Friday, September 5, 2014

আবার হাজির হলাম তুষারপাত নিয়ে


ব্লগে সেদিন তুষারপাতের যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো দেখে এখন লজ্জাই লাগছে । ঐটুকু তুষার পড়া দেখে কি হৈ হৈ না করলাম । আজ সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা পরিবর্তন । চারদিক সাদা হয়ে আছে । মাঝে মাঝে সবুজ দেখা যাচ্ছে । ভোরের দিকে বোধহয় তুষার পড়া শুরু হয়েছে । অনেকক্ষণ পড়েছিলো বলে মনে হয় এত সাদা । আর আমি কিনা সেদিনই মুগ্ধ হয়ে গিয়েছি । আজকের তুষারের কাছে তা কিছুই না । আসলেই কিছু ছিল না । কিন্তু আমার জীবনে প্রথম দেখা বলেই আমার অত আনন্দ লেগেছিল । 
তো যাই হোক আজকের তুষার একেবারে সামনে থেকে দেখতে ইচ্ছে হোল । জানালার কাঁচ দিয়ে নয় । আর তাই পলাশ, সাওদা কে ঘুম থেকে তুলে রেডি হয়ে নীচে নামলাম । আমরা নামার সাথে সাথেই আবার তুষার পড়া শুরু হোল । আনন্দ দ্বিগুণ হোল । কতক্ষন বাইরে হেঁটে ছবি তুলে আসলাম । সেগুলোই শেয়ার করছি । 





এটা আজকে তোলা প্রথম ছবি । ঘুম থেকে উঠে এমন দেখলাম । 







সাওদা তুষারের মাঝে দাড়িয়ে 



আমরা মা মেয়ে হাঁটছিলাম 



বাবা ও মেয়ে । 





তুষার পড়ছে । 





খেলা ঘরের ছাদে তুষার 



পাতার উপর তুষার । 





চলার পথ । 



নীচ থেকে উঠে এসে জানালা দিয়ে তোলা আরেকটা ছবি । তখন থেকে আবার তুষার গলা শুরু হয়ে গিয়েছে । 


তুষারপাত নিয়ে আর ছবি দেওয়ার ইচ্ছে নেই । শুধু একটা লেকের ছবি দিব । যেটা শীতকালে জমে বরফ হয়ে থাকে । লোকজন তার উপর হেঁটে বেড়ায় । আমারও ইচ্ছে আছে সেখানে যাওয়ার । তখন আবার কিছু ছবি দিব । 
সবাইকে শুভেচ্ছা ।
৫০ টি মন্তব্য
shmongmarmaএস এইচ মং মারমা০৩ ডিসেম্বর ২০১২, ১৩:৩৫
তুষারপাতের সুন্দর ছবিগুলোর জন্য অনেক ধন্যবাদ প্রিয় জেসমিন ভাল থাকবেন। শুভেচ্ছা নেবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ১৫:০৫
ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন ।
Rabbaniরব্বানী চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ১৩:৫০
তুষারপাতের চমৎকার সব ছবিগুলি দেখে নিজেরও হিম হয়ে যাওয়ার কথা। ছবিগুলি শেয়ার করার জন্য আপরাকে অনেক ধন্যবাদ্ ধনী রাষ্ট্র বলে ছবিগুলি দেখে চমৎকার বলতে হল। আমরা এখানে ৫ বা ৯ ডিগ্রী তাপ মাত্রায় আমাদেরকে অনেক কষ্ট অনুভব করতে হয়। আবহাওয়া মানিয়ে চলবেন, সওদাকেও নজরে রাখবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ১৫:২৮
হুম, অতিরিক্ত ঠাণ্ডার দেশগুলো সব ধনী । না হয় কি অবস্থা হতো এদের কি জানি । 
দেশের উত্তরাঞ্চলের শীতের জন্য তেমন প্রস্তুতি নেওয়ার সামর্থ্য থাকে না বলে বা ঢাকা শহরের গরিব মানুষগুলো সীমাহীন কষ্ট পায় অর্থ সংকটের জন্য । 
আপনারাও ভালো থাকবেন ।
Unnanউননুর০৩ ডিসেম্বর ২০১২, ১৪:০৫
তুষারের কারণে হাড্ডি মাংশ এক হওয়ার যোগার। তাই শীত এলে ভাবি যত কম তুষারপাত হয়। যদিও কানাডার প্রকৃতি তাতে খুব 
কমই সাড়া দেয়। সেট শুভ্র তুষারে থাকা অক্ষত প্রকৃতি দেখলে মন জুড়িয়ে যায়। কিন্তু তুষার গলে লোকালয়ে যে কালশিটে রূপ ধারণ 
করে তখন দেখতে বড়ই বিশ্রী লাগে। ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৩৯
হুম, ঠিক বলেছেন ঐরকম স্থির থাকলেই সুন্দর দেখায় । কিন্তু যখন গলে যেতে শুরু করে বিচ্ছিরি লাগে ।
opornaঅপর্ণা০৩ ডিসেম্বর ২০১২, ১৪:১০
তুষারপাতের আরও ছবি দিবা না বলছ , কিন্তু এইটা সবে তুষার পড়ার শুরু । যখন জানালাও খুলতে পারবা না এমন তুষার পড়বে তখন হয়তো আবারো আফসোস করতে পারো । ঐ লেকটার ছবি দেখতে ইচ্ছে করলো । ঐ জায়গাটার নাম কি জেসমিন ? কিংবা লেকটার নাম কি , জানিও ।

