Friday, September 12, 2014

হেসেনট্যাগ (জার্মানির বিশেষ উৎসব )





হেসেনট্যাগ হোল মেলা ও উৎসবের একটি বার্ষিক অনুষ্ঠান । এটি জার্মানীর হেসেন ষ্টেটের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বে হেসেন ষ্টেট প্রতি বছর আয়োজন করে থাকে । এই ষ্টেটের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির উপর জোর দিয়ে এক সপ্তাহের জন্য দর্শকদের সামনে প্রদরশনীর ব্যবস্থা করা হয় । এটি জার্মানীর প্রাচীনতম ও বৃহত্তম রাষ্ট্র উৎসব । প্রথমদিকে এটি তিনদিন অনুষ্ঠিত হলেও বর্তমানে সাত থেকে দশ দিন ধরে চলে । এবং শেষ দিনে শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় । 


১৯৬১ সালে প্রথম হেসেনট্যাগ শুরু করেন হেসেন ষ্টেটের প্রধানমন্ত্রী Georg August Zinn । এবং অনুষ্ঠিত হয় এই ষ্টেটের Alsfeld শহরে । তার পর থেকে প্রতিবছর এক এক শহরে এই অনুষ্ঠান হয়ে আসছে । এই অনুষ্ঠানে মূলত হেসেনের সংস্কৃতি , ঐতিহ্য এবং আধুনিক জীবনের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয় । 

২০১৩ সালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় Kassel. শহরে । আমার বরের প্রফেসর প্রতিবছর তার পি এইচ ডি স্টুডেন্টদের নিয়ে এই অনুষ্ঠান দেখতে যান । এবার আমিও এখানে থাকায় যাওয়ার সুযোগ পেলাম । ১৬/৬/২০১৩ তারিখ আমরা গিসেন থেকে এক ঘণ্টার জার্নি শেষে কাসেল এ দশটার দিকে পৌঁছে গেলাম ।সেদিন ছিল অনুষ্ঠানের শেষ দিন । পুরো শহর হেসেনট্যাগ এর জন্য ভিন্ন সাজে সজ্জিত ছিল । যদিও পুরোটা আমাদের পক্ষে দেখা সম্ভব হয় নি । 

Kassel উত্তর হেসেনের একটি শহর যা Fulda নদীর পাশে অবস্থিত । এর আয়তন ১০৬.৮ বর্গ কি মি । এর জনসংখ্যা প্রায় ১৯৬,৫২৬ ( ২০১১ সাল ) । এখানে ইউনিভার্সিটি , হারকিউলিস মনুমেন্ট এবং পার্ক , Fridericianum মিউজিয়াম , Karlsaue পার্ক , Auestadion স্টেডিয়াম কিছু দর্শনযোগ্য জায়গা আছে । 

আমরা মূল শোভাযাত্রায় যেতে যেতে প্রায় ১২ সাড়ে বারোটা বেজে গেল । ততক্ষণে রাস্তার দুই পাশে দর্শকের ভিড় শুরু হয়ে গিয়েছে । সুবিধামত কোন জায়গা পাচ্ছিলাম না দাঁড়াতে । যে যার মত করে লোকজনের মাঝে ফাঁক করে দাঁড়িয়ে গেলাম এবং বর্ণিল শোভাযাত্রা দেখতে লাগলাম । একেক শহর একেক ঐতিহ্য প্রদর্শনের মাধ্যমে তাদের শোভা ছড়িয়ে দিচ্ছিল । হাতে বেশি সময় না থাকায় পুরোটা এখানে শেষ না করে আমরা আরেক জায়গায় গেলাম । সেখানে আর কিছুক্ষণ দেখে শহরের আরও কিছু অংশ ঘুরে পাঁচটার ট্রেনে আমরা ফিরে এলাম । যদিও খুব ইচ্ছে ছিল হারকিউলিকস স্লশ এবং পার্কটি দেখার। কেননা পার্কটিতে একটি ফোয়ারা আছে যার পানি বিশেষ উচ্চতা পর্যন্ত উপরে উঠে যা মুগ্ধ হয়ে দেখার মত । তা আর হোল না । নিচে আমার দেখা হেসেনট্যাগ এর কিছু ছবি দিলাম । 



ক্যাবল থেকে ক্যাসল শহর 



মেলার এক অংশে স্টল 





অনুষ্ঠানের র‍্যালি 





















হেসেন স্টেটের প্রধানমন্ত্রী ( সাদা চুলের হাস্যজ্জল ব্যক্তিটি ) 






বিঃ দ্র ঃ পোস্টটি অন্য একটি ব্লগে অনেক সহব্লগাররা দেখে থাকতে পারেন । এখানে দেওয়া হয় নি আগে । আর হাতে কোন লেখাও নেই । তাই এই ফাঁকিবাজি । 
৫৩ টি মন্তব্য
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৪ জুন ২০১৪, ২০:৩৩
ছবি বর্ননা ভাল লাগল। ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২০:৩৬
ধন্যবাদ প্রামাণিক ভাই ।
shohel121পরানের কথা২৪ জুন ২০১৪, ২০:৩৪
তথ্য-সমৃদ্ধ ও ছবি সম্বলিত সুন্দর পোস্ট।
জানা গেলো কিছু অজানা।
দেখা গেলো কিছু নতুন সুন্দর ছবি।

শুভেচ্ছা আপা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২০:৩৭
ধন্যবাদ পড়ে মতামত জানানোর জন্য । 
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক২৪ জুন ২০১৪, ২০:৩৬
এক চাকায় সাইকেল চালায় কেমনে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২০:৩৭
আমি ক্যামনে কমু 
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক২৪ জুন ২০১৪, ২১:০৬
ওদেরকে জিঘাইতে হইব। হাতে হাত ধরে কী সুন্দর একচাক্কায় চালায়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:০৮
অনুশীলন ছিল অবশ্যই । আপনার শখ হয় নাকি ? ভাবীরে নিয়া নাইমা পড়েন 
abdulhaqueমোহাম্মাদ আব্দুলহাক২৪ জুন ২০১৪, ২২:৪৭
তাওবা তাওবা! 

দুই হাতে ধরে চালাইতে পারি না, হাত ছাড়লেতো কোমর ভাইংগা খানখান হইয়া যাইব 
Mzarin31আরজু মুন জারিন২৪ জুন ২০১৪, ২০:৩৮
চমত্কার চমত্কার সব পোস্ট দেখা যাচ্ছে আজকে। আমি আজকে অসম্ভব ব্যস্ত। সবার সব লিখা পড়তে চাচ্ছি। সময় পেলে ই হয় আরকি। চমত্কার পোস্ট জেসমিন। অনেক মুগ্ধতা জানিয়ে গেলাম পোস্ট এ। শুভেচ্ছা জানবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২০:৫৬
হুম আপু , আমিও তো ঢুকে অবাক । আজ অনেক সুন্দর সুন্দর পোস্ট । কোনটা রেখে রেখে কোনটা পড়ি অবস্থা । দেখা যাক কতক্ষণ সময় দিতে পারি । 

ধন্যবাদ আপু পোস্টটি দেখার জন্য । 
Mzarin31আরজু মুন জারিন২৪ জুন ২০১৪, ২০:৪০
 অভিনন্দন তোমাকে চিঠি তে বিজয়ী হওয়ার জন্য। তোমার পথ চলা আর ও সুগম হোক আর ও সহজ হোক। ...বড় বোনের এই দোয়া। তুমি তুমি বলতে বললে তাই বললাম। অবশ্য তুমি আমার সবচেয়ে ছোটবোনের বয়সী হবে। ভাল থাক কেমন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:০৩
অনেক অনেক ধন্যবাদ আপু । বড় বোন যদি মন থেকে দোয়া করে তাহলে এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে । 
মমতা নিয়ে পাশে থাকবেন । এটাই চাই ।
kamaluddinকামাল উদ্দিন২৪ জুন ২০১৪, ২০:৪৭
সাইকেল চালনাটা কিন্তু অদ্ভুত !!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:০৪
হুম, অদ্ভুতি ছিল । বেশ লেগেছিল সামনাসামনি দেখতে ।
kamaluddinকামাল উদ্দিন২৪ জুন ২০১৪, ২০:৪৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:০৮
অনেক ধন্যবাদ । বিকেলের কফি এখনো খাই নি । যাই বানিয়ে নিয়ে এসে বসি
fardoushaফেরদৌসা২৪ জুন ২০১৪, ২০:৫২
এসব দেখে শুধু দেশ বিদেশ ঘুরতে মন চায় গো আপা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:১০
হ্যাঁ আপা , দেশ বিদেশ ঘুরার মজাই আলাদা । কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে আমার শরীর আলাদা চাঙা হয়ে যায় । এই মাসের ২৯ তারিখ এই শহরে আবার যাওয়ার সুযোগ এসেছিল একটা । কিন্তু রোজা দেখে বাদ দিতে হল ।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম২৪ জুন ২০১৪, ২০:৫৬
অসাধারণ ছবি ও বর্ণনা। 

ধন্যবাদ, জেসমিন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:১২
অনেক অনেক ধন্যবাদ আবু হেনা ভাই । আপনার সেই পরামর্শ এখনো আমি বাস্তবায়ন করতে পারিনি । আমার শহর নিয়ে লেখার কাজটায় হাতই দেওয়া হচ্ছে না । 

শুভেচ্ছা নিবেন ।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম২৪ জুন ২০১৪, ২১:২৭
ইফ দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। আশা করি, একদিন দেখতে পাবো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:৩১
সেটা তো ঠিকই । বসলে কিছু না কিছু লেখা হয়েই যেত ।
Maeenমাঈনউদ্দিন মইনুল২৪ জুন ২০১৪, ২১:০৭
কেবল থেকে ক্যাসল শহরে দেখে আমার কেবলই আফসোস হয় মানুষ কই! যথেষ্ট জনগণ না থাকলে ওইডারা শহর বলে আমরা মানি না, মানতে পারি না  
তাদের জন্য আমাদের ফার্মগেইট শহরই যথেষ্ট!

সুন্দর ছবিতে সুন্দর বর্ণনা পেয়ে মুগ্ধ। আমি অন্য কোন ব্লগে পরি নি।

শুভেচ্ছা, গিসেন আপা 
fardoushaফেরদৌসা২৪ জুন ২০১৪, ২১:০৮
কেবল থেকে ক্যাসল শহরে দেখে আমার কেবলই আফসোস হয় মানুষ কই! যথেষ্ট জনগণ না থাকলে ওইডারা শহর বলে আমরা মানি না, মানতে পারি না
তাদের জন্য আমাদের ফার্মগেইট শহরই যথেষ্ট!
 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:১৭
কেবল বানান ভুল করেছি ? 

হ, মানুষকে আরামে থাকতে দেখলে তো হিংসাই লাগব ।  অমন শহর তাদের দরকার নাই । তাহলে আঁতেল হয়ে চলবে কে ? 

ফার্মগেট !! উফ, মনে পড়লেই ভয় লাগে । খালি মনে হয় চারদিকে লোক ওত পেতে আছে ব্যাগে হাত দেওয়ার জন্য । মেডিকেলের কোচিং করেছিলাম তিন মাস । ব্যাগ দুই হাতে ধরে রেখে তবেই ঐ রাস্তা দিয়ে হাঁটতাম । 

যাক , তাহলে আপনার জন্য নতুনই । 
শুভেচ্ছা ভাইজান ।
Maeenমাঈনউদ্দিন মইনুল২৪ জুন ২০১৪, ২১:২১
//ফার্মগেট !! উফ, মনে পড়লেই ভয় লাগে । খালি মনে হয় চারদিকে লোক ওত পেতে আছে ব্যাগে হাত দেওয়ার জন্য । মেডিকেলের কোচিং করেছিলাম তিন মাস । ব্যাগ দুই হাতে ধরে রেখে তবেই ঐ রাস্তা দিয়ে হাঁটতাম।// 


