- ৬৭ টি মন্তব্য
সোলাইমান ইসলাম নিলয়১১ ডিসেম্বর ২০১২, ০৯:৫২
মেৌমিতার জন্মদিনে অনেক অনেক আদর। জীবনে ভালো মানুষ হও এই কামনা করি।বিভব১১ ডিসেম্বর ২০১২, ০৯:৫৯
অসারন লেখা!আমিতো মুগ্ধ হয়ে পড়েছি আপনার লেখা।আসলে সবার জীবনে এমন অনেক মধুর ঘটনা আছে।
যা সবসময় আমাদের মনকে ছুঁয়ে যায়। শুভকামনা আপনার জন্য..।আলম পিডাব্লিউডি১১ ডিসেম্বর ২০১২, ১০:২১
মৌমিতার জন্য অনেক আদর আর ভালবাসা। শুভ জন্মদিন মামনি।
আপনার লেখাটি হৃদয় কেড়েছে আপা। ভাল থাকবেন।মুহাম্মদ সাঈদ আরমান১১ ডিসেম্বর ২০১২, ১০:৩৩
মৌমিতার জন্মদিনে খালামণির চমৎকার এই উপহারের তুলনা হয় না। জানি না মৌমিতার কেমন লাগবে এই উপহার । মন ছুঁয়ে দিল এই লেখা । মৌমিতা সুন্দর ভাবে বেড়ে ওঠুক । জন্মদিনে এই প্রত্যাশা ও দোয়া রইল ।
জন্মদিনের শুভেচ্ছা । মৌমিতা খালামণির জন্য শুভকামনা ।রব্বানী চৌধুরী১১ ডিসেম্বর ২০১২, ১০:৩৫
মৌমিতকে আমাদের জন্মদিনের শুভেচ্ছা, আমাদের দোয়া ও অনেক আদর রইল।মাইনুল আমিন১১ ডিসেম্বর ২০১২, ১২:২২
শুভ জন্ম-দিন মৌমিতা !----------- জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকে এ দিনের প্রত্যাশায় । শুভেচ্ছা আপনাকে প্রিয় লুৎফুন নাহার জেসমিন আপাকেও--------------------------চারুমান্নান১১ ডিসেম্বর ২০১২, ১৩:২৭
খালা শুভেচ্ছার সাথে,,,,,,,,আমারও শুভেচ্ছা রইল,,,,,
শুভ জন্মদিন,মৌমিতা,,,,,,,,,,মানুষ হও!!!!!!!!!!!!!!এনামুল রেজা১১ ডিসেম্বর ২০১২, ১৪:০৮
শুভ জন্মদিন মৌমিতা।
জীবনটা তার রঙ্গিন ডালা মেলে ধরুক তোমার দ্বারে।
অনেক আদর আর ভালবাসা রইলো মৌমিতার জন্য।চাতক পাখ ।১১ ডিসেম্বর ২০১২, ১৪:৪৯
শুভ জন্মদিন ,
এই পৃথিবী ক্ষণস্থায়ী । আমাদের আসল ঠিকানা পরকাল । পৃথিবীতে যাই করোনা না কেন তার হিসাব পরকালে দিতে হবে । তাই সেই জবাবদিহিতার কথা মনে রেখে সামনের দিকে পা বাড়াবে ।কঠিন কথা বলেছেন আপা
জুলিয়ান সিদ্দিকী১১ ডিসেম্বর ২০১২, ১৫:৩৬
বইনঝির লাইগ্যা খালার শুভ কামনা আরো বাড়াইতে আমিও জানাই শুভেচ্ছা, কই হ্যাপি বাড্ডে টু বইনঝি!আলমগীর সরকার১১ ডিসেম্বর ২০১২, ১৬:০৬
'দোয়া করি, অনেক বড় হয়
সৃষ্টি কতাকে ভুলে না যাও'
শুভ হোক শুভজন্মদিনফেরদৌসা১১ ডিসেম্বর ২০১২, ১৭:১২
শুভ জন্মদিন মৌমিতা
আজকে আমি একটা গল্প লেখার চেষ্টা করেছিলাম, নায়িকার নাম মৌমিতাপঞ্চসুখ১১ ডিসেম্বর ২০১২, ১৭:১৩
হৃদয় নিংড়ানো ভালোবাসা খালামনির পক্ষ থেকে। আমার পক্ষ থেকেও রইলো জন্মদিনের শুভেচ্ছা।কাছের মানুষ১১ ডিসেম্বর ২০১২, ১৮:৪৮
মৌমিতা জন্য জম্মদিনের শুভেচ্ছা রইল।
লেখাটা সত্যিই যেন মৌমিতা পড়ে তাহলে অনেক কিছু শিখতে পারবে।
শুভেকামনা রইল আপু।মাঈনউদ্দিন মইনুল১১ ডিসেম্বর ২০১২, ১৮:৪৮
“এতদূর থেকে খালামনি তোমাকে কিছুই দিতে পারলাম না । তাই তোমার জন্য ভালোবাসার নিদর্শন স্বরূপ এই লেখাটি দিলাম ।”
ভাবাবেগ জাগানোর মতো করে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা বার্তা। আশা করি মৌমিতা তা পাবে।
আমরাও শুভেচ্ছা জানাই মৌমিতাকে।
জেসমিন আপাকে অনেক শুভেচ্ছা।অনিন্দ্য অন্তর অপু১১ ডিসেম্বর ২০১২, ২২:৪৬
শুভ জন্মদিন। অনেক অনেক ভালবাসা তোমার খালামনির সাথে আমাদেরও।অপর্ণা১১ ডিসেম্বর ২০১২, ২৩:০৬
মৌমিতা একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক। মেয়েমানুষ বলে যেন তার চলার পথকে থামিয়ে দেয়া না হয় ।
এই খালামনির ভালবাসাও মৌমিতাকে পৌঁছে দিও জেসমিননোমান সারকার১১ ডিসেম্বর ২০১২, ২৩:৩৩
শুভ জন্মদিন মৌমিতা। অনেক আদর রইল। আর শুভেচ্ছাও। বড় হও , অনেক অনেক বড়।মাটিরময়না১১ ডিসেম্বর ২০১২, ২৩:৫১
শুভ জন্মদিন মৌমিতা-- অনেক ভালো মনের, অনেক ঈমানদার মানুষ হও তুমি। আমীন।
Friday, September 5, 2014
শুভ জন্মদিন মৌমিতা : অনেক আদর আর ভালোবাসা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment