- ২১ টি মন্তব্য
সালাহ্ আদ-দীন০১ নভেম্বর ২০১২, ০৬:২৪
লেট ঈদ মোবারক আপু!
আমার ঈদ ছিল আরও মজার!!
ঘুমিয়েছি ভোর ৫ টায় ঘুম থেকে উঠেছি সকাল ৭ টায়। নামাজ ছিল ৮:১৫ মিনিটে। নামাজ শেষ করে সারা দিন ঘুম!কামাল উদ্দিন০১ নভেম্বর ২০১২, ০৭:১৮
আনন্দ করার ইচ্ছে থাকলে সব জায়গায়ই করা যায়, তবে দেশে থাকলে যেটা সহজ হতো ওখানে হয়তো একটু কঠিন হল এই আর কি । ভালো লাগলো আপনার প্রবাস জীবনের ঈদ কাহিনী ।সাঈদ মোহাম্মদ ভাই০১ নভেম্বর ২০১২, ০৮:৩৩
আসলে ঈদের আমেজটা একেক দেশে একেক কালচারে একেক রকম। আমরা যারা বৈদেশে থাকি তাঁরা বুইড়া হইয়াই বৈদেশে আসি। তাই অন্য কালচারের অমেজটা অ্যাঁডোপ্ট করতে একটু সময় লাগবে। আমার বিশ্বাস আগামীতেই বৈদেশের ডিজিটাল ঈদ ভাল লাগতে শুরু করবে। আর না লাগলে এক ঘুমে দিন পাড়ি দিবেন
ঈদ পরবর্তী শুভেচ্ছা আর অনন্ত শুভকামনা রইল।
ফেরদৌসা০১ নভেম্বর ২০১২, ১৬:৫৫
আপনার ঈদ আসলেই পিকনিকের মতই হল।
আমরা অবশ্য সব কিছুই দেশের মত করেছি, শুধু প্রিয়জনরা সাথে ছিল না
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ।মোঃ হাসান জাহিদ০১ নভেম্বর ২০১২, ১৯:৫০
আমাদের ঈদ গুলো এই রকমই হয় । অনেক কিছু থেকেও যেন কিছু নেই । যাই হোক, এটাই জীবন । ভালো থাকবেন সবসময় ।এইচ এম শরীফ উল্লাহ০৩ নভেম্বর ২০১২, ০৩:১২
এই দূর পরবাসে সবাই সেদিন এক পরিবার হয়ে গিয়েছিলাম
নিজ দেশের লোকজনদেরই প্রবাসে এক পরিবার মনে হয়।
আপনজনদের ছেড়ে জীবনের প্রথম ঈদ প্রবাসে করলেন। যদিও দেশীয় আনন্দের ফিলিংস থেকে বঞ্চিত হয়ছেন, তবুও এটা একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জিত হলো। কোথায় থাকেন তা কিন্তু বলেন নি।
শুভকামনা।অমি চৌধুরী২৬ নভেম্বর ২০১২, ১৪:১০
পড়াশোনার জন্য বাইরে যাওয়ার ইচ্ছে আছে। প্রবাসী বাঙালিদের মধ্যে ঐক্য খুব প্রয়োজন। আশার কথা আগের চেয়ে এখন অনেক বেশি বাংলাদেশি প্রবাসে আছে তাই একাকীত্ব কিছুটা হলেও লাঘব হয়।
ভালো লাগলো লেখা পড়ে।
Thursday, September 4, 2014
প্রবাসের প্রথম ঈদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment