- ৫০ টি মন্তব্য
এস এইচ মং মারমা০৩ ডিসেম্বর ২০১২, ১৩:৩৫
তুষারপাতের সুন্দর ছবিগুলোর জন্য অনেক ধন্যবাদ প্রিয় জেসমিন ভাল থাকবেন। শুভেচ্ছা নেবেন।রব্বানী চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ১৩:৫০
তুষারপাতের চমৎকার সব ছবিগুলি দেখে নিজেরও হিম হয়ে যাওয়ার কথা। ছবিগুলি শেয়ার করার জন্য আপরাকে অনেক ধন্যবাদ্ ধনী রাষ্ট্র বলে ছবিগুলি দেখে চমৎকার বলতে হল। আমরা এখানে ৫ বা ৯ ডিগ্রী তাপ মাত্রায় আমাদেরকে অনেক কষ্ট অনুভব করতে হয়। আবহাওয়া মানিয়ে চলবেন, সওদাকেও নজরে রাখবেন।উননুর০৩ ডিসেম্বর ২০১২, ১৪:০৫
তুষারের কারণে হাড্ডি মাংশ এক হওয়ার যোগার। তাই শীত এলে ভাবি যত কম তুষারপাত হয়। যদিও কানাডার প্রকৃতি তাতে খুব
কমই সাড়া দেয়। সেট শুভ্র তুষারে থাকা অক্ষত প্রকৃতি দেখলে মন জুড়িয়ে যায়। কিন্তু তুষার গলে লোকালয়ে যে কালশিটে রূপ ধারণ
করে তখন দেখতে বড়ই বিশ্রী লাগে। ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।অপর্ণা০৩ ডিসেম্বর ২০১২, ১৪:১০
তুষারপাতের আরও ছবি দিবা না বলছ , কিন্তু এইটা সবে তুষার পড়ার শুরু । যখন জানালাও খুলতে পারবা না এমন তুষার পড়বে তখন হয়তো আবারো আফসোস করতে পারো । ঐ লেকটার ছবি দেখতে ইচ্ছে করলো । ঐ জায়গাটার নাম কি জেসমিন ? কিংবা লেকটার নাম কি , জানিও ।
ছবিগুলো বিশেষ করে পাতার উপরে পড়া ছবিটা খুব সুন্দর ।ফেরদৌসা০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৩১
বাহ চমৎকার সব ছবি। সাওদা মনে হয় এইসব দেখে খুব মজা পাচ্ছে।
এখন তো মাত্র তুষার পড়া শুরু হয়েছে, যখন আরও পড়বে তখন আরও ছবি দিবেন।মেজদা০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪২
পলাশ ভাইয়ের কাছে খোলা চিঠি।
প্রতি,
আসসালামু আলাইকুম পলাশ ভাই। কেমন আছেন আপনার কথা আমার প্রায়ই মনে পরে কিন্তু আপনাকে না পেয়ে বলতে পারছিলাম। অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সব ভুলে গেছি, অনেকদিন আগের কথা তো। আপনারা সবাই মিলে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি। আল্লাহ্ হাফেজ।
- ইতি মেঝদামোহাম্মদ জমির হায়দার বাবলা০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪৯
আপনার জন্য শ্রদ্ধা।
দারুন সব শীতের ছবি।
দেখেই গায়ে শীত অনুভব হচ্ছে।
গায়ের উপর কম্বল জড়িয়ে মন্তব্য লিখছি।
বেশ সুন্দর।
শুভকামনা।তৌফিক মাসুদ০৩ ডিসেম্বর ২০১২, ১৬:৩৭
চবিগুলো দেখতে খুব ভাল লাগছে, কিন্তু শীত লেগে গেল যে। অফিসে বসে কী আর করার, এসি বন্ধ রাখতে হবে।নোমান সারকার০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩১
তুষারপাত ছুয়ে দেখতে ইচ্ছে করছে। তাই যাচ্ছি চোখ বন্ধ করতে। হুম ,বড়ই সুন্দর।অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪১
খাইছে। এ যে দেখছি করুণ অবস্থা। আপা, ওখানে এখন কি সবুজ কোন গাছ আছে?
গ্রীন হাউজে আছে মনে হয়।কাছের মানুষ০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৪
তুষারপাতের ছবি দেখে ভাল লাগল আপু
আমাদের এখানেও শুরু হয়ে গেছে তুষার পাত , ছবিতে দেখি আর ভাল লাগল ।কাছের মানুষ০৪ ডিসেম্বর ২০১২, ১৮:৩৭
এইতো না মোরে বেচে আছি
ভাল আছেন আশাকরি । ঠান্ডার দেশে থাকেন সাবধান , একবার ঠান্ডা লাগলে কিন্তু সহজে সারতে চায় না ।মুক্তমন৭৫০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৩৫
আমি এত সুন্দর ছবি গুলা এতক্ষন ধরে দেখিনি?
আপা বড়ই সৌন্দর্য। তবে শীত হইতে সাবধান থাকিবেন ---- ভালো থাকেন। শুভরাত্রি।
পলাশ ভাইকে সালাম বলবেন।মাটিরময়না০৫ ডিসেম্বর ২০১২, ০০:১৭
প্রথম মুগ্ধতার অনুভুতি সব সময়ই অন্য রকম।সেটা কম বা বেশীর উপর নির্ভর করে না।
সবে তো শুরু আরো কতো খেলা বাকী আছে।শওকত হোসেন বাদল০৫ ডিসেম্বর ২০১২, ০১:০৯
ছবিগুলো দেখে বেশ ভাল লাগছে......
পলাশ ও সাওদাকে শুভেচ্ছা।
ভাল থেকো সবাইমোঃ হাসান জাহিদ০৮ ডিসেম্বর ২০১২, ০১:১২
এবার বোঝা যাচ্ছে তুষারপাত । তবে প্রথম অভিজ্ঞতার মজাই আলাদা । খুব ভালো লাগলো ছবি গুলো দেখে ।
Friday, September 5, 2014
আবার হাজির হলাম তুষারপাত নিয়ে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment