Thursday, September 11, 2014

ইউরোপ ভ্রমণ : গন্তব্য সুইডেন


ফেব্রুয়ারির কোন একদিন কীল থেকে আমার বরের এক কলিগ ফোন করে জানালো শিপে করে সুইডেন যাওয়ার এক অফার আছে। আমরা যেতে আগ্রহী নাকি ? শুনে আমাদের গিসেন ইউনিভার্সিটির অনেকেই লাফ দিয়ে রাজী হয়ে গেলো। শুরু হয়ে গেলো তোড়জোড় । কিভাবে বুকিং দেওয়া হবে? কতজন যাবে? নেটে সব ঘেঁটে বুকিং দেওয়া হোল প্রায় এক মাস আগে। আমরা গিসেন থেকে বাংলাদেশী, নেপালি, ইন্দোনেশিয়ান এবং ইথিওপিয়ান মিলে ১৭ জনের এক দল তৈরি হলাম। কীল থেকে আরও চারজন বাংলাদেশী , একজন ইরানী ও একজন কাজাখিস্তানি আমাদের দলে যোগ দিয়েছিলো। গত ৩০ শে মার্চ ছিল সেই কাঙ্ক্ষিত দিন। ঠিক করা হয়েছিলো আমরা গিসেন থেকে ট্রেনে কীল পৌছাবো । সেখান থেকে আমাদের সমুদ্র যাত্রা শুরু হবে সুইডেনের উদ্দেশ্যে । সেই মোতাবেক ৩০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় আমাদের ভ্রমণ শুরু হোল। আমরা বাসে করে ট্রেন স্টেশনে পৌছালাম । সোয়া ছয়টায় আমাদের ট্রেন ছাড়ল। বলে রাখা ভালো আমরা কীল পর্যন্ত যেতে মোট চারবার ট্রেন বদল করেছিলাম । প্রথমে যদিও শুনে খুব বিরক্তি লেগেছিল কিন্তু যাত্রা শুরু করে মনে হয়েছে এই সিদ্ধান্তই ঠিক ছিল। কেননা বাচ্চারা একটানা বেশীক্ষণ ট্রেনে থাকতে চাচ্ছিল না । কারণ আমাদের আট ঘণ্টার ট্রেন জার্নি ছিল। আর তাই এই ট্রেন বদলের মাধ্যমে তারা কিছুক্ষণ বাইরে আসতে পেরে বেশ খুশি ছিল। 

Giessen স্টেশন থেকে প্রথম ট্রেনে এক ঘণ্টার জার্নি শেষে আমরা kassel নামক স্টেশনে পৌছালাম । সেখান থেকে পরবর্তী ট্রেনে উঠে আরও এক ঘণ্টার জার্নি করলাম। যেহেতু এক ট্রেন থেকে আরেক ট্রেনে উঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিচ্ছিল তাই স্টেশনগুলো দেখার বা ছবি তোলার খুব একটা সুযোগ ছিল না । তবুও দুই একটা স্টেশনে চেষ্টা করেছিলাম ছবি তুলতে। আমরা দুই বাংলাদেশী পরিবারে বাচ্চা নিয়ে মোট সাতজনের দল খুব আরামেই ট্রেন জার্নি করেছিলাম। ছুটির দিন থাকায় যাত্রী তেমন না থাকায় আমরা বগীর বেশ অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসতে পেরেছিলাম । জানালা দিয়ে মনোরম সব দৃশ্য দেখতে দেখতে গল্প হাসিতে দারুণ কেটেছিল সময়। আমার মেয়েটা অসুস্থ থাকায় অবশ্য ওকে নিয়ে একটু কষ্ট হয়েছিলো। ২য় ট্রেনে এক ঘণ্টার জার্নি শেষে আমরা Göttingen স্টেশনে পৌছালাম । সেখান থেকে আরও সোয়া এক ঘণ্টার জার্নি শেষে Uelzen স্টেশনে পোঁছালাম এই স্টেশনে অল্প কিছু সময় পেয়েছিলাম বাইরে দাড়িয়ে থাকার । তাই কিছু ছবি তোলার সুযোগ হয়েছিলো। স্টেশনটি দেখতে অনেক সুন্দর ছিল। এখান থেকে আমাদের সবচেয়ে বেশি সময়ের ট্রেন জার্নি শুরু হোল। 





উলজেন স্টেশন ।

আড়াই ঘণ্টার জার্নি শেষে আমরা ইউরোপের ২য় ব্যস্ত ট্রেন স্টেশন এবং জার্মানির সবচেয়ে ব্যস্ততম স্টেশন Hamburg এসে পৌছালাম । এত বড় স্টেশন এত মানুষের ভিড় , এত প্লাটফর্ম দেখে দিশেহারা অবস্থা হয়েছিলো। বেশ দৌড়ের উপর থাকতে হয়েছিলো পরবর্তী ট্রেন ধরার জন্য।





হামবুর্গ স্টেশন । 

পরবরতি ট্রেনে উঠে আরও এক ঘণ্টার জার্নি শেষে আমরা বন্দর নগরী কীল এসে পৌছালাম । 





কীল স্টেশন। 

এখানে বাকীদের সাথে একসাথে হয়ে জাহাজে উঠার উদ্দেশ্যে রওনা দিলাম। সেই গল্প আগামি পর্বে করার আশা রাখি । 

আরও কিছু ছোট ছোট স্টেশন ট্রেন থেকে তোলা । 





হ্যানবার স্টেশন ।





আইশেনবারগ স্টেশন। 

চলন্ত ট্রেন থেকে তোলা কিছু প্রাকৃতিক দৃশ্য । 


তুষার ঢাকা সাদা উপত্যকা ।



ট্রেনের রাস্তার পাশে ঘন বন। 



দূর উপত্যকায় ছোট গ্রাম। 



পাহাড় আর আকাশ ।
১১৬ টি মন্তব্য
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ১৯:২১
খাইছে রে আজ দেখি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো ।
narunabdনাসরিন চৌধুরী০৭ এপ্রিল ২০১৩, ১৯:২৯
কেন বন্ধু ভাল লাগেনি-?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৭
অবাক হলাম । কাল সেই দুপুর ২ টায় দিয়ে রাত ১২ টায় সরিয়ে ফেলেছিলাম । 
আর আজ দিতেই কাজ হয়ে গেল ।
baganbilas1207কামরুন্নাহার০৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৪
কেন, তুমি কি চাইছিলে দু;চার গন্টা পরে বের হোক।
তোমরাতো ভাল আছ বুঝতে পারছি, মেয়েটার শরীর ভাল আছেতো?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪০
ঠিক তা না । দেরীতে বের হবে ধরে নিয়েছিলাম । 
মেয়ে আল্লাহর রহমতে এখন সুস্থ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)০৯ এপ্রিল ২০১৩, ২১:৩৭
সেকি!!! আমি তো জানিইনা!!! জেসমিন, মা'মণিটার কি শরীর খারাপ নাকি? এখন কেমন আছে? মা'মণিটাকে আমার আদর আর দোয়া দিও।
narunabdনাসরিন চৌধুরী০৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৫
চমৎকার পোষ্টি শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে।সুইডেন যাবার গল্প শুনেছিলাম।আর এখন দেখলাম কতটা এনজয় করেছো।সাওদা সুস্থ থাকলে হয়তো আরও ভাল হত ভ্রমন।যাক আল্লাহর ইচ্ছা।ভাল থেকো ।শুভকামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ১৯:৫১
আরও দুই তিনটা পোস্ট দিব। সেখানে আরও কিছু নতুন ছবি দেখবে । আসলেই খুব আনন্দের ছিল । 
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নাসরিন । 
nurunnahar13দিনের আলো০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৬
আপা তো দেখি ভালই ভ্রমনের সুযোগ পান।.......আর ভ্রমন পিয়াসু মানুষের ঠিকি সময় বের করে নেন।
তাদের মধ্যে আপনি একজন। ছবি তোলা আমারও একটি নেশা, ন্যাচারাল ছবিগুলো আমার অনেক ভাল লাগে.........চমৎকার পোষ্টি 

ধন্যবাদ আপু কেমন আছেন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ১৯:৫৫
হি হি । ভ্রমণ করার সুযোগ আল্লাহর এক রহমত । বেড়াতে যেতে বললে আমার কোন আলসেমি নেই । আগে নিজের ছবি তোলায় ব্যস্ত থাকলেও এখন অন্যের এবং প্রকৃতির ছবি তুলতেই বেশি ভালো লাগে। 

