Friday, September 5, 2014

ক্রিসমাসের সাজে গিসেন - ১


এই মাসের প্রথম দিকে প্রয়োজনে মার্কেটে গিয়েছিলাম তখন দেখে আসলাম পুরো মারকেট এলাকা ক্রিসমাসের সাজে সাজছিল । দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করছিলাম । পলাশ বলল, এ আর কি ? রাতে এলে দেখবে কত সুন্দর দেখায় । সেদিন ই ঠিক করে ফেলেছিলাম একদিন বিকেল থেকে রাত পর্যন্ত পুরো মার্কেট ঘুরে দেখবো ।কিন্তু পলাশ খুব ব্যস্ত হয়ে পড়লো । শেষে গত ২১/১২ তারিখে বের হলাম দেখতে । বের হওয়ার সময় বৃষ্টি শুরু হোল দেখে মন খারাপ হয়ে গিয়েছিলো না জানি দেখার আশাটাই পণ্ড হয় । কিন্তু ভাগ্য ভালো । কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলো । যেহেতু সন্ধ্যার আগে পৌঁছে গেলাম তাই আগে একটি বড় মার্কেটের ভিতর ঢুকলাম । কি সুন্দর বলে বুঝানো যাবে না । প্রতিটা দোকান খুব সুন্দর করে সেজেছে ক্রিসমাস উপলক্ষে । সেই সঙ্গে দোকানগুলোতে চলছিলো বিশাল ছাড় । এখানে ক্রিসমাসকে বলে ভাইনাখট । এই উপলক্ষে সবাই সবাইকে গিফট দেয় । ফলে কেনাকাটার ধুম পড়ে । এবং দোকানগুলোতে থাকে ক্রেতাদের জন্য নানান অফার ।

প্রথম যে মার্কেটটায় ঢুকলাম সেখানে দুটি খালি স্পেসে খুব সুন্দর করে শীতের সময়ের প্রকৃতির আবহ তুলে ধরা হয়েছে । বরফ পড়ে চারদিক সাদা । গাছে গাছে বরফ ।অনেক লাইভ । বিভিন্ন জায়গায় লাইটিং করা হয়েছে । ফুল দিয়ে সাজানো হয়েছে । 








উপর থেকে তোলা ।




একটা এলাকা গড়ে তোলা হয়েছে । মাঝখানে একটা সেতু । এখানে সেখানে বাড়ি । বাড়িগুলোতে একটা একটা আবহ ফুটিয়ে তোলা হয়েছে । অনেক চমৎকার । লোকজন তার মধ্যে দাড়িয়ে ছবি তুলছে । আমরাও তুললাম । 




একেকটা বাড়িতে এক এক চিত্র










যেহেতু তখনো সন্ধ্যা হয়নি তাই আমরা আরেক জায়গায় গিয়ে আরেকটি মার্কেট দেখতে গেলাম । কারণ মেইন মার্কেটের সৌন্দর্য সন্ধ্যার আগে বোঝা যাবে না । সেখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে । এখানে সান্তা ক্লজের বিভিন্ন ভাবে দেখানো হয়েছে । গাছগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে । আবার মার্কেট থেকে সবাইকে কিছু খাবারও দিচ্ছিল । আমরা কোক আর কেক খেয়েছি । কিন্তু চকলেটগুলো হালাল নয় বলে অন্য কাউকে দেওয়ার জন্য রেখে দিলাম । 






সেখান থেকে আমরা সন্ধ্যার দিকে মূল মার্কেট এলাকায় চলে এলাম । বাস থেকে নেমেই মেয়েকে উঠাতে হোল খেলনা গাড়িতে । এরপর শুরু হোল আসল সৌন্দর্য দেখা । এত চমৎকার লাগছিলো । চারদিকে শুধু আলো ঝিলমিল করছে । প্রচুর অস্থায়ী দোকান আর মানুষের আনাগোনা । 


খেলনা গাড়িতে বাচ্চারা । 


চোখে ধাঁধা লেগে যাচ্ছিল । 





অস্থায়ী দোকানের সামনে মানুষ । 


আগামী পর্বে আরও কিছু ছবি দিব ।
৫২ টি মন্তব্য
KohiNoorমেজদা২৪ ডিসেম্বর ২০১২, ২০:৪২
 

অসাধারণ ছবি জেসমিন। ভাল লাগলো। গরম এক মগ কফি। ফুঁ দিয়ে খেও, নইলে জিহবা ----
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
আমি গরম গরম চা , কফি খাইতে পছন্দ করি । অনেক ধন্যবাদ কফির জন্য । এবার সত্যি সত্যি এক মগ নিয়ে বসতে হবে ।
KohiNoorমেজদা২৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৯
মেয়ে কে দেখলাম, মাশ আল্লাহ্‌। কিন্তু ঠাণ্ডা যেন না লাগে, সাবধান বুজি। ছোট্ট মেয়ে।  মেয়েকে
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
এর মধ্যে একবার লেগেছে । এখন ভালো । দোয়া করবেন ।
fardoushaফেরদৌসা২৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
ক্রিসমাসের অনেক ছবি আমার কাছে। পোস্ট দিব দিব করে দেয়া হয়নি। 

আপনার ছবি গুলি খুব ভাল হয়েছে। 

কেন ভাইয়ার কি ছুটি নেই ক্রিসমাসের জন্য। 

আমরা তো অনেক মজা করি। দেখি কাল একটা পোস্ট দিতে পারি। 

অনেক গিফট পেলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২১:০২
ছাত্রদের আবার ছুটি কি ? গেলেও হয় না গেলেও হয় ।
fardoushaফেরদৌসা২৪ ডিসেম্বর ২০১২, ২১:০৩
সরকারি ছুটি কয়দিন এই ক্রিসমাসের জন্য।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২১:০৯
অফিস মনে হয় সপ্তাহ খানেক । আর স্কুল ১৫ দিনের জন্য ।
shmongmarmaএস এইচ মং মারমা২৪ ডিসেম্বর ২০১২, ২১:১৬
মনে হচ্ছে স্বর্গ তা দেখছি নাতো?অপূর্ব সুন্দর সুন্দর সব ছবি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২১:১৯
এমনিতেই ছবির মত দেশ তার মধ্যে আবার এমন সজ্জা । অনেক সুন্দর ।
sopnerdin45এনামুল রেজা২৪ ডিসেম্বর ২০১২, ২১:২৪
চমৎকার সব ছবি। তার সাথে সাবলীল আঙ্গিক।
শুভেচ্ছা জেসমিন আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা অরিত্র ।
Chatokpakhi1to6চাতক পাখ ।২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩১
সুন্দর বললে ভুল হবে , অনেক সুন্দর বলতে হবে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
সত্যিই অনেক সুন্দর । মানুশজনের সমাবেশে তা আরও আনন্দমুখর হয়ে উঠেছিল । 

ধন্যবাদ পাখি ভাই ।
Chatokpakhi1to6চাতক পাখ ।২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
মজা করা যায় কিন্তু শীতের কারনে ঘরে বন্দী থাকি 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
মাঝে মাঝে বের হবেন ।
Maeenমাঈনউদ্দিন মইনুল২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
(আমি একটি মন্তব্য দিয়েছিলাম, ফিরে এসে দেখি সেটা হাওয়া! যাকগে।)

সুন্দর ছবি দিয়ে গিসেনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, জেসমিন আপা। বিশেষ করে, আমাদের জন্য। বড়দিনের প্রস্তুতিসম্পন্ন গিসেন দেখে নয়ন জুড়ালো।

অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
আপনার আগের মন্তব্য আমি দেখিনি । 
হা হা হা । ভালোই বলেছেন । আমিই মনে হয় ব্লগারদের মধ্যে একমাত্র গিসেন প্রবাসী নাকি জার্মান ? থাকলে আওয়াজ দেন । তাই প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিতেই হয় । 

ধন্যবাদ পোস্টে আসার জন্য । ভালো থাকবেন ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
ছবি দেখে খুব ভাল লাগল। ধন্যবাদ
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৯
জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২৪ ডিসেম্বর ২০১২, ২১:৪২
ছবিটা অদ্ভুত অদ্ভুত অদ্ভুত সুন্দর। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপা। ভালো থাকুন সবসময়
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২২:১১
খুব ভালো লাগলো আপনার অভিব্যক্তি । আপনিও ভালো থাকবেন ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২৪ ডিসেম্বর ২০১২, ২৩:১৭
বাকি ছবিগুলোর প্রত্যাশায় 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২৩:২২
আশা করি আগামীকাল দিতে পারবো ।
JAVED79এম ই জাভেদ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
অসাধারণ চোখ জুড়ানো সব ছবি শেয়ার করার জন্য জেসমিন আপুকে  এবং তবে গিসেন কোন দেশে অবস্থিত জানিনা। জার্মানি নাকি ? সেদিন আমিও আবিদজানের মার্কেট গুলো দেখলাম অনেক জটিল করে সাজিয়েছে ক্রিস্টমাস উপলক্ষে। আরও ছবি দেখার অপেক্ষায় 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২২:২০
হুম, গিসেন জার্মানির একটি শহর । এই নিয়ে একটা পোস্ট দিব । 
আপনিও আপনার ছবিগুলো শেয়ার করবেন । 
ধন্যবাদ আপনাকে ।
saddobesi123ছদ্মবেশী২৪ ডিসেম্বর ২০১২, ২২:২৫
জেসমিন আপা,
আগামী পর্বে শুধু কিছু ছবি না সাথে মাঝারি টাইপের লেখাও চাই। আমরা আশা করছি জার্মানিদের শিক্ষা , সংস্কৃতি, সমাজ, সহ তাদের কালচার সুযোগ সুবিধা কোনটা আপনার কাছে ভালো লাগে কোনটা খারাপ লাগে এগুলো নিয়ে নিয়মিত লিখবেন আশা করি। 
আর যা নিজে খাবেনন তা অন্যের জন্য রেখে দেয়া কি ঠিক হলো ? চকলেটের কথা বলছি  

ভালো হয়েছে পোস্টটি
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২২:২৯
অন্য ধর্মের লোকেরা তো আর হালাল হারাম বাছে না । তাদের কি দেওয়া যেতে পারে না ? ওরা খায় দেখেই দিয়েছি । 
এই দেশের কিছু কিছু বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে । 

ভালো থাকবেন ।
saddobesi123ছদ্মবেশী২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩২
এবার বুঝলাম 
লেখার ইচ্ছেকে বাস্তবে দেখার অপেক্ষায় আছি। 
আপনি ভালো থাকবেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪৪
Numan75নুমান২৪ ডিসেম্বর ২০১২, ২২:৫৭
অ বাবারে! এত সুন্দর
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২৩:০৪
ভালো লেগেছে ? আসলেই খুব সুন্দর মনে হয়েছে ।
MatirMoynaমাটিরময়না২৪ ডিসেম্বর ২০১২, ২২:৫৮
তাইতো হবার কথা-- দেখতে ভালোই লাগে-- এখানেও একি অবস্থা--
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২৩:০৫
প্রথম দেখলাম তো তাই এই পোস্ট ।
MatirMoynaমাটিরময়না২৫ ডিসেম্বর ২০১২, ০০:২৩
আপনি অনেক সরল আমার বড় বোনের মতো। 

তাই এতো ভালো লাগে আপনারে-- তাই এতো আপা আপা করি---
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ০১:৫১
সরল কিনা জানি না । তবে ভনিতা করতে পারি না ।যা মনে আছে তাই করার চেষ্টা করি । 

আপনি ইচ্ছামতো আপা আপা করবেন। আমার খুব ভালো লাগবে ।
mukto75মুক্তমন৭৫২৪ ডিসেম্বর ২০১২, ২৩:১৩
খুব সুন্দর ছবি পোষ্ট আপা। অসাধারন সুন্দর। আমার অবশ্য নিজের চোখেও এই দৃশ্য গুলো দেখার সৌভাগ্য হয়েছিলো। যাহোক, আপনার ছবিতে আরও স্পষ্ট ফুটে উঠেছে সবকিছুই। শুভকামনা রইলো। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ২৩:১৮
ধন্যবাদ মুক্তমন ভাই । বাসাগুলোর দিকে তাকালেও দেখা যাবে বর্ণিল সাজে সেজেছে ।
mukto75মুক্তমন৭৫২৫ ডিসেম্বর ২০১২, ০০:২১
ঠিক কথা বলেছেন। আপনার বেশ দারুণ সৌভাগ্য। এই সময় ফুল ফ্যামেলি সহ সেখানে। নাইস।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ০১:৪৬
হুম, এই সৌভাগ্যের জন্য আল্লাহর কাছে শুকরিয়া । ভালো থাকবেন ।
mukto75মুক্তমন৭৫২৫ ডিসেম্বর ২০১২, ১৫:৩৫
আপনারাও ভালো থাকবেন আপা। 
chomok001মোঃ হাসান জাহিদ২৫ ডিসেম্বর ২০১২, ০০:১৮
খুব সুন্দর !!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ০১:৪৫
ধন্যবাদ জাহিদ ভাই ।। ভালো থাকবেন ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৫ ডিসেম্বর ২০১২, ১৪:০৯
সুন্দর ছবি। প্রচন্ড শীত মনে হচ্ছে। 
তবু বড়দিনের আনন্দ থেমে নেই। 
শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ১৫:৩১
বাইরে খুব শীত । তারপরও সবাই দলবেঁধে হাঁটছে ,খাচ্ছে । এভাবেই কাটায় এরা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ১৫:৩২
আপনার জন্যও শুভেচ্ছা ।
monakash71মনের আকাশ২৫ ডিসেম্বর ২০১২, ১৫:৪৩
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:৫৮
সাদা ফুল আমার দারুণ লাগে ।
monakash71মনের আকাশ২৫ ডিসেম্বর ২০১২, ১৫:৪৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:৫৯
ধন্যবাদ মনের আকাশ ।
nomaansarkarনোমান সারকার২৫ ডিসেম্বর ২০১২, ২০:১২
ছবি দেখে অনেক আনন্দ পেলাম । অনেক শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ ডিসেম্বর ২০১২, ২২:৫৯
আপনাকেও শুভেচ্ছা ।

No comments:

Post a Comment