Thursday, September 4, 2014

দূর থেকে জানাই সবাইকে ঈদের উষ্ণ শুভেচ্ছা


আর মাত্র দুইদিন পর আমাদের সেরা উৎসব ঈদুল আযহা । চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি সারাদেশ উন্মুখ হয়ে আছে অনাবিল আনন্দে মেতে উঠার জন্য। রাস্তায় রাস্তায় সবাই গরু , ছাগল নিয়ে বাড়ির দিকে হাঁটছে । আর একে অপরকে জিজ্ঞেস করছে ,ভাই কত? দা, বটিতে ধার দেওয়া হচ্ছে । ঘরে মায়েদের ঈদ নিয়ে নানান প্রস্তুতি । আর গরিবরা অপেক্ষায় আছে , এই উচিলায় একটু মাংসের দেখা পাওয়া যাবে । ছেলেমেয়েদের মুখে ভিন্ন স্বাদের ব্যবস্থা করা যাবে । এই একটি উৎসবে ধনী গরিব সবার ঘরে অন্তত একবেলা গোশতের ব্যবস্থা হয় । আল্লাহ সেইভাবেই নিয়ম করে দিয়েছেন যাতে সবাই এই আনন্দে সামিল হতে পারে । আর তাই আমাদের সামর্থ্যবানদের লক্ষ্য রাখতে হবে তার আশেপাশে কোন ঘর যাতে বাদ না যায় এই আনন্দ অংশগ্রহণে। সেই সাথে আমাদের মনের সকল কুটিলতা কে কোরবানি দিতে হবে । 
এবারের ঈদ আমার জন্য একদম অন্যরকম । মনের মধ্যে কোন দোলায় দিচ্ছে না । আমরা চারটি বাংলাদেশি পরিবার মিলে অল্পকিছু আয়োজন হবে । সবাই মিলে নামাজ পড়তে যাওয়া হবে । এবং দুপুরে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো । আবহাওয়া খুব খারাপ থাকবে তাই কোথাও বেড়াতে যাওয়া হবে না । এই হোল আমাদের ঈদ আয়োজন । খুব মিস করবো প্রিয়জনদের । দেশ কে , দেশের উৎসব কে । 

সবাই ভালো থাকবেন । অনেক বেশি আনন্দ করবেন । গরিবদের কথা ভুলবেন না । আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক ঈদ শুভেচ্ছা । 
১৩ টি মন্তব্য
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৪ অক্টোবর ২০১২, ২০:৫৩
আপনার জন্যও অবিরাম শুভকামনা সাথে ঈদ শুভেচ্ছা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২১:০৯
ধন্যবাদ জমির ভাই । আনন্দে কাটুক ঈদের দিনগুলি । শুভেচ্ছা রইলো ।
chomok001মোঃ হাসান জাহিদ২৪ অক্টোবর ২০১২, ২০:৫৪
আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা । 
দুটো ঈদে দেশ এবং প্রিয় জনদেরকে খুব বেশি মিস করি ।
ভালো থাকুন সবসময় । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২১:১১
এবার আমিও আপনার মতোই খুব মিস করছি আমার প্রিয়জনদের । 
ভালো থাকবেন । ঈদের দিন মন খুশি রাখার চেষ্টা করবেন ।
Unnanউননুর২৪ অক্টোবর ২০১২, ২০:৫৬
প্রবাসে আপনার প্রথম ঈদের উপলব্ধি দেশে সবার মাঝে ছড়িয়ে যাক এই কামনা করি. আপনাকে ঈদের শুভেচ্ছা.
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২১:১১
ধন্যবাদ ভাই । ঈদের শুভেচ্ছা রইলো । 
jamalhossainsজামাল হোসেন সেলিম২৪ অক্টোবর ২০১২, ২১:০১
প্রবাসের ঈদে খুশির চেয়ে বেদনা বেশি থাকে। প্রবাসী ছাড়া অন্যে তা বুঝবে না।
আপনাকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। 

ঈদ মোবারক।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ অক্টোবর ২০১২, ২১:১৬
এবার আমারও বুঝার পালা । 
ঈদের শুভেচ্ছা ।
Rabbaniরব্বানী চৌধুরী২৪ অক্টোবর ২০১২, ২১:০৭
আপনার কল্পনার চোখ অনেক শক্তিশালি - সবই চলছে আপনার বর্ণনার মত " রাস্তায় রাস্তায় সবাই গরু , ছাগল নিয়ে বাড়ির দিকে হাঁটছে । আর একে অপরকে জিজ্ঞেস করছে ,ভাই কত? দা, বটিতে ধার দেওয়া হচ্ছে । ঘরে মায়েদের ঈদ নিয়ে নানান প্রস্তুতি । আর গরিবরা অপেক্ষায় আছে , " 

প্রবাস জীবনে ভালো কাটুক এবারের প্রবাসী জীবনের ঈদ।

শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন। ঈদ মোবারক।
dollarজিনজির২৪ অক্টোবর ২০১২, ২১:৪৯
ঈদ মোবারক নাহার আপা।
neelsadhooনীলসাধু২৪ অক্টোবর ২০১২, ২২:৫৭
 


প্রবাসে ঈদ মানে কষ্ট আনন্দ নয়। 
আমি হারে হারে অনুভব করেছি প্রবাস জীবনে। 
তবে আপনি ভয় পাবেন না - আপনারা পরিবারের সবাই আর কয়েকটা বাংলাদেশী পরিবার মিলিয়ে ঈদ কাটিয়ে দেবেন সুন্দর ভাবে এই কামনা করি।
sajib77ওসমানসাজীব২৪ অক্টোবর ২০১২, ২৩:০৩
ঈদ মোবারাক
nuru07নূর মোহাম্মদ নূরু২৫ অক্টোবর ২০১২, ১২:০৮
আপনাকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। 


ঈদ মোবারাক

No comments:

Post a Comment