Tuesday, September 9, 2014

আমিও একাত্মতা প্রকাশ করলাম








আজ কয়টা দিন বেশ ব্যস্ততায় কাটছে । খুব বেশি সময় ব্লগে দিতে পারি না । তারপরও যতটা পারি সবার পোস্টগুলোতে চোখ বুলিয়ে দেশের অবস্থা জেনে মনের খোরাক মেটানোর চেষ্টায় আছি। পত্রিকায় চোখ রাখছি । নতুন কোন খবর আসে নাকি প্রজন্ম স্কয়ার থেকে। দেশ থেকে অনেক দূরে বসেও রক্তের ভিতর টগবগ করে ফুটছে একটাই স্লোগান। রাজাকারের ফাঁসি চাই ,এবার তোদের রক্ষা নাই । 
প্রজন্ম স্কয়ার অনেক দূর থেকেও আমি তোমাদের সাথেই আছি । আর তাই ঠিক চারটায় দাঁড়িয়ে তোমাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম । তোমরা আমাদের চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না ।
৬৭ টি মন্তব্য
fardoushaফেরদৌসা১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৮
ঠিক বলেছেন, দূরে থেকেও মন পড়ে থাকে শাহবাগে , একটা ভাল সিদ্ধান্ত শুনার জন্য। 

আমিও আজ বিডি সময় ঠিক ৪ টার আগেই নেটে বাংলাভিশন ছেড়ে রাখলাম। সবার সাথে দাঁড়িয়ে একাত্মতা জানালাম। তখনকার লাইভ যখন দেখাচ্ছিল একেবারে পিন পতন নীরবতা ছিল, সে এক অন্য রকম অনুভূতি ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
আমিও সময় পেলেই চোখ রাখছি ব্লগে , পত্রিকায় । 
নেটে অবশ্য টি ভি দেখা হয় না ।
rodela2012ঘাস ফুল১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৬
এটাইতো দেশ প্রেম। সুদূর জার্মানিতে থেকেও যার কমতি নেই। ধন্যবাদ জেসমিন আপা। আমি বাসায় নীরবতা পালন করেছি। 

আমি রাজাকার খেকো বিশ্বদানব
মুসোলিনি আমার কাছে নস্যি
হিটলার আমার শিশ্য
তোদের মৃত্যুর আজরাইল হয়ে
খুঁজে বেড়াব আমি সারা বিশ্ব।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৭
চমৎকার কিছু লাইন লিখেছেন ।ধন্যবাদ ঘাস ফুল ভাই । আপনার উদ্দীপনা জাগানো লেখাগুলি খুব ভালো লাগে ।
kamaluddinকামাল উদ্দিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৯
ধন্যবাদ, আমাদের প্রত্যেকেরই উচিৎ সুযোগ পেলেই ওখানে গিয়ে বজ্র কন্ঠে কন্ঠ মেলানো ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
আমিও তাই মনে করি ।
kamaluddinকামাল উদ্দিন১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
Rjamilরশীদ জামীল১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৫
আমিও একাত্মতা প্রকাশ করলাম।
আবারো, নতুন করে 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৪
প্রতিদিন একটা কথাই মনের ভিতর উচ্চারিত হয় এবার তোদের নিস্তার নেই । 
ধন্যবাদ জামিল ভাই ।
MainulAminমাইনুল আমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৪
সংগ্রামী অভিনন্দন প্রিয় জেসমিন আপা-------------

আমিও একাত্মতা প্রকাশ করলাম।
আবারো, নতুন করে---------------------সঙ্গে আছি ।

lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
সকল দেশপ্রেমিক এক রাস্তাতেই থাকবে । 
newoneমা - রে - মা তর ছেলে আর মানুষ হল না১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
একাত্ব প্রকাশ না করে উপাই আছে?

