকি দুইজন বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন । তাদের সাথে পরিচিত হতে পেরে উভয় পক্ষের খুব ভালো লেগেছিল । এখানে আমরা ছবি তুলে , প্রাকৃতিক শোভা উপভোগ করে আবার ক্যবল কারে করে ফিরে এলাম । এরপর আমরা রাইন নদীতে ভ্রমণের উদ্দ্যেশে একটি শিপে উঠলাম । প্রায় দেড় ঘণ্টা সময় প্রায় পুরো শহরের পাশ দিয়ে ঘুরলাম । শিপ থেকে নদী পাড়ের শহর , পাহাড় , ঢালে আঙ্গুর ক্ষেত , রাস্তা , রাস্তার পাশ দিয়ে চলন্ত ট্রেন , উৎসাহী সাইকেল আরোহীদের চলাচল অপূর্ব লেগেছিল । আর এর সব কিছুর সাথে রোদের খেলা আমাদের সারাদিনের ভ্রমণকে অনেক বেশি আনন্দের করে তুলেছিল । 

ছয়টায় আমাদের ফিরতি ট্রেন ছিল । তাই আমরা রাস্তার পাশের দোকানগুলিতে হাঁটতে হাঁটতে চোখ বুলিয়েই স্টেশনে চলে এলাম । ততক্ষণে স্টেশনে প্রচুর মানুষের সাইকেলের ভিড় । এই শহরটি সাইক্লিং করার আদর্শ একটি জায়গা বলে লোকজন অন্য শহর থেকেও সাইকেল নিয়ে চলে আসে। এত মানুষ দেখে বেশ টেনশনেই ছিলাম ট্রেনে জায়গা পাওয়া যাবে কি না। বেশ কয়েকটা বগীতে উঠতে গিয়ে ব্যর্থ হয়েছিলাম বগির দরজার কাছে সাইকেলের ভিড়ের কারণে । তখন খুবই বিরক্তি লেগেছিল কেন সাইকেল আরোহীদের জন্য আলাদা বগির ব্যবস্থা রাখেনি ভেবে । আমাদের দলটা একসাথে উঠতে না পেরে এক একজন এক বগিতে উঠেছিল । দুর্ভাগ্যবশত সেই বাচ্চাটা আমাদের বগিতেই ছিল । তাই তার কান্না শুনতে শুন্তেই আসতে হোল । ফ্রাঙ্কফুর্টে ট্রেন বদল করে আমরা প্রায় রাত নয়টার দিকে গিসেন এসে পৌঁছালাম । শেষ হোল আমাদের আনন্দের একদিন । 



এখান থেকেই আমরা ক্যাবল কারে উঠেছিলাম । 



পাহাড়ের দিকে যাচ্ছে এবং অপর পাশে পাহার থেকে আসছে 



উপর থেকে শহর ও নদী 





মনুমেন্ট এর কাছে 



মনুমেন্টটি 



বেগুনী রঙের চমৎকার ফুল 



চমৎকার পরিবেশ 



শিপ থেকে চমৎকার দৃশ্য । 



দূর পাহাড়ে স্লশ । 





আরেকটি ক্যাবল কারের ট্রেইল 



এমন সুন্দর বাড়ি ছিল পর্যটকদের জন্য । 



নদীর পাশ দিয়ে এভাবে ট্রেন যাওয়ার দৃশ্য যে কাউকেই মুগ্ধ করবে । 

আশা করি সবার ভালো লেগেছে ।
১০৭ টি মন্তব্য
sularyআলভী২২ আগস্ট ২০১৩, ২১:৪০
স্বাগতম...................
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২১:৫০
ধন্যবাদ । 
KohiNoorমেজদা২২ আগস্ট ২০১৩, ২১:৪৩
খুব সুন্দর। অসাধারণ। ধন্যবাদ জেসমিন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২১:৫৬
ধন্যবাদ মেজদা । 

ভালো থাকবেন । 
KohiNoorমেজদা২২ আগস্ট ২০১৩, ২২:১০
মালেয়শিয়ায় গেইন্টিং হাইল্যান্ডে যখন আমরা কেবল কারে উপরে উঠছিলাম, এক পর্যায়ে সাদা মেঘ এসে আমাদের ঢেকে ফেললো। আমি আমার ছেলে মেয়ে বা বউকে কাউ কাউকে দেখতে পাচ্ছি না যদিও আমরা একই কারে ছিলাম। কম্পিঊতারে বললো-এভাবে ৪ মিনিট বসে থাকুন তারপর সব পরিষ্কার হয়ে যাবে। সেই চার মিনিটকে আজও ভুলতে পারি নাই। যদিও এর পরের আরও অন্য দেশে উঠেছি কিন্তু সেই ভাবে দেখি নাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:২১
হুম, স্পেশাল কিছু মুহূর্ত কখনো মন থেকে মুছে যায় না । 
মেজদা লিখুন না সেই সব সুন্দর জায়গাগুলি নিয়ে । আমরা কিছু জানতে পারবো ।
KohiNoorমেজদা২২ আগস্ট ২০১৩, ২২:৩১
ভ্রমন কাহিনী লিখতে হলে লিখতে পারবো অনেক কিন্তু কাহিনী লিখতে মন চায় না। আমার সারা জীবনের ভ্রমন কাহিনীতে নানা কিছু আছে, দুঃক্ষ-আনন্দ সব। একবার এক ইন্টারনেট বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে দূর এক দেশে গিয়েছিলাম, কত আনন্দ ফুর্তির পর বিদায়ের সময় তার কান্না দেখেছিলাম যা আজও আমার মনে দাগ কেটে আছে। এমন বিদায়ী কান্না আমি আজও দেখি নাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:৪৬
জোর দাবী জানাচ্ছি ভ্রমণ কাহিনীর জন্য ।
লেখা চাই , লেখা চাই 
আর কোন কথা নাই ।
KohiNoorমেজদা২২ আগস্ট ২০১৩, ২২:৪৯
এইবার আমি পালাই------- 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:৫৯
KohiNoorমেজদা২২ আগস্ট ২০১৩, ২৩:১১
sularyআলভী২২ আগস্ট ২০১৩, ২১:৫৪
অনেক মুগ্ধ হয়ে মনোমুগ্ধকর দৃশ্য এবং চমৎকার ধারাবিবরণী সাথে ছবির ক্যাপশন সব মিলিয়ে দারুন এক ট্যুর প্যাকেজ। আপু আপনিতো ক্যাবল কারে সাহস করে উঠেছিলেন আর এখান থেকে আমারই হাঁটু কাপছে। ক্যাবল কার বা বাংলাদেশে রোপ ওয়ে বলা হয় সিলেটে আছে। আপনার সফর সঙ্গী সেই বাচ্চটার কান্না যেন আমার কানে ভেসে আসছে আহা.....কি মিষ্টি। আবার সামনে যে ট্যুর আপনাদের জন্য অপেক্ষা করছে সেখানে বেবী এলাউড না তাই বলে কি হাতছাড়া করবেন? অনেক ধন্যবাদ আমাদের নিয়ে ভ্রমন কাহিনী শেয়ার করার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২১:৫৯
বাংলাদেশে আছে কি না আমার জানা ছিল না । আপনার কাছ থেকে জানলাম । 

বাচ্চা এলাউড না , তাই যাওয়া হবে না । কিন্তু এবার দুইদিনের ট্যুর ছিল । কপাল খারাপ । 

ধন্যবাদ আলভী ভাই সবসময় পাশে থেকে সাহস এবং উৎসাহ দেন বলে ।
sularyআলভী২২ আগস্ট ২০১৩, ২২:২৬
দেশে থেকে আপনাকেতো আমি ভালো জ্ঞান দিচ্ছি, রাইন নদীর ইতিহাস জানা ছিলনা বাংলাদেশের রোপ ওয়ে সম্পর্কে জানা ছিল না। হা..হা...হা......।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:৪০
জ্ঞান যে কোন জায়গা থেকেই দেওয়া যায় । সবাই কি আর সব জানতে পারে ? 
আপনি জানেন বলেই দিয়েছেন এবং আমি নিয়েছি । 
এখানেই তো ব্লগিং এর সুবিধা ।
sularyআলভী২২ আগস্ট ২০১৩, ২২:৪৯
আপু এই অধম মুর্খরে নিজ গুনে ক্ষমা করবেন। আপনারা লেখা পড়া শিখতে, গবেষনা করতে বিদেশ গেছেন আর আমি তাল পাতার সেপাই ঘরে বসে আন্ডা খাই! আপনাকে জ্ঞান দিব আমি?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:৫৪
এই হিসেব করলে কি হবে ? আপনি যখন সুযোগ পেয়েছিলেন আপনিও বাইরে এসেছিলেন । 
বিদেশ , দেশ বলে কোন কথা নয় । সবার সবার কাছ থেকে জানার আছে , শেখার আছে । 
ভালো থাকবেন আলভী ভাই ।
sularyআলভী২২ আগস্ট ২০১৩, ২৩:০৩
তবে ব্লগে আমরা প্রতিনিয়ত নতুন কিছু দেখছি এবং নতুন কিছু শিখছি। অনেক দিন আগে কবি সুনির্মল বসু লিখে গেছেন “বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র” সত্যিই কবির সে স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে। ঘরে বসে আজ বিশ্বের সব কিছুই শেখা সম্ভব হচ্ছে। ধন্যবাদ আপু।
sularyআলভী২৩ আগস্ট ২০১৩, ১৮:১৩
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২১:৩৪
আলভী ভাই ছবিটা নীচে দেখে উত্তর দিয়েছি । অনেক ধন্যবাদ ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২২ আগস্ট ২০১৩, ২১:৫৬
আহ! যেমন ছবি তেমন বর্ননা। চোখের সাথে মনও জুড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:২৪
আমারও জেনে ভীষণ ভালো লাগলো প্রামাণিক ভাই । আপনারা পছন্দ করেন বলেই আমি কিছু ছবি ব্লগের জন্য আলাদা করে তুলি যাতে আপনাদের সাথে সেই জায়গাটিকে পরিচয় করিয়ে দিতে পারি । 

ভালো থাকবেন ।
Jolrashiনুসরাত জাহান আজমি২২ আগস্ট ২০১৩, ২১:৫৮
ভালো লেগেছে মানে???? অসাধারন, অসাধারন, অসাধারন  । 

ক্যাবল কারের ব্যাপারটা দারুন লাগসে। ছবিগুলা দেখে খুব ভালো লাগলো। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:২৭
আহা । আমাকে আর পায় কে । পরের ভ্রমণে এখুনি বের হয়ে যেতে ইচ্ছে করছে । 

প্রথমবার ক্যাবল কারে চড়ে আমারও অসাধারণ লেগেছিল । 
ভালো থেকো আপু ।
Jolrashiনুসরাত জাহান আজমি২২ আগস্ট ২০১৩, ২২:৪৪
তা আর বলতে? তুমি যত বেশি ভ্রমন করবে, আমরা তত বেশি ভ্রমন কাহিনী পড়ব সাথে তো সুন্দর সুন্দর ছবি ফ্রি। 

ভালো থেকো তুমিও।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:৫৫
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২২ আগস্ট ২০১৩, ২১:৫৮
চোখ জুড়িয়ে আসে যেন নতুন লেখায় । অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর কিছু ছবি আমাদের উপহার দেয়ার জন্য
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:৫৭
এমন মন্তব্য যে কতখানি প্রেরণা জাগায় বলে বুঝাতে পারবো না । 
তোমার জন্য একটা নতুন রেসিপি নিয়ে সহসাই হাজির হচ্ছি । চোখ রেখো । 
শুভেচ্ছা নিও ।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম২২ আগস্ট ২০১৩, ২২:১২
নয়নাভিরাম দৃশ্যের সাথে সাথে চমৎকার বর্ণনা। এক কথায় অসাধারণ। ধন্যবাদ, বোন জেসমিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২২:৫৮
আপনাদের ভালো লাগাতে পারলাম জেনে আমি খুব আনন্দিত । 
চেষ্টা করবো আরও কিছু দেখা নতুন জায়গা আপনাদের সামনে হাজির করতে । 
দোয়া করবেন আবু হেনা ভাই ।
baganbilas1207কামরুন্নাহার২২ আগস্ট ২০১৩, ২২:১৮
অনেক অনেক সুন্দর বর্ণনা, সাথে ছবি ও ক্যাপশন। 
ছবিগুলো আসলেই ছবির মতন। 
দূর থেকে ট্রেনটাকে অজগর সাপের মত মনে হচ্ছে। 

অনেক ভাল থেক জেসমিন।
আরো আরো লিখবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২৩:০৫
সত্যি আপু , ট্রেনটা যখন আসছিল তখন আমারও এটাই মনে হয়েছিল । 

পুরো শহরটাই ছবির মত সাজানো । 

আশা রাখছি আরও কিছু ভ্রমণ কাহিনী নিয়ে আসতে পারবো । 
ভালো থাকবেন আপু । 
anti11এন্টি ভাইরাস২২ আগস্ট ২০১৩, ২৩:১৭
ক্যাবল কারে উঠার শখ আমার নাই  
যদি পরে মরে যাই 

তাহাহইলে আপডেট লইতে পারিবোনা  

সুন্দর।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ আগস্ট ২০১৩, ২৩:৫৮
শখ না থাকলে আর কি করবো । মিস কবেন একটা কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারবো । 

ধন্যবাদ ভাইজান । 
mukto75মুক্তমন৭৫২২ আগস্ট ২০১৩, ২৩:২৬
খুব ভালো লাগলো ভ্রমন বিবরণ সংগে ছবি গুলোও। কয়েকটি ছবি বেশ চমৎকার তুলেছেন, আবার ২/১ টা ছবিতে অন্য পর্যটকদের মাথা বা শরীর চলে এসেছে। দর্শনীয় কোনো স্থানের ছবি তুলবার সময় খেয়াল রাখবেন ছবিগুলোকে শুধুমাত্র ঐ স্থানটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে নেয়া যায় কিনা। 
যাহোক, শুভকামনা রইল। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ০০:০২
কত্তদিন পর আপনি আমার পোস্টে !! 

হ্যাঁ , ছবি তোলার সময় বিষয়টা মাথায় রাখি । তবুও মাঝে মাঝে দুই একটা ছবিতে মানুষ চলেই আসে । খুব বেশি সময় নিয়ে না গেলে এবং নিরিবিলি না হতে পারলে এই সমস্যায় বেশি পড়তে হয় । 
তারপরও আমি এখন থেকে আরও বেশি খেয়াল রাখবো । 

খুব ভালো লাগলো আপনাকে পেয়ে । অনেক অনেক ভালো থাকবেন ।
sagar923রফিকুল ইসলাম সাগর২২ আগস্ট ২০১৩, ২৩:৩৫
বাহ ! অনেক গুলো ছবি ভালো লাগল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ০০:০৮
আপনি অনেকদিন পর ব্লগে । 
কেমন আছেন ? ধন্যবাদ পোস্টটি দেখার জন্য ।
Ashiq78আশিকুজ্জামান২৩ আগস্ট ২০১৩, ০০:০৭
মুগ্ধো করার মতো ছবি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ০০:১৪
ধন্যবাদ আশিকুজ্জামান ভাই । আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
rodela2012ঘাস ফুল২৩ আগস্ট ২০১৩, ০০:০৯
একদিনের জার্নিতে দেখা যায় অনেক কিছু দেখেছেন। ক্যাবল কারের জার্নিটা যে বেশ উপভোগ্য ছিল তা আপনার বর্ণনায়ই ফুটে উঠেছে। ফিরতি পথে সেই বাচ্চার আবার দেখা পেলেন। একেই বলে কপালে থাকলে ঠেকায় কে! আসলেই নয়নাভিরাম কিছু দৃশ্য দেখলাম আপনার ক্যামেরার বদৌলতে। ছবিগুলোও তুলেছেন বেশ চমৎকার। চলতি পথে ছবি তুলেছেন, তাও বেশ সুন্দর হয়েছে। সাইকেল যাত্রীরা কিছুটা বিড়ম্বনার সৃষ্টি করলেও ভ্রমনের আনন্দটা মাটি করতে পারে নাই। সব মিলিয়ে দারুণ একটা ভ্রমণ কাহিনী পড়লাম আপনার দুই পর্বের ধারাবাহিকে। ধন্যবাদ জেসমিন আপা এতো সুন্দর একটা ভ্রমণ কাহিনী আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ০০:২১
হ্যাঁ , একেই বলে কপাল । 
তবে মা তো ,তাই এসব যন্ত্রণা খুব বেশি যন্ত্রণা মনে হয় না । 
আসলেই পুরোটা দিন এত সুন্দর ভাবে শেষ করেছিলাম ঘরে ফেরার সময় সবাই খুব তৃপ্ত ছিলাম । 
আমার বর্ণনা ও ছবি আপনাদের আনন্দ দিতে পেরেছে জেনে খুব ভালো লাগছে । 
কোমর বেঁধে আরেকটি ভ্রমণ পোস্ট নিয়ে চলে আসছি অতি সত্ত্বর । 

ভালো থাকবেন ঘাসফুল ভাই ।
rodela2012ঘাস ফুল২৩ আগস্ট ২০১৩, ০০:২৮
তাড়াতাড়ি আসুন। পাশেই পাবেন জেসমিন আপা। জার্মানিতে দু'বার গিয়েছি। দু'বারই অফিসিয়াল কাজে ফ্রাঙ্কফুর্ট গিয়েছিলাম কিন্তু কাজের চাপে কোথায় ঘুরে দেখার সময় হয় নাই। এখন আফসোস হচ্ছে আপনার ভ্রমণ কাহিনী পড়ে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ০০:৩৪
তাই নাকি ? আপনি আবার আসুন না ফ্রাঙ্কফুর্টে । মাত্র ৪০ মিনিট লাগে আমার শহরে আসতে । খুব ভালো লাগতো অথিতি হিসেবে আপনাকে পেলে ।
nnabiপ্রফেসর নূরুন্নবী২৩ আগস্ট ২০১৩, ১৩:৫২
Rüdesheim ভ্রমণে অভিজ্ঞতা নিয়ে স্নেহার্শীবাদ বোন লুৎফুন নাহার জেসমিন এর লেখা আমাকে মুগ্ধ করেছে। এছাড়া চলিত ভাষা সুন্দর সন্নিবেশিত হয়েছে। সব কিছু মিলে সুন্দর একটি পোস্ট। যা ভ্রমণকারীদেরকে প্রেরণা যোগাবে। নদীর পাশ দিয়ে নয়নাভিরাম ট্রেন যাওয়ার দৃশ্য সত্যিই মুগ্ধ করার মত। । ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন দূর দেশে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:০৮
শ্রদ্ধেয় নুরুন্নবি ভাই , আপনার মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিল । চেষ্টা করেছি যতটা সম্ভব আকর্ষণীয় ভাবে সবার কাছে উপস্থাপন করতে । যদিও চোখে দেখা জায়গাটি তার চেয়ে আরও বেশি সুন্দর । 

আপনাকে পেয়ে খুব ভাল লাগলো । ভালো থাকবেন ।
Emdad57বালুচর২৩ আগস্ট ২০১৩, ১৩:৫৪
আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর ।
অনেক অনেক শুভেচ্ছা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:১৯
বালুচর ভাইকে পেয়ে আমি ভীষণ খুশি হলাম । 
ছবিগুলো ভালো লাগা তৈরি করতে পারলো জেনে ধন্য হলাম । ভালো থাকবেন ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৩ আগস্ট ২০১৩, ১৫:১৪
এখনো মনে আছে ছোট বেলায় আমাদের মাঝে ঈদ কার্ড দেয়া নেয়া ছিলো। অনেককে দিতাম অনেকের কাছ থেকে পেতাম। সেগুলোর দৃশ্য ছিলো সেখানে দারুন ।
মনে হচ্ছে সেগুলোকে এসব দৃশ্য অনেক বিরাট ব্যবধানে হার মানাবে।
কিছু কিছু ছবি অবিশ্বাস্য রকমের সুন্দর। 
আপনার দারুন ছবি পোস্ট। ভালো থাকুন সবসময়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:৪০
আমরাও ক্যালেন্ডারে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম । 
সেই সুন্দর জায়গাগুলি নিজের চোখে দেখতে পারার আনন্দই আলাদা । 
জমির ভাইকে আবারো পেয়ে এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।
kamaluddinকামাল উদ্দিন২৩ আগস্ট ২০১৩, ১৫:৩৩
এসব দেখে আমার আফসোসই কেবল বাড়ে, করে যে পুরো বিশ্বটা দেখবো 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:৪২
ইনশয়াল্লাহ , একদিন হয়তো সুযোগ পেয়েও যাবেন । মন খারাপ করবেন না । 
ধন্যবাদ কামাল ভাইকে । ভালো থাকবেন ।
kamaluddinকামাল উদ্দিন২৪ আগস্ট ২০১৩, ০৭:৩১
হুমম, সেই আশায়ই আছি, ধন্যবাদ আপু।
MirHamidহামি্দ২৩ আগস্ট ২০১৩, ১৬:০২
ভ্রমণ কাহিনী পেলে একটানে পড়ে ফেলি । আপনার ভ্রমণ বিষয়ক লেখাগুলো অনেক ভাল হয় । এটাও ভাল লেগেছে । চমৎকার !
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:৪৬
আপনার এই মন্তব্য আমার জন্য বড় পাওয়া । আমি আরও চেষ্টা আমার দেখা নতুন জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরতে । 
ভালো থাকবেন হামিদ ভাই ।
narunabdনাসরিন চৌধুরী২৩ আগস্ট ২০১৩, ১৭:৫১
তোমার ভ্রমন কাহিনী দেখে দেখে এখন আমার ও ভ্রমন করতে ইচ্ছা করছে ।আমার জীবনে ভ্রমনের অভিজ্ঞতা খুব কম ।তবে বেশ ভাল লাগল তুমি বেশ আনন্দ নিয়ে ভ্রমন করছ দেখে ।আর ক্যাবলে চড়ার সময় তোমার ভয় করেনি?আমি হলে ভয়েই ঊঠতাম না ।আর ছবিগুলোও অনেক সুন্দর ।শুভকামনা রইল ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:৫২
তুমিও ব্যস্ততার ফাঁকে ফাঁকে ভাইয়াকে নিয়ে যতটা পারো ঘুরে এসো । তোমার অবশ্য তাড়া নেই । 
না , একটুও ভয় লাগে নি । বরং আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো । 

ভালো থেকো । 
narunabdনাসরিন চৌধুরী২৩ আগস্ট ২০১৩, ১৭:৫১
দুর্ভাগ্যবশত সেই বাচ্চাটা আমাদের বগিতেই ছিল । তাই তার কান্না শুনতে শুন্তেই আসতে হোল । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:৫৩
কারো দুঃখে কেউ হাসে । 
shohorab921কবি মন২৩ আগস্ট ২০১৩, ১৮:১২
পোস্টটি পরেছিলাম আগেই । লগিন সমস্যায় মন্তব্য দিতে পারিনি । ক্যাবল কার থেকে তোলা দৃশ্য গুলো অনেক ভাল লেগেছে । আমি ভাবছি আমাদের দেশটা ক্যাবল কার থেকে কেমন লাগবে । যদিও আলভি ভাই বলেছে সিলেটে নাকি আছে । আমি ওইদিকে এখনও যাইনি । 
সেইকেল গুলোর জন্য আপনাদের ট্রেনে উঠতে সমস্যা হচ্ছিল । তখন হয়ত একটু খারাফ লেগেছিল । ট্রেন মিস করার আশংকা নিয়ে বগি খুঁজছেন আর ছুটছেন দল নিয়ে । কিন্তু পরে হয়ত ঠিকই এই ব্যাপারটির জন্য ভাল লেগেছে । কারন এই সাইকেল গুলো না থাকলে সাইকেল গঠিত স্মৃতিটাও আপনের হতো না । 
যাহোক সবমিলিয়ে খুব ভাল লাগল । আর আপনি বলেছেন পরবর্তি ভ্রুমনের পোষ্ট নিয়ে আবার আসছেন । কাম হেয়ার অ্যগ্যাইন সুন ... অপেক্ষায় আছি ।
sularyআলভী২৩ আগস্ট ২০১৩, ১৮:১৫
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২১:০৩
অনেক বেশি সুন্দরই লাগার কথা আমার শ্যামল বাংলাদেশকে । 

ঠিকই বলেছেন , সাইকেলের বিড়ম্বনা থাকাতেই ভ্রমণটাকে আরও বেশি মনে রাখা গিয়েছে । 
পরবর্তী লেখা রেডি করে ফেলেছি । আশা করি দুই তিনদিনের মধ্যে দিয়ে দিতে পারবো । 

অনেক অনেক ধন্যবাদ আপনার আন্তরিক মন্তব্যের জন্য । খুব ভালো থাকবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২১:০৪
আলভী ভাইয়ের ছবি দেখে তো লোভ হচ্ছে । ধন্যবাদ আলভী ভাই ছবিটা দেওয়ার জন্য ।
Numan75নুমান২৩ আগস্ট ২০১৩, ১৯:১৪
আসসালামু আলাইকুম
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২০:০২
ওইয়ালাইকুম আস সালাম । 
আমি কি ভূত দেখলাম !!!!
Numan75নুমান২৩ আগস্ট ২০১৩, ১৯:১৯
বাহবাহ! খুব সুন্দর!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২১:০৯
অনেক ধন্যবাদ নুমান ভাই । কিন্তু আপনি এমন হাওয়া হয়ে গেলেন কেন ?
sularyআলভী২৩ আগস্ট ২০১৩, ২১:২৩
উপরে একটা ছবি ও মন্তব্য আছে।
sularyআলভী২৩ আগস্ট ২০১৩, ২২:০৪
ছবি এবং একটা মন্তব্যের কথা বলেছিলাম আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২২:২৬
আপনার সেই মন্তব্য একেবারেই ঠিক । কবির স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে । আমরা এখন বিশ্বের নানা প্রান্তে বসে একে অপরের কাছ থেকে শিখছি । 
ভালো থাকবেন ।
Maeenমাঈনউদ্দিন মইনুল২৩ আগস্ট ২০১৩, ২২:১৩
ভাগ্যিস জেসমিন আপাকে আমরা গত বছর জার্মানিতে পাঠিয়েছিলাম...
কী ভালো কাজটাই না করলাম  
তা না হলে এতো মজার তথ্য আর সুন্দর ছবি আমরা কোথায় পেতাম?