ছবিগুলো বিশেষ করে পাতার উপরে পড়া ছবিটা খুব সুন্দর ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪৫
হি হি আফসোস করবো । কি আর করা । ঐ তো লেকের ছবি দিতে গেলেই কিছু ছবি দেওয়া হয়ে যাবে । ঐ লেকটি গিসেন পার্কে । আমার একটা পোষ্টে আছে লেকের ছবি । এই একটি মাত্রই পার্ক গিসেনে । পার্কটি গিসেন শহরের মারবুরগ এলাকায় । আমরা প্রথম একমাস সেখানে ছিলাম ।

লেকের ছবি দেখতে পাবেন ।
opornaঅপর্ণা০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
ওকে বেড়িয়ে এসো সেই লেক থেকে যেখানে পানি জমে বরফ হয়ে গেছে।
ভালো থেকো
fardoushaফেরদৌসা০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৩১
বাহ চমৎকার সব ছবি। সাওদা মনে হয় এইসব দেখে খুব মজা পাচ্ছে। 

এখন তো মাত্র তুষার পড়া শুরু হয়েছে, যখন আরও পড়বে তখন আরও ছবি দিবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪৮
ধন্যবাদ । হুম , বেশ মজাই পাচ্ছে ।
KohiNoorমেজদা০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪২

পলাশ ভাইয়ের কাছে খোলা চিঠি।

প্রতি,
আসসালামু আলাইকুম পলাশ ভাই। কেমন আছেন আপনার কথা আমার প্রায়ই মনে পরে কিন্তু আপনাকে না পেয়ে বলতে পারছিলাম। অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সব ভুলে গেছি, অনেকদিন আগের কথা তো। আপনারা সবাই মিলে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি। আল্লাহ্‌ হাফেজ।
- ইতি মেঝদা 
fardoushaফেরদৌসা০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪৭
হি হি ।কি বলার ছিল পলাশ কে ? আমাকে বলেন । আমি জানিয়ে দিব ।
KohiNoorমেজদা০৪ ডিসেম্বর ২০১২, ০১:৪৯
বলবো ? সত্যি সত্যি বলে দেব। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ডিসেম্বর ২০১২, ০১:৫১
অবশ্যই বলেন । হাসেন ক্যান?
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা০৩ ডিসেম্বর ২০১২, ১৫:৪৯
আপনার জন্য শ্রদ্ধা। 
দারুন সব শীতের ছবি। 
দেখেই গায়ে শীত অনুভব হচ্ছে। 
গায়ের উপর কম্বল জড়িয়ে মন্তব্য লিখছি। 
বেশ সুন্দর। 
শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ১৬:১৬
ধন্যবাদ । ভালো থাকবেন জমির ভাই ।
Jalampwdআলম পিডাব্লিউডি০৩ ডিসেম্বর ২০১২, ১৬:১৬
ছবিগুলো অনেক সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩০
ধন্যবাদ আলম ভাই । ভালো লাগলো আপনাকে দেখে ।
tmboss172তৌফিক মাসুদ০৩ ডিসেম্বর ২০১২, ১৬:৩৭
চবিগুলো দেখতে খুব ভাল লাগছে, কিন্তু শীত লেগে গেল যে। অফিসে বসে কী আর করার, এসি বন্ধ রাখতে হবে।
tmboss172তৌফিক মাসুদ০৩ ডিসেম্বর ২০১২, ১৬:৪০
এবারও মন্তব্য লিখতে গিয়ে ভুল করেছি বানান, চবি না হয়ে ছবি হবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩২
দেশে এখনো এসি চালাতে হয় নাকি ? ঐটা টাইপ মিস্টেক ।
sopnerdin45এনামুল রেজা০৩ ডিসেম্বর ২০১২, ১৭:২৪
ছবিগুলো চমৎকার লাগলো। গ্রেট!

ভাল থাকবেন আপু। শুভকামনা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
ধন্যবাদ অরিত্র । আসলে এমন আনন্দের মুহূর্তগুলি শেয়ার করতে খুব ভালো লাগে । আজ দুপুর থেকে তুষার পড়া শুরু হয়েছে । বাইরে সব কিছু শুভ্র হওয়ার প্রতিযোগিতায় নেমেছে ।
kamaluddinকামাল উদ্দিন০৩ ডিসেম্বর ২০১২, ১৮:৩৩
চমৎকার ছবিগুলো, আমি কবে এমন ছবি তুলবো সেই অপেক্ষায়.........
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪২
দোয়া করি সুযোগ যেন আসে । আপনার বাইরে ঘোরার যে নেশা তাতে খুব বেশি কঠিন হবে না ।
nomaansarkarনোমান সারকার০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩১
তুষারপাত ছুয়ে দেখতে ইচ্ছে করছে। তাই যাচ্ছি চোখ বন্ধ করতে। হুম ,বড়ই সুন্দর।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
এমন দৃশ্য আমাদের বাংলাদেশীদের জন্য অন্যরকম । খুব সুন্দর মুহূর্ত । তারপর গতানুগতিক ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪১
খাইছে। এ যে দেখছি করুণ অবস্থা। আপা, ওখানে এখন কি সবুজ কোন গাছ আছে?

গ্রীন হাউজে আছে মনে হয়।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
সবুজ এখনো আছে । কিন্তু আবহাওয়া চার্টে যেভাবে সামনে কয়েকদিনের তুষারপাত দেখাচ্ছে তাতে সবুজ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে ।
kabirbdboyকাছের মানুষ০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৪
তুষারপাতের ছবি দেখে ভাল লাগল আপু 


আমাদের এখানেও শুরু হয়ে গেছে তুষার পাত , ছবিতে দেখি আর ভাল লাগল ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪৫
আপনাকে দেখে ভালো লাগলো । কেমন আছেন ?
kabirbdboyকাছের মানুষ০৪ ডিসেম্বর ২০১২, ১৮:৩৭
এইতো না মোরে বেচে আছি  

ভাল আছেন আশাকরি । ঠান্ডার দেশে থাকেন সাবধান , একবার ঠান্ডা লাগলে কিন্তু সহজে সারতে চায় না । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ডিসেম্বর ২০১২, ০০:১২
ভালো আছি । সাবধানে থাকার চেষ্টা করছি । তবে ভয় নেই আমি সহজে অসুস্থ হই না ।
mukto75মুক্তমন৭৫০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৩৫
আমি এত সুন্দর ছবি গুলা এতক্ষন ধরে দেখিনি?  
আপা বড়ই সৌন্দর্য। তবে শীত হইতে সাবধান থাকিবেন ---- ভালো থাকেন। শুভরাত্রি। 
পলাশ ভাইকে সালাম বলবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ডিসেম্বর ২০১২, ০১:৩৭
এত দেরীতে দেখার জন্য পানিশমেন্ট হইলো সুন্দর একখান লেখা পোস্ট দিবেন। 
আপনাদের সকল শুভেচ্ছা ও সালাম তার কাছে পৌঁছান হয় । 
ধন্যবাদ ।
Rjamilরশীদ জামীল০৪ ডিসেম্বর ২০১২, ০১:৪২
অসাধারণ 
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৪ ডিসেম্বর ২০১২, ০১:৪৭
ধন্যবাদ জামিল ভাই । ভালো থাকবেন ।
Rjamilরশীদ জামীল০৪ ডিসেম্বর ২০১২, ০১:৫১
 ----------
MatirMoynaমাটিরময়না০৫ ডিসেম্বর ২০১২, ০০:১৭
প্রথম মুগ্ধতার অনুভুতি সব সময়ই অন্য রকম।সেটা কম বা বেশীর উপর নির্ভর করে না। 

সবে তো শুরু আরো কতো খেলা বাকী আছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ডিসেম্বর ২০১২, ০১:০৫
হুম, ঠিক বলেছেন ।
Badal1995শওকত হোসেন বাদল০৫ ডিসেম্বর ২০১২, ০১:০৯
ছবিগুলো দেখে বেশ ভাল লাগছে......
পলাশ ও সাওদাকে শুভেচ্ছা।
ভাল থেকো সবাই
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৫ ডিসেম্বর ২০১২, ০১:১৩
আপনাকে দেখে খুব ভালো লাগে । অনেক ধন্যবাদ ।
সবাইকে নিয়ে আপনিও ভালো থাকবেন ।
sularyআলভী০৭ ডিসেম্বর ২০১২, ২২:২১
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ ডিসেম্বর ২০১২, ২২:২৯
কেমন আছেন ? গত দুই দিন ধরে একটা লেখা তৈরি করতে চাচ্ছি কিন্তু কিছুতেই পারছি না ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৪
ছবিগুলো দেখে বেশ ভাল লাগল শুভেচ্ছা রইল
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৮ ডিসেম্বর ২০১২, ০০:২০
ধন্যবাদ প্রামাণিক ভাই ।
chomok001মোঃ হাসান জাহিদ০৮ ডিসেম্বর ২০১২, ০১:১২
এবার বোঝা যাচ্ছে তুষারপাত । তবে প্রথম অভিজ্ঞতার মজাই আলাদা । খুব ভালো লাগলো ছবি গুলো দেখে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১০ ডিসেম্বর ২০১২, ২৩:২২
হুম এখন ছবি দিলে আরও বেশি বোঝা যেত । তারপরও প্রথম অভিজ্ঞতা আলাদাই । ভালো থাকবেন ।

No comments:

Post a Comment