- ৬৭ টি মন্তব্য
ফেরদৌসা১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৮
ঠিক বলেছেন, দূরে থেকেও মন পড়ে থাকে শাহবাগে , একটা ভাল সিদ্ধান্ত শুনার জন্য।
আমিও আজ বিডি সময় ঠিক ৪ টার আগেই নেটে বাংলাভিশন ছেড়ে রাখলাম। সবার সাথে দাঁড়িয়ে একাত্মতা জানালাম। তখনকার লাইভ যখন দেখাচ্ছিল একেবারে পিন পতন নীরবতা ছিল, সে এক অন্য রকম অনুভূতি ।ঘাস ফুল১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৬
এটাইতো দেশ প্রেম। সুদূর জার্মানিতে থেকেও যার কমতি নেই। ধন্যবাদ জেসমিন আপা। আমি বাসায় নীরবতা পালন করেছি।
আমি রাজাকার খেকো বিশ্বদানব
মুসোলিনি আমার কাছে নস্যি
হিটলার আমার শিশ্য
তোদের মৃত্যুর আজরাইল হয়ে
খুঁজে বেড়াব আমি সারা বিশ্ব।কামাল উদ্দিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৯
ধন্যবাদ, আমাদের প্রত্যেকেরই উচিৎ সুযোগ পেলেই ওখানে গিয়ে বজ্র কন্ঠে কন্ঠ মেলানো ।মাইনুল আমিন১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৪
সংগ্রামী অভিনন্দন প্রিয় জেসমিন আপা-------------
আমিও একাত্মতা প্রকাশ করলাম।
আবারো, নতুন করে---------------------সঙ্গে আছি ।মা - রে - মা তর ছেলে আর মানুষ হল না১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
একাত্ব প্রকাশ না করে উপাই আছে?
জেনে শুনে কে রাজাকার হতে চাই বলুন।...............আলভী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৭
আপু আলুর নাস্তা খেয়ে
হয়েছিলাম ক্লান্ত,
অনেক দিন পর পোষ্ট পেয়ে
মনটা হলো শান্ত!রব্বানী চৌধুরী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৬
যে বাঙালী পৃথিবীর সে যে কোনায় থাকুক না কেন সে বাঙালী আর সে সকল বাঙালীর সাথে একাত্মতা প্রকাশ করবেই। অভিনন্দন সকলের সাথে এক হতে পেরে। ভালো থাকবেন।আলভী১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৯
ক’টা দিন ছিলেন আপনি বেশ ব্যস্ত,
আপনার দায়িত্ব আমরা করেছি সমস্ত।
আপু আপনার দৃষ্টি এখন শাহবাগস্ত,
একটু বিশ্রাম নিই আপনাকে করে ন্যস্ত?????????????????????মাঈনউদ্দিন মইনুল১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
ভালো কাজটি করেছেন প্রিয় জেসমিন আপা।
এ আন্দোলনে সচক্ষে না দেখলে বুঝানো মুস্কিল। যুব বিপ্লব নিয়ে মুগ্ধ হবার অন্য ব্যাপারটি হলো এই যে, এখানে নারী পুরুষ একই সারিতে স্লোগান দিচ্ছে, কোন বাধ সংকোচের প্রয়োজন হচ্ছে না। শুনেছি মুক্তিযুদ্ধও হয়েছিলো নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে। সকল চেতনা নিয়ে যেন মুক্তিযুদ্ধ ফিরে এলো!
ভালো থাকুন আর স্বদেশ থাকুন অন্তরে!!েমা: রফিকুল ইসলাম১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
হু, ধন্যবাদ, দূর থেকে আপনাদের একাত্মতা আমাদেরকে উদ্দিপ্ত করে। আজ লিখেছি রাজকার না তাড়িয়ে ভাত খাবো না।কামরুন্নাহার১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
ধন্যবাদ জেসমিন আপা। যে যত দূরেই থকুন, রক্ত বইছে বাংলাদেশের। এ দাবী বাঙালি জাতির দাবি।মুক্তমন৭৫১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
অনেক দিন থেকেই খুব ব্যস্ত আছি আপা। আর তাই সময় করতে পারছিনা।
এরপরেও আজকে একটু সময় পেলাম।
যাহোক আপনার দেশ প্রেম সত্যিই ওনেক মুগ্ধ করেছে। প্রবাসে এত দূরে থেকেও আপনি যেভাবে একাত্মতা প্রকাশ করেছেন, তা খুব খুব প্রশংসনীয়।
ভাল থাকবেন। পলাশ ভাইকে সালাম জানাবেন।মুক্তমন৭৫১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
আপা, মেয়ে মা এবং আমাকে দুজন কেই দেখে কান্না শুরু করলো, কেন ৩ মাসের কথা বলে এতদিন পরে এলাম
চরম ব্যস্ততার মধ্যে আছি। হাজার কামকাজ !!!
যাহোক, দোয়া করবেন। পরে ফ্রি হতে পারলে আবারও ব্লগিং করবো মন দিয়ে। ভাল থাকুন আপা।অনিন্দ্য অন্তর অপু১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
ভালো আছি তো আপু। তুমি কবে দেশে ফিরবে? রেসিপির স্বাদ তো নিতে পারলাম না।মোঃ হাসান জাহিদ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০২:১১
প্রজন্ম স্কয়ার অনেক দূর থেকেও আমি তোমাদের সাথেই আছি । আর তাই ঠিক চারটায় দাঁড়িয়ে তোমাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম । তোমরা আমাদের চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না ।
আমরা যা পারিনি ওরা তা কের দেখিয়ে দিয়েছে । স্যালুট জানাই ।সেলিনা ইসলাম১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৬:১০
এই মুহূর্তে দেশে থাকতে না পারার কষ্ট কেবল ভুক্তভোগীরাই জানে !
আমরা সবাই দোয়া করি যেন এ প্রজন্মকে আল্লাহপাক আরো শক্তিদান করেন, সকল বিপদ থেকে মুক্ত রেখে এই বিজয় আনার ধৈর্যদান করেন-আমীন।
ধন্যবাদ আপুআলভী১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৭
এখন কি জানাবো গুড মর্নিং/ গুড নুন/গুড আফটার নুন/গুড ইভিনিং/গুড নাইট???????????????
ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত....আলভী১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
তোমার জন্য এনেছি আমি
একটি গোলাপ ফুল,
পিছনের কথা ভুলে যেও
যদি করি ভুল।
আজকের দিনে নতুন করে
দিলাম ভালোবাসা,
এবার তুমি ফিরাবে না
মনে দৃঢ় আশা।
Tuesday, September 9, 2014
আমিও একাত্মতা প্রকাশ করলাম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment