Tuesday, September 9, 2014

বল , ভালো আছ তো ?






আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো -------------বল ভালো আছ তো ? 

কতদিন পর দেখা হোল ? কত বছর পর ? মনে কি আছে ? একদম চাইনি তোমার সামনে আসতে । কোন ভাবেই চাইনি । কি লাভ পুরনো দিনগুলি আবার সামনে নিয়ে আসার । অথচ নিয়তি ঠিকই তোমার সামনে থামিয়ে দিল । তোমার চেহারার দিকে তাকিয়ে কত কি প্রশ্ন মনে এলো । খুব জানতে ইচ্ছে করছিলো কেমন আছ তুমি ? কেমন আছ বউ , বাচ্চা নিয়ে ? নিশ্চয় খুব ভালো আছ আমায় ভুলে । 

একটু কি পরিবর্তন এসেছে তোমার মাঝে ? চোখে চশমা উঠেছে , চুলে হালকা পাক ধরেছে । আমিও কিছুটা বদলেছি । শরীর টা এখন আর আগের মত হালকা পাতলা নেই । বয়সের জন্যই হয়তো এই পরিবর্তন । কম তো আর সময় বয়ে যায় নি । তবুও পাল্টায়নি মনটা । এখনো তোমার কথা মনে পড়লে মাথাটা কেমন করে উঠে । বুকের ভিতর তোলপাড় হয়ে যায় । পুরনো চিঠিগুলি মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেখি । কত স্মৃতি আছে এই চিঠিগুলোর প্রতি লাইনে লাইনে । কত মায়া আর ভালোবাসা । 


তুমি আমাকে বন্ধু হিসেবে চেয়েছিলে । দিয়েছিলে তোমার নীলপদ্মগুলি। আমি কিন্তু ঠিকই হয়েছিলাম তোমার বন্ধু । তোমার নীলপদ্মগুলিও খুব যত্ন করে রেখে দিয়েছি বুকের মাঝে । অথচ তুমিই নেই আমার জীবনে । ভালোবাসা কি শুধু কষ্ট নিয়ে আসে জীবনে ? আমি তো খুব বেশি কিছু চাইনি । চেয়েছিলাম তোমাকে নিয়ে ছোট্ট একটা ভালবাসার নীড় গড়তে । কেন হোল না বলতে পারো?


সেদিন যখন তোমার সাথে দেখা হোল তুমি প্রথমেই জিজ্ঞেস করে বসলে ,স্বামী কি করে ? একটুও উত্তর দিতে ইচ্ছে করেনি । খুব রাগ হোল । তাই চলে এলাম । আচ্ছা তুমিই বল , একজীবনে কয়জনকে নিয়ে স্বপ্ন দেখা যায় ? আমি শুধু তোমাকেই নিয়ে দেখেছিলাম , সেখানে যে আর কেউ আসতে পারে না । আর আমি স্বপ্ন বিহীন সংসার সাজাতে চাই নি কারো সাথে মিথ্যে অভিনয় করে । তোমার আমার ভালোবাসা তো আর সবার মত ছিল না ।কখনো দুজন হাত ধরে কোথাও ঘুরতে যাইনি । ফোনে কখনই ভালোবাসার কথার উচ্চারণ হয়নি । কিন্তু তারপরও দুজন টের পেতাম বুকের ধুকপুকানি । এমনকি চিঠিতেও লুকিয়ে রাখা ভালবাসার কথা ঠিকই বুঝে নিতাম । তাহলে কেন এমন হোল ? 

জানি ,এসব প্রশ্নের কোন উত্তর হয় না । আমি চাইও না ।এমনকি যেদিন তুমি ছুটি শেষে ফোনে জানিয়ে ছিলে তোমাকে বাবার পছন্দেই বিয়ে করতে হোল ,সেদিনও জানতে চাইনি । শুধু নিজেকে তোমার জীবনের সব জায়গা থেকে সরিয়ে নিলাম । আমার প্রিয় শহরও । 

এই আমি এখন আছি একরকম । দিন তো চলেই যায় ।শুধু মাঝে মাঝে খুব একা লাগে । কাছের মানুষগুলি তো আর আগের মত কাছে নেই । তাই হয়তো বেশি একা লাগে । 

আমার এই কথাগুলি তোমার কাছে পৌঁছাবে না ।আমি চাই না তোমার সাথে আমার আর কক্ষনো দেখা হোক । তুমি ভালো থেকো । আর মনে রেখো একজন এখনো তোমাকে ভালবাসে ।
৯২ টি মন্তব্য
baganbilas1207কামরুন্নাহার২৩ জানুয়ারি ২০১৩, ২১:২২
" তুমি কি সেই আগের মতই আছ।
নাকী অনেকখানি বদলে গেছ, জানতে ইচ্ছে করে।" - - - 

আপনার লেখাটা খুব, খুব ভাল হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৯
্তাই ? আমি কিন্তু একটু চিন্তায় আছি। বানিয়ে বানিয়ে লেখা খুব কঠিন কাজ । তার উপর আবার কঠিন কঠিন শব্দ ব্যবহার করতেও জানি না । 
যাই হোক একজন অন্তত ভালো বলেছে তাতেই সই । 

অনেক ভালো থাকবেন । আপনার মন্তব্য মনে সাহস যোগাল ।
sularyআলভী২৩ জানুয়ারি ২০১৩, ২১:২২
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩১
ধন্যবাদ টা কেন শুনি ?
Numan75নুমান২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৩
সালাম আপা
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩২
ওয়ালাইকুম আস সালাম ।
Numan75নুমান২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩১
আহারে.................


লেখা ভাল লাগল আপা
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
আসলেই আহারে ----- চোখে পানি চলে আসে 

ভালো লাগলো জেনে আমি শান্তি পাইলাম । 
আপনার কালকের লেখাটা খুব ভালো লেগেছিল । একদম সহজ কথায় দারুণ এক উপদেশ ছিল । 

ভালো থাকবেন । 
Maeenমাঈনউদ্দিন মইনুল২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
“তুমি ভালো থেকো । আর মনে রেখো একজন এখনো তোমাকে ভালবাসে ।”

- আহা রে! এরকম করে বলবেন না, বুকে ধুকপুক করে! যতো ভালো ততো অভিমান, কথাটি সব জায়গায় সঠিক।

চিঠির মতো লেখাটি অনেক ভালো লাগলো জেসমিন আপা।
Maeenমাঈনউদ্দিন মইনুল২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
=যতো ভালোবাসা ততো অভিমান
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪২
বুকে ধুকপুক করে কেন ? ঘটনা কি ? 

সুন্দর একটা কথা বলেছেন , যত ভালোবাসা তত অভিমান ।
MBillahমোতাসিম২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
সময় আর স্রোত এভাবেই জীবন কে বয়ে নিয়ে যায় । আপনার লিখা পড়ে আমার অনেক আগে পড়া নীচের কবিতাটা মনে পড়ে গেল 

Time, You Old Gypsy Man
Ralph Hodgson

Time, You Old Gypsy Man
Will you not stay, 
Put up your caravan 
Just for one day? 
All things I'll give you 
Will you be my guest, 
Bells for your jennet 
Of silver the best, 
Goldsmiths shall beat you 
A great golden ring, 
Peacocks shall bow to you, 
Little boys sing. 
Oh, and sweet girls will 
Festoon you with may, 
Time, you old gypsy, 
Why hasten away? 
Last week in Babylon, 
Last night in Rome, 
Morning, and in the crush 
Under Paul's dome; 
Under Pauls' dial 
You tighten your rein - 
Only a moment, 
And off once again; 
Off to some city 
Now blind in the womb, 
Off to another 
Ere that's in the tomb. 
Time, you old gypsy man, 
Will you not stay, 
Put up your caravan 
Just for one day?
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
সুন্দর কবিতা ।
sopnerdin45এনামুল রেজা২৩ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
ভিতরটা ছুঁয়ে গেল, আর জানিনা কেন, ভিষন খারাপ হয়ে গেল মনটা...

অসাধারণ একটা লেখা..বিবিধ ক্যাটাগরিতে দেওয়া ঠিক হয়নি। গল্পে দিলে লেখাটার প্রতি সুবিচার হয় আপু।

অনেক অনেক ভাল থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
গল্প হিসেবে দিতে সাহস হয় নি । 
মন খারাপ করে দেওয়ার জন্য দুঃখিত । 
আপনিও ভালো থাকবেন ।
sopnerdin45এনামুল রেজা২৪ জানুয়ারি ২০১৩, ০০:০১
উহু, মন খারাপ হয়েছে গল্পে, কিন্তু মন ভাল হয়েছে এমন চমৎকার একটা লেখা পড়ায় আপু।

শুভেচ্ছা। এমন লেখা নিয়মিত পড়তে চাওয়া হচ্ছে আপনার ছোট ভাইয়ের অনুরোধ...

lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০০:০৪
ওককে ওককে , ছাই পাশ যাই লিখে পাশে থাকতেই হবে । বলে রাখলুম । 
এমন শুভাকাঙ্ক্ষী থাকলে লিখতে ইচ্ছে করবেই । 
sopnerdin45এনামুল রেজা২৪ জানুয়ারি ২০১৩, ১৭:২৫
সব সময় সাথে আছি আপু, সব সময়।

linajambilলিনা জামবিল২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪০
সুন্দর
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:০৩
ধন্যবাদ ।
fardoushaফেরদৌসা২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
জেসমিন আপা অসম্ভব সুন্দর লিখেছেন। 

পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:২৭
মনের মত করে লিখতে পারিনি । 
তারপরও আপনি মুগ্ধ হলেন জেনে ভালো লাগলো আপু । 
Rabbaniরব্বানী চৌধুরী২৩ জানুয়ারি ২০১৩, ২২:০৩
" এক জীবনে কয়জনকে নিয়ে স্বপ্ন দেখা যায় ? " 

প্রশ্ন করে তো জীবনকে থামিয়ে রাখা যাবে না। লক্ষ্য করলে দেখা যাবে যে গল্প, কবিতা, উপন্যাস, কাব্য এ সব কিছুতে ভিন্ন জন কে স্বপ্ন দেখার কাহিনীই বলা হয়ে থাকে, যেমন আপনি বলেছেন। 

লেখাটি " বিবিধ " ক্যাটরাগরি ফেলার জন্য কোন মার্ক দেওয়া হল না, তবে চমৎকার অনুভুতি ফুটে উঠেছে এ লেখায় বা চিঠিতে। ভালো থাকবনেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩১
স্বপ্ন দেখা মনে হয় ভীষণ ঝামেলার । খালি ভেঙে যায় । 
এমন লেখা বিবিধে দেওয়া ছাড়া জায়গা পেলাম না । হাবিজাবি ক্যাটাগরি থাকলে সেখানেই দিতাম । 
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
mukto75মুক্তমন৭৫২৩ জানুয়ারি ২০১৩, ২২:০৪
জেসমিন আপা, সত্য কথা বললে আপনি খুশি হবেন। তাই সত্য কথাই বলে যাচ্ছি।

লেখাতে ১০ এ ৫ থেকে ৬ এর বেশী দিতে পারছি না। আবেগ আছে লেখাতে, কিন্তু আবেগ গুলোর আবেগী প্রকাশ অনেক কম মনে হয়েছে আমার কাছে।

ছ্যাকা খাওয়া একজন প্রেমিকার আবেগ আরও বেশী হতে পারতো। আবেগের প্রলাপগুলো এমন হতে হবে, যেন তা আরও করুন ভাবে মনের মাঝে দাগ কাটাতে পারবে, কিন্তু আপনার লেখাতে অনুপস্থিত ছিলো তা। অবশ্য আপনি নিজেও স্বীকার করেছেন আপনার অভিজ্ঞতা থেকে নয়, বানিয়ে বানিয়ে লিখেছেন, আর তাই মনে হচ্ছে লেখাটি পড়ে। 

যাহোক, এর পরের লেখার অপেক্ষা করছি। তবে আপনার লেখালেখির প্রয়াস বেশ ভালো লাগছে। আমার পক্ষ থেকে শুভকামনা রইলো। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:১৮
আমি আপনার অপেক্ষায় ছিলাম । আজ কি বলেন টা জানতে । অবশ্যই খুশি হয়েছি ঘাটতি গুলো ধরিয়ে দিলেন বলে । আমি নিজেও জানি আমি আবেগি লেখা গুলো ঠিক সেভাবে লিখতে পারি না । কেমন যেন হালকা হয়ে আমার কলমে ধরা দেয় । এটা শুধু যে অনভিজ্ঞতার জন্য টা নয় এটা আসলে লেখালেখিতে দক্ষ নয় বলে । 
নাহলে সব সুন্দর ছ্যাকা খাওয়া লিখাগুলির লেখক কি ছ্যাকা খেয়েই এত সুন্দর লিখতে পারছেন ? 