বাংলাদেশি নাকি চাঁদেও আছে। কয়েকদিন আগে তো একজনের জলজ্যান্ত ছবি দেখা গেলো 

অনেক শুভেচ্ছা জেসমিন আপা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ আগস্ট ২০১৩, ২২:৩৫
হ্যাঁ , একখান জব্বর কাজ করেছেন আপনারা এবং জার্মান এমব্যাসির সেই গোঁফওয়ালা । 
নইলে কি আর আমিও দেখতে পারতাম ? 
বেশি করে দোয়া করে দিব নি । 

তাইলে তো প্রমাণ পাওয়াই গেলো চাঁদেও বাংলাদেশি আছে । 

ধন্যবাদ মইনুল ভাই চমৎকার আর মজার মন্তব্যের জন্য । 
অনেক অনেক ভালো থাকবেন । 
sularyআলভী২৩ আগস্ট ২০১৩, ২২:৪০
পরবর্তি পোষ্টের অপেক্ষায় রইলাম আপু। ধন্যবাদ ভালো থাকেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ আগস্ট ২০১৩, ২১:২৩
খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব । ততক্ষণ ভালো থাকবেন ।
sularyআলভী২৬ আগস্ট ২০১৩, ২১:৩২
খুব তাড়াতাড়ি মানে কয়দিন আপু?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ আগস্ট ২০১৩, ২১:৩৮
আজ ভালো লাগছে না তাই দিতে ইচ্ছে করছে না । আমি ভাই অলস মানুষ । 
sularyআলভী২৬ আগস্ট ২০১৩, ২২:০২
আপনি অলস সত্যিই হাসালেন মোরে,
আমি একথা বিশ্বাস করবো কি করে?
sularyআলভী২৭ আগস্ট ২০১৩, ২২:২৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ আগস্ট ২০১৩, ২৩:০১
ছবি আপলোড হয় না । তাই আজও পোস্ট দিতে পারলাম না । 
WAHIDUDDINওয়াহিদ উদ্দিন২৪ আগস্ট ২০১৩, ০৯:৫৪
খুব সুন্দর লাগল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ আগস্ট ২০১৩, ২১:২৫
ধন্যবাদ ওয়াহিদ ভাই । 
sanatghoseসনৎ ঘোষ২৫ আগস্ট ২০১৩, ২০:১৩
খুব ভাল লাগলো ছবি সহ ভ্রমনের বর্ণনা।মাঝেমধ্যে এধরনের ভ্রমনের বিবরন আমাদের সাথে শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো বোন জেসমিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ আগস্ট ২০১৩, ২১:৩০
সনৎ দা কে পেয়ে খুব ভালো লাগলো । জেনে স্বস্তি পেলাম লেখাটি আপনার ভালো লেগেছে । 
আমি আপনাদের আগ্রহের কথা মনে রাখবো । 
ভালো থাকবেন ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ আগস্ট ২০১৩, ০৬:০১
অবশ্যই অন্নেক ভালো লেগেছে জেসমিন, তোমার ছবি সহ ভ্রমন কাহিনী। এককথায় অসাধারণ! অসাধারণ!! শেয়ার করার জন্য অন্নেক ধন্যবাদ তোমাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ আগস্ট ২০১৩, ২১:৩৯
আপুটা এত আন্তরিকভাবে উৎসাহ দিয়ে যায় আবার লিখতে বসে যেতে ইচ্ছে করে । 
অনেক অনেক ভালোবাসা রইলো আপু ।
ishakkhanইসহাক খান২৬ আগস্ট ২০১৩, ১৪:২৫
খুব সুন্দর ছবিগুলো। অনেক ভালোলাগা জানবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ আগস্ট ২০১৩, ২১:৪০
ধন্যবাদ ইসহাক ভাই । আপনি নিয়মিত আমার ব্লগের আসছেন , কৃতজ্ঞতা । 
শুভেচ্ছা নিবেন ।
tmboss172তৌফিক মাসুদ২৮ আগস্ট ২০১৩, ০১:১৬
আমারো দেখা হয়ে গেল। 

অনেক দিন পড়ে আপনার ব্লগে আসলাম। দেড় মাস ব্লগে ছিলামনা। রমজান ও ঈদের কারনে। আপনাকে শুভেচ্ছা জেসমিন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ আগস্ট ২০১৩, ১৬:৩০
আরও কিছু ভ্রমণ পোস্ট ছিল কিন্তু ব্লগে ছবি আপলোড হচ্ছে না তাই দিতে পারছি না । 

হ্যা অনেকদিন পর এলেন আমার ব্লগে । আপনাকে ইদানিং ব্লগে অনেক রাতে দেখা যায় । আশা করি এখন থেকে নিয়মিত পাচ্ছি । 

ভালো থাকবেন । অনেক অনেক শুভেচ্ছা রইলো ।
sularyআলভী২৮ আগস্ট ২০১৩, ১৬:৩৮
গতকাল আপনার পোষ্টে এসে মন্তব্য করতে পারছিলামনা নেটের সমস্যার কারনে। আজ আমার পোষ্টে আপনার চমৎকার মন্তব্য আমাকে দারুনভাবে মুগ্ধ করেছে আপু। আপনার অলসতা কি ভাঙ্গলো? আজকে কি পোষ্ট আছে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ আগস্ট ২০১৩, ১৬:৪৩
না ভাই আজো পোস্ট মনে হয় দেওয়া যাবে না । ছবি তো আপলোড হয় না । বুঝতে পারছি না এটা কি আমার সমস্যা নাকি সবার । আর এই ভ্রমণ লেখাগুলো সেশ না করে আমার অন্য লেখায় হাত দিতে ইচ্ছে করছে না । 
ভালো থাকবেন ।
tusharahasanতুষার আহাসান২৮ আগস্ট ২০১৩, ২০:৫১
মুগ্ধ হয়ে ছবি গুলোই দেখলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ আগস্ট ২০১৩, ২২:১০
হুম, মুগ্ধ হওয়ার মতই ছবি । সরাসরি দেখতে আরও অনেক বেশি সুন্দর ।
opornaঅপর্ণা২৮ আগস্ট ২০১৩, ২৩:২৬
হ্যালো জেসমিন , কেমন আছো ?
তোমার পোষ্ট মনোযোগ দিয়ে পড়িনি , জাস্ট চোখ বুলালাম , শুধু ছবিগুলো দেখলাম। খুব ঘুরে বেড়ানো হচ্ছে বুঝি ? খুব আনন্দে জার্মানিতে সময় কাটছে হালকা চোখ বুলালেও বেশ বোঝা যায়। 
সময় গুলো আনন্দময় হোক সাওদা আর পলাশ ভাইয়ের সাথে। বাংলাদেশে কবে আসছো ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ আগস্ট ২০১৩, ০২:০৭
আররে !!! অবাক করলেন । 

হ্যা আপু ভালো আছি । হুম, আল্লাহর রহমতে ভালোই কাটছে দিনগুলি । তাই বলে দেশের কথা ভুলে গিয়েছি তা কিন্তু নয় । প্রতিদিন একটা সময়ে ঠিকই প্রিয়জনদের কথা মনে পড়ে চোখের পানি গরিয়ে পড়ে । 

মোটামুটি চেষ্টা চলছে যতটা ঘুরে দেখা যায় আরকি । আজ ফ্রান্স যাওয়ার বুকিং দেওয়া হয়েছে । বাকিটা আল্লাহর ইচ্ছা । 
বাংলাদেশে আসতে আরও প্রায় দেড় বছর বাকি আছে । দোয়া করবেন সব যেন ভালো মত শেষ হয় । তাহলে সময় মত চলে আসা যাবে । 
ভালো থাকবেন আপু । 
sularyআলভী২৯ আগস্ট ২০১৩, ২২:১৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ আগস্ট ২০১৩, ১৫:০৪
jadobযাদব সূত্রধর০২ সেপ্টেম্বর ২০১৩, ১৬:০৫
আপা এই সেই লাইন 



যত্ন করে রেখে দেবেন। বার্তায় দেয়া নিয়ম ফলো করবেন। 
ধন্যবাদ।
jadobযাদব সূত্রধর০২ সেপ্টেম্বর ২০১৩, ১৬:০৭
আরে !!!! 
এবারো যায়না !!! আচ্ছা অন্য পথে দিচ্ছি।
jadobযাদব সূত্রধর০২ সেপ্টেম্বর ২০১৩, ১৬:২৭
ছবি করে দিলাম, আপা। 

Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)০৫ সেপ্টেম্বর ২০১৩, ০৪:১৯
অনেক অনেক শ্রদ্ধা আর ধন্যবাদ আপনাকে যাদব'দা, ছবি আপলোডের বিস্তারিত জানানোর জন্য। আমি এখন ছবি আপলোড করতে পারছি, খুব ভালোও লাগছে তাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৫:১৩
অনেক অনেক কৃতজ্ঞতা যাদব দা ।
neelbedhi2014নীল ব্যধি১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
সত্যি খুব ভালো লাগলো 

ধন্যবাদ আরো একবার
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
ধন্যবাদ নীল ব্যাধি । শুভেচ্ছা নিবেন ।
sularyআলভী২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
অনেক দিন পর আপনাকে পেয়ে আপনার পোষ্ট ভিজিট করে মুগ্ধ হলাম আপু। কেমন আছেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
ভালো আছি । আপনিও মনে হয় অনেকদিন ব্লগে আসেন নি ।
sularyআলভী২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
ঠিকই বলেছেন। ভালো লাগা মানুষ গুলোকে একসাথে না পেলে ব্লগিং করে মজা পাইনা বলে আমারও তেমন আসা হয়না। ধন্যবাদ আপু।

No comments:

Post a Comment