Thursday, September 4, 2014

মনে হচ্ছে যেন অনেক অপেক্ষা শেষে খুব কাছের কারো দেখা পেলাম


উফফ, অবশেষে দেখা পেলাম প্রথম আলো ব্লগের । এই কয়দিন সারাদিনে যে কতবার চেক করেছি তা আমি নিজেও জানি না । খালি মনে হয়েছে আমার কি যেন নেই । বারবার চেক করতে করতে আজ দুপুর থেকে আর চেক করিনি । এখন কি মনে করে দেখতে গেলাম । আরে এ যে দেখি আমার প্রিয় প্রথম আলো ব্লগ । কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারবো না । কেমন আছেন সবাই ? আপনাদের না দেখে একদম ভালো লাগে নি ।
৩৬ টি মন্তব্য
arafinমোঃ শামসুল আরেফিন২১ অক্টোবর ২০১২, ০৮:৩২
শুভকামনা.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:৪৮
আপনার জন্য ও শুভকামনা ।
kamaluddinকামাল উদ্দিন২১ অক্টোবর ২০১২, ০৮:৫৮
ভবিষ্যতের জন্য সব সময় আতংকিত থাকবো ।
mukto75মুক্তমন৭৫২১ অক্টোবর ২০১২, ১৪:৫৯
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:৫০
ঠিক বলেছেন কামাল ভাই । এখন আর বিশ্বাস নাই । আগে কোথাও সেভ করে তারপর -------
azimhossainআজিম হোসেন ’আকাশ’২১ অক্টোবর ২০১২, ০৯:০৮
ঈদ শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:৫১
শুভেচ্ছা আপনার জন্যও । ভালো থাকবেন ।
CDKHUKONখোকন চন্দ্র দে২১ অক্টোবর ২০১২, ০৯:১৪
ধন্যবাদ জানবেন। তবে তেমন ভাল নেই; গতকাল রাত থেকে সকাল অবধি বহু চেষ্ঠা করেও ব্লগে ঢুকতে পারিনি। ব্লগে আমার মতো অনেকের অনেক লেখা মুছে গেছে। 
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় দু এই শুভ ক্ষণে সবাইকে জানাই শারদীয় ও আগাম ঈদের শুভেচ্ছা। সর্বদা ভাল, সুস্থ, সুন্দর ও মঙ্গল মতো থাকেন এই কামনা রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ০৩:২২
আপনার জন্যও শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।
nuru07নূর মোহাম্মদ নূরু২১ অক্টোবর ২০১২, ১০:২৭
প্রথম আলো ব্লগ ছিলো আমার কাছে একটি
চলমান দিন পঞ্জি। বিশেষ দিন, বিশেষ ব্যক্তিত্ব,
বিশেষ সময় নিয়ে বিশেষ লেখাগুলি অদৃশ্য হওয়াতে
আমি মর্মাহত। 

ব্লগে ১২ জুনের পরের লেখাগুলো উদ্ধারের
কোন পন্থা আছে কিনা তা বা উদ্ধার করার চেষ্ট হচ্ছে কিনা
তা জানবার অপেক্ষায় রইলাম। ব্লগ কর্তৃপক্ষকে এই বিষয়ে একটা
বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ০৩:২৩
সত্যি এ যে আমাদের সম্মিলিত শোক । কাটিয়ে উঠুন এই দোয়া করি ।
masumbadalমাসুম বাদল২১ অক্টোবর ২০১২, ১০:৪১
সহমত ব্লগের ব্যাপারে খারাপ-লাগা বিষয়ে। 
ফিরে পেয়ে ভালো লাগছে।

তবে মুছে যাওয়া প্রায় ৮০ টি পোস্টের জন্য আতঙ্কবোধ মনে জেগে থাকলো ...
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ০৩:২৪
বিষ্যতের জন্য সাবধান হতে হবে । ভালো থাকবেন ।
charumannanচারুমান্নান২১ অক্টোবর ২০১২, ১০:৪৪
 এ যে আমাদের সময়ে েসাথে জীবন প্রেম,,,,,,,,,,,,,,,,,,
lnjesminলুৎফুন নাহার জেসমিন২২ অক্টোবর ২০১২, ০৩:২৫
ঠিক বলেছেন মান্নান ভাই । অনেক শুভেচ্ছা রইলো ।
dhighi০০১দীঘি২১ অক্টোবর ২০১২, ১০:৪৬
আমিও অনেকবার খুলে দেখেছি। পর পর কয়েক দিন চেষ্টা করেও খুলতে না পারায় খুব ব্যথিত হচ্ছিলাম। কাল রাতে খোলার সাথে সাথে বুঝে ফেলেছি। শুভেচ্ছা আপি আপনার জন্য।
jafriaজাফিরয়া২১ অক্টোবর ২০১২, ১০:৫৫
ব্লগে আসতে পারা আর শুরুতেই আপনার এ পোস্ট দেখে আরো আরো ভাল লাগছে_____


solaiman94সোলাইমান ইসলাম নিলয়২১ অক্টোবর ২০১২, ১০:৫৫
আলোর ভালোবাসার প্রতীক্ষায় যে কি কষ্ট তা টের পেলাম। নিজের অসতর্কতায় ব্যথিত ৪০টি পোষ্ট মুছে যাওয়ায়। তবুও ভাল লাগছে কিছু হারিয়েও দেখা পেলাম প্রিয় আলোকে। আলো সমাজকে আলোকিত করুক, দূর হোক সকল অন্ধকার এই প্রত্যাশায়।
raselahmedরাসেল আহমেদ২১ অক্টোবর ২০১২, ১১:৩৮
অপেক্ষার প্রহর শেষ
incrediblezimনাজিম-উদ-দৌলা২১ অক্টোবর ২০১২, ১১:৪৬
দেখা পেয়ে লাভ হল কি? আমার পুরান পোস্ট গুলা সব খেয়ে ফেলছে!
MainulAminমাইনুল আমিন২১ অক্টোবর ২০১২, ১১:৫১
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা--------------------