তবে আমার পক্ষে বানিয়ে লেখা সত্যিই কঠিন । কিন্তু চেষ্টা করেই যাবো । তাই সহ্য করতে হবে । 
KohiNoorমেজদা২৩ জানুয়ারি ২০১৩, ২২:০৪
এতদিন একটা মানুষকে মনে রাখা ! আমার পক্ষে সম্ভব নয় কিন্তু কি করে কেউ একজন এভাবে বার বার স্মৃতিতে আসে। তাই তো বলতে হল- মনে রেখো একজন এখনো তোমাকে ভালবাসে ।
খুব সরল ভাবে লেখা কিন্তু ভাবে ভরা। 


শুভেচ্ছা নিও প্রিয় জেসমিন। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
আমি জটিল করে লিখতে পারি না । আমার যে কি হবে , মেজদা ?
KohiNoorমেজদা২৩ জানুয়ারি ২০১৩, ২২:৫৯
আমিও পারি না, তাই তোমার আমার কোন অবস্থা নাই। যাই হোক আল্লাহ্‌ যা করে তাই হোক আমাদের।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:০০
সেটাই মেজদা । আপনার কথাই ঠিক ।
BABLAমোহাম্মদ জমির হায়দার বাবলা২৩ জানুয়ারি ২০১৩, ২২:১৪
একেবারে খোলা চিটি লিখে দিলেন মনে হলো । চিন্তার কারণ নেই হয়তো পৌছাবে যে কোন দিন। 
শ্রদ্ধা জানবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
খোলা না দিলে পরবেন কিভাবে ? হয়তো ----------

ধন্যবাদ পড়ার জন্য । আপনার জন্যও অনেক শ্রদ্ধা । ভালো থাকবেন ।
anindyaantarঅনিন্দ্য অন্তর অপু২৩ জানুয়ারি ২০১৩, ২২:৪৭
আপা, আপনার স্মৃতিচারণ অনুভূতিতে আঘাত করে গেল যেন। হৃদয়ের কথা ঠিকই প্রিয় মানুষের কাছে পোঁছে যাবে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২২:৫৫
ধুর মিয়া আপনেরে কে কইল আমার স্মৃতিচারণ । এমন স্মৃতি কথা সবাইকে জানিয়ে বেড়াবো নাকি ? এমনি একটু চেষ্টা করলাম ।
vuterachorভূতের আছড়২৩ জানুয়ারি ২০১৩, ২২:৪৯
খুব সুন্দর অনুভূতি অনুভব 
শুভ কামনা
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:০১
ভালো লাগলো জেনে স্বস্তি পেলাম । 
কেমন আছেন ? লেখা কোথায় ?
vuterachorভূতের আছড়২৪ জানুয়ারি ২০১৩, ০০:১১
আছি ভালো আপনাদের দোয়ায় । 
আর নতুন লেখা চেয়ে বিব্রত করেন কেন? 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০০:১৯
বিব্রত করলাম নাকি ? তাইলে করুম না । 
ধিরে সুস্থেই লিখেন ।
vuterachorভূতের আছড়২৪ জানুয়ারি ২০১৩, ০১:০৫
বিব্রত না অন্যত্র লেখা দেই এখানেই দেইনা। 
যেখানে হট সিট স্টিকি হয়না সেখানে সব কাজই ওইরকম তাই মন্তব্য দেই এটাই বেশি
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০১:১৫
খারাপ বলেন নাই । ঠিকানা কি আমাকে দেয়া যায় ? বার্তা চাইছি ।
mdkamruliiucমুহম্মদ কামরুল হাসান২৩ জানুয়ারি ২০১৩, ২২:৫০
আবেগময়ী লেখা ।তবে আরও ঘষা-মাজা করলে আরও ভাল হত। 
আমিতো এটাও পারি না আপনাকে কি বলব।

শুভেচ্ছা রইল আপু।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:০৯
কি যে বলেন । আপনার লেখার সাথে আমার লেখা মেলাতে যাবেন না । আপনি অনেক ভালো লিখেন । 

ভালো থাকবেন ।
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:১১
যে আমি কখনো একটো আওয়াজ করতে সাহস পেতাম না সে আমি একদিন কেমন করেই যেন দুঃসাহসী হয়ে গেলাম। তোকে বলেই দিলাম ভালোবাসি। 
আর তুই সেই আমাকে--- না তোর তো কোন দোষ ছিলনা। তুই তো আমাকে বন্ধু ভেবেছিলি। আমিই শুধু আগ বারিয়ে তোকে----

মেয়ে, একটো খানি জায়গা কি তোর বুকের জমিনে পাবার যোগ্যতা আমার ছিলোনা?? চাইনি তো কখনো তোর বুকে কষ্টের পাহাড় হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে, চেয়েছিলাম শুধু নুড়ি হয়ে মিশে যেতে তোর মন সমুদ্রে। কি হলো আর তবে এক জীবনে???? 
নুড়ি বানিয়ে তোর ভেনিটি ব্যাগের এক কোনায় তো রেখে দিতে পাতি আমায়? কেউ টের পেতনা। অগোচরে থেকে যেতাম আমি তোর কাছাকাছি। বল তুই-- তাহলে কেন ছুড়ে দিলি আমার ফেরারী বানিয়ে সেই উড়নচন্ডী ঢেউগুলীতে??
আমি এখনো মস্ত রাতে অন্ধকারে হাতড়ে বেরাই তোকে। ভাবি এই বুঝি তুই আবার এলি, এই বুঝি তুই বলবি আয় বুকে জড়িয়ে নেই তোকে কিংবা সুরমা করে চোখে লুকিয়ে রাখি তোকে। 

তোর সেই দুঃসাহসী বন্ধু তোকে এখনো আগের মতো করেই---

ভালো থাকিস তুই---


আপা -- আপনার লিখাটা পড়ে কেমন যেন মনটা উথাল পাথাল লাগলো। এমন কথাবার্তা কল্পনায় লিখা যায়-- বাকীটা বলছি না---

শুভেচ্ছা---
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:১৫
আপনি বলেই এত সুন্দর করে লিখে ফেললেন । আর আমার অবস্থা দেখলেন তো । ক্যামনে লিখেন , আমি পড়ি আর ভাবি । 

শুভেচ্ছা । আজ কতক্ষণ ফ্রি আছেন ?
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:১৮
আছি যতক্ষণ ভালো লাগে আর কি। হয়তো ঘন্টা খানেক।

কেমন আছেন আপা??
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:২০
ভালো আছি । আজ আমার এক বান্ধবীর সাথে কথা বলে কেন জানি আপনার কথা মনে পড়ছে । কেন বুঝতে পারলাম না ।
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:২৩
হায় হায় কি কন--

লজ্জা দিলেন যে---
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৩৬
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৩৭
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৩৮
গত কয়েকদিন বেশ কয়েকবার শুনেছি ।
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৪৩
আমার ফোনেই আমি রিওয়াইন্ড দিয়ে শুন্তেই থাকি। আশর্চয অনুভুতি-- শুধু জলেই বুঝা যায় অন্য কিছুতে না।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৪৫
গত কয়েকদিন গানটা শুনে আর সেই বান্ধবীর সাথে কথা বলে মনে হোল গানগুলি বোধহয় এভাবেই লেখা । তার জন্য মনটা ভালো নেই ।
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৫২
আপনার বান্ধবী আর গানের মাঝখানে আমি কিভাবে আসলাম আপা??

[-O
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৫৪
তাতো জানি না । 
MatirMoynaমাটিরময়না২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৫৬
আমি জানি আপা। তবে এখন বলবো না। অন্য কোন এক সময় যখন ----

না থাক পরে বলবো।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০০:০১
এই মিয়া সমস্যা কি কথা অর্ধেক বলেন কেন ? আমি রহস্য পছন্দ করি না । এখানে না বলতে চাইলে অন্য অপশন তো আছেই । কইয়া ফালান ।
MatirMoynaমাটিরময়না২৪ জানুয়ারি ২০১৩, ০০:১৪
হাহাহাহহা--

কিছুনা আপা। এমনি বলেছি সত্যি। আপনি রাগেন কিনা সেটা দেখার জন্য। ভালো লাগছে আমার বোন রাগ করেছে আমার উপর। হাহাহাহহা

আবেগ জিনিসটা আসলেই কেমন যেন একটা অজানা বিষয়। আপনার এই লেখাটায় আবেগ জিনিসটা তেমন ছিলোনা। যদি পুরোপুরি আবেগে পরিপুর্ণ থাকতো। এই সেইম শব্দগুলো দেখেই মানুশের চোখে জল আসতো। অবশ্য এখন মন খারাপ হয়েছে। আর আবেগ পুর্ণ থাকলে গ্যারান্টি চোখে পানি। আশা করি আপা সামনেই সেই লিখা আসবে যখন লিখা পড়ে মন ছুয়ে যাবে আর মনের অজান্তেই নোনার দলেরা হানা দেবে চোখে। 

আজ আর বেশী কিছু বলছি না। কেমন যেন সব কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। আশ্চর্য-- এক ফোটা সফেদ শিশির, তোকে কেনই বা দিপ্রহরের কঠিন রোদে মিলিয়ে যেতে হবে নিমিশে?? থেকে কি যেতে পারতি না সবুজ ঘাসে মিশে??

ভালো থাকবেন আপা।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০০:২৬
আবেগ জিনিসটা আসলেই কেমন যেন একটা অজানা বিষয়। আপনার এই লেখাটায় আবেগ জিনিসটা তেমন ছিলোনা। ----- আমি পারি না । কেন ? 

আশা করি আপা সামনেই সেই লিখা আসবে যখন লিখা পড়ে মন ছুয়ে যাবে আর মনের অজান্তেই নোনার দলেরা হানা দেবে চোখে।--------- আদৌ কি কখনো পারবো ? 

আপনিও ভালো থাকবেন ।
moutushi1basharমৌটুশি বাশার২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৩২
আমাদের মায়াবতী তো বেশ লিখেছে , হুম এভাবেই শুরু হোক । মুগ্ধ পাঠক সাথেই আছি ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৩ জানুয়ারি ২০১৩, ২৩:৪৩
ইসশ , কি ভালো লাগছে । মায়াবতী নামটা বড়ই পছন্দ হোল । 

জানি , ভালো না লাগলেও পড়েই যাবেন । পারি না এর চেয়ে ভালো লিখতে । 
Shongkhobasসেলিনা ইসলাম২৪ জানুয়ারি ২০১৩, ০০:০৪
অনেক সুন্দর লিখেছেন আপু -লেখাটা পড়ে বহুদিন পরে প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথা মনে পড়ে গেল 
"আমরা দুজনা স্বর্গ-খেলনা
গড়িব না ধরণীতে
মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে।
পঞ্চশরের বেদনা মাধুরী দিয়ে
বাসর-রাত্রি রচিব না মোরা,প্রিয়ে।
ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে 
ভিক্ষা না যেন যাচি
কিছু নাই ভয়, জানি নিশ্চয়-
তুমি আছ,আমি আছি ।'' 
অনেক অনেক ধন্যবাদ শুভকামনা নিরন্তর
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০০:২৭
ধন্যবাদ আপু , আপনার উপস্থিতি খুব খুব ভালো লাগলো । ভালো থাকবেন ।
asrafulkabirআশরাফুল কবীর২৪ জানুয়ারি ২০১৩, ০০:০৪
তুমি আমাকে বন্ধু হিসেবে চেয়েছিলে । দিয়েছিলে তোমার নীলপদ্মগুলি। আমি কিন্তু ঠিকই হয়েছিলাম তোমার বন্ধু । তোমার নীলপদ্মগুলিও খুব যত্ন করে রেখে দিয়েছি বুকের মাঝে । অথচ তুমিই নেই আমার জীবনে । ভালোবাসা কি শুধু কষ্ট নিয়ে আসে জীবনে ? আমি তো খুব বেশি কিছু চাইনি । চেয়েছিলাম তোমাকে নিয়ে ছোট্ট একটা ভালবাসার নীড় গড়তে । কেন হোল না বলতে পারো? 

#সুন্দর লিখেছেন..অভিনন্দন আপনাকে জেসমিন...জেসমিন ফুলের শুভেচ্ছা 

#আনন্দে ভরপুর আমাদের চারপাশ তবুও মাঝে মাঝে খুব বেশী রকমের শূণ্যতা এসে গ্রাস করে..অবশ্য নান্দনিক কারন থেকে যায় তার ব্যাকগ্রাউন্ডে 

#শীতশুভেচ্ছা আপনাকে, এগিয়ে চলুন
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০০:৩১
সত্যি বলেছেন । অনেক আনন্দের মাঝেও আশেপাশের নানা কিছু মনে শূন্যতা তৈরি । মনে হয় কোথায় কি যেন নেই । 

আশারাফ ভাইকে আন্তরিক ধন্যবাদ আমার এই লেখাটি পড়ে সুন্দর একটা মন্তব্য করলেন বলে । 
আপনার জন্য বেলি ফুলের শুভেচ্ছা ।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী২৪ জানুয়ারি ২০১৩, ০০:২০
ভালোবাসা চিরন্তন, দূরত্ব সেখানে তুচ্ছ 

শুভেচ্ছা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০১:৩৭
খুব মূল্যবান একটি কথা বললেন । 

ভালো লাগলো আপনাকে দেখে ।
mitroআমি অনিমেষ মিত্র২৪ জানুয়ারি ২০১৩, ০০:৩৫
সাধু সাধু সাধু ।

বড়ই সুন্দর হয়েছে । বড়ই মনোরম হয়েছে ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০১:৪৪
তাইলে আবার চশমা দিয়ে কি খুঁজেন ? 