জনাবা জেসমিন আপা, কেবল বানানে কোন ভুল হয় নি। আমি নিশ্চিত করছি।
আমি কেবল আমার কথা কইলাম... আপনি কেবল কেবলের কথা কইয়া গেলেন... 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:৩০
আমারটাই ঠিক , আমি নিশ্চিত হলাম 
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২৪ জুন ২০১৪, ২১:২৭
আপা আপনার পোস্টগুলো ইয়াদানিং অসাধারণ হয় । আপনার চোখে অনেক সুন্দর কিছু দেখতে পাই ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জুন ২০১৪, ২১:৫০
তেমন আর লিখতে পারি কোথায় ? কত লেখা জমে আছে । কত সুন্দর সুন্দর সব জায়গার ছবি । 
ধন্যবাদ অপু । 
kishorekarunikকারুিণক২৪ জুন ২০১৪, ২২:৩৪
ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:০৬
আপনাকেও 
narunabdনাসরিন চৌধুরী২৪ জুন ২০১৪, ২২:৪৬
আগেও দেখছিলাম ----এখনও চোখ বুলিয়ে গেলাম।

বেশ গুছানো বর্ণনা। ---প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল পোষ্টটি
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:০৭
শুভকামনা নাসরিন । 
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)২৪ জুন ২০১৪, ২২:৪৯
হেসেনট্যাগ, জার্মানির বিশেষ এই উৎসবের এই পোষ্টটি তোমার এর আগেও কোথাও দেখেছি মনে হয় জেসমিন। আবারও দেখে দিলাম। সুন্দর সব ছবি সহ চমৎকার তোমার বর্ণনা পড়ে খুবই ভালো লাগলো।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)২৫ জুন ২০১৪, ০১:২৪
সংশোধন- আবারও দেখে দিলাম।>>>>আবারও দেখলাম এবং পড়লাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:০৯
হুম আপু , নক্ষত্র ব্লগে এই লেখাটি পুরুস্কার পেয়েছিল । সেখানে পড়তে পারেন । তবুও আবার এসে ভালবাসা প্রকাশ করে গেলেন তাই কৃতজ্ঞতা । 

ভাল থাকবেন আপু । 
bn15ukউদয়ের বাণি২৪ জুন ২০১৪, ২২:৫৫
সুন্দর সুন্দর ছবি ও সাবলীল বর্ণনায় ভাল লাগা রেখে গেলাম

ভাল থাকুন সব সময়, শুভকামনা 



lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:১০
অনেক অনেক ধন্যবাদ । 
মিষ্টির জন্য আবারো ধন্যবাদ । অনেকদিন এসব মিষ্টি খাওয়া হয় না । 
শুভেচ্ছা ---- 
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৪ জুন ২০১৪, ২৩:০৭
ব্লগে আসার পর থেকে দেখছি আপনার সব ছবির পোস্ট একেবারে ব্যতিক্রমধর্মী। আপনার প্রবাসজীবন সুন্দর হোক।শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:১৩
চেষ্টা করি নিজের সর্বচ্চ দিয়ে জা দেখেছি তা প্রকাশ করার । সেই সাথে জায়গাটির ইতিহাস তুলে ধরার । 
আপনার কাছে ব্যতিক্রম লাগে ভাললাগা বেড়ে গেল অনেকখানি । 
অনেক অনেক ধন্যবাদ লেখা পড়ে মতামত জানানোর জন্য । 
শুভেচ্ছা রইল । 
Rabbaniরব্বানী চৌধুরী২৪ জুন ২০১৪, ২৩:৪০
ভালো লাগার পোষ্টে সহজে কিছু লেখা যায় না, শুধু জানায়ে গেলাম নজর এড়ায় নাই, চোখ রাখব পোষ্টে আগামীকাল।

এখন ঘুমানোর সময়, অনেক অনেক ভালো থাকবেন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:২৩
জানি চোখ এড়াবে না । তাই নিশ্চিন্ত ছিলাম । 
MirHamidহামি্দ২৫ জুন ২০১৪, ০১:০০
সাইকেলগুলো অদ্ভুত সুন্দর। সব মিলিয়ে দারুন লাগল আপনার ছবি আর বর্ণনা.......................
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:৩৪
আপনার মাঝে ভাললাগা তৈরি করতে পেরেছি বলে ভাল লাগছে । ধন্যবাদ হামিদ ভাই । 
ভাল থাকুন । 
baganbilas1207কামরুন্নাহার২৫ জুন ২০১৪, ১২:৫৩
দারুণ উৎসব উৎসব মনে হচ্ছে চারিদিকে, যেন নিজেকে ওখানেই আবিস্কার করলাম।
অসাধারণ বর্ণনা তোমার, সেই সাথে ছবিগুলো !!! 

জেসমিন, তোমার চোখে পুরো জার্মানিই দেখা হয়ে যায় আমাদের। 
ভাল থেকে, এমনি করে জার্মানিকে উপস্থাপন কোরো আমাদের জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:৩৬
এভাবে বললে কি যে ভাল লাগে । 
মন চায় , বাকি সব লেখা তাড়াতাড়ি লিখে দিয়ে ফেলি । কিন্তু ল্যাপটপ বন্ধ করলেই আবার ভুলে যাই । 
যতটা পারি দেখাব আপা । 

খুব ভাল থাকবেন । 
Rabbaniরব্বানী চৌধুরী২৫ জুন ২০১৪, ১৫:১৫
তাই এই ফাঁকিবাজি 

না, এটা ফাঁকিবাজি নয়, অনেক কিছু দেখা হলো, অনেক কিছু বুঝা হলো ছবির মাধ্যমে, এই জন্য বলা হয়ছবি কথা বলে। 

" এই ষ্টেটের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির উপর জোর দিয়ে এক সপ্তাহের জন্য দর্শকদের সামনে প্রদরশনীর ব্যবস্থা করা হয় । এটি জার্মানীর প্রাচীনতম ও বৃহত্তম রাষ্ট্র উৎসব । প্রথমদিকে এটি তিনদিন অনুষ্ঠিত হলেও বর্তমানে সাত থেকে দশ দিন ধরে চলে । এবং শেষ দিনে শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় । 

অনেক বর্ণময় ছবিগুলি ও বর্ণনা খুব ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুন ২০১৪, ০০:৪০
আপনারা ফাঁকিবাজি না ভবালে তো বেঁচেই গেলাম । 
ইদানিং যে কাজ নিয়ে দিন কাটে তা থেকে কিছু ছবি দিয়ে আপনাদের বিরক্ত করার ইচ্ছে আছে । দেখি কতটা করা যায় । 
খুব খুব ধন্যবাদ । আন্তরিক মন্তব্য দিয়ে সব সময় পাশে থাকার জন্য ।
diponkar07দীপংকর চন্দ২৭ জুন ২০১৪, ০০:২৯
অনেক অনেক অনেক ভালো লাগলো লুৎফুন নাহার জেসমিন।

শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
sularyআলভী০২ জুলাই ২০১৪, ১১:০৯
এই পোষ্টটি কেন জানি আমার দৃষ্টি গোচর হয়নি অথচ অন্যব্লগের বন্ধুরা আগেই দেখে ফেলেছে। জেসমিন আপু আমি কোথায় ছিলাম? 

এসব অসাধারন পোষ্ট দেখে মুগ্ধ না হয়ে উপায় কি বলুন? 

জুরিখ মিউজিয়ামে সাওদার ছবি আরো মুগ্ধ করেছে।

ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়, মনে রাখবেন কিছু সময়।
sularyআলভী০৩ জুলাই ২০১৪, ১০:৫৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ জুলাই ২০১৪, ২৩:১৮
মনে হয় ব্লগে ছিলেন না । আমি কিন্তু আপনার অপেক্ষায় ছিলাম । 
আপনাকে ছাড়া আমার কোন পোস্ট নেই বোধহয় । 
মনে সব সময় থাকে । আগের মত সময় দেওয়া হয় না বলে বুঝেন না । 
ভাল থাকবেন আলভী ভাই ।

No comments:

Post a Comment