জেনে শুনে কে রাজাকার হতে চাই বলুন।...............
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
ভালো কথা বলেছেন তো । 
sularyআলভী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৭
আপু আলুর নাস্তা খেয়ে
হয়েছিলাম ক্লান্ত,
অনেক দিন পর পোষ্ট পেয়ে
মনটা হলো শান্ত!

lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৮
হা হা হা । পোস্ট দেওয়ার সময় মনে পড়েছিলো আপনার কথা । 
আমিও নীরবতা পালন করেছি ।
Rabbaniরব্বানী চৌধুরী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৬
যে বাঙালী পৃথিবীর সে যে কোনায় থাকুক না কেন সে বাঙালী আর সে সকল বাঙালীর সাথে একাত্মতা প্রকাশ করবেই। অভিনন্দন সকলের সাথে এক হতে পেরে। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
একদম ঠিক বলেছেন । আজ কয়দিন মন পড়ে আছে শাহবাগের প্রজন্ম স্কয়ারে । দেশে থাকলে শামিল হওয়া মিস হত না । 
ভালো থাকবেন ।
SUMONDASHসুমন দাশ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৭
 
সাধারন জনতার কাছে রাজাকারদের প্রতি ঘৃনা, প্রচন্ড ঘৃনা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪০
একদম পারফেক্ট একটা ছবি ।
muktomon71মুক্তমন ৭১১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৮
সবাই নিরবতা পালন করেছি । দাবি আবার সরব হয়ে উঠেছে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
সবাই একসাথে সরব হলেই আমাদের চাওয়া পূরণ হবে ।
sularyআলভী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৯
ক’টা দিন ছিলেন আপনি বেশ ব্যস্ত,
আপনার দায়িত্ব আমরা করেছি সমস্ত।
আপু আপনার দৃষ্টি এখন শাহবাগস্ত,
একটু বিশ্রাম নিই আপনাকে করে ন্যস্ত?????????????????????

lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
্নেন বিশ্রাম । আমরা আছি । 
Maeenমাঈনউদ্দিন মইনুল১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
ভালো কাজটি করেছেন প্রিয় জেসমিন আপা। 

এ আন্দোলনে সচক্ষে না দেখলে বুঝানো মুস্কিল। যুব বিপ্লব নিয়ে মুগ্ধ হবার অন্য ব্যাপারটি হলো এই যে, এখানে নারী পুরুষ একই সারিতে স্লোগান দিচ্ছে, কোন বাধ সংকোচের প্রয়োজন হচ্ছে না। শুনেছি মুক্তিযুদ্ধও হয়েছিলো নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে। সকল চেতনা নিয়ে যেন মুক্তিযুদ্ধ ফিরে এলো!

ভালো থাকুন আর স্বদেশ থাকুন অন্তরে!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১০
দেশে থাকলে কোন ভাবেই মিস হতোনা শাহবাগে যাওয়া । 
এখানে পেপার পড়ে, ব্লগ পড়ে সঙ্গে থাকার চেষ্টায় আছি । 
ভালো থাকবেন । 
saurafik‍েমা: রফিকুল ইসলাম১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
হু, ধন্যবাদ, দূর থেকে আপনাদের একাত্মতা আমাদেরকে উদ্দিপ্ত করে। আজ লিখেছি রাজকার না তাড়িয়ে ভাত খাবো না।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
আমরা সবাই এক থাকলে আমাদের চাওয়া পূরণ হবেই । ধন্যবাদ আপনাকে ।
baganbilas1207কামরুন্নাহার১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
ধন্যবাদ জেসমিন আপা। যে যত দূরেই থকুন, রক্ত বইছে বাংলাদেশের। এ দাবী বাঙালি জাতির দাবি। 

lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
আপনার এই কথাগুলি আমাদেরও কথা । 
vuterachorভূতের আছড়১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
একত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪১
সব রাজাকারের ফাঁসি চাই এবার ।
baganbilas1207কামরুন্নাহার১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০১:৩৬
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৬
তাই হতে হবে ।
sularyআলভী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
sularyআলভী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
আপু ঘাস ফুল কে দিতে গিয়ে আপনার কাছে চলে গেছে সো সরি.....।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
কোন সমস্যা নেই আলভী ভাই । 
Numan75নুমান১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৭
আমিও একাত্মতা প্রকাশ করলাম
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
ধন্যবাদ । নুমান ভাই কেমন আছেন ?
Numan75নুমান১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৭
আল্লাহর রহমতে ভাল আছি আপা

আপনে আশা করি ভাল আছেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
কম দেখা যায় । ব্যস্ত নাকি ? 
অবশ্য আমিও ।
Numan75নুমান১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪০
একটু ব্যস্ত আছি আপা
mukto75মুক্তমন৭৫১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
অনেক দিন থেকেই খুব ব্যস্ত আছি আপা। আর তাই সময় করতে পারছিনা। 
এরপরেও আজকে একটু সময় পেলাম। 
যাহোক আপনার দেশ প্রেম সত্যিই ওনেক মুগ্ধ করেছে। প্রবাসে এত দূরে থেকেও আপনি যেভাবে একাত্মতা প্রকাশ করেছেন, তা খুব খুব প্রশংসনীয়। 
ভাল থাকবেন। পলাশ ভাইকে সালাম জানাবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
দেশে ছুটিতে গিয়েও ব্যস্ত !! 
অবশ্য প্রথম কয়েকদিন খুব ঝামেলায় থাকে । 
মেয়ে কেমন আছে ? মাকে দেখে কি করলো ?
দেশে থাকলে কোনভাবেই শাহবাগে যাওয়া মিস হতোনা ।
mukto75মুক্তমন৭৫১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
 
আপা, মেয়ে মা এবং আমাকে দুজন কেই দেখে কান্না শুরু করলো, কেন ৩ মাসের কথা বলে এতদিন পরে এলাম  

চরম ব্যস্ততার মধ্যে আছি। হাজার কামকাজ !!! 
যাহোক, দোয়া করবেন। পরে ফ্রি হতে পারলে আবারও ব্লগিং করবো মন দিয়ে। ভাল থাকুন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৭
অপেক্ষায় রইলাম ভাইজান । এবার কিন্তু লেখা নিয়ে হাজির হবেন । 
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
 

সব বাঙালি আজ এক প্রাণ। দূরত্ব যতই হোক তবু আছি কাছিকাছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪০
ঠিক, দূরত্ব যতই হোক তবুও কাছাকাছি । 
ভালো থাকবেন অপু ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
ভালো আছি তো আপু। তুমি কবে দেশে ফিরবে? রেসিপির স্বাদ তো নিতে পারলাম না। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:২৩
আরও একবছর আট মাস অপেক্ষা করতে হবে । 
রেসিপিগুলো নিজে একটু ট্রাই করলেই তো হয় ।
sularyআলভী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০০
lnjesminলুৎফুন নাহার জেসমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৬
এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছেন । 
ওকে , শুভ রাত্রি । 
chomok001মোঃ হাসান জাহিদ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০২:১১
প্রজন্ম স্কয়ার অনেক দূর থেকেও আমি তোমাদের সাথেই আছি । আর তাই ঠিক চারটায় দাঁড়িয়ে তোমাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম । তোমরা আমাদের চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না । 

 

আমরা যা পারিনি ওরা তা কের দেখিয়ে দিয়েছে । স্যালুট জানাই ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৮
স্যালুট তাদের প্রাপ্য । 
ধন্যবাদ জাহিদ ভাই ।
Shongkhobasসেলিনা ইসলাম১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৬:১০
এই মুহূর্তে দেশে থাকতে না পারার কষ্ট কেবল ভুক্তভোগীরাই জানে ! 
আমরা সবাই দোয়া করি যেন এ প্রজন্মকে আল্লাহপাক আরো শক্তিদান করেন, সকল বিপদ থেকে মুক্ত রেখে এই বিজয় আনার ধৈর্যদান করেন-আমীন। 
ধন্যবাদ আপু
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৫২
আমীন । 
ভালো থাকবেন আপু ।
sularyআলভী১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:০৯
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত......

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৫৬
হুম, আজ দেশে বসন্তই । ধন্যবাদ।
sularyআলভী১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৭
এখন কি জানাবো গুড মর্নিং/ গুড নুন/গুড আফটার নুন/গুড ইভিনিং/গুড নাইট???????????????

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত....

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৫৩
সকাল ১১ টা বাজে । গুড মর্নিং বলাই যায় । 
বাসন্তী শুভেচ্ছা রইলো ।
sularyআলভী১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৯
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩১
ধন্যবাদ । 
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩৬
একাত্মতার জন্য ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩১
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ।
sularyআলভী১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
তোমার জন্য এনেছি আমি
একটি গোলাপ ফুল,
পিছনের কথা ভুলে যেও
যদি করি ভুল।
আজকের দিনে নতুন করে 
দিলাম ভালোবাসা,
এবার তুমি ফিরাবে না
মনে দৃঢ় আশা।

lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩০
সঠিক জায়গায় বললে ফিরাবে কোন সাহসে !
sularyআলভী১৫ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:৪৫
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩০
আমি আজ রোজা রেখেছি । ইফতারি শেষে আপনার দেওয়া চা খেয়ে নিব । 

No comments:

Post a Comment