Thursday, September 11, 2014

নানা রঙে রঙিন গিসেনের ( জার্মানি) প্রকৃতি - ১





জার্মানির এই ছোট্ট শহরে ( গিসেন ) এসেছি গত বছরের অক্টোবর মাসে । তখন সামার শেষ হয়ে শীত আসার প্রস্তুতি চলছিলো। তার নমুনা দেখা গিয়েছিলো প্রকৃতিতে। প্রায় সব গাছের পাতা বর্ণিল সব রঙে রাঙানো ছিল । সেই রং, রূপ আমার খুব নজর কেড়েছিল । কমলা,হলুদ, লাল পাতার গাছগুলোর উপর যখন সূর্যের আলো পড়তো মনে হত যেন গাছে আগুন লেগেছে । এরপর শীতের আগমনীতে গাছের সব পাতা ঝরে গাছগুলো ন্যাড়া হয়ে গেলো । পুরো প্রকৃতিই যেন এক দীর্ঘ ঘুমে চলে গেলো । প্রথম কয়দিন তুষারে ঢাকা শুভ্র চারপাশ দেখতে ভালো লাগলেও পরে একঘেয়েমি চলে আসলো । মনে হোল আর বুঝি সবুজ প্রকৃতির দেখা পাবো না। এ কোন দেশে এলাম । বসন্তের অপেক্ষায় , সামারের অপেক্ষায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠছিলাম।অবশেষে একটু দেরি করেই বসন্তের শেষে সামারের দেখা পেলাম । এবং বেশ সমারোহ নিয়েই হাজির হোল সামার । চমৎকার আবহাওয়া , সবুজের সমাবেশ , চারদিকে নানান রঙের নানান ফুল । রাস্তায় বের হয়ে এত এত ফুল দেখে আমার পাগল হওয়ার অবস্থা । আমাদের দেশে যেমন কিছু অফিস এবং স্পেশাল জায়গা ছাড়া ফুল দেখা যায় না এখানে কিন্তু তা না । প্রতিটা বাড়িতে , রাস্তায় ফুলগাছ যেন উপচে পড়ছে । কত বাহারি সব ফুল। ইচ্ছে করে সারাক্ষণ তাকিয়ে থাকি। এতসব সুন্দর ফুল দেখবো আর তা ফ্রেমে বন্দী করবো না তা কি হয় ? আর তাই মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় হেঁটে বাসায় ফিরতাম । এতে ফুলগুলো বেশিক্ষণ দেখার সুযোগ পেয়েছি এবং ছবিও তুলতে পেরেছি। তবে দুঃখের বিষয় বেশিরভাগ ফুলের নাম আমি জানি না । আমার অজানা সেসব ফুলের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ।মোবাইলে তোলা বলে খুব তেমন ভালো আসেনি 




























বেশ কিছু ফুল বিভিন্ন রঙের হতে দেখেছি 













আগামী পর্বে আরও কিছু ফুলের ছবি দিব । 
৫৭ টি মন্তব্য
santuiyaসান্তুইয়া১৮ জুলাই ২০১৩, ২০:২০
জেসমিন আপা, ফুলে ফুলে সয়লাব করে দিলেন পুরো ব্লগ, যদিও আমি একটারও নাম জানি না, আমি শুধু যে ফুলটার নাম জানি তা হচ্ছে হাসনা হেনা। আমার প্রিয় ফুল। আপনাকে ফুলেল শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জুলাই ২০১৩, ২০:৩৪
আরও আগেই দিতে চেয়েছিলাম । আলসেমির জন্য দেওয়াই হচ্ছিল না। আসলে ফুলগুলি ছবিতে দেখতে যতটা সুন্দর তার চেয়ে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর । 

এত এত ফুল একসাথে এর আগে আমি দেখিনি । 
আমার প্রিয় ফুল বেলি আর গন্ধরাজ । তবে হাসনাহেনা নিয়েও আমার বেশ স্মৃতি আছে । খুব ভালো লাগার একটি ফুল । 
অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য ।
Maeenমাঈনউদ্দিন মইনুল১৮ জুলাই ২০১৩, ২০:২২
“চমৎকার আবহাওয়া , সবুজের সমাবেশ , চারদিকে নানান রঙের নানান ফুল । রাস্তায় বের হয়ে এত এত ফুল দেখে আমার পাগল হওয়ার অবস্থা।”

শীতের দেশে সামার তো সুন্দর হবেই! এতো সুন্দর ফুল চারপাশে দেখলে তো পাগল হবে যে কেউ! মোবাইলে তুললেও ভালো এসেছে 

আরও পোস্ট চাই গিসেনকে নিয়ে: ফুল নিয়ে, ফল নিয়ে, প্রকৃতি নিয়ে, মানুষ নিয়ে, রাস্তাঘাট খাবার নিয়ে....
অপেক্ষায় থাকলাম, প্রিয় গিসেন আপা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জুলাই ২০১৩, ২০:৪২
হুম, শীতের দেশের সামার ভারী আনন্দের । খুশিতে তারা কাপড়ই রাখতে চায় না শরীরে । 
সত্যি ভাই , এত ফুল দেখে আমি এতোটাই পুলকিত হই মাঝে মাঝে মনে হয় খেয়ে ফেলি । 

আপনি যেভাবে পিছনে লাগছেন তাতে তো গিসেনকে ব্যবচ্ছেদ করতেই হবে। চেষ্টা থাকবে । মাঝে মাঝে মনে করিয়ে দিবেন । 
শুভেচ্ছা রইলো ।
KohiNoorমেজদা১৮ জুলাই ২০১৩, ২০:৪১
সেখানেও কি আমাদের দেশের মত ফুল ঝরে বা ফুট ফোটে ? আমরা যেমন ফুলকে ভালবাসি, সেখানেও কি আমাদের মত করে ভালবাসে ? 
ছবিগুলি দেখে মনটা ভরে উঠলো। ধন্যবাদ জেসমিন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জুলাই ২০১৩, ২০:৫৩
মেজদা , আমাদের দেশে অনেক ফুল আছে কিন্তু সব জায়গায় এত ফুল দেখা যায় না । 
কিন্তু এখানে প্রতিটা বাড়িতেই ফুলগাছে ভর্তি । কত রকম ফুলগাছ যে লাগায় এরা । চারদিক শুধু নানান রঙের ফুলে রঙিন হয়ে আছে । 
কোন এক বিশেষ কারণে এদের ফুলগুলি দেরিতেই নষ্ট হয় । হয়তো বেশিদিন টিকে থাকার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে বেশির ভাগ ফুলেই ঘ্রান নেই । 
আমার তো মনে হয় ওরা আমাদের চেয়েও বেশি প্রকৃতি প্রেমিক । 

আপনাকে দেখে আমারও মন ভরে উঠলো ।
farzanahoqueশুভ্রা১৮ জুলাই ২০১৩, ২০:৪৮
"এত ফুল দেখে আমি এতোটাই পুলকিত হই মাঝে মাঝে মনে হয় খেয়ে ফেলি । "
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জুলাই ২০১৩, ২০:৫৭
হা হা হা। বিষয়টা ঠিক বুঝাতে পারলাম না। খুব বেশি প্রিয় কিছুর জন্য খুব পাগল করা একটা অনুভূতি হয় । আমার বোনের মেয়েটা যখন ছোট ছিল তখন ওর জন্য এত পাগল ছিলাম মনে হত কি করি ওকে নিয়ে ।সারাক্ষণ চোখের সামনে রাখার ইচ্ছে থেকেই এই কথা । 

শুভেচ্ছা নিবেন ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক১৮ জুলাই ২০১৩, ২১:০০
চমৎকার সব ফুলের ছবি। খুব ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৮ জুলাই ২০১৩, ২৩:৫৫
ধন্যবাদ প্রামাণিক ভাই । শুভেচ্ছা নিবেন ।
asrafulkabirআশরাফুল কবীর১৮ জুলাই ২০১৩, ২১:০৪
চমৎকার আবহাওয়া , সবুজের সমাবেশ , চারদিকে নানান রঙের নানান ফুল । রাস্তায় বের হয়ে এত এত ফুল দেখে আমার পাগল হওয়ার অবস্থা । আমাদের দেশে যেমন কিছু অফিস এবং স্পেশাল জায়গা ছাড়া ফুল দেখা যায় না এখানে কিন্তু তা না । প্রতিটা বাড়িতে , রাস্তায় ফুলগাছ যেন উপচে পড়ছে । কত বাহারি সব ফুল। ইচ্ছে করে সারাক্ষণ তাকিয়ে থাকি। এতসব সুন্দর ফুল দেখবো আর তা ফ্রেমে বন্দী করবো না তা কি হয় ?  


#আর আপনি দারুনভাবে ফ্রেমে বন্দি না করলে আমরা দেখবো কিভাবে বিদেশের নাম না জানা হরেক পদের ফুলগুলোকে, শুভেচ্ছা আপনাকে জেসমিন দারুন একটি ফটো পোস্ট এর জন্য, অভিনন্দন 

#একটি ফটোর কথা না বললেই নয় তা হলো হলদে রঙ্গের ফুলগুলো দেখে আমার প্রথমদিকে আমাদের সরিষা ফুল বলে ভ্রম হয়েছিলো, অনেক সুন্দর!! সবগুলো ছবিই সুন্দর হয়েছে, ভালো থাকুন সবসময়
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জুলাই ২০১৩, ০০:০৭
হলুদ রঙের ফুলটি সরিষা ফুলের মত অত ছোট না। আমার কাছে একদম কাছে থেকে তোলা এই ফুলের কোন ছবি নেই । না হয় আপনাকে দেখানো যেত । সামারের শুরুতে এই ফুলটি এমন কোন জায়গা নেই হয় নি ।তখন চারদিকে শুধু হলুদ আর আরেকটি সাদা রঙের ফুলে ভরে ছিল । 

আপনার উপস্থিতি বরাবরই আনন্দ দেয় । এত সুন্দর মন্তব্য আমার পোস্টে যোগ হোল বলে আপনাকে অনেক ধন্যবাদ । 
অনেক অনেক শুভেচ্ছা ।
GMMKIগৌমুমোকৃঈ১৮ জুলাই ২০১৩, ২১:০৫
খুব ভালো লাগোল ফুল গুলোর ছবি। আসলে প্রকৃতিতো একেক দেশে একেক ভাবে সাঁজে। প্রকৃতিরতো কনোও দেশ নাই। সব দেশই তার। শুভকামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জুলাই ২০১৩, ০০:২৬
ঠিক বলেছেন । একেক দেশে প্রকৃতি তার এক এক সম্ভার নিয়ে হাজির হয় । 
আমাদের উচিত তা থেকে আনন্দ পাওয়া । 
অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ে মূল্যবান মতামত দেওয়ার জন্য ।
tuhinsarkerতুহিন­সৱকার১৮ জুলাই ২০১৩, ২১:২৭
মোবাইলে তোলা হলেও ছবি গুলো সুন্দর এসেছে।

আপনার মত দুঃখ একটাই চমৎকার ফুল গুলোর নাম জানা হল না।

প্রকৃতির প্রেমে আবদ্ধ করার জন্য ধন্যবাদ।
আপনাদের জন্য শুভকামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জুলাই ২০১৩, ১৫:২১
আরও কিছু ফুলের ছবি আছে ক্যামেরায় তোলা । সেগুলো আরেকদিন দিব । 
আসলেই দুঃখ রয়ে গেলো ফুলের নামগুলো জানি না । 

ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১৮ জুলাই ২০১৩, ২১:৪০
আগামী পর্বে আরও কিছু ফুলের ছবি দিব । 

স্পেশাল সব ছবি নিয়ে জেসমিন আপুর ফেরা উপভোগ করছি ? অনেকদিন পর- কেমন আছ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জুলাই ২০১৩, ১৫:৩৫
হুম অনেকদিন পর । ভালো আছি । 
তুমিও নিশ্চয় ভালো আছ । 
দুই তিন জায়গায় ঘুরতে যাওয়া হয়েছিলো । আলসেমি কাটাতে পারলে তোমাদের সাথে শেয়ার করবো । 

শুভেচ্ছা নিও ।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী১৮ জুলাই ২০১৩, ২২:৩৬
ফুল বলতেই আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, নিজস্ব রঙ আর গুনে সবসময় চিত্তাকর্ষক 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জুলাই ২০১৩, ১৫:৫৫
সত্যিই তাই , ফুল মানেই পবিত্র এক সৌন্দর্য । শুধু চেয়ে থাকতেই ইচ্ছে করে । 
শুভেচ্ছা মেহেদী ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জুলাই ২০১৩, ০০:০৭
"প্রতিটা বাড়িতে , রাস্তায় ফুলগাছ যেন উপচে পড়ছে । কত বাহারি সব ফুল। ইচ্ছে করে সারাক্ষণ তাকিয়ে থাকি।" 

খুব অল্প বা খুব একটি দীর্ঘ সময়ে জার্মানিতে নয় মাস কেটে গেল। নানান সৌন্দর্য উপভোগ আর সুখকর সময়গুলিতে নয় মাস সময়টা খুব অল্প আর দেশের কথা, দেশে ফেলে আসা প্রিয় মানুষগুলির কথা মনে পড়লে সময়টা হয় তো তখন বেশ দীর্ঘ। 

ফুলের ছবিতে, নানান রঙের বর্ণনায় আমাদেরও যেন সারাক্ষণ তাকিয়ে থাকা। খুব ভালো লাগলো ফুলের ছবিগুলি ও পোষ্টের কথা। 

অনেক অনেক দিন পরে একটি চমৎকার পোষ্ট ব্লগে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জুলাই ২০১৩, ০০:১৩
খুব অল্প বা খুব একটি দীর্ঘ সময়ে জার্মানিতে নয় মাস কেটে গেল। নানান সৌন্দর্য উপভোগ আর সুখকর সময়গুলিতে নয় মাস সময়টা খুব অল্প আর দেশের কথা, দেশে ফেলে আসা প্রিয় মানুষগুলির কথা মনে পড়লে সময়টা হয় তো তখন বেশ দীর্ঘ। -- ঠিক মনের কথাই বলেছেন । যখন দেশের কথা মনে পড়ে তখন মনে আর কতকাল থাকতে হবে । উড়াল দিয়ে যদি চলে যাওয়া যেতো ।

আমার চেয়ে আমার প্রিয়জনরা আরও বেশি দীর্ঘ মনে করছে এই সময়টাকে ।

আসলেই অনেকদিন পর পোস্ট দিলাম । কিন্তু আজ মনটা ভালো নেই । নানুর অবস্থা ভালো না খবর এসেছে । আর তাই কিছুতেই মন বসাতে পারছি না । ইচ্ছে করছে দেশে চলে যেতে ।

ভালো থাকবেন রব্বানি ভাই ।
Rabbaniরব্বানী চৌধুরী১৯ জুলাই ২০১৩, ০৪:২৩
আপনার নানুর জন্য আমাদের দোয়া রইলো। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৯ জুলাই ২০১৩, ১৬:১৬
নানুর শরীরের অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো । দোয়া করবেন ।
Ashiq78আশিকুজ্জামান১৯ জুলাই ২০১৩, ০৪:০৬
পৃথিবীর সুন্দর মুখ আমি দেখিয়াছি বাংলার এই নোংরা মুখ আর কতকাল দেখতে হবে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জুলাই ২০১৩, ১৫:২১
আশা করি কোন একদিন বাংলার আসল সৌন্দর্য আবার পুরোপুরি উপভোগ করতে পারবো । 

শুভেচ্ছা রইলো আপনার জন্য ।
sularyআলভী১৯ জুলাই ২০১৩, ১৪:৪২
ওগো প্রবাসিনি তোমার চেরী ফুল দাও ,
আমার শিউলি নাও..........।

lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জুলাই ২০১৩, ১৫:৩৪
নিলাম আপনার শিউলি ফুল আজলা ভরে । 
অনেক দেরি হয়ে গেলো মন্তব্যের উত্তর দিতে । ক্ষমা করবেন ।
sularyআলভী২০ জুলাই ২০১৩, ২১:৫১
শিউলির সৌরভ কি চেরী ফুল নামক গন্ধহীন কাগজের ফুলে পাওয়া যায় আপু? গতকাল থেকে ব্লগে লগিং করতে পারছিলাম না তাই আমার ও দেরী হল। ধন্যবাদ।
sularyআলভী২৩ জুলাই ২০১৩, ১৮:০০
WAHIDUDDINওয়াহিদ উদ্দিন১৯ জুলাই ২০১৩, ১৫:১৩
খুব সুন্দর লাগল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জুলাই ২০১৩, ১৫:৩৬
দেখার জন্য অনেক ধন্যবাদ । আপনাদের ভালো লাগতে পারে ভেবেই দেওয়া । 
শুভেচ্ছা নিবেন ।
kamaluddinকামাল উদ্দিন১৯ জুলাই ২০১৩, ১৫:২৫
চমৎকার সব ফুল, বিশেষ করে উপর থেকে প্রথম সাদা রঙের ফুলগুলো অসাধারণ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জুলাই ২০১৩, ১৫:৩৮
এখানে অনেক ফুলই সাদা রঙের । অন্য রঙেরও আছে । 
আমি কিছুদিন রাতে হাঁটতে বের হয়েছিলাম । তখন সাদা ফুলগুলো যেন আরও বেশি জ্বলজ্বল করতো । 
শুভেচ্ছা কামাল ভাই ।
kamaluddinকামাল উদ্দিন২১ জুলাই ২০১৩, ০৭:৪৩
নিশ্চয়ই ফুলগুলোতে ভালো ঘ্রাণ ও আছে ?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জুলাই ২০১৩, ১৮:৫০
না ভাই , দুঃখটা এখানেই । এত সুন্দর সুন্দর ফুল । অথচ হাতে গোনা কয়েকটা ফুল ছাড়া কোন ফুলের ঘ্রাণ নেই । 
একটা ফুল আছে এত সুন্দর ঘ্রাণ । আমাদের দেশের কোন ফুলের সাথে মিল পাই । কিন্তু মনে করতে পারছি না ।
kamaluddinকামাল উদ্দিন২২ জুলাই ২০১৩, ০৭:৪১
আমাদের দেশে তো আমরা সাধারণত দেখি সাদা ফুলগুলো খুব সুন্দর সুবাস থাকে, লালগুলোতে সাধারণত কম থাকে। ঐ দেশে তাহলে দেখা যাচ্ছে ব্যতিক্রম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ জুলাই ২০১৩, ২১:১৮
এইদেশে ফুলের ঘ্রাণ নেই বলতে গেলে । রাস্তায় শ'য়ে শ'য়ে গোলাপ ফুটে আছে কিন্তু সুবাস নেই । এবং ফুলগুলি অনেকদিন টিকে । সহজে ঝরে যায় না ।
fardoushaফেরদৌসা১৯ জুলাই ২০১৩, ১৫:৪৩
গতকালই দেখেছিলাম পোস্ট 

ব্যস্ততার জন্য ব্লগে মন্তব্য করতে পারছি না। 

অনেক সুন্দর ছবি তুলেছেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জুলাই ২০১৩, ১৫:৪০
ব্যস্ততার মাঝে এসে দেখে গেলেন , কিছু বলে গেলেন বলে কৃতজ্ঞতা । 