ব্লগে ১২ জুনের পরের লেখাগুলো উদ্ধারের
কোন পন্থা আছে কিনা তা বা উদ্ধার করার চেষ্ট হচ্ছে কিনা
তা জানবার অপেক্ষায় রইলাম। ব্লগ কর্তৃপক্ষকে এই বিষয়ে একটা
বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি ---------------------আল্লাহ সবার আশা পূর্ণ করুক ।----------ভালো থাকবেন ।
sajib77ওসমানসাজীব২১ অক্টোবর ২০১২, ১৩:০২
jamalhossainsজামাল হোসেন সেলিম২১ অক্টোবর ২০১২, ১৩:০৪
খুব একটা ভালো ছিলাম না এতক্ষন। কিছুক্ষন আগে কর্তৃপক্ষ বলেছেন, "১৬ জুনের পূর্বের লেখাগুলো আপাতত পাওয়া যাবে না..তবে শিগ্রই সব লেখাগুলোই ক্রমান্বয়ে ফিরিয়ে আনা হবে.." তাই বলতে পারেন এখন কিছুটা ভালো আছি। সকলে ভালো থাকুন, এই কামনা। 
Chatokpakhi1to6চাতক পাখ ।২১ অক্টোবর ২০১২, ১৩:১৬
খালি মনে হয়েছে আমার কি যেন নেই  

আমারও তায় মনে হয়েছে  আন্নে ভালা নি ?
Rabbaniরব্বানী চৌধুরী২১ অক্টোবর ২০১২, ১৩:৪৭
সবার জানান পেয়ে মনে হচ্ছে যেন ফিরে এলাম প্রানের মেলায়। মন খারাপ হলেও এখন মনে হচ্ছে মন খারাপের কিছু নেই আশা রাখি পোষ্টি গুলি পাওয়া যাবে , আশার আলো যে প্রথম আলো কর্তৃপক্ষ থেকে জানা গেলো যে , " শিগ্রই সব লেখাগুলোই ক্রমান্বয়ে ফিরিয়ে আনা হবে.. " হারিয়ে যাওয়া পোষ্টি গুলি পাওয়া যাবে এই আশায় আছি বসে। 

শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন । ঈদ মোবারক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:৪৫
আশায় রইলাম প্রিয় পোস্তগুলো ফিরে পাবো । আপনাদের সবাই কে দেখে খুব ভালো লাগছে । 
ভালো থাকবেন সবাইকে নিয়ে ।
nomaansarkarনোমান সারকার২১ অক্টোবর ২০১২, ১৪:০৭
াহা একবার হারায় ,তাহা বারবার হারায় । সবাইকে হারিয়ে অনেক কষ্টের ভিতর তলিয়ে গিয়েছিলাম । ফিরে পেয়ে আজকের দিন্টা রঙ্গিল মনে হল । কেবল অনেক লেখা মুছে যাবার বিশাল ব্যদানা টা সেই সাথে বারবার মনে হল ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:২৩
ঠিক তাই নমান ভাই । ভালো থাকবেন ।
mukto75মুক্তমন৭৫২১ অক্টোবর ২০১২, ১৫:০২
জেসমিন আপা, আমরাও সবাই মিস করেছি খুব। 
আর বলবেন না আপা, আমার এত কষ্টের সব গুলো লেখাই শেষ। কি যে হবে!
যাহোক, ব্লগ ফিরে পেয়ে ভালোই লাগছে আজকে। 
মনে হচ্ছে যেন অনেক অপেক্ষা শেষে খুব কাছের কারো দেখা পেলাম 

শুভকামনা রইলো। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:১৯
আমার যেই লেখাগুলো সেভ করা ছিল সেইগুলি আছে আর শেষের লেখাগুলিই সেভ করিনি। খুব কষ্ট লাগছে ইফতার পার্টির ছবিগুলোর জন্য । মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে । 
হুম, ব্লগে সবার দেখা পেয়ে ভালো লাগছে । ভালো থাকবেন মুক্তমন ভাই । 
অনেক অনেক শুভেচ্ছা ।
fardoushaফেরদৌসা২১ অক্টোবর ২০১২, ১৭:০০
আমাদের সবারই একই অবস্থা হয়েছে । যাক ব্লগ ফিরে পেলাম এটাই বড় কথা । আবার সবার সাথে চলবে কথা , হাসি , ঠাট্টা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:১৪
ব্লগ কি হারিয়ে যাওয়ার কথা ছিল? আমার মনে হয় কাজ শুরু করার আগে একটু জানিয়ে দিলে আমরা সব গুছিয়ে রাখতে পারতাম । যাই হোক পুরনো ক্ষত ভুলে আমরা সবাই আবার ব্লগিং এ মেতে উঠবো এই কামনায় রইলো । শুভেচ্ছা ফেরদৌসি আপু ।
Jolrashiনুসরাত জাহান আজমি২১ অক্টোবর ২০১২, ১৯:১১
খুব ভালো লাগছে সবাইকে পেয়ে.
lnjesminলুৎফুন নাহার জেসমিন২১ অক্টোবর ২০১২, ২০:১০
হুম , ঠিক তাই । ভালো থেকো।
Jolrashiনুসরাত জাহান আজমি২১ অক্টোবর ২০১২, ২১:৩৫
তুমিও.
albatrossbdডাঃ এনামুল হক এনাম২১ অক্টোবর ২০১২, ২৩:০৯
্নতুন উদ্যমে শুরু হোক সব

No comments:

Post a Comment