ভালো আছি । তুমি ?
nurunnahar13দিনের আলো০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:০১
তোমার হাতে তোলা বুঝি ? সবুজ চোখে আরাম দেয় ।
nurunnahar13দিনের আলো০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:১০
অসম্ভব সুন্দর এই ছবিটা । অনেক ধন্যবাদ ।
nurunnahar13দিনের আলো০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
দেখেন তো আপু ভাল লাগে নাকি?????
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৩৮
ভাবার কোন দরকার নেই । দুটো ছবিই অনেক সুন্দর হয়েছে ।
shahidulhaque77শাহিদুল হক০৭ এপ্রিল ২০১৩, ১৯:৫৫
খুব ভালো লাগল ভ্রমণ বৃত্তান্ত আর সংশ্লিষ্ট ছবিগুলো। সাথে আছি। শুভকামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৪০
সাথে থাকার জন্য শাহিদুল ভাইকে অনেক ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ এপ্রিল ২০১৩, ১৯:৫৯
এটা একটা বড় অন্যায় যে আমাদের আগাম না জানিয়ে সুইডেন ভ্রমন করেছেন !! আর আমাদের চমক দিতে চাইলে ঠিক আছে। 

পোষ্ট পড়ে জানাব কেমন লাগল সুইযেন ভ্রমণ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৭
একবার ভেবেছিলাম জানাবো । পরে মনে হোল না জানিয়ে গেলি দেখি না কেউ খুঁজে কি না ? 
এখন মনে হচ্ছে না জানিয়ে চমকও দেওয়া গেলো । 
আরও দুই তিনটা পর্বে পুরো ভ্রমণের সব লিখে ছবি দিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে ।
ভালো থাকবেন রব্বানি ভাই ।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ এপ্রিল ২০১৩, ২১:১৯
এত সব ফন্দি ছিল মনে !!!!!, তবে মাঝে মাঝে কিছুটা সিগনাল পাওয়া যেত যে ব্লগে আছেন। আর খোঁজ করার দরকার হলে জুয়েলকে ফোন করে একটা কান্ড বাঁধিয়ে দিতাম। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:২৩
হ্যা, গত দুই তিনদিন কিছু সময়ের জন্য এসেছিলাম । 
হা হা । তাই নাকি ? যাক কেউ যে খবর নিবে নিশ্চিত হলাম ।
Spellbuinderঅজানা পথিক০৭ এপ্রিল ২০১৩, ২০:০৪
বেশ ভালো। আমরাও ঘুরে এলাম আপনার সাথে  
ধন্নবাদ শেয়ার করার জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৫০
আপনাদের ঘুরিয়ে আনার জন্যই তো দিলাম । 
Spellbuinderঅজানা পথিক০৮ এপ্রিল ২০১৩, ১৫:৩৭
বিনে পয়সায় ঘুরালেন 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ১৯:২৪
সে আর বলতে । 
kajirupaiকাজী রূপাই০৭ এপ্রিল ২০১৩, ২০:০৪
খুব ভালো লাগল ভ্রমণ বৃত্তান্ত আর সংশ্লিষ্ট ছবিগুলো
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৫
ধন্যবাদ সময় করে পড়ার জন্য । শুভেচ্ছা নিবেন ।
fardoushaফেরদৌসা০৭ এপ্রিল ২০১৩, ২০:০৭
অনেক কিছু জানা হল দেখা হল। 

ভালই হয়েছে একেকজন একেক দেশে থাকার কারনে আমরা সহজেই অনেক কিছু দেখতে পারছি, জানতে পারছি। 
পরের ছবির অপেক্ষায় রইলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৭
ঠিক তাই । একেকজন একেক দেশে থেকে সেখানকার সব শেয়ার করায় বাকীরা জানতে পারছে । আমার এই বিষয়টা অনেক ভালো লাগে। 
ধন্যবাদ ফেরদৌস আপাকে ।
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ এপ্রিল ২০১৩, ২০:২২
ছবি তো ভাল লাগলো , কিন্তু সুইডেন এর ছবি যে কবে পাব 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:০১
আলসেমি ভর না করলে আশা রাখি এই সপ্তাহেই পেয়ে যাবেন । 
kamaluddinকামাল উদ্দিন০৭ এপ্রিল ২০১৩, ২০:২৫
অনেক ভালো লেগেছে, কীল স্টেশনের ছবির বেঞ্চিটাতে এখনি গিয়ে একটু বসতে ইচ্ছে করছে ।
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ এপ্রিল ২০১৩, ২০:৩৪
কীল স্টেশনের ছবির বেঞ্চিটাতে এখনি গিয়ে একটু বসতে ইচ্ছে করছে । নিচে যে লোকটা বইসা রইছে তাকে কি ভাল লাগে না  আপনি বইতেন কিল্লাই? 


kamaluddinকামাল উদ্দিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৪২
হেতেনে একলা বইয়া রইছে, তাই........
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৩
ছবি তোলার সময় আপনার কথা মনে পড়েছিলো । আহারে কামাল ভাই সুযোগ পাইলে কত অসাধারণ সব ছবি তুলত।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৫
বেঞ্চে তো জায়গা আরও আছে আপনার বসতে ইচ্ছে করলে মনে মনে বসে যান । @ কামাল ভাই । 
আরে চাতক , কামাল ভাইয়ের তো ইচ্ছা করতেই পারে । অচেনা জায়গার ছবি দেখলে আমারও ইচ্ছে করে সেই জায়গায় হেঁটে বেড়াতে ।
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৫
আরে চাতক , কামাল ভাইয়ের তো ইচ্ছা করতেই পারে । 
হু আপা আমাগোও তো ইচ্ছা করতে পারে , কামাল ভাই আমাগো না কইয়া একাই একাই ববার চাইতেছে , , , , বসার আগে একটু আওয়াজ দেব না , , , , , চলেন কামাল দুইজনে মলা বহি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৯
তাই বলেন । আপনের ইচ্ছা করছে দেখেই এত কথা। বসেন বসেন কোন সমস্যা নেই । বিশেষ কেউ থাকলে তারে নিয়েও আসেন ।
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ এপ্রিল ২০১৩, ২১:০৩
বিশেষ কেউ থাকলে তারে নিয়েও আসেন । 
কথা দিয়া কেও কথা রাখে না
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:০৭
মনের দুঃখে কচু গাছে ঝুলে পড়েন ।
kamaluddinকামাল উদ্দিন০৮ এপ্রিল ২০১৩, ০৭:৩৮
চাতক পাখ, আমার লগে লাগতে আইলে খবর আছে
Maeenমাঈনউদ্দিন মইনুল০৭ এপ্রিল ২০১৩, ২০:৩৪
আহা, নয়নাভিরাম ছবি। ছবি যেন হাতছানি দিয়ে ডাকে। আমার খুব ইউরোপ দেখার সখ।
নিচে গ্রামের ছবি ও ট্রেনের বাইরের ছবিগুলো বেশি মনে টেনেছে!

অনেক মজা করেছেন বুঝতে পারলাম। কিন্তু মেয়ের কী অসুখ? 

অপেক্ষায় থাকলাম পরবর্তি পর্বে
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:০৬
আল্লাহ আপনার আশা পূর্ণ করুক । ইনশাআল্লাহ কোন এক সময় ইউরোপ দেখে যেতে পারবেন । আমি থাকতে গিসেন আসলে খাতির যত্নের কমতি হবে না । 
আসলেই অনেক মজা হয়েছিলো । মেয়ের অসুস্থতা অবশ্য একটু চিন্তা এনে দিয়েছিলো । 
যাওয়ার আগেরদিন রাত থেকে জ্বর , সেখানে গিয়ে পেট খারাপ। 
এখন সুস্থ আছে। 
শুভেচ্ছা মইনুল ভাই ।
KohiNoorমেজদা০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৭
এই জন্যই তো ভাবছিলাম, জেসমিন গেল কই, ব্লগে দেখি না। আগে ঘোষনা না দিয়া গেছে কি কারণে ? এখানে তো একটা পারমিশনের ব্যাপার আছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৯
হি হি । পরের বার পারমিশন নিয়ে যাবো। 
দেখতে চেয়েছি কেউ খুঁজে কি না । 
KohiNoorমেজদা০৭ এপ্রিল ২০১৩, ২০:৫২
সারা শহর মাইকিং করে তন্ন করে খুঁজেছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৩
এতো ভালোবাসা কোথায় রাখি । জানি , মনে মনে হলেও খুঁজবেন । 
Chatokpakhi1to6চাতক পাখ ।০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৭
এখানে তো একটা পারমিশনের ব্যাপার আছে। 
জেসমিন আপা কি খাল কাইটা কুমির আনবো নাকি , , , পারমিশন চাইলে যদি ঘুষ চান তাহলে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:০০
চাতক , মেজদা শুনলে আপনের রক্ষা নাই । আমার মেজদা এত পচা কাজ করে না ।
KohiNoorমেজদা০৭ এপ্রিল ২০১৩, ২১:১১
চাতক পাখকে খাঁচায় ভইরা দিমু। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:৩৫
পাখি ফুড়ুৎ করে উড়াল না দিলেই হয় ।
KohiNoorমেজদা০৭ এপ্রিল ২০১৩, ২৩:০১
 


চাতক পাখ ও সাথে পাখী ধরেছি।
KohiNoorমেজদা০৭ এপ্রিল ২০১৩, ২০:৫০
 


এই ছবিতে মই দিইয়া কি করে ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২০:৫১
এটা মই না তো । মনে হয় কোন কিছুর খাম্বা । চলন্ত ট্রেনে এত কিছু খেয়াল করিনি ।
KohiNoorমেজদা০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৩
আমি তো মই মনে করছি ।
sularyআলভী০৭ এপ্রিল ২০১৩, ২১:৫৫
এটা সিগন্যাল পোষ্ট।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২২:০১
হয়তো হতে পারে আলভী ভাই ।
shuddhooশারদ শিশির০৭ এপ্রিল ২০১৩, ২১:২৬
সবই দেখলাম পড়লাম।কিন্তু আমাদের দেশের ট্রেন স্টেশনে যে হলুদ তরল সোনা দেখা যায় তাতো দেখলামনা।

এ সব দেখলে মন ভেঙ্গে যায়।সোনার বাংলাদেশ অধরাই থেকে যায়।চোখে ভাসে ধর্ষিত এক বিরানভূমির ছবি
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২১:৫৯
আমাদের ট্রেন স্টেশন নিয়ে কি বললেন বুঝি নাই । এ আমার ব্যর্থতা । 
সত্যি , এই উন্নত দেশগুলোতে যখন নতুন নতুন জায়গাগুলি ঘুরে ঘুরে দেখি তখন ভিতর থেকে একটা আফসোস হয় হয়তো আমার দেশ এত উন্নত হতে পারবে না তবুও তো অনেকটাই হতে পারতো যদি আমরা সবাই মিলে দেশের উন্নতির জন্য কাজ করতাম । 

শিশির ভাইকে ধন্যবাদ । কেমন আছেন ?
shuddhooশারদ শিশির০৭ এপ্রিল ২০১৩, ২২:০৫
ঢাকা বিমানবন্দর স্টেষণে গেলাম।দেখলাম মানুষের মলে ভরা।সিরাজগঞ্জ উল্লা পাড়া স্টেশনে গেলাম একই ছবি।আমার শহরের ও একই অবস্থা।ভাল আছি। আপনি কেমন আছেন> মেয়ে সুস্থ এখন?
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২২:১০
হা হা হা । এই ব্যাপার । আমার জানা ছিল না । আসলে অনেক বছর দেশে ট্রেনে ভ্রমণ করা হয় না । 
আমি ভালো আছি । মেয়েও এখন সুস্থ ।
shuddhooশারদ শিশির০৭ এপ্রিল ২০১৩, ২২:১৩
হলুদ তরল সোনা 
Rabbaniরব্বানী চৌধুরী০৭ এপ্রিল ২০১৩, ২১:৫৫
গন্তব্য সুইডেন ভ্রমনের বর্ণনা ও ছবি খুব ভালো লাগলো, পরিচিত জনের ছবি শেয়ার অনেক অনেক ভালো লাগার কথা আর ভালোও লেগেছে। পরের পর্বগুলি আরো চমক প্রদ হবে এতে নিশ্চিত। শুভেচ্ছা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২২:২০
বর্ণনা এবং ছবির মাধ্যমে আপনাদের কিছুটা ভালো লাগাতে পেরেছি জেনে ভালো লাগলো । 
আশা রাখছি পরবর্তী পর্বগুলোতে আরও কিছু আকর্ষণ রাখতে পারবো ।
sularyআলভী০৭ এপ্রিল ২০১৩, ২২:০৫
ফেরদৌসা, জেসমিন এবং নাহার আপুর কল্যানে ঘরে বসে বিশ্ব ভ্রমণ বেশ ভালোই জমেছে ! আমরাও আপনাদের সাথে সারা বিশ্ব ঘুরছি। আল্লাহর অপরুপ সৃষ্টি এই পৃথিবীর কত কিছুই না আমাদের অজানা। সুবহান আল্লাহ্! ইউরোপের মধ্যে জার্মান হচ্ছে নৈস্বর্গিক সৌন্দর্যের লীলাভূমি! সুন্দর সংগ্রহ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় আপু। তবে গতকাল এই পোষ্টের জন্য অপেক্ষা করে নিরাশ হয়েছি। আজকে মুগ্ধ হয়ে আবার সব ভুলে গেলাম.......।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৩
সত্যি বলেছেন আলভী ভাই । আল্লাহর দেয়া নেয়ামত দেখার আনন্দ আলাদাই । যারা নিজের চোখ দিয়ে দেখার সুযোগ করতে পারছেন না তারা অন্যের মাধ্যমে দেখতে পারলে সেটাও কম না । 
আমিও অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে সরিয়ে নিয়েছিলাম ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা০৭ এপ্রিল ২০১৩, ২২:০৯
সুইডেনের পথে – বেশ সুন্দর বর্ণনা আর ছবি। 
একটি বিষয় খেয়াল করলাম। রেল স্টেশন এবং ভবনগুলো অনেকটা বৃটিশ আদলে গড়া । দেশটিকে বৃটিশরা শাসন করেছিল কি? 

lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৫
দুঃখিত বাবলা ভাই । আমি ঠিক জানি না ব্রিটিশরা শাসন করেছিলো কি না । তবে শুনিনি। 
হয়তো অনেক পুরনো বিল্ডিং দেখেই নকশাগুলো এমন । আমি জানতে পারলে আপনাকে জানাবো । 
শুভেচ্ছা নিবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ২১:১৩
আসলে ইউরোপের প্রায় সব দেশের প্রাচীন বিল্ডিংগুলোই দেখতে একই রকম । তাই বলতে গেলে একটা দেশ দেখে অন্য আরেক দেশে গেলেও খুব একটা পার্থক্য চোখে পড়ে না ।
vuterachorভূতের আছড়০৭ এপ্রিল ২০১৩, ২২:৪১
কোনো কথা নাই। 
চরম রাগ আছি.। 

তাই পোষ্ট কেমন হয়েছে বলবো না। 
শুধু এটুকু বলি 
ছবি একটু কম লেখা একটু বেশি হলে ভালো হয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৯
রাগ করা হচ্ছে কেন শুনি ? 

বলতে হবে না । আমি বুঝে নিয়েছি । আসলে পার্ট বাই পার্ট লিখতে চেয়েছি বলে বর্ণনা কম এসেছে । আর তার সাথে রিলেটেড ছবি দিতে চেয়েছিলাম । কম দিব মাথায় রেখেও বেশি হয়ে গেলো । এত ছবি তুলেছি ইচ্ছে তো করে সব দিয়ে দিতে । 
vuterachorভূতের আছড়০৭ এপ্রিল ২০১৩, ২৩:১৫
রাগের কারণ অন্য। 
পরে কমুনে -- 
পোষ্ট ঠিকাছে শুধু একটু ছবি কম দিলেই হবে আর সুইডেনের কাহিনির অপেক্ষায় আছি। 
শুভ কামনা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২৩:২৯
জানার অপেক্ষায় রইলাম । 
বাকি পর্ব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা থাকবে। 
শুভেচ্ছা । 
sularyআলভী০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৬
শুভ রাত্রি । 
AhmedRabbaniআহমেদ রব্বানী০৭ এপ্রিল ২০১৩, ২৩:০৩
অসাধারণ সব ছবি আর বর্ণনা আপা..........।খুব সুন্দর।।ধন্যবাদ ঘরে বসে সুইডেনের চিত্র দেখার সুযোগ করে দেবার জন্য।।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ এপ্রিল ২০১৩, ২৩:০৭
আপনি আগ্রহ নিয়ে পড়েছেন বলে আপনাকেও অনেক ধন্যবাদ আহমেদ রব্বানি ভাই ।
Rjamilরশীদ জামীল০৮ এপ্রিল ২০১৩, ০০:০২
আগে জানাইতেন। একখান ডিঙি নৌকা নিয়া আমিও শরীক হইতাম 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ০০:৩৫
আসলেই ভুল হয়ে গেলো । এরপরের বার যেখানে যাবো আপনাকে জানিয়ে যাবো আপনি আগ্রহী কি না জানার জন্য । 
রেডি থাইকেন । 
Mostaqছেলেমানুষ০৮ এপ্রিল ২০১৩, ০০:১৭
এদের সবকিছু এত ঝকঝকে যে নিজের দেশের সাথে তুলনা করলে মন খারাপ লাগে। বুঝতেই পারছি আপনাদের ভ্রমণ অনেক আনন্দদায়ক হয়েছে।

সুইডেনের কিছু দেখলাম না যে! সুইডেন দেখতে মন চাই  

শুভকামনা 
Mostaqছেলেমানুষ০৮ এপ্রিল ২০১৩, ০০:২১
আপু, যেখানে আকাশ মাটি ছুঁয়েছে এর আরো ৩ পর্ব দিয়েছি। বোধহয় পড়েন নি। পোস্টটির লিঙ্কযেখানে আকাশ মাটি ছুঁয়েছে (আগেরটুকু সহ নতুন ৩ অধ্যায়)
সময় পেলে পড়ে নেবেন আশা করি। মতামত জানার অপেক্ষায় থাকলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ০০:৩৩
আমি আপনার গল্পটি দেখেছি । পড়তে বসেও ছিলাম । কিন্তু কিসের জন্য উঠে যেতে হয়েছিলো । কাল আপনার পোষ্টে যখন বলেছিলেন তখন উত্তর দিতে মনে ছিল না । 
আমি আগামীকাল অবশ্যই পড়ে মতামত দিব । অবশ্য আপনার লেখা আমার অনেক ভালো লাগে ।
Mostaqছেলেমানুষ০৮ এপ্রিল ২০১৩, ০০:৩৫
আমার লেখা ভাল লাগে জেনে সম্মানিত বোধ করছি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ০০:৩৮
আপনার লেখার মানের জন্যই ভালো লাগা । আর তা জানানো আমার দায়িত্ব । 
সুইডেন দেখতে পাবেন আগামি কোন এক পর্বে । এখনো তো যাত্রায় আছি । 
Numan75নুমান০৮ এপ্রিল ২০১৩, ০০:২৮
ইসরে, আপুরা কতকিছু দেখতেছেন আর আমি দেশে বসে মিস করতেছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ০০:৩৬
আল্লাহ নিশ্চয় একদিন আপানকেও সুযোগ দিবেন । এখন আমাদের সাথে থেকেই দেখে নিন ।
Numan75নুমান০৮ এপ্রিল ২০১৩, ০০:৪০
আল্লাহ নিশ্চয় একদিন আপানকেও সুযোগ দিবেন ।

আমিন।
rodela2012ঘাস ফুল০৮ এপ্রিল ২০১৩, ০০:২৯
চমৎকার বর্ণনা আর সাথে অসাধারণ ছবি, দুয়ে বিলে দুর্দান্ত লাগলো। ভ্রমন যে বেশ উপভোগ করেছেন, তা পোস্টের ধরণই বলে দেয়। দেখা যাক পরের পর্বে কি চমক নিয়ে আসেন। ধন্যবাদ জেসমিন আপা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ০০:৪০
আসলেই ছোট খাটো সমস্যা বাদ দিলে খুব উপভোগ করেছিলাম । 
সঙ্গেই থাকেন । চেষ্টা করবো আগ্রহ মেটাতে ।
ssangrammগোলাম মোস্তফা০৮ এপ্রিল ২০১৩, ০২:৪০
ধন্যবাদ জেসমিন আপা
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ১৯:২৯
আপনাকেও ধন্যবাদ । ভালো থাকবেন ।
WAHIDUDDINওয়াহিদ উদ্দিন০৮ এপ্রিল ২০১৩, ১০:০৭
ভ্রমণের বর্ণনা আর ছবিগুলো খুব ভালো লাগলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ২১:০৩
খুব ভালো লাগলো আপনাকে পাশে পেয়ে ।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম০৮ এপ্রিল ২০১৩, ১০:২৫
বোন জেসমিন, আপনার সাথে সাথে আমরা ব্লগাররাও ইউরোপ ভ্রমণ করছি। 'লেট লতিফ' হওয়ার কারণে এর বেশি মন্তব্য করতে সাহস পাচ্ছিনা। ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ২১:১২
আপনাকে পেয়ে খুব ভালো লাগলো শ্রদ্ধেয় হেনা ভাই । দেরী তো হতেই পারে । তাতে কোন সমস্যা নেই । 
শুভকামনা রইলো ।
nomaansarkarনোমান সারকার০৮ এপ্রিল ২০১৩, ১০:৪১
খুব ভালো লাগল ছবিগুলো দেখে। কিছু কিছু মন্তব্য পড়লাম ,ভালো লাগল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ২০:৫৯
আসলে বেশির ভাগ পোস্টে মন্তব্যগুলিও পড়ার মত থাকে। 
অনেক ধন্যবাদ নোমান ভাইকে আমার পোস্টে আসার জন্য ।
neelsadhuনীল সাধু০৮ এপ্রিল ২০১৩, ২১:২৬
পোষ্ট ইতিপুর্বে পড়ে গেছি। 
ছবি দেখলাম। 
ভ্রমন পরের পর্বে শেষ হলে আরো ছবি পাবো আশা করি। 


শুভকামনা জেসমিন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ এপ্রিল ২০১৩, ২১:২৯
আশা রাখছি আগামীকাল পরের পর্ব দিতে পারবো । লিখতে খুব আলসেমি লাগে। 
শুধু অন্যের পোস্ট পড়ে মন্তব্য দিতে বেশি ভালো লাগে। 
ধন্যবাদ নীল ভাই পোস্ট দেখে যাওয়ার জন্য ।
sularyআলভী০৮ এপ্রিল ২০১৩, ২৩:০২
পরের পোষ্টর জন্য অপেক্ষা করে ঘুরে গেলাম.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ এপ্রিল ২০১৩, ২১:০৪
আজ দিয়েছি দেখে নিবেন ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০৯ এপ্রিল ২০১৩, ২০:৫৫
জীবনটাকে নিজের মত দেখে নাও । তোমার ভ্রমনে আমাদেরও এভাবে সঙ্গে নিও। আরও বেশী ছবি চাই
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৯ এপ্রিল ২০১৩, ২১:০৬
হ্যাঁ , সুযোগ এসেছে তাই তো দেখতে বের হওয়া । অনেক কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে। 
লেখার সাথে খুব বেশি ছবি বিরক্তি তৈরি করতে পারে । পারলে বাকী ছবি নিয়ে আলাদা পোস্ট দিব ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)০৯ এপ্রিল ২০১৩, ২১:৫০
জেসমিন, এই পোষ্টটা আমি গতকালই দেখে গিয়েছিলাম কিন্তু সময়ের জন্য মন্তব্য দেওয়া হয়নি। তোমার পোষ্টটা অনেক সুন্দর হয়েছে। ভাল লাগলো খুউউব।জানো এখন তো আমারই যেতে ইচ্ছে করছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ এপ্রিল ২০১৩, ১৯:৩২
হুম, সময়ের অভাবে অনেক সময় অনেক পোস্টে মন্তব্য করা কঠিন হয়ে যায় । আপনি তারপরও আবার এলেন বলে ধন্যবাদ । এক সময় সুযোগ করে সমুদ্র ভ্রমণে বের হয়ে যান । 
ভালো থাকবেন আপু।
salahuddinsiteসালাহ্ আদ-দীন১০ এপ্রিল ২০১৩, ০৫:৪৫
এই পর্ব গুলান নিয়মিত লিখ যেন আমরা না গিয়েও দেখতে পারি।
এর নিয়মিত ভ্রমণ করো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১১ এপ্রিল ২০১৩, ১৯:৩৪
চেষ্টা থাকবে ভাইয়া । 
তোমার ভাইয়া নিয়মিত নিলে নিয়মিত ভ্রমণ করা হবে। 
eusufzaiক্যামেরাম্যান১৩ এপ্রিল ২০১৩, ১২:৪৩
পড়ছি ...
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ এপ্রিল ২০১৩, ২২:৫৩
tuhinsarkerতুহিন­সৱকার১৪ এপ্রিল ২০১৩, ০৬:২৫
ছবি গুলো চমৎকার। হ্যাপি জার্নি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ এপ্রিল ২০১৩, ২২:৫৩
ধন্যবাদ তুহিন ভাই ।
sularyআলভী১৫ এপ্রিল ২০১৩, ২২:৫৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ এপ্রিল ২০১৩, ২২:৫৮
শুভ রাত্রি ।
calvertbrettcalvertbrett১৩ মে ২০১৩, ২০:০১
Yeah, it's just what I need, I'm about to have a new one
tusharahasanতুষার আহাসান১১ জুলাই ২০১৩, ১৩:০৫
প্রথম পর্ব খুব আগ্রহের সাথে পড়লাম,ফটো দেখলাম।

No comments:

Post a Comment