মোবাইলে তোলা বলে অতটা ভালো তুলতে পারিনি । কিছু ফুলের ছবি ক্যামেরায় তুলেছি সেগুলো আরেকদিন দিব ।
Jalampwdআলম পিডাব্লিউডি১৯ জুলাই ২০১৩, ১৬:৪৬
চমৎকার সব ফুলগুলি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জুলাই ২০১৩, ১৫:৪১
অনেক খুশি হলাম আপনাকে দেখে আলম ভাই । ভালো থাকবেন ।
anti11এন্টি ভাইরাস১৯ জুলাই ২০১৩, ১৭:৫৩
আহা এমন সুন্দর ফুল দেখিয়া, জার্মান ইন্সটল হইতে সাধ জাগিতেছে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২০ জুলাই ২০১৩, ১৫:৪৮
দেখেন না চেষ্টা করে । পারতেও তো পারেন । 
rodela2012ঘাস ফুল২১ জুলাই ২০১৩, ০৮:৩৬
পোষ্টাকে দেখা যায় একেবারে ফুলের বাগিচা বানিয়ে ফেলেছেন। অনেক সুন্দর কতগুলো ফুল। নামগুলো জানতে পারলে ষোলকলা পূর্ণ হত। আপা এতো গুলো ফুলের মাঝে ঘাস ফুল নাই কেন? হাফসুস! অনেক ভালো লাগলো পোস্টটা জেসমিন আপা। ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জুলাই ২০১৩, ১৯:৩৬
হলুদ যে ফুলের ছবি দেওয়া ঐটা কিন্তু ঘাসফুলই । এখানে ওখানে নিজে নিজে ফুটে আছে । 
আমিও দুঃখিত কোন ফুলের নাম জানাতে পারলাম না । 
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগছে । ভালো থাকবেন ।
ishakkhanইসহাক খান২১ জুলাই ২০১৩, ১৪:৩১
ফুলেল পোস্টটিতে ভালোলাগা জানিয়ে গেলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জুলাই ২০১৩, ১৯:৪৬
আপনাকে পেয়ে আমারও ভালো লাগলো । আপনার অনেক পোস্ট জমে গিয়েছে । শীঘ্রই শেষ করে ফেলবো ।
MirHamidহামি্দ২১ জুলাই ২০১৩, ১৫:৫৯
চমৎকার সব ফুল দিয়ে আপনার ফুলেল পোস্ট । ফুলগুলো একটা থেকে আরেকটা মনে হয় বেশি সুন্দর । চোখ ধাঁধানো এই ফুলগুলোর একটারও নাম জানি না আমি। জগৎ সম্পর্কে আসলে আমার অজ্ঞতাই প্রমাণিত হয় এতে। ফুলগুলোর জন্য অনেক ধন্যবাদ আপু । ভাল থাকবেন নিরন্তর ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জুলাই ২০১৩, ২০:১৬
আমিই দুঃখিত । ফুলগুলোর নাম জানাতে পারলাম না । দায়িত্বটা আমারই ছিল । 
আসলেই ফুলগুলি অনেক সুন্দর । জগতের অনেক সৌন্দর্য আমাদের দৃষ্টিসীমার বাইরে ।
meghneelমেঘনীল২১ জুলাই ২০১৩, ১৯:৪৭
এই তো দেখি ফুলের বাগান...। 

শুভকামনা আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ জুলাই ২০১৩, ২০:১৩
হুম, যেখানে থাকি চারদিকে শুধু ফুল আর ফুল । মনে হয় যেন ফুলের বাগান দিয়ে হেটে যাচ্ছি । 

শুভেচ্ছা জানবেন ।
sularyআলভী২৩ জুলাই ২০১৩, ১৬:৩১
আপনার জন্য নাহার আপা লেখা উৎসর্গ করেছে অথচ আপনাকে পাচ্ছিনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জুলাই ২০১৩, ১৬:৫৯
মন্তব্য করে এলাম । একটু ঘরের কাজে ব্যস্ত থাকায় ব্লগে আসতে দেরি হয়ে গেল ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জুলাই ২০১৩, ২১:৪০
ওমা কি সুন্দর সুন্দর ফুলগুলো!! অন্নেক সুন্দর যে চোখ জুড়ে গেল। এখন তো দেখছি সব ধরনের ফুলই আমাকে লাগাতে হবে। এত্ত সুন্দর ফুল দেখলে তো মনটা অমনিই ভালো হয়ে যাবে। শেয়ার করার জন্য অন্নেক ধন্যবাদ তোমাকে জেসমিন। অনেক অনেক দোয়া রইলো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:০৩
ওমা আপু এত পিছনের একটি পোস্ট দেখে গেলেন ! 

হ্যা , এত সুন্দর ফুল দেখলে মন এমনিই ভালো হয়ে যায় । কত রকম ফুল যে ফুটেছে চারদিকে । 

আপনিও তো ভালো বাগান করেন । 
শুভেচ্ছা রইলো আপুর জন্য । 
salahuddinsiteসালাহ্ আদ-দীন২৭ জুলাই ২০১৩, ০৮:০৭
বিরাট সৌন্দর্য

No comments:

Post a Comment