শুভেচ্ছা । 
chomok001মোঃ হাসান জাহিদ২৪ জানুয়ারি ২০১৩, ০০:৫২
চমৎকার লিখেছেন । লিখতে থাকুন অবিরাম । অনেক অনেক শুভকামনা রইলো । 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ০২:০০
ধন্যবাদ জাহিদ ভাই । আপনি সুন্দর চোখে দেখেন বলেই হয়তো চমৎকার মনে হয় । 
অনেক অনেক শুভেচ্ছা । 
JAVED79এম ই জাভেদ২৪ জানুয়ারি ২০১৩, ০৫:৩০
প্রথমে ভাবলাম , জেস্মিন আফার এ কি হইল। হাটে হাড়ি ভাঙ্গছে কেন ? 

পরে বুঝতে পারলাম এটা পাতানো কিংবা আষাঢ়ে গল্প। অভিজ্ঞতা না থাকলে এহেন লেখা 

লিখা বেশ কঠিন। আমার তো মনে হয় আপনি এবার উতরে গেলেন ......আবেগ কম থাকলে ও ভাবাবেগ আছে।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ১৬:৩২
যাক বুঝলেন যে সেটাই বেশি । 

আমি আসলে প্যচিয়ে আবেগের কথা লিখতে পারি না । আর মনে হয় চেষ্টা করা উচিত হবে না । 
আপনার মূল্যবান মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।
rodela2012ঘাস ফুল২৪ জানুয়ারি ২০১৩, ০৬:৫১
মাতিরময়না না হয় ছ্যাকা খাইয়া যতসব বিরহের কবিতা আর গল্প লিখে। আপনার হয়েছেটা কি? এতো সুন্দর একটা বিরহের গল্প লিখলেন। তবে বুঝতে পারলাম না কেন এটা আপনি বিবিধ এ পোষ্ট দিলেন। আপনার গল্পটা পড়েছি অনেক আগে কিন্তু মন্তব্য করলাম অনেক দেরিতে, বাহিরে কাজ ছিল বলে। আমি অনেক চেষ্টা করছি কিন্তু একটা গল্প দাড়া করাতে পারছি না। মনে হয় আমাকে দিয়ে হবেনা। ভালো থাকবেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ১৬:৫৫
গল্পের মত করে লিখিনি বলে বিবিধে দিলাম । 
একটা গান শুনে আর যদি ঘরের মানুষটাকে না পাওয়া হত তাহলে কেমন হতো জীবনটা সেই চিন্তা থেকেই এই লেখার ব্যর্থ চেষ্টা । 

আপনার ভালো লাগলো জেনে স্বস্তি পেলাম । 
লেগেই থাকেন গল্প না দাঁড়িয়ে কোথায় যাবে ? 
ভালো থাকবেন ।
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)২৪ জানুয়ারি ২০১৩, ০৬:৫৯
যদিও অতীত আর বিচ্ছেদী প্রেম। তবে আপনার অসাধারণ ভাবনা আর আবেগে লিখা এই গল্পটি চমৎকার লিখেছেন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ১৭:১৬
জেনে ভালো লাগলো লেখাটি আপুর মনে ধরেছে । শুভেচ্ছা নিবেন ।
kamaluddinকামাল উদ্দিন২৪ জানুয়ারি ২০১৩, ০৯:১৩
নষ্টালজিক, এ যেন একেবারে হৃদয়ের গভীর থেএ উঠে আসা দীর্ঘশ্বাস । প্রত্যেকের জীবনেই এমন কিছু থাকে যা ভোলা যায় না । ভালো লেগেছে খুব 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২০:১০
কিছুটা দীর্ঘশ্বাস আছে বৈকি । সে নিজের না হোক অন্য কারোটা শুনেও আসে । 
আপনার আন্তরিক মন্তব্য ভালো লাগলো । ভালো থাকবেন কামাল ভাই ।
elmaaজান্নাতুল ফেরদৌস জান্নাত২৪ জানুয়ারি ২০১৩, ০৯:৩২
বলো, ভালো আছো তো?
ভালো লাগলো কথামালাগুলো। 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২০:২১
ধন্যবাদ জান্নাত । শুভেচ্ছা নিবেন ।
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক২৪ জানুয়ারি ২০১৩, ০৯:৫০
লেখাটি অনেক ভালো লাগলো
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ প্রামাণিক ভাইকে । ভালো থাকবেন ।
ruheeরুহে২৪ জানুয়ারি ২০১৩, ১১:৫০
"তুমি ভালো থেকো । আর মনে রেখো একজন এখনো তোমাকে ভালবাসে ।"
অসাধারণ আপু ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
ভালো লাগলো আপনার অনুভূতি জেনে । অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।
sazzad77সাজ্জাদ হোসাইন২৪ জানুয়ারি ২০১৩, ১৪:২০
আপু অনেক ভালো লাগলো, সত্যি কিছু কিছু লাইনে তো আমি থমকে দাঁড়িয়েছি আবেগময় ছিল লাইনগুলো। 
সুন্দর লিখেছেন, আপনি কিন্তু দিন দিন আমাদের সুন্দর লিখা উপহার দিচ্ছেন আশা রাখি সামনে এমন আরও আরও সুন্দর লিখা পাবো। 

অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা প্রিয় আপু
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৪ জানুয়ারি ২০১৩, ২১:২১
এই একটু লিখলাম আর কি । কিন্তু লিখেই মনে হচ্ছিলো ভালো হয়নি । কিন্তু এর চেয়ে ভালো লিখতেও পারি না । 

তোমার আন্তরিক মন্তব্য আমাকে উৎসাহিত করবে । 

ভালো থেকো । অনেক ভালো । 
Tirzokতীর্যক নীল২৪ জানুয়ারি ২০১৩, ১৬:৪২
চমৎকার!
------------------


ঘুমের ভান করে থাকি, যেনবা প্লাবনের ভয় থেকে মুক্তি পেয়েছে বিক্ষুব্ধ জলরাশি। এ যেন প্রিয় মানুষের অভিশাপ, ঘরে ফিরে এলে নিজেকে মনে হয় নিভে আসা ঝাড়বাতি। আমি তো চেয়ে চেয়ে দেখি, কীভাবে কমে আসা আলোয় অস্পষ্ট হয়ে ওঠে মুখের কারুকাজ। যতদূর ভাবা যায় তোমাকেই খুঁজি, হৃদয় ওপারে বিশুদ্ধ নুপূরে এত যে তোমার ছুটোছুটি, তুমি কি জানো, এ পারে আমি তোমার বন্দরে নিজেকে ভাসিয়ে বাঁচি।
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৫ জানুয়ারি ২০১৩, ০৩:৪১
চমৎকার !
lipuniমাহবুবা আকতার১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৯
লিখাটি খুব স্পর্শ কাতর ও জীবন ঘেষা । 
মন কে ভাসিয়ে নিয়ে যায় হারিয়ে যাওয়া জীবনে ।
ফালগুনের শুভেচ্ছা রইল । ভালো থাকবেন ।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
একটু আগে দেখলাম জিঞ্জির ভাইয়ের অনেক পুরনো একটি লেখা পড়ে কমেন্ট দিলেন । 
এখন আমারটাও পড়লেন । 
আমি খুব অভিভূত । 
গল্পটি নিয়ে আপনার মূল্যায়ন আমাকে চাঙা করলো । 
ধন্যবাদ মাহবুবা আপাকে । 
অনেক অনেক শুভেচ্ছা রইলো । 
Mostaqছেলেমানুষ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ০১:৫৬
কবিতার মত গল্প। পড়তে খুব ভালো লাগলো। বিবিধে কেন? আমি তো আরেকটু হলেই পার হয়ে যেতাম। পড়তে পারতাম না।
শুভকামনা 
lnjesminলুৎফুন নাহার জেসমিন২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৩
আমি কবিতা লিখতে পারি না । 
এটাকে ঠিক গল্পও বলা যায় না । তাই বিবিধে । 
আপনি এত পিছনের একটি লেখা পড়লেন ,খুব ভালো লাগলো । 
অনেক অনেক শুভেচ্ছা রইলো ।

1 comment: