Thursday, September 11, 2014

ছড়া লেখার চেষ্টা ----


[উৎসর্গ ঃ প্রিয় ছড়াকার শাহিদুল হক ভাই । ] 

আমাদের প্রিয় সহব্লগার শাহিদুল হক ভাই কোথায় গেলেন । বেশ কিছুদিন তাকে ব্লগে পাচ্ছি না। কিছুদিন আগে ফেসবুকে আছিব এর এক স্ট্যাটাসে জেনেছিলাম তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন । তারপর আর কোন আপডেট পাইনি । এই ব্লগে আমার যে কয়জন প্রিয় ছড়াকার আছেন তার মধ্যে শাহিদুল হক ভাই অন্যতম । আমি বালুচর ভাই , বিধু দা , সুখেন্দ বিশ্বাস , আলভী ভাই এবং উনার সহ আরও কিছু সহব্লগারের ছড়া খুব আনন্দের সাথে পড়ি । এবং মাঝে মাঝে বালুচর ভাই , আলভী ভাই ও শাহিদুল হক ভাইয়ের ছড়ায় দুই এক লাইন ছন্দ মিলিয়ে লেখার দুঃসাহস দেখাই । উনারা অবশ্য আমাকে সব সময় প্রচণ্ড উৎসাহ দিয়ে থাকেন । এর মধ্যেই শাহিদুল হক ভাই এবং বালুচর ভাই আমাকে ছড়া লেখার কিছু নিয়মও শিখিয়ে দিয়েছেন । শাহিদুল ভাই হাওর চিত্র নিয়ে বেশ কিছু ছড়া সিরিজ আকারে লিখেছিলেন । আমি দুই একটায় মন্তব্য করতে গিয়ে চার লাইনের ছন্দ দিয়েছিলাম । তিনি আমাকে উৎসাহ দিয়ে আরও কিছু লাইন লিখে পোস্ট দিতে বলেছিলেন । একদিন আমি বেশ উৎসাহ নিয়ে কয়েক লাইন লিখে উনাকে দেখতে দিলাম । উনি আমার ছড়াটাকে আর একটু ঘষে মেজে কি অপূর্ব কিছু লাইন তৈরি করলেন । আমি অবাক হয়ে দেখলাম । আজ এতদিন পর হঠাৎ উনার উপস্থিতি না দেখে সেই ছড়াটার কথা মনে পড়ে গেলো । আমি আমার মূল ছড়া এবং শাহিদুল ভাইয়ের চমৎকার সেই ছড়াটি আপনাদের সাথে শেয়ার করলাম । শাহিদুল ভাইকে ব্লগে খুব তাড়াতাড়ি দেখতে চাই । আপনি সুস্থ থাকুন এই দোয়া করি । 

আমার রচিত ছড়া ঃ 

কবির ছড়ায় দারুনভাবে 
এলো মধুর আবেগ 
মুগ্ধ হয়ে পড়ে নিলাম 
হয়নি পেতে বেগ। 

দুলছেন কবি , দুলছি মোরা 
টলমল জলে 
আজ যে আবেশ নিয়ে এলেন 
ছড়া লেখার ছলে ।

মুগ্ধ হয়ে এঁকে নিলাম 
মনের মাঝে ছবি 
সুযোগ পেলে প্রিয়কে নিয়ে 
হতাম হয়তো কবি ।

চাঁদের আলোয় হাওর জলে 
ভিজতাম হাত ধরে 
ভালোবাসার জাল বুনতাম 
একটু একটু করে । 

শাহিদুল ভাইয়ের হাতের পরশ পেয়ে একই ছড়া কত সুন্দর হয়ে গেলো দেখুন ঃ 


কবির ছড়ায় দারুনভাবে 
মধুর আবেগ এলো
মুগ্ধ হয়ে পড়ে নিলাম 
তৃষ্ণা বেড়ে গেলো। 

দুলছে কবি , দুলছি মোরা 
দুলছে ভাবের তরী 
আজ যে আবেশ নিয়ে এলেন 
মনটা হলো পরী।

মুগ্ধ হয়ে এঁকে নিলাম 
মনের মাঝে ছবি 
সুযোগ পেলে তাকে নিয়ে 
হয়তো হতাম কবি ।

চাঁদের আলোয় হাতটি ধরে
হাওর জলে ভেসে
পথ হারাতাম ঢেউয়ের বুকে
একটু ভালোবেসে।

এই ছড়াটি পড়েই আমার ছড়াটি লেখার চেষ্টা ঃ http://prothom-aloblog.com/posts/19/185079
১১১ টি মন্তব্য
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৬ জুলাই ২০১৩, ২২:০৫
শাহিদুল হক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। 
আপনিতো ছড়া চালিয়ে যেতে পারেন। ছবি পোস্টের সাথে ছড়া দিতে থাকুন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:২৩
শুভেচ্ছা জমির ভাই । 
দুই এক লাইন লিখতে পারলেও তৃতীয় লাইন আর খুঁজে পাই না । তাই মনে হয় ছড়া লেখা খুব একটা আগাবে না । 
অনেক ভালো থাকবেন ।
rodela2012ঘাস ফুল২৬ জুলাই ২০১৩, ২২:০৮
শাহিদুল ভাইয়ের হাওর চিত্র-১২ তে আপনার মন্তব্যটা এবং শাহিদুল ভাইয়ের প্রতিমন্তব্যটা দেখে এলাম। আর সেই মন্তব্যের সূত্র ধরে আপনার লেখা ছড়াটাও পড়লাম। আপনার প্রথম প্রচেষ্টা হিসাবে বেশ ভালো হয়েছে। নিয়মিত লিখতে থাকলে একদিন শাহিদুল ভাইয়েরটার মতো হয়ে যাবে দেখবেন। 
শাহিদুল ভাইয়ের অনুপস্থিতি আমিও লক্ষ্য করেছি। কিন্তু এক্সিডেন্টের পরেও উনি ব্লগে এসেছেন। এখন কেন আসছেন জানি না। যদি কেউ জানেন তবে দোয়া করে আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। 
প্রথম ছড়ার জন্য অভিনন্দন। আজ হয়তো আপনার মনের মতো হয়নি, শাহিদুল ভাইয়ের সাহায্যে অনবদ্য হয়েছে। তবে একদিন যে কারো সাহায্য ছাড়াই আপনার লেখা ছড়া অনবদ্য হবে তা আপনার এই ছড়ার ভিতরই লুকিয়ে আছে। লিখে যান আপা। ধন্যবাদ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:৩০
আমিও বেশ অনেকদিন শাহিদুল ভাইকে দেখছি না । অন্যদের ব্লগে না পেলেও ফেসবুকে দেখা হয়ে যায় । তাই খবর জানা যায় । 
ছড়া তো দেখলেনই । এর চেয়ে ভালো মনে হয় কখনোই হবে না ।আসলে এত সুন্দর সুন্দর ছড়া পড়ে মাঝে মাঝে খুব লোভ হয় । তাই দুই এক লাইন চেষ্টা করা । 
তবুও দোয়া করবেন আগ্রহের এই জায়গায় যেন চর্চা করতে পারি । 
শুভেচ্ছা নিবেন ঘাসফুল ভাই ।
rodela2012ঘাস ফুল২৬ জুলাই ২০১৩, ২২:০৯
শাহিদুল ভাইকে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলাম। অভিনন্দন শাহিদুল ভাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:৩৬
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জুলাই ২০১৩, ২২:৩০
বাব্বাহ! কি দারুন ছড়া লিখে ফেলেছো জেসমিন। আমি তো একেবারে মুগ্ধ হয়েই পড়লাম। বেশ ভালো লাগলো তোমার ছড়াটা। আরো অনেক লিখা চাই। লিখতে থাকো। অনেক অনেক দোয়া আর শুভকামনা।
দারুন ছড়া লিখেছো তুমি
মুগ্ধ হয়ে পড়লাম,
এখন থেকে লিখবে তুমি
এই আমি বলে রাখলাম।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জুলাই ২০১৩, ২২:৩৫
শাহিদুল ভাইয়ের সহ তোমাদের দুজনের জন্যই অভিনন্দন। আল্লাহ উনার এক্সিডেন্টের কথা তো জানিনা!! উনি এখন কেমন আছে?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:৪০
আররে আপুও দেখি কয়েক লাইন লিখে ফেলেছেন । 
ইশ এভাবে বলে বিপদে ফেইলেন না । আমাকে দিয়ে লেখালেখি হয় না তেমন । খালি পড়তেই ভালো লাগে । 
আসলে এই চেষ্টাটুকু শাহিদুল ভাইয়ের উৎসাহে লেখা । বালুচর ভাইও খুব উৎসাহ দেন তার পোস্টে ছড়ায় ছড়ায় মন্তব্য দেওয়ার জন্য । 
শুভেচ্ছা আপু । খুব খুব ভালো থাকবেন । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:৪৪
আপু ,আমি ঠিক জানি না উনি কেমন আছেন ? যারা জানেন তাদের অনুরোধ করছি জানানোর জন্য । 
আশা করি ভালো আছেন ।
baganbilas1207কামরুন্নাহার২৬ জুলাই ২০১৩, ২২:৩৩
অনেক অনেক ভাল লাগলো জেসমিন। 
কাঁচা হাতের লেখা ভাল লেগেছে, পাকা হাতের লেখাতো অবশ্যই ভাল লেগেছে। 
কাঁচা হাত পাকা হতে সময় লাগবে না, চলতে থাকুক। 
দু'জনকেই অনেক অভিনন্দন। 

শাহিদুল ভাইকে অনেকদিন পাই না, আশা করছি এখন ভাল আছেন।
উনার সুস্থতা কামনা করি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:৫১
সত্যি আপু ? বোনগুলো কত্ত ভালো ! সব পছন্দ করে । 
তাহলে মাঝে মাঝে চেষ্টা করবো । 

আশা করছি শাহিদুল ভাই দ্রুত ব্লগে ফিরে আসবেন । 
আপুর জন্য অনেক অনেক শুভকামনা । ভালো থাকবেন ।
muktomon71মুক্তমন ৭১২৬ জুলাই ২০১৩, ২২:৩৫
অনেক দিন পর ব্লগে ঠুকলাম। আপাকে শুভেচ্ছা। আশাকরি সবাই ভালো আছেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২২:৫৬
আমিও এখন আগের মত আসি না । নিয়মিত হন এবং ভালো ভালো পোস্ট দিন । 
শুভেচ্ছা নিবেন ।
GMMKIগৌমুমোকৃঈ২৬ জুলাই ২০১৩, ২২:৩৬
চমৎকার ছড়া!
শহিদুল ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২৩:০৯
আপনাকেও অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য । 
আপনার শুভকামনা শাহিদুল ভাইকে ভালো রাখবেন ইনশয়াল্লাহ ।
fardoushaফেরদৌসা২৬ জুলাই ২০১৩, ২২:৩৯
বাহ সুন্দর ছড়া তো 

চলতে থাকুক ছড়া লেখা। 

আপনাদের দুজনের জন্যই রইল শুভেচ্ছা । 

আশা করি আপনার ছড়া দেখেভ শাহিদুল ভাইয়ের আগমন ঘটবে
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২৩:১৫
মাঝে মাঝে চেষ্টা করতে ইচ্ছে করে । তাই এই প্রচেষ্টা । 
কেমন হয়েছে তাতো দেখলেনই । 
আমিও আশা করি শাহিদুল ভাই তাড়াতাড়ি ব্লগে আসবেন । 
শুভকামনা আপু ।
sularyআলভী২৬ জুলাই ২০১৩, ২২:৪২
আমি অনেক অনুরোধ করেছি
লিখতে হবে ছড়া
আপনি তাতে রাজি হয়েছেন
আজকে খেলেন ধরা?

সুন্দর হয়েছে আপনার লেখা
সাথে দারুন ছন্দ
এভাবেই আপনি লিখতে থাকুন
পাচ্ছি ভাল গন্ধ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২৩:২৫
আপনাদেরই ছড়া পড়ে 
করছি খানিক চেষ্টা 
উৎসাহ আর ভালোবাসার 
ছড়িয়ে পড়ছে রেশ টা । 

শুভকামনা আলভী ভাই ।
sularyআলভী২৭ জুলাই ২০১৩, ১৫:৫৫
আপনার পরিবারের জন্য অনেক শুভ কামনা। আল্লাহ আপনাদের হেফাজত করুন এই কামনায় করি।

sularyআলভী২৮ জুলাই ২০১৩, ২২:১৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২১:৫৩
ছবিটা এখানে দেখে আপনার আন্তরিকতার আবারো প্রমাণ পেলাম । আপনার দোয়া যেন আল্লাহ কবুল করেন । সব সময় যেন আল্লাহর দেখানো রাস্তায় চলতে পারি । 
আমি সরি ।
sularyআলভী২৯ জুলাই ২০১৩, ২২:০৩
আমিন।
AhmedRabbaniআহমেদ রব্বানী২৬ জুলাই ২০১৩, ২২:৪৫
কবে শাহিদুল হক ভাই এ্যাক্সিডেন্ট করেছেন?জানিনা তো!

উনার দ্রুত সুস্থতা কামনা করছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২৩:৩৭
কিছুদিন আগে আছিব এর এক স্ট্যাটাসে দেখেছিলাম । 
আশা রাখছি উনি আল্লাহর রহমতে এখন ভালো আছেন । 
ভালো থাকবেন ।
pblogeভবিষ্যৎ অন্ধকার২৬ জুলাই ২০১৩, ২২:৫৫
বয়স বেড়েছে এখন বাইক চালানোর কি দরকার!নাকি বাইক চালানোর সময় তিনি ছড়ার ছন্দ নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন..... আল্লাই জানে!  

এই নিয়ে দুবার আমি তা বাইক দুরগঠনা কথা জানলাম।এক বার তিনি নিজেই নিজের পোষ্টে দূরগঠনার কথা জানিয়ে ছিলেন।এই বার জানলাম আপনার মাধ্যমে।

লোকটাকে নিয়ে বড় চিন্তা হয়!ভাবছেন তার জন্য-না ।নিজের জন্যই চিন্তা করি-লোকটার যদি কিছু হয়ে যাই তবে আমাদের ছাড়া লিখা শিখাবে কে?........... 

ছড়া ভালো হয়েছে।অভিনন্দ আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২৩:৪১
লোকটাকে নিয়ে বড় চিন্তা হয়!ভাবছেন তার জন্য-না ।নিজের জন্যই চিন্তা করি-লোকটার যদি কিছু হয়ে যাই তবে আমাদের ছাড়া লিখা শিখাবে কে?.--- 

আপনি কি এই প্রথম আমার পোস্টে এলেন ? মনে করতে পারছি না । 

ছড়া ভালো লাগলো জেনে কিছুটা আশান্বিত হলাম । 
শুভেচ্ছা নিবেন ।
KohiNoorমেজদা২৬ জুলাই ২০১৩, ২২:৫৬
হক ভাইয়ের ছড়া পড়লে
চোখে ভাসে ছবি
জেসমিনের ছড়ায় দেখি 
দারুণ ভাবের কবি।

লিখে যাও লিখতে থাকো
কবিতা বা ছড়া
আমরা পড়বো আর শিখবো
পরবে ব্লগে সাড়া। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২৩:৪৭
এভাবে পাশে থাকলে 
পাই যে অনেক সাহস 
ভাবনা গুলি মেলে ধরতে 
চালিয়ে যাই প্রয়াস । 

শুভকামনা মেজদা । আপনার মন্তব্য ভীষণ ভালো লাগা তৈরি করলো । ভুল ত্রুটি ধরিয়ে দিবেন । 
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী২৬ জুলাই ২০১৩, ২২:৫৯
নতুন ছড়াকার পাচ্ছি মনে হয় 

শুভকামনা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ জুলাই ২০১৩, ২৩:৪৯
কোথায় কোথায় ? আমি তো দেখি না । 
শুভেচ্ছা মেহেদী । ভালো থাকবেন ।
meghneelমেঘনীল২৬ জুলাই ২০১৩, ২৩:০৯
আপা ভালো লাগলো পোষ্টটা।

অনুভবের সাঁকো জলে এইভাবেই তরী ভিড়াক শব্দেরা...।

শুভামনা আপা।শুভেচ্ছা শহিদুল ভাই সহ সকল ছড়াকারকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২০:৫৮
আপনার এই শুভকামনা আমাকে অনেক বেশি উৎসাহ দিবে মেঘনীল । 
শুভেচ্ছা নিবেন ।
MirHamidহামি্দ২৬ জুলাই ২০১৩, ২৩:২৬
নিয়মিত লিখতে থাকুন । দেখবেন অনেক ভাল লিখছেন । সেই প্রতিভা আপনার আছে ।শুভেচ্ছা জানবেন আর শাহিদুল ভাইয়ের জন্য দোয়া রইল।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২১:০২
এভাবে পাশে থেকে সাহস দিলে বেশ ভরসা পাই । 
আপনার উপস্থিতি আমাকে বেশ উৎসাহিত করলো । শুভেচ্ছা নিবেন হামিদ ভাই ।
MainulAminমাইনুল আমিন২৬ জুলাই ২০১৩, ২৩:৪৪
প্রিয় লুৎফুন নাহার জেসমিন আপা 
সালাম এবং শুভেচ্ছা জানবেন ।

প্রিয় ছড়াকার শাহিদুল হক ভাইয়ের হুন্ডা-এক্সিডেন্টের কথা শুনে চিন্তিত হয়ে পড়লাম | হক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। 
এবং আবেদন করছি তিনি যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন আবার । ----


আপনি অবশ্যই ছড়া লিখা চালিয়ে যেতে পারেন। প্রয়োজনে আরও অনেকেই ছড়া লিখছেন তা দেখুন অথবা মন চাইলে আমার ব্লগবাড়ীতে ছড়া এবং কবিতা লিখার প্রাথমিক ক্লাস সম্পর্কিত একটি পোস্ট দেখতে পারেন মনপুত হয় কিনা । আমি ভালো লিখি না তবে শিখতে চেষ্টা করি আপনার মত আগ্রহ নিয়ে । পোস্টটি পছন্দ হলে বার্তায় জানাতে পারেন ।ছবি পোস্টের সাথে ছড়া পোস্ট দিতে থাকুন। আমার ব্লগবাড়ীতে আপনাকে সবসময়ে স্বাগতম ।

আপনার জন্যে অবিরাম শুভকামনা রইলো প্রিয় লুৎফুন নাহার জেসমিন আপা । শ্রদ্ধা জানবেন । 

MainulAminমাইনুল আমিন২৬ জুলাই ২০১৩, ২৩:৫৫
প্রিয় লুৎফুন নাহার জেসমিন আপা 
সালাম এবং শুভেচ্ছা জানবেন । পোস্টটি সম্পর্কে সামান্য ধারনা দেবার চেষ্টা করছি । আপনিও ওই পোস্টটিতে গিয়ে দেখতে পারেন ৫ম পাতায় আছে ।

পোস্ট: 
বাঙলা কবিতা ও ছড়া লিখবার প্রাথমিক প্রস্তুতি :
লিখেছেন ০৫ নভেম্বর ২০১২, ১৯:২৮ | ব্লগালোচনা


উৎসর্গ : লিখাটি যারা আজ জীবনের প্রথম কবিতাটি লিখেছেন সেসব প্রিয় লেখক ভাইকে। 
বাঙলা কবিতা ও ছড়া লিখবার প্রাথমিক প্রস্তুতি : 

মাইনুল আমিন 



যেহেতু মাঝে মধ্যে কোন নতুন...
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৭ জুলাই ২০১৩, ০০:০০
শুভেচ্ছা আমিন ভাই । সরি , উত্তর দিতে দেরি হচ্ছে বলে । আমার এখনই লগ আউট হতে হবে । নামাজ পড়ে ইফতারি তৈরি করবো । 

আপনার লেখা পোস্টটি আমি অবশ্যই পড়বো । আমি শিখতে চাই । আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধ করলো । দোয়া করবেন আমাদের জন্য । 
গতবছর রোজায় আপনি সাত পর্বের একটি লেখা লিখেছিলেন আপনার পরিবার এবং চারপাশের জীবন নিয়ে । আজ হঠাৎ সেই কথা মনে পড়ে গেলো । 
খুব ভালো থাকবেন । আমি সময় করে লেখাটি অবশ্যই পড়ে নিব । এবং আপনাকে জানাবো ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৬ জুলাই ২০১৩, ২৩:৪৮
‍েকাথায় ‍েগ‍েল মিতা আমার
এখন অ‍েনক রাত্রী
এই ব্ল‍েগ খুঁজ‍েছ সবাই
খুঁজ‍েছ ছড়ার ছাত্রী।

ধন্যবাদ লুৎফুন নাহার ‍েজসমিন। শু‍েভচ্ছা রইল
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৬ জুলাই ২০১৩, ২৩:৪৯
কোথায় গেলে মিতা আমার
এখন অনেক রাত্রী
এই ব্লগে খুঁজছে সবাই
খুঁজছে ছড়ার ছাত্রী।

ধন্যবাদ লুৎফুন নাহার জেসমিন। শুভেচ্ছা রইল
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২১:০৭
ওহ আমি আপনার নামটি মিস করেছিলাম । 
আমি কিন্তু আপনার ছড়ারও ভীষণ ভীষণ ভক্ত । কি সহজেই না কত চমৎকার সব ছড়া উপহার দিয়ে যাচ্ছেন । 
ছাত্রীর ডাক শুনে নাই 
তাই তিনি আসেনও নাই । 
arafinমোঃ শামসুল আরেফিন২৬ জুলাই ২০১৩, ২৩:৫২
শুভকামনা

চাঁদের আলোয় হাওর জলে
ভিজতাম হাত ধরে
ভালোবাসার জাল বুনতাম
একটু একটু করে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২১:১১
অনেক ধন্যবাদ আরেফিন ভাই । ভালো থাকবেন ।
Ashiq78আশিকুজ্জামান২৬ জুলাই ২০১৩, ২৩:৫৫
প্রিয় শাহিদুল ভাই অসুস্থতার খবর পেয়ে কষ্ট পেলাম। দোয়া করি তিনি তাড়াতাড়ি সুস্থ হোন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২১:৫৯
আশা করছি তিনি ভালো আছেন । 
শুভকামনা জানবেন ।
Mostaqছেলেমানুষ২৭ জুলাই ২০১৩, ০০:০৪
শাহিদুল হক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।

আপনার ছড়াটিও কিন্তু বেশ ভাল হয়েছে। লেগে থাকলে একদিন অনেক ভাল হবে বলে মনে করি।

শুভকামনা.....
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:০৩
লেগে থাকতেই আলসেমি লাগে । এর জন্যই জীবনে কিছুই হোল না । 
অনুপ্রেরণা দিয়ে পাশে থাকলেন বলে খুশি হলাম ।
Shanjedulসানজিদুল হাসান২৭ জুলাই ২০১৩, ০০:১৪
আপনার প্রথম প্রচেষ্টা হিসাবে বেশ ভালো হয়েছে। নিয়মিত লিখতে থাকলে একদিন শাহিদুল ভাইয়েরটার মতো হয়ে যাবে দেখবেন। প্রিয় শাহিদুল ভাই অসুস্থতার খবর পেয়ে কষ্ট পেলাম। আপনার জন্যে অবিরাম শুভকামনা রইলো প্রিয় লুৎফুন নাহার জেসমিন আপা ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:০৫
ধন্যবাদ সানজিদুল ভাই । চেষ্টা থাকবে । দেখা যাক কতদূর শিখতে পারি । 
অনেক অনেক শুভকামনা ।
Emdad57বালুচর২৭ জুলাই ২০১৩, ০০:২৮
শাহিদুল ভাই বিধু বাবু
জাত ছড়াকার হয়
এদের সাথে আমার নামটি
মানানসই নয় ।
-----------অনেক ভাল একটি ছড়া । পড়ে আবারও মজা পেলাম । হ্যাঁ শাহিদুল ভাই বহাল তবিয়তে ভাবীর বাহুডোরে বন্দীত্ব বরণ করিয়াছেন । এখন আপনার সভাপতিত্বে শাহিদুল উদ্ধার কমিটি গঠন করা আবশ্যক ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৭ জুলাই ২০১৩, ০০:৩২
প্রয়োজনে ভাবীর বাহু ভেঙে ডোর খুলতে হবে। তার পরেও তাকে উদ্ধার করতে হবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:১৬
কি বলেন আমার দুই চার লাইনের ছড়া লেখা শুরু আপনার পোস্ট দিয়েই । এবং আপনি সবসময় আমাকে উৎসাহ দিয়ে আসছেন ছন্দে ছন্দে মন্তব্য করার জন্য । আমাদের ব্লগে যে কয়জন শক্তিশালী ছড়াকার আছেন আপনি তাদের মধ্যে অন্যতম । আমি আপনার ছড়ার খুব ভক্ত । 
শাহিদুল ভাই যদি ভাবীর কাছে থেকে সুস্থ থাকেন তাহলে থাকুক । উনি সুস্থ আছেন জানলেই ভালো লাগবে । 
শুভেচ্ছা ও শ্রদ্ধা রইলো আপনার জন্য ।
santuiyaসান্তুইয়া২৭ জুলাই ২০১৩, ০০:৪২
শাহিদুল ভাই, যেখানে থাকুন ফিরে আসুন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:১৭
শাহিদুল ভাই আসেন নি । 
suvrobikelশুভ্র বিকেল২৭ জুলাই ২০১৩, ০০:৫৬
শুভেচ্ছা আপনাকে, শুভেচ্ছা শহিদুল ভাইকে, আসা করি ওনি খুব তারাতারি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন!!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:২২
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইলো । 
ভালো থাকবেন ।
Shahin07মোঃ শাহীনুর রহমান২৭ জুলাই ২০১৩, ০১:৩৮
আল্লাহ তাকে ভাল করুক
এই প্রার্থনা, আর
আপনার হাতে ছড়া নাচুক
বাসনা রইল তার

অনেক সুন্দর ছড়া লিখতে পারেন আপনি 
চালিয়ে যান।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:২৩
আপনিও তো ভালোই চেষ্টা করলেন । 
অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । 
শুভেচ্ছা রইলো ।
Arefinoগোঁফওয়ালা২৭ জুলাই ২০১৩, ০২:১৪
শহীদুল হক ভাই এর হাওর নিয়ে লেখা কবিতা গুলোর আমি বিশেষ ভক্ত। উনার কবিতা পড়ে আমি হাওড়ে যাওয়ার জন্য উদ্যোগীও হয়েছিলাম! পরিকল্পনা ভবিষ্যতে নিতে হয়েছে।

যা হোক শহীদুল হক ভাইয়ের সুস্থতা কামনা করছি। 
জেসমিন ভাইয়ার কবিতা ভালো হয়েছে  

আমারো শহীদুল হক ভাই আর বালুচর ভাই এর ট্রেইনিং দরকার 
কবিতা, ছড়া লিখতে মুঞ্চায় 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:২৯
লিখে ফেলুন না । লিখতে লিখতেই হয়ে যাবে । 

আমিও আপনার সাথে সাথে শিখবো । 
শুভকামনা রইলো ।
salahuddinsiteসালাহ্ আদ-দীন২৭ জুলাই ২০১৩, ০৮:০৫
হুরু আফা ফইদ্য তো যে সুন্দর অইছে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৮ জুলাই ২০১৩, ২২:৩০
হুরু আফা কি ? বুঝাইয়া কও ।
Maeenমাঈনউদ্দিন মইনুল২৭ জুলাই ২০১৩, ০৮:০৯
বাব্বাহ, ছড়াও পেলাম, সঙ্গে পেলাম আলো ব্লগের মহান ছড়াকারদের গুণের কথা।

ছড়া অনেক ভালো হয়েছে, জেসমিন আপা। 
প্রথম এবং দ্বিতীয় দু’টো সংস্করণই আমার কাছে ভালো লেগেছে।

ছড়াকারদের সম্পর্কে যা বলেছেন, সবই আমারও মনের কথা! 
তারা সবাই আমারও প্রিয় ছড়াকার।

শুভেচ্ছা জানবেন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২১:৫৭
হুম, মনের চিন্তাগুলো কাছাকাছি হলেই এমন মিলে যায় । কি মজা ,তাই না ? 

এত বড় ছড়াকারের ছড়ার সাথে আমারটাও মনে ধরায় আনন্দে লাফাতে ইচ্ছে করছে । 
আমি সব সময় ছড়ার পাঠক । কবিতার চেয়ে ছড়া ভালো পাই । 

অনেক অনেক শুভেচ্ছা রইলো । 
aunonnoaminulঅনন্য আমিনুল২৭ জুলাই ২০১৩, ০৯:৩১
ছড়াটি চমৎকার হয়েছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২২:০০
অনেক ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা নিবেন ।
ishakkhanইসহাক খান২৭ জুলাই ২০১৩, ১০:৫০
উৎসর্গ ছড়া হলেও বেশ সুন্দর। শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২২:০৭
আমি আপনার গল্পের মুগ্ধ পাঠক । আমার সেই প্রিয় লেখক যখন আমার পোস্টে এসে মতামত দিয়ে যান তখন বেশ ভালো লাগে । 
শুভেচ্ছা -----
bappi76সুখেন্দু বিশ্বাস২৭ জুলাই ২০১৩, ১৩:০২
শাহীদুল হক ভাইএর ছড়ার আমি মুগ্ধ ভক্ত। শাহিদুল ভাই দুর্ঘটনায় আহত জেনে খুবই দুঃখিত হলাম। প্রার্থনা করি হক ভাই দ্রুত সুস্থ্য হয়ে ছড়ায় ছড়ায় আলো ব্লগ মাতিয়ে তুলবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২২:১২
আসলে শাহিদুল হক ভাই তার লেখনী দিয়ে এমন এক জায়গায় পৌঁছেছেন মুগ্ধ না হয়ে উপাইয় নাই । 
আশা রাখছি উনি আবার ব্লগে ব্যস্ত হবেন । 
শুভকামনা ------ ।
Rabbaniরব্বানী চৌধুরী২৭ জুলাই ২০১৩, ১৩:১৩
ছড়ার ভুবনে আপনাকে স্বাগতম। ছড়া লেখার চেষ্টা চালিয় ব্লগ মাতিয়ে রেখেছেন, তবে এ চেষ্টা চলুক নিয়মিত। শুভকামনা রইলো। আরও একটি ছড়া পড়ার অপেক্ষায় আমরা। 

ভালো থাকবেন, শুভেচ্ছা জানবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২২:২৯
দোয়া কইরেন আরেকটা যেন লিখতে পারি । আপনি কি সুন্দর কবিতা সাড়া ফেলে দিয়েছেন তাই আমারও একটু শখ হয়েছে । 

কেমন আছেন ? আমাদের মামনিটা ? আপনি কি ব্লগে এখন কম আসেন ? আমি কিন্তু কম করে হলেও প্রতিদিন এখন সময় দিই । 
শুভেচ্ছা রইলো ।
WAHIDUDDINওয়াহিদ উদ্দিন২৭ জুলাই ২০১৩, ১৪:৪৪
কবির ছড়ায় দারুনভাবে 
এলো মধুর আবেগ 
মুগ্ধ হয়ে পড়ে নিলাম 
হয়নি পেতে বেগ।

খুব ভাল। 

শাহিদুল ভাইয়ের সুস্থতা কামনা করছি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২২:৩১
আমিও দোয়া করি আল্লাহ উনাকে সুস্থ রাখুন । 
শুভেচ্ছা আপনাকে ।
ssangrammগোলাম মোস্তফা২৭ জুলাই ২০১৩, ১৪:৫৬
অভিনন্দন শাহিদুল ভাই।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২৩:১৫
ধন্যবাদ মোস্তফা ভাই । 
kawsar11mayকাওছার আহমেদ২৭ জুলাই ২০১৩, ১৫:১৮
শহিদুল ভাই আমরা সবাই চিন্তিতো...
জলদি ফিরে আসো....
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২৩:১৭
আশা করি আপনার ডাক শাহিদুল ভাই শুনেবন । ভালো থাকবেন ।
jadobযাদব সূত্রধর২৭ জুলাই ২০১৩, ১৮:০১
চাঁদের আলোয় হাতটি ধরে
হাওর জলে ভেসে
পথ হারাতাম ঢেউয়ের বুকে
একটু ভালোবেসে।
 

সুন্দর। 

শুভেচ্ছা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২৩:১৮
অনেক ধন্যবাদ যাদব দা । 
আপনার জন্যও শুভেচ্ছা ।
sularyআলভী২৭ জুলাই ২০১৩, ২৩:১১
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২৩:১৯
কাল বিদায় জানাতে সময় পাইনি । সরি ।
tusharahasanতুষার আহাসান২৮ জুলাই ২০১৩, ২২:১২
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২৩:২০
অনেক কৃতজ্ঞতা । 
শুভকামনা রইলো ।
sularyআলভী২৯ জুলাই ২০১৩, ২০:০০
উপরে ছবির একটা ক্যাপশন দিয়েছিলাম রেসপন্স পাইনি আপু!
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৯ জুলাই ২০১৩, ২১:৫১
সরি । সরি । কালকে তাড়াহুড়া করে কয়েকটা মন্তব্য দিয়ে চলে গিয়েছিলাম । উপরের ছবিটার কথা ভুলে গিয়েছিলাম ।
sularyআলভী২৯ জুলাই ২০১৩, ২২:০৮
সরি বলে অপরাধি করবেন না আপু। আপনাদের রেসপন্স পাবার জন্য বার বার পোষ্ট ভিজিট করি। পোষ্টে এসে যদি রেসপন্স না করেন তাহলে আশাহত হয় এই ভেবে যে মন্তব্যে কোন ত্রুটি আপনাকে বিরক্ত হয়ত করেছে। অনেক ধন্যবাদ আপু।
sularyআলভী৩০ জুলাই ২০১৩, ১০:১৮
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুলাই ২০১৩, ১৭:৩৬
না ভাই , বিরক্ত হওয়ার প্রশ্নই উঠে না । আপনার এই গুণটি বরং বার বার ঋণী করে । আগের মত সময় দিতে পারি না এটাই হোল সমস্যা । 
ভালো থাকবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুলাই ২০১৩, ১৮:১৮
হুম, কাল তার সাথে কথা হয়েছে । আজ আবার ফোন করে উইশ করবো ।
sularyআলভী৩০ জুলাই ২০১৩, ১৮:২৪
নাসরিনকে আমার ম্যাসেজটা পৌছে দিবেন আপু। গতকাল আপনার একটি মন্তব্যে দেখলাম যে হয়ত আপনারা সহসাই দেশে আসছেন। আপনাদের শুভাগমনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
shahidulhaque77শাহিদুল হক০১ আগস্ট ২০১৩, ১৪:৫১
sularyআলভী০২ আগস্ট ২০১৩, ১৫:৩৫
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ আগস্ট ২০১৩, ২১:২০
দিয়েছি । 
sularyআলভী০২ আগস্ট ২০১৩, ২৩:২০
ধন্যবাদ আপু।
kamaluddinকামাল উদ্দিন২৯ জুলাই ২০১৩, ২০:৫৩
শাহিদুল হক ভাইয়ের অনুপস্থিতি আমাকে পীরা দেয় সব সময়। তিনি কি অসুস্থ্য ??
lnjesminলুৎফুন নাহার জেসমিন৩০ জুলাই ২০১৩, ১৭:৩৭
মাঝখানে দুর্ঘটনায় আহত হয়েছিলেন কিছুদিন আগে । 
এখন আশা রাখি ভালো আছেন । 
শুভেচ্ছা কামাল ভাই ।
kamaluddinকামাল উদ্দিন০১ আগস্ট ২০১৩, ০৭:৪৪
হুমম, ধন্যবাদ।
shahidulhaque77শাহিদুল হক০১ আগস্ট ২০১৩, ১৪:৩৯
এ কী অবস্থা এখানে। দেখেশুনে নিজেকে সামলিয়ে রাখা বেশ কঠিন। 


lnjesminলুৎফুন নাহার জেসমিন০১ আগস্ট ২০১৩, ২২:০৮
হ্যাঁ , শাহিদুল ভাই সবার আপনার দেখা না পেয়ে অস্থির হয়ে আছে । এবার নিশ্চয় স্বস্তি পাবে ।
shahidulhaque77শাহিদুল হক০১ আগস্ট ২০১৩, ১৪:৫০
গত ৪/৭/১৩ তারিখ সকালে দুজন ম্যাজিস্ট্রেট সাহেব আমার বাগান বাড়িতে বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। আমি বললাম আমরা কারে যেতে পারি। তাদের ইচ্ছা মোটরসাইকেলে যাওয়ার। ১২৫ সিসি মোটরসাইকেলে তিনজন কষ্ট করেই যেতে হলো। বিকালে ফেরার পথে খুব বৃষ্টি। পথে ন্যাশনাল পার্কের সামনে দীর্ঘ জ্যাম। জ্যামের ভিতর দিয়ে স্বল্প গতীতেই অন্যান্য গাড়ি পাশ কাটিয়ে সামনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই একটা টেম্পু হার্ড ব্রেক করল। কিন্তু আমি আমার সাইকেলে ব্রেক করলেও ব্রেক মিস হলো। সামনের টেম্পুতে ধাক্কা দিলাম। পিছনের দুজন জাম্প দিয়ে নেমে গেলেন। আমি মটরসাইকেলে নিচে চাপা পড়লাম।
ফলাফল-
১) বাম পায়ের হাঁটুর নিচে অনেকখানি জায়গা কেটে গেল। রক্ত পড়তে লাগল। রুমাল দিয়ে কষে বাঁধলাম।
২) পাঞ্জাবি আর পায়জামাটা ছিড়ে গেল। 
৩) হাঁটুতে চোট লাগল।
৪) গাড়ি সম্পূর্ণ অক্ষত রইল।
৫) সেই অবস্থায় দ্রুত ফিরে এসে ব্রেক ঠিক করলাম।

তারপর ফিরে এসে প্রয়োজনীয় চিকিৎসা নিলাম। কয়েক দিনের মধ্যেই বেশ ভালো বোধ হতে লাগল।

এরই মধ্যে ফেসবুকে দেখলাম প্রথম আলো ব্লগ পরিবারে জানানো হয়েছে যে, ভীমরুল ফেকনিক নিয়ে নাকি আমি ব্লগিং করি। খুব কষ্ট হলো । আমার জন্য ফেক নিকের দরকার কী। আমি তো ব্লগে মাতব্বরি করি না। দল করি না। মহামানব সাজার জন্য জনসেবকও হতে চাই না। তবে কেন আমার সাথে অন্যদের দ্বন্দ্ব হবে। নিহায়েত ব্লগিং। আন্তরিক সম্পর্কের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা। তাহলে দ্বন্দ্ব কোথায় ? ঠিক আছে। যতদিন ব্লগের পরিবেশ ভালো না হবে ততদিন আর ফিরব না।দ্বিতীয় যতই মানবিক হোক না কেন ব্লগের কোন সামাজিক কাজে অংশ নেব না। যা পারি নিজে নিজেই করব। তাতে অন্তত শত্রু হবে না। দলবাজীও করা লাগবে না। এই সব চিন্তা চেতনা থেকে দূরে ছিলাম।
তাতে আমার অনুপস্থিতিতে আপনারা যারা আমাকে অনুভব করেছেন আমি তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহপাক আপনাদের সহায় হোন। আর আপনাদের ভালবাসার জন্যই আপনাদের চেতনার গণ্ডিতে থাকার চেষ্টা করব। আমার থেকে কোন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ আগস্ট ২০১৩, ২১:২৪
আপনি যদি সঠিক থাকেন তাহলে অন্যরা যতই খারাপ কথা প্রচার করার চেষ্টা করুক সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব নয় । কারণ সবাই অন্ধ না। কার আচরণ কেমন তা সবাই দেখতে পায় । 
আপনি এখন সুস্থ জেনে ভীষণ ভালো লাগছে । আবার আমাদের সাথে ব্লগিং করবেন এবং সুন্দর সুন্দর লেখা উপহার দিবেন এই প্রত্যাশা রইলো । 

আমাদের জন্য দোয়া করবেন ।
sularyআলভী০১ আগস্ট ২০১৩, ২৩:১০
আপু সম্ভব হলে নাসরিনের ছবিটা ডিলেট করে দিবেন। ধন্যবাদ।
sularyআলভী০২ আগস্ট ২০১৩, ১৫:৩৪
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ আগস্ট ২০১৩, ২১:২১
আমি মাত্র দেখলাম আপনার মন্তব্য এবং ডিলেট করে দিলাম ।
sularyআলভী০২ আগস্ট ২০১৩, ২৩:১৯
অনেক কৃতজ্ঞতা আপু।
০২ আগস্ট ২০১৩, ০৯:৫৭
চমৎকার হয়েছে
গুরু বিনা শিষ্য হয়না ভবে................

আপনাদের দু’ভাই-বোনকে ধন্যবাদ।
শুভকামনা সতত।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০২ আগস্ট ২০১৩, ২১:৩৬
হুম, ঠিক বলেছেন । সঠিক ভাবে জানতে হলে শেখার কোন বিকল্প নেই । 

আপনাকে পেয়ে ভীষণ ভীষণ আনন্দিত হলাম ।
sularyআলভী০৪ আগস্ট ২০১৩, ১৬:০৪
একটা কবিতা লিখে এত বিরতি দেয়া চলবে না।
sularyআলভী০৫ আগস্ট ২০১৩, ১৬:২৩

No comments:

Post